Author: robin80

  • চলতি মাসে আরো এক কোটি টিকা আসছে : স্বাস্থ্যমন্ত্রী

    চলতি মাসে আরো এক কোটি টিকা আসছে : স্বাস্থ্যমন্ত্রী

    চলতি মাসে আরো এক কোটি ডোজ করোনা টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১২ আগস্ট ) দুপুর ২ টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এবং সিডিসি আয়োজিত করোনা এবং ডেঙ্গু প্রাদুর্ভাবের চ্যালেঞ্জ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

    জাহিদ মালেক বলেন, চিকিৎসক-নার্সরা গত দেড় বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। করোনার পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসাও তাদের করতে হচ্ছে। এর পাশাপাশি ভ্যাকসিন প্রোগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন টেস্টের ব্যবস্থাও করতে হচ্ছে। এরমধ্যে আবার ডেঙ্গু এসেছে। ডেঙ্গুর চিকিৎসাও আমাদের দিতে হচ্ছে। প্রতিটা জিনিসের একটা সীমা রয়েছে। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো রাখতে হলে আমাদের অবশ্যই ইনফেকশন কমাতে হবে।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে প্রায় পৌনে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ মাসে আরো এক কোটিরও বেশি টিকা আসবে। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়া হবে। তবে, ধৈর্য ধরতে হবে। আমাদের পাইপলাইনে যে পরিমাণ ভ্যাকসিন আছে, সেটা পাওয়া গেলেই ভ্যাকসিনের কোনো সমস্যা হবে না। টিকা নেওয়ার লাইনে বেশিরভাগ তরুণ এবং কম বয়সীদের দেখা যায়। কিন্তু যারা অপেক্ষাকৃত বেশি বয়সের তাদের আগে ভ্যাকসিন নেওয়ার সুযোগ করে দিতে হবে। কারণ তাদের মৃত্যুর হার অনেক বেশি।

    তিনি আরো বলেন, আমাদের মনে রাখতে হবে, জীবন ও জীবিকা দুটোই পাশাপাশি চলবে। জীবন যেমন গুরুত্বপূর্ণ। জীবিকাও তেমন গুরুত্বপূর্ণ। তারপরেও আমি মনে করি জীবন বেশি গুরুত্বপূর্ণ। কাজেই জীবনকে রক্ষা করে জীবিকা অর্জন করতে হবে। করোনার সংক্রমণ অনেক বেড়েছিল, সেটা বর্তমানে কিছুটা কমেছে। আমরা সংক্রমণ কমানোর এ হার ধরে রাখতে চাই। একইসঙ্গে আমরা মৃত্যুর হার কমাতে চাই। এজন্য শুধু সরকার নয় সবার সহযোগিতা প্রয়োজন।

    এন-কে

  • বাঁশখালীতে চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার

    বাঁশখালীতে চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার

    চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা কয়লাবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা কর্মী জিই কিংওয়েনের (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সাগরের তীরে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এর আগে

    বুধবার সকাল সাড়ে ১০টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ শ্রমিক মাউমিং কোম্পানির সাব-কনট্রাক্ট সিপিপি কোম্পানির পাইপ লাইনের একজন শ্রমিক।

    বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি শফিউল কবির বলেন, গতকাল রাতভর নিখোঁজ চীনা শ্রমিককে খুঁজতে কোস্টগার্ড ও ডুবুরিরা কাজ করেছে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে সাগরের তীরে তার লাশ ভেসে আসে। তার শরীরে কাঁকড়ার কামড়ের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে কাঁকড়া ধরতে গিয়ে তিনি সাগরে ভেসে যান।

    এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঁশখালীর গন্ডামারা কয়লাবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন বেলা ১১টায় খাবারের জন্য কাজের বিরতি হয়। ওই বিরতির সময় তিনি চাইনিজ ক্যান্টিনে আসেননি। বিষয়টি চাইনিজ সিকিউরিটি ইনচার্জ জানতে পেরে বেলা আড়াইটায় বিদ্যুৎ কেন্দ্রের পাশে অবস্থিত পুলিশ ক্যাম্পে বিষয়টি জানান। এরপর থেকে ওই চায়না নাগরিকের খোঁজে নামে সংশ্লিষ্টরা।

    এন-কে

  • পেটের ভিতর ১ হাজার ৬২৯ পিস ইয়াবা, যুবক গ্রেফতার

    পেটের ভিতর ১ হাজার ৬২৯ পিস ইয়াবা, যুবক গ্রেফতার

    কক্সবাজারের টেকনাফ থেকে পেটে করে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসে আব্দুর রহিম নামে এক কারবারি। । নগরীর কোতোয়োলী থানার মদিনা হোটেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় ১ হাজার ৬২৯ পিস ইয়াবা উদ্ধারও করা হয়।

    বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে মদিনা হোটেলের নিচ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রহিম টেকনাফ থানার বাহারছড়া বড় ডেইল এলাকার নজির আহম্মদের ছেলে।

    এ বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন,কক্সবাজারের টেকনাফ থেকে পেটে করে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসে আব্দুর রহিম নামে এক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৬৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
    পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

    এন-কে

  • বিজিবির ১৯৬ জনকে বীর মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধা দেওয়ার আদেশ বহাল

    বিজিবির ১৯৬ জনকে বীর মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধা দেওয়ার আদেশ বহাল

    বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯৬ জনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ-সুবিধা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

    আদালতে বিজিবি সদস্যদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার সাবরিনা জেরিন ও ব্যারিস্টার আব্দুল কাইয়ূম লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

    এর আগে ২০২০ সালের জুলাই মাসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক হাজার ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে জারি করা প্রজ্ঞাপন ১৯৬ জনের ক্ষেত্রে স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাঁদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ-সুবিধা দিতে নির্দেশ দেন। বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

    গত বছরের ৭ জুন ১১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১-এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দেওয়া বীর মুক্তিযোদ্ধাদের এক হাজার ১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো।

    পরে এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে বাগেরহাটের সদর উপজেলার বেগুরগাতি গ্রামের মোল্লা মোশাররফ হোসেন, টাঙ্গাইলের সদর উপজেলারে বেথবাড়ীর ফজলুল হকসহ ১৯৬ জন পৃথক চারটি রিট করেন।

    এন-কে

  • যেমন পাসওয়ার্ড অধিক শক্তিশালী

    যেমন পাসওয়ার্ড অধিক শক্তিশালী

    বর্তমান সময়ে প্রায় সবকিছুই নিয়ন্ত্রিত হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। বিশ্বের প্রায় সব অংশই এখন সম্পৃক্ত ইন্টারনেটে। ইন্টারনেট ব্যবহারকারী যত বাড়ছে, সমানভাবে বাড়ছে ইন্টারনেট ব্যবহারের ঝুঁকিও। এ ঝুঁকি এড়াতে ইন্টারনেটের বিরাট গুরুত্বপূর্ণ বিষয় পাসওয়ার্ড।

    যার মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখা যায় এই ভার্চুয়াল দুনিয়ায়। ইন্টারনেট দুনিয়ায় অ্যাকাউন্ট হ্যাক, তথ্য ফাঁস, ডাটা বেহাত হওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা। বিভিন্ন ধরনের পাসওয়ার্ড প্রোটেকশনের মাধ্যমে কিছুটা হলেও এ শঙ্কা থেকে মুক্ত থাকা যায়।

    হ্যাকার যাতে সহজেই অনুমান করতে না পারে, সেজন্য প্রয়োজন কঠিন পাসওয়ার্ড ব্যবহার করা। নম্বর, চিহ্ন ও অক্ষর দিয়ে জটিল পাসওয়ার্ড তৈরির পরিবর্তে তিনটি ভিন্ন ও এলোমেলো শব্দ নির্মিত পাসওয়ার্ড অধিক সুরক্ষা সক্ষম। সম্প্রতি এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় প্রযুক্তি বিশেষজ্ঞরা।

    এক ব্লগপোস্টে দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) জানায়, তিন শব্দের মাধ্যমে যে পাসওয়ার্ড তৈরি করা হয় তা সহজে মনে রাখা যায়।

    পাশাপাশি এটি অক্ষরের অস্বাভাবিক একটি সংমিশ্রণ তৈরি করে, যার ফলে অনলাইন অ্যাকাউন্টগুলো সাইবার অপরাধীদের হাত থেকে শক্তিশালী সুরক্ষা নিশ্চিত করে। অন্যদিকে অধিক জটিল পাসওয়ার্ড ব্যবহার খুব একটা কার্যকর নয় বলেও জানান তারা।

    কেননা হ্যাকাররা বিশেষ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে পাসওয়ার্ডের ধরন বুঝে ফেলতে সক্ষম হয়। হ্যাকিংয়ের ক্ষেত্রে হ্যাকারদের অনুমান কৌশলের কারণে বর্তমান সময়ে অনলাইনসহ সব মাধ্যমে জটিল পাসওয়ার্ড ব্যবহারের পরিমাণ বেড়েছে। উদাহরণস্বরূপ ইংরেজি অক্ষর ও-এর পরিবর্তে শূন্য ব্যবহার করা কিংবা ১ সংখ্যার পরিবর্তে বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার।

    সংস্থাটি জানায়, পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে এ রকম জটিলতার ব্যবহার হ্যাকারদের হ্যাকিংয়ে আরও সুবিধা করে দেয়। বিপরীতে তিনটি ভিন্ন শব্দের ব্যবহারে পাসওয়ার্ড তৈরি করা হলে সেগুলো দীর্ঘ হয় এবং সহজে অনুমান করা সম্ভব হয় না। সেই সঙ্গে অক্ষর সংমিশ্রণের কারণে সফটওয়্যারের হ্যাকিং অ্যালগরিদম সহজে শনাক্ত করতে পারে না বলে জানায় প্রতিষ্ঠানটি। কিন্তু সবসময় তিনটি শব্দ ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করা শতভাগ নিরাপদ নয় বলেও ব্লগপোস্টে স্বীকার করা হয়েছে। কারণ অনেক মানুষ সহজে মনে রাখার জন্য বেশি ব্যবহার্য শব্দ পছন্দ করে।

    এন-কে

  • টিকাকাণ্ডে এক দিনের রিমান্ডে আলী-হাসান

    টিকাকাণ্ডে এক দিনের রিমান্ডে আলী-হাসান

    নগরীর খুলশীতে ঘরে বসে টিকা নেওয়ার ঘটনায় গ্রেফতার দুই যুবককে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

    আজ (১২আগস্ট) বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত এ আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার খুলশী থানা পুলিশ তাদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল।

    খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘ঘরে বসে টিকা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুজনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকের বিরুদ্ধে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’

    টিকার জন্য মানুষ যখন মানুষের হাহাকার ঠিক তখনই খুলশীতে মাত্র এক হাজার টাকার বিনিময়ে ঘরে বসে বীরদর্পে টিকা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আলোচনায় আসেন মো. হাসান। গত ৮ আগস্ট মধ্যরাতে টিকা গ্রহণকারী হাসান ও পরদিন সকালে হাসানাকে টিকা নিতে সহযোগিতাকারী মো. আলীকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।

    এ ঘটনায় ৯ আগস্ট চসিকের কাপাসগোলা ইপিআই জোনের মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে তাদের হাসান-আলীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় স্বাস্থ্যকর্মী বিষু দে, ও আরেক টিকাগ্রহণকারী সাজ্জাদকেও আসামি করা হয়। বর্তমানে তারা পলাতক রয়েছেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০/৪০৬/৪২০/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

    এনকে

  • একসঙ্গে মেসি-রামোস, এমনটা ভেবেছিল কেউ!

    একসঙ্গে মেসি-রামোস, এমনটা ভেবেছিল কেউ!

