Category: করোনা ভাইরাস

  • ‘করোনা’ ঠেকাতে মুজিব বর্ষে কুবির ফার্মেসি বিভাগের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

    ‘করোনা’ ঠেকাতে মুজিব বর্ষে কুবির ফার্মেসি বিভাগের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

    কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ মুজিব বর্ষের প্রথমদিনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ।

    মঙ্গলবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে মাত্র ২৫ টাকা শুভেচ্ছা মূল্যে প্রতিটি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

    মঙ্গলবার সকাল ১১.০০ টায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী স্যানিটাইজার বিতরণপর্ব উদ্বোধন করেন । এসময় তিনি বলেন, ফার্মেসি বিভাগের জনকল্যাণকর এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতে প্রশাসনের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা করেছি। এটা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য সৌভাগ্যের বিষয়।

    ফার্মেসি বিভাগের ল্যাবে শিক্ষক, শিক্ষার্থী ও ল্যাব সহকারীর সহযোগিতায় গভীর রাত পর্যন্ত প্রায় ১০০০ হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া বিধি মেনে প্রতিটি হ্যান্ড স্যানিটাইজার বোতলে ৫০ মি. লি. স্যানিটাইজার মিশ্রণ সরবরাহ করে এর নামমাত্র শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ২৫ টাকা, যা বাজারের যেকোনো কোম্পানির স্যানিটাইজার পণ্যের তুলনায় অনেক কম। এসব প্রস্তুতে নেতৃত্ব দিয়েছেন বিভাগটির শিক্ষকবৃন্দ। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে।

    এর আগে ১৫ মার্চ রাতেও বিভাগটি নিজস্ব অর্থায়নে প্রায় ৩০০টি হ্যান্ড সেনিটাইজার প্রস্তুত করেছিল। পরদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হ্যান্ড সেনিটাইজারগুলো সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করে তারা।

    প্রস্তুতকৃত এই স্যানিটাইজার ব্যাবহারে করোনাভাইরাসসহ যেকোনো ধরনের ভাইরাস থেকে বেঁচে থাকা সম্ভব বলে জানিয়ে ফার্মেসি বিভাগের প্রধান সৈয়দ কৌশিক আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী হ্যান্ড স্যানিটাইজারের দাম বৃদ্ধি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। ফার্মেসি হেলথ রিলেটেড সাবজেক্ট হওয়ায় দায়বদ্ধতার জায়গা থেকে জনস্বার্থে আমরা স্বল্পমূল্যের স্যানিটাইজার প্রস্তুত করেছি। প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পেলে আরও বৃহৎ পরিসরে স্যানিটাইজার তৈরি সম্ভব হবে।

  • জ্বর-হাঁচি-কাশি থাকলে মসজিদে না যাওয়ার পরামর্শ

    জ্বর-হাঁচি-কাশি থাকলে মসজিদে না যাওয়ার পরামর্শ

    বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কভিড-১৯)। এর প্রভাবে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ জন। এদিকে, বিদেশফেরত, জ্বর, হাঁচি ও কাশিতে আক্রান্ত এবং অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমন পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামি ফাউন্ডেশন (ইফা)।

    মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান ইফার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।

    ইফার মহাপরিচালক জানান, করোনাভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো। ’

    এ বিষয়টি দেশের সব মসজিদে জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করার জন্য বলেছেন ইফার মহাপরিচালক আনিস মাহমুদ।

  • করোনা চিকিৎসায় ১৫০ আইসিইউ প্রস্তত : ডা. ফ্লোরা

    করোনা চিকিৎসায় ১৫০ আইসিইউ প্রস্তত : ডা. ফ্লোরা

    দেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য রাজধানীতে ১৫০টি নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

    বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানাতে মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় স্বাস্থ্য অধিদফতরের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

    মীরজাদী বলেন, রোজ এক হাজার করোনা রোগীর নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে আমাদের। প্রতিনিয়ত কিট আসছে দাতা সংস্থাগুলো থেকে।

    সেব্রিনা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে কল এসেছে ৪ হাজার ২০৫টি। এর মধ্যে করোনা সংক্রান্ত ছিল ৪ হাজার ১৬৪টি। এ ছাড়া সর্বমোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুই জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে আইসোলেশনে আছেন। সব মিলিয়ে হাসপাতালের আইসোলেশনে আছেন ১৬ জন। ৪৩ জন আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

    বাংলাদেশে নতুন করে আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে নতুন করে আরও দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের দুজনই পুরুষ। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র থেকে এসেছে, একজন ইতালিফেরত।

