Category: প্রেস বিজ্ঞপ্তি

  • সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর এর উদ্যেগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নতুন কমিটি গঠন এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে মহানগর কমিটি নেতৃবৃন্দ মহাসচিব এর সাথে বিশদ আলোচনা করেন। শুক্রবার বিকাল তিনটায় নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন এম.জাফর উল্লাহ।

    সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি এস.এম আজিজ এর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব এবং ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মুহাম্মদ মহিবুল হোসাইন, কেন্দ্রীয় কমিটির বিশেষ প্রতিনিধি সালেহ আহম্মদ চৌধুরী, সংগঠনের চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি কোহিনুর খানম, সাবেক আন্তর্জাতিক মহিলা বিষয়ক সম্পাদিকা সেগুপ্তা হাসান , সাবেক মহানগর মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা তাসলিমা আক্তার নিশা, সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক খান মুরাদ, উত্তর জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম পারভেজ, মোহাম্মদ জসিম সাবেক সমাজ কল্যান সম্পাদক মো শাহজাহান সাবেক সদস্য সেলিম উদ্দিন, তারুন্যর প্রতিক সংগঠনের সভাপতি জি এম তাওসিফ, পাচলাইশ থানা কমিটির সভাপতি আরিফুল ইসলাম, চকবাজার থানার সভাপতি নাফিজ ইমতিয়াজ, সদস্য আলতাফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের অভিষেক ২৫ সেপ্টেম্বর

    সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের অভিষেক ২৫ সেপ্টেম্বর

    সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক আগামী ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার বিকাল ৪টায় নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুর্ষ্ঠিত হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজি রিয়াজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কেন্দ্রিয় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, মুখ্য আলোচক হিসেবে থাকবেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী,

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘের সাবেক আন্তর্জাতিক বিচারক ড. মুহাম্মদ শাহজাহান, দি চিটাগং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মাহবুবুল আলম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগরের সভাপতি ও তথ্য কমিশনের সাবেক সচিব ও জেলা প্রশাসক মুহাম্মদ মহিবুল হোসেইন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: সাহেনা আক্তার, বিজিএমইএ’র ১ম সহ-সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা সৈয়দ নজরুল ইসলাম, মহানগর পিপি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড. ফখরুদ্দীন চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন এম. জাফর উল্লাহ এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও কলামিস্ট ড. মাসুম চৌধুরী। সভাপতিত্ব করবেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন।উক্ত অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দ ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

    উল্লেখ্য, করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিষ্ঠা ফাউন্ডেশন, মানবিক হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

  • রুহুল আমিন গাজীর মুক্তির দাবীতে সিএমইউজের উদ্যোগে পেশাজীবী সমাবেশ

    রুহুল আমিন গাজীর মুক্তির দাবীতে সিএমইউজের উদ্যোগে পেশাজীবী সমাবেশ

    চট্টগ্রামের সাংবাদিকসহ সর্বস্তরের পেশাজীবী সমাবেশ থেকে বিএফইউজে সাবেক সভাপতি গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী নেতা রুহুল আমিন গাজীর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি জানানো হয়।আজ ১৮ সেপ্টেম্বর শনিবার বিকালে সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) উদ্যোগে সাংবাদিকদের শীর্ষ নেতার রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে সাংবাদিক পেশাজীবীদের এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

    সিএমইউজের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)র সাবেক সভাপতি জনাব মোঃ ইস্কান্দার আলী চৌধুরী।সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের দমন নিপীড়নের ধারাবাহিকতায় অংশ হিসেবে দেশের একজন শীর্ষ সাংবাদিক নেতাকে গত দশ মাস ধরে কারাগারে আটক রাখা হয়েছে। যেখানে খুনি, দুর্নীতিবাজ অপরাধী, গডফাদাররা দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে এবং দন্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা করে দেওয়া হচ্ছে সেখানে মিডিয়াকর্মী লেখক-সাংবাদিক ন্যূনতম আইনি সাংবিধানিক অধিকার থেকেও বঞ্চিত।বক্তারা আরও বলেন দুর্নীতি-দুঃশাসন অবলম্বন করতে মিডিয়াকে সরকার সবচেয়ে বেশি প্রতিপক্ষ মনে করে।আর এই কারনেই মজলুম সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে মাসের পর মাস কারাগারে আটকে রেখেছে।গণতন্ত্রকামী সব মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। বক্তারা অবিলম্বে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সহ সব সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার ও রুহুল আমিন গাজীর মুক্তি দাবি করেছেন।

    সমাবেশে পেশাজীবি দেশের সাংবাদিকদের ১১ নেতাদের ব্যাংক হিসেব তলব করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার নীল নকশার মাধ্যমে আবারও ক্ষমতা দখলের জন্য পরিকলিপ্তভাবে গণমাধ্যমের মুখ বন্ধ রাখতে সাংবাদিক নেতাদের ভয়ভীতি দেখানোর জন্য গণহারে ব্যাংক হিসেব তলব করেছে।সিএমইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ নওয়াজ’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন .বিএফইউজে সাবেক সহ-সভাপতি জাহিদুল করিম কচি, সাবেক পিপি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার, পেশাজীবী নেতা প্রফেসর ডা: জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ডা: বেলায়েত হোসেন ঢালী, ডাঃ সরোয়ার আলম, সাংবাদিক নেতা মোহাম্মদ শাহ নওয়াজ, সালেহ নোমান, সাইফুল ইসলাম শিল্পী, কামরুল হুদা, মোহাম্মদ তোয়াহা, দিদারুল হক, মোহাম্মদ হোসাইন, জীবন মুছা এবং জামাল উদ্দিন হাওলাদার, নুরুল আমিন মিন্টু প্রমুখ।

  • নারায়ণহাট আ’লীগ সাধারণ সম্পাদক মাস্টার রতন চৌধুরীকে অব্যাহতির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন

    নারায়ণহাট আ’লীগ সাধারণ সম্পাদক মাস্টার রতন চৌধুরীকে অব্যাহতির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন

    প্রেস বিজ্ঞপ্তিঃ আমরা গত ১২ সেপ্টেম্বর তারিখে চট্টগ্রামের একটি দৈনিক পত্রিকা মারফত জানতে পারলাম যে, বাংলাদেশ আওয়ামী লীগ ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী সাধারণ সম্পাদক পদে পদাসীন থাকাবস্থায় তাঁকে বিনা কারণে বিনা নোটিশে এবং উক্ত ইউনিয়নের সভাপতির একক সিদ্ধান্তে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    বিষয়টি সত্য হলে এটা নিঃসন্দেহে অগণতান্ত্রিক, অসাংবিধানিক, মানহানিকর এবং নীতিবিরুদ্ধ বলে আমরা শর্তহীনভাবে মনে করি।

    আমরা আন্তরিকভাবে সুদীর্ঘকালব্যাপী বিশ্বাস করে এসেছি যে, বাংলাদেশ আওয়ামী লীগ গঠনতন্ত্রে গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। বর্তমান পরিস্থিতিতে এবং আগামী সংসদ নির্বাচনে প্রসঙ্গটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কর্তৃক সাম্প্রতিক সময়ে ঘোষণা করার মুহূর্তে নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কর্তৃত গৃহীত এহেন হীন উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভাজনমূলক পদক্ষেপ গ্রহণে আমাদের সংগঠন হতাশ এবং মর্মাহত।

