Author: robin80

  • ইংল্যান্ডের চলচ্চিত্র উৎসবে টপ ফাইভে ‘ছিটমহল’

    ইংল্যান্ডের চলচ্চিত্র উৎসবে টপ ফাইভে ‘ছিটমহল’

    চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিব এর ছবি ছিটমহল ইংল্যান্ডের লিফটপ গ্লোবাল নেটওয়ার্ক আন্তর্জাতিক ফিল্ম ফ্যাষ্টিভ্যালে টপ ফাইভে স্থান করে নিয়েছে।

    জানা গেছে ছবিগুলোর উপর ভোটিং শুরু হয় ৪ ঠা জুলাই থেকে, যা আগামী ২৭ শে জুলাই শেষ হবে চূড়ান্ত নির্বাচন। এরই মধ্যে ছিটমহল প্রতিযোগিতার দুইটি ধাপ অতিক্রম করে ৩য় ধাপে রয়েছে। ছিটমহল এর স্থান টপ ফাইভে রয়েছে বলে জানা গেছে।

    ছিটমহলের সাথে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্বের অনেক প্রথিতযশা পরিচালকদেরও ছবি রয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে অমিমাংসিত ভূমি নিয়ে ৬৮ বছরের এক বঞ্চনা ও বেদনার ইতিহাসের নাম ছিটমহল। সম্প্রতি যার সুরাহা হয়েছে দুই দেশের ইচ্ছায়। এই ঘটনা নিয়ে বিশ্বের একমাত্র ফিচার ফিল্ম ছিটমহল।

    নির্মাতা এইচ আর হাবিবের সাথে কথা হলে তিনি জানান, প্রায় একমাস ধরেই চলবে উৎসবটি। আন্তর্জাতিক ফিল্ম ফ্যাষ্টিভ্যালের চূড়ান্ত পর্বে সিনেমাটি লড়েছে ভাল লাগছে। ছিটমহল আমারও অনেক ত্যাগ তিতীক্ষার ছবি। অনেক অনটন যুক্ত হয়েছিল ছবিটি রিলিজ করতে। বিশ্বে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে এই পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করছে। যা অনেক আনন্দের বিষয়। পেছনের সব কষ্ট ছিটমহল বাসীর মত আমিও ভুলে গেছি।

    উল্লেখ্য এইচ আর হাবিব এর সায়েন্স ফিকশন ছবি জলকিরণ আসছে এই বছরেই বলে নির্মাতা জানান।

    ছিটমহল সিনেমায় অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ, ডন হক, আনোয়ারুল আলম সজল, এবিএম সহেল রশিদ, শিমুল খান, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমূখ।

    এন-কে

  • কখনোই যুদ্ধ না করে জীবন শেষ করার কথা ভাববেন না: মিঠুন

    কখনোই যুদ্ধ না করে জীবন শেষ করার কথা ভাববেন না: মিঠুন

    সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি মিঠুন চক্রবর্তী। বলিউডে তখন পায়ের তলার জমিটুকুও নেই, সবটাই কঠিন লড়াই। কখনও কখনও মনে হত আর বুঝি পারবেন না, হার মানতেই হবে।

    এমনকি বহু বার নাকি আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন আজকের ‘মহাগুরু’। তবু দিনের শেষে তিনি যোদ্ধা। জেতার খিদে ছিল তার রক্তে।

    ১৯৭৬ সাল। ‘মৃগয়া’ ছবিতে অভিনয়ে অভিষেক মিঠুনের। সেরা অভিনেতা নির্বাচিত হয়ে শুরুতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ঝুলিতে ‘ডিস্কো ডান্সার’, ‘নিরাপত্তা’, ‘সাহস’, ‘ওয়ারদাত’, ‘ওয়ান্টেড’, ‘বক্সার’, ‘জল্লাদ’ এবং ‘অগ্নিপথ’-এর মতো একের পর এক ছবি। ‘তাহাদের কথা’ (১৯৯২) এবং ‘স্বামী বিবেকানন্দ’(১৯৯৮) ছবি দু’টি তাকে এনে দিয়েছিল আরও দু’টি জাতীয় সম্মান।

    সম্প্রতি দিল্লির এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে মিঠুন ফিরে যান তার কেরিয়ারের শুরুর দিনগুলোতে। বলেন, ‘আমি সাধারণত এ সম্পর্কে খুব বেশি কথা বলি না। এমন কোনও নির্দিষ্ট পর্বও নেই, যা আমি উল্লেখ করতে চাই৷ কারণ সবাই সংগ্রাম করে, নিজেকে সে ক্ষেত্রে বিশেষ করে দেখানোর কোনও ইচ্ছে নেই। কিন্তু সত্যি বলতে কি, আমার সংগ্রাম ছিল সীমাহীন। মাঝেমাঝে ভাবতাম, আমি পারব তো? এমনকি ব্যর্থতার ভয়ে আত্মহত্যা করার কথাও ভাবতাম। কিন্তু এখন এই বয়সে এসে পরামর্শ দেব, কখনোই যুদ্ধ না করে জীবন শেষ করার কথা ভাববেন না। আমি লড়াই ছাড়িনি। দেখুন, আজ আমি কোথায় দাঁড়িয়ে আছি।’

    সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফের সঙ্গে মিঠুনের ছবি মুক্তি পাবে শীঘ্রই। নতুন ছবি নিয়ে মিঠুন বলেন, ‘আমি এখনই এ সম্পর্কে কিছু জানাতে পারছি না। শুধু বলতে পারি যে, আমি এমন ছবিতেই বেশি আগ্রহী, যেগুলি বাস্তবের দলিল। তবে হ্যাঁ, এই ছবিটি উত্তেজনাপূর্ণ হবে আশা করা যায়।’

    মিঠুনকে শেষ দেখা গিয়েছিল বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ। ১৯৯০-এর দশকে কাশ্মীরি হিন্দুদের গণহত্যা এবং কাশ্মীর উপত্যকা থেকে তাদের উচ্ছেদের কাহিনি নিয়ে এই ছবি মুক্তির দু’সপ্তাহের মধ্যে বক্স অফিস থেকে ২০০ কোটি টাকা আয় করেছিল। পরবর্তী ছবি নিয়েও একই ভাবে আশাবাদী মিঠুন।

    এন-কে

  • চট্টগ্রামে করোনায় শনাক্ত ৪৭

    চট্টগ্রামে করোনায় শনাক্ত ৪৭

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ১ শতাংশ। তবে এই সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।

    আজ ২৫ জুলাই, সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

    প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১২টি ল্যাবে ৩৬১টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩২ জন নগরীর বাসিন্দা ও ১৫জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪০৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৬০০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

    করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

    ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

    এন-কে

  • টানা দ্বিতীয় জয়ে সিরিজ ভারতের

    টানা দ্বিতীয় জয়ে সিরিজ ভারতের

    টানা দুই ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত। তাতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করলো শিখর ধাওয়ানের দল।

    কুইন্স পার্কে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল উইন্ডিজ। শাই হোপের সেঞ্চুরি ও নিকোলাস পুরানের হাফ-সেঞ্চুরিতে ৩১১ রানের জবাব দিতে নেমে ২ বল বাকি থাকতে ছাড়িয়ে যায় ভারত।

    এ নিয়ে টানা সাত ওয়ানডেতে ক‍্যারিবিয়ানদের বিপক্ষে জিতল ভারত। সবশেষ ১৩ ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের জয় ১২টি।

    টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল উইন্ডিজ। শেষ কিছু দিনে ব্যাট হাতে ব্যর্থ শেই হোপ জ্বলে ওঠেন এদিন। কাইল মেয়ার্সের সঙ্গে মিলে পাওয়ার প্লে-তে দ্রুত রান তুলছিলেন তিনি। ৯ ওভারেই স্বাগতিকরা তুলে ফেলে ৬৫ রান।

