Category: প্রেস বিজ্ঞপ্তি

  • প্রফেসর মোহাম্মদ আলীর ইন্তেকাল

    ২৪ঘণ্টা ডেস্ক:

    ফটিকছড়ির কৃতিসন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আলী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন । মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামে। তিনি ২০০০ সালে মাসিক ফটিকছড়ি পদক পান।

    উল্লেখ্য, ১৯৫৬ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করা বরেণ্য এ শিক্ষাবিদ পরবর্তীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং উপাচার্য হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল উপাচার্য, বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের সম্মানিত সদস্য, তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বাংলা একাডেমি প্রবর্তিত অভিধানের অন্যতম সম্পাদক এবং চবি ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি।

    আগামীকাল বাদে জুমা চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকা (বি-ব্লক) জামে মসজিদ মাঠে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

    ২৪ঘণ্টা /রানা

  • ধর্ষণ চেষ্টাকারীর নাম প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরিমনি

    প্রতিবেদক:

    উত্তরা বোট ক্লাবের সদস্য নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন নায়িকা পরীমণি। অভিনেত্রী নিজেই। আজ আজ রবিবার রাত পৌনে ১১টার দিকে তিনি সংবাদমাধ্যমে এ নাম প্রকাশ করেন।

    এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নিজেকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন। তখন অবশ্য কার বিরুদ্ধে এ অভিযোগ, তা বলেননি পরীমণি। এর প্রতিকার চেয়ে তিনি প্রধানমন্ত্রীর সহায়তাও চেয়েছেন।পরে নিজের বনানীর বাসা থেকে সংবাদমাধ্যকে পুরো ঘটনার বর্ণনা দেন পরীমণি।

    ২৪ঘণ্টা /রানা

  • স্বাস্থ্যবিধি মানার শর্তে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী

    নিজস্ব প্রতিবেদক:বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আহবায়ক বাংলাদেশ কিন্ডারগার্টেন রক্ষায় সম্মিলিত পরিষদের আহবায়ক অধ্যাপক মোহাম্মদ খুরশিদ আলম স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও জাতীয় বাজেটে কিন্ডারগার্টেন স্কুলের জন্য আলাদা অর্থের বরাদ্দ দেওয়ার দাবী জানিয়ে বলেন, চট্টগ্রাম বিভাগেই ১০ হাজার কেজি স্কুল বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে । ১৫ মাস স্কুল বন্ধ থাকায় ছেলে মেয়েদের লেখা পড়া ধ্বংসের দ্বারপ্রান্তে । অনলাইন ক্লাসের নামে মোবাইল হাতে পেয়ে ভিডিও গেইম সহ নানা অশ্লীলতা মধ্যে ডুবে গেছে ছাত্র-ছাত্রীরা। দেশে সব কিছু চালু থাকলেও কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এর জবাব চান তিনি।

    খুরশিদ আলম বলেন,দেশের বড় একটি অংশ কি বঞ্চিত হচ্ছে না? গ্রামাঞ্চলে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে অনেক মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে যারা পড়াশুনায় ফিরতে পারবে না। যদিও নির্দিষ্ট বয়সের আগে বিয়ে হওয়ার কথা নয়, কিন্তু তা অহরহ হচ্ছে যেমনটি দুর্নীতির ক্ষেত্রেও প্রযোজ্য। এতে আমাদের সন্তানদের ভবিষ্যত কি হুমকির মুখে পড়ে যাচ্ছেন । তিনি অভিলন্বে স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা উপর জোর দিয়ে পর্যাক্রমিকভাবে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবী জানান।

    সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচীর পালনকালে তিনি এসব কথা বলেন।প্রতীকী অনশন কর্মসূচীতে চট্টগ্রামের ৯টি সংগঠনের বৃহত্তর ঐক্য প্লাটফর্ম কিন্ডারগার্টেন রক্ষায় সম্মিলিত পরিষদের সকল নেতারা অংশ নেন।

    বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের আহবায়ক অধ্যক্ষ মুহাম্মদ সাজেদ ইকবালের সভাপতিত্বে এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় মহাসচিব লুৎফর রহমান আলমের পরিচালনায় অনশনে বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ দিদারুল ইসলাম,কেয়ার চেয়ারম্যান অধ্যাপক ছৈয়দ হাফেজ আহম্মাদ, অধ্যক্ষ মো.নজরুল ইসলাম খান,অধ্যক্ষ ডা.শেখ এ রাজ্জাক আলী রাজু,সাংবাদিক হাসান মুকুল,কাজী সরোয়ার খান মন্জু,রিয়াজ মোহাম্মদ,অধ্যক্ষ মো. নজরুল ইসলাম,অধ্যক্ষ রাশেদুল আজম মন্জু,অধ্যক্ষ কাজী আবদুর রহমান,ডা.ইসমাইল চৌধুরী,অধ্যক্ষ মিসেস মাসুদা বেগম,এডভোকেট গোলাম ফারুক,অধ্যক্ষ মো. আবদুল জলিল,অধ্যক্ষ রফিকুল ইষলাম মল্লিক,হাফেজ মনিরুল ইসলাম,অধ্যক্ষ টিপু দাস, অধ্যক্ষ ফজলুর রহমান,মোহাম্মদ ইকবাল হোসেন,জিয়াউল করিম,নাসির উদ্দীন,জিতু প্রমুখ।।
    ২৪ঘণ্টা/রানা

  • মানবসভ্যতার অস্তিত্বরক্ষায় প্রতিবেশ-সংরক্ষণ এবং অবক্ষয়িত পরিবেশ পুনরুদ্ধারের কোনো বিকল্প নেইয়।পরিবেশ দিবসে ওয়েবিনারে বক্তরা

    ২৪ঘণ্টা ডেস্ক : পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি ( বাপউস) এর আয়োজনে ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন ২০২১, শনিবার বিকাল ৩ ঘটিকায় এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। বাপউস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ এর সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন এএনএফএল এর ব্যাবস্হাপনা পরিচালক লায়ন আহসানুল করিম এমজেএফ। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো: জামাল উদ্দীনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সিএইচআরসির সভাপতি সোহেল মো: ফখরুদ-দীন।

    আলোচনায় অংশ গ্রহণ করেন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, সিপিপি চট্টগ্রাম বিভাগের সভাপতি মো: ঈশা খান, সাংবাদিক,প্রাবন্ধিক নুর মোহাম্মদ রানা, ক্লিন বাংলাদেশ এর সভাপতি লায়ন মোঃ আবু ছালেহ, মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী মোর্শেদ, মশিউর রহমান, রিয়াদুল ইসলাম, আশীষ কুমার দাশ, অনুতোষ দত্ত বাবু প্রমুখ। ওয়েবিনারে বক্তারা বলেন,টেকসই উন্নয়নের জন্য সব পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

    ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। এটা বিপন্ন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। প্রকৃতির চরম প্রতিশোধ এই মহামারী। আর এই মহামারী থেকে শিক্ষা নিয়ে মানুষকে একটি সবুজ-পৃথিবী সৃষ্টিতেই মনোনিবেশ করতে হবে। বক্তারা আরো বলেন কর্ণফুলী নদীর দূষণ রোধে সকলকে সচেতন হতে হবে।মানব সৃষ্ট বর্জ্যর কারনে যে হারে কর্ণফুলী নদীর দূষণ বেড়েছে তা রোধ করতে না পারলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।তাছাড়াও “মানবসভ্যতার অস্তিত্বরক্ষায় প্রতিবেশ-সংরক্ষণ এবং অবক্ষয়িত পরিবেশ পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই।” বলে মন্তব্য করেন। ওয়েবিনারে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে কর্ণফুলী নদীর দুই ধারে এক কোটি গাছের চারা রোপণের বিষয়ে মতামত ব্যক্ত করা হয়।
    ২৪ঘণ্টা/রাসেল

