Category: প্রেস বিজ্ঞপ্তি
-
বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির অনিয়ম তদন্ত করবে সমবায় অধিদপ্তর
বাংলাদেশ কো অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বচনের অনিয়ম তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা সমবায় অধিদপ্তর। জেলা সমবায় কার্যালয়ের তদন্ত দলের প্রধান (পরিদর্শক) হিমেল দে কে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বাংলাদেশ কো অপারেটিভ হাউজিং সোসাইটির নেতৃবৃন্দরা বলেন, বিগত সরকারের সময় সোসাইটির সদস্যদের না জানিয়ে অবৈধভাবে দখল করে বেখেছেন বর্তমান অবৈধ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন এবং সম্পাদক ফরহাদ চৌধুরী। এসময় তারা আরও বলেন, বিগত সরকারের সময়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে তারা বাংলাদেশ কো অপারেটিভ হাউজিং সোসাইটিকে দখল করে রাখেন।এসময় উপস্থিত ছিলেন সোসাইটির প্রধান সমন্বয়ক জেবল হোসেন, মো: অহিদুল কাদের চৌধুরী, সৈয়দ আজগর হোসেন, এবং বখিতিয়ার উদ্দিন সহ সংগঠনের অন্যন্য সদস্যরা।জেলা সমবায় কার্যালয়ের তদন্ত দলের প্রধান (পরিদর্শক) হিমেল দে এর কাছে সমন্বয়কদের প্রধান দাবী বর্তমান অবস্থায় প্রশাসক নিয়োগ দিয়ে পরবর্তীতে সকল সাধারন সদস্যদের অংশ গ্রহনের মাধ্যমে সুন্দর পরিবেশে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশ কো অপারেটিভ হাউজিং সোসাইটিকে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা। -
মন কেন স্মৃতির পাহাড় হাতড়ায়?
মানুষের জীবন খুব অদ্ভুত। যার আঁকে-বাঁকে ভরপুর বিচিত্রতা। আর এই বিচিত্র জীবনে ঘটে অসংখ্য সব বিচিত্র ঘটনা। হাসি-কান্না, আনন্দ-বেদনা, দুঃখ-সুখ, ভালো-মন্দের মিশেলে এগিয়ে চলে জীবন খরস্রোতা নদীর মতো। কখনো মুক্ত পাখির মতো, কখনওবা চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ, কতশত স্মৃতি। নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় ব্যাকুলতায়। একটা কথা-ই মন জানতে চায়, ‘মন কেন স্মৃতির পাহাড় হাতড়ায়’
মানুষের জীবন তো একটাই। অথচ এ জীবনে কত কিছুই না ঘটে যায়। জীবনের একেকটা মুহূর্ত যেনো একেক রকম মনে হয়। কখনো জমাট বরফের মতো কষ্টগুলো বুকের মধ্যে জমতে থাকে। জীবনটা বড় অসহ্য মনে হয় তখন। মনে হয় এ জীবনের কী দরকার ছিলো? আবার কখনো জীবন ভরে যায় অনাবিল সুখ আনন্দে; তখন মনে হয় জীবন কেন দ্রুত ফুরিয়ে যায়!
