Category: রাজধানী

  • চিরকুটে বাবাকে ‘রেপিস্ট’ লিখে ১০তলা থেকে লাফিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

    চিরকুটে বাবাকে ‘রেপিস্ট’ লিখে ১০তলা থেকে লাফিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

    রাজধানীর দক্ষিণখানে ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু’ ও ‘রেপিস্ট’ বলে উল্লেখ করেছেন।

    শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন।

    স্থানীয়রা জানান, ওই ছাত্রী আজ দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আত্মহত্যার আগে একটি চিরকুট লেখে গেছেন ওই ছাত্রী। চিরকুটটি উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়। কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।

    ওই তরুণীর মা গণমাধ্যমকে বলেন, ওর বাবা দুটি বিয়ে করেছে। এ নিয়ে আমাদের পরিবারে অশান্তি লেগেই ছিল। একপর্যায়ে তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।

    এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক মিঞা গণমাধ্যমকে বলেন, ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ছাত্রীর হাতে লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

  • রাজধানীর উত্তরায় গার্ডারে চাপা : হাসপাতাল থেকে আহত নবদম্পতি ছাড়া পেয়েছেন

    রাজধানীর উত্তরায় গার্ডারে চাপা : হাসপাতাল থেকে আহত নবদম্পতি ছাড়া পেয়েছেন

    উত্তরায় বিআরটি’র নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে প্রকল্পের গার্ডারে চাপায় নিহতদের মরদেহ এখনও ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। একই গাড়িতে গার্ডার পড়ায় আহত নববধূ রিয়া মনি ও হৃদয়কে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া মামলার আসামি পলাতক ক্রেন চালককে ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    তবে রিয়া মনি ও হৃদয় দুজনেই ডান পায়ে ব্যথা পেয়েছেন। তাদের কোনো ধরনের কোনো কাটাছেঁড়া বা জখম নেই বলে জানান চিকিৎসক।

    এদিকে, হৃদয়ের বাবার মরদেহ তাদের গ্রামের বাড়ি মেহেরপুরে নেয়া হবে বলে জানান পরিবারের সদস্যরা। যাদের উদাসীনতায় এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, তাদের শাস্তি প্রার্থনা করেছেন স্বজনরা।

    গতকাল ১৫ আগস্ট (সোমবার) বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাইভেট কারের ওপর গার্ডার পড়ায় তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বের করা হয় নিহতদের মরদেহ। আহত নবদম্পতিকে নেয়া হয় হাসপাতালে। অবশ্য রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তারা।

    ফায়ার সার্ভিস জানান, ত্রুটিপূর্ণ ক্রেন দিয়ে লিফটিং করা হচ্ছিল গার্ডারটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উত্তরা রোডে বিআরটি প্রকল্পের উদাসীনতায়ই এমন দুর্ঘটনা ঘটেছে। এদিকে, দুর্ঘটনা তদন্তে কাজ শুরু করেছে বিআরটি থেকে করা তদন্ত দল। দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন তারা।

    যেভাবে উদ্ধার হলো দুর্ঘটনা কবলিত গাড়ি ও পাঁচ মরদেহ :
    উত্তরার জসীম উদ্দীন সড়কে বিআরটি প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী।

    এ দুর্ঘটনায় আহত হন আরও দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার ৩ ঘণ্টা পর দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটির ওপর থেকে সরানো হয় গার্ডারটি।

    গতকাল ১৫ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৭টার পর গার্ডার সরিয়ে লাশগুলো বের করে দুটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেলে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্পের নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত হন।

    তাদের মধ্যে রয়েছে দুই শিশু ও দুই নারী। এ সময় আহত হন নবদম্পতি রেজাউল করিম হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুর্ঘটনায় নিহতরা হলেন হৃদয়ের বাবা রুবেল হাসান (৫০), রিয়ার মা ফাহিমা (৪০), রিয়ার খালা ঝর্না (২৮), ঝর্নার মেয়ে জান্নাত (৬) ও ছেলে জাকারিয়া (৩)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটি প্রকল্পের জন্য নির্মিত ওই গার্ডার একটি ক্রেন দিয়ে সরানো হচ্ছিল। এ সময় গার্ডারটি হঠাৎ করেই রাস্তায় চলমান ওই প্রাইভেট কারটির ওপর পড়ে যায়।

    গার্ডারটি ক্রেন থেকে ছুটে যায়নি, বরং ক্রেনের একপাশ উল্টে যায়। ঘটনার তিন ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে চাপাপড়া গাড়িটির ওপর থেকে সরানো হয় গার্ডারটি। এরপর গাড়ির ভেতরে থাকা লাশগুলো একে একে বের করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেয়া হয়।

    প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর গার্ডারের নিচে প্রাইভেটকারটি চাপা পড়ে থাকায় কিছুতেই মরদেহগুলো বের করতে পারছিলেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে এক্সক্যাভেটর দিয়ে গার্ডার সরিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।

    ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, ১৫০ টন ওজনের গার্ডার হওয়ায় প্রথমে উদ্ধার কাজ শুরু করা যায়নি।

    পরে এক্সক্যাভেটর আনা হয়। এক্সক্যাভেটর আনতে দেরি হওয়ায় উদ্ধার কাজ বিলম্বে শুরু হয়। তিন ঘণ্টা পর এক্সক্যাভেটর দিয়ে গার্ডারটি একটু উঁচু করে প্রাইভেটকারের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

    এ দুর্ঘটনায় আহত হৃদয়ের চাচাতো ভাই রাকিব (১৯) জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। কিন্তু এতো সময় পরও গাড়ি থেকে মরদেহগুলো বের করতে পারেননি উদ্ধারকারীরা। ভেতরে যদি কেউ বেঁচে থেকেও থাকেন তাহলে এতোক্ষণে মারা গেছেন।

    রাকিব ক্ষোভ জানিয়ে বলেন, সরকার কীভাবে এভাবে এতো অব্যবস্থাপনার মধ্যে কাজ করছে? আমরা কার কাছে বিচার দিবো! আমাদের অন্তত লাশগুলো বের করে দিক। কিন্তু এখানে তো কোনো উন্নত যন্ত্রপাতিও নেই।

    ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
    এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তারকে।

    এছাড়াও কমিটিতে আরও আছেন, মহাসড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দীন খান ও ঢাকা মেট্রো পলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মঞ্জুর মোরশেদ।

    ১৬ আগস্ট (মঙ্গলবার) সকাল নয়টার ভেতর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

    জে-আর

  • উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত ৪

    উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত ৪

    রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারের তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

    আজ সোমবার উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মহসীন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

    জানা গেছে, নিহতদের মধ্যে ৫০ বছর বয়সী রুবেল, ২৮ বছর বয়সী ঝরনা, ৬ বছর বয়সী জান্নাত ও দুই বছর বয়সী জাকারিয়া। যে দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, তারা হলেন ২৬ বছর বয়সী হৃদয় ও ২১ বছর বয়সী রিয়া মনি।

    প্রাইভেটকারটি গাজীপুরে যাচ্ছিল জানিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘ক্রেন দিয়ে গার্ডারটি ওঠানোর কাজ চলতেছিল। প্রাইভেটকারটি নিচ দিয়ে যাচ্ছিল। তখন গার্ডারটি ছিটকে গাড়ির ওপরে পড়ে যায়। আমাদের উদ্ধার অভিযান চলছে।’

    এন-কে

  • বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব : সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব : সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত

    উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহওয়া অফিস।

    ১০ আগস্ট (বুধবার) আবহাওয়া অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, ওড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে ভারতের ছত্রীশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    এটি আরো উত্তর পশ্চিমদিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে।

    সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্মকর্তা আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ জানান, সুস্পষ্ট লঘুচাপ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলাসমূহ ও তাদের অদূরবর্তী দ্বীপ ও

    চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুট অধিক উচ্চতার বায়ুুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

    জে-আর

  • বৈশাখের আকাশ মেঘলা, বিকেলে বৃষ্টির আভাস

    বৈশাখের আকাশ মেঘলা, বিকেলে বৃষ্টির আভাস

    বৈশাখের প্রথম দিন ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কিন্তু রাজধানী শহরে সারাদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে আভাস আবহাওয়া অফিসের।

    তবে গত কয়েকবছরের আবহাওয়া বিশ্লেষণে ধারণা করা যায় বৈশাখের প্রথমদিন সন্ধ্যার দিকে এক পশলা বৃষ্টি হতেই পারে।

    এই মৌসুমে হঠাৎ করেই বৃষ্টি হয় আবার হঠাৎ করেই কালবৈশাখী শুরু হয়। আর বেশিরভাগ সময় তাপমাত্রা থাকে ভ্যাপসা গরম।

    আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম এবং বহুনায় এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃটিও হতে পারে।

    এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এন-কে

  • শ্রীপুরের প্রহলাদপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী নুরুল হক আকন্দের নির্বাচনী পথসভা

    শ্রীপুরের প্রহলাদপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী নুরুল হক আকন্দের নির্বাচনী পথসভা

    ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পথসভা করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার  ৯নং প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল হক আকন্দ।৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দিনভর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও বিকালে লোহাগাছিয়া বাজারে পথসভা করেন আওয়ামীলীগ প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি।

    এসময় তিনি বাজার, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রতিশ্রুতি দিয়ে পুনরায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন। এসময় শত শত নেতাকর্মীর বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তিনি বলেন, আমার ভুলত্রুটি ক্ষমা করে আপনারা সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন এবং নৌকা মার্কায় ভোট দিবেন।সভায় মোঃ নুরুল হক আকন্দের সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

    রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

    রাজধানীর নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির মিছিলে পুলিশের বাধা এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনার সময় বেশ কয়েকজনকে আটকও করা হয়।

    সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। শোভাযাত্রা করে নয়াপল্টন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে যেতে চাইলেও পুলিশ অনুমতি দেয়নি বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজকের সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়। সমাবেশে বক্তব্য শেষে সবাইকে যার যার গন্তব্যে চলে যাওয়ার নির্দেশ দেন বিএনপির মহাসচিব। এরপর কিছু নেতাকর্মী মিছিল করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে।

    ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের একটি সমাবেশ ছিল। কথা ছিল তারা মিছিল না করে সমাবেশ শেষ করবে। হঠাৎ বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল ও লাঠিসোটা নিক্ষেপ করে। এ ঘটনা সাড়ে ১১টার দিকে। এমন সময় আমরা আত্মরক্ষার জন্য লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেই।’

    এসি আবুল হাসান আরও বলেন, ‘এ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধ না থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে। অপরাধ থাকলে গ্রেপ্তার দেখানো হবে।’

    আজকের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

    এন-কে

  • ডিবি কার্যালয়ে হাজির হয়েছেন স্বপরিবারে ধনকুবের মুসা বিন শমসের

    ডিবি কার্যালয়ে হাজির হয়েছেন স্বপরিবারে ধনকুবের মুসা বিন শমসের

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে হাজির হয়েছেন ধনকুবের মুসা বিন শমসের। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মুসা বিন শমসের, তার স্ত্রী শারমিন চৌধুরী, ছেলে জুবেরী হাজ্জাজ একটি গাড়িতে করে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। প্রতারণার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। ডিবির অতিরিক্ত ডিআইজি হারুনুর রশিদ জানান, মুসা বিন শমসের ডিবি কার্যালয়ে আসার পরপরই তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

    আব্দুল কাদের মাঝি নামে এক ব্যক্তি নিজেকে কখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবার কখনো কথিত প্রিন্স মুসা বিন শমসেরের নিয়োগপ্রাপ্ত লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে পরিচয় দিয়ে নিয়মিত প্রতারণা করে আসছিল। এছাড়া সরকার পরিচালিত বিভিন্ন প্রকল্পের শত শত কোটি টাকার ঠিকাদারি পেয়েছে বলে ভুয়া কাগজপত্র তৈরি করত সে। সেগুলোর বিপরীতে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে কার্যাদেশ বিক্রি করত। এভাবে প্রতারণা করে অঢেল সম্পদের মালিক বনে গেছে এই ঠগবাজ আব্দুল কাদের।এদিকে গ্রেফতারকৃত আব্দুল কাদেরের সঙ্গে মুসা বিন শমসেরের যোগাযোগ ও লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। এ কারণে আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে (প্রিন্স মুসা) জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হয়।সম্প্রতি ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজধানীর কাওরান বাজার, মিরপুর এবং গুলশান থেকে প্রতারক কাদেরসহ চার জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। গ্রেফতারকৃত অন্য তিন জন হলেন, প্রতারক কাদেরের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী ছোঁয়া, কাদেরের সততা প্রপার্টিজের ম্যানেজার শহিদুল আলম এবং অফিস সহায়ক আনিসুর রহমান।

  • বংশালে কেমিক্যাল দোকানের আগুন নিয়ন্ত্রণে

    বংশালে কেমিক্যাল দোকানের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর পুরান ঢাকার দুই নং আরমানিটোলা বংশাল মাঠের পাশে একটি কেমিক্যালের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

    সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, “সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। কেমিক্যালের দোকান হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।”

    প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

    উল্লেখ্য, ২০১০ সালে পুরান ঢাকার নিমতলী এবং ২০১৯ সালে চুড়িহাট্টায় রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ১৯৫ জন। এরপর আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম নিয়ে নানান প্রশ্ন ওঠে। প্রথম ঘটনার পরই সরকার দ্রুত এসব রাসায়নিক গুদাম সরিয়ে ফেলার ঘোষণা দেয়। কিন্তু বাস্তবে এর কোন বাস্তবায়নই চোখে পড়েনি। দ্বিতীয় ঘটনার পরও এসব দোকান ও গুদাম সরিয়ে ফেলার তাগাদা দেওয়া হয়। কিন্তু দফায় দফায় ঘোষণার পরেও বাস্তবায়ন হয়নি নির্দেশনার।

    এন-কে

  • পল্লবীর নিখোঁজ তিন কলেজ ছাত্রী উদ্ধার

    পল্লবীর নিখোঁজ তিন কলেজ ছাত্রী উদ্ধার

    রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীকে আব্দুল্লাহপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    আব্দুল্লাহপুর থেকে মিরপুর যাওয়ার ভেড়িবাঁধে আজ ( ৬ অক্টোবর) সকালে তাদের উদ্ধার করা হয়। তিন জনকে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিল বলে জানিয়েছে। তাদের তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব ৪-এর অধিনায়ক মোজাম্মেল হক।

    এর আগে নিখোঁজদের পরিবার অভিযোগ করে, কলেজ পড়ুয়া তিন বান্ধবী বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হয়ে গেছেন।

    গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে পাচ্ছিলেন না। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

    নিখোঁজের পর তাদের পরিবার দাবি করে, বিদেশে নেওয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র। তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এর মধ্যে একজন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, অন্য একজন পল্লবী ডিগ্রি কলেজ ও সর্বশেষজন কানিজ দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় এক ছাত্রীর মা শুক্রবার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

    এন-কে

  • রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

    রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    গতকাল শনিবার ভোর ৬টা থেকে আজ রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালোনো হয়। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান।

    আজ রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

    ইফতেখায়রুল ইসলাম বলেন, গ্রেপ্তার ৫২ জনের কাছ থেকে চার হাজার ৪২৫ ইয়াবা, ৫৬৩ গ্রাম হেরোইন, দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৬০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

    গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

    এন-কে

  • কোটি টাকা আত্মসাৎ: সাজাপ্রাপ্ত পলাতক ব্যবসায়ী ঢাকা থেকে গ্রেফতার

    কোটি টাকা আত্মসাৎ: সাজাপ্রাপ্ত পলাতক ব্যবসায়ী ঢাকা থেকে গ্রেফতার

    বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করার দায়ে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক ব্যবসায়ী হোসাইন হায়দার আলীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।গতকাল ১৭সেপ্টেম্বর শুক্রবার কোতোয়ালী পুলিশের একটি টিম রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আ/এ এলাকা হতে পলাতক এ ব্যবসায়ীকে গ্রেফতার করলেও আজ শনিবার রাতে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, আসামী হোসাইন হায়দার আলী মেসার্স জুবলী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিক ছিল। তিনি বিগত ২০১২ইং সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করে নিজেকে আত্মগোপন করে। বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সিআর মামলা দায়ের করলে উক্ত মামলা সমূহের বিচার কার্যশেষে বিজ্ঞ আদালত বিভিন্ন মামলায় প্রায় ১০০ কোটি টাকার অর্থদন্ড প্রদান করে এবং আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। আসামীর বাড়ি এবং প্রতিষ্ঠান কোতোয়ালী থানাধীন হওয়ায় উক্ত গ্রেফতারি পরোয়ানাসমূহ কোতোয়ালী থানায় আসে। আসামী সাজা ভোগ না করার জন্য নিজেকে আত্মগোপনে চলে যায়।গোপন খবরের ভিক্তিতে কোতোয়ালী থানার এএসআই সাইফুল আলম, এএসআই রণেশ বড়ুয়া, এসআই মোঃ জুবায়ের মৃধার নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল ঢাকায় গিয়ে তাকে গ্রেফতার করে।

    ওসি বলেন, আত্মসাৎ করে ঢাকায় গিয়ে দীর্ঘ ১০ বছর যাবৎ বসবাস শুরু করে। সে সাজা ভোগ না করার জন্য বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকে। বিভিন্ন ব্যাংক থেকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করে সে উক্ত টাকা দিয়ে ঢাকায় একটি অভিজাত বাড়ি বানায়। সে বাড়িতে তার পরিবার সহ বসবাস করে এবং বিলাসবহুল জীবনযাপন করে।গ্রেফতারকৃত আসামী হোসাইন হায়দার আলী, পিতা-মরহুম হায়দার আলী জিওয়ানী, মালিক মেসার্স জুবলী ট্রেডার্স, ১৮৮ জুবলী রোড, এনায়েতবাজার, বাসা-সিফাত-ই-হায়দার মঞ্জিল, আবেদীন কলোনী, লাভলেইন, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাস।