Author: robin80

  • অলিম্পিকে পদকজয়ী মীরাবাইয়ের স্বপ্ন পূরণ

    অলিম্পিকে পদকজয়ী মীরাবাইয়ের স্বপ্ন পূরণ

    অলিম্পিকে পদকজয়ের পর আরও একটি স্বপ্ন ছোঁয়া বাকি ছিল ভারতের সাইখম মীরাবাই চানুর। সেই স্বপ্ন পূরণ হয়েছে।

    চানুর স্বপ্ন ছিল বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে দেখা করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। মুম্বাইয়ে গিয়ে সালমান খানের সঙ্গে দেখা করেছেন তিনি। শুধু তা-ই নয়, কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গেও দেখা করেছেন চানু।

    টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে পদক জিতে কিছুদিন আগে ভারতে ফিরেছেন মীরাবাই চানু। নারীদের ৪৯ কেজি বিভাগে অলিম্পিক ভারোত্তোলনে ভারতের প্রথম রুপাজয়ী তিনি।

    বলিউড ভাইজানের দেখা পেয়ে আনন্দে আত্মহারা চানু। তাঁর সঙ্গে ছবি তুলেছেন। সেই ছবি শেয়ার করেছেন স্বয়ং সালমান খান। টুইট করেছেন চানুও।

    চানু লিখেছেন, ‘অনেক ধন্যবাদ সালমান খান স্যার। আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে দেখা করে মনে হচ্ছে স্বপ্ন সত্য হলো।’

    মীরাবাই চানুর সাফল্য কামনা করে টুইট করেছেন সালমান খান ও শচীন টেন্ডুলকার।

    এন-কে

  • চবিতে স্বশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

    চবিতে স্বশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৬ আগস্টের পর স্বশরীরে সকল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া শতভাগ টিকা নিশ্চিতের পর খুলে দেওয়া হবে আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    আজ (১২ আগস্ট) বৃহস্পতিবার, সকালে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, ১৬ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের চলমান, স্থগিত ও অসমাপ্ত পরীক্ষাসমূহ শেষ করতে একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে স্ব স্ব বিভাগের সভাপতি, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটি, অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টরের সমন্বয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে।

    হল খোলার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা শতভাগ টিকা না নিলে হল খোলা অসম্ভব। তাই শতভাগ টিকা নিশ্চিতের পর খুলে দেওয়া হবে হলগুলো।

    এন-কে

  • বঙ্গবন্ধুকে নিয়ে সামিনা-আগুনের গান ‘শোকাবহ আগস্ট’

    বঙ্গবন্ধুকে নিয়ে সামিনা-আগুনের গান ‘শোকাবহ আগস্ট’

    শোক দিবস উপলক্ষে ‘শোকাবহ আগস্ট’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও আগুন। শোকাবহ ১৫ আগস্ট স্মরণে এজি মিউজিক এটি বাজারে আনছে।

    গানটি লিখেছেন এইচএ গোলন্দাজ এবং কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও আগুন। সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ।

    রাজধানীর রামপুরায় অবস্থিত স্টুডিও রং থেকে গানটির সার্বিক কারিগরি কাজ সম্পন্ন করা হয়েছে। গানটির মোশনগ্রাফিক্স, কালার ও এফএক্সের কাজ সম্পন্ন করেছেন আল-আমিন শান্ত।

    গানটি এজি মিউজিক ইউটিউব চ্যানেলে ১৪ জুলাই সন্ধ্যায় অবমুক্ত হবে।

    উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিল থেকে এজি মিউজিক গান নির্মাণের কাজ শুরু করে। ‘শোকাবহ আগস্ট’-এর ৩৯তম গান এবং আরও কিছু গানের কাজ চলমান রয়েছে।

    এন-কে

  • রাশিয়ায় ১৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

    রাশিয়ায় ১৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

    রাশিয়ার পূর্বাঞ্চলে কামচাটকা উপদ্বীপে ১৬ যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যাত্রীদের অধিকাংশই পর্যটক ছিলেন। স্থানীয় সরকারের বরাতে দোহাভিত্তিক আল-জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত সাত ব্যক্তির খোঁজ মিলছে না।

