Author: robin80

  • পরকীয়ায় নায়ক স্বামী, রাস্তায় প্রেমিকাকে পেটালেন স্ত্রী

    পরকীয়ায় নায়ক স্বামী, রাস্তায় প্রেমিকাকে পেটালেন স্ত্রী

    ভারতের উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক বাবুশান মোহান্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত রয়েছে উড়িষ্যা ফিল্মের জনপ্রিয় নায়িকা প্রকৃতি মিশ্র। এমন অভিযোগ এনেছে অভিনেতার স্ত্রী তৃপ্তি শতপথি।

    জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী শুধু সৌন্দর্য নয়, নিজের অভিনয় প্রভিতার জন্য প্রশংসিত। ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম প্রকৃতি মিশ্র। তার সঙ্গে বাবুশানের নাম জড়িয়েছে। যেটা নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চা হচ্ছিল।

    যার রেশ ধরেই শনিবার (২৩ জুলাই) সংবাদের শিরোনামে এসেছে প্রকৃতি। ভারতের ভুবনেশ্বরের রাস্তায় সহ-অভিনেতার স্ত্রীর হাতে মারধর খেলেন নায়িকা। প্রকৃতির কো-স্টার বাবুশান মোহান্তির স্ত্রীর হাতে হেনস্তার শিকার অভিনেত্রী।

    সেই সময়ের ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে যে, প্রকৃতিকে গাড়ির মধ্যে চুলের মুঠি ধরে আক্রমণ করছেন বাবুশানের স্ত্রী। ওই গাড়িতে ড্রাইভারের সিটে ছিলেন অভিনেতা বাবুশান। অভিনেত্রীকে রীতিমতো ছটপট করতে দেখা যায়। অন্যদিকে পথচারীরা সাহায্য করবার বদলে ভিডিও করতে ব্যস্ত! এরপর কোনোরকমে গাড়ি থেকে নেমে একটি অটোরিকশার দিকে ছুটে যান প্রকৃতি, সেইসময়ও তৃপ্তি তাকে ধাওয়া করেন।

    এ ঘটনার জেরে খারাভেলা নগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকৃতির মা কৃষ্ণাপ্রিয়া মিশ্র।

    এন-কে

  • কক্সবাজারের অবৈধ নিবন্ধনের সিম রোহিঙ্গাদের সরবরাহ, আটক ৫

    কক্সবাজারের অবৈধ নিবন্ধনের সিম রোহিঙ্গাদের সরবরাহ, আটক ৫

    কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধন করা সিম বিক্রি চক্রের প্রধানসহ ৫ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

    রোববার (২৪ জুলাই) দুপুরে ব্রিফিংকালে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।

    আটক ব্যক্তিরা হলেন- জয় বিশ্বাস, জাহিদ, মো. ইলিয়াছ, মো. ফারুক ও সুজন সাহা। তাদের বয়স ১৯ থেকে ৩০ বছরের মধ্যে।

    সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক জানান, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধন করা সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, শনিবার রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ চক্রের ৫ জনকে আটক করা হয়েছে।

    তিনি আরও বলেন, চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

    এন-কে

  • দেশে করোনায় মৃত্যু ৪, শনাক্ত ৪৩০

    দেশে করোনায় মৃত্যু ৪, শনাক্ত ৪৩০

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৪৩০ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ রোববার এ তথ্য জানা গেছে।

    বিজ্ঞপ্তি বলছে, নতুন করে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৬৬ জনের। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৬৮২ জন পুরুষ, ১০ হাজার ৫৮৪ জন নারী আছেন। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ এক হাজার ৭৭৫ জন।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ২৭০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ছয় হাজার ১০৫টি নমুনা সংগ্রহ এবং ছয় হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ৭ দশমিক ৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

    উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

    এন-কে

  • সিরাজগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ৬ দোকান

    সিরাজগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ৬ দোকান

    সিরাজগঞ্জের ছোনগাছা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে গেছে ৬টি দোকান। যাতে ক্ষতি হয়েছে প্রায় ৮০ লাখ টাকা।