    এর আগে সোমবার তিনজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুটি শিশু ও একজন নারী। সব মিলিয়ে এখন এই রোগে ১০ জন আক্রান্ত হলেন। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে উঠেছেন, তাদের দুজন বাড়ি চলে গেছেন।

  • দেশে আরও দু’জন করোনাভাইরাসে আক্রান্ত

    দেশে আরও দু’জন করোনাভাইরাসে আক্রান্ত

    দেশে নতুন করে আরও দু’জন করোনাভাইরাসে আক্রান্ত বেগী শনাক্ত করা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।

    মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহের মাধ্যমে পরীক্ষা করার পর এ দুজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

    ডা. ফ্লোরা জানান, নতুন করে যে দুজন আক্রান্ত হয়েছেন, তারা পুরুষ। একজন ইতালি থেকে আসা, আরেকজন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। একজন ছিলেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, আরেকজন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন আক্রান্তের সংস্পর্শে থেকে সংক্রমিত হয়েছেন। দেশে এখন মোট ১৬ জন আইসোলেশনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে আছেন ৪৩ জন।

    এ নিয়ে দেশে মোট ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হল।

  • করোনা রুখতে কলকাতায় গোমূত্র পানের আয়োজন বিজেপি নেতার!

    করোনা রুখতে কলকাতায় গোমূত্র পানের আয়োজন বিজেপি নেতার!

    করোনা সংক্রমণ ঠেকানোর নামে আর এক ‘সংক্রমণ’। গোমূত্র পান করা এবং করানোর হুজুগ ভারতের রাজধানী দিল্লি থেকে সংক্রামিত হল কলকাতাতেও। দিল্লিতে গোমূত্র পার্টির আয়োজন করেছিল হিন্দু মহাসভা, উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান চক্রপাণি মহারাজ নিজেও।

    সোমবার কলকাতায় গোমাতার পুজো এবং এবং গোমূত্র পানের আসর বসালেন বিজেপি নেতা।

    করোনার কোনও প্রতিষেধক যে হেতু এখনও আবিষ্কার হয়নি, সে হেতু গোমূত্র পানই বাঁচার একমাত্র উপায়— জোর গলায় বললেন সেই বিজেপি নেতা। তবে বিজেপির রাজ্য নেতৃত্ব জানালেন, ওই কর্মসূচির সঙ্গে দলের কোনও যোগ নেই।

    জোড়াসাঁকো এলাকার বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় সোমবার গোমূত্র পান করালেন অনেককে। প্রথমে ধুপ-ধুনো-ফুল-ফল-মিষ্টান্নে গোমাতার পুজো, রুটি খাইয়ে গরু এবং বাছুরের সেবা। তার পরে ঘটিতে করে গোমূত্র বিলি।

    প্রকাশ্যেই স্থানীয় লোকজনের মুখে আলগোছে গোমূত্র ঢেলে দিতে দেখা গিয়েছে ওই বিজেপি নেতাকে। করোনা রোধের নিদান হিসেবে গোমাতার পুজো এবং গোমূত্র পানের ওই আসরে যাঁরা হাজির হয়েছিলেন, তাঁদেরও বেশ অকাতরেই গোমূত্র পান করতে দেখা গিয়েছে। ঘটনাস্থলে হাজির এক পুলিশ কনস্টেবলের হাতেও গোমূত্র ঢেলে দেন বিজেপি নেতা। হাতের তালুতে চুমুক দিয়ে তিনি তা খেয়েও নেন।

    শুধু গোমূত্র অবশ্য নয়, লাড্ডুও ছিল গোমাতার প্রসাদ হিসেবে। তবে লাড্ডু খেতে হলে আগে গোমূত্র পান করতে হবে— এই রকম শর্ত রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।

    করোনা রুখতে গোমূত্র পান! তা-ও কলকাতার বুকে! ঘটনার ছবি সামনে আসতেই প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে।

    কলকাতার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ তীব্র কটাক্ষ ছুড়ে বলেছেন, ‘‘যাঁদের চিড়িয়াখানায় থাকার কথা, তাঁরা বাইরে থাকলে এই রকমই হয়।’’ আর কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর উদ্বেগ, ‘‘বিজ্ঞানের উল্টো পথে হেঁটে করোনা সংক্রমণ রোখার নামে যে ভাবে গোমূত্র পান করানো হচ্ছে, তার ভয়ঙ্কর ফল হতে পারে।’’ তাঁর প্রশ্ন, ‘‘গ্রামাঞ্চলে মানুষ যদি দলে দলে গোমূত্র পান করে নতুন কোনও সংক্রমণের শিকার হন, তা হলে কে দায়ী থাকবে?’’

