Category: প্রেস বিজ্ঞপ্তি

  • দেশ ও দশের কল্যাণে ঘরে-ঘরে নাজিম উদ্দিন এ্যানেল মতো মানুষ তৈরি করতে হবে

    দেশ ও দশের কল্যাণে ঘরে-ঘরে নাজিম উদ্দিন এ্যানেল মতো মানুষ তৈরি করতে হবে

    বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রামের বরেণ্য সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল’র সন্মানে

    সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ও ব্লগবাড়ীর যৌথ উদ্যোগে ২৩ জানুয়ারি তাসফিয়া গার্ডেনে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়।

    হলভর্তি দর্শক আর তুমুল করতালিতে মুখরিত হলেন!বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন এ্যালেন, প্রায় ৩২ টি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    সাতকানিয়ার পৌর মেয়র কবি মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইফতেখার সাইমুম চৌধুরী,প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট কলামিস্ট ডঃ মোঃ মাসুম চৌধুরী,
    বিশেষ অতিথির বক্তব্য, রাখেন কাউন্সিলর শৈবাল দাস সুমন।

    বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহাব উদ্দিন, বাংলা টিভির ব্যুরো প্রধান সাংবাদিক লোকমান চৌধুরী, সানরাইজ সোশ্যাল অরগানাইজেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আফজাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসমত আলী, ইঞ্জিনিয়ার স্বপন বড়ুয়া চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আবসার চৌধুরী, মানবিক সংগঠন চেতনার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ বদরুল হাসান, নগর ও নাগরিক সভাপতি মুহাম্মদ আইয়ুব, ব্লগবাড়ীর সভাপতি কাজি সাইদ, কবিও ব্যাংকার আবু ওবাইদ আরকফাত। বাওসো’র
    হাফেজ ক্বারী আমানুল্লাহ দৌলত,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উপাধ্যক্ষ মুহাম্মদ শহীদুল্লাহ শহিদুল ইসলাম, হাফেজ ক্বারী মোহাম্মদ শাহজাহান,

    মাস্টার আসাদ চৌধুরী, এম খোরশেদুল আলম, ব্যবসায়ী নাজিম উদ্দিন, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি লায়ন নবাব হোসেন মুন্না, সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফুল ইসলাম শরিফ, নগরফুল’র সাবেক সভাপতি সংগঠক লেখক জাহিদ তানসির, প্রিন্সিপাল সাজ্জাদুল করিম, রাউজান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী জয়নাল আবেদীন জোবায়ের, কবি সরওয়ার রানা, ইঞ্জিনিয়ার অমিত বড়ুয়া,,ম শফিউল ইসলাম,ইন্জিনিয়ার পল্লব হাসান, ইঞ্জিনিয়ার মনির হোসেন, ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন,
    বাওসোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর এম ফরিদুল আলম, সংগঠক জনি বড়ুয়া, ছাত্র নেতা অন্তর, জাহিদুল ইসলাম জাহিদ, ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ শাকিল, মুহাম্মদ ফারুকুল ইসলাম, আলো দেখাবোই সভাপতি মোঃ স্বপন, বিডি হেলর্থ এর উদ্যোক্তা খন্দরকার হালিম, মক্কা মদিনা হজ্ব কাফেলার প্রধান নাজিম উদ্দিন,
    সাংবাদিক মোহাম্মদ আবদুল হান্নান প্রমুখ।

    বক্তারা বলেছেন, দেশ ও দশের কল্যাণে ঘরে- ঘরে নাজিম উদ্দিন এ্যানেল মত ভালো মানুষ তৈরী করতে হবে। কল্যাণে যারা কাজ করে তাদের মৃত্যু নেই।

    দুই যুগেরও বেশি সময় ধরে নাজিমউদ্দিন এ্যানেল দেশও দশের জন্য যে অবদান রেখে যাচ্ছে তা তরুণ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

    রমজান মাস সহ অসংখ্য মানবিক কাজের জন্য নাজিম উদ্দিন এ্যানেল এখন তারুণ্যের বাতিঘরে পরিণত হযেছে! একজন মানুষের জন্মদিন আজ জনসভায় পরিণত হয়েছে এটা সম্ভব হয়েছে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল মানবিক কর্মকাণ্ডের কারণে

    তাই আজ থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে ভালো মানুষ হওয়ার!
    দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

    এন-কে

     

  • জিইএম কোম্পানির অবসরপ্রাপ্ত দুই শতাধিক শ্রমিক কর্মচারীর অবসরকালীন পাওনা টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন

    জিইএম কোম্পানির অবসরপ্রাপ্ত দুই শতাধিক শ্রমিক কর্মচারীর অবসরকালীন পাওনা টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন

    চট্টগ্রামের রাস্ট্রয়াত্ব বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা জিইএম কোম্পানির অবসরপ্রাপ্ত দুই শতাধিক শ্রমিক কর্মচারীর অবসরকালীন পাওনা টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন করেছে কোম্পানির অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যান পরিষদের আহবায়ক সাইফুল ইসলাম খান বলেন, কর্তৃপক্ষ নানা অজুহাতে শ্রমিক কর্মচারীদের চাকুরী জীবনের শেষ সম্বল কল্যান তহবিল ও পিএফ ফান্ডের পরিশেধ করছেনা দীর্ঘ সময় ধরে। তিনি বলেন, শ্রমিক কর্মচারীদের অবসরকালীন কল্যান তহবিল ও পিএফ ফান্ডের অর্থ পরিশোধের জন্য বিএসইসিকে পত্র প্রদান করা হলেও বিটসইসি গত নভেম্বরের মধ্যে টাকা পরিশোধের কথা বলেও তা বাস্তবায়ন করেনি।

    বর্তমানে উক্ত কোম্পানির অবসরপ্রাপ্ত দুই শতাধিক শ্রমিক কর্মচারী তাদের পাওনা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সদস্য মো. মজিবুল হক,আবদুল মাবুদ, নুর নবী,ফসিউল আলম, কামাল উদ্দিন, আকতার উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • এতিম শিক্ষার্থীদের মাঝে ‘আল আমিন সমাজ কল্যাণ সমিতির’ এর শীত বস্ত্র বিতরণ

    এতিম শিক্ষার্থীদের মাঝে ‘আল আমিন সমাজ কল্যাণ সমিতির’ এর শীত বস্ত্র বিতরণ

    “শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জানুয়ারী ২২ইং রবিবার সকালে চট্টগ্রাম শহরের পাহাড় ঘেরা আরেফিন নগর, নীলগিরি আবাসিক এলাকায় মঈনীয়া চিশতিয়া হাফেজীয়া এতিমখানা মাদ্রাসায় শীতার্ত এতিম শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন আল আমিন সমাজ কল্যাণ সমিতি ।এ সময় উপস্থিত ছিলেন ” সমিতির সভাপতি মুফতি ছালেহ সূফিয়ান ফরহাবাদী মাইজন্ডারী ” প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহ সূফী মাওলানা মোহাম্মদ শহীদ উল্ল্যাহ্ চিশতী, সমিতির নির্বাহী পরিচালক সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষার,মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমান উল্ল্যাহ্ চিশতী রিয়াদ,হাফেজ মুনিরুল ইসলাম, হাফেজ সারাফাত উল্ল্যাহ্,শিক্ষক মাওলানা মোহাম্মদ রিফাত, মাদ্রাসার সহকারী মো.আনোয়ার উল্ল্যাহ্ প্রমূখ ।

    অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহ সূফী মাওলানা মোহাম্মদ শহীদ উল্ল্যাহ্ চিশতী,বলেন, আমরা যারা শহরে কম্বলের তলে থাকি তারা হয়তো শীতের তীব্রতা বুঝতেই পারছি না। তবে এতিম বাচ্ছারা কাঁপছে মাঘ মাসের তীব্র শীতে। শীত নিবারনের সামান্য বস্ত্রটুকুও হয়তো অনেকের নেই। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে তারা। যারা স্বচ্ছল তাদের কাছে শীতের রাত আরাম দায়ক হলেও দরিদ্র অসহায়দের জন্য তা চরম দুর্ভোগের। তাইতো আমাদের আল আমিন নামক সামাজিক সংগঠন থেকে এতিম ছাত্র ছাত্রীদের মাঝে কিছু সংখ্যক শীত বস্ত্র বিতরণ। তিনি সংগঠন সম্পর্কে বলেন, চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামীতে সমাজসেবী দের নিয়ে আল আমিন সমাজ কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করার চিন্তা করি। সেই সময়ে আমার ঘনিষ্ঠ কিছু বন্ধুদের সহযোগীতায় প্রতিষ্ঠা হয় এই ”আল আমিন সমাজ কল্যাণ সমিতি” নামক সংগঠনটি।তহবিল সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, আমাদের সদস্য সংখ্যা ৬০ জন।
    সকল সদস্য প্রতিমাসে নির্ধারিত পরিমাণ চাঁদা দেন।এই চাঁদা একত্রিত করে রাখা হয়। সেই তহবিল থেকেই মূলত ত্রান বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন সেবা মূলক কাজ করে থাকি।