একটা সময় জীবনের পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। মনে হয় পুরনো দিনগুলিই বুঝি সুন্দর ছিলো। মনের পর্দায় এসব স্মৃতি হাতড়াতে বড় ভালো লাগে, একা আনমনে। মনটা বাস্তবে ফিরে আসতে চায় না।
কিন্তু বাস্তবে তো আসতেই হবে। আসলে বাস্তবই সব, কল্পনা নিছক একটা মায়া। কল্পনা যদি সত্যি হতো, মানুষের দুঃখ-কষ্ট কিছুই থাকতো না। তবে কষ্ট যে সবসময় খারাপ লাগে তা নয়। অনেক সময় কষ্ট পেতেও অনেক ভালো লাগে। কেন ভালো লাগে তা জানি না।
এবার আমার জীবনের সংক্ষিপ্ত গল্প শেয়ার করি >>> আমার জম্ম গ্রহণ ছিল সাদামাটা মধ্যবিত্ত পরিবারে।পরিবারের আকাশচুম্বী নাম ডাক না থাকলেও ছিলনা কলঙ্কময় কোন অধ্যায়, আল্লাহর কাছে অশেষ মেহেরবানি।
শৈশব কৈশর কেটেছে গ্রামীণ জনপদে যেখানে ছিল আবেগ ভালোবাসা ও প্রকৃতির সাথে। শিক্ষা জীবনের অনেক বছর নিজ জম্মস্থানের বাইরে অতিবাহিত হয়েছে। এসএসসির গণ্ডি পেরিয়ে চট্টগ্রাম শহরে আগমন, আবারো পড়ালেখার যুদ্ধে নেমে পড়ি পাশাপাশি শুরু হয়ে যায় কর্মজীবন।
একটা সময় শুরু হয়ে যায় জীবন নামক যুদ্ধ, চলতে থাকে অবিরাম বছরের পর বছর। কর্মজীবনে অনেক গুলো বাস্তবতার কথা মনে পড়ে যেমন, ‘মানুষ বহুরূপী’
মানুষ আপনার সামনে যে ভালোবাসা দেখায় সেটা প্রকৃত ভালোবাসা না, তার পিছনে আরেক রুপ। আমি এমনই দেখেছি আমার সামনে সে আমার জন্য অনেক ত্যাগী কিন্তু দীর্ঘ ১০/১২ বছর পরে জানতে পারি সে আমার ক্ষতির মুল নায়ক ছিলেন।এই অল্প জীবনে অনেক গুলো দেশে ভ্রমণ করার সুযোগ হয়েছে, আগামী দিন গুলোতে আরো অনেক গুলো দেশ ভ্রমণ করার স্বপ্ন আছে, বিভিন্ন দেশের কালচার কালচার জীববৈচিত্র ও প্রকৃতি দেখার ও জানার ইচ্ছা আছে।
বাস্তবতা হচ্ছে, ‘জন্ম ও মৃত্যু একটি অপূর্ণাঙ্গ সত্য’ পার্থিব জীবনের পর মানুষের জন্য অপেক্ষা করছে এক অন্তহীন জীবন। যে জীবন অন্তহীন, অনন্ত। পৃথিবীর প্রায় সব ধর্মে মৃত্যু-পরবর্তী এ জীবনের স্বীকৃতি আছে। একজন বিশ্বাসী মানুষ পার্থিব জীবনে পরকালীন সে জীবনের জন্য প্রস্তুত হয়। কেননা মৃত্যু অপরিহার্য এবং পরকালীন মুক্তিই সাফল্যের মাপকাঠি। ইরশাদ হয়েছে, ‘জীবমাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কিয়ামতের দিন তোমাদের কর্মফল তোমাদের পরিপূর্ণভাবে আদায় করা হবে। যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই সফলকাম। পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছুই না।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৮৫।
জীবনটা খুবই ছোট, আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা উচিত। যখন যেটা ভালো লাগে তখন সেটা করা উচিত। সব সময় পরে করবো পরে করবো বলে আমরা অনেক কিছুই করি না। অনেক ইচ্ছা থাকে সেগুলো পূরণ করা হয় না।
মানব জীবন বড়ই বিচিত্র। প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো বেশ জটিল। কার জীবনে কখন কীভাবে কী ঘটবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। সব সময় যোগ্যতা দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে জীবনের সব প্রাপ্তি অর্জন সম্ভব নয়, চেষ্টা করলে মানুষ সব কিছু অর্জন করতে পারে না। তারপরও চেষ্টা করতেই হয়, সব গ্লানিকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয় বীরদর্পে। তবেই মিলবে জীবনের সার্থকতা।