    তবে এরপরই ভারতকে ম্যাচে ফেরান স্পিনাররা। দীপক হুডা আক্রমণে এসেই ২৩ বলে ৩৯ রান করা মেয়ার্সকে বিদায় করেন। তিন নামা নামা শামার ব্রুকসও থিতু হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন ব্যক্তিগত ৩৫ রানে। তিনি শিকার হন অক্ষর পাটেলের। এরপর ব্রেন্ডন কিংকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান যুজবেন্দ্র চাহাল।

    চতুর্থ উইকেটে শক্ত জুটি পায় উইন্ডিজ। হোপের সঙ্গে অধিনায়ক নিকলাস পুরান দ্রুত রান তুলতে থাকেন। দুজনের ১০৫ বলে ১১৭ রানের জুটিতে বড় রানের দিশা পায় দলটি। ৭৪ রান করে বিদায় নেন পুরান।

    তবে হোপ উইন্ডিজের আশার আলো হয়ে ছিলেন শেষ পর্যন্ত। ৪৯তম ওভারের পঞ্চম বলে তিনি যখন ফিরছেন ব্যক্তিগত ১১৫ রানে, তখন উইন্ডিজের রান ৩০০’র কোঠা ছুঁয়েছে কেবল। এরপর শেষ ওভারে ১০ রান তুলে উইন্ডিজ শেষমেশ থামে ৩১১ রানে।

    ৫৪ রানে ৩ উইকেট নেন পেসার শার্দুল। অফ স্পিনে ৯ ওভারে কেবল ৪২ রান দিয়ে একটি উইকেট নেন হুডা। সমান ওভারে তার চেয়ে ২ রান কম দিয়ে ব্রুকসের উইকেট নেন আকসার।

    ৩১২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল বেশ ধীরগতির। ১০ ওভার শেষে ভারত তোলে মাত্র ৪২ রান। এরপর বিদায় নেন ওপেনার শিখর ধাওয়ান। সঙ্গী শুভমন গিলও বেশি দূর এগোতে পারেননি। শিখর ধাওয়ানের বিদায়ে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি। গিল পাঁচ চারে ৪৯ বলে করেন ৪৩ রান।

    ভারত তিন উইকেট খুইয়ে বসে ৭৯ রানে, ওভার তখন চলে গেছে ১৭টি।

    এরপর সাঞ্জু স্যামসন ও শ্রেয়াশ আইয়ারের ৯৪ বলে ৯৯ রানের জুটি পরিস্থিতির দাবি মিটিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। তবে এরপরই ভারতকে বিপদে ফেলে বিদায় নেন দু’জনেই। ৩৯তম ওভারে ২০৫ রানে ৫ উইকেট খুইয়ে বসে ভারত।

    সাঞ্জু স‍্যামসনের সঙ্গে ৯৯ রানের জুটিতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার। তবে পঞ্চাশ ছুঁয়ে তিনি বেশিদূর এগোতে না পারলে বড় একটা ধাক্কা খায় ভারত। ৭১ বলে এক ছক্কা ও চারটি চারে ৬৩ রান করে আলজারি জোসেফের বলে এলবিডব্লিউ হয়ে যান শ্রেয়াস।

    শেষ দশ ওভারে দলটির দরকার ছিল ঠিক ১০০ রানের। জয়ের সম্ভাবনাটা ভালোভাবেই উঁকি দিচ্ছিল উইন্ডিজ শিবিরে। তবে শেষমেশ সেটা আর সম্ভব হয়নি অক্ষর পাটেলের ৩৫ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংসে।

    সঙ্গী দীপক হুডার বিদায়ের পর অনেকটা একাই লড়ে উইন্ডিজের হাত থেকে ম্যাচটা বের করে আনেন তিনি। ৩৫ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন অক্ষর। তার ইনিংসে তিন চারের সঙ্গে পাঁচটি ছয়ের মার ছিল।

    তাতে আরও একবার জয়ের খুব কাছে গিয়েও হারের গ্লানি সঙ্গী হয় উইন্ডিজের।

    একই মাঠে আগামী বুধবার হোয়াইটওয়াশ করার লক্ষ‍্যে মাঠে নামবে তারা।

    এন-কে

  • ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি

    ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি

    ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮-এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে সরকারি সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। গত এক দশকের মধ্যে এটিই হবে পাকিস্তানের মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রথম ঢাকা সফর।

    উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী বুধবার ঢাকায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দেশগুলোর কর্মকর্তাদের বৈঠক।

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

    ড. মোমেন জানান, সম্মেলনে যোগ দিতে প্রত্যেক সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, সবাই আসতে পারছেন না। মিসরের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল, নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তুরস্কের ডেপুটি মিনিস্টার অব ফরেন অ্যাফেয়ার্স আসবেন বলে জানান তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে সম্মেলনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ রক্ষা করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানিকে পাঠাচ্ছে পাকিস্তান সরকার।

    সম্মেলনের ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে কিনা জানতে চাইলে মোমেন বলেন, ‘পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে আসছেন না। উনার সঙ্গে ডি-৮-এ আলাপ করব।’

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এবারের সম্মেলনে ছয়টি বিষয় নিয়ে আলোচনা হবে। এগুলো হলো—বাণিজ্য, কৃষি, পরিবহণ, যোগাযোগ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, পর্যটন ও জ্বালানি নিরাপত্তা। সম্মেলনে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিরাপত্তার ওপর জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি খাদ্য নিরাপত্তার বিষয়টিও আলোচনায় থাকবে।

    এন-কে

  • ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন দ্রৌপদী মুর্মু

    ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন দ্রৌপদী মুর্মু

    ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। তিনি হতে চলেছেন সে দেশের প্রথম নারী আদিবাসী প্রেসিডেন্ট।

    এরই মধ্যে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে শুরু হয়ে গেছে জোর চর্চা। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, সাঁওতালি শাড়ি পরেই নাকি তিনি শপথ নেবেন প্রেসিডেন্ট হিসেবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

    সাঁওতালি শাড়ি পরেই দ্রৌপদী মুর্মু রাইসিনা হিলসে পা রাখবেন। বিশেষ শাড়ি নিয়ে দিল্লি পৌঁছেছেন তাঁর নিকট আত্মীয় সুকরি টুডু। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, দিদির জন্য ঐতিহ্যবাহী সাঁওতালি শাড়ি নিয়ে এসেছি। ওই শাড়ি পরেই দিদি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

    দ্রৌপদী মুর্মুর ভাইয়ের স্ত্রী সুকরি। দ্রৌপদীর ভাই তারিণীসেন টুডুও এরই মধ্যে দিল্লি পৌঁছে গেছেন।

    শুধু শাড়ি নয় দ্রৌপদীর আত্মীয়রা তাঁর জন্য বিশেষ মিষ্টি আরিসা পিঠাও নিয়ে গেছেন দিল্লিতে। তাঁদের ইচ্ছা- দ্রৌপদী মুর্মু তাঁদের আনা বিশেষ শাড়ি পরেই যেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দ্রৌপদীর জয়ে তাঁরা খুব খুশি হয়েছেন বলেও জানিয়েছেন।

    তাঁরা আরও জানিয়েছেন, দ্রৌপদীর এ জয় আদিবাসী সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে।

    ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী। ঊড়িষ্যার ময়ূরভঞ্জের সাঁওতাল পরিবারের সন্তান দ্রৌপদীর জয়ের পরই উৎসবে মেতে ওঠেন আদিবাসী সমাজের মানুষরা।

    এন-কে

  • জাতীয় ঈদগাহ মাঠে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা

    জাতীয় ঈদগাহ মাঠে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা

    জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার জানাজা আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজাকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত করা হয়েছে।

    সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

    এ ছাড়া দ্বিতীয় জানাজা বিকেল ৩টায় গাইবান্ধার সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে ফজলে রাব্বী মিয়াকে সমাহিত করা হবে।

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার বেলা ৪টার দিকে মারা যান।

    ফজলে রাব্বী মিয়ার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা গণমাধ্যমকে এ তথ্য জানান।

    জানা গেছে, ফজলে রাব্বী মিয়া নয় মাস ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

    ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের হয়ে যুদ্ধে অংশ নেন।

    ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বীর মুক্তিযোদ্ধা মো. ফজলে রাব্বী মিয়া সবশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে সপ্তম বারের মতো জয়ী হন।