  • চট্টগ্রামে এশিয়ান টিভির ৯ম বর্ষপূর্তি পালিত

    চট্টগ্রামে এশিয়ান টিভির ৯ম বর্ষপূর্তি পালিত

    সারাদেশের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে রাস্ট্রীয় উদ্যাগ নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এশিয়ান টিভির ৯ম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম অফিসের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মেয়র আরো বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ আর দর্শকদের চাহিদার প্রতিফলন ঘটিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে এশিয়ান টেলিভিশন ব্যাপক সমাদৃত হয়েছে এবং মানুষের আস্থা অর্জন করেছে।

    এর আগে বর্ষপূর্তির চট্টগ্রাম অফিসের অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এসময় তিনি বলেন, এশিয়ান টিভি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।

    এশিয়ান টিভি চট্টগ্রাম অফিসের বার্তা প্রধান ওয়াহিদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর আহবায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি, দৈনিক দেশরুপান্তরের ব্যুরো প্রধান ফারুক ইকবাল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ম. শামসুল ইসলাম, লেখক ও কলামিস্ট ড. মাসুম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, সাংবাদিক শাহনেওয়াজ রিটন, দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুন নাঈম রিকু, বনজুরের পরিচালক মোহাম্মদ আক্কাস উদ্দিন, সরকারি সিটি কলেজের সাবেক ভিপি রাজিব হাসান রাজন প্রমূখ। এসময় র‌্যাব-৭ এর পক্ষ থেকে কেক কেটে বর্ষপূর্তি পালনের পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানান রুপায়ন গ্রুপ, কোতোয়ালী থানা ছাত্রলীগ,বাংলা টিভি, আর টিভি, এস এ টিভি, দীপ্ত টিভি, বিজয় টিভি, চ্যানেল এস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।

  • রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    শীতবস্ত্র ও পবিত্র আল-কোরআন বিতরণ এবং ক্ষুদে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে রঙিন ঘূড়ি ফাউন্ডেশন’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।

    আজ শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামস্থ শের শাহ বাংলা বাজার লিংক রোডে অবস্থিত “মিনহাজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই মহতি আয়োজন করে “রঙিন ঘুড়ি ফাউন্ডেশন” নামের সামাজিক সংগঠনটি।

    মূলত বীর চট্টলায় বসবাসরত কর্পোরেট জগতের কয়েকজন সমমনা ও মানবতাবাদী বন্ধুমহলের ইতিবাচক মনোভাবের ফসল এই সংগঠনটি।

    প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের প্রকাশক ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা নূর মোহাম্মদ রানা।

    সংগঠনটির উদ্যোক্তা ও আহ্বায়ক কমিটির সভাপতি মো. মাসুদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মো. আফাজ উদ্দিন আসিফের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. আব্দুল গাফফার মিয়াজী।

    অতিথিরা বলেন, রঙিন ঘুড়ি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমুখী সংগঠন। নিজেদের সম্মিলিত প্রচেষ্টা, ঐকান্তিক সহযোগীতা ও আর্থিক যোগানের মাধ্যমে অনাথ শিশু ও দুস্থদের মুখে হাসি ফোটানোই এ সংগঠনের লক্ষ্য।

    শুধুমাত্র চাকুরী কিংবা ব্যবসা এবং মাসশেষে আয়লব্ধ অর্থে জাগতিক ভোগ-বিলাসিতার একঘেয়েমি যাপিত জীবন নয় বরং এই চিরাচরিত রোবটিক জীবন ব্যবস্থার দৈনন্দিন নয়টা থেকে ছয়টার রুটিন শেষে অযথা আড্ডায় সময় ব্যয় থেকে সরে এসে মানব কল্যাণের মাধ্যমে একটু আত্মার প্রশান্তি ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভের নিমিত্তে একগুচ্ছ বন্ধুমহলের একটি চমৎকার প্রয়াস আজকের এই “রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশন”।

    চট্টগ্রাম জেলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দূস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক কল্যাণ ও আলোকিত সমাজ বির্নিমানে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে মানবতার জয় নিশ্চিত করতে নানামুখী কর্মসূচি রয়েছে এ সংগঠনের।

    সংগঠনের নানামুখী মহতি উদ্দ্যেগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে রঙিন ঘুড়ি ফাউন্ডেশনের জন্য শুভ কামনা জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা।

