Category: প্রেস বিজ্ঞপ্তি

  • আস্থা ফিডের করপোরেট অফিসের বর্ণাঢ্য উদ্বোধন

    আস্থা ফিডের করপোরেট অফিসের বর্ণাঢ্য উদ্বোধন

    বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের নব আবির্ভাব “আস্থা ফিড ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড” এর নতুন করপোরেট অফিসের উদ্ভোধন করা হয়েছে।

    গত ৩১ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশের প্রথিতযশা ব্যাংকার, ব্যাংকিং খাতের উজ্জ্বল নক্ষত্র এবং দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রিয়াজুল করিম, FCMA শুভ উদ্ভোধন ঘোষণা করেন।

    এতে বিশেষ অতিথি ছি‌লেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী এবং ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের স্পনসর ডিরেক্টর ও কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান, আমানত শাহ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হেলাল মিয়া।

    স্বাগত বক্তৃতায় আস্থা ফিডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দীন খান আমন্ত্রিত অতিথিবৃন্দকে উষ্ণ বাক্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথির ভাষণে মো. আবদুল জব্বার চৌধুরী আস্থা ফিডের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আস্থা ফিড যাতে বাংলাদেশের ফিড ইন্ড্রাস্ট্রিতে বৈপ্লবিক পরিবর্তন ও ফিডের গুণমান বজায় রাখার পাশাপাশি উন্নতির শিখরে পৌঁছতে পারে সে বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন বাংলাদেশের শিল্পজগতের অন্যতম দিকপাল আলহাজ্ব মোহাম্মদ হেলাল মিয়া।

    অনুষ্ঠানের সভাপতি আস্থা ফিডের চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী বলেন, “আস্থা ফিড শুধুমাত্র তথাকথিত ফিড কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করবে না; এটি আস্থা নামের মর্যাদা রক্ষা করে খামারি ও ছাপান্ন হাজার বর্গমাইলের দেশের গণ-মানুষের আস্থায় সুপ্রতিষ্ঠিত হবে”।

    এছাড়া তিনি আস্থা ফিডের ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন।

    প্রধান অতিথির বক্তৃতায় মো. রিয়াজুল করিম বলেন, “আস্থা ফিডে আমাদের আস্থা রয়েছে। দেশের প্রাণিসম্পদ ইন্ড্রাস্ট্রিতে আস্থা ফিড যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে, ইনশাআল্লাহ। আমরা আস্থা ফিডের পাশে আছি এবং থাকব”।

    তিনি আস্থা ফিডের ভবিষ্যৎ পরিকল্পনায় অভিভূত হয়ে তার প্রায়োগিক সাফল্য কামনা করেন। এছাড়া আরও বক্তৃতা প্রদান করেন আস্থা ফিডের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব এমএ মালেক।

    এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব সামি করিম, হেড অব এসএমই মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন(EVP), হেড অব সিআরএম শাহাদাত হোসেন (SEVP), হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. তারিক উদ্দিন, হেড অব করপোরেট জনাব মো. জামিল হোসেন, হেড অব আরএমজি ডিভিশন হাসানুল হোসাইন, হেড অব করপোরেট সিআরএম জনাব আনিসুল কবির, দিলকুশা ব্র্যাঞ্চের ম্যানেজার জনাব আবদুল বাতিন চৌধুরী(SEVP), মহাখালী ব্র্যাঞ্চের ম্যানেজার জনাব রানা আবদুল্লাহ আল মাহমুদ আবসার, ইব্রাটাস ট্রেডিং কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব সৈয়দ আরিফুল হক সুমন সহ আরো অনেক গুণীজন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ফ্রান্সে হযরত মুহাম্মদ (দ.)-এর ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর বিবৃতি

    ফ্রান্সে হযরত মুহাম্মদ (দ.)-এর ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর বিবৃতি

    ২৪ঘণ্টা নিউজ ডেস্ক: মাইজভাণ্ডার শরিফ `দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন `শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’এর ম্যানেজিং ট্রাস্টি, হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) এক বিবৃতিতে সভ্য সংস্কৃতির ভূমি হিসেবে পরিচিত ফ্রান্সে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠতম মানব হযরত মুহাম্মদ (দ.)-এর ব্যঙ্গচিত্র অঙ্কন এবং `মত প্রকাশের স্বাধীনতার নামে’এর প্রতি বর্তমান ফরাসি প্রেসিডেন্টের সমর্থনকে `সাংস্কৃতিক বিকারগ্রস্ততার লজ্জাজনক দৃষ্টান্ত’বলে উল্লেখ করেন। শাহেন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট ফেইসবুক পেইজে এই বিবৃতি প্রদান করেন।

    এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ফ্রান্সের অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা, জাতীয় আয়ের সূচকে পতন এবং আসন্ন নির্বাচনে ডানপন্থী বর্ণবাদী প্রতিদ্বন্দ্বীর কাছে হারের আশংকায় বেসামাল প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ফরাসী বিপ্লবের উজ্জ্বল পৃষ্ঠায় কালো আঁচড় বসিয়েছেন এবং শান্তি ও সহাবস্থানের পথে কণ্টক বিস্তার করছেন, যা নিতান্তই অবাঞ্ছিত।

    বিবৃতিতে সৈয়দ মোহাম্মদ হাসান (ম.জি.আ.) আরো বলেন; বিকারগ্রস্ততা, মতলববাজী, অশুভ উদ্দেশ্যে কোন্দল সৃষ্টিকে `বাকস্বাধীনতা’ বলে চালানোর এই ভূতুড়ে প্রয়াস নিতান্তই হাস্যকর এবং রুশো ভল্টেয়ার, রেঁনে ডেকার্তের মত মনীষীদের জন্মভূমির শীর্ষ সরকার প্রধানের মর্যাদার সাথে সংগতিপূর্ণ নয়। তিনি দুঃখ করে বলেন, পশ্চিমা বিশ্বে অস্তিত্ব সংকটে জর্জরিত একটা বিকৃত বুদ্ধিজীবী শ্রেণী তাদের রুজি-রোজগারের পথ হিসেবে ইসলাম ও ইসলামের মহান নবী হযরত মুহাম্মদ (দ.)কে নিয়ে অত্যন্ত নীচ ও ঘৃণ্য কুৎসাকে ব্যবসায় ও উপার্জনের পথ হিসেবে অবলম্বন করতে কুণ্ঠিত হয় না।

    এ ধরনের অসভ্যসূচক নীচাশয়তা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পরামর্শ দিয়ে তিনি বলেন, রাজনৈতিক ফায়দা লাভের সহজ পন্থা হিসেবে পাশ্চাত্যের কোন কোন দেশের এক শ্রেণির রাজনীতিবিদকে এ ধরনের নোংরা পথ অবলম্বন করতে দেখা যায়, যা ঘৃণ্য বর্ণবাদ ও অসহিষ্ণু সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়।

    আন্তর্জাতিক রাজনীতি থেকে এসব অবাঞ্ছিত মানসিকতাকে বিসর্জন দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানসিক ও সাংস্কৃতিক সুস্থতার পরিচয় দিতে ব্যর্থ হলে কোন বিশেষ সমাজ বর্বরতার কদর্যতায় ঢাকা পড়তে পারে। উপসংহারে তিনি মুসলিম উম্মাহ’র পবিত্র আবেগের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং আল-কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “হায় আফসোস, এই বান্দাদের জন্যে, তাদের নিকট এমন কোন রসূল আসেনি, যাদের প্রতি তারা ঠাট্টা-বিদ্রুপ না করেছে! (৩৬:৩০)”।

    ২৪ঘণ্টা/এন এম রানা

  • গারাংগিয়া দরবার হচ্ছে শিরিক ও বেদাত মুক্ত দরবার

    গারাংগিয়া দরবার হচ্ছে শিরিক ও বেদাত মুক্ত দরবার

    ২৪ঘণ্টা নিউজ ডেস্ক: হযরত শাহ্‌ছুফি মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ (রহ.) এর ৪৩তম বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে ত্বরিকত সম্মেলন,যিকির,ওয়াজ ও দোয়া মাহফিল সাতকানিয়ার গারাংগিয়া আলিয়া মাদরাসা ময়দানে ২২অক্টোবর বৃহস্পতিবার বাদে যোহর হতে সারা রাত ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
    শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তরিক্বত সম্মিলনে সভাপতিত্ব করেন শাহজাদা হাফেজ মাহমুদুল হাসান হামেদী সিদ্দিকী, মাওলানা আনওয়ারুল হক সিদ্দিকী, শাহ্‌ছুফি মোহাম্মদ ইছহাক,শাহসুফি মাওলানা শাহ্‌জাদা মাহমুদুল হক মজিদী।
    এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, কমিটির সদস্য সচিব আহমদ হোছাইন। সম্মিলনের আলোচক ছিলেন মাওলানা আব্দুল মান্নান শামসী, মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন, মাওলানা ইউচুপ বিন নূরী, মাওলানা ড. এনামুল হক মুজাদ্দেদী, মাওলানা আবদুল জলিল, মাওলানা ঈসা, মাওলানা নুরুল আজিম, মাওলানা দলিলুর রহমান আল-কাদেরী, মাওলানা আহমদ নজির,মাওলানা আমিনুল ইসলাম,মাওলানা শাহ আলম, মাওলানা শাব্বির আহমদ উসমানী, শাহজাদা মাওলানা মহিউদ্দিন মজিদী। মরছিয়্যাহ পাঠ করেন শাহজাদা মুহাম্মদ বিন মাহমুদ মজিদী ও শাহজাদা আহমদ বিন মাহমুদ মজিদী,মাওলানা কুতুব উদ্দিন।
    উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মাবুদ, শাব্বির হোসাইন আমিরী, মুহাম্মদ আলী, আবদুল হালিম ফকির, শাহ্‌সুফি আবদুস সালাম ফকির, আবদুল মাবুদ, মাহমুদুল হাসান। সম্মিলনে বক্তারা বলেন,গারাংগিয়া দরবার হচ্ছে শিরিক বেদাত মুক্ত একমাত্র দরবার,এখানে ইসলামের প্রকৃত আমলের চর্চা হয়।
    ২৪ঘণ্টা/এন এম রানা
  • মরহুম ডাঃ এ.এম এম জাকেরিয়া চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন

    মরহুম ডাঃ এ.এম এম জাকেরিয়া চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন

    ২৪ঘণ্টা নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবলীগের সিনিয়র সদস্য আসহাব রসুল চৌধুরী জাহেদ এর গর্বিত পিতা, মুক্তিযুদ্ধের সম্মুখ সারি সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগী, শিক্ষা ও ধর্মানুরাগী, দানবীর প্রয়াত ডাঃ এ.এম এম জাকেরিয়া চৌধুরী’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত শেষে উনার কর্ম ও কৃতিত্বে স্বীকৃত নগরীর কাজির দেউরী মোড়ে ডাঃ জাকারিয়া চৌধুরী’র স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চু।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য যথাক্রমে সরোয়ার মোরশেদ কচি, হাফিজ উদ্দিন আনসারী, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, একরাম হোসেন, আনজুমান আরা আনজু, শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সায়েদ জন, শহীদুল ইসলাম মকবুল, অধ্যাপক কাজী মুজিবর রহমান, রণজিৎ দে, মোঃ হাবিব উল্ল্যাহ নাহিদ, নুরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমেদ দিগল, আবদুল রাজ্জাক দুলাল, আহসাব রসুল চৌধুরী জাহেদ, নাছের তালুকদার, আবদুল আজিম, মঈনুল ইসলাম রাজু, বি. কে চন্দ্র, আবু বক্কর চৌধুরী, আর. কে মল্লিক, ভি.পি ওয়াসিম উদ্দিন, তৌফিক আহমদ চৌধুরী, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, জাবেদ খান, সনত বড়–য়া, আবু বক্কর সিদ্দিকী, তৌহিদ আজিজ, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, আমানত উল্লাহ ডিউক, মেজবাহ উদ্দিন নোবেল, সাইফুর রহমান রাজু, মো. কফিল উদ্দিন, আবতাব উদ্দিন রুবেল, বিজিএমই’র সাবেক পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতার মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আহমেদ, আবু নাছের চৌধুরী আজাদ, মোঃ হেলাল। ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে শওকত আলী, মোঃ আফছার উদ্দিন, অধ্যাপক নাজিম উদ্দিন, আবুল কালাম আবু, মো. আযম, এম. এ আজিজ, মান্না বিশ্বাস, আতিকুল্লা, আনিছুর রহমান মানিক, আবুল বশর, আখারুজ্জামান, সাজু বিশ্বাস প্রমুখ।
    ২৪ঘণ্টা/এন এম রানা
  • আগামীকাল ডাঃ এ এম এম জাকেরিয়া চৌধুরীর ৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা

    আগামীকাল ডাঃ এ এম এম জাকেরিয়া চৌধুরীর ৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা

    ২৪ঘণ্টা নিউজ ডেস্ক: আগামী ২৪ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় আন্দরকিল্লাস্থ পুরাতন সিটি কর্পোরেশন ভবনে মুক্তিযুদ্ধের সম্মুখ সারির সংগঠন ও জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মরহুম আলহাজ্ব ডা. এ এম এম জাকেরিয়া চৌধুরীর ৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হবে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

    এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযোদ্ধা সংগঠকগণ, সাংবাদিক, সাংস্কৃতিক, ছাত্র ও যুব সংগঠকের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ডাঃ এ এম এম জাকেরিয়া চৌধুরী স্বরণসভা পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানকে সফল করতে সকলকে উপস্থিত থাকার জন্য সবিনয়ে আহ্বান জানিয়েছেন।

