Category: প্রেস বিজ্ঞপ্তি

  • সরকারের কাছে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদ

    সরকারের কাছে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদ

    ডেস্ক নিউজ:

    আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ইউআরসি ইন্সট্রাক্টর, পিটিআই ইন্সট্রাক্টর, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগযোগ্য সব পদে ৪৫ বছর পর্যন্ত সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে পরীক্ষা দেওয়ার সুযোগ, সহকারী প্রধান শিক্ষক পদে সহকারি শিক্ষক থেকে ১০০ শতাংশ সরাসরি পদোন্নতির ভিত্তিতে নিয়োগ দেওয়া, প্রধান শিক্ষক পদে সহকারি প্রধান শিক্ষক থেকে ৫০ শতাংশ সিনিয়রিটির ভিত্তিতে সরাসরি পদোন্নতি। বাকি ৫০ শতাংশ অভিজ্ঞতার শর্ত সাপেক্ষে (যা ৩ বছর হতে পারে) বিভাগীয় প্রার্থীতার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদসহ দ্বিতীয় শ্রেণি/তদুর্ধ্ব শ্রেণির সব পদে ১০০ শতাংশ বিভাগীয় প্রার্থিতার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ।

    যেখানে সবাই সুযোগ পাবে, উপজেলা শিক্ষা অফিসার পদে এইউইও/এটিইও থেকে সরাসরি পদোন্নতি দেওয়া, ডিপিএড প্রশিক্ষণার্থী শিক্ষকদের দ্রুত প্রশিক্ষণ ভাতা দিতে হবে, ডিপিএড প্রশিক্ষণের ফলে প্রায় ৪৫ থেকে ৫২ হাজার শিক্ষকের প্রত্যেকের ৪ থেকে ৫ লাখ টাকা নগদ পাওনা থেকে বঞ্চিত হবেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। প্রধান শিক্ষকদের নবম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান করা, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যেদিন থেকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকেই পদোন্নতি কার্যকর করা ও ডিপিএড কোর্সকে বিএড সম্মান দেওয়া।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু তাহের ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম।

    ২৪ঘণ্টা/রাহাত

  • সিআরবি তে হাসপাতাল বন্ধের দাবিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন

    সিআরবি তে হাসপাতাল বন্ধের দাবিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন

    ডেস্ক নিউজ :

    সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ ও মহানগরের উদ্যোগে আজ ১৭ জুলাই শনিবার সকাল ১১টায় সিআরবি চত্বরে সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে সংগঠনের বিভাগীয় সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

    সাংবাদিক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ-সভাপতি এস.এম আজিজ,লায়ন ওসমান সরোয়ার লায়ন আব্দুল মান্নান, , প্রিয় বাংলাদেশের এডমিন লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, সাংবাদিক আবু হেনা খোকন আব্দুল আলিম রানা, ওসমান আবেদী, জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক এড. প্রদীপ কুমার চৌধুরী, চাটগাঁইয়্যা নওজোয়ানের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক আহিল সিরাজ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, ডিজিটাল পাবলিসিটির জিয়াউর রহমান জেবর, স্বপ্নবাজ সংগঠনের পরিচালক এ.এইচ.এম নিজাম চৌধুরী, জুঁই ফুল সংগঠনের জিএম মানুনুর রশিদ, দুর্নীতি বিরোধী সচেতন পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম, শিব্বির আহমেদ ওসমান, মোহাম্মদ উল্লাহ মাহমুদ, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান শিশির, শাহ্ মালেকিয়া যুব কমিটির কায়সার আল মালেকী, চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক মোর্শেদ হোসেন, সাংবাদিক রিয়াজ উর রহমান রিয়াজ, আসক ডবলমুরিং থানার সভাপতি কাজল আক্তার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহ জনসংযোগ কর্মকর্তা সুমন দত্ত, সবিতা রাণী বিশ্বাস, আশেক আরেফিন, সেগুপ্তা হাসান, সায়েদ খান আরজু, নুরুল হুদা চৌধুরী, সংগীত শিল্পী আহমেদ নুর মাসুদ, মঞ্জুর আলম, মোহাম্মদ শাহ্ আলম প্রমুখ।