    আয়োজিত প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনষ্ঠোনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম-আহ্বায়ক মো. আফাজ উদ্দিন আসিফ, মো. শফিকুল ইসলাম বাবু এবং সম্মানিত সদস্য স্টিভেন ডায়েস, মো. রিপন, মো. আসীফ, শাখাওয়াত হোসেন রিমন, মো. আবীর, মো. সাইফুল ইসলাম চৌধুরী, মো. রাশেদুল আলম, জুয়েল রানা প্রমুখ।

    সংগঠনের সকলেই এতিম খানার সকলের সাথে একটি সুন্দর সময় কাটান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনার মধ্য দিয়ে সফলভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন করা হয়।

    ২৪ ঘন্টা/

  • কর্ণফুলীতে ভাসমান সাংবাদিক সম্মেলনে বক্তারা উচ্ছেদে পাঁচ বছরে প্রশাসনের সাত নোটিশ

    কর্ণফুলীতে ভাসমান সাংবাদিক সম্মেলনে বক্তারা উচ্ছেদে পাঁচ বছরে প্রশাসনের সাত নোটিশ

    মাঠে গড়ায়নি অভিযান উপেক্ষিত উচ্চ আদালতের নির্দেশনা

    কর্ণফুলী রক্ষায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তরা বলেছেন, ২০১৬ সাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ সাতটি নোটিশ দিয়েছে জেলা প্রশাসন ও সহযোগি সংস্থা। বাস্তবায়ন হয়নি একটিও। প্রশাসনের প্রদত্ত সকল উচ্ছেদ নোটিশ ও নতুন করে দখল সকল তথ্য উপাত্ত নিয়ের্ সুনির্দিষ্ট নির্দেশনা প্রার্থনা করে আগামী ১৫ দিনের মধ্যে উচ্চ আদালতের দারস্থ হচ্ছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন।

    বক্তারা জানান, ২০১৬ সাল থেকে কর্ণফুলী দখল করে গড়ে উঠা মাছ মাজার ও অন্যান্য স্থাপনা উচ্ছেদে তৎকালীন ডিসি মেজবাহ উদ্দিন, বতর্মান ডিসি মোহাম্মদ মমিনুর রহমান প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিচালক থাকাকালীন ২০১৮ সালে উচ্ছেদ নোটিশ প্রদান করেন। এছাড়া ২০১৯ সালের ডিসেম্বরে উচ্ছেদ নোটিশ প্রদান করেন তৎকালীন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। এছাড়াও চারবার উচ্ছেদ নোটিশ ও অবৈধ স্থাপনা বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছেন, চট্টগ্রাম সদর ও বন্দর ভূমি সার্কেলের সহকারী কমিশনার।

    জেলা প্রশাসক ইলিয়াস হুসেন প্রদত্ত উচ্ছেদ নোটিশে ভিত্তিতে গত নভেম্বরের ১২ তারিখ একমাসের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু করেবেন বলে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি সাধারণ সম্পাদককে জানিয়েছিলেন বর্তমান জেলা প্রশাসক। কিন্তু দুইমাস অতিবাহিত হলেও এখনও উচ্ছেদ অভিযান শুরু হয়নি।
    সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০১০ সালে মামলাটি দায়ের হওয়ার পর মাননীয় হাইকোর্ট কর্ণফুলী নদী ও তীর দখলকারী ব্যক্তিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। যার প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন ২০১৪ সালে কর্ণফুলী তীর জরিপ করে ২১৮১ ব্যক্তি প্রতিষ্ঠানকে কর্ণফুলী নদী দখলকারী হিসাবে চিহ্নিত করে মাননীয় হাইকোর্টকে অবহিত করেন।

    জেলা প্রশাসন প্রতিবেদন দেয়ার পর মামলা চলাকালীন সময়ে ২০১৬ সালে বিএস ১নং খতিয়ানের ৮৬৫১ দাগ অনুযায়ী কর্ণফুলী নদী জাতীয় মৎসজীবী সমবায় সমিতি লিমিটেডকে ০৮/১২/২০১৫খ্রিঃ তারিখে ১৫ বছরের চুক্তিনামা দিয়ে লিজ দেয় চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ।