    বৃহস্পতিবার (১২ আগস্ট) এক বিবৃতিতে বলা হয়েছে, এমআই-৯ হেলিকপ্টারটি ক্রোনটসকির প্রাকৃতিক অভয়ারণ্যের লেক কুরিলে যাচ্ছিল। মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, লেক কুরিলের প্রায় ১০০ মিটার গভীরে তুলিয়ে গেছে হেলিকপ্টারটি। ৭৭ বর্গ কিলোমিটার এলাকার লেক কুরিলের গভীরতা ৩১৬ মিটার।

    প্রাথমিক তথ্য বলছে, হেলিকপ্টরটিতে তিন ক্রু সদস্য ও ১৩ যাত্রী ছিলেন। ঘটনাস্থলে চল্লিশ উদ্ধারকারী ও ডুবুরিকে পাঠানো হয়েছে। মস্কো থেকে ছয় হাজার কিলোমিটারেরও বেশি পূর্বে কামচাটকা উপদ্বীপ।

    স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্রের বরাতে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি সাতজনের ভাগ্য নিয়ে আগাম কিছু বলা যাচ্ছে না।

    বিমান নিরাপত্তা লঙ্ঘনের দায়ে এ ঘটনা তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা বলছেন, হেলিকপ্টারটি কুয়াশার মধ্যে চলে গিয়েছিল। যে কারণে সঠিক পথ চিনতে পারেনি। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে কেবল হেলিকপ্টারের মাধ্যমেই যাওয়া সম্ভব। কিন্তু কুয়াশায় উদ্ধার চেষ্টা ব্যাহত হচ্ছে বলে দাবি করেন কর্মকর্তারা।

    তবে পর্যটকেরা কোন দেশের নাগরিক সেই তথ্য পাওয়া সম্ভব হয়নি। ৩৭ বছর আগে সোভিয়েত আমলে নির্মাণ করা হয়েছিল হেলিকপ্টারটি। ভিটয়াজ-এয়ারো এটি পরিচালনা করতো। হেলিকপ্টারটির কাঠামো ভালো ছিল বলে দাবি করা হয়েছে।

    সাধারণত রাশিয়ায়ই এ ধরনের হেলিকপ্টার ব্যবহার হয়ে আসছে। তবে অন্যান্য দেশেও যাত্রী পরিবহনে দুই ইঞ্জিনের এ হেলিকপ্টারের ব্যবহার দেখা গেছে। পেট্রোপাভলোভসক-কামচাটস্কি শহরের কাছের একটি আগ্নেয়গিরি থেকে পর্যটকদের বহন করে নিয়ে যাচ্ছিল ভিটয়াজ-এয়ারোর হেলিকপ্টারটি।

    ভিটয়াজ-এয়ারোর অর্ধেক মালিক ধনকুবের ব্যবসায়ী ইগোর রাডকিন। তিনি আঞ্চলিক আইন পরিষদেরও সদস্য। চলতি সপ্তাহে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে বর্তমানে তিনি গৃহবন্দি রয়েছেন। তিনি বলেন, ওই ব্যক্তিকে ভল্লুক মনে করে আমি তাকে গুলি করেছি।

    এন-কে

  • মেসির কারণে পিএসজি ছাড়ছেন না এমবাপ্পে

    মেসির কারণে পিএসজি ছাড়ছেন না এমবাপ্পে

    লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে। একই দলে তিন জায়ান্টের মহামিলন। এই মুহূর্তে বিশ্বসেরা আক্রমণভাগ বলা যায় নিঃসন্দেহে। লিওনেল মেসি চুক্তিবদ্ধ হওয়ার পর চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় সেরা আক্রমণভাগ পিএসজির। শুধু আক্রমণভাগই নয় মিডফিল্ড, ডিফেন্স লাইন ও গোলকিপিং পজিশন মিলিয়ে বিশ্বসেরা দল এখন প্যারিসিয়ানদের।

    যে কোনো দলের রক্ষণভাগের জন্যই আতঙ্কের নাম পিএসজি। তবে মেসি আসায় কি গুরুত্ব কমে যাবে এমবাপ্পের? এমন গুঞ্জন এখন চারপাশে। মেসি দলে ভেড়ায় তার গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা থেকেই কি এমন ভাবনা?

    পিএসজির সঙ্গে যদিও তার চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষ হলেই। তবে এই তারকা চলতি মৌসুমেই দল ছাড়তে পারেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে তা উড়িয়ে দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই‌’র স্বত্বাধিকারী।

    তিনি বলেন, মেসি আসার পর পিএসজি ছাড়ার আর কোনো কারণ নেই এমবাপ্পের। তবে সে যদি চলেই যায়, তাহলে রোনালদোকে দলে ভেড়াতে চেষ্টা করবে পারসিয়ানরা। জানিয়েছেন পিএসজি‌র স্বত্বাধিকারী।

    এদিকে মেসি যেদিকেই যাচ্ছেন আলোচনাও যেন শুরু হচ্ছে সেখান থেকেই। পিএসজিতে মেসির উপস্থিতি নাকি আস্থার সংকটে ফেলবে কিলিয়ান এমবাপ্পেকে। তাই চুক্তির এক মৌসুম বাকি থাকতেই, পারসিয়ান শিবির ছাড়ার বায়না ধরেছেন এ ফরাসি। কিন্তু সে আলোচনার মুখে কুলুপ লাগিয়ে দিয়েছেন নাসেল আল খেলাইফি।

    মেসিকে পাশে বসিয়েই এমবাপ্পেকে রেখে দেয়ার কথা জানিয়েছেন তিনি। তবে কোনো কারণে যদি সেটা সম্ভব না হয়, তাহলে নাকি ক্রিস্টিয়ানোকে ফ্রান্সে নিয়ে আসবেন এই ধনকুবের।

    এন-কে

  • আজ শুরু মডার্নার দ্বিতীয় ডোজের টিকাদান

    আজ শুরু মডার্নার দ্বিতীয় ডোজের টিকাদান

    আজ বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া। একই সঙ্গে আজ থেকেই মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

    অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ১২ আগস্টের পর সারা দেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ হবে। তবে, যেসব স্থানে উক্ত টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে।

    এ ছাড়াও আগামী ১৪ আগস্ট থেকে সারা দেশে আবশ্যিকভাবে চীনের তৈরি সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ করতে হবে। এ লক্ষ্যে সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ শিগগিরই পাঠানো হবে।

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলমের অনুমোদনক্রমে এই নির্দেশনাটি সারা দেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

    উল্লেখ্য, গত ১২ জুলাই দেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়। এরপর কোভ্যাক্সের আওতায় আসা মডার্নার টিকা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় প্রয়োগ শুরু হয় ১৪ জুলাই থেকে।

    এদিকে চীন থেকে সিনোফার্মের মোট ৩৪ লাখ টিকা দেশে এসেছে। এর মধ্যে মঙ্গলবার এসেছে ১৭ লাখ আর বুধবার এসেছে আরও ১৭ লাখ।

    এন-কে

  • প্রতি রাতে মেসির হোটেলের ভাড়া ২০ লাখ

    প্রতি রাতে মেসির হোটেলের ভাড়া ২০ লাখ

    একদিন আগেই প্যারিসের ক্লাব পিএসজিতে চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের সেরা তারকা লিওনেল মেসি। গত বুধবার পরিবার নিয়ে প্যারিসে পা রেখেছেন আর্জেন্টাইন তারকা। পিএসজির সঙ্গে চুক্তি সেরে পরিবার নিয়ে প্যারিসের হোটেল লে রয়্যাল মনচিআওতে উঠেছেন মেসি। প্যারিসে বাসা খুঁজে না পাওয়া পর্যন্ত আপাতত কয়েকদিন এই হোটেলেই সময় কাটবে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের

    দ্য মিররের খবর অনুযায়ী, লে রয়্যাল মনচিআওতে হোটেলে মেসিকে রাখতে প্রতি রাতে ১৭ হাজার পাউন্ড ভাড়া গুনছে পিএসজি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

    অবশ্য প্রতি রাতে ২০ লাখ টাকা দেওয়ার মতোই হোটেলই লে রয়্যাল মনচিআও। প্যারিসের খুব বিখ্যাত হোটেল এটি। যেখানে বিখ্যাত ব্যক্তিরাও প্যারিস ভ্রমণে আসলে থাকেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, ওয়াল্ট ডিজনি ও রবার্ট ডি নিরো সহ বহু বিখ্যাত মানুষ এই হোটেলে থেকেছেন। ২০১৭ সালে নেইমার পিএসজিতে আসার পর তাঁকেও এই হোটেলেই রাখা হয়েছে।