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। করোনা মোকাবিলার জন্য তিনি যে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন, তা শেষ হওয়ার পরে এক সাংবাদিক সম্মেলনে ওই সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কোনও বিতর্কিত বিষয়ে তিনি কথা বলতে চান না।

    তবে চিকিৎসকরা এই কাণ্ডের সমালোচনায় সরব। ভায়ারোলজিস্ট অমিতাভ নন্দীর মতে, ‘‘গোমূত্রের মাধ্যমে ভাইরাস ভাল হওয়ার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত বিশ্বে পাওয়া যায়নি। এই ভাইরাস আগে কখনও ভারতে আসেনি। এর বয়স মাত্র তিন মাস। তাও ভারতে এসেছে কিছুদিন হল। যাঁরা এ সব প্রচার চালাচ্ছেন, তাঁরা কোন পরীক্ষাগারে পরীক্ষা করলেন? কী ভাবে নিশ্চিত হলেন যে এতে রোগ সারে? এই অপপ্রচার অবৈজ্ঞানিক ও ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়।’’

    গোমূত্র পান করানোর হোতা যিনি, সেই নারায়ণ চট্টোপাধ্যায় এ দিন গেরুয়া পোশাক পরে এবং বুকে পদ্মফুলের ব্যাজ লাগিয়ে সবার মুখে গোমূত্র ঢালছিলেন। কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব বলছেন, নারায়ণ চট্টোপাধ্যায়ের ওই আয়োজনের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘ওই কর্মসূচির সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

    বিজেপির রাজ্য নেতৃত্ব কারওকে এই রকম কোনও কর্মসূচি আয়োজন করতে বলেননি। কেন্দ্রীয় নেতৃত্বও বলেননি যে, করোনা রুখতে গোমূত্র পান করান। যিনি এ সব করেছেন, তিনি নিজের দায়িত্বে করেছেন।’’ কিন্তু লোককে গোমূত্র পান করানোর সময়ে নারায়ণ চট্টোপাধ্যায়ের বুকে যে পদ্মফুলের ব্যাজ লাগানো ছিল? সায়ন্তন বলেন, ‘‘পদ্মফুল যে কেউ ব্যবহার করতে পারেন। ওটা জাতীয় ফুল। পদ্মফুল মানেই বিজেপি নয়।’’

    যিনি এই কাণ্ডের প্রধান আয়োজক ছিলেন, সেই নারায়ণ চট্টোপাধ্যায় অবশ্য বিন্দুমাত্র বিচলিত নন। তিনি জোর গলাতেই বার বার বলেছেন যে, করোনা রুখতে পারে শুধুমাত্র গোমূত্রই।

  • করোনায় ইরানের শীর্ষ ধর্মীয় নেতার মৃত্যু

    করোনায় ইরানের শীর্ষ ধর্মীয় নেতার মৃত্যু

    ইরানের শীর্ষ ধর্মীয় পরিষদের এক প্রবীণ নেতা করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে বিশিষ্ট ১২ রাজনীতিবিদের মৃত্যু হলো।

    ইরানের শীর্ষ ধর্মীয় পরিষদের ওই নেতার নাম আয়াতুল্লাহ হাশেম বাথায়ি গোলপায়েগানি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর দুই দিন আগে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

    তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের একজন প্রতিনিধি ছিলেন আয়াতুল্লাহ হাশেম। করোনায় আক্রান্ত হয়ে সাবেক ও বর্তমান মিলিয়ে দেশটির অন্তত ১২ জন নেতার মৃত্যু হলো। এ ছাড়া আরো অন্তত ১৩ জন নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

    দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে ইরানের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং রাজনৈতিক কর্মীদেরও মৃত্যু হয়েছে। এ ছাড়া ফারিবোরজ রইস নামের ৭১ বছর বয়সী আরেক নামকরা অর্থনীতিবিদ করোনায় আক্রান্ত হয়ে ছয় দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।

    এক দিনে নতুন শতাধিক মৃত্যু নিয়ে ইরানে মোট মৃতের সংখ্যা এখন ৭২৪ জন। এছাড়া দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়ে এখন ১৩ হাজার ৯৩৮। আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৫৯০ জন সুস্থ হয়েছেন।