    লিজ গ্রহিতাগণ কর্ণফুলী নদী দখল ও ভরাট করে মাছ বাজার ও বরফকল নির্মানকালে তা বন্ধ রাখতে ৮/সেপ্টেম্বর ২০১৬ তারিখে তৎকালীন চট্টগ্রামে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এবং একই তারিখে ৮ সেপ্টেম্বর ২০১৬ সালে চট্টগ্রাম সদর সার্কেল ভূমি এর সহকারী কমিশনার আছিয়া খাতুন বিএস ১নং খতিয়ানের ৮৬৫১ দাগের ১৪৭.১০ একর জায়গা কর্ণফুলী নদী হিসাবে চিহ্নিত করে উচ্ছেদ নোটিশ দিয়ে চাক্তাই ও রাজাখালী খালের মুখ বন্ধ ও ভরাট করে জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর ব্যানারে স্থাপনা নির্মান বন্ধ রাখতে নির্দেশ দেয়। সেইসাথে মাছ বাজারকে বরাদ্দকৃত ১,৭৫,২৬৩ বর্গফুট বা ৪.০২৬৩ একর নদীর অংশে নতুন মাছ বাজার গড়ে উঠেছে উল্লেখ করে তা উচ্ছেদ করতে বলা হয় (কপি সংযুক্ত)। জেলা প্রশাসনের সাথে ২০১৬ সালের ২০ অক্টোবর চাক্তাই ও রাজাখালী খালের মোহনা দখল করে মাছ বাজার নির্মান বন্ধ রাখতে নোটিশ প্রদান করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

    জেলা প্রশাসন ও ভূমি সদর সার্কেল সহকারী কমিশনারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাছ বাজার নির্মান করে তা পরিচালনা করতে থাকে। পরবতর্ীতে ২০১৮ সালে জাতীয় মৎসজীবি সমবায় কর্তৃক কর্ণফুলী নদী ভরাট করে দৃর্শমান বরফ কারখানাটি নির্মান করতে থাকলে বন্দর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা খোরশেদুল আলম বিগত ৭ ফ্রেব্রুয়ারি ২০১৮ তারিখে তা বন্ধ রাখতে জাতীয় মৎস্য সমবায় সমিতিকে নোটিশ প্রদান করেন
    একই বছর ২৫ নভেম্বর ২০১৮ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মল্লিকা খাতুন কর্ণফুলী নদী ভরাট করে অবৈধভাবে নির্মিত স্থানে চট্টগ্রাম ফিশারীঘাট সরিয়ে নেয়ার আদেশ দিয়ে জেলা প্রশাসনকে নোটিশ প্রদান করেন। উক্ত পত্রে সমস্ত অবৈধ স্থাপনা সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অবহিত করতে বলা হয়।

    সর্বশেষ বিগত ২০/১২/২০১৯ তারিখে ফিরিঙ্গি বাজার মোড় থেকে মেরিনার্স পার্ক নতুন মাছ বাজার, ভেড়া মার্কেট থেকে বাকলিয়া চরের মোড় পর্যন্ত ৪৭ ব্যক্তি প্রতিষ্ঠানের দখলে থাকা সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে উচ্ছেদ নোটিশ প্রদান করে চট্টগ্রাম জেলা প্রশাসন। উক্ত নোটিশ প্রদানের পর দুই বছর অতিবাহিত হলেও রহস্যজনক কারনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে না জেলা প্রশাসন। যা মহামান্য হাইকোটের্র আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।

    ভাসমান জলযানে আজ ৩ জানুয়ারী ২০২২ সকাল ১১ টায় নগরীর ফিরিঙ্গিবাজার অভয়মিত্র ঘাট থেকে শুরু হওয়া উক্ত সম্মেলন চাক্তাই রাজাখালী খালের মোহনা হয়ে কালুরঘাট ব্রিজের হয়ে বাংলাবাজার গিয়ে শেষ হয়। এই সময় চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সংগঠকবৃন্দ কর্ণফুলীর বিবর্ণ দশা সরেজমিন সাংবাদিকদের দেখানোর পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সংবাদিক সম্মেলনে সভাপতিত্বে করেন চৌধুরী ফরিদ। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনোকুমার দেব । সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাধারণ সম্পাদ আলীউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নদী ও খাল রক্ষা আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দাশ , সাংগঠনিক সম্পাদক এস এম পেয়ার আলী, নির্বাহী সদস্য জাফর আহমদ, লোকমান দয়াল, জসিম উদ্দিন, এরাশাদ উল্লাহ প্রমুখ।
    সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনে“ধারা ৫ এ খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধারের শ্রেণী পরিবর্তনের বাধা নিষেধ। এই আইনের বিধান অনুযায়ী ব্যতীত খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার হিসাবে চিহ্নিত জায়গার শ্রেণী কর্তন করা যাইবে না এবং উক্ত করা যাইবে না বা উক্তরূপ অন্য কোন ভাবে ব্যবহারের করা যাইবে না বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাইবে না”ধারা-৮ শাস্তি ইত্যাদি।- ১) কোন ব্যক্তি এই আইনের বিধান লংঙ্ঘন করিলে তিনি অনধিক পাঁচ বছরের কারাদন্ডে বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হইবে।