    বক্তারা বলেন, সিআরবিতে হাসপাতাল চট্টগ্রামবাসী মেনে নিবে না। হাসপাতাল হোক কিন্তু সেটি সিআরবিতে নয়। চট্টগ্রাম শহরের বিনোদন কেন্দ্রগুলো একে একে বন্ধ হয়ে গেছে। আবার কোথাও সারা বছর অনুষ্ঠান লেগেই থাকে। মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে বেড়াতে যাওয়ার জায়গাগুলো সংকুচিত হচ্ছে। সংস্কৃতি চর্চার এই প্রাণকেন্দ্রকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।

    ২৪ঘণ্টা /রানা

  • মানবতার পাশে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন  ও সামাজিক সংগঠন প্রিয় বাংলাদেশ

    মানবতার পাশে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও সামাজিক সংগঠন প্রিয় বাংলাদেশ

    ডেস্ক নিউজ :

    মানবতা বেঁচে থাকলে বেঁচে থাকবেন আপনি’ – এই শ্লোগানকে সামনে রেখে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ ও সামাজিক সংগঠন প্রিয় বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আজ ১৬ জুলাই শুক্রবার দিনব্যাপী শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে ৩০০ ছিন্নমূল পথ শিশু ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়।

    এইসময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, প্রিয় বাংলাদেশের উপদেষ্টা লায়ন আব্দুল মান্নান, এডমিন লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, লায়ন ওসমান আবেদী, মোহাম্মাদ উল্লাহ মাহমুদ, শাহ্আলম, মোহাম্মদ মানিক, তানজিম হাসেম সাকিব প্রমুখ।

    ২৪ঘণ্টা /রানা

  • চট্টগ্রামে পথ শিশুদের মাঝে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ

    চট্টগ্রামে পথ শিশুদের মাঝে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ

    ডেস্ক নিউজ:

    সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউন চলায় চট্টগ্রামের ষোল শহর রেলস্টেশন সংলগ্ন অসহায় ও পথশিশুদের মাঝে প্রায় ১৫০ প্যকেট রান্না করা বিরানি বিতরন করা হয়েছে। লকডাউনে অসহায়‌ ছিন্নমূল ও পথশিশুরা অনাহারে দিন কাটাচ্ছে।

    এ সকল অসহায় দরিদ্র ছিন্নমূল‌ ও পথশিশুদের পাশে দাঁড়াতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এ উদ্যোগ নেয়। বৃহস্পতিবার দুপুরে দেড়শ জন অসহায় দরিদ্র ছিন্নমূল‌ ও পথশিশু বাচ্চাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বিতরণকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম আজিজ বলেন, কঠোর লকডাউন এর কারণে এসব অসহায় ছিন্নমূল ও পথশিশুরা ঠিকমতো তিনবেলা খাবার জোগাতে পারছে না। তাই আমরা তাদের কথা চিন্তা করে তাদের জন্য এই দুপুরের খাবার আয়োজন করেছি। তবে সমাজের বিত্তবান মানুষগুলো এ সকল ছিন্নমূল অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়, তাহলে তারা হয়তো এই মহামারী করোনা সময়ও তিন বেলা খাবার খেয়ে বেঁচে থাকতে পারবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি কহিনুর খানম, সিনিয়র যুগ্ম সম্পাদক সাঈদ খান আরজু, সেলিম পারভেজ ববি, সাংগঠনিক সম্পাদক সেলিম, দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাগুফতা হাসান, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, উত্তর জেলার যুগ্ম সম্পাদক আবু বকর, মহিলা সম্পাদিকা তাসলিমা আক্তার, সদস্য আশিকুল আলম, হাসানুজ্জামান, ইমরান,আলতাফ,রাসেদুল্লাহ চকবাজার থানার নাফিজ ইমতিয়াজ সাঞ্জু, মোরশেদ জামানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    ২৪ঘণ্টা /দুলু

  • শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ

    শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ

    ২৪ঘণ্টা ডেস্ক:
    বাংলাদেশে করোনায় সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে পথশিশুরা। সামাজিক দুরত্ব বজায় রাখা বা মাস্ক ব্যবহারের সঙ্গতি তাদের নেই। খাদ্য ও কাজের চরম সংকটে আছে তারা।