    এন-কে

  • যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নৌকাডুবি, ১৭ হাইতির নাগরিকের মৃত্যু

    যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নৌকাডুবি, ১৭ হাইতির নাগরিকের মৃত্যু

    সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নৌকাডুবিতে কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই হাইতির নাগরিক। এ ঘটনায় আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাহামাসের উপকূলে স্থানীয় সময় রোববার গভীর রাতে নৌকাটি ডুবে যায়। আর এতেই ওই প্রাণহানির ঘটনা ঘটে। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়েছে, বাহামা উপকূলে একটি নৌকা ডুবে হাইতির অন্তত ১৭ জন মারা গেছেন বলে জানিয়েছে ক্যারিবীয় এ দেশটির সরকার। বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেছেন, নৌকায় থাকা ব্যক্তিরা হাইতি থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

    বাহামাসের পুলিশ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) দূরে নৌকাটি ডুবে গেছে। এ ছাড়া, উল্টে যাওয়া নৌকার মধ্যে জীবিত এক নারীসহ আরও ২৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

    নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ঘটনায় অন্তত একজন এখনও নিখোঁজ রয়েছে এবং তার খোঁজে অনুসন্ধান অভিযান চলছে।

    এদিকে, এ ঘটনার পর সন্দেহভাজন মানবপাচার কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহামাস থেকে দুজনকে আটক করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মূলত হাইতিতে অপরাধী চক্রগুলোর সঙ্গে সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থানীয় দারিদ্র্যের মধ্যে বিপজ্জনক ভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করা লোকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

    প্রাথমিক তদন্তে দেখা গেছে, ডুবে যাওয়া নৌকাটি প্রায় ৬০ জন আরোহী নিয়ে স্থানীয় সময় রোববার রাত ১টায় বাহামিয়ান দ্বীপপুঞ্জের সবচেয়ে জনবহুল দ্বীপ নিউ প্রভিডেন্স থেকে রওনা করে।

    এন-কে

  • বিশ্বজুড়ে খাদ্য সংকটের দায় অস্বীকার রাশিয়ার

    বিশ্বজুড়ে খাদ্য সংকটের দায় অস্বীকার রাশিয়ার

    বিশ্বজুড়ে খাদ্য সংকটের জন্য মস্কো দায়ী এমন দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মিসরে কূটনৈতিক সফরের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে সত্যকে বিকৃত করছে।

    কায়রোতে আরব লিগের প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ল্যাভরভ অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো অন্যদের উপর তাদের প্রভাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। খবর বিবিসির।

    ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে খাদ্য সংকট শুরু হয়। ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রপ্তানি বন্ধ হয়ে পড়ায় শুরু হয় এ সংকট। এতে মারাত্মকভাবে আক্রান্ত হয় আরব বিশ্ব এবং আফ্রিকার বেশিরভাগ অংশ।

    ইউক্রেনের বন্দর দিয়ে ফের শস্য রপ্তানি শুরু করতে গত শুক্রবার চুক্তি সই করেছে তুরস্ক ও ইউক্রেন। তবে শনিবার ইউক্রেনের ওদেসা বন্দরে রাশিয়া হামলা চালালে এ চুক্তির ভাগ্য অনিশ্চয়তায় ঝুলছে। যুদ্ধের কারণে শুরু হওয়া ক্ষোভ প্রশমনে সমর্থন আদায়ে আফ্রিকার তিন দেশ সফর শুরু করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।

    রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা দেশগুলোর ‘আক্রমনাত্মকতা’ সাধারণ এক উপসংহারেরই ইঙ্গিত মেলে। ‘এর সঙ্গে কেবল ইউক্রেনের সঙ্গে সম্পর্কিত নয়, এটা ভবিষ্যত বিশ্ব শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত’।

    তিনি বলেন, ‘তারা বলে সবাইকে অবশ্যই একটি নিয়ম-ভিত্তিক বিশ্বব্যবস্থাকে সমর্থন করতে হবে এবং নির্দিষ্ট কোনও পরিস্থিতি পশ্চিমারা নিজেদের পক্ষে সমাধান করতে চায় তার উপর নির্ভর করে নিয়মগুলো লেখা হয়।’