    এই আইনের বিধান লঙ্ঘন করিয়া যদি কোন নির্মানকার্য সম্পাদিত বা অবকাঠামো তৈরি হইয়া থাকে সেই সকল অবকাঠামো আদালতের আদেশে সংশি­ষ্ট কর্তৃপক্ষের বরাবরে বাজেয়াপ্ত হইবে।
    বিএস ১নং খতিয়ানের ৮৬৫১ দাগ অনুযায়ী কর্ণফুলী নদী জাতীয় মৎসজীবী সমবায় সমিতি লিমিটেডকে ০৮/১২/২০১৫খ্রিঃ তারিখে ১৫ বছরের চুক্তিনামা দিয়ে কর্ণফুলী নদী দখল ও ভরাট করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মহামান্য হাইকোটের্র আদেশ অমান্য করেছেন।

    যা মহামান্য হাইকোর্টকে তথ্য উপাত্তসহ উপস্থাপন করার কথা জানান সংগঠনের সদস্যবৃন্দ

  • কর্ণফুলী নদী দখল ও ভরাটের প্রতিবাদে মানববন্ধন, ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

    কর্ণফুলী নদী দখল ও ভরাটের প্রতিবাদে মানববন্ধন, ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

    চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাখা ঐতিহ্যবাহী ইছানগর খাল অবৈধ দখল ও ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন পাঁচ সংগঠন। সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ পরিবেশ ফোরাম, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন,কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফডারেশন,ইছানগর সদরঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতি ও ইছানগর বাংলাবাজার সাম্পান মাঝি কল্যাণ সমিতি। মামব বন্ধনে সহস্রাধিক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।শনিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার ইছানগর এলাকায় নদী অবৈধ দখল ও ভরাটের প্রতিবাদে মানববন্ধন এবং সাম্পান মাঝিরা কর্মবিরতি পালন করেন।

    কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস.এম পেয়ার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবেশবীদ প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিছ, সাংবাদিক আলীউর রহমান। মানববন্ধনে ব্রীজঘাট সম্পান সমিতির সভাপতি জাফর আহমেদ, বাংলাবাজার সম্পান মালিক কল্যান সমিতির সভাপতি লোকমান দয়াল, মালবাহী বড় সম্পান সমিতির সভাপতি এম. সাইফুল রহমান, মির্জা হাজী বশর, জাকির আহমেদ, আব্দুল মালেক, মোহাম্মদ শফিসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, কর্ণফুলী নদীর শাখা ঐতিহ্যবাহী ইছানগর খাল আর ও বিএস সিটে চিহ্নিত জোয়ারভাটার খাল। যা বিএফডিসি ও কর্ণফুলী শীপ বিল্ডার্স অবৈধ দখল ও ভরাট করে বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। যার কারণে খাল দিয়ে এখন আর মাঝিরা নৌকা চালাতে পারছে না। দূর্যোগ ঘূর্ণঝড়ে মাঝিরা খালটিকে পোতাশ্রয় হিসাবে ব্যবহার করে। বৃহত্তর ইছানগর এলাকার পানি এই খাল দিয়ে প্রবাহিত হতো। এছাড়া তাদের ব্যবহারের বিষাক্ত বর্জ্য নদীতে ফেলে পানি দূষণ করছে বলেও জানান বক্তারা। দখল ও ভরাটকৃত খাল অবমুক্ত করা না হলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে বক্তারা জানান। মানববন্ধনে কর্ণফুলী নদী রক্ষায় স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হস্তক্ষেপ কামনা করেন।

  • কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষককে বেষ্ট এওয়ার্ড সম্মাননা প্রদান করলো ইউনেস্কো ক্লাব

    কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষককে বেষ্ট এওয়ার্ড সম্মাননা প্রদান করলো ইউনেস্কো ক্লাব

    বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন এর মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী গত ০৬ অক্টোবর বুধবার সকাল ১১টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক, মানুষ গড়ার কারিগর সিরাজুল ইসলামকে স্কুল কার্যালয়ে শিক্ষকতার পেশায় অসামান্য অবদান রাখায় বেষ্ট এওয়ার্ড সম্মাননা ২০২১ প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশের ন্যাশনাল কো-অডিনেটর হাবিবুল হায়দার চৌধুরী ও ইউনেস্কো চট্টগ্রাম জেলার সহ-সভাপতি জাফর ইকবাল।

    কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, এ পুরস্কার আমার দায়িত্ব ও কর্তব্য বাড়িয়ে দিয়েছে। ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী বলেন, যোগ্য লোককে সম্মানিত করতে পারলে সমাজ আলোকিত হয় এবং রাষ্ট্র তাঁর দায়িত্ব পালনে ভূমিকা রাখে। নতুন করে কাজের গতিশীলতা ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

  • এনআরবি সিআইপি এসোসিয়েশনের সভাপতি মাহতাব, সম্পাদক ইয়াছিন

    এনআরবি সিআইপি এসোসিয়েশনের সভাপতি মাহতাব, সম্পাদক ইয়াছিন

    প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশনের দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এনআরবি ব্যাংক ও আমিরাতের আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান। একই সঙ্গে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমানের আকতার আল বেলুচি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।

    গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজিক শহর দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাদের নেতৃত্বে ২০২১-২০২৩ সালে কার্যকরী কমিটি গঠন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এনআরবি সিআইপিদের সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের এই কমিটি নির্বাচিত হয়।
    কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ -সভাপতি থাতেইয়ামা কবির (জাপান), সহ-সভাপতি মো. মনির হোসেন (আরব আমিরাত), কাজী শারওয়ার হাবিব (জাপান), রফিকুল ইসলাম মিয়া আরজু (রাশিয়া) ও মোহাম্মদ শাহজাহান মিয়া (ওমান), সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি উদ্দিন (বাহরাইন) ও মোহাম্মদ মাহাবুব আলম (আরব আমিরাত), সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমান খান শাহিন (হংকং), যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইদ্রিস (ওমান), কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান (ওমান), আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম জুনু (সুইডেন), দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (ওমান), সহ-দপ্তর সম্পাদক আবদুল আজিজ খান (কাতার) ।এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন, মোহাম্মদ সেলিম (আরব আমিরাত), শহীদ হোসেন জাহাঙ্গীর (অস্ট্রেলিয়া), মোহাম্মদ ফরিদ আহমেদ (আরব আমিরাত) এবং আবুল কালাম ((আরব আমিরাত) মোহাম্মদ আকতার হোসেন (আরব আমিরাত), কল্লোল আহমেদ ((যুক্তরাষ্ট্র) ।
    বৈধপথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রতি বছর সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে এনআরবি সিআইপি নির্বাচিত করে ।
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেওয়া এই মর্যাদাপ্রাপ্ত প্রবাসী সিআইপিদের সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশন, বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের কল্যাণে দেশে ও বিদেশে কর্মক্ষেত্রসহ নানাবিধ সুযোগ সুবিধা নিশ্চিতে ভূমিকা রেখে যাচ্ছে।

  • স্টীল স্ক্র্যাপ বায়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

    স্টীল স্ক্র্যাপ বায়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

    লৌহজাত শিল্প মালিকদের প্রতিষ্ঠান স্টীল স্ক্র্যাপ বায়ার্স অ্যাসোসিয়েশনের এক সাধারন সভা রবিবার রাতে নগরীর আগ্রাবাদ জামান’স হোটেলে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি বাবু মানিক দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

    সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও ভবিষ্যত করণীয় বিষয়ে মতামত জানিয়ে বক্তব্য রাখেন, হাজী মোঃ মনির হোসেন শেখ, মোঃ মাহবুবুল আলম, আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলাম, মোঃ ওসমান আলী, হাজী মোঃ শামীম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ রাশেদুল আলম,, মোহাম্মদ ইউনুস, হাজী মোঃ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন নেতা, মোহাম্মদ মহব্বত আলম।সভার দ্বিতীয় অধিবেশনে স্টীল স্ক্র্যাপ বায়ার্স অ্যাসোসিয়েশনের ২০২১-২০২৩ বছরের জন্য সকল সদস্যদের মতামতের ভিত্তিতে হাজী মোঃ মনির হোসেন শেখকে সভাপতি ও আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