    আশা করি, উল্লেখিত ইউনিয়নের সভাপতি/চেয়ারম্যান কর্তৃক গৃহীত পদক্ষেপ অনতিবিলম্বে প্রত্যাহারপূর্বক বাংলাদেশ আওয়ামী লীগের গণতান্ত্রিকতা, ধর্মনিরপেক্ষতাসহ অন্যান্য আদর্শ যথার্থভাবে সংরক্ষণ করতঃ স্বাধীনতার পক্ষের শক্তির জনপ্রিয়তা, সামাজিক ও অসাম্প্রদায়ক ঐক্যবদ্ধতা সংরক্ষণে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উত্তর জেলার সভাপতি অধ্যাপক রণজিৎ কুমার দে, সাধারণ সম্পাদক এডভোকেট অজিত নারায়ণ অধিকারী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত, সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, সাধারণ সম্পাদক শিমুল ধর, বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি আশীষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক বরুণ কুমার আচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভূজপুর থানা শাখার সভাপতি লিংকন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজল শীল, সনাতনী ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি সুজিত চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাগর দেসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

  • প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি বাবলু, সম্পাদক জসীম

    প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি বাবলু, সম্পাদক জসীম

    প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ ঢাকা জেলা কমিটি (আংশিক) দুই বছরের জন্য গঠন করা হয়েছে। গত ২৮ আগষ্ট রাজধানীর কাকরাইলস্থ হোটেল মেরিনায় সংগঠনের এক সভায় এ কমিটি করা হয়।

    নতুন কমিটিতে প্রকৌশলী রবিউল হোসেন বাবলুকে সভাপতি, প্রকৌশলী মোঃ জসীম উদ্দীনকে সাধারণ সম্পাদক, প্রকৌশলী আশফাকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দীনকে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
    উক্ত কমিটি গঠনকল্পে উপস্থিত ছিলেন প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম. মাহফুজুর রহমান, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রকৌশলী রবিউল হোসেন, নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহিদ হাসান, খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নোবেল চাকমা ও নোয়াখালী জেলা কমিটির প্রচার সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম সিফাত।
    সভায় উদ্দ্যোক্তা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পারস্পারিক সহযোগিতার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জীবনমান বৃদ্ধি ও মান উন্নয়নে একে অপরকে সহযোগিতা করার জন্য অঙ্গীকার ব্যক্ত করা হয়।

  • চিত্র সাংবাদিক দিদার আলম আর নেই!

    চিত্র সাংবাদিক দিদার আলম আর নেই!

    বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরোর আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলম মারা গেছে (ইন্নালিল্লাহি…রাজিউন)।তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ও চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

    আজ (১৯ আগস্ট) বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন ।

    তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের মিডিয়াপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

    ২৮ দিন আগে তিনি করোনা আক্রান্ত হলেও করোনা থেকে সেরে উঠেছিলেন। ‌বুধবার (১৮ আগস্ট) রাত ১১টায় এগারোটায় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। বৃহস্পতিবার আইসিউতে হাইফ্লো দেওয়া হলেও শেষ পর্যন্ত আর জ্ঞান ফেরেনি তাঁর।

    দিদারুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

    চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম পৃথক শোকবার্তায় গভীর শোক জানিয়েছেন।

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম মহাসচিব মহসীন কাজী সাংবাদিক দিদারুল আলমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • চট্টলা ২৪’র মালিকানা সংক্রান্ত সংবাদের প্রতিবাদ

    চট্টলা ২৪’র মালিকানা সংক্রান্ত সংবাদের প্রতিবাদ

    সাম্প্রতিক সময়ে দেশের দুটি জাতীয় পত্রিকায় চট্টলা২৪ এর মালিকানা সংক্রান্ত বিষয়ে মোহাম্মদ হাসানকে জড়িয়ে বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকাশের প্রতিবাদ করেছেন চট্টলা ২৪ কর্তৃপক্ষ।

    প্রতিবাদ লিপিতে বলা হয়, আমাদের পাঠক এবং শুভাকাঙ্খীদের জন্য আমরা আমাদের মালিকানা সংক্রান্ত বিষয়টি খোলাসা করতে চাই।২০২০ সালের ৩মে তারিখে চট্টগ্রাম ভিক্তিক একটি আইপি টিভির সাংবাদিক কামরুজ্জামান রনিকে সাথে নিয়ে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চট্টলা২৪ এর যাত্রা শুরু করে।পরে ব্যক্তিগত কারনে কামরুজ্জামান রনি তৎকালীন সময়ে কর্মরত সবাইকে সাথে নিয়ে চট্টলা২৪ ছেড়ে যান।

    একই সময়ে ব্যবসায়িক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারনে মোহাম্মদ হাসানও চট্টলা২৪ এর মালিকানা বিক্রি করে দেন। এরপর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চট্টলা২৪ এর দায়িত্ব নেন দেশের একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত সাংবাদিক ওয়াহিদ জামান। বর্তমানে তাঁর নেতৃত্বে এক দল দক্ষ ও তরুন সংবাদকর্মী কাজ করছে,যাদের বেশিরভাগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

    এতে আরো বলা হয়, বর্তমানে চট্টলা ২৪ এর প্রকাশক হিসেবে দায়িত্বে রয়েছেন আরেফিন চৌধুরী, যিনি যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর ডিগ্রী নেয়া একজন তরুন পাশাপাশি তিনি চট্টগ্রামের একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সন্তান।

    চট্টলা২৪ একটি কোন আইপি টিভি নয় এটি একটি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল।যেখানে চট্টগ্রামের উন্নয়ন, অগ্রগতি এবং সম্ভাবনার কথা জানাই,তুলে ধরি দুর্ভোগ,চর্চা করা হয় সুস্থধারার সাংবাদিকতা।

    যোগ্যতা বা অভিজ্ঞতার নিরিখে সততা ও নিষ্ঠার সাথে এ পেশার সাথে যারা জড়িত থাকতে চান, তাদের নিয়ে পথ চলতে চায় চট্টলা ২৪।

    চট্টলা মাল্টিমিডিয়ার কর্ণধার ওয়াহিদ জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়,মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল হিসেবে চট্টলা ২৪ দর্শক নন্দিত হয়েছে ইতিমধ্যে। সময়ের সাথে সবকিছুই পাল্টে যায়। পাল্টে যায়,মানুষের মন-মননশীলতা, তথ্য প্রযুক্তি। সে ভাবেই মিডিয়ার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন হয়েছে। মূহুর্তের মধ্যেই বিশ্বের যে কোন ঘটনা-বিশ্লেষণ প্রযুক্তির কল্যাণে জেনে যায় পাঠকরা । ফলে পেশা হিসেবে সাংবাদিকতা আজ আর কোন গন্ডির মধ্যে আবদ্ধ নয়।

    চট্টলা ২৪ এর যাত্রার সময়ে এর উপদেষ্টা সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। চট্টলা২৪ এর মালিকানা হস্তান্তর সংক্রান্ত বিষয়টি তিনি অবগত আছেন।

    চট্টলা২৪ পরিচালিত হয় “চট্টলা মাল্টিমিডিয়া” র অধীনে যার মালিকানায় আছেন প্রতিথযশা সাংবাদিক ওয়াহিদ জামান,সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের সমন্বয়ক এডভোকেট জিনাত সোহেনা চৌধুরী,তরুণ ব্যবসায়ী আরেফিন আনোয়ার চৌধুরী ও আবিদ রহমান তানভীর।

    আলহাজ্ব মোহাম্মদ হাসানকে চট্টলা২৪ এর সাথে জড়িয়ে যে পত্রিকা সংবাদ প্রকাশ করেছে তাঁদের কেউই চট্টলা২৪ এর মালিকানা সংক্রান্ত তথ্য জানতে চট্টলা২৪ কতৃপক্ষের কারও সাথে যোগাযোগ করেনি। মানুষের মাঝে সঠিক তথ্যটি ছড়িয়ে দিতে যে গণমাধ্যমকর্মীরা কাজ করেন তাঁদের কাছ থেকে এরকম অপেশাদার ও বিভ্রান্তিমূলক আচরণ সচেতন পাঠকরা প্রত্যাশা করেন না। এতে করে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকীয় নীতিমালা নিয়ে প্রশ্ন উঠে, পাশাপাশি প্রশ্ন উঠে প্রতিবেদকের পেশাদারিত্ব নিয়ে।

  • নিঃশ্বাস বন্ধ করে হাসপাতাল চাইনা: নাগরিক সমাজ চট্টগ্রাম

    নিঃশ্বাস বন্ধ করে হাসপাতাল চাইনা: নাগরিক সমাজ চট্টগ্রাম

    আজ চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হল রুমে সাংবাদিক সম্মেলন করেন নাগরিক সমাজ চট্টগ্রাম। সাংবাদিক সম্মেলনে নাগরিক সমাজ চট্টগ্রাম’র আহ্বায়ক প্রফেসর ড.অনুপম সেন বলেন সিআরবি হচ্ছে চট্টগ্রাম ঐতিহ্যের লীলাভূমি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও দৃষ্টি নন্দন জায়গা। শহরের মাঝখানে আমরা শ্বাস নিতে পারি। এই শহরে আরো বিনোদনের জায়গা ছিলো যা আজ কালের বিবর্তনে হারিয়ে গেছে দখল করে নিয়েছে ইট- পাথরের বড় বড় দেয়াল গুলো।

    পরবর্তী প্রজন্ম কিছুই দেখতে পাবেনা চট্টগ্রামের ইতিহাসও জানবেনা।আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি যদি চট্টগ্রাম উন্নয়ন নিজের দায়িত্ব নেন তাহলে আমরা আশাবাদী সিআরবিকেও রক্ষা করবেন। আমরা হাসপাতাল চাই তবে শহরের অন্য কোনো জায়গায় হোক,ফুসফুসকে গলা চেপে ধরে তার নিঃশ্বাস বন্ধ করে দিয়ে আমাদের দেহের উপর হাসপাতাল তা চাইনা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক সমাজ চট্টগ্রাম’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী (বাবুল)। বক্তব্যে তুলে ধরেন সিআরবি এলাকাটি হচ্ছে হেরিটেজ জোন খ্যাত, অন্যদিকে রয়েছে চবি’র প্রথম নির্বাচিত শহিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সহ ১১ জন মুক্তিযোদ্ধার কবর।

    সিডিএ’র মাস্টার প্ল্যান ও ডিটেইল এরিয়া প্ল্যান -৩ সুস্পষ্ট বলা আছে এখানে কোনা স্থাপনা নির্মাণ করা যাবেনা। মাননীয় প্রধানমন্ত্রীকে ভূল তথ্য দিয়ে ইউনাইটেড গ্রুপ ও রেলওয়ের অসাধু কয়েক কর্মকর্তার যোগসাজশে “পিপিপি” চুক্তিটি সম্পাদনা করেছেন। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রাম’র কো- আহ্বায়ক ড. মাফুজুর রহমান, মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ ইউনুচ, একুশে পদক প্রাপ্ত আহমেদ ইকবাল হায়দার, প্রফেসর ড.ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফরিদ চৌধুরী, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব কাজী মহসিন, জ্যেষ্ঠ সাংবাদিক শুকলাল দাস, জ্যেষ্ঠ সাংবাদিক কামাল পারভেজ, সাইফুল ইসলাম বাবু,রাসেদ হাসান, তানভীর হোসেন, এডভোকেট রাসেদুল আলম সহ আরো আনেকে।সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নাগরিক সমাজ চট্টগ্রাম মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং সিআরবিকে বাঁচাতে হবে আরো সৌন্দর্য করে তুলার আহ্বান জানান।

    ২৪ঘণ্টা /রাসেল

  • লোহাগাড়ায় মসজিদের জায়গায় গ্যালারী নির্মাণের অভিযোগ

    লোহাগাড়ায় মসজিদের জায়গায় গ্যালারী নির্মাণের অভিযোগ

    ডেস্ক নিউজ :

    চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় দরবেশ হাট এলাকায় আহমদ রহমান ওয়াক্ফ এস্টেটের মসজিদের জায়গা কোন প্রকার অধিগ্রহণ না করে অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামের গ্যালারী নির্মাণের অভিযোগ উঠেছে।উপজেলা চেয়ারম্যান, স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় আবু তাহের যোগসাজসে সরকারি অর্থ এবং ওয়াকফ এস্টেটের জায়গা আত্মসাৎ করতে এ গ্যালারী নির্মাণ করছে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আহমদ রহমান ওয়াকফ এস্টেটের আওলাদ মোহাম্মদ শাহজাহান এমন অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহজাহানের স্ত্রী আমেনা বেগম।

    মোহাম্মদ শ্হাজাহান বলেন, নিঃসন্তান আহমদ রহমান তার ৬ কানি ৭ গন্ডা জায়গা মৃত্যুর পূর্বে স্থানীয় একটি মসজিদের নামে ওয়াক্ফা করে তার আপন ভাই অর্থাৎ আমার দাদা ইসমাইল সরকারকে ভোগ দখলদার থেকে যাবতীয় কাজ করার নির্দেশ দেন। বর্তমানে আমরা ৫ ভাই ওই ওয়াক্ফ এস্টেটের ভোগ দখলদার।শাহজাহান অভিযোগ করে বলেন, আমার ভাই আবু তাহের ও নেজাম উদ্দিন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক বাবুলকে নিয়ে জায়গাগুলো আত্মসাতে নেমেছে। বর্তমানে ৬ কানি ৭ গন্ডা জায়গার অবৈধভাবে দখল হয়ে গেছে।উপজেলা চেয়ারম্যান ওয়াক্ফ এস্টেটের জায়গায় অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়াম স্থাপনের জন্য নিজ নামে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এজন্য সরকারি অর্থ বরাদ্দ গ্রহণ করে গ্যালারী নির্মাণের কাজ চলছে।

    শাহজাহানের স্ত্রী আমেনা বেগম বলেন, ভূমি অধিগ্রহণ ছাড়া ওয়াক্ফ এস্টেটের জায়গা ব্যবহারে আমার স্বামী বাধা দিলে ইয়াছমিন আক্তার নামে জনৈক ইয়াবা ব্যবসায়ী নারীকে দিয়ে তার বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করে। মামলাটি বিচারাধীন রয়েছে। আমার স্বামীকে উপজেলা চেয়ারম্যানের ভূমিদস্যু চক্রটি প্রতিনিয়ত হত্যার জন্য হুমকি দিচ্ছে। কয়েকবার মারধর করেছে। তিনি পলাতক জীবন যাপন করছে।তিনি বলেন, আমরা মানবেতর জীবন যাপন করছি।এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

    ২৪ঘণ্টা/রাসেল

  • করোনা রোগীর জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা

    করোনা রোগীর জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা

    যান চলাচলে বিধিনিষেধ থাকায় কিছুটা সমস্যায় পড়েছেন রোগীরা। তাদের এই সমস্যা সমাধানে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা। রোগীদের জন্য ব্যবস্থা করেছে এম্বুল্যান্স ও সিএনজি অটোরিকশা। রোগীরা চাইলেই এসব গাড়ি ব্যবহার করে হাসপাতালে যেতে পারবেন।

    এজন্য কোন টাকাও লাগবেনা! পুরো সেবাটিই বিনামূল্যে! আজ বিকেলে ডবলমুরিং থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধনের করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মোঃ আব্দুল ওয়ারীশ। এসময় অতিরিক্ত উপ কমিশনার পংকজ দত্ত, সহকারি কমিশনার মোঃ মাহামুদুল হাসান মামুন, অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন, পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