    আজ ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে সিআরবিতে প্রিয় বাংলাদেশের সদস্যরা শহরের অবহেলিত ও সুবিধা বঞ্চিত অসহায় শতাধিক শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, এডমিন লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, লায়ন আবদুল আলীম রানা, ওসমান আবেদী, শাহ্ আলম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার যুগ্ম- সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু, মোহাম্মাদ উল্লাহ মাহমুদ ও শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

    ২৪ঘণ্টা/রানা

  • বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী আইসিইউ’তে ; দোয়া চাইলেন সন্তান নাসের খান চৌধুরী

    বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী আইসিইউ’তে ; দোয়া চাইলেন সন্তান নাসের খান চৌধুরী

    ডেস্ক নিউজ :

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক, নান্দাইল উপজেলা বিএনপি’র সভাপতি, ময়মনসিংহ- ৮ (ঈশ্বরগঞ্জ) ও ময়মনসিংহ – ৯ (নান্দাইল) থেকে ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী গত ৮ ই জুলাই থেকে হৃদরোগ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    নান্দাইল উপজেলা বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে খুররম খান চৌধুরীর একমাত্র ছেলে নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাসের খান চৌধুরী বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার রোগমুক্তি কামনায় দেশবাসী তথা নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

    ২৪ঘণ্টা/রানা

  • বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে যুক্তরাজ্যের প্রতিবেদনের প্রতিবাদ

    বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে যুক্তরাজ্যের প্রতিবেদনের প্রতিবাদ

    নিজস্ব প্রতিবেদক:

    সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ২০২০ সালে “সার্বিক কোন উন্নতি হয়নি” শিরোনামে যুক্তরাজ্যের পর্যবেক্ষণ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ এশিয়া ভিত্তিক মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বিবৃতিতে বলেন, ৯ জুলাই প্রকাশিত প্রতিবেদনে অসংগতিপূর্ণ বাস্তবতা পরিপন্থি কিছু দিক তুলে ধরেছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েল্থ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো প্রতিবেদনে প্রাধান্য পেয়েছে তা একটি দেশের গণমানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবে, যা যুক্তরাজ্যের মত একটি দেশের দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে কাম্য নয়।

    মত প্রকাশের স্বাধীনতা, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের নির্বাচন পর্যবেক্ষকদের বিষয়ে সরকারের পদক্ষেপ, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ যে সকল বিষয়ের সমালোচনা করেছে তা কোন প্রকার বাস্তবতার আলোকে নয়। তিনি আরো বলেন, দেশের অভ্যন্তরীণ যে সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো যথেষ্ট প্রতিবাদী ভূমিকা পালন করে এবং সক্রিয় কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের মহাসচিব আবেদ আলী বলেন, বর্তমান উন্নত বিশ্বের যে কোন দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অতিতের চেয়ে অনেক ভালো রয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে উক্ত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

    ২৪ঘণ্টা /রানা

  • হাটহাজারীতে চাইল্ডহুড-৯৬ এর কমিটি গঠন

    হাটহাজারীতে চাইল্ডহুড-৯৬ এর কমিটি গঠন

    হাটহাজারী প্রতিনিধি:

    হাটহাজারী পৌরসভায় অবস্থিত বিদ্যালয় সমূহের এস.এস.সি ৯৬ ব্যাচের বন্ধুদের নিয়ে চাইল্ডহুড-৯৬ এর কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সর্ব সম্মতিক্রমে মুহাম্মদ সেলিম উদ্দীন রেজাকে সভাপতি ও মোঃ দিদারুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ হাসান মনোয়ার (সহ-সভাপতি), মুহাম্মদ আলী হায়দার ভূঁইয়া (সহ-সভাপতি), মোঃ আরিফুর রহমান (সহ-সভাপতি), মোঃ জসিম মাহবুব (সাংগঠনিক সম্পাদক), এস.এম. কায়ছারুল হক রানা (অর্থ-সম্পাদক), আমিরুল ইসলাম সুমন (প্রচার সম্পাদক), মোঃ জাহেদুল্লা তানভীর জুয়েল ( ইভেন ম্যানেজম্যান্ট), হাসান মাহমুদ (প্রকাশনা সম্পাদক), নিজাম উদ্দিন রাসেল (সাংস্কৃতিক সম্পাদক), মোঃ মোজাম্মেল হক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), সুজন বড়–য়া সাজু (আইন বিষয়ক সম্পাদক), সামিনা কাদের (মহিলা বিষয়ক সম্পাদক), দিল আফরোজা সোহানা (শিক্ষা বিষয়ক সম্পাদক), সুজন কুমার দে (অ্যাপায়ন), মোঃ জামাল উদ্দিন আহমেদ (দপ্তর সম্পাদক)।

    ২৪ঘণ্টা /পারভেজ

  • সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের খাদ্য বিতরণ

    সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের খাদ্য বিতরণ

    ডেস্ক নিউজ:

    সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পরা শহরের বিভিন্ন স্হানে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গত ৬ জুলাই ধারাবাহিক মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    এইসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহ-সভাপতি লায়ন আব্দুল মান্নান, যুগ্ম- সাধারণ সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, আবছার উদ্দিন অলি, শাহ আলম, এড.প্রতাপ পাল প্রমুখ। এক বিবৃতিতে জাফর ইকবাল বলেন গত বছর করোনা মহামারি শুরু থেকে আজ অবদি আমাদের সংগঠন সামর্থ্য অনুযায়ী গরীব দুঃস্হদের মাঝে খাদ্যসামগ্রী, চিকিৎসায় সহায়তাসহ নানা ভাবে মানুষের পাশে থাকার চেষ্ঠা করে যাচ্ছে। তিনি বলেন আসুন সকলের সম্মিলিত প্রয়াসে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী করোনাকালীন এই সংকটে মানুষের পাশে দাঁড়াই।

    ২৪ঘণ্টা /রানা

  • গবেষক হতে চাই-এর দ্বিতীয় ধাপে ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডর নিয়োগ আজ

    গবেষক হতে চাই-এর দ্বিতীয় ধাপে ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডর নিয়োগ আজ

    নিউজ ডেস্ক:

    দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে “গবেষক হতে চাই, (Be Researcher BD)” নামে একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো’র শিক্ষার্থীদের মাঝে গবেষণা শেখার গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো প্রতিটি শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য নিয়ে কাজ করছে (বিআরবিডি)।

    জানা যায়, ১ম ধাপে প্রায় ৪০ টি বিশ্ববিদ্যালয় হতে প্রায় ৭৪ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই উন্মুক্ত প্লাটফর্মটির গ্রহণযোগ্যতা দিন দিন ব্যাপক আকারে বেড়েই চলছে। প্রথম ধাপে এই ৭৪ জন শিক্ষার্থী এম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়ার পর। দ্বিতীয় ধাপে আরও কিছু শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হচ্ছে এই গবেষণা শেখার প্ল্যাটফর্মে।

    আজ শনিবার (৩-জুলাই) সন্ধ্যা ৭: ১৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় ধাপে উক্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে মৌখিক পরীক্ষা। ইতিমধ্যে যোগ্য প্রার্থীদের ইমেইলের মাধ্যমে একটি জুম লিঙ্ক প্রেরণ করা হয়েছে। সেখানে এই মৌখিক পরীক্ষায় উক্তীর্ণ দের যাচাই-বাছাই শেষ করে তাঁদের’কে দায়িত্ব দেয়া হবে গবেষক হতে চাই (বিআরবিডি) ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডর হিসেবে।এছাড়াও যারা বিআরবিডি ওয়েবসাইট থেকে কোর্সটি শেষ করতে এখনো যারা পারেনি তাদের কোর্স সংক্রান্ত সমস্যা এবং কোর্স শেষ করার পর তাদেরকেও নেয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয়। এখনো যে শিক্ষার্থীরা কোর্সটি শেষ করতে পারেনি তাদের আরও সময়সীমা বাড়িয়ে দেয়ার কথা বলা হয়েছে।

    আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিতদের ‘কিভাবে গবেষক হব?’ শীর্ষক কোর্সটি সম্পন্ন করতে বলা হয় প্ল্যাটফর্মটির ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটিতে রেজিষ্ট্রেশন করে লেকচারগুলো দেখে ১২০ টি কুইজে অংশগ্রহণ করে একটি রিসার্চ প্রোপোজাল দাখিলের মাধ্যমে পাশ করতে হয়। উত্তীর্ণ শিক্ষার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য উপযুক্ত হিসেবে গন্য হবে। উত্তীর্ণদের লিস্ট এই লিংক এ প্রদর্শিত হয়ঃ https://www.beresearcherbd.com/news

    প্ল্যাটফর্মটির সূচনাকারী, চুয়েট শিক্ষক মোঃ ছাবির হোসাইনের সুনিপুণ দক্ষতায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা বান্ধব পরিবেশ সৃষ্টিতে করতে বিশ্ব বিখ্যাত গবেষকগণের পরামর্শে নিরলসভাবে কাজ করে যাচ্ছে (বিআরবিডি) প্ল্যাটফর্মটি পরামর্শকগণের মধ্যে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমান, আমেরিকার ভার্জিনিয়াটেক-এর অধ্যাপক সাইফুর রহমান, বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শামসুল আরেফিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফয়সাল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছাবির হোসাইন

    ২৪ঘণ্টা /রানা

  • বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি’ র উদ্যোগে গাছের চারা বিতরণ

    বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি’ র উদ্যোগে গাছের চারা বিতরণ

    ২৪ঘণ্টা ডেস্ক:

    সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শ্লোগানে বৃক্ষ রোপণ অভিযান -২০২১ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র উদ্যোগে ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ অনুষ্ঠান আজ ২৯ জুন ২০২১ মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে নগরীর কাজীর দেউরী স্টেডিয়াম সংলগ্ন উদ্যানে অনুষ্টিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপউস’র চেয়ারম্যান পরিবেশবিদ এ কে এম আবু ইউসুফ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পরিবেশ গবেষক লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার ,সংগঠক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, সিএইচআরসির সভাপতি সোহেল মো: ফখরুদ-দীন,সিপিপি চট্টগ্রাম বিভাগের সভাপতি মো: ঈশা খান,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হেলথ ও স্যানিটারী ইন্সপেক্টর লায়ন আবু তাহের, বাপউস কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মিলন বারিক দার,চসিক কর্মকর্তা সজীব সাজু মহাজন,লিটন বড়ুয়া, জেসমিন আকতার ,জাহেদুল ইসলাম ,সাংবাদিক অনুতোষ দত্ত বাবু, লিটন, তমাল, ফারুক, আবদুল কাদের, পঙ্কজ, সুপন প্রমূখ।অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিকট ৩০ হাজার ফলজ,বনজ, ঔষধী গাছের চারা বিতরণ করা হয় ।

    চারা প্রদান অনুষ্টানে বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে এই বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এমনকি এর অভাবে আমাদের পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির সম্মুখিন। আর এই বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সব মৌলিক চাহিদা রয়েছে, তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বিশ্বের বনভূমি উজাড় হতে হতে অর্ধেকে এসে দাঁড়িয়েছে। যার ফলশ্রুতিতে বিশ্বপরিবেশ হুমকির মুখে পড়ছে। আমরা প্রতিনিয়ত না বুঝে উজাড় করছি ও নির্বিচারে কেটে ফেলছি আমাদের উপকারী এই বৃক্ষকে। আর বৃক্ষ নিধন নয়। আসুন, সচেতন হই। গাছ লাগাই ও গাছের পরিচর্যা করি, কেননা মানুষ ও প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের ব্যাপক আবশ্যকতা রয়েছে। সুতরাং এই পরিবেশকে ছায়া, সুশীতল ও নির্মল রাখার জন্য এবং পরিবেশ দূষণ রোধে বৃক্ষ রোপণের প্রয়োজন অনস্বীকার্য।

    ২৪ঘন্টা/

  • চট্টগ্রামের চন্দনাইশে নির্যাতনের মামলা নিয়ে লুকোচুরি পুলিশের

    চট্টগ্রামের চন্দনাইশে নির্যাতনের মামলা নিয়ে লুকোচুরি পুলিশের

    ২৪ঘন্টা নিউজ ডেস্ক: 

