Category: প্রেস বিজ্ঞপ্তি

  • মরহুম জননেতা দানুর কবরে চকবাজার থানা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

    মরহুম জননেতা দানুর কবরে চকবাজার থানা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

    ২৪ঘণ্টা নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা কাজী ইনামুল হক দানুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন ও কবর জেয়ারত করেছেন চকবাজার থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
    ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদনের এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক, সহ-সভাপতি কাজী মোজাম্মেল হক খোকা, যুগ্ম সাধারণ সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অমর কান্তি দত্ত, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক প্রফেসর সেকান্দর চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক এ কে এম আনিসুজ্জামান, উপ-প্রচার সম্পাদক আবুল কালাম, কার্যকরী কমিটির সদস্য নাজমুল হক বাচ্চু, এড শাহেদুল আজম শাকিল, আলী নেওয়াজ খান পারভেজ, পশ্চিম বাকলিয়া আওয়ামী লীগ নেতা এম এ হান্নান প্রমুখ।
    ২৪ঘণ্টা/এন এম রানা
  • বন্দর কর্তৃপক্ষ খেয়াল খুশি মতো লিজ দিয়ে সর্বনাশ করছে কর্ণফুলীর

    বন্দর কর্তৃপক্ষ খেয়াল খুশি মতো লিজ দিয়ে সর্বনাশ করছে কর্ণফুলীর

    ২৪ ঘণ্টা ডেস্ক: সংবাদ সম্মেলনে পরিবেশবিদরা কর্ণফুলীকে বাঁচাতে সমস্ত অবৈধ স্থাপনা জরুরী কর্ণফুলী নদীর বন্দর শাসিত এলাকা হালদা মোহনা থেকে কর্ণফুলী মোহনা পর্যন্ত ১০ মাইল কর্ণফুলী রক্ষায় ২০১৪ সালে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ “স্ট্রাটেজিক মাস্টার প্ল্যান ফর চিটাগাং পোর্ট” শীর্ষক একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়।


    বিএস জরিপ অনুযায়ী কর্ণফুলী নদীর প্রস্থ ঠিক রেখেই সেই পরিকল্পনা করা হয়। বন্দরের স্বাভাবিক গতিশীলতা ও কর্ণফুলীর নাব্যতা রক্ষায় এই প্রকল্প বাস্তবায়নের বিকল্প নাই। কিন্তু বন্দর কর্তৃপক্ষ এই প্রকল্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের খেয়াল খুশী মতো নদী লিজ দিয়ে কর্ণফুলীর সর্বনাশ করেছে। বন্দর কর্তৃক নিজেদের ব্যবহৃত অংশে কর্ণফুলী নদী খনন, শাসন ও উভয়তীরে সীমানা প্রাচীর না দেয়ায় কর্ণফুলী স্বাভাবিক গতি প্রবাহ ধ্বংস হয়েছে। বিগত ২১ দিন ব্যাপী চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন কর্ণফুলী নদীর শাহআমানত ব্রিজ থেকে ফিরিঙ্গিবাজার মনোহর খালী পর্যন্ত কর্ণফুলী প্রস্থ জরিপ করেছে। উক্ত জরিপে কর্ণফুলীর দখল ও ভরাট হওয়ায় ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। বিএস সিট ও এডিবি বন্দর যৌথভাবে প্রণীত মাস্টার প্ল্যান অনুযায়ী কর্ণফুলীর প্রস্থ ধরে উক্ত জরীপ করা হয়।