  • আনোয়ারায় নিয়াজ ডেন্টাল কেয়ারের যাত্রা শুরু

    আনোয়ারা  প্রতিনিধিঃচট্টগ্রামের আনোয়ারায় “স্বল্প খরচে দাঁতের উন্নত চিকিৎসা সেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ডেন্টাল সহকারী চিকিৎসক ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট (অবঃ) মোহাম্মদ মোতাহের হোসেনের হাত ধরে নিয়াজ ডেন্টাল কেয়ারের যাত্রা শুরু হয়েছে।

    শুক্রবার (৪ জুন ) বিকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজার ইউসিবিএল ব্যাংকের পার্শ্বে এটির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোতাহের হোসেনের মা আকতার বেগম, বিশেষ অতিথি ছিলেন , আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর অনুষ্ঠানে নিয়াজ ডেন্টাল কেয়ার এর পরিচালক মোহাম্মদ মোতাহের হোসেন বলেন,আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত এই জন্য যে, আমাদের আনোয়ারায় এই প্রথম মানসম্মত অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ডেন্টাল প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি বিশ্বাস করি এখন থেকে দাঁতের সমস্যায় কোন রোগীকে আর দূরে কোথাও যেতে হবে না।

    এসময় উদ্বোধনী অনুষ্ঠানে সুধী মহল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ২৪ঘন্টা/রানা /জাবেদ

  • রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশন” এর শুভ উদ্বোধন

    রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশন” এর শুভ উদ্বোধন

    ২৪ঘণ্টা ডেস্ক:”দৃঢ় হোক বন্ধুত্বের বন্ধন-আমরা মানবতার কল্যাণে অঙ্গিকারবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে
    যাত্রা শুরু করলো সামাজিক সংগঠন “রঙিন ঘুড়ি ফাউন্ডেশন। মূলত চট্টগ্রামে বসবাসরত কর্পোরেট জগতের কয়েকজন সমমনা ও মানবতাবাদী বন্ধুমহলের ইতিবাচক মনোভাবের ফসল এ সংগঠনটি। নগরীর খুলশী থানাধীন

    ইলমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে সংগঠনের পথ চলা শুরু হয়েছে। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমুখী সংগঠন। সম্পূর্ণভাবে নিজেদের সম্মিলিত প্রচেষ্টা, ঐকান্তিক সহযোগীতা ও আর্থিক যোগানের মাধ্যমে নগরীর আনাচকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দূস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক কল্যাণ ও আলোকিত সমাজ বির্নিমানে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে মানবতার জয় নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উদ্যোক্তা ও আহ্বয়ক কমিটির সভাপতি মো. মাসুদ আলম চৌধুরী। মো. আফাজ উদ্দিন আসিফের সঞ্চালনায় এসময়
    উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা , উপদেষ্টা এ এস আব্দুল গাফ্ফার মিয়জী, যুগ্ম-আহ্বায়ক মো. আফাজ উদ্দিন আসিফ, মো. শফিকুল ইসলাম বাবু, মো. মিজানুর রহমান, মো. রাশেদূল করিম রাশেদ প্রমুখ।

    ২৪ঘণ্টা /রাসেল

  • পৌর মেয়রের সাথে সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের মতবিনিময় সভা অনুষ্টিত

    পৌর মেয়রের সাথে সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের মতবিনিময় সভা অনুষ্টিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :দেশের তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ও উদীয়মান রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী’র উদ্যোগে গঠিত ‘সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান” এর নেতৃবৃন্দের সাথে রাউজান পৌরসভার নব নির্বাচিত মেয়র জমির উদ্দীন পারভেজের সাথে মতবিনিময় সভা সংগঠনের আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে সম্মেলন কক্ষে আজ ২ জুন অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম চৌধুরী, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মোহাম্মদ দিদারুল আলম, আহমেদ সৈয়দ,সিনিয়র সদস্য এহসানুল হক জেহাদি,সাংবাদিক নেজাম উদ্দীন রানা,