    চট্টগ্রামের চন্দনাইশে মিথ্যা চুরির অপবাদে বয়স্ক দম্পতিকে নির্যাতনের মামলা নিয়ে লুকোচুরির খেলার অভিযোগ উঠেছে চন্দনাইশ থানা পুলিশের বিরুদ্ধে। গত ৬ জুন সংঘঠিত ঘটনায় পুলিশকে নিয়মিত মামলা রেকর্ড করতে কোর্ট নির্দেশ দিলেও গত পাঁচ দিনেও মামলার ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি চন্দনাইশ থানা পুলিশ। উল্টো মামলার বাদীসহ ভিকটিমের পরিবারকে মামলা আপোষ মিমাংসা করতে নানাভাবে হুমকি ধমকিসহ চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। মামলার অভিযুক্ত আসামীরা প্রভাবশালী হওয়ায় প্রান ভয়ে এলাকায়ও যেতে পারছেনা ভিকটিমের পরিবার। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মামলার বাদী ভিকটিম হামিদা আকতারের ভাই ফারুক ইকবাল টিপু।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, পারিবারিক বিরোধের জের ধরে চাচাত ভাইরা মেজবানি অনুষ্ঠানে কাজ করার কথা বলে গত ১৬ জুন তাঁর বোন হাদিা আকতার ও ভগ্নিপতি আবদুল হাকিমকে শহর থেকে চন্দনাইশে চাচাতভাই গোলাম আজাদ শিশুর ঘরে নিয়ে যায়। সেখানে তাদের বিরুদ্ধে চাচাতো ভাইয়ের স্ত্রী রিফা খানের স্বর্নের চেইন চুরির অভিযোগ আনা হয় । ভিকটিম দম্পতি স্বর্ণের চেইন চুরির বিষয় অস্বীকার করলে দুজনকে বাড়ীর দ্বিতীয় তলার আলাদা দুটি কক্ষে নিয়ে পিছমোড়া বেঁধে মধ্যযুগীয় কায়দায় চাচাত ভাই গোলাম আজাদ শিশু, মিজানুর রহমান, কে এম ইলিয়াছ প্রকাশ ফিরোজ, চাচাত ভাইয়ের স্ত্রী রিফা খান মিলে বৈদ্যুতিক পাইপ, লোহার রড, ও লাটি দিয়ে পিটিয়ে জখম করে। এ ব্যাপারে ভুক্তভোগিরা পর দিন ১৭ জুন চন্দনাইশ থানায় মামলা করতে গেলে অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পুলিশ দুদিন ঘুরানোর পরও মামলা নেয়নি।

    পর ভুক্তভোগিরা চট্টগ্রাম আদালতে জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার কোর্টে সিআর মামলা(১৯৪/২০২১) দায়ের করেন। বিচারক বাদীর আবেদন আমলে নিয়ে তা নিয়মিত মামলা হিসেবে হিসেবে নথিভুক্ত করতে চন্দনাইশ থানার ওসিকে নির্দেশ দিলেও বিগত পাঁচ দিনেও পুলিশ মামলাটি নথিভুক্ত করেনি। উল্টো মামলার আসামীদের সাথে আতাঁত করে মামলার বাদী পক্ষকে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি ধমকিসহ চাপ প্রয়োগ করতে অব্যাহত রেখেছে। পুলিশের এমন পক্ষপাত মুলক আচরনে এ ঘটনার ন্যায় বিচার নিয়ে শংকিত ভিকটিমের পরিবার। পাশাপাশি জীবনেরর নিরাপত্তা নিয়েও আশংকায় রয়েছেন তারা।