    দেশটির পার্লামেন্টের ৮ শতাংশ আইনপ্রণেতা করোনায় আক্রান্ত।

  • করোনা: লন্ডন ভ্রমনে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

    করোনা: লন্ডন ভ্রমনে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

    প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে লন্ডনে মৃত্যু হয়েছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মাহমুদুর রহমানের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে তৃতীয় বাংলাদেশি মারা গেলেন।

    জানা গেছে, কয়েক মাস আগে তার ব্রিটেন প্রবাসী নাতনির বিয়েতে যোগ দিতে লন্ডনে এসেছিলেন মাহমুদুর রহমান।

    যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমুদ্র ভ্রমণেও গিয়েছিলেন তিনি। পিকনিক থেকে ফেরার পরপরই ব্রেইন স্টোক করে হাসপাতালে ভর্তি হন মাহমুদুর রহমান। এর মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হন।

    গতকাল সোমবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।

    লন্ডনে তার এক ছেলে বসবাস করছেন। আরেক ছেলে বাংলাদেশে। এ আওয়ামী লীগ নেতা মাহমুদ ট্রাভেলসের স্বত্বাধিকারী ছিলেন। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজন বাংলাদেশির মুত্যু হলো।

  • করোনা মোকাবেলায় তারিক জামিলের সহায়তা চাইলেন ইমরান খান

    করোনা মোকাবেলায় তারিক জামিলের সহায়তা চাইলেন ইমরান খান

    বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্বখ্যাত ইসলাম প্রচারক মাওলানা তারিক জামিলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    সোমবার ইমরান খানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জিয়ো নিউজ জানিয়েছে। এসময় ধর্মীয় অঙ্গনে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে তারিক জামিলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

    এসময় তারা বিশ্বব্যাপী মরণঘাতী করোনাভাইরাস নিয়ে পারস্পারিক মতবিনিময় করেন।

    করোনা থেকে রক্ষা পেতে সবার মুক্তির জন্য মাওলানা তারিক জামিলের কাছে বিশেষ দোয়া চান পাক প্রধানমন্ত্রী। তাবলিগী ইজতেমাসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সীমাবদ্ধ রাখারও অনুরোধ জানান তিনি।

    করোনা ইস্যুতে আলেমদের সঙ্গে দেখা করে এ বার্তা পৌঁছে দেবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন মাওলানা তারিক জামিল।

    এর আগে পাকিস্তানের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মন্ত্রী পীর নুরুল হক কাদরীও আলেমদের কাছে খুতবা ও ​নামাজ সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছিলেন।

    পাকিস্তানে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭৯ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।

    প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর দেশটির সব মাদ্রাসাও বন্ধ ঘোষণা করা হয়েছে।

    পাকিস্তানের শিক্ষামন্ত্রী এক টুইটবার্তায় বলেন, আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • মিরসরাইয়ে ৫ ইতালি প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

    মিরসরাইয়ে ৫ ইতালি প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

    ২৪ ঘন্টা ডট নিউজ। আশরাফ উদ্দিন,মিরসরাই : মিরসরাইয়ে ৫ ইতালি প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    কিন্তু কোয়ারেন্টাইনের কোন নিয়মই পালন করছেন না তারা। দিব্যি গুরে বেড়াচ্ছেন সর্বত্রই। মিসরাই সদরে একটি ভাড়া বাসায় গোপনে মেয়ের বাসায় অবস্থান করে দিব্যি গুরে বেড়াচ্ছিলেন তারা।

    ইতালি থেকে আসার বিষয়টি জানাজানি হলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। তিনি ১৬মার্চ বিকালে গোপনে অবস্থান করা বাসায় গিয়ে তাদের সনাক্ত করেন ও আগামি ১৪দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

    একই বিল্ডিংএর অন্যান্য বসবাসকারীরা জানান তারা জানেন না যে উক্ত দুই জন ইতালি থেকে এসেছেন। ইতালি ফেরত তথ্য গোপন রেখেই তারা সকলের সাথে স্বাভাবিক চলাফেরা করছিলেন। বিষয়টি জানার পর উক্ত এলাকায় ভিতিকর পরিস্থিতির তৈরি হয়েছে।

    জানা গেছে, মিরসরাইতে হোম কোয়ারেন্টাইনে থাকা এই ৫ জন ইতালি থেকে এসেছে গত কয়েকদিনের মধ্যে। তার মধ্যে গত ৪ মার্চ আসা ২ জন আছেন মিরসরাই পৌরসভার একটি ভাড়া বাসায়, গত ১১ মার্চ আসা ১জন মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় একটি ভাড়া বাসায়, গত ১৫ মার্চ আসা ১জন হাইতকান্দি ইউনিয়নে ও বারইয়ারহাট পৌরসভায় ১ জন একটি ভাড়া বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, উপজেলাতে ইতালি থেকে আসা ৫জন হোম কোয়ারেন্টাইনে আছে। তাদেরকে আগামী ১৪ দিন বাড়ির বাইরে না যাওয়ার জন্য বলা হয়েছে। শরীরে জ্বর বা কাশি দেখা দিলে সাথে সাথে খবর দেওয়ার জন্য বলা হয়ে।