    আবদুল্লাহ আল রোমান, কাজী শাহেদুল ইসলাম সুজন,মোঃ মহিউদ্দিন,ব্যবসায়ী মোঃ এরশাদ, ইমতিয়াজ জামাল নকিব,আবু মুসা তালুকদার, আরমান শাহ, আবু তারেক চৌধুরী, মোঃ সাব্বির, নোমান আজিজী,ইফতেখার মাহমুদ চৌধুরী, আরফানুল গনী ফাহিম,মোঃ হানিফ, সাদ্দাম হোসেন, নুরল আমিন তপু, মো গিয়াস উদ্দিন, আরিফ ইভান, মো বাবর উদ্দীন প্রমূখ।

    ২৪ঘণ্টা /রানা /নিজাম

  • বাঁশখালীর পালেগ্রাম মন্দির ও গীতা বিদ্যাপীঠের পরিচালনা পরিষদ গঠিত

    বাঁশখালীর পালেগ্রাম মন্দির ও গীতা বিদ্যাপীঠের পরিচালনা পরিষদ গঠিত

    চট্টগ্রাম ডেস্ক : বাঁশখালীর ঐতিহ্যবাহী পালেগ্রাম শ্রী শ্রী ক্ষেত্রপাল মন্দির ও গীতা বিদ্যাপীঠের নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে।

    নবগঠিত কমিটিতে সভাপতি পদে সুরনজিত নাথ লিটন, সাধারণ সম্পাদক পদে শিমুল নাথ তারন ও অর্থ সম্পাদক পদে ডা. বিমল সুশীল নির্বাচিত হয়েছেন।

    এ উপলক্ষে গত ১২ মার্চ বাঁশখালীর ঐতিহ্যবাহী পালেগ্রাম শ্রী শ্রী ক্ষেত্রপাল মন্দির ও গীতা বিদ্যাপীঠের উপদেষ্টা শিবু রঞ্জন নাথের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রাক্তণ পরিচালনা পরিষদের সাতজন উপদেষ্টা ও এলাকার গন্যমান্য ব্যক্তি মিলে ভোটের মাধ্যমে তিন বছরের (২০২১ থেকে ২০২৩ ইংরেজি পর্যন্ত) জন্য নতুন পরিচালনা পরিষদ নির্বাচন করা হয়।

    মন্দিরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

    ২৪ ঘন্টা/আর এস

  • ভাষা দিবসে পথিকৃৎ সংসদের আয়োজনে বাংলাভাষার মানসম্মত প্রয়োগের তাগিদ

    ভাষা দিবসে পথিকৃৎ সংসদের আয়োজনে বাংলাভাষার মানসম্মত প্রয়োগের তাগিদ

    প্রেস বিজ্ঞপ্তি : পথিকৃৎ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ চট্টগ্রামের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ভোরে নগরীর পাহাড়তলী শাজাহান মাঠ সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    পরে এ উপলক্ষে সংগঠনের আন্দরকিল্লাহ্ কার্যালয়ে এক আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় সভাপতিত্ব করেন পথিকৃৎ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ চট্টগ্রামের সভাপতি সাংবাদিক নিজাম সিদ্দিকী।

    এতে অংশ নেন পথিকৃতের সাধারণ সম্পাদক ডা. আলাউদ্দীন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক শাহ আলম শিপন, সদস্য আবুল কাসেম, মো. হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, একুশ আমাদের চেতনার বহ্নিশিখা। মায়ের ভাষার দাবিতে বিশ্ব ইতিহাসে নজির স্থাপনকারী এক অনন্য দিনের স্মৃতিগাঁথা। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ নাম নাজানা আরো অনেক শহীদের মহান ত্যাগের বিনিময়ে বাংলা ভাষাকে মাতৃভাষার মর্যাদায় সমুন্নত রাখার দৃপ্ত শপথের দিন।