    তিনি বলেন, প্রকৃত পক্ষে স্বর্ণ চুরির কোন ঘটনা না ঘটলেও নিছক পারিবারিক বিরোধের জের ধরেই তাঁর চাচাত ভাইরা এ ঘটনা ঘঠিয়েছে। এলাকায় নিজেদের পৈত্রিক সম্পদ আত্মসাৎ করার মানসেই চুরির অপবাদ দিয়ে পুরো পরিবারকে এলাকা ছাড়া করতেই এমন মিথ্যা বানোয়াট কল্প কাহিনী সাজিয়েছে। ফারুক ইকবাল টিপু বলেন, পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন না করে উল্টো অভিযুক্তদের পক্ষ নিয়ে ভিকটিমের পরিবারকে নানাভাবে নাজেহাল করছে। এ ব্যাপারে সুষ্ঠ তদন্ত পূর্বক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। এসময় ভিকটিম হামিদা আকতার, আবদুল হাকিম, বোন নাজমুন আকতার, ফারজানা আকতারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে এক দিন একরাত আটকে রেখে বয়স্ক এ দম্পতিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর ভিকটিম হামিদা আকতারের শরীরের পছন ধরেছে। অনেকটা পঙ্গুত্বের দিকে এগুচ্ছে তার শারিরীক অবস্থা। শরীরের বিভিন্ন স্থানে গুরুতরর জখম নিয়ে বর্তমানে বিছানায় কাতরাচ্ছেন তিনি। একই অবস্থা হামিদার স্বামী অপর ভিকটিম আবদুল হাকিমেরও।

    উল্লেখ্য গত ১৬ জুন চাচীর মেজবানি অনুষ্ঠানে কাজ করার কথা বলে শহর থেকে ডেকে নিয়ে পরে চুরির অপবাদ দিয়ে হামিদা হাকিম দম্পতিকে আটকে রেখে বিভৎস নির্যাতন তাদের চাচাত ভাইরা। এসময় অভিযুক্ত চাচাত ভাই গোলাম আজাদ শিশু, মিজানুর রহমান, কে এম ইলিয়াছ প্রকাশ ফিরোজ, চাচাত ভাইয়ের স্ত্রী রিফা খানসহ মিলে বৈদ্যুতিক পাইপ, লোহার রড, ও লাটি দিয়ে পিটিয়ে জখম করা হয়। এ ছাড়া প্লাস দিয়ে ভিকটিম হামিদা আক্তারের পায়ের আঙ্গুলের নখ উপড়ে ফেলা হয়। নির্যাতনের শিকার হামিদা আকতার বলেন চুরির বিষয়ে অস্বীকার করলেও তারা তার শরীরের স্পর্শকাতর বিভিন্নস্থানে বৈদ্যুতিক তার দিয়ে পিটিয়ে জখমসহ ইলেকট্রিক সর্ট দেয়। অন্যরুমে তাঁর স্বামী আবদুল হাকিম (৬০)কেও একই কায়দায় নির্যাতন করা হয়। এক পর্যায়ে হামিদা আকতারকে জোর পূর্বক নেশা জাতীয় টেবলেট খাওয়ানোর পর শিকারোক্তি আদায়ের প্রচেষ্টা করা হয়। এসময় নির্যাতনে অতিষ্ঠ হয়ে অপরাধ না করেও স্বর্নের চেইন চুরির বিষয়ে স্ট্যাম্পে শিকারোক্তিমুলক অঙ্গিকার দেন এ দম্পতি। পরে ভিকটিমের ভাই টিপু সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় একদিন পর এ দম্পতিকে উদ্ধার করে নির্যাতনের শিকার হামিদা আক্তার (৪২) ও আবদুল হাকিম (৬০ কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান।

    সংবাদ সম্মেলনে ভিকটিম হামিদার ভাই টিপু বলেন ,যদি তাদের স্বর্ণ চুরি হয়ে থাকে তাহলে তারা থানায় মামলা করতে পারেন। কিন্তু কোন প্রকার আইনের আশ্রয় না নিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এভাবে নির্যাতন করা ঘটনার বিচার দাবী করেন। এদিকে এ ব্যপারে অভিযুক্ত কে. এম ইলিয়াছ মিয়া প্রকাশ ফিরোজ বলেন, স্বর্ণ চুরির ঘটনা ভিন্ন খাতে নিতেই এ দম্পতি ও তাদের আত্মীয়রা মিলে নির্যাতনের মিথ্যা গল্প সাজাচ্ছে। তিনি বলেন, তাদেরকে কোন প্রকার মারধর করা হয়নি। স্বর্ন চুরির বিষয়টি নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ ব্যাপারে চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। কোর্টের নির্দেশনা পেলে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।