    শনিবার (২৩ জুলাই) আনুমানিক রাত ২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আনুমানিক রাত ২টার দিকে জামাল শেখের দোকানে আগুন দেখতে পায় তারা। পরবর্তীতে আরও ৫টি দোকানে আগুন ছড়িয়ে পরে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ছিল ওষুধ, হোমিওপ্যাথি চেম্বার, চিনি, গুড় ও গো-খাদ্যের দোকান। ৬টি দোকানের প্রায় ৮০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।

    তবে এখনও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

    এন-কে

  • দেশে নির্বাচনকালীন সরকার নিয়ে সংকট নেই, সংকট বিএনপিতে : ওবায়দুল কাদের

    দেশে নির্বাচনকালীন সরকার নিয়ে সংকট নেই, সংকট বিএনপিতে : ওবায়দুল কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনো সংকট নেই, সংকট আছে বিএনপিতে এবং তাদের নেতৃত্ব ও সিদ্ধান্তে।’

    রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকটের কথা বলেছেন, তার জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

    ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতাদের চাওয়া আর আবদারের কোনো শেষ নেই। তাঁরা কখনও নিরপেক্ষ সরকার, কখনও নির্বাচনকালীন সরকার, আবার কখনও তত্ত্বাবধায়ক সরকার এবং মাঝে মাঝে কখনও জাতীয় সরকার নিয়ে কথা বলেন। আসলে বিএনপির নেতারা কী চান, তা তাঁরা নিজেরাও জানেন না।’

    বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।’

    ওবায়দুল কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনকালে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলছেন, সেটা একটা মীমাংসিত বিষয়। সুতরাং, এ নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই।’

    সেতুমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই দল গড়ে উঠেছে। আওয়ামী লীগ ভালো করেই জানে কীভাবে আন্দোলন মোকাবিলা করতে হয়। রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে।’

    বিএনপির শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কিন্তু, আন্দোলনের নামে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণের জানমাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত।’

    ‘আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে’—বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, ‘যে দল তাদের নেত্রীর মুক্তির জন্য রাজপথে একটা মিছিল পর্যন্ত করতে পারে না, তারা আবার আন্দোলন করে সরকারকে পদত্যাগে বাধ্য করবে—এমনটা জনগণ বিশ্বাস করে না। সরকার নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপির নেতাদের টপ টু বটম দল থেকে পদত্যাগ করা উচিত।’

    ওবায়দুল কাদের দাবি করেন, ‘রাষ্ট্রপতির আমন্ত্রণ ও নির্বাচন কমিশনের ডাকে সংলাপে না গিয়ে বিএনপি ও তার দোসরেরা এখন নিজেদের মধ্যে সংলাপ করছে। এটা আসলে সংলাপ নয়, সংলাপের নামে ষড়যন্ত্র করছে বিএনপি। সাম্প্রদায়িক অপশক্তি নিয়ে বিএনপির এ ধরনের ষড়যন্ত্র দেশপ্রেমী জনগণ কিছুতেই মেনে নেবে না।

    এন-কে

  • বিয়ের পিঁড়িতে বসলেন ওপেনার মুনিম শাহরিয়ার

    বিয়ের পিঁড়িতে বসলেন ওপেনার মুনিম শাহরিয়ার

    বিয়ে পিঁড়িতে বসেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রতিভাবান ওপেনার মুনিম শাহরিয়ার। কনে ইফাত কথার সঙ্গে গত ২২ জুলাই ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তরুণ এই ওপেনার। ময়মনসিংহের মেয়ে কথা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।

    আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের খবর ভক্তদের দিয়েছেন মুনিম। স্ত্রী কথার সঙ্গে একটি ছবি পোস্ট করে জীবনের নতুন অধ্যায় শুরুর খবর জানান মারকুটে এ ব্যাটার।

    ছবির ক্যাপশনে মুনিম লিখেছেন, ‘গত ২২ জুলাই আমি বিয়ে করেছি।সবকিছু রাতারাতি হওয়াতে আমি কাউকেই দাওয়াত দিতে পারিনি। ইনশাআল্লাহ, সামনে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে রহমত দান করুন।

    বিয়ের পরপরই বেশ ব্যস্ত সময় শুরু হচ্ছে মুনিমের। বিয়ের দিন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক এসেছে তাঁর। দলের সঙ্গে ২৬ জুলাই ঢাকা ছাড়তে হবে তরুণ এই ওপেনারকে।

    এন-কে

  • ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তা নতুন অধিনায়কের

    ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তা নতুন অধিনায়কের

    ক্রিকেট মাঠে বেশ আগ্রাসী মনোভাব দেখা যায় নুরুল হাসান সোহানের। উইকেটের পেছনে থেকে নানাভাবে সতীর্থদের উৎসহ দেন তিনি। প্রতিপক্ষের প্রতিও আগ্রাসী থাকেন। এবার অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেও সোহান তেমনভাবেই ভরডরহীন ক্রিকেটার খেলার বার্তা দিলেন।

    আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সোহান। বিশ্রামের আদতে মাহমুদউল্লাহকে সরিয়ে দিয়ে সোহানকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্ব পাওয়ার পর আজই প্রথম সংবাদ সম্মেলনে হাজির হলেন উইকেটকিপার এই ব্যাটার। সেখানেই জানালেন সিরিজ ও নতুন দায়িত্ব নিয়ে নিজের ভাবনার কথা।

    অধিনায়ক জানালেন, নতুন দায়িত্ব পেয়ে আবেগে ভাসছেন না তিনি। তাঁর ভাষায়, ‘আমার জীবনে এই প্রত্যাশা আর আবেগ খুব কম। ফল বা অতীত নিয়ে খুব বেশি চিন্তা করি না। অনেক দিন ধরেই আমি এটা করতে পারছি। আমার মনে হয়, এসব খুব একটা সমস্যা করবে না। এ ছাড়া আমার কাছে মূল যে জিনিসটা মনে হয়, ভয়ডরহীন ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করব, যেন এটা করতে পারি। আগে থেকে ভেবে নিলে প্রক্রিয়া ঠিক থাকে না। আশা করি, প্রক্রিয়াটা ধরে রাখতে পারব। আগে থেকে ফল নিয়ে চিন্তা করলে অনেক সময় প্রসেসটা ঠিক থাকে না। আমার কাছে মনে হয়, ভয়ডরহীন থাকলে ইতিবাচক ব্যাপার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।’

    এ ছাড়া পূর্ববর্তী অধিনায়কদের কাছ থেকে শিক্ষা নেওয়ার কথাও বললেন সোহান, ‘আমি মাহমুদউল্লাহ ভাইয়ের অধীনে খেলে অনেক কিছু শিখেছি। সবার কাছ থেকেই শিখেছি। কিন্তু সবাই আলাদা ব্যক্তিত্ব। আমি আশা করি, সবার কাছ থেকে নেওয়া অভিজ্ঞতার সমন্বয় নিয়ে কাজ করতে চাই। বাংলাদেশ ক্রিকেটে আমাদের সিনিয়রদের অবদান এক-দুই কথায় বলে শেষ করা যাবে না। তাঁরা বাংলাদেশ ক্রিকেটকে একটা জায়গায় নিয়ে এসেছেন। এখন আমাদের জন্য সুযোগ সামনে এগিয়ে নিয়ে যাওয়া।’

    সোহান চান সতীর্থরা যার যার জায়গা থেকে যেন সেরাটা দেন। তিনি বলেন, ‘দেখেন সবাই সবার ক্ষেত্রে আলাদা। একজনের সঙ্গে আরেকজনের মেলানো কঠিন। আমি সবার কাছ থেকে এটাই চাইব, যেন যে যার জায়গা থেকে শতভাগ দিয়ে চেষ্টা করি। এমন না যে শতভাগ দিলেই সফল হব। এখানে প্রসেসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই যদি শতভাগ দিয়ে মন থেকে চেষ্টা করি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

    এন-কে

  • স্বাচ্ছন্দ্যে ‘মাছ খাওয়ার রেসিপি’ দিলেন প্রধানমন্ত্রী

    স্বাচ্ছন্দ্যে ‘মাছ খাওয়ার রেসিপি’ দিলেন প্রধানমন্ত্রী

    কাঁটার ঝামেলা এড়িয়ে মাছ খাওয়ার রেসিপি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা মাছে-ভাতে বাঙালি, এই মাছে-ভাতে বাঙালি হিসেবেই যেন থাকতে পারি। অনেকে মাছ খেতে চায় না, মাছের কাঁটা একটা সমস্যা। কিন্তু প্রক্রিয়াজাত করলে এই কাঁটাও নরম করে ফেলা যায় ও খাওয়া যায়। সেটা কিন্তু খুব বেশি কঠিনও না, এমনকি ঘরেও এটা আপনারা করতে পারেন।

    রোববার (২৪ জুলাই) রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদ্‌যাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, আপনারা যদি প্রেশার কুকারে মাছ একঘণ্টা ১০ মিনিট সিদ্ধ করেন, মাছের কাঁটা নরম হয়ে যাবে। মাছ মাছের মতোই থাকবে, কিন্তু কাঁটা নরম হয়ে যাবে। আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। এতে কোনো অসুবিধা হয় না। আমরা কিন্তু এটা করি।

    এ সময় তিনি হেসে বলেন, একটু রেসিপিও দিয়ে দিলাম। যাতে মাছ খাওয়ার ক্ষেত্রে কাঁটার সমস্যা না থাকে।

    প্রক্রিয়াজাত মাছ দেশের নতুন রফতানি পণ্য হতে পারে মন্তব্য করে শেখ হাসিনা আরও বলেন, ইলিশ মাছ একটু বেশি সময় লাগে। এটা সমুদ্রের মাছ। অন্য মাছ আরও কম সময়ে হয়ে যায়। এটা হলো ঘরের রেসিপি। কিন্তু আমরা যদি এ ধরনের শিল্প গড়ে তুলি যে, প্রেশার দিয়ে মাছ যেমন আছে দেখতে তেমনই থাকবে কিন্তু কাঁটাগুলো নরম হয়ে যাবে। এই ধরনের মাছ যদি টিনজাত করতে পারি এবং দেশে বিদেশে রফতানি করতে পারি, পৃথিবীর বহু দেশ এই মাছ নেবে। এছাড়া মাছের তৈরি বিভিন্ন পণ্য আমরা রফতানি করতে পারব।

    এ ধরনের উদ্ভাবনী খাতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি মনে করি নতুন প্রজন্ম এগিয়ে এলে দেশে বেকারত্ব হ্রাস পাবে। কর্মসংস্থান হবে। সেই সাথে সাথে দেশও রফতানিযোগ্য পণ্য পাবে। দেশের অভ্যন্তরীণ চাহিদাও মিটবে।

    ‘মাছের আবাসস্থল তৈরির দিকে দৃষ্টি দিতে হবে। সবচেয়ে নিরাপদ পুষ্টি পাওয়া যায় মাছ থেকে। এজন্য পানির প্রবাহ ভালো রাখতে হবে, পানি যাতে দূষণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের যে চাহিদা সে চাহিদার চেয়ে অনেক বেশি মাছ আমরা এখন উৎপাদন করতে পারি,’ বলেন তিনি।

    এন-কে

  • সৌরভের প্রশংসায় মজলেন সৌরভ!

    সৌরভের প্রশংসায় মজলেন সৌরভ!

    এক সৌরভ ইতোমধ্যেই কর্মের মধ্যদিয়ে নিজেকে গড়ে তুলেছেন বিশ্ব বিখ্যাত হিসেবে। অন্য সৌরভ নিজেকে চেনাতে শুরু করেছেন ভাল কাজ উপহার দিয়ে। আর যাতেই মজেছেন সৌরভ গাঙ্গুলী।

    সদ্য মুক্তি পেয়েছে সৌরভ পালোধির নতুন সিরিজ ‘খোলামকুচি’র প্রথম পর্ব। সেই পর্ব দেখেই প্রশংসায় পঞ্চমুখ মহারাজ সৌরভ গাঙ্গুলী।
    এই নেটফ্লিক্স, আমাজন প্রাইমের যুগে আপাতত মহারাজ মজেছেন ‘উড়িবাবা’ প্ল্যাটফর্মের নতুন সিরিজে। সেখানেই তিনি মোহিত অন্য সৌরভে।

    এ প্রসঙ্গে মহারাজ বলেন, “সৌরভকে অনেক ছোট থেকে চিনি। দাদাগিরির প্রথম সিজনে আলাপ। সেখান থেকে কতগুলো বছর কেটে গেল। খুব ক্রিয়েটিভ মানুষ সৌরভ। নতুন ছেলে মেয়েদের নিয়ে ওর প্রচেষ্টা। আমার অনেক শুভেচ্ছা সৌরভের জন্য।”

    নতুন প্রজন্মের গল্প। মফস্বলের মেয়ের গল্প। যে চরিত্রে শ্রেয়া ভট্টাচার্য। আর তার বিপরীতে অনিন্দ্য সেনগুপ্ত। প্রথম পর্ব নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া সঙ্গে মহারাজের শুভেচ্ছায় উচ্ছ্বসিত পরিচালক।

    গণমাধ্যমকে পরিচালক সৌরভ বলেন, “আমার ফ্যান বয় মুহূর্ত। দাদাকে অনেক ছোট থেকে চিনি। আমাকে প্রতি মুহূর্তে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। খোলামকুচির জন্য দাদার এই বার্তা আমার জন্য খুবই স্পেশ্যাল।”

    প্রসঙ্গত, ২২ জুলাই থেকে স্ট্রিমিং শুরু হয়েছে ‘খোলামকুচি’র।

    এন-কে

  • শাহরুখের শ্যুটিংয়ের ছবি ফাঁস, ব্যবস্থা নিলেন পরিচালক

    শাহরুখের শ্যুটিংয়ের ছবি ফাঁস, ব্যবস্থা নিলেন পরিচালক

    এসময় নতুন সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত বলিউডের কিং খান শাহরুখ খান। কখনও লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে, কখনও গাড়িতে উঠছেন। আর এমন সব সময়ের ছবি ফাঁস হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তাতেই নারাজ পরিচালক রাজকুমার হিরানি।

    চার বছরের অপেক্ষা। ২০২৩-সালে আবারও স্বপ্নের নায়ক শাহরুখ খানকে পর্দায় দেখার প্রহর গুনছেন অনুরাগীরা। নতুন বছরে কিং খানের একগুচ্ছ সিনেমা মুক্তি পাওয়ার কথা।

    আপাতত লন্ডনে রাজকুমার হিরানির সিনেমা ‘ডাঙ্কি’র শ্যুটিংয়ে ব্যস্ত কিং খান। আর যত গন্ডগোল বিদেশ-বিভুঁইয়ে গিয়েই। ইতোমধ্যেই লন্ডনের ইতিউতি ফ্রেমবন্দি হয়েছেন নায়ক। আর তাতে বেজায় বিরক্ত পরিচালক।

    শ্যুটিংয়ের কোনও না কোনও মুহূর্ত ফাঁস হয়ে যাচ্ছে। তাই এ বার বেশ কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন পরিচালক। আর এরপর অনুরাগীদের মনে প্রশ্ন কী সেই সিদ্ধান্ত?

    তারপর জানা যায়, শ্যুটিংয়ের সমস্ত পরিকল্পনাই আবার নতুন ভাবে করছে টিম। বলিউডের এক সংবাদ সংস্থা সূত্রে খবর বিদেশের কোনও প্রত্যন্ত জায়গায় শ্যুটিংয়ের কথা ভাবছেন পরিচালক। যেখানে কাক-পক্ষী ঘুণাক্ষরেও টের পাবে না। আর তা না হলে মুম্বাইয়েই সেট তৈরি করা হবে। যদি বিদেশে একান্তই শ্যুটিং করতে হয়, তাহলে কড়া নিরাপত্তার মধ্যে হবে শ্যুটিং।

    প্রসঙ্গত, এই সিনেমাতে তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে নায়ককে। মুক্তি পাবে ২০২৩-এর ডিসেম্বরে।

    এন-কে

  • পেঁপের সঙ্গে যে তিন খাবার খেলে হবে বিপদ

    পেঁপের সঙ্গে যে তিন খাবার খেলে হবে বিপদ

    পেঁপে খুব জনপ্রিয় ও কার্যকরি ফল। এই ফল সহজলভ্য হওয়াতে চাহিদাও বেশি রয়েছে। তবে কিছু খাবার আছে যা পেঁপের সঙ্গে খেতে নিষেধ করেন চিকিৎসকরা। এতে ভালোর চেয়ে খারাপ হওয়ার আশঙ্কা থেকে যায়। সেই খাবারগুলো কী কী?

    শরীরের যত্ন নিতে পেঁপের জুড়ি মেলা ভার। বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট সমৃদ্ধ এই ফল অনেক রোগের মহৌষধ বলা চলে। পুষ্টিবিদরা রোজের খাবারে পেঁপে রাখার পরামর্শ দিয়ে থাকেন। শরীরের অন্দরে নানা রকম রোগের প্রকোপ কমাতে পেঁপে হতে পারে অন্যতম অস্ত্র। পেঁপে স্বাস্থ্যকর হলেও খাওয়ার সময় বেশি কিছু নিয়ম মেনে চলা জরুরি।

    চলুন দেখে নেওয়া যাক পেঁপের সঙ্গে যে তিন খাবার খেলে হতে পারে বিপদ-

    পেঁপে এবং দই একসঙ্গে খেলে বদহজম, পেটের গন্ডগোল, বমি বমি ভাব এমন বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই পেঁপে খাওয়ার অন্তত ঘণ্টা চারেক পর দই খেতে পারেন।

    পেঁপের সঙ্গে ভুলেও লেবু খাবেন না। এই দু’টি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। পেটের নানা সমস্যা হয়। অনেকেই পাকা পেঁপের উপর লেবুর রস ছড়িয়ে নেন। এতে খেতে সুস্বাদু লাগলেও শরীরের জন্য একেবারেই ভাল নয় এই ধরনের খাদ্যাভ্যাস।

    এই দুটি খাবার আলাদা আলাদা ভাবে স্বাস্থ্যকর হলেও একসঙ্গে জোট বাঁধলেই বাঁধতে পারে বিপত্তি।

    স্যালাডের থালায় কাঁচা পেপে এবং টমেটো অনেক সময় একসঙ্গে শোভা পায়। তবে শারীরিক কোনও অসুস্থতা এড়াতে এই দুটি জিনিস কখনওই একসঙ্গে খাবেন না।

    এন-কে

  • মিরসরাইয়ে বসতঘরে আগুন লেগে ছাই

    মিরসরাইয়ে বসতঘরে আগুন লেগে ছাই

    চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতঘরে আগুন লেগে ছাই হয়ে গেছে। এতে প্রায় দশলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থের।

    আজ ২৪ জুলাই, রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া গ্রামের নিত্যধন ঘোষের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

    ক্ষতিগ্রস্থ বিশ্বজিৎ ঘোষ বলেন, রবিবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিটে আগুনের সূত্রপাত হয়ে মুহর্তের মধ্যে ঘরের চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ১০ লক্ষািধক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।

    মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার হায়াতুন্নবী জানান, করেরহাটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২টি ইউনিট ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। সময়মতো ঘটনাস্থলে না গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারতো।

    এন-কে