Category: ঢাকা

  • রাজধানীতে দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    রাজধানীতে দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় রাজধানীর মোহাম্মদপুরে রিচ ডেভেলপারস ও বাবা-মা ডেভেলপারস এন্ড কনস্ট্রাকশন কোম্পানির পক্ষ থেকে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার সকালে কোম্পানির চেয়ারম্যান হাজী আক্কাস আলীর নিজ অর্থায়নে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, লবন, চিনি,তেল,ছোলাবুট, মসুরির ডাল।

    বিতরণকালে হাজী আক্কাস আলীর পক্ষে উপস্থিত ছিলেন, মেয়ে কাজী রোকেয়া আক্তার মালা। ছোট ছেলে মিজানুর রহমান লিটন। এসময় তারা অসুস্থ পিতা এবং মৃত বড়ভাই সাজুর জন্য দোয়া চেয়েছেন।
    উল্লেখ্য, প্রতিবছর রমজান মাসে কয়েক ধাপে অসংখ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করে থাকে। এছাড়াও নগদ অর্থ দিয়ে বিভিন্নভাবে মানