Category: করোনা ভাইরাস

  • গণস্বাস্থ্যকে করোনা পরীক্ষার কিট তৈরীর অনুমতি

    গণস্বাস্থ্যকে করোনা পরীক্ষার কিট তৈরীর অনুমতি

    করোনাভাইরাস শনাক্ত করার কিট উৎপাদনের অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আজ দুপুরে আমরা সরকারের অনুমোদন পেয়েছি। আগামী ১ সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য থেকে কাঁচামাল দেশে পৌঁছাবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা কিট উৎপাদনে যাব।
    তিনি আরও বলেন, কিট উৎপাদনের কাঁচামাল চীনের কাছেও আছে। তবে চীন বাণিজ্যিকভাবে কিট উৎপাদনের জন্যে কাঁচামাল বিক্রি করবে বলে না জানিয়েছে।

    গণস্বাস্থ্য কেন্দ্র উৎপাদন শুরু করলে দেশে কিট নিয়ে কোনো সঙ্কট থাকবে না বলেও দাবি করেন ড. জাফরুল্লাহ চৌধুরী।

  • চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত ইতালিফেরত যুবক

    চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত ইতালিফেরত যুবক

    চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা শহরের থানাপাড়ার ইতালিফেরত এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

    ওই প্রবাসীর বাবা জানান, ২৬ বছর পর গত ১২ মার্চ তার ছেলে দেশে ফেরেন। ঢাকায় দুই দিন অবস্থানের পর আলমডাঙ্গায় ফেরেন ১৪ মার্চ। এর একদিন পর থেকেই ঠান্ডা, কাশি ও গলাব্যথাসহ জ্বরে আক্রান্ত হন তিনি।

    চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ মার্চ) সকালে এই প্রবাসীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। মঙ্গলবার দুপুরে আক্রান্ত যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআরে নমুনা পাঠানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

    উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ ছিল। চুয়াডাঙ্গার রোগীকে নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮-তে দাঁড়ালো। এই ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

  • কোয়ারেন্টাইনে না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা দিল ফটিকছড়ির প্রবাসী

    কোয়ারেন্টাইনে না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা দিল ফটিকছড়ির প্রবাসী

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশনা অমান্য করায় ফটিকছড়িতে সৌদি আরব থেকে দেশে আসা আরো এক প্রবাসীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

    গতকাল বুধবার ১৮ মার্চ রাতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

    জানা যায়, উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর পূর্ব ফরহাদাবাদ এলাকার ওই প্রবাসী গত ১৬ মার্চ দেশে আসেন। এরপর থেকে তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪দিন হোম কোয়ারেন্টেইনে না থেকে ঘর থেকে বের হয়ে হাট-বাজার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহন করতে থাকে।

    খবর পেয়ে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মো. বাবুল আকতার তাকে মুঠোফোনে ঘর-থেকে বের না হওয়ার এবং হোম কোয়ারেন্টেইনে থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু নির্দেশ না মেনে অফিসার ইনচার্জের সাথে অশোভন আচরন করেন বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদুল আরেফিন।

    পরে তাকে থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ দিন হোম কোয়ারেন্টেইনে থাকার শর্ত সাপেক্ষে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন।

    ২৪ ঘন্টা/এম জুনায়েদ/আর এসপি

  • দেশে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ ঘোষণা

    দেশে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ ঘোষণা

    প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সবধরণের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন।

    বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা। বিশ্বের এক তৃতীয়াংশ দেশের গণ্ডি পেরিয়ে তা আছড়ে পড়েছে বাংলাদেশেও। স্বভাবতই আতঙ্কিত দেশের মানুষ। এর কালো ছায়া পড়েছে ক্রীড়াঙ্গনেও।

    পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) খেলা বন্ধ করে বিসিবি। এরই ধারাবাহিকতায় এবার সবধরণের ক্রিকেট বন্ধের ঘোষণা দিলেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান।

    তিনি বলেন, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মাঠে ক্রিকেট ফেরার সম্ভাবনা নেই। তাই অনির্দিষ্টকালের জন্য সবধরনের ক্রিকেট বন্ধ থাকছে।

    করোনা রুদ্রমূর্তি ধারণ করায় স্থগিত করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফরও। শুধু তাই নয়, আগামী মে মাসে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজও স্থগিত করার চিন্তা-ভাবনা করছে বিসিবি।

    ওই সময় ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে সফরে যাওয়ার কথা টাইগারদের। সেখানে ওডিআই সিরিজ শেষে ইংল্যান্ডের মাটিতে ৪টি টি-টোয়েন্টি খেলার কথা দুদলের। কিন্তু করোনার কারণে ইংল্যান্ডের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেটি না হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

  • রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর নিকট জরুরি অবস্থা জারির আবেদন

    রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর নিকট জরুরি অবস্থা জারির আবেদন

    দেশে বিরাজমান করোনা পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশে জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ আবেদনপত্র গ্রহণ করেছে।

    আইনজীবী শিশির মুনীর, আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে এ আবেদন করেন।

    দেশে এখন পর্যন্ত ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন একজন।

    বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।

  • দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭

    দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭

    বাংলাদেশে করোনা ভাইরাসে নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭-তে দাঁড়ালো।

    আবুল কালাম আজাদ জানান, নতুন করে আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।

    তিনি আরও জানান, এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা একজনই।

    করোনা ভাইরাস নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) খোলা হটলাইনে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৮৩৮ জন সেবা নিয়েছেন বলেও জানান তিনি।

    বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।

    এর আগে বুধবার পর্যন্ত দেশে ১৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল আইইডিসিআর।

  • করোনা:ইতালিতে একদিনে রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু

    করোনা:ইতালিতে একদিনে রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৪৭৫ জন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯৭৮জন ।

    ইতালিতে করোনাভাইরাসে শুধু লোম্বারদিয়া প্রভেন্সিতে মৃত্যের সংখ্যা এক হাজার ৯৫৯ জন।গত ২৪ ঘণ্টায় এখানে রেকর্ড ৩১৯ জন শুধু লোম্বারদিয়া প্রভেন্সিতেই মারা গেছেন। এই প্রদেশেই করোনাভাইরাস প্রকট আকার ধারণ করেছে।

    সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতালগুলোর মর্গে জায়গা নেই, বেরগামো, লদি এলাকার কবরস্থান গুলোতে বেড়েই চলছে লাশের গাড়ির লাইন।

    এদিকে দেশটির প্রায় ছয় কোটি জনগণকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এর মধ্যে প্রায় দেড় লাখ বাংলাদেশিও রয়েছেন। করোনাভাইরাসের প্রভাবে দেশটিতে জারি করা জরুরি অবস্থার মধ্যে বেকারের সংখ্যা বাড়ছে। গোটা ইতালি এখন থমকে আছে। অর্থনৈতিক পরিস্থিতি চরম হুমকির মধ্যে পড়েছে। কোনো পর্যটক দেশটিতে প্রবেশ করতে পারছেন না।

    সরকারের কঠোর নির্দেশনা, অতি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বাইরে বের না হয়।গত এক সপ্তাহে অপ্রয়োজনীয় ঘুরাফেরার জন্য ৪৩ হাজার লোকের বিরুদ্ধে মামলা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

  • ফটিকছড়িতে হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে জরিমানা

    ফটিকছড়িতে হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্ধারিত ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইন’ (ঘরে পৃথকভাবে থাকা) অমান্য করায় ফটিকছড়িতে ওমান ফেরত এক প্রবাসীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

    বুধবার (১৮ মার্চ) রাতে কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকার নির্দেশ অমান্য করায় ফটিকছড়ি পৌরসভার রাংগামাটিয়া বাংলাবাজার সইল্যার দোকান এলাকায় ওই প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

    ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করে।

    জানা গেছে, গত ১৬ মার্চ সোমবার দেশে আসেন এ ওমান প্রবাসী। রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সরকারের নির্দেশনা মানতে তাকে অনুরোধ জানালেও তিনি তার তোয়াক্কা না করে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন।

    বুধবার (১৮ মার্চ) খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু তিনি তা না মেনে প্রকাশ্যে ঘোরাঘুরি করছিলেন। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

    তিনি বলেন, কোনো প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে ঘোরাঘুরি করার খবর পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা মানে তাদের আক্রান্ত বলা হচ্ছে না, শুধুমাত্র তাদের পর্যবেক্ষণের জন্য কোয়ারেন্টাইনে রাখা বা থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

    কারণ ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরে বোঝা যাবে। প্রবাসী যদি আক্রান্ত হয়ে পরিবারে যায় তাহলে প্রথমে তার পরিবারই ক্ষতিগ্রস্থ হবে, যার পরিণাম হবে মৃত্যু।’

    ২৪ ঘন্টা/এম জুনায়েদ/আর এস পি

  • সীতাকুণ্ডের সবধরনের বিনোদন কেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ

    সীতাকুণ্ডের সবধরনের বিনোদন কেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে সীতাকুণ্ডের সবধরনের বিনোদন স্পর্টগুলোতে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

    আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিন্টল রায় এর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

    জানা যায়, সীতাকুণ্ডের বিনোদন কেন্দ্র গুলিয়াখালি বীচ, বাশঁবাড়ীয়া সমুদ্র সৈকত, কুমিরা-সন্দ্বীপ জেটি ও ভাটিয়ারী ক্যাফে ২৪ এ প্রতিদিন শত শত ভ্রমণ পিয়াসুদের আগমন ঘটে। সারা দেশের মতো সরকার সীতাকুণ্ডের জনসমাগম জায়গা গুলোতে বেড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিন্টল রায় ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সরকার করোনা ভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে।

    তিনি বলেন, উদ্ভুদ পরিস্থিতিতে সবাই যেখানে বাড়িতে সতর্কতার সঙ্গে থাকবেন, সেখানে সীতাকুণ্ডে দুইটি সমুদ্র সৈকত ও একটি জেটিতে ভিড় করছেন। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুলিয়াখালি, বাশঁবাড়িয়া সমুদ্র সৈকত ও কুমিরা জেটিসহ উপজেলার সবধরনের বিনোদন কেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

    আমরা আশা করবো সবাই এ নির্দেশনা বাস্তবায়নে পুলিশকে সহায়তা করবেন। প্রয়োজন ছাড়া যেখানে সেখানে ঘোরাঘুরি থেকে নিজেদের বিরত রাখবেন।

    পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সীতাকুণ্ডের উল্লেখিত বিনোদন কেন্দ্রগুলোতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা/ কামরুল দুলু/ আর এস পি..

  • করোনা ইউনিট হবে সব বিভাগে

    করোনা ইউনিট হবে সব বিভাগে

    সরকার শিগগির দেশের সব বিভাগে করোনা ইউনিট স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক এমপি। মন্ত্রী বলেন, ‘ইউনিটগুলো স্থাপনের ফলে প্রতিটি বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের তথ্য, চিকিৎসা সুবিধাসহ সব ধরনের মনিটরিং ব্যবস্থা সহজ ও জোরদার হবে।’

    বুধবার (১৮ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

    সভায় করোনাভাইরাস নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি এবং দেশে করোনা আক্রান্ত রোগী বাড়লে কী উদ্যোগ নেয়া হবে সে ব্যাপারে আলোচনা হয়। করোনাভাইরাসে আক্রান্ত দেশ থেকে যাত্রীরা যেন এই মুহূর্তে দেশে না আসে সে ব্যাপারে কিছু নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

    করোনাভাইরাসের কারণে বেশি মানুষ কোয়ারাইন্টাইনে রাখার প্রয়োজন হলে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ কিছু হাসপাতাল প্রস্তুত রাখার পাশাপাশি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত করার জন্যও স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দেন।

    ঢাকার বাইরে বিদেশ ফেরত যাত্রীরা কোয়ারাইন্টানের নিয়ম মানছে না বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিদেশফেরত প্রতিটি ব্যক্তিকে কোয়ারাইন্টাইনে ১৪ দিন থাকার সব নিয়ম মেনে চলতে হবে। নিয়মের অন্যথা হলে দেশের সংক্রমক রোগের নির্ধারিত আইনে আইনানুগ উদ্যোগ নেয়া হবে।’

    এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জোরালো ভূমিকা পালনের নির্দেশনা দিতে স্বাস্থ্য সেবা সচিবকে নির্দেশ দেন।

    সভায় দেশের চিকিৎসকদের প্রটেকশনের জন্য বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ. রহমান এমপি ছয় হাজার বিশেষ গাউন দেওয়ার আশ্বাস দেন।

    সভায় উপস্থিত আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাব্রিনা ফ্লোরা সামাজিক মাধ্যমে করোনা বিষয়ে অবগত হতে নতুন একটি ইমেইল আইডি ও ফেসবুক অ্যাকাউন্ট খোলার কথা জানান। তথ্য মতে আইইডিসিআরের ফেসবুক অ্যাকাউন্টস হচ্ছে-iedcr,COVID-19 Control Room

    সরাসরি যোগাযোগের জন্য ১৭টি হটলাইন খোলা হয়েছে। নম্বরগুলো হচ্ছে- ৩৩৩, ১৬২৬৩, ০১৫৫০০৬৪৯০১, ০১৫৫০০৬৪৯০২, ০১৫৫০০৬৪৯০৩, ০১৫৫০০৬৪৯০৪, ০১৫৫০০৬৪৯০৫, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

    স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাব্রিনা ফ্লোরাসহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • ব্যবহার করা মাস্ক-হ্যান্ড গ্লাভস ধুয়ে বিক্রি!

    ব্যবহার করা মাস্ক-হ্যান্ড গ্লাভস ধুয়ে বিক্রি!

    করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে গাজীপুরের টঙ্গীতে হাসপাতালের ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে আবার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার মূল হোতা নাছির (৩৫) নামের এক ব্যক্তি।

    নাছির গোপালগঞ্জে সদরের আব্দুল আলিমের বড় ছেলে। গত ১৫ বছর যাবৎ টঙ্গীতে বসবাস করে আসছে সে।

    জানা যায়, নাছির রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের কয়েকটি হাসতাপালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক, মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস উদ্ধার করে।

    স্থানীয় মো. কাশেম সিকদার বলেন, গত এক মাস ধরে হঠাৎ মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস সংকট দেখা দিলে জানতে পারি নাছির নামের এক ব্যক্তি এ ব্যবসা করে আসছে। হঠাৎ এ কালোবাজারি করে প্রচুর টাকার মালিক হয়ে গেছে নাছির।

    টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানায়, গত এক মাস যাবৎ এমন ব্যবসা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ বাড়ির ম্যানেজার ও আয়রনম্যানসহ দু‘জনকে আটক করে। তবে, মুলহোতা নাছির ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুলহোতাকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

    এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি (অপারেশন) শুব্রত পোদ্দার জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু‘জনকে আটক করা হয়েছে। তবে, ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান চলছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ৩০ বিচারক হোম কোয়ারেন্টাইনে

    ৩০ বিচারক হোম কোয়ারেন্টাইনে

    করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরত ৩০ বিচারককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়।

    বুধবার (১৮ মার্চ) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডা. রেজাউল করিম এ তথ্য জানান।

    রেজাউল করিম বলেন, গত ২৯ ফেব্রুয়ারি ওই বিচারকরা অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের জন্য যান। পরে ১৫ মার্চ তারা দেশে ফেরেন।

    এর আগে গত ১৬ মার্চ বিদেশ থেকে বাংলাদেশে আসা সবাইকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় সরকার।