আজ জীবনের অনেক গুলো সময় অতিবাহিত করে মনে হয়, জীবন জীবনের গতিতে অবিরত চলছে। সে নির্দেশিত পথ চিনে না, শুধু জানে তার নির্ধারিত গন্তব্য। আমি না চাইলেও জীবন ঠিক পৌঁছে যাবে সময়ের নৌকোয় ভেসে তার কাঙ্খিত গন্তব্যে। আমি জানিনা সে পথচলা কবে, কখন, কোথায় স্থিরতা পাবে। হয় তো কেউ জানে না কার চলা কোথায় শেষ হবে। বড় বিচিত্র জীবন চক্র, কখন ফোরাবে এ নিত্য আসা যাওয়া তা আল্লাহ ভালো জানেন।
জাহাঙ্গীর আলম
সাংবাদিক ও কলামিস্ট –
ব্যুরো প্রধান চট্টগ্রাম,
আজকের বিজনেস বাংলাদেশ
সাধারণ সম্পাদক,
রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশন
সদস্য, চট্টগ্রাম রিপোটার্স ফোরাম -
আন্দরকিল্লা রোটারি ক্লাবের সভা সম্পন্ন
রোটারি ক্লাব অব আন্দরকিল্লা’র নিয়মিত সভা ক্লাবের প্রেসিডেন্ট নমিনি সৈয়দা শারমিন আলমের বাসায় অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রেসিডেন্ট সাকিব নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে সভা সম্পন্ন হয়।
সভায় অতিথি হিসেবে আন্দরকিল্লা ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, ফয়সাল শরীফ প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ব্রোম গ্রোভ, বার্মিংহাম, স্পাইক ব্র্যান্ডের ইকবাল এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কাউন্সিলর রুমকি সেন গুপ্ত এবং রোটারি ক্লাব অব ব্রোম গ্রোভ এর প্রেসিডেন্ট ফয়সাল শরীফ রোটারি ক্লাব অব আন্দরকিল্লা’ র সাথে জনহিত মূলক কাজ এবং সহযোগিতা করবে বলে একাগ্রতা পোষণ করেন।
ক্লাবের সিপি ওয়াসিম শরীফ, প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ ইকবাল, প্রেসিডেন্ট নমিনি সৈয়দা শারমিন আলম, ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আব্বাস আহমেদ, সৈয়দ রাশেদসহ অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত থেকে ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
ক্লাবের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন মুনীর ভোট অব থ্যাংকস এবং সেক্রেটারি রিপোর্ট পেশ করে সভা শেষ করেন। বৈঠক শেষে সৈয়দ শারমিন আলমের পক্ষ থেকে সুস্বাদু নৈশভোজ পরিবেশন করা হয়।
-
বিশ্ব স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস ২০২৩ পালিত
ফোর এইচ গ্রুফের প্রতিষ্ঠান ডিভাইন ডিজাইন লিঃ এবং এলামুড এ্যাপারেলস লিঃ এ বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালন করা হয়। কারখানার কর্মচারী ও কর্মকর্তাদের নিয়ে একটি র্যালী বিসিক শিল্প এলাকায় প্রদক্ষিণ শেষে কারখানায় এসে শেষ হয়। পরে কারখানা প্রধান ও সেইফটি কমিটির সভাপতি সায়েদুর রহমান এর সভাপতিত্তে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
এক্সিকিউটিভ কে,এম,মঈনউদ্দীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ এম, ইউ মিলন, ফায়ার এন্ড সেইফটি অফিসার আব্দুল করিম, ইন্জিনিয়ার মোঃ তৌহিদুল আলম, ফায়ার অফিসার মোঃ তৌহিদুল ইসলাম,উদয় শংকর দাস, নাইমুর রশিদ রুমন, সেইফটি কমিটির সহঃ সভাপতি রুমা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন কারখানা নিরাপদ রাখার জন্য অগ্নি নিরাপত্তা, বৈদূ্তিক নিরাপত্তা,কাঠামোগত নিরাপত্তা এবং স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য একর্ড ও এলায়েন্স কর্তৃক সংশোধিত কাজগুলো আরো উন্নতির মাধ্যমে সব ধরনের নিরাপত্তা বজায় রেখে সেইফটি কমিটিকে কার্যকর ভুমিকা পালন করতে হবে।
-
“নজরুলচর্চা বাঙালি জাতিকে সমৃদ্ধি এনে দিয়েছে”