    ২৪ঘণ্টা/এন এম রানা

  • মুসলিম জাতিকে ঐক্যের প্লাটফরমে জড়ো করার মাস রবিউল আউয়াল

    মুসলিম জাতিকে ঐক্যের প্লাটফরমে জড়ো করার মাস রবিউল আউয়াল

    ২৪ ঘণ্টা সংগঠন সংবাদ : আজ সমগ্র বিশ্বের অনৈক্যের রজ্জুয় দোদুল্যমান। মুসলিম জাতিকে ঐক্যের মজবুত প্লাটফরমে জড়ো করার দীপ্ত শপথ গ্রহণের মাস হলো মাহে রবিউল আউয়াল। তাই যথাযোগ্য মর্যাদায় এই মাসকে পালন করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।

    বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) এর স্মরণে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এভাবেই মত প্রকাশ করেন।

    তারা বলেন, পৃথিবীর মানুষ যেখানে এক পশলা শান্তির জন্য দিক বিদিক ছোটাছুটি করছে, শান্তি নামের অশান্ত কড়াইয়ে উত্তপ্ত অনলে দগ্ধ হচ্ছে প্রতি নিয়ত। সেখানে একমাত্র শান্তির অগ্রদুত প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) এর জীবনাদর্শই নিশ্চিত করতে পারে কাঙ্খিত শান্তি নামের শ্বেত কপোতটিকে।

    আজ রবিবার (১৮ অক্টোবর) বিকালে হাজি আব্দুল মালেক মার্কেটস্থ কার্যালয়ে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    পবিত্র ইদে মিলাদুন্নবী (দরুদ), হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (র.) স্মরণে সংগঠনের সভাপতি ফজল করিম কোম্পানি এর সভাপতিত্বে এবং সৈয়দ জিয়াউদ্দীনের সঞ্চালনায় চতুর্থ বারের মতো আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

    এতে অতিথি ও আলোচনায় অংশগ্রহণ করেন গাউছিয়া হক কমিটি প্রবাসী সদস্য ও পরিচালক মোরশেদ রিমন, সমাজসেবক মুহাম্মদ আইয়ুব, হাজী মুহাম্মদ আব্দুনবী, মুহাম্মদ আবু আহমদ সও, মুহাম্মদ নুরু, মুহাম্মদ মাহবুল আলম সওদাগর, মওলানা মুহাম্মদ আব্দুল মন্নান আনছারী, উপদেষ্টা জাহাঙ্গীর কন্ট্রাক্টার, প্রবাসী জিয়াউদ্দীন সানি, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ব্যাংকার জাহেদুল আলম, মুহাম্মদ মাসুদ, সংগঠনের সাধারণ সম্পাদক ওমর সানী সাব্বী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম তান্বী, অর্থ সম্পাদক বোরহান উদ্দীন, মইনুল হাসান ফারুক, মওলানা ইকবাল হোসেন, শায়ের জিয়াউদ্দিন, মুহাম্মদ মিজান, মুহাম্মদ আরমান, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ নুরুল আলম, সৈয়দ তসলিম উদ্দিন, সেকান্দর মিয়া, দিদারুল আলম, মোস্তাক মিয়া চৌধুরী প্রমুখ।

    বক্তারা আরো বলেন, এদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হলে আউলিয়া কেরামের পথ অনুসরণ করতে হবে। এর মধ্যে প্রকৃতপক্ষে যুবসমাজ মুক্তি পেতে পারে।

    মানবজীবনের অন্যতম মহৎগুণ হচ্ছে রাসুল (দ.)’র প্রতি ভালবাসা। এ গুণ অর্জনের চেষ্টা ও অনুশীলন ছাত্র-যুবসমাজকে মর্যাদা ও গৌরবের শ্রেষ্ঠতম স্থানে পৌছে দিতে পারে।

    হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (র.), বিশ্বঅলি শাহানশাহ্ জিয়াউল হক মাইজভান্ডারী ও হক্কানী পীর মাশায়েখগণই সেই পথেই আজীবন কাজ করে থাকেন। তাই আজকের সমাজ থেকে বিদ্যমান হিংসা-বিদ্ধেষ, খুন রাহাজানী থেকে মুক্তি পেতে বিশ্বঅলি শাহানশাহ ও হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী আউলিয়া কেরামের জীবনাদর্শ অনুশীলন অপরিহার্য।

    এলাকায় একটি আলোকধারা পাঠাগার ও কম্পিউটার সেন্টার করার প্রস্তাব দেন আলোকধারা পাঠাগারের পরিচালক মোরশেদ রিমন। পরে মিলাদ কিয়াম ও মোনাজাতের পর তাবারুক বিতরন করা হয়।

    ২৪ ঘণ্টা/

  • আমরা ক’ জন মুজিব সেনা কমিটিতে স্থান পাওয়ায় অভিন্দন

    আমরা ক’ জন মুজিব সেনা কমিটিতে স্থান পাওয়ায় অভিন্দন

    ২৪ঘণ্টা নিউজ ডেস্ক: আগামী ১ বছরের জন্য গত শুক্রবার আমরা ক’জন মুজিব সেনা, কর্ণফুলী উপজেলা শাখার অনুমোদন দেওয়া হয়।

    আমরা ক’জন মুজিব সেনার চট্টগ্রাম দক্ষিণজেলার আহ্বায়ক মোঃ ওয়াজ উদ্দিন আজাদ ও যুম্ম আহ্বায়ক মোঃ সাইফুদ্দিন খালেদ স্বাক্ষরিত নবগঠিত কমিটিতে সভাপতি নূর মোহাম্মদ ইকবাল ও মোঃ মনির উদ্দন সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

    কর্ণফুলী উপজেলা আমরা ক,জন মুজিব সেনার পূর্নাঙ্গ কমিটি নুরুল আবছারকে যুগ্ন সম্পাদক করায় ও রাকিব উদ্দীন কাদের রিয়াজকে সাংগঠনিক সম্পাদক করায় ও জাহেদুল করিমকে দপ্তর সম্পাদক মনোনীত করায় মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি কে ও দক্ষিণজেলা আমরা ক,জন মুজিব সেনা আহব্বায়ক ওয়াজ উদ্দীন আজাদকে ও কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতা ওয়াহেদ মুন্নাকে ও দক্ষিনজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক উপ সম্পাদক প্রিয় নেতা মোস্তফা সরওয়ার ছিদ্দিকী ভাইকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ও মোস্তফা সরওয়ার ছিদ্দিকী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উক্ত পদে মনোনীতরা।

    ২৪ঘণ্টা/এন এম রানা

  • ইঞ্জিনিয়ার মোশাররফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    ইঞ্জিনিয়ার মোশাররফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও তাঁর স্ত্রীর রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১২ অক্টোবর) বনজুর রেস্টুরেন্টের পরিচালক অপারেশন আক্কাছ উদ্দিন এ দোয়ার আয়োজন করেন।

    তিনি বলেন, চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বরাবরই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন। ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য ছাড়াও কয়েক দফায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

    তিনি আরও বলেন, এই করোনাকালীণ সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে নিরলস কাজ করেছেন।

    এতে উপস্থিত ছিলেন, খাগরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডঃ খুরশেদ আলম, শাহজাহান, বেলাল, আবু বক্কর, ছাত্রলীগ নেতা রাছিব, সোহেল, আরিফ, হাসান, মিনহাজ সহ ছাত্রলীগ-যুবলীগের কর্মীগণ এবং এলাকার মান্য গন্য ব্যক্তিবর্গ।

    মুনাজাত করেন মাওলানা শফিকুল্লাহ মাহমুদ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • টেকসই উন্নয়নে বন বিষয়ক গবেষণার বিকল্প নেই- সচিব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

    টেকসই উন্নয়নে বন বিষয়ক গবেষণার বিকল্প নেই- সচিব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

    ২৪ঘণ্টা নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর কর্মকর্তাদের ০৮ অক্টোবর এক মতবিনিময় সভা বিএফআরআই-এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    বিএফআরআই-এর পাবিলসিটি অফিসার জনাব এয়াকুব আলীর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জনাব জিয়াউল হাসান এনডিসি। সভায় সভাপতিত্ব করেন বিএফআরআই-এর পরিচালক ড. মো. মাসুদুর রহমান।

    মতবিনিময় সভায় বিএফআরআই-এর পরিচিতি ও গবেষণা কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিএফআরআই-এর পরিচালক। এতে ইনস্টিটিউটের এ পর্যন্ত উদ্ভাবিত ৫০টি প্রযুক্তির পরিচিতি এবং গবেষণা কার্যক্রম আরোও তরান্বিত করার জন্য ভবিষ্যত কর্ম-পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জনাব জিয়াউল হাসান এনডিসি বলেন, ‘বর্তমানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা অত্যন্ত প্রয়োজন। টেকসই উন্নয়নে বন বিষয়ক গবেষণার বিকল্প নেই। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিএফআরআই-এর উদ্ভাবিত প্রযুক্তির সম্প্রসারণের কার্যকর উদ্যোগ নিতে হবে। বন বিষয়ে গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা প্রদান করা হবে।

    সভাপতির বক্তব্যে বিএফআরআই পরিচালক বলেন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দেশের একমাত্র বন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বন ও বনজ সম্পদ উন্নয়নে নিরন্তর গবেষণা করে যাচ্ছে। বন বিভাগ এবং বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট-এর সমান্তরালভাবে উন্নয়ন না ঘটলে বন সেক্টরের কাক্সিক্ষত উন্নয়ন টেকসই হবে না। উভয় প্রতিষ্ঠানকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।

    ২৪ঘণ্টা/এন এম রানা

  • কক্সবাজারের রামু আইটিসিতে অক্সিজেন জেনারেটর প্লান্ট স্থাপন করল আইওএম কক্সবাজার

    কক্সবাজারের রামু আইটিসিতে অক্সিজেন জেনারেটর প্লান্ট স্থাপন করল আইওএম কক্সবাজার

    প্রেস বিজ্ঞপ্তি: কোভিড-১৯ মোকাবেলা করার কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কক্সবাজারে এই প্রথম অক্সিজেন জেনারেটর প্লান্ট স্থাপন করল।
    জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থাটির এই নতুন উদ্যোগের উদ্দেশ্য হল রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারের (আইটিসি) কার্যক্ষমতা বৃদ্ধি করা যাতে এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কোভিড-১৯-এ মারাত্মকভাবে আক্রান্তদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যায়। এখন পর্যন্ত জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় অন্যান্য সংস্থার উদ্যোগের পাঁচটি অক্সিজেন জেনারেটর প্লান্ট স্থাপিত হয়েছে।
    রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইটিসিতে সেপ্টেম্বর ৩০, ২০২০ (বুধবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কক্সবাজার-৩ সংসদীয় আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অক্সিজেন জেনারেটর প্লান্ট উদ্বোধন করেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
    স্বাস্থ্যখাতে এই সহযোগীতার জন্য আইওএম-কে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেনঃ “রামুবাসীর জন্য এই অক্সিজেন জেনারেটর প্লান্ট একটি উপহারস্বরূপ। আমরা আশা করি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের সহযোগীতার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীদের জন্য আইওএম এবং অন্যান্য উন্নয়ন সংস্থা আরো কাজ করবে।“
    কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী বলেনঃ “কক্সবাজার জেলা প্রশাসন এবং আইওএম-এর সমন্বিতভাবে কোভিড-১৯ মোকাবেলা কার্যক্রমে এই যৌথ প্রচেষ্টা অন্যতম। অক্সিজেন জেনারেটর প্ল্যান্টটি কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে এই সহযোগিতামূলক কার্যক্রমের আরো একটি গুরুত্বপূর্ণ সংযোজন।“
    রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত হওয়া অক্সিজেন জেনারেটর প্লান্টটি কক্সবাজারে আইওএম অক্সিজেন প্রকল্পের অন্যতম একটি অংশ। কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর কোভিড-১৯-এ আক্রান্তদের চিকিৎসায় এই অক্সিজেন প্লান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অক্সিজেন জেনারেটর প্লান্টটি আইটিসিতে ৫০টি শয্যার অবিচ্ছিন্ন পাইপযুক্ত অক্সিজেন প্রবাহ সরবরাহ করবে। এই প্রকল্পটির দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা নিশ্চিত করার জন্য প্রযুক্তিবিদ নিয়োগ এবং প্রকৌশলীদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
    বিশেষ অতিথি হিসেবে আইওএম বাংলাদেশ মিশনের প্রধান গিওরগি গিগৌরি বলেনঃ “এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে কক্সবাজারে স্থানীয় জনগোষ্ঠীদের সহায়তা করার জন্য আমরা আমাদের সম্মিলিতভা কার্যক্রম ত্বরান্বিত করা অপরিহার্য এবং এই স্বাস্থ্য সুবিধা স্থানীয় জনগোষ্ঠীদের সহায়তায় আমাদের প্রতিশ্রুতির আরেকটি প্রমাণ।“
    রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা, কক্সবাজারের সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাঃ মোঃ আলমগীর, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া এবং রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল অনুষ্ঠানের বক্তব্য প্রদান করেন।
    এই অক্সিজেন জেনারেটর প্লান্টটির পাশাপাশি, আইওএম রামু ও চকরিয়া উপজেলার আইটিসিগুলোর কলেবর এবং সক্ষমতা বাড়াতে নানাভাবে সহযোগীতা করছে। এছাড়া ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই, অক্সিজেন সিলিন্ডার, স্যাম্পল কালেকশন যন্ত্রপাতিসহ নানাপ্রকার মেডিকেল সরঞ্জামাদি সরবরাহ অব্যাহত আছে। এ পর্যন্ত আইওএম এই আইটিসিগুলোর জন্য ৫,০০০টি ফেইস-শিল্ড; ১,০০০টি মেডিক্যাল কভারল; ১০,০০০টি সার্জিক্যাল মাস্ক; ১,০০০টি এন৯৫ মাস্ক; ৩০টি অক্সিজেন সিলিন্ডার; ৮টি অক্সিজেন কনসেনট্রেটর; ১০০টি অক্সিজেন ফেইসমাস্ক এবং ৫০টি পালস অক্সিমিটার সরবরাহ করা হয়েছে। এছাড়া ২টি এক্স-রে মেশিন; ২০টি নেবুলাইজার মেশিন; ১০০টি হাই-ফ্লো ন্যাসাল ক্যানোলা এবং অন্যান্য পিপিই শীঘ্রই এই আইটিসিগুলো সরবরাহ করা হবে।
    এছাড়া রামু ও চকরিয়ার দুইটি আইটিসিতে রোগী আনা-নেওয়ার জন্য একটি এ্যাম্বুলেন্স কক্সবাজারের সিভিল সার্জন অফিসে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত, রামু আইটিসিতে ২৪৩ জন রোগী (কোভিড-১৯-এ শনাক্ত ও সন্দেহভাজন) এবং চকরিয়া আইটিসিতে ১৯৭ জন রোগী ভর্তি হয়েছেন, এবং এই স্বাস্থ্যসেবাগুলিতে কয়েক হাজার মানুষকে কোভিড-১৯-এর শনাক্তের পরীক্ষা করা হয়েছে।
    এছাড়া জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থাটি এই মহামারীর শুরু থেকেই রোহিঙ্গা শরণার্থীদের সহযোগীতার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীদের জন্য কাজ করে আসছে। আইওএম-এর মাইগ্রেশন হেলথ ডিভিশন চারটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রকে পুনর্গঠন করেছে যেখানে সেন্টিনাল স্যাম্পল সংগ্রহের পাশাপাশি আইসোলেশনেরও সুবিধা আছে। এছাড়া এ পর্যন্ত তিনটি এসএআরআই আইটিসির ২৩০টি শয্যার মাধ্যমে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার স্থানীয় জনগোষ্ঠী এবং রোহিঙ্গা শরণার্থীদের কোভিড-১৯-এর সামগ্রিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে ভূমিকা রাখছে।
    অপারেশনাল চ্যালেঞ্জ সত্ত্বেও আইওএম ২৪-ঘন্টা হটলাইন এবং ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) প্রযুক্তির মাধ্যমে কোভিড-১৯ সম্পর্কিত গুজব এবং ভুল তথ্য প্রতিরোধ করে জীবন রক্ষাকারী তথ্য সরবরাহ করছে। বিদ্যমান স্বাস্থ্যসেবা জোরদার ও উন্নত করা এবং কক্সবাজারে কোভিড-১৯-এর প্রভাব সীমিত রাখার জন্য বাংলাদেশ সরকারকে সহযোগীতা করা আইওএম-এর গুরুত্ব দেওয়া কার্যক্রমের মধ্যে অন্যতম।
    আরো তথ্যের জন্যঃ তারেক মাহমুদ, ন্যাশনাল কমিউনিকেশন অফিসার, ফোনঃ +৮৮০ ১৭৫২ ৩৮০ ২৪০; ইমেইলঃ tmahmud@iom.int
  • আলামিয়া- নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন এর আয়োজনে পবিত্র কছিদা বুরদা শরীফ খতমে খাজাগান, খতমে শেফা শরীফও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আলামিয়া- নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন এর আয়োজনে পবিত্র কছিদা বুরদা শরীফ খতমে খাজাগান, খতমে শেফা শরীফও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ২৪ ঘণ্টা নিউজ ডেস্ক: সেচ্ছাসেবী সংগঠন আলামিয়া- নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা ও বিশ্বময় মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় পবিত্র কছিদা বুরদা শরীফ, খতমে খাজাগান, পবিত্র খতমে শেফা শরীফ ও দোয়া মাহফিল গতকাল ২৪ সেপ্টম্বর২০২০ বৃহস্পতিবার বাদে মাগরীব থেকে নগরীর আতুরার ডিপোস্হ তাহেরাবাদ আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়।

    সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করেন মাওলানা জিয়াউল হক আলকাদেরী,মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আলকাদেরী,মাওলানা মুহাম্মাদ আতাউর রহমান নঈমী,মাওলানা জামাল উদ্দীন আলকাদেরী, মাওলানা তারেকুল ইসলাম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ শহীদ উদ্দীন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আলকাদেরী, মাওলানা সোলাইমান আলকাদেরী, মাওলানা সেলিম রিয়াদ আলকাদেরী, মাওলানা হাফেজ মুহাম্মদ নুরুচ্ছাফা,মাওলানা মোহাম্মদ আশরাফুল আলেম সাইমুন।

    আরো উপস্থিত ছিলেন হাজ্বী মোহাম্মদ সোলায়মান ছৈয়দ মোহাম্মদ শাহজাদা মফিজুল ইসলাম, মোহাম্মদ হাসান সিকদার নওসাদুল আলম জিসান, মোঃ ইকবাল, সাইফুল ইসলাম ইমন,হানিফ মুহাম্মদ শিবলু,মোহাম্মদ মনিরুল ইসলাম,আনিস মুহাম্মদ বিবলু,সাইফুল ইসলাম শাকিল প্রমুখ। মাহফিল শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আলকাদেরী ।

    ২৪ঘণ্টা/এন এম রানা

  • হেফাজতের আন্তঃকোন্দলের দৃষ্টি ভিন্নদিকে ফেরাতে জিহাদী গ্রেফতার!