    একুশের পথ ধরেই আমরা ছিনিয়ে এনেছি আমাদের কাংখিত স্বাধীনতা। তাই সবক্ষেত্রে বাংলাভাষার মানসম্মত এবং সার্বিক প্রয়োগে আরো যত্নবান হওয়ার ব্যাপরে মনোযোগী হতে হবে আমাদের।

    ২৪ ঘণ্টা/আর এস

  • বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত

    ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) পটিয়া থানার মোড়স্থ শ্রী শ্রী গোরাঙ্গ নিকেতন প্রাঙ্গঁনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটি, দক্ষিণ জেলা কমিটি, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব জোট পটিয়া উপজেলা শাখা ও ছাত্রজোট পটিয়া উপজেলা শাখার নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    সভায় সংগঠনের নতুন অফিস নেওয়া, মহাজোট পটিয়া উপজেলা শাখার সদস্য/সদস্যাদের মাসিক ফি নির্ধারণ, সাংগঠনিক কার্যক্রমে সকল জোটের সদস্যদের ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়।

    তাছাড়াও হিন্দু মহাজোট সংগঠনের উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন এবং যুব মহাজোটের উদ্দ্যোগে আয়োজিত তীর্থ যাত্রায় সংগঠনের সদস্যদের উপস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।জাতীয় হিন্দু মহাজোট পটিয়ার সভা

    বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক সুমন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দুলাল কান্তি দেব।

    সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা কমিটির বিজন দে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক রাজীব সেন প্রিন্স, সহ প্রচার সম্পাদক অসীম চক্রবর্ত্তী, যুবজোট দক্ষিণ জেলা কমিটির রনি চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক সুজয় দে (উত্তম), যুবজোট পটিয়া উপজেলা শাখার সভাপতি লিটন ও সাধারণ সম্পাদক রতন দত্ত।

    বক্তব্য ও আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে জরুরি ভিত্তিতে একটি অফিস কক্ষ ভাড়া নেওয়ার ব্যবস্থা গ্রহণ, মহাজোটসহ পটিয়া উপজেলা শাখার সকল অংগ সংগঠনের সাথে সম্পৃক্ত সকল সদস্যদের সভায় উপস্থিতি বাধ্যতামূলক করা ও যুব মহাজোটের তীর্থ যাত্রা সফলতা কামনা করে জরুরি সভার সমাপ্তি ঘটে।হিন্দু মহাজোট সভাপতির জন্মদিন

    পরে পটিয়ার একটি আভিজাত রেস্ট্রুরেন্টে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার সভাপতি দুলাল কান্তি দেবের শুভ জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কেক কাটা এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে জানিয়ে তার শুভ কামনা করেন উপস্থিত সংগঠনের নের্তৃবৃন্দরা।

    চখ/আর এস

  • মজেছি তোমারই প্রেমে’ বইটির মোড়ক উন্মোচন

    মজেছি তোমারই প্রেমে’ বইটির মোড়ক উন্মোচন

    ২৪ঘণ্টা ডেস্ক: মজেছি তোমারই প্রেমে স্বর্গ সুখ চাই না’ গ্রন্থটিতে কবিতার মাধ্যমে ঐশী প্রেমবাদের কথা প্রকাশ করা হয়েছে। অর্গলমুক্ত ঐশী প্রেমবাদ বিশ্বমানবতার জন্য হযরত গাউসুল আযম মাইজভান্ডারী (ক.)-এর একটি দুর্লভ অবদান। প্রভূর একত্বে সম্মিলিত হওয়াই হচ্ছে সৃষ্টির মূল উদ্দেশ্য।

    হযরত গাউসুল আযম মাইজভান্ডারী (ক.) মহাপ্রভূর একত্বে মিলনের পথ আবিস্কার করেছিলেন এবং সে পথ অর্জনের পন্থা নির্দেশ করেছিলেন। মহা প্রভুর এ একত্বে মিলনের পথ হচ্ছে অর্গলমুক্ত ঐশী প্রেমবাদের পথ। ‘মজেছি তোমারই প্রেমে স্বর্গ সুখ চাই না’ গ্রন্থটিতে কবিতার মাধ্যমে ঐশী প্রেমবাদের কথা প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। সম্প্রতি ফটিকছড়ির হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম মিলনায়তনে লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সূর্যগিরি আশ্রম কর্তৃক প্রকাশিত ‘মজেছি তোমারই প্রেমে স্বর্গ সুখ চাই না’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান হোসেন মো. আবু তৈয়ব উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত বইটি বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে প্রকাশিত।

    উৎসর্গ করা হয় মজজুবে সালেক, মাহবুবে খালেক, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, মোকতাদায়ে আহলে কাবা, গাউসুল আযম বিল বেরাসত হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী কাদ্দাসাল্লাহু সিররাহু এর পবিত্র করকমলে। এতে আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা শাহসুফি অধ্যক্ষ সৈয়দ খাইরুল বশর হক্কানী, মোহাম্মদ আলী, ফজলুল হক ফজু, কামাল উদ্দিন, ওমর ফারুক, সৈয়দ নুরুল আলম, মোহাম্মদ ইদ্রিস, অধ্যাপক এন এম রহমত উল্লাহ, মনজুরুল আলম মনজু, খোরশেদ আলম, মোহাম্মদ সাইফুল, ইমাম হোসেন, হাফেজ আবুল কাশেম, আনিস সোহেল, আলী নেওয়াজ, মাস্টার কবীর আহমদ, মোহাম্মদ আলমগীর আলম, মাস্টার দিদারুল আলম, মো. মাহবুবুল আলম, আখতারুজ্জামান চৌধুরী বাবুর, মাস্টার মো. নাছির উদ্দিন, মো. দিদারুল আলম, নুরুল হুদা, শিমুল ধর

    দৈনিক পূর্বকোণের ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ রাহা, সাংবাদিক মোহাম্মদ রফিক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আলমগীর নিশান, মোহাম্মদ সোহান, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, রুবেল শীল, ধীমান দাশ, বিপ্লব চৌধুরী কাঞ্চন, প্রবোধ পাল, সোমা চৌধুরী সুমি, দীপন ভট্টাচার্য, মোহাম্মদ আবু সাদাত সায়েম সুমন, সৈয়দ গোফরান উদ্দিন।

    ২৪ঘণ্টা /এন এম রানা

  • আ জ ম নাছিরের রোগ মুক্তি কামনা দোয়া মাহফিল

    আ জ ম নাছিরের রোগ মুক্তি কামনা দোয়া মাহফিল

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন অসুস্থ হয়ে আজ মঙ্গলবার ৩ নভেম্বর নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনায় মাদারবাড়ী শোভানীয়া ক্লাবের উদ্যোগে আজ বাদ এশা রেলওয়ে ষ্টেশন কোলনীস্থ তাওহীদুল উম্মাহ মাদ্রাসায় এক খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহাফিলের আয়োজন করা হয়।

    মাওনালা হাফেজ শহিদুল্লা মোনাজাত পরিচালনা করেন।

    এসময় উক্ত দোয়া মাহাফিলে উপস্থিত ছিলেন মাদারবাড়ী শোভানীয়া ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল আলম জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর, মহানগর যুবলীগ নেতা লিটন রায়, ৩৫ নং বক্সিরহাট ওর্য়াড আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মামুন, মোঃ ইকবাল হোসেন, তারেক হাসান টুটুল, মোঃ আজিজ, মহানগর যুবলীগ নেতা শরিফ আহমেদ, ক্লাবের যুগ্ন-সম্পাদক মোশারফ হোসেন লিটন, ওয়াসিম হাসান, মোঃ ফারুক রানা, আবদুল হান্নান মিরন, একরাম আফসার আবদুল হামিদ নয়ন, মোঃ আলাউদ্দিন ভুঁইয়া, অভি, আরাফাত, মিঠু, জসি, মারুফ, ইমন, রানা, মাকসুদ প্রমুখ।