    এর আগে ল্যাভরভ মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সোকরির সঙ্গে সাক্ষাৎ করেন। মিসরের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তাৎপর্যপূর্ণ। মিসরে বিপুল গম ও অস্ত্র রপ্তানি করে রাশিয়া। এ ছাড়া, ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে দুই দেশে ব্যাপক পর্যটক বিনিময়ও হয়েছে।

    এন-কে

  • অহিংস আন্দোলনে আপত্তি নেই প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের

    অহিংস আন্দোলনে আপত্তি নেই প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের

    নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় গত কয়েক মাস ধরে জনবিক্ষোভের মুখে বিদায় নিয়েছেন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। কিন্তু তাতেও বিক্ষোভ থামেনি। নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, তার সরকারের বিরুদ্ধে অহিংস বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুমতি তিনি দিচ্ছেন।

    এ সপ্তাহে কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে এ কথা বলেন। রোববার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। খবর রয়টার্সের।

    এমনকী দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বোতেও অহিংস বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে।

    রোববার বিক্রমাসিংহে এ অনুমতি দিলেও প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরদিনই বিক্ষোভকারীদের উপর চড়াও হয়েছিলেন তিনি।

    বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান গোটাবায়া রাজাপাকসে। তখন প্রধানমন্ত্রী ছিলেন বিক্রমাসিংহে। তাঁকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে রাজি ছিল না বিক্ষোভকারীরা। তারা নতুন কাউকে এ পদে চাইছিল এবং এ দাবিতে বিক্ষোভ জোরদার হয়।

    গত বুধবার পার্লামেন্টে এমপি’দের ভোটে বিজয়ী হয়ে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হন বিক্রমাসিংহে। বৃহস্পতিবার তিনি শপথ নেন।

    বিক্রমাসিংহের শপথ গ্রহণ উপলক্ষ্যে প্রেসিডেন্টের সচিবালয়ের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হয়। শুক্রবার ভোররাতে কয়েকশ’ নিরাপত্তা সদস্য অভিযান চালিয়ে সচিবালয়ের বাইরে বিক্ষোভকারীদের শিবিরের একটি অংশ ভেঙে দেয়। যার ফলে জনমনে ধারণা তৈরি হয়েছিল, নতুন প্রেসিডেন্ট হয়ত বিক্ষোভ দমনে কঠোর হবেন। জাতিসংঘ এবং পশ্চিমাবিশ্ব শুক্রবারের ওই অভিযানের নিন্দা জানায়।

    বিক্রমাসিংহের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার নাগরিকদের শান্তিপূর্ণ, অহিংস সমাবেশের অধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। জীবন এবং সম্পদের ক্ষতি না করে নগরীর অভ্যন্তরে অহিংস বিক্ষোভ চলার অনুমতি দেওয়া হয়েছে। এবং তা নিশ্চিত করতে কূটনীতিকদেরকে এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে অবহিতও করা হয়েছে।

    এন-কে

  • গোটাবায়ার বিরুদ্ধে সিঙ্গাপুরে মামলা, গ্রেপ্তারের আবেদন

    গোটাবায়ার বিরুদ্ধে সিঙ্গাপুরে মামলা, গ্রেপ্তারের আবেদন

    শ্রীলঙ্কা ছেড়ে পালানো সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বিরুদ্ধে সিঙ্গাপুরের এটর্নি জেনারেলের কাছে অপরাধের অভিযোগ দায়ের করে তাঁকে গ্রেপ্তারের আবেদন জানিয়েছে আন্তর্জাতিক একটি অধিকার সংগঠন।

    গোটাবায়া রাজাপাকসের বিরুদ্ধে শ্রীলঙ্কায় ২০০৯ সালের গৃহযুদ্ধের সময় তামিল দমনাভিযানে জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘনের অভিযোগ করেছে দক্ষিণ- আফ্রিকাভিত্তিক অধিকার সংগঠন ‘দ্য ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট’ (আইটিজেপি)।