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সম্মুখে জাতীয় কবির সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পমাল্য অর্পণ, বিশেষ মোনাজাত ২৫ মে বৃহস্পতিবার সকালে শিশুর মঞ্চ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে ও সাংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীমের পরিচালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান লেখক ও ইতিহাসগবেষক সত্যকাম বাগচী।
আলোচনায় অংশগ্রহণ করেন , মাসিক আলোরপথের সম্পাদক সোহেল তাজ, এডভোকেট নুর নাহার আখতার পারভিন, এডভোকেট শামসুন নাহার, এডভোকেট আল আমিন হোসেন, ভাষা আন্দোলন-গবেষক ডা. মআআ মুক্তাদীর, সাংবাদিক সৈয়দ গোলাম নবী,অনুকর বড়ুয়া, মোহাম্মদ শাহরুখ, কবি মতিয়ারা চৌধুরী মিনু প্রমুখ।
সভায় বক্তারা বলেছেন, বহুমুখী প্রতিভার অধিকারী বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার প্রতীক। তাঁর সাহিত্যকর্ম বাঙালি জাতিকে সমৃদ্ধি এনে দিয়েছে। নজরুলচর্চায় মাধ্যমে নবপ্রজন্ম সুস্থধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে আসলে আমাদের প্রজন্ম সত্যিকার দেশপ্রেমিক হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে তুলে ধরতে পারবে।
-
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের নতুন কমিটি গঠিত
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘সাপ্তাহিক প্রবাস’ সম্পাদক মোহাম্মদ সাঈদ ও সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত হয়েছেন প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার মনজুরুল হক।
গত ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নিউইয়র্কের নবান্ন পার্টি সেন্টারে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। সদস্যদের সম্মতিসূচক ও স্বাক্ষরকৃত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর। ৭ সদস্যের কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার, কার্যকরী সদস্য দর্পণ কবীর, তোফাজ্জল লিটন, আবু বকর সিদ্দিক ও মল্লিকা খান মুনা।
এর আগে সংগঠনের সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারণ সম্পাদক মনজুরুল হকের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত বছরের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেছেন মনজুরুল হক। আয়-ব্যয়ের বার্ষিক বিবরণী তুলে ধরেন কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার। পরে সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দর্পন কবীর, মোহাম্মদ সাঈদ, সৈয়দ ওয়ালি-উল-আলম, শওকত ওসমান রচি, মো: মশিউর রহমান মজুমদার, মনজুরুল হক, মাহমুদুল হাসান পাহলভী, তাপস কুমার সাহা, এস.এম. সরোয়ার হোসেন, সীমা সুস্মিতা, মো: শামীম আহমেদ, মো: আবুবকর সিদ্দিক, তোফাজ্জল লিটন, পাপিয়া বেগম, স্যামুয়েল এস. পিনারু, মেহের উল্লাহ সানি, মো: মামুন হাওলাদার, আবু হেনা সিজান, তাসনিসা জান্নাত, রোকেয়া দীপা, হাসান মাহামুদ প্রমুখ।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাংলাভাষী সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে ২০০৮ সালে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব গঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।
২৪ঘণ্টা/জেআর
-
এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন
চট্টগ্রাম নগরীর সিডিএ নিউ চান্দগাঁও আ/এ, বহদ্দারহাটে অবস্থিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর বোর্ড মেম্বার, বিএমএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ডাঃ শফিউল আজমের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় শিক্ষার্থীদরে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উক্ত স্বাস্থ্য পরীক্ষায় চট্টগ্রাম রেড ক্রিসেন্ট এর ডাঃ মাহবুবুল আলম, ডাঃ আতিক উল্লাহ ও সাকিবুল শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করেন। উদ্বোধন করেন সিডিএ নিউ চান্দগাঁও আ/এ, কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শরীফ ও অত্র বিদ্যালয়ের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।
সুন্দর ও নিরাপদ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সুসম্পন্ন করায় অভিভাবকগণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় ডাঃ শফিউল আজম ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে দৃষ্টি রাখতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।
২৪ঘণ্টা/এনআর
-
সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)’র বাইত উল আসফিয়া মাইজভাণ্ডারী খানকাহ শরিফে তসরিফ ও মিলাদ মাহফিল সম্পন্ন
শুক্রবার (৪ নভেম্বর) আওলাদে রাসুল (দ.) মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবর্তক, ফরদুল আফরাদ,খাতেমুল অলদ, গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র প্রপৌত্র, মারাজাল বাহরাইন, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর একমাত্র পুত্র ও সাজ্জাদানশীন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর ম্যানেজিং ট্রাস্টি ও গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন মাওলা হুজুর, রাহবারে আলম, মোজাদ্দেদে জামান, হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) ঢাকায় বাইত উল আসফিয়া মাইজভাণ্ডারী খানকাহ শরিফে তশরিফনেন।
ঢাকা মহানগর, গাজীপুর, মানিকগঞ্জ,নারায়ণগঞ্জ, বি-বাড়ীয়া, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা জেলার আশেকভক্তগণের সাথে সাক্ষাৎ করেন সকাল সাড়ে আটটা হতে দুপুর বারোটা পর্যন্ত এরপর তিনি জুমার নামাজ আদায় করেন মিরপুর ১ হযরত শাহ আলী বোগদাদী (রহ) এর মাজার শরীফস্থ জামে মসজিদে এবং নামাজ শেষে হযরত শাহ আলী বোগদাদী (র.)’র মাজার শরিফ জিয়ারত করেন। আড়াইটা হতে চারটা পর্যন্ত আশেকভক্তগণের সাক্ষাৎ কার্যক্রম সম্পন্ন করে। বাদে আসর নামাজ আদায়ের পরে বায়াত অনুষ্ঠান সম্পন্ন করে মিলাদ কিয়াম হয়। এতে সৃষ্টির সামগ্রিক কল্যাণ কামনা করে ও বাংলাদেশ ও বিশ্ব মজলুম ও নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য বিশেষভাবে দোয়া করে মোনাজাত করেন আওলাদ রাসুল (দ.) সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
উক্ত মহতি অনুষ্ঠানে মিলাদ কিয়াম পরিবেশনা ও আলোচনা করেছেন মুফতি গোলাম মাওলা সাহেব, এতে উপস্থিত ছিলেন বাইত উল আসফিয়া মাইজভাণ্ডারী খানকাহ শরিফের পরিচালনা কমিটির সদস্যগণ,আশেকানে গাউসুল আযম মাইজভাণ্ডারী, আশেকানে শাহানশাহ হক ভাণ্ডারীসহ উক্ত মহতি অনুষ্ঠানে বিপুল পরিমান আশেক ভক্ত ও আগ্রহী বায়াতী সদস্যদের সমাবেশ ঘটে এবং অংশ গ্রহন করেন ধর্মপ্রাণ সকল শ্রেণি পেশার মানুষ। উপস্থিত সকলকে নিয়ে মাগরিবের নামাজ বাইত উল আসফিয়া মাইজভাণ্ডারী খানকাহ শরিফে আদায় করে খানকাহ শরিফ হতে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হন।