    স্প্যানিশ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। একজন ছিলেন রিয়াল মাদ্রিদের নেতৃত্বে, আরেকজন নেতৃত্ব দিয়েছেন বার্সেলোনাকে। সময়ের পরিবর্তনে দুজনই এখন এক ক্লাবের সতীর্থ। পিএসজির জার্সি গায়ে জড়িয়ে আগামী ১৫ আগস্ট থেকে মাঠ মাতাবেন দুজন।

    মেসি-রামোসকে একসঙ্গে দেখাটা ভক্তদের কাছে যেমন অবিশ্বাস্য, ঠিক তেমন অবিশ্বাস্য ঠেকেছে দুই তারকার কাছেও। লিওকে প্যারিসে স্বাগতম জানিয়ে রামোস তো বলেই দিলেন, এমনটা (মেসি-রামোস একসঙ্গে) কি কেউ আগে ভেবেছে?

    পিএসজির সঙ্গে মেসির চুক্তির পর নিয়ে প্রথম কোনো মন্তব্য করেছেন রামোস। টুইটারে নিজেদের পিএসজি জার্সির ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘কে এমনটা ভেবেছিল, তাই না লিও?’

    এরপর স্বাগত জানিয়েছে লিখেছেন, ‘আসার জন্য স্বাগতম’।

    দুই বছরের চুক্তিতে প্যারিসে পাড়ি দিয়েছেন মেসি। প্যারিসে পা রেখে গতকাল বুধবার পিএসজিতে প্রথম সংবাদ সম্মেলনে দরুণ সব আশাবাদের কথা শোনান মেসি। আর্জেন্টাইন তারকা বলেন, ‘পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে। গত কয়েক বছর চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে অনেকদূর এগিয়েছিল তারা। আমি এই ক্লাবে এসেছি এই লক্ষ্য নিয়েই। নিজের সেরাটা দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি।’

    এন-কে

  • চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে

    চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে

    কোভিড-১৯ মহামারিতে লকডাউনের (বিধিনিষেধ) কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার দাবি উঠেছে। তাদের বয়সে আরও ২১ মাস ছাড় দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

    বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

    প্রস্তাব অনুযায়ী, গত বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তাদেরকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির সব নিয়োগে আবেদনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

    প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রণোদনা দিয়েছি। সেক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য একটি প্রস্তাব পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। গত বছর ২৫ মার্চ থেকে যাদের চাকরির বয়স শেষ হয়েছে, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বয়স শিথিল করেছিলাম। আবার নতুন করে আরেকটি প্রস্তাব পাঠিয়েছি, প্রধানমন্ত্রী অনুমোদন দিলে সে বিষয়ে আমরা বলতে পারব। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে চাকরি প্রার্থীরা একটা ছাড় পাবে। গত বছরের (২০২০) ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর হয়েছে, তারা এই ছাড়ের আওতায় আসবে।’

    তিনি বলেন, ‘তারা ২১ মাস পর্যন্ত বয়সের ছাড় পাবে। এটা একটা বড় সহযোগিতা। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আমরা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করব। আমরা এটি সরকারি সব প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেব। ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা যেসব বিজ্ঞাপন দেবে সেই বিজ্ঞাপনে উল্লেখ করবে, যাদের বয়স ২৫ মার্চ ৩০ বছর হয়েছে তারা আবেদন করতে পারবে।’

    বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি দফতরের।

    করোনা মাহামারির প্রথম দফায় সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। গত বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস, অর্থাৎ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়। কিন্তু গত এপ্রিল থেকে ফের লকডাউন শুরু হয়। মন্ত্রণালয়, বিভাগ কিংবা সংস্থাগুলো চাকরির জন্য বিজ্ঞপ্তি দিতে পারেনি এতদিন।

    এ কারণে চাকরিপ্রার্থীদের দাবি ছিল, বয়সসীমা বাড়ানো হোক। সেই প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি দিলে কার্যকর হবে।

    এন-কে

  • বিয়ের আগেই হানিমুন সারলেন বনি-কৌশানী

    বিয়ের আগেই হানিমুন সারলেন বনি-কৌশানী

    টালিউডে তরুণ প্রজন্মের আলোচিত পর্দা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। প্রকাশ্যে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন তারা। এ নিয়ে লুকো-ছাপার কোনও চেষ্টা করেননি কেউই। আর এই জায়গা থেকেই অন্য সবার থেকে আলাদা এই জুটি।

    একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, সময় কাটানো, সব কিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করে করেন এই জুটি। সম্প্রতি প্রি-ওয়েডিং হানিমুনের জন্য ভারতের গোয়ায় গিয়েছিলেন তারা। সমুদ্রের উত্তাল জলরাশি আর সৈকতের বালুকায় একান্তে সময় কাটিয়েছেন। নিজেদের সেই মুহূর্তগুলো ছবি ও ভিডিওতে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেও ভুল করেননি।

    গোয়ায় সপ্তাহ খানেক কাটিয়ে কলকাতায় ফিরেন এই প্রেমিক জুটি। গেলো ১০ আগস্ট ছিলো বনির জন্মদিন। প্রেমিকের জন্মদিন ঘটা করে পালন করেছেন কৌশানী। সেই সঙ্গে গোয়ায় কাটানো সুন্দর মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেও বনিকে শুভেচ্ছা জানিয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।

    এন-কে

  • ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট মিশন

    ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট মিশন

    যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হলো ভারতের নতুন স্যাটেলাইট মিশন। বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশটির মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) নিশ্চিত করে এ তথ্য।

    আইএসআরও জানায়, ক্রায়োজনিক স্টেজে ত্রুটির কারণে কক্ষপথে বসানো যায়নি উপগ্রহটিকে। মহাকাশ থেকে পৃথিবীকে পর্যবেক্ষণের উদ্দেশ্যে পাঠানো হয় স্যাটেলাইট ইওএস-৩। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর পৌনে ছয়টার দিকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় জিএসএলভি রকেটটি।

    মিশন পরিচালনাকারী দলের সদস্যরা জানান, প্রথম ও দ্বিতীয় ধাপে স্বাভাবিকই ছিল রকেটের কার্যক্রম। তবে তৃতীয় ধাপে যাবার পর কারিগরি গোলযোগ দেখা দেয় এতে।

    উল্লেখ্য, চলতি বছর ভারতের দ্বিতীয় মহাকাশ অভিযান ছিল এটি। ঝড়, বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার উদ্দেশ্যে পাঠানো হয়েছিলো স্যাটেলাইটটি।

    এন-কে

  • বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে: ওবায়দুল কাদের

    বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে: ওবায়দুল কাদের

    বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    সেতুমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

    এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা বলেছেন, সরকার নাকি ভেন্টিলেশনে আছে। আমরা বলব, চোখ থেকে ক্ষমতার রঙিন খোয়াবের চশমা খুলে নিজেদের পায়ের তলায় মাটি আছে কি না, সেটা আগে দেখুন।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আসলে বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। কর্মীরা আক্রমণের শিকার হবেন মনে করে, নেতারা মাঠে নামেন না। তাঁরা একদিকে জনমানুষের আতঙ্কে আছেন, অপরদিকে হঠকারী রাজনীতির কারণে নিজেদের কর্মী-সমর্থকদের আস্থা হারিয়েছেন নেতারা। বিএনপি বেঁচে আছে কেবল মিডিয়ার কল্যাণে।’

    এন-কে

  • দেশে পৌঁছালো সিনোফার্মের আরও প্রায় ১৮ লাখ টিকা

    দেশে পৌঁছালো সিনোফার্মের আরও প্রায় ১৮ লাখ টিকা

    কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরও প্রায় ১৮ লাখ করোনার টিকা দেশে এসে পৌঁছালো। বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    এরআগে, ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে ১.৭৭ মিলিয়ন ডোজ টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বেইজিং বিমানবন্দর ছেড়েছে। এটি কাতারের দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে।

    এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় আসে। এটি ছিল সিনোফার্ম থেকে কোভ্যাক্সের আওতায় আসা প্রথম চালান।

    সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। এছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে।

    গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবমিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

    এন-কে