    কয়েক দশকের ওই গৃহযুদ্ধে গোটাবায়ার এই বিতর্কিত ভূমিকার কারণে তাঁকে গ্রেপ্তারের আর্জি জানিয়েছে সংগঠনটি। ওই সময় শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রধান ছিলেন গোটাবায়া।

    সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে গোটাবায়ার বিরুদ্ধে আনা অভিযোগনামার কপি হাতে পেয়েছে রয়টার্স। তাতেই ওই অপরাধের জন্য গোটাবায়াকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বলা হয়েছে।

    দক্ষিণ- আফ্রিকাভিত্তিক অধিকার সংগঠন আইটিজেপি যুক্তি দেখিয়ে বলেছে, সর্বজনীন আইনগত অধিকার বা এখতিয়ারের আওতায় সিঙ্গাপুরে গোটাবায়া রাজাপাকসের অপরাধের বিচার হওয়া বাঞ্ছনীয়।

    শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে টানা কয়েক মাসের বিক্ষোভের পর গত ১৩ জুলাই সিঙ্গাপুরে পালিয়ে যান তৎকালীন লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এর পরদিনই ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি।

    সিঙ্গাপুরে গোটাবায়ার বিরুদ্ধে অভিযোগের খসড়া প্রস্তুতে কাজ করেছেন আইনজীবী আলেকজান্দ্রা লিলি ক্যাথার।

    জার্মানির বার্লিন থেকে ফোনে তিনি বার্তা সংস্থা য়টার্সকে বলেন, ‘যেসব অপরাধ সংঘটিত হয়েছে সে সম্পর্কে যাচাই করা তথ্য এমনকী প্রশ্নবিদ্ধ ওই ব্যক্তি; যিনি এখন সিঙ্গাপুরে আছেন, তাঁর সঙ্গে বাস্তবিকভাবে সম্পৃক্ত প্রমাণের ভিত্তিতে অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।’

    ‘এ অভিযোগে সিঙ্গাপুরের সামনে নিজস্ব আইন এবং নিজস্ব নীতিতে মানবাধিকারের পক্ষে উঠে দাঁড়ানো এবং ক্ষমতায় থাকা মানুষজনকে এর মর্ম বুঝিয়ে দেওয়ার চমৎকার সুযোগ বাস্তবিক পক্ষেই আছে।’

    এ বিষয়ে গোটাবায়ার মন্তব্য জানার জন্য সিঙ্গাপুরে শ্রীলঙ্কান হাই কমিশনের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি এর আগে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিলেন।

    এন-কে

  • চবি শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

    চবি শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

    রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় চবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চার দফা দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সাথে ক্যাম্পাসসহ সারাদেশে নারীদের নিরাপত্তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

    মানববন্ধনে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাত্ত্বিক বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজল কুণ্ড, মেহরাব সাদাত, সামিরা ফারাজানা, রসায়ন বিভাগের আসাদুল্লাহ আল গালিব ও গণিত বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক।

    মানববন্ধনে সামিরা ফারজানা বলেন, বহিষ্কারই চূড়ান্ত সমাধান না। আমরা চাই দোষীদেরকে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে ক্যাম্পাসে কিংবা দেশের যে কোনো জায়গা নারীদেরকে যৌন নির্যাতনের সাহস কেউ করতে না পারে।

    বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলগুলোকে অকার্যকর দাবি করে ওমর ফারুক বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই যৌন নিপীড়ন সেল আছে। কিন্তু সেগুলোর ক্রার্যক্রম তেমন লক্ষ্য করা যায় না। আমাদের বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলেও অকার্যকর। বিগত সময়ে যেসব অভিযোগ দেওয়া হয়েছে সেগুলো তারা এখনও বাস্তবায়ন করতে পারেনি। আমাদের দাবি বিশ্ববিদ্যালয়ের এই শাখা কার্যকরী ভূমিকা রাখবে। নয়তো আমাদের বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের দায়িত্বে যারা আছেন তাদের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামবে।

    এন-কে