    জরীপে দেখা যায়, কর্ণফুলী ব্রিজ নির্মানের সময় এডিবি মাস্টার প্ল্যান ও বিএস সিট অনুযায়ী কর্ণফুলী দৈর্ঘ্য ছিল ৮৮৬.১৬ মিটার। আমাদের জরিপে দেখা যায়, শাহা আমানত সেতুর নিচে বর্তমানে কর্ণফুলী নদী ভাটার সময় প্রস্থ মাত্র ৪১০ মিটার। জোয়ারের সময় চর অতিক্রম করে ৫১০ মিটার পর্যন্ত জোয়ারের পানি আসে। ভরাট হয়ে যাওয়ায় সেই অংশে কোন প্রকার নৌযান চলাচল করেনা। নদী ভরাট হওয়ায় শাহ আমানত সেতুর মাঝ পিলারের পাশে অঘোষিত একটি যাত্রী পারাপার ঘাট তৈরি করেছে স্থানীয়রা। জোয়ার ভাটার সময় লিংক রোড থেকে অর্ধ কিলোমিটার নদীর অংশ পায়ে হেটে যাত্রীরা ব্রিজের নিচে কর্ণফুলী নদীর মাঝখানে এসে সাম্পানে উঠে। চাক্তাই খালের মুখে এসে বিএস সিট ও এডিপি মাস্টার প্ল্যান অনুযায়ী নদীর প্রস্থ ৯৮২ মিটার। বাস্তবে ৫১০ মিটার নদী রয়েছে। এর পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্মিত মেরিনার্স পার্ক এলাকায় কর্ণফুলীর প্রস্থ ৯৮১ মিটার। বন্দর কতৃপক্ষ বর্তমানে সেই অংশে খনন করেছে। খননের পর নদীর প্রস্থ দাড়িয়ে মাত্র ৮৫০ মিটার। এরপর ফিরিঙ্গি বাজার মোড়ে কর্ণফুলী নদীর প্রস্থ ৯০৪ মিটার। বর্তমানে বন্দর খনন করার পর সেখানে নদী আছে ৭৫০ মিটার। বাকি অংশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গাইড ওয়াল নির্মান করে চিরতরে বিলুপ্ত করে দিয়েছে।

    পরিচালিত জরিপে দেখা যায়, কর্ণফুলী ব্রিজের উত্তর অংশে ৪৭৬ মিটার কর্ণফুলী নদী ভরাট হওয়ায় জোয়ার ভাটার সময় সেখানে ব্যাপক নদীর স্রোত হয়। স্রোতের এই তীব্রতার চাপ কর্ণফুলীর দক্ষিণ প্রান্তে শাহ আমানত ব্রিজের সংযোগ সড়কের বর্ধিত অংশ ও দুই পিলারে পড়ছে। যা শাহা আমানত সেতুর জন্য বিপজ্জনক। বন্যা বা সাইক্লোন হলে শাহ আমানত ব্রিজের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজাখালী খাল ও চাক্তাই খালের মোহনা কর্ণফুলী সেতুর মাঝ বরাবর সংযুক্ত হয়েছে। বৃষ্টি বা নদীতে জোয়ারের উচ্চতা বাড়লে ছোট কর্ণফুলী অংশের প্রবল চাপ সৃষ্টি হয়। যে কারণে চট্টগ্রাম নগরী থেকে চাক্তাই ও রাজাখালী খালে প্রবাহিত পানি নদীতে আসতে বাধা সৃষ্টি করে। এর ফলে চাক্তাই খাতুনগঞ্জ থেকে শুরু করে বহদ্দারহাট মোড় পর্যন্ত জলাবন্ধতার সৃষ্টি হয়। জরিপে প্রতিফলিত হয়, কর্ণফুলী ব্রিজের পশ্চিম পাশে রাজখালী খালের পাশে বেড়ামার্কেট বস্তি, রাজাখালী ও চাক্তাই খালের সংযোগস্থলে সোনালী মৎস আড়ৎ, চাক্তাই খালের পশ্চিম পাড় থেকে ফিরিঙ্গিবাজার পর্যন্ত মেরিন ফিশারিজ পার্ক সম্পূর্ণ কর্ণফুলী দখল করে গড়ে উঠেছে।