    মোঃ আব্দুল ওয়ারীশ বলেন, ‘যান চলাচল বন্ধ থাকায় রোগীরা সমস্যায় পড়েছেন। সামর্থ্যবানেরা এম্বুল্যান্স ডেকে যেতে পারলেও বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা। তাদের সবার কথা বিবেচনা করেই আমাদের এই বিনামূল্যে পরিবহন সেবা।’ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, করোনায় রোগীদের পরিবহন সঙ্কট নিরসনে ডবলমুরিং থানার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। থানার এই উদ্যোগে পাশে দাঁড়ান জনাব মাশরাফুল ইসলাম শাকিল। তিনি একটি এম্বুলেন্স প্রদান করেন। এরপর একে একে পাশে দাঁড়ায় সামাজিক সংগঠন ধনিয়ালাপাড়া বন্ধু মহল, মুহুরীপাড়া এলাকার ডলফিন ক্লাব, সিডিএ আবাসিক এলাকার আর.এস.কে ক্লাব, আগ্রাবাদের এস এস ট্রেডিং, পাহাড়তলী ঝর্ণাপাড়ার সায়মা প্রোপার্টিজ এবংপাঠানটুলি খান বাড়ির মোঃ আসাদ খান। তারা প্রত্যেকেই রোগী পরিবহনে একটি করে সিএনজি প্রদান করেন।বিনামূল্যে এই পরিবহন সেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে।

    ০১৩২০০৫২৭৪৯ নাম্বারে ফোন করলেই গাড়ি বাসার সামনে এসে নিয়ে যাবে। আবার হাসপাতাল থেকে বাসায়ও পৌঁছে দিবে। আপাতত ডবলমুরিং থানা এলাকার মধ্যেই এই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে। তবে রোগীর অবস্থা বিবেচনায় বাইরেও এই সেবা প্রদান করা হবে। গণপরিবহন চলাচল বন্ধ থাকা পর্যন্ত সিএনজির সেবা পাওয়া যাবে। কিন্তু এম্বুল্যান্স সেবা অব্যাহত থাকবে।

    ২৪ঘণ্টা/রাসেল

  • বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

    বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

    ২৪ঘণ্টা ডেস্ক:

    নান কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ডিজিটাল বাংলাদেশের নৈপথ্য নায়ক ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

    কমূসূচীর মধ্যে ছিল দোয়া, আলোচনা সভা ও কেক কাটা। এই উপলক্ষে মঙ্গলবার (২৭ জুলাই) আজমান স্পাইসি হাউসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ.এ.ই এর সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুনসুর সবুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য আবু নাছের চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইব্রাহীম ওসমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন, ইউ.এ.ই সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি এমদাদুল, যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, রাসআলখাইমা সভাপতি জসিম মল্লিক, সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন মল্লিক, শারজার সভাপতি আবু বক্কর সিদ্দিক, দুবাই শাখার সাংগঠনিক সম্পাদক গাজী নিজাম, আজমান শাখার সদস্য নেজাম আহমেদ তুষার, মিহির, ওমলকায়ুম শাখার সদস্য জসিম আজাদ প্রমুখ।

    ২৪ঘণ্টা/রাসেল

  • মোরশেদুল কাদেরীর মায়ের ইন্তেকাল

    মোরশেদুল কাদেরীর মায়ের ইন্তেকাল

    ডেস্ক নিউজ :

    চট্টগ্রাম মোহরার নুর মহল এর মোরশেদ কাদেরীর মাতা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহির রাজেউন, আজ দুপুর দুইটায় ৮৫ বছর বয়সে নিজ বাস ভবনে বাধক্য জনিত কারনে মৃত্যু বরন করেন, মৃত্যু কালে তিনি পাচঁ ছেলে ও ছয় কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান, আজ রাত দশটায় টায় মরহুমার জানাযার নামাজ শেষে  পারিবারিক কবর স্হানে দাফন করা হবে।
    ২৪ঘন্টা/রাসেল