বাইত উল আসফিয়া মাইজভাণ্ডারী খানকাহ শরীফ ঠিকানাঃ হযরত শাহ আলী বোগদাদী (র.)এর মাজারের নিকটস্হ খাদেম বাড়ি নং ৪, উত্তর বিশিল, থানা শাহ্ আলী, মিরপুর-১ ঢাকা।
২৪ঘণ্টা/এসএ
-
অসুস্থ মুবিনের চিকিৎসা সম্পন্ন করতে ‘পহরচাঁদা মানব কল্যান ফাউন্ডেশন’ এর জুম মিটিং
‘পহরচাঁদা মানব কল্যান ফাউন্ডেশন’ এর জুম মিটিং সোমবার (৫ সেপ্টেম্বর) রাত নয়টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাউন্ডেশন এর সহ-সভাপতি লায়ন ওসমান সরওয়ার এর পরিচালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও চকরিয়া সমিতি চট্টগ্রাম- এর সাধারন সম্পাদক আলহাজ্ব হামিদ হোসাইন। প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাবেক ব্যাংকার আবুল কালাম।
আরো আলোচনা রাখেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ব্যাংকার জনাব শামীমুল ইসলাম মানিক, সাধারন সম্পাদক ও ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-সভাপতি ও জুবাইদিয়া মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নুল আবেদীন, সহ-সভাপতি ও নিউ রেইন কম্পিউটার এর সত্বাধিকারী নাছির উদ্দিন, অর্থ-সম্পাদক ব্যাংকার মোঃ আবু সুফিয়ান, সৌদিপ্রবাসী ও ফাউন্ডেশনের বিদেশ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ ও এইচ. এম ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন বাদশা ও ফাউন্ডেশন পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সম্পাদক বৃন্দের মধ্যে এইচ.এম সোহেল সিকদার, মাহমুদুল হক, মোস্তফা রাসেল, মাওলানা জসিম উদ্দিন, ইকলুর রহমান, আমিনুল ইসলাম, হেলাল উদ্দিন, ফয়সাল, শওকত, নিশাত, ইমরান উদ্দিন, রুবেল খান ও মুবিনুল ইসলামসহ অনেকে মতামত পেশ করেন।
উক্ত মিটিংয়ে মুবিনের চিকিৎসা দ্রুত সম্পন্ন করার জন্য সবাইকে বিশেষভাবে আর্থিক সহযোগিতা করার অনুরোধ করা হয়।
উল্লেখ্য যে মেধাবী ছাত্র মুবিনের চিকিৎসার জন্য সংগঠনটি সর্বোচ্চ আর্থিক ও সবধরনের সহযোগিতা করে যাচ্ছে। কোন সুহৃদ বিত্তবান ব্যক্তিবর্গ চাইলে ইসলামী ব্যাংক হিসাব নং 20503040201391918 ও.আর নিজাম রোড শাখা, পাঁচলাইশ, চট্টগ্রামে সহযোগিতা পাঠাতে পারবেন।
-
চট্টগ্রামে যুবলীগের শোক দিবসের আলোচনা সভা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় ১৫ আগষ্ট সকল শহীদদের স্মরণ ও জাতীয় শোক দিবসের উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় নগরীর সদরঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ,তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক তরুন আওয়ামী লীগ নেতা দোলোয়ার হোসেন খোকা,ফরিদ মাহমুদ, কাউন্সিলর আবদুস সালাম মাসুম,পুলক খাস্তগীর,
নারী কাউন্সিলর নীলু নাগ,মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃসালাউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শওকত হোসেন,মহিউদ্দিন শাহ,যুবলীগ নেতা শাহীন সরোয়ার, এনামুল হক মিলন,মোঃইউনুস,
মোঃলোকমান হোসেন,শাহনেওয়াজ রাজিব,সরোয়ার আহমেদ সোহেল, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
আয়োজক যুবলীগ নেতা মাহবুবুল হক সুমন বলেন, যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে যুবলীগকে মানবিক যুবলীগ হিসেবে পরিণত করতে কাজ করে যাচ্ছি আমরা।
আগষ্টের শুরু থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মোমবাতি প্রজ্জ্বলন, কোরআন খতম দুস্থদের মাঝে খাবার বিতরণ, মিলাদ-দোয়া মাহফিল, শিক্ষাসামগ্রী বিতরণ ও ত্রাণসামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছি। তারই অংশ হিসেবে এই আলোচনা সভা।
জে-আর
-
পাহাড়তলী লৌহজাত ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মেলন অনুষ্ঠিত
বন্দর নগরীর চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন লৌহজাত ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (২৭ আগষ্ট) সাগরিকা রোডস্থ সাগরিকা টাওয়ারে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ দৌলার সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. সাইফুল হুদা জাহাঙ্গীর ও সহ-সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব মো. শামসুল আলম, সভাপতি সিরাজ উদ দৌলা, সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল আলম।
সম্মেলন শেষে ২০২২-২০২৪ অর্থ বছরের জন্য আলহাজ্ব মো. সিরাজ উদ দৌলাকে সভাপতি ও মো. মাহাবুবুল আলমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. সাইফুল হুদা জাহাঙ্গীর, সহ-সভাপতি আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিন, সহ সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ (বাচ্চু মেম্বারর), সহ-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন,
সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দোস্ত মোহাম্মদ, অর্থ সম্পাদক মো. নাজিম উদ্দিন, দপ্তর ও প্রচার সম্পাদক শামসের আলী (শামসু), সমাজ কল্যাণ সম্পাদক হাজ্বী মো. খলিলুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য হাজ্বী মো. মিন্টু আকন ও মো. অলি উদ্দিন।
সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো. শামসুল আলম, নির্বাচন কমিশনার আলহাজ্ব মো. সেকান্দর ও আলহাজ্ব মো. আনোয়ারুল হক।
জে-আর
-
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপো নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গামারীতলা (দ. সোনাইছড়ী) গ্রামের ভিতরে ঘনবসতিপূর্ণ এলাকায় গ্রামবাসীর চলাচলের রাস্তা দিয়ে কাভার্ডভ্যান স্হাপন প্রক্রিয়াবন্ধ করার দাবিতে এবং এলাকাবাসিকে সন্ত্রাসী ও চাঁদাবাজ বলে মিথ্যা অভিযোগের প্রতিবাদে আজ ২২ আগস্ট (সোমবার) চট্রগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় এ গ্রামে দক্ষিণ সোনাইছড়ি আলহাজ্ব মোস্তফা-হাকিম হাই স্কুল, দক্ষিণ সোনাইছড়ি জামে মসজিদ, গ্রামের উত্তর পাশে হাফিজ জুট মিলস সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় ও দক্ষিনে শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও শীতলপুর গাউছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
এ প্রতিষ্ঠানগুলোতে অধ্যায়নরত শতশত ছাত্র-ছাত্রী এ রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এ রাস্তা ছাড়া এলাকাবাসী ও ওই সকল প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রছাত্রীদের চলাচলের আর কোন বিকল্প রাস্তা নেই।
বিভিন্ন সময়ে ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা নষ্ট হয়ে যায় এবং দুর্ঘটনা থেকে রক্ষা জন্য রাস্তা এটিকে যাতে ভারী যান চলাচল করতে না পারে সেজন্য এলাকাবাসী রাস্তায় বাঁশের বেড়া দেয়।
এলাকার নুরুল আলম চৌধুরী নামে এক প্রভাবশালী ব্যক্তি গ্রামের মধ্যে হাই স্কুল ও মসজিদের মাঝখানে ঘনবসতিপূর্ণ এলাকায় তার পরিত্যক্ত খালি জায়গায় কন্টেইনার টার্মিনাল স্থাপন করার অপচেষ্টা স্বরুপ ১ আগষ্ট সোমবার দিবাগত রাত্রে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী এনে বাঁশের বেড়া সরিয়ে সকালে শত শত কাভার্ডভ্যান গ্রামের ভিতরে প্রবেশ করায়।
এতে এলাকাবাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। গ্রামবাসী ও ছাত্র-ছাত্রীদের চলার পথে শত শত গাড়ির বেপরোয়া গতিতে আসা যাওয়ার ফলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে ও দুর্ঘটনা ঘটছে। কন্টেইনার ডিপোতে শতশত ড্রাইভার ও হেলপারের আনাগোনায় পুরো এলাকা মাদকে সয়লাব হয়ে গেছে।
রাস্তাঘাটে ড্রাইভার ও হেলপার দের আনাগোনায় স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ছাত্রীরা ইভটিজিং এর শিকার হচ্ছে। দিনে রাতে এলাকায় গাড়ি গুলোর বেপরোয়া চলাচল ও বিকট হর্নের শব্দ দূষণের কারনে ছাত্র- ছাত্রী ও মুসল্লিদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি হচেছ।
কন্টেইনার ডিপো নির্মাণ করার ফলে মহাসড়ক থেকে গ্রামের জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা দিয়ে প্রতিদিন শত শত কাভার্ডভ্যান /কন্টেইনার ট্রাক চলাচল করছে। এ কারণে গ্রামের মানুষের চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া এলাকায় অবস্থিত স্কুলের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লীদের যাতায়াতের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, গ্রামের মধ্যে ট্রাক ডিপো তৈরীর ফলে প্রতিদিন প্রায় ৫০০/ ৬০০ কাভার্ডভ্যান / কন্টেইনার ট্রাক আসা যাওয়া করে। ফলে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের চলাচলে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে। ট্রাকগুলোতে করে শত শত রাসায়নিক পদার্থসহ বিভিন্ন ক্যামিকেল আনা নেওয়া করছে।
যার ফলে এলাকাবাসী চরম আতংকের মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে বিএম ডিপোতে স্মরণকালের ভয়াবহ কেমিক্যাল কন্টেইনার বিস্ফোরণের কথা চিন্তা করে অবিলম্বে এ কন্টেইনার ডিপো বন্ধ করার আহবান জানিয়ে সম্প্রতি শতাধিক গ্রামবাসীর স্বাক্ষরিত স্মারকলিপি দিয়েছি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা,
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে। এদিকে ডিপো স্হাপনকারী প্রভাবশালী নুরুল আলম চৌধুরী এলাকাবাসীকে হুমকি স্বরুপ মামলা – হামলা করে ডিপো স্হাপনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
গ্রামবাসীর যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে অসৎ উদ্দেশ্য গত ১৫ আগষ্ট গ্রামবাসীকে সন্ত্রাসী ও চাঁদাবাজ বলে আখ্যায়িত করে এলাকার গন্যমান্য ১৭ জন ব্যক্তির বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে।
এ দিয়ে গ্রামবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আমরা এলাকাবাসী ডিপো স্হাপনের বিরুদ্ধে সর্বস্তরের গ্রামবাসী ঐক্যবদ্ব। নুরুল আলম চৌধুরী যাতে এখানে ডিপো স্হাপন করতে না পারে ও গ্রামবাসীর বিরুদ্ধে করা মিথ্যা চাঁদা বাজির অভিযোগ প্রত্যাহার করার জন্য সাংবাদিক সমাজের মাধ্যমে আমরা সংকারের উধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাষ্টার মাহবুবুল আলম। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন যথাক্রমে মো. মাহবু্ুবুল আলম, সাবেক মেম্বার মো. আজগর আলী, মো. জাফর ইকবাল, শফিউল আজম, এ এম, দিদারুল আলম, মো. নিজাম উদ্দিন, মো. আব্দুল মান্নান জিকু, মওলানা মো. সাহাব উদ্দিন প্রমুখ।
জে-আর