    এডিবি মাস্টার প্ল্যানে এই সমস্থ মার্কেটের অস্থিত্ব নাই। সেখানে নদী দেখানো হয়েছে। বন্দরের স্বাভাবিক গতি প্রবাহ, কর্ণফুলী ব্রিজ রক্ষা ও চাক্তাই খাতুনগঞ্জসহ নগরীর বিস্তৃর্ণ এলাকা নিয়মিত প্লাবন থেকে রক্ষা করতে এবং কর্ণফুলীর স্বাভাবিক গতি প্রবাহ রক্ষা করতে এইসব স্থাপনা উচ্ছেদ করে মেরিন সড়ককে কর্ণফুলীর তীর ধরে তা গাইড ওয়াল তৈরি করা জরুরি।

    গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় এ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন। এতে কর্ণফুলী জরিপ কমিটির আহ্বায়ক নগর পরিকল্পনাবিদ সাদার্ন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রো ভিসি অধ্যাপক ইঞ্জিনিয়ার আলী আশরাফ তার গবেষণা উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. স্বপন কুমার পালিত, কর্ণফুলী গবেষক ড. মুহাম্মদ ইদ্রিস আলী, জাইকা ও ডিএফআইডি পরিবেশ কনসালটেন্ট (সাবেক) অধ্যাপক নোমান আহমাদ সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক ও পরিবেশ সংগঠক আলীউর রহমান, সার্ভে কমিশনার স্থায়ী এডভোকেট বেলাল উদ্দিন, সার্ভেয়ার শৈবাল শর্মা।

    ২৪ঘণ্টা/এন এম রানা

  • এম এ খায়েরের সহধর্মীনি নাজমা খায়ের ইন্তেকাল

    এম এ খায়েরের সহধর্মীনি নাজমা খায়ের ইন্তেকাল

    ২৪ঘণ্টা ডেস্ক: প্রবীণ রাজনীতিবীদ এম এ খায়েরের সহধর্মীনি নাজমা খায়ের ইন্তেকাল প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম এম এ খায়ের এর সহধর্মীনি নাজমা খায়ের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
    চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিন কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এ রত্ন গর্ভা মা।
    উল্লেখ্য তাঁর বড় ছেলে মরহুম ক্যাপ্টেন সেকান্দার হায়াত সেনাবাহিনীতে নিয়োজিত ছিলেন, বড় মেয়ে বিশিস্ট শিক্ষাবীদ দৈনিক প্রিয় চট্টগ্রাম ও নিউজ চট্টগ্রামের প্রকাশক পারভেজ মনিরা আকতার, মেজ মেয়ে চট্টগ্রাম বিশ্বাবদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক খুরশীদ সুলতানা ও ছোট মেয়ে রহীমা সুলতানা। বড় নাতি মির্জা ইমতিয়াজ দৈনিক প্রিয় চট্টগ্রাম এর নির্বাহি সম্পাদক ও নিউজ চট্টগ্রামের এডিটর ইন চিফ।
    আজ শুক্রবার রাত দশটায় ফতেয়াবাদ স্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
    তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যাক্তি, মহল ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
  • সিনিয়র সাংবাদিক মুস্তফা নঈম’র মায়ের ইন্তেকাল

    সিনিয়র সাংবাদিক মুস্তফা নঈম’র মায়ের ইন্তেকাল

    ২৪ঘণ্টা ডেেস্ক:দৈনিক কালেরকণ্ঠের চট্টগ্রামের ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক মুস্তফা নঈম’র মা খাতিজা আক্তার ইন্তেকাল করেছেন।
    আজ বুধবার রাত পৌনে ১১টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার এক নং রোড, বি-ব্লক বাসায় মারা যান (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহি রাজিউন)।

    তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন।
    সাংবাদিক মোস্তফা নঈম রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার বাদ জোহর নগরীর চকবাজার ধনিয়ারপোল ফালাহগাজী মসজিদ এলাকায় নামাজে জানাজা শেষে দাফন করা হবে।

    মরহুমা খাতিজা আক্তার বোয়ালখালীর কাননগোপাড়া স্যার আশুতোষ কলেজের সাবেক প্রিন্সিপ্যাল মোহাম্মদ সোলাইমানের স্ত্রী।
    ৩ ছেলে ও এক মেয়ের জননী খতিজা আক্তারের প্রথম ছেলে মোস্তফা এলাহী বাংলাদেশ

    পেট্টোলিয়াম কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, দ্বিতীয় ছেলে জোবায়ের শামীম রাঙ্গুনিয়া কলেজের শিক্ষক, তৃতীয় ছেলে সাংবাদিক মুস্তফা নঈম দৈনিক কালের কন্ঠ’র চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান, একমাত্র মেয়ে সারোয়াত নাজনীন নিজামপুর সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
    এদিকে সিনিয়র সাংবাদিক মুস্তফা নঈমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি সামশুল হক হায়দারী ও সাধারণ সম্পাদক মোহাম্দ শাহনাওয়াজ। নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

    ২৪ঘণ্টা/এন এম রানা

  • জেল জুলুম নির্যাতন করে আওয়ামীলীগের শেষ রক্ষা হবে না

    জেল জুলুম নির্যাতন করে আওয়ামীলীগের শেষ রক্ষা হবে না

    চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি ম. হামিদ, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকি, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ পিন্টু, চান্দগাঁও যুবদলের আহবায়ক গুলজার হোসেন, নগর যুবদলের সহসাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমেদ মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য মহিউদ্দিন মুকুল, মহিউদ্দিন জুয়েল, আসাদুজ্জামান রুবেল, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ রাসেল, ২ নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের আহবায়ক এসএম আলী, ৭ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক সোলায়মান হোসেন মনা, থানা যুবদলের সদস্য মহিউদ্দিন রুবেল, রাশেদ, শাহদাতসহ যুবদল নেতৃবৃন্দের উচ্চ আদালতে জামিন থাকা সত্ত্বেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করায় ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় এক প্রতিবাদ সভা ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাশেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসকান্দর মীর্জা, প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম মঞ্জু, বিশেষ অতিথি ছিলে সহশ্রমবিষযক সম্পাদক আবু মুসা, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল আলম মুনসি, নগর যুবদল সহসভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, তৌহিদুল ইসলাম রাসেল, ওমর ফারুক, হামিদুল হক, ওয়ার্ড বিএনপি নেতা দস্তগীর আলম, এম এ হামিদ দিদার, এম এ নাছের, মো. শফি, আলাউদ্দিন, আলী আকবর, ডা. রাহাত, সরওয়ার সেলিম, জাবেদ আলী, জুনায়েদ হোসেন রানা।

    বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শের শহীদ জিয়ার সূর্য সৈনিকদের মামলা হামলা, জেল জুলুম নির্যাতন করে আওয়ামীলীগের শেষ রক্ষা হবে না। বিরোধী মত তথা, জনগণের মুখ বন্ধ করতে আওয়ামীলীগের শেষ আশ্রয় পুলিশের সহাযতায় গায়েবী মামলা। আর এখন নিম্ন আদালতকে ব্যবহার করছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের
    নেতাকর্মীদের জেল হাজতে প্রেরণের হাতিয়ার হিসেবে।

    এ সময় বক্তারা আরো বলেন, বিএনপিসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে আগামীর আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকতে হবে।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের জসিম উদ্দিন, আবদুল গফুর, সাদেক হোসেন ইদু, মো. হাসান, ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদল’র যুগ্ম আহবায়ক বেলাল হামজা, হানিফ রানা, সুমন, আলী ইউসুফ, শাহজাহান, নাদের মিঠু প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • জিয়ার আদর্শের সৈনিকদের মিথ্যা মামলায় জেল হাজতে বন্দি করে সরকারের শেষ রক্ষা হবে না:আমান

    জিয়ার আদর্শের সৈনিকদের মিথ্যা মামলায় জেল হাজতে বন্দি করে সরকারের শেষ রক্ষা হবে না:আমান

    চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি ম. হামিদ, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকি, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ পিন্টু, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, চান্দগাঁও যুবদলের আহবায়ক গুলজার হোসেন, নগর যুবদলের সহসাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমেদ মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য মহিউদ্দিন মুকুল, মহিউদ্দিন জুয়েল, আসাদুজ্জামান রুবেল, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ রাসেল, ২ নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের আহবায়ক এসএম আলী, ৭ নং যুবদলের যুগ্ম আহবায়ক সোলায়মান হোসেন মনা, থানা যুবদলের সদস্য মহিউদ্দিন রুবেল, রাশেদ, শাহদাতসহ যুবদল নেতৃবৃন্দের উচ্চ আদালতে জামিন থাকা সত্ত্বেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করায় খুলশী থানা যুবদলের উদ্যোগে আজ মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) বিকাল ৪ টায় এক প্রতিবাদ সভা খুলশী থানা যুবদলের সি. যুগ্ম আহবায়ক আশিক মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাসেল রানা বাবুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান তার বক্তব্যে বলেন, যুবদলের জিয়ার আদর্শের সৈনিকদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় জেল হাজতে বন্দি করে এই সরকারের শেষ রক্ষা হবে না। চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫ টি থানা ও ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ড এবং সংশ্লিষ্ট ইউনিট যুবদল নেতৃবৃন্দের সমন্বয়ে শক্তিশালী সাংগঠনিক ইউনিট হিসেবে কেন্দ্রঘোষিত যে কোন কর্মসূচি সফল করতে যুবদল নেতৃবৃন্দ সদা প্রস্তুত।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী কলেজ ছাত্রসংসদের জিএস হাসান আল মামুন, তানভীর মল্লিক, জহিরুল হক জীবন, গুলজার হোসেন মিন্টু, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইউনুস মুন্না, মোহাম্মদ হোসেন (হাসান), মো. কামাল (ভুট্টো কামাল), থানা যুবদলের সদস্য নিজাম, আকবর আলী, আবদুল বাতেন, ১৩ নং যুবদল ওয়ার্ডের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, ৯ নং যুবদল ওয়ার্ডের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ১৪ নং ওয়ার্ড যুবদল নেতা ফারুকসহ ১৩ ও ১৪ নং ওয়ার্ড নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • মুজিববর্ষ উপলক্ষ্যে ছালেহ আহমেদ-খুরশিদা ফাউন্ডেশনের চারা বিতরণ

    মুজিববর্ষ উপলক্ষ্যে ছালেহ আহমেদ-খুরশিদা ফাউন্ডেশনের চারা বিতরণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত এক কোটি চারা গাছ রোপনের কর্মসূচির অংশ হিসেবে ছালেহ আহমেদ-খুরশিদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরন অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব। চট্টগ্রাম আইন কলেজ এর সাবেক অধ্যক্ষ ছালেহ আহমেদ সিদ্দিকী সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা অনিন্দ্য দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা তাজউদ্দীন রিজভী, ছালেহ আহমেদ-খুরশীদা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক যুবলীগ নেতা হুমায়ন মোর্শেদ সিদ্দিকী শাকিল, যুবনেতা মোঃ নিয়াজ, মোঃ রায়হান, প্রতিধ্বনি ক্লাবের সভাপতি সমন্যু চক্রবর্তী আকাশ, সাধারন সম্পাদক রিমন দত্ত, ডাঃ সৌরভ দাশ, শুভ ঘোষ, সন্জয় দত্ত, ছোটন দাশ, মোঃ সিফাত, তাওহীদ, আরজু, সৈকত, প্রান্ত প্রমুখ।

    প্রধান অতিথি ছালেহ আহমেদ-খুরশিদা ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, ছালেহ আহমেদ-খুরশিদা ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছেন তাহা সত্যিই প্রশংসার যোগ্য। চট্টগ্রাম মহানগরে জায়গার অপ্রতুলতার কারণে বড় পরিসরে চারা রোপনের ইচ্ছা থাকা সত্তে¡ও পর্যাপ্ত চারা রোপন করা যাচ্ছে না। তবে আমরা প্রত্যেক বিল্ডিং এর ছাদের উপরে টপের মধ্যে চারা রোপনের মাধ্যমে মুজিববর্ষে চারা রোপনের কর্মসূচি পালন করা হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • শোক দিবসে আহমদিয়া পাড়ায় শেখ রাসেল স্মৃতি সংসদের বৃক্ষরোপণ