    এদিকে করোনা ঝুকির কারনে মিরসরাইয়ের দুটি শিল্প মেলা বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। তার মধ্যে উপজেলার বারইয়ারহাট পৌর মাইক্রো স্ট্যান্ডে মাসব্যাপী চলা মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশীয় ও জামদানী পণ্য শিল্প বিনোদন মেলা আজকের মধ্যে (সোমবার) বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আবুতোরাব স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শুরু হতে যাওয়া ১৫ দিনব্যাপী মেলা আগামীকালের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    অন্যদিকে করোনা ভাইরাস মোকাবেলায় সমাবেশ বা গণ জমায়েত হয় এমন স্থানে জনগণকে উপস্থিত হওয়া থেকে বিরত থাকার কথা বলা হলেও বারইয়ারহাট পৌরসভার সার্বিক সহযোগিতায় মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর মাইক্রোস্ট্যান্ডে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাসব্যাপী চলছে দেশীয় ও জামদানী পণ্য শিল্প বিনোদন মেলা।

    আর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আবুতোরাব স্কুল মাঠে বুধবার (১৭ মার্চ) থেকে মুজিব জন্মশত বার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে মেলার মতো করে বিভিন্ন স্টল তৈরী করা হয়েছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘বারইয়ারহাট পৌর মাইক্রো স্ট্যান্ডে মাসব্যাপী চলা দেশীয় ও জামদানী পণ্য শিল্প বিনোদন মেলা আজকের মধ্যে (মঙ্গলবার) ও আবুতোরাব স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বুধবার (১৬ মার্চ) থেকে শুরু হওয়া ১৫ দিনব্যাপী মেলা বুধাবারের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • করোনা ঝুঁকি : দেশের সকল বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা

    করোনা ঝুঁকি : দেশের সকল বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা

    করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম কমাতে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে দেশের সব স্থানে চলমান ও অনুষ্ঠিত হতে যাওয়া সকল বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

    সোমবার (১৬ মার্চ) দেশের সব বিভাগীয় শহর, জেলা, উপজেলাসহ সব স্থানের চলমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত সব বাণিজ্য মেলা বন্ধের এ ঘোষণা দেয়া হয়।

    মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এ সব তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব মেলা বন্ধ থাকবে।’

    উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    ইতোমধ্যে বাংলাদেশে আটজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন।

    বিশ্বব্যাপী এ ভাইরাসে ১ লাখ ৭৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৬৮৭ জনের প্রাণহানি হয়েছে এ ভাইরাসে।

  • করোনাভাইরাসঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে শাটল ট্রেনও

    করোনাভাইরাসঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে শাটল ট্রেনও

    ২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ও সংক্রমণ মোকাবিলায় ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

    একই সঙ্গে বন্ধ থাকবে আবাসিক হলগুলো এবং বৃহস্পতিবার (১৯মার্চ) থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একমাত্র বাহন শাটল ট্রেন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

    সোমবার (১৬মার্চ) বিকেল ৪টায় (৫২৪ তম) জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।

    প্রক্টর মনিরুল বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারনে উদ্বুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে ওই সভার সিন্ডিকেট মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস,পরীক্ষা ও আবাসিক ছাত্রাবাস হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

    আগামী বুধবার (১৮মার্চ) দুপুর দুইটার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। আগামী রোববার (২৯ মার্চ) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ হলে থাকতে পারবে না।

    এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের বিষয়কে সাধুবাদ জানিয়ে এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ রায়হান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কর্তৃপক্ষ অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে। কারণ শাটল ট্রেনের পরই কিন্তু হলের ডাইনিংয়ে সবচেয়ে বেশি জনসমাগম হয়। এ ক্ষেত্রে ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে।

    বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী অনামিকা সরকার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমি রোজ শাটল ট্রেনে করে ক্যাম্পাসে যায়। ট্রেনে অনেক জনসমাগম হওয়াতে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়াতে এই ঝুঁকি আর নিতে হবে না।

    ২৪ ঘন্টা/ মেহেদি হাসান/আর এস পি..