    হেফাজতের আন্তঃকোন্দলের দৃষ্টি ভিন্নদিকে ফেরাতে জিহাদী গ্রেফতার!

    ২৪ ঘণ্টা সংগঠন সংবাদ : হেফাজতের মধ্যে বিরাজমান আন্তঃকোন্দল হতে সাধারণ জনতার দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে চিহ্নিত হেফাজত কর্মী ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আল্লামা মুফতি আলাউদ্দীন জিহাদীকে গ্রেফতার করিয়েছেন।

    আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জিহাদীর মুক্তির দাবীতে আয়োজিত সমাবেশে বক্তারা এমনটাই দাবি করেছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আগামী ২২ ও ২৪ সেপ্টেম্বর থানা ও জেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর।

    মাওলানা আবদুন নবী আলকাদেরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এডভোকেট মুখতার আহমদ ছিদ্দিকী।

    মাওলানা সোহাইল উদ্দীন আনছারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান। বক্তব্য রাখেন, মাওলানা রেজাউল করিম তালুকদার, আলহাজ্ব নঈমুল ইসলাম পুতুল, আল্লামা ইউনুছ তৈয়বী, মাস্টার আবুল হোসাইন, ড. মুহাম্মদ খলিলুর রহমান, মুহাম্মদ দস্তগীর আলম, মাওলানা আবুল হাসান ওমাইর রেজভী, মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী, নাছির উদ্দীন মাহমুদ, হাবিবুল মুস্তফা ছিদ্দিকী, মাও. ইকবাল হোসেন আলকাদেরী, মাওলানা ইদ্রিস আলকাদেরী, মাওলানা তারেকুল ইসলাম কাদেরী, মুফতি গোলাম কিবরিয়া, মুহাম্মদ এনামুল হক, মুখতার আহমদ রেজভী, মাও. আবু ছাদেক রিজভী, মাও. জয়নুল আবেদীন কাদেরী, মাও. ওয়াহিদুর রহমান কাদেরী, মাও. এনাম রেজা কাদেরী, মাও. গিয়াস উদ্দিন কাদেরী, মুহাম্মদ মাছুমুর রশীদ, রেজাউল করিম, মেহেদী হাসান মুস্তফা, মিনহাজ ছিদ্দিকী ও মাওলানা তৌহিদুল্লাহ প্রমুখ।

    প্রধান অতিথি বলেন, মুফতি আলাউদ্দীন জিহাদী সুন্নিয়তের সাহসী কণ্ঠস্বর। তিনি সারাদেশে যুক্তি নির্ভর পন্থায় ইসলামের শাশ্বত আকিদা ও অহিংস সুফিবাদী আদর্শ প্রচারে অগ্রণী ভূমিকা রাখছেন।

    তিনি বলেন, কয়েকদিন পূর্বে মুফতি আলাউদ্দীনের ফেসবুক আইডি হ্যাক করে দুষ্কৃতিকারীরা হেফাজতের আমির সম্পর্কে বিভ্রান্তিমূলক পোস্ট করে। তিনি পোস্টটি মুছে দিয়ে এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ ও থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী দাখিল করেন।

    তারপরও নারায়নগঞ্জ কওমী ওলামা পরিষদের নামে হেফাজত কর্মীরা তাকে প্রাণনাশের হুমকি ও দুরভিসন্ধিমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

    নেতৃবৃন্দরা বলেন, হেফাজতের একাংশের দাবি হল, মৌ. আহমদ শফির মৃত্যুর পূর্বে যারা হাটহাজারী মাদরাসায় তান্ডব চালিয়েছে, ভাংচুর করেছে, তার মুখ থেকে অক্সিজেন খুলে রেখেছে তারাই হেফাজত প্রধানের খুনী।

    হেফাজতের বিদ্রোহীরা প্রকাশ্যে লাইভে এসে মৌ. আহমদ শফির লাশের সামনে তাকে ও তার পুত্রকে নিয়ে অশালীন মন্তব্য করেছে। অথচ তাদের এই বিশৃঙ্খল কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরাপরাধ সুন্নি আলেমের বিরুদ্ধে মামলা করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

    ২৪ ঘণ্টা/এন এম রানা