    শোক দিবসে আহমদিয়া পাড়ায় শেখ রাসেল স্মৃতি সংসদের বৃক্ষরোপণ

    শেখ রাসেল স্মৃতি সংসদ আহমদিয়া পাড়া শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জন্মশতবর্ষ উপলক্ষে আজ বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করবেন সাবেক ছাত্রলীগ নেতা ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মজিবুর রহমান বাঙালি।

    এতে আরো উপস্থিত ছিলে ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম মুন্না, সাবেক ছাত্র নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শাহেদুল আলম, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো রিয়াজুল আলম জিসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক ইমন, ৫ নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ জাবেদ, তানিম হাসান,ফারহান,সিফাত, সুনান, অভি প্রমূখ।

  • আমিরাতে বাংলাদেশী কৃষি খামার বাড়ির উদ্বোধন

    আমিরাতে বাংলাদেশী কৃষি খামার বাড়ির উদ্বোধন

    আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে গত ৮ আগষ্ট (শনিবার) মারগব মুসল্লী স্থানে মোহাম্মদ আবুল কালাম কৃষি খামার বাড়ি শুভ উদ্বোধন করা হয়।

    মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে, মোহাম্মদ ইয়াছিন তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন আব্দুল মালেক ব্যবস্থাপক জনতা ব্যাংকের ম্যানেজার দুবাই শাখা।

    প্রধান অতিথি ছিলেন আইয়ুব আলী বাবুল সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশদ বিজনেস কাউন্সিল দুবাই।

    বিশেষ অতিথি ছিলেন কাজী মোহাম্মদ আলী সভাপতি বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটি, আনসারুল হক আনসার সাধারণ সম্পাদক, মির আহমদ সহ সভাপতি, রাশেদুল আলম দুলাল অর্থ সম্পাদক, আবদুস সবুর বিশিষ্ট ব্যবসায়ী, সাইফুল করিম প্রচার সম্পাদক, মহাম্মদ মঞ্জু সহ প্রচার সম্পাদক সহ স্থানীয় আরো অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন বর্তমানে করোনার মহামারীতে এই ধরনের একটা প্রজেক্ট নতুন করে চালু করা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার প্রবাসের মাটিতে এই ধরনের একটা গ্রীন পরিবেশ তৈরি করার উদ্যোগ দেখে সবাই মোঃ আবুল কালাম ভাইকে সাধুবাদ জানান এবং নানান রকমের দিকনির্দেশনা দিয়ে সকল প্রকারের সহযোগিতা করার আশ্বাস দিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/মানিক

  • শফিউল বারী বাবু আমাদের চলার পথের অনুপ্রেরণা :  রাশেদ খান

    শফিউল বারী বাবু আমাদের চলার পথের অনুপ্রেরণা : রাশেদ খান

    বাকশালি সরকারের সকল প্রতিকুলতাকে পাশ কাটিয়ে আন্দোলন সংগ্রামে আপোসহীনভাবে এগিয়ে চলা শফিউল বারী বাবু ছিলেন আমাদের অনুপ্রেরণা। তিনি একজন দায়িত্বশীল ও দক্ষ সংগঠক ছিলেন। দল ও দেশের চরম ক্রান্তিলগ্নে তিনি স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

    তিনি ছিলেন একজন ত্যাগী, সৎ, সাহসী ও আদর্শবান নেতা। তার অমায়িক আচরণের কারনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। উনার অকাল মৃত্যুতে দলের যে অপুরণীয় ক্ষতি হয়েছে তা পুরণ হওয়ার নয়।

    মুসল্লীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান আজ শনিবার (৮ই আগস্ট) বাদে আছর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মাসজিদে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর কতৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে একথা বলেন।

