Category: করোনা ভাইরাস

  • চট্টগ্রামে করোনায় শনাক্ত ২০

    চট্টগ্রামে করোনায় শনাক্ত ২০

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। যা তিনদিনের মধ্যে সর্বনিন্ম শনাক্ত। শনাক্তের হার ১৫.২৬ শতাংশ। তবে একই সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।

    আজ ১২ অক্টোবর, বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে আরও জানা গেছে, চট্টগ্রামে ১০টি ল্যাবে ১৩১টি নমুনা পরীক্ষা করে ২০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ১৫ জন নগরীর ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ২৪৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ২৩৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

    করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

    ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

    এন-কে

  • চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩১

    চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩১

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৮.০২ শতাংশ। তবে একই সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।

    আজ মঙ্গলবার (১১ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ২১ জন নগরীর ও ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ২২০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

    করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

    ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

    এন-কে

  • চট্টগ্রামে করোনায় শনাক্ত ৪৬

    চট্টগ্রামে করোনায় শনাক্ত ৪৬

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ২৭.২১ শতাংশ। তবে একই সময়ের মধ্যে করোনাভাইরাসে কারো মৃত্যুও হয়নি।

    আজ সোমবার (১০ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১০টি ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ২৯ জন নগরীর ও ১৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ১৯৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

    করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

    ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

    এন-কে

  • দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

    দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

    দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮১ জনে দাঁড়াল। এ সময়ে ৪০৯ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জন।

    আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫১ জন করোনা রোগী। এ নিয়ে সর্বমোট করোনা থেকে সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার নয় দশমিক ৯৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ছয় শতাংশ। করোনায় মৃত‌্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

    এন-কে

  • কোভিড: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯

    কোভিড: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯

    দেশে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনে।

    এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৩৮০ জনে অবস্থান করছে।

    শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।

    ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

    উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

    এন-কে

  • চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৩.৬০ শতাংশ

    চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৩.৬০ শতাংশ

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৩.৬০ শতাংশ। তবে একই সময়ের মধ্যে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।

    আজ ৮ অক্টোবর, শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ১২৫টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ১৫ জন নগরীর ও বাকি ২ জন ফটিকছড়ি ও সীতকুণ্ড উপজেলার বাসিন্দা।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ১৫৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

    করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

    ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

    এন-কে

  • দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৯১

    দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৯১

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ১৫ জনে।

    শুক্রবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন।

    ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

    এন-কে

  • দেশে করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৫৪৯

    দেশে করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৫৪৯

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ৩৭৪ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৮ হাজার ১১৪ জনে।

    আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৭ হাজার ৩৬৯ জন। ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পরীক্ষা করা হয় তিন হাজার ৯৬১টি নমুনা।

    পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

    এন-কে

  • তথ্যমন্ত্রী আবারও করোনায় আক্রান্ত

    তথ্যমন্ত্রী আবারও করোনায় আক্রান্ত

    আবারও করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

    রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থসহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী। বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা দেখেন তার শরীরে বেশ জ্বর। তাদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অভ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করানো হয়। মঙ্গলবারের রিপোর্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ।

    সপ্তাহের কর্মদিবসগুলোতে ঢাকা ও বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় ও দলীয় দায়িত্ব পালন শেষে প্রায় প্রতি সপ্তাহান্তে চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকা সফরকারী ড. হাছান আগেও দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমবার বিএসএমএমইউতে ভর্তি অবস্থায়ই শেষ দিকে হাসপাতালেই নথিপত্র স্বাক্ষর করেছেন, পরেরবার বাসাতেই ছিলেন। এবারও মিন্টো রোডের সরকারি বাসভবনে রয়েছেন মন্ত্রী। ড. হাছান মাহমুদ করোনাক্রান্ত হলেও তিনি মোটামুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন ও সকলের দোয়া চেয়েছেন।

    ২৪ঘণ্টা/বিআর

  • চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৫

    চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৫

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। সংক্রমণ হার ২১ দশমিক ১৮ শতাংশ। তবে একই সময়ে চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।

    আজ ৪ অক্টোবর, মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত রিপোর্টে এসব তথ্য জানা গেছে।

    রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর ৭ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ২২ জন ও হাটহাজারী উপজেলার ৩ জন।

    এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪০ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৭৩ জন ও গ্রামের ৩৪ হাজার ৯৬৭ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

    ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষায় শহরের ৮ জন জীবাণুবাহক শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৪ নমুনার মধ্যে ৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

    এন-কে

  • দেশে করোনায় দুইজনের মৃত্যু

    দেশে করোনায় দুইজনের মৃত্যু

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দু্ইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৬৯৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জনে। আর মোট মৃত্যু বেড়ে দাড়িয়েঁছে ২৯ হাজার ৩৭১ জনে।

    সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন।

    ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৮০১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

    এন-কে

  • মৃত্যু হিন দিনে করোনা শনাক্ত ১৯

    মৃত্যু হিন দিনে করোনা শনাক্ত ১৯

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তবে একই সময়ের মধ্যে করোনাভাইরাসে কারো মৃত্যুও হয়নি।

    আজ ৩ অক্টোবর, সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১০টি ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ১২ জন নগরীর ও বাকি ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ১৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৫১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

    করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

    ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

    এন-কে