Category: করোনা ভাইরাস

  • কোভিড: ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু

    কোভিড: ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ জনে। এছাড়া একই সময়ে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে আরও ২৮৭ জনের শরীরে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনে।

    মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন।

    সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

    সবশেষ ২৪ ঘণ্টায় কোভিডে মারা যাওয়া রোগীদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ২ জন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।

    এর আগে সোমবার (১৭ অক্টোবর) করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ৩৮৯ জনের দেহে।

    উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

    এন-কে

  • চট্টগ্রামে করোনায় শনাক্ত হার ২১.৬৬ শতাংশ

    চট্টগ্রামে করোনায় শনাক্ত হার ২১.৬৬ শতাংশ

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ২১.৬৬ শতাংশ। তবে একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

    আজ ১৮ অক্টোবর, মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ১১জন নগরীর ও ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৩২৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

    করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

    ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

    এন-কে

  • কোভিড: ২৪ ঘণ্টায় আরও এক মৃত্যু, শনাক্ত ৩৮৯

    কোভিড: ২৪ ঘণ্টায় আরও এক মৃত্যু, শনাক্ত ৩৮৯

    দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮৯ জন।

    এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪০২ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৮৩২ জনে।

    গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯২ শতাংশ আর মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাশ।

    সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৬৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ১৫ শতাংশ।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৪১টি নমুনা সংগ্রহের বিপরীতে ৮৮২টি ল্যাবে ৫ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৫২ হাজার ৬৯৯টি।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

    এন-কে

  • চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৫

    চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৫

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১২.২৫ শতাংশ। তবে একই সময়ের এই ভাইরাসে কারো মৃত্যুও হয়নি।

    আজ ১৭ অক্টোবর, সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১১টি ল্যাবে ২০৪টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ২১জন নগরীর ও ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ২৪৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৩১৩ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

    করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

    ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

    এন-কে

  • কোভিড: ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু

    কোভিড: ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু

    করোনাভাইরাসে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০১ জনে।

    এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৫১ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জনে।

    রোববার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে শনিবার (১৫ অক্টোবর) করোনায় দুজনের মৃত্যু হয়। একই সময়ে করোনায় আক্রান্ত হন ২৯৫ জন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় যে ছয়জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। এদের মধ্যে ঢাকার চারজন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের একজন করে মারা যান।

    এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬২০ জন। এনিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় দেশের ৮৮২টি ল্যাবে ৬ হাজার ২টি নমুনা সংগ্রহ করা হয়। বিপরীতে ৫ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। তবে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

    দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

    এন-কে

  • চট্টগ্রামে করোনায় শনাক্ত ৬

    চট্টগ্রামে করোনায় শনাক্ত ৬

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় কিছুটা কমেছে করোনা শনাক্ত। এদিন আরও ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৯ হাজার ৩১৯ জনে। শনাক্তের হার ৬ দশমিক ৭৪ শতাংশ। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।

    আজ ১৬ অক্টোবর, রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

    এর আগে শনিবার ২৩ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। সেদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১১ দশমিক ১৪ শতাংশ।

    রবিবার (১৬ অক্টোবর) সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৬জনই নগরীর বাসিন্দা।

    সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইডিআইডি ল্যাবে ৩ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে ২ জন, ল্যাব এইডে একজনের করোনা শনাক্ত হয়।

    এন-কে

  • মৃত্যু হিন দিনে করোনা শনাক্ত ২৩

    মৃত্যু হিন দিনে করোনা শনাক্ত ২৩

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৯ হাজার ৩১৩ জনে। শনাক্তের হার ১১ দশমিক ১৪ শতাংশ। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।

    আজ ১৫ অক্টোবর, শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

    সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৭ জন নগরীর এবং ৬ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইডিআইডি ল্যাবে ৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৫ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১জন, এপিক হেলথ কেয়ারে ২ জন এবং আরটিআরএলে ৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।

    এন-কে

  • করোনা কেড়ে নিল আরও চারজনের প্রাণ

    করোনা কেড়ে নিল আরও চারজনের প্রাণ

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৩ জনে।

    এ সময়ে ৩৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জনে।

    শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ০৭২ জন।

    ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

    এন-কে

  • চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৯

    চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৯

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৯ হাজার ২৯০ জনে। শনাক্তের হার ৯ দশমিক ৬১ শতাংশ। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।

    আজ ১৪ অক্টোবর, শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

    এর আগে বৃহস্পতিবার ১৫ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। সেদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

    শুক্রবার (১৪ অক্টোবর) সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ২২ জন নগরের এবং ৭ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইডিআইডি ল্যাবে ৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩ জন, অ্যান্টিজেন টেস্টে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৩ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে ৩ জন, এপিক হেলথ কেয়ারে ২ জন এবং আরটিআরএলে ৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।

    এন-কে

  • দেশে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৪৪৫

    দেশে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৪৪৫

    দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮৯ জনে দাঁড়াল। এ সময়ে ৪৪৫ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জন।

    আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৮৬ জন। এ নিয়ে সর্বমোট করোনা থেকে সুস্থ হয়েছে ১৯ লাখ ৭২ হাজার ৩৮৬ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার আট দশমিক ৯২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য নয় শতাংশ। করোনায় মৃত‌্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

    এন-কে

  • চট্টগ্রামে করোনায় শনাক্তের হার ৯.৬১ শতাংশ

    চট্টগ্রামে করোনায় শনাক্তের হার ৯.৬১ শতাংশ

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্ত বিবেচনায় শনাক্তের হার ৯.৬১ শতাংশ। তবে একই সময়ের মধ্যে করোনাভাইরাসে কারো মৃত্যুও হয়নি।

    আজ ১৩ অক্টোবর, বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১১টি ল্যাবে ১৫৬টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ১২ জন নগরীর ও ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ২৬১ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ২৪৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

    করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

    ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

    এন-কে

  • করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

    করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

    দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮৮ জনে দাঁড়াল। এ সময়ে ৪৫৬ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩১ হাজার ছয় জন।

    আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৯৭ জন। এ নিয়ে সর্বমোট করোনা থেকে সুস্থ হয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৭০০ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার নয় দশমিক ৫৭ শতাংশ।

    এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য আট শতাংশ। করোনায় মৃত‌্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

    এন-কে