    দোয়া ও মিলাদ পরিচালনা করেন জামে মাসজিদের খতিব মাওলানা এহসানুল হক।

    এইসময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী বলেন সরকারী দলের নানা বাধার মুখেও শফিউল বারী বাবু দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে অদম্য সাহসিকতার সঙ্গে কাজ করে গেছেন। ছাত্রজীবন থেকেই তিনি গনতান্ত্রিক অধিকার আদায়ে পুলিশি মামলা হামালার শিকার হয়েছেন বার বার তারপরেও তিনি পিছো হাঁটেন নি কখনোই। তাঁর মতো একজন যোগ্য ও দক্ষ নেতা না ফেরার দেশে চলে যাওয়ায় বিএনপির সব নেতাকর্মী শোকে বাকরুদ্ধ। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

    চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ বলেন , দেশের অসহায় মানুষ ও নেতাকর্মীদের পাশে দাড়ানোর ক্ষেত্রে শফিউল বারী বাবু সবার নিকট জনপ্রিয় একজন নেতা ছিলেন।এই করোনা পরিস্থিতিতেও উনি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের দ্বারে দ্বারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।এই করোনা পরিস্থিতি উনার জানাজায় বিপুল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই প্রমাণ করে উনার আকাশচুম্বী জনপ্রিয়তা ছিলো। উনার এই চলে যাওয়া শূন্যতা পূরণ হওয়ার নয়।উনার রুহের মাগফেরাত কামনা করছি।

    আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাসান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নগর ছাত্রদল নেতা এন মোহাম্মদ রিমনের পরিচালনায়, এই সময় আরো বক্তব্য রাখেন কোকো কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক আওরঙ্গজেব খান সম্রাট এবং মিলাদে উপস্থিত ছিলেন নগর কোকো সংসদের সহ সভাপতি নগর ছাত্রদল নেতা মো নয়ন, মো নাজমুল হায়দার, সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুবদল নেতা এস এম ইউছুপ, যুগ্ম সম্পাদক ও ছাত্রদল নেতা মো ইমতিয়াজ উদ্দিন, মো সাইফুল ইসলাম সায়েল, সাংগঠনিক সম্পাদক ছাত্রদল নেতা আলিফ আল সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল নেতা মো সোহাগ হোসাইন, মো সোহেল রানা, সহ সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল নেতা মামুন পাটোয়ারী নীরব, দপ্তর সম্পাদক ও ছাত্রদল নেতা নাজিম উদ্দিন নয়ন,মো মাহফুজুর রহমান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছাত্রদল নেতা মো মিরাজ, সহ অর্থ সম্পাদক ছাত্রদল নেতা মো রিদোয়ান, এম আই সাকিব, মো জাহেদ রকি, সদস্য মো রাকিব, মো নাঈম, মো সাকিব সহ প্রমুখ নেতৃবৃন্দ।

    মিলাদ মাহফিলে শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশবাসীর জন্য করোনা পরিস্থিতি থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর নিকট ফরিয়াদ করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • কাউন্সিলর সেলিমের রোগমুক্তি কামনায় আমরা ক’জন মুজিব সেনার খতমে কোরআন ও দোয়া মাহফিল

    কাউন্সিলর সেলিমের রোগমুক্তি কামনায় আমরা ক’জন মুজিব সেনার খতমে কোরআন ও দোয়া মাহফিল

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের চারবার নির্বাচিত কাউন্সিলর, আমরা ক’জন মুজিব সেনার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি তারেক সোলায়মান সেলিমের রোগমুক্তি কামনায় আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্দ্যোগে “খতমে কোরআন ও দোয়া মাহফিল” হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা মাদরাসায় বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।

    সংগঠনের আহ্বায়ক মোঃ ওয়াজ উদ্দিন আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, কর্নফুলী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন হায়দার, কর্নফুলী উপজেলা আওয়ামীলীগের সদস্য এম.এ মারুফ, কর্নফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম জেলার আপ্যায়ন সম্পাদক লায়ন ছাবের আহমদ, সাবেক যুবলীগ নেতা মোঃ আবু তাহের, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ ফারুক হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুজিব সেনার যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন জনি, কর্নফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ সাজিদ, মুজিব সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ খালেদ ইবনে হাবীব ছোটন, কর্নফুলী উপজেলা মুজিব সেনার ইহ্বায়ক মোঃ সেলিম ওয়াহিদ, যুগ্ম আহ্বায়ক আলি আকবর সুজন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান গাজী সোহাগ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হেলাল, উপজেলা মুজিব সেনার যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

    বক্তারা বলেন, তারেক সোলায়মান সেলিম একজন আওয়ামীলীগের নিবেদিত প্রাণ। দলের জন্য সারাজীবন বিলিয়ে দিয়েছিন। কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেনি। খতমে কোরআন ও দোয়া মাহফিলে মোনাজাত করেন মাওলানা মুহাম্মদ ইব্রাহিম।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ‘নিশ্বাসের বন্ধু’ মানবতার সেবাই নিয়োজিত থাকবে

    ‘নিশ্বাসের বন্ধু’ মানবতার সেবাই নিয়োজিত থাকবে

    চান্দগাঁওয়ের স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন “নিশ্বাসের বন্ধু”র আগামী দিনের কর্ম পরিকল্পনা ও চলমান সেবা কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা সংগঠনের কার্যলয়ে জামান চৌধুরী শিপলুর পরিচালনায় এম আবুল মনসুর রুমেলের সভাপতিত্বে অনুষ্টিত হয় ৷

    সভাপতির বক্তব্যে তিনি বলেন, চান্দগাঁও নিশ্বাসের বন্ধু আমাদের সন্তানের মতো। একজন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলে যেমন মা-বাবার সুনাম বয়ে আনে ঠিক তেমনি আমাদের সন্তানের আদরে চান্দগাঁও নিশ্বাসের বন্ধু মানবতার সেবাই নিয়োজিত থাকবে। তাতে আমাদের সুনাম এবং একদিন আল্লাহর কাছে আমরা এই মহতী কাজের পুরস্কার পাব। চান্দগাঁও নিশ্বাসের বন্ধু দেশ ও বিদেশের বিভিন্ন মহলের সহযোগীতায় পরিচালিত একটি সামাজিক সেবামুলক ও অরাজনৈতিক সংগঠন। অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নিঃস্বার্থভাবে তারপরও আমরা জবাবদিহিতার আওতায় নিজেদেরকে অন্তর্ভুক্ত রেখেছি যারা এই মানবতার সেবাই সহযোগিতা করেছেন ভবিষ্যতে করবেন তাদের জন্য নিখুত এবং স্বচ্ছতার সহিত আমরা আয় ব্যয়ের হিসাব নথিভুক্ত করে যাচ্ছি।

    সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ নাছির, মোহাম্মদ কামাল, কাজী পারভেজ, মোহাম্মদ বদরুল, আবু বক্কর বাবু, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ আবুল হাসনাত প্রমুখ ৷

    উল্লেখ্য, সংগঠনটি অক্সিজেন,নেবুলাইজার,অক্সি পালস মিটার ফ্রি হোম সার্ভিস এবং মৃত ব্যক্তির জন্য বিনামূল্যে কাফনের কাপড় প্রদান দিয়ে শুরু করলেও এখন প্রতিদিন ২০ থেকে ৩০জন রোগীকে বিনামুল্যে অভিজ্ঞ ডাক্তার দ্ধারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। চান্দগাঁও নিশ্বাসের বন্ধুকে যদি কেউ সহযোগিতা করতে চাই তাহলে বিকাশ নাম্বার-০১৭৭৭-২৭৪১৪৯ (পার্সোনাল) এ দেওয়ার জন্য আহবান জানিয়েছেন।
    ২৪ ঘণ্টা/এম আর