    নতুন গঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মানিক দেবনাথ, সহ-সভাপতি হাজী মোহাম্মদ আলী, ডা. এস এম দিদারুল আলম, মোঃ মাহবুবুল আলম, সহ- সাধারণ সম্পাদক হাজী মোঃ গোলাম মোস্তফা শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাশেম, কোষাধক্ষ্য হাজী মোঃ হায়দার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ওসমান আলী, সাহিত্য সম্পাদক হাজী মোঃ শামীম মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ রাশেদুল আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল রানা।কার্যকরী সদস্যরা হলেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ওমর ফারুক খোকন, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন (মার্কেটাইল), হাজী মোঃ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন (নেতা) মোঃ জাহাঙ্গীর আলম, হাজী মোহাম্মদ জসিম (হাতিয়া), হাজী মোহাম্মদ আইমান শেখ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, হাজী মীর মোঃ জামাল উদ্দিন, মোঃ গোলাম মাওলা, মোহাম্মদ মহব্বত আলম। পরে নৈশ ভোজের মাধ্যমে সাধারণ সভার অনুষ্ঠান শেষ হয়।

  • নানান আয়োজনে সুচিন্তা চট্টগ্রাম বিভাগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

    নানান আয়োজনে সুচিন্তা চট্টগ্রাম বিভাগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন উপলক্ষে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা ও অসহায়-এতিম দরিদ্র ৩ শ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিন ব্যাপী নানান কর্মসূচির আয়োজন করে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ।

    এ সময় উপস্থিত ছিলেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, তপন চক্রবর্তী, ডা. হোসেন আহমেদ, কার্যকরী সদস্য দেবাশীষ পাল দেবু, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য মামুন চৌদুরী।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরওয়ার কামাল জুয়েল,কলামিস্ট নাজিম উদ্দিন এনেল, আনিসুর রহমান লিটু, মো. নজরুল ইসলাম, সৌরেন বড়ুয়া ও সুচিন্তা স্টুডেন্ট অ্যান্ড উইয়ংস সাউদার্ন মেডিকেল কলেজের সমন্বয়ক ডা. এ টি এম রকিবুল হাসান প্রমুখ

  • বিশ্বনন্দিত সুফি সাধক হযরত জালালুদ্দীন রুমীর স্মরণসভা

    বিশ্বনন্দিত সুফি সাধক হযরত জালালুদ্দীন রুমীর স্মরণসভা

    বিশ্বনন্দিত ফার্সি কবি ও সুফি মহাসাধক হযরত জালালুদ্দীন রুমীর বিশ্বনন্দিত ফার্সি কবি ও সুফি সাধক হযরত জালালুদ্দীন রুমীর জন্মদিনকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলাধীন চিশতীনগর খানকায়ে চিশতীয়ায় এক বর্ণাঢ্য স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিনের সার্বিক পরিচালনায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষ্যে দেশব্যাপী রচনা প্রতিযোগিতা আহ্বান করা হয়। হযরত জালালুদ্দীন রুমীর জ্যোতির্ময় জীবনালেখ্য বিষয়ে আহ্বানকৃত এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজ, ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ এবং শরীয়তপুরের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক অংশ গ্রহণ করেন।

    প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তানজিলা আক্তার প্রথম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার্থী ও মাইজভান্ডারি একাডেমির সদস্য লেখক ও গবেষক আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল দ্বিতীয় এবং দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্রী আরিফা খাতুন রুবি এবং পন্ডিতসার টি এম গিয়াসউদ্দীন মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী জেবা তাসনিয়া মনিকা যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন। পন্ডিতসার টি এম গিয়াসউদ্দীন মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী লাবন্য চতুর্থ স্থান এবং সরকারি পূর্বমাদারিপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া পঞ্চম স্থান অধিকার করেন।অনুষ্ঠানে রুমীর বাংলায় অনূদিত কবিতা আবৃত্তি করেন ঢাকার ঋদ্বস্বর আবৃত্তি একাডেমির ছাত্রী সারিকা আহমেদ মৃদুলা এবং সরকারি কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আবৃত্তি প্রশিক্ষক আবদুল্লাহ আল মাসুদ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সরকারি এম এম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসরারুল হক চিশতী, বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার,ইরানের আল-মোস্তফা (সাঃ.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবু সালেহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিশতীনগর খানকায়ের চিশতীয়ার বর্তমান সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ গোলাম মোদাসসের মাওলা অনুষ্ঠানের শুরুতে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিমের শুভেচ্ছা বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে চিশতীনগর কাওয়াল গোষ্ঠী হযরত রুমী রচিত দুইটি ফার্সি গজল পরিবেশন করেন। শ্রোতাদের মধ্যে গজল দুটির বাংলা উচ্চারণ ও অর্থ সংবলিত পত্র বিতরণ করা হয়।