    দ্য সান বলছে, পাঁচ তারকা হোটেলটিতে সুইমিং পুল, ব্যক্তিগত সিনেমা হল, ছয়টি রেস্তোরাঁসহ রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। লিওনেল মেসি ওই হোটেলের বারান্দা থেকেই হাত নাড়িয়ে নতুন ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

    মেসি তাঁর পরিবারসহ এই হোটেলে পা রাখায় হোটেলটির সোশ্যাল মিডিয়ার অনুসারি হু হু করে বাড়ছে। গতকাল হোটেলটির সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওর পর আরও বাড়ছে হোটেলটির ফলোয়ার।

    দুদশকের বেশি সময় বার্সেলোনায় খেলে অনেক সাফল্য পেয়েছেন লিওনেল মেসি। ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ছয়টি কোপা দেল রেসহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। সেই মেসি কাতালান ক্লাবটি ছেড়ে এখন পিএসজিতে। প্যারিসের ক্লাবটির হয়েও সাফল্য পেতে চান, জিততে চান চ্যাম্পিয়নস লিগ।

    গতকাল আজ বুধবার পিএসজিতে প্রথম সংবাদ সম্মেলনে দরুণ সব আশাবাদের কথা শোনান মেসি। আর্জেন্টাইন তারকা বলেন, ‘পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে। গত কয়েক বছর চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে অনেকদূর এগিয়েছিল তারা। আমি এই ক্লাবে এসেছি এই লক্ষ্য নিয়েই। নিজের সেরাটা দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি।’

    এন-কে

  • হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকী আজ

    হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকী আজ

    বহুমাত্রিক ও প্রথাবিরোধী লেখক, ভাষাবিজ্ঞানী অধ্যাপক হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১২ আগস্ট জার্মানির মিউনিখ শহরে তিনি মারা যান। আজ হুমায়ুন আজাদের ১৭তম মৃত্যুবার্ষিকী।

    খবরে প্রকাশ, ২০০৪ সালে ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী হুমায়ুন আজাদকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে হুমায়ুন আজাদ সুস্থ হয়ে ওঠেন। ওই বছরের ৭ আগস্ট একটি গবেষণা বৃত্তি নিয়ে তিনি জার্মানি যান। এর পাঁচ দিন পর ১২ আগস্ট মিউনিখের নিজ ফ্ল্যাটে নিজ কক্ষে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

    ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন আজাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। হুমায়ুন আজাদ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতি-ভাষ্যকার, কিশোরসাহিত্যিক, গবেষক ও শিক্ষক।

    হুমায়ুন আজাদের সাতটি কবিতার বই, ১৩টি উপন্যাস ও ২২টি সমালোচনা গ্রন্থ, সাতটি ভাষাবিজ্ঞানবিষয়ক, আটটি কিশোরসাহিত্য ও অন্যান্য প্রবন্ধ-সংকলন মিলিয়ে ৬০টিরও অধিক বই তাঁর জীবদ্দশায় এবং মৃত্যু-পরবর্তী সময়ে প্রকাশ হয়।

    হুমায়ুন আজাদের প্রকাশিত বইয়ের মধ্যে আছে—বাংলা ভাষা (প্রথম ও দ্বিতীয় খণ্ড), অলৌকিক ইস্টিমার, ৫৬ হাজার বর্গমাইল, সবকিছু ভেঙে পড়ে, রাজনীতিবিদগণ, একটি খুনের স্বপ্ন, পাক সার জমিন সাদ বাদ, রাষ্ট্র ও সমাজচিন্তা, নারী, প্রতিক্রিয়াশীলতার দীর্ঘ ছায়ার নিচে, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম, বাঙলা ভাষার শত্রুমিত্র, বাঙলা ভাষা (প্রথম ও দ্বিতীয় খণ্ড), ফুলের গন্ধে ঘুম আসে না, নিজের সঙ্গে নিজের জীবনের মধু, অলৌকিক ইস্টিমার, জ্বলো চিতাবাঘ, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, যতোই গভীরে যাই মধু যতোই ওপরে যাই নীল, শামসুর রাহমান : নিঃসঙ্গ শেরপা, কাফনে মোড়া অশ্রুবিন্দু, বাক্যতত্ত্ব, তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, শিল্পকলার বিমানবিকীকরণ ও অন্যান্য প্রবন্ধ, দ্বিতীয় লিঙ্গ, আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে প্রভৃতি।

    মৃত্যুবার্ষিকীতে হুমায়ুন আজাদকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন সাহিত্যানুরাগীরা।

    এন-কে

  • চলতি বছরে নাইজারে জিহাদি সহিংসতায় ৪২০ জনের প্রাণহানি

    চলতি বছরে নাইজারে জিহাদি সহিংসতায় ৪২০ জনের প্রাণহানি

    নাইজারের পশ্চিমাঞ্চলে চলতি বছর জিহাদিদের বিভিন্ন হামলায় ৪২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। বুধবার হিউম্যান রাইট ওয়াচ (এইচআরডব্লিউ) এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

    এ পর্যবেক্ষণ সংস্থার সদস্যদের নাইজার সফরের পর প্রাণহানির এ সংখ্যা প্রকাশ করা হলো। দেশটিতে ১১ দিনের সফর চলাকালে তারা সহিংসতার প্রত্যক্ষদর্শী, ধর্মীয় নেতা, স্থানীয় কর্তৃপক্ষ, বিদেশি কূটনীতিক ও নাইজেরীয় সক্রিয় কর্মীদের সাথে কথা বলে জিহাদি সহিংসতায় প্রাণহানির এমন তথ্য পান।

    এইচআরডব্লিউ’র সাহেল পরিচালক কোরিন দুফকা বলেন, ‘সশস্ত্র ইসলামি গ্রুপ নাইজারের পশ্চিমাঞ্চলে বেসামরিক লোকজনের ওপর আরো সহিংসতা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

    এইচআরডব্লিউ’র বিবৃতিতে বলা হয়, দেশটিতে ‘তারা হত্যাযজ্ঞ, লুটতরাজ ও আগুন সন্ত্রাস চালায়।’

    এ মানবাধিকার সংস্থা আরো জানায়, ওই জিহাদি গ্রুপ নাইজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চার্চ ধ্বংস এবং ইসলাম ধর্ম বিষয়ে তাদের কঠোর ব্যাখ্যার ওপর ভিত্তি করে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে।

    এইচআরডব্লিই চলতি বছরের জানুয়ারি ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবারি ও তাহোয়া অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে নয়বার ব্যাপক হামলা চালানোর তথ্য পেয়েছে।

    এন-কে

  • হালদা-কর্ণফুলী নদী থেকে ৩ হাজার মিটার জাল জব্দ

    হালদা-কর্ণফুলী নদী থেকে ৩ হাজার মিটার জাল জব্দ

    হালদা-কর্ণফুলী নদীর কালুরঘাটে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

    গতকাল ১১ আগস্ট, বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

    বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ২টি সুতার ভাসান জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জাল প্রতিটির দৈর্ঘ্য আনুমানিক দেড় হাজার মিটার করে মোট ৩ হাজার মিটার। ভেজা থাকায় জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা সম্ভব হয়নি। সেগুলো হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। পরবর্তীতে জালগুলো ধ্বংস করা হবে। হালদার মোহনায় অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    এন-কে

  • দিনের তাপমাত্রা কমতে পারে

    দিনের তাপমাত্রা কমতে পারে

    রাজশাহী,সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

    এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

    বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বগুড়ায় ২৫ ডিগ্রি সেলসিয়াস।

    আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নেত্রকোনায় ৬০, সন্দ্বীপে ৫৩, সীতাকুন্ডে ৫০, মংলায় ৪১, চট্টগ্রামে ৩৭, সিলেটে ৩৬, ফেনীতে ৩৩ ও রাঙ্গামাটিতে ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    আজ দেশের সর্বনিন্ম তাপমাত্রা সন্দ্বীপে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিন্ম তাপমাত্রা ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

    গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিন্ম বগুড়ায় ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিন্ম ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

    বৃহস্পতিবার সকালে ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার এবং ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

    আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে।

    পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ূর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

    এন-কে

  • ১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহণ

    ১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহণ

    স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ১৯ আগস্ট থেকে সড়ক, রেল ও নৌ-পথে সব ধরনের গণপরিবহণ চলাচল করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ-পথে সব ধরনের গণপরিবহণ চলাচল করতে পারবে।

    এ ছাড়া পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করা যাবে।

    সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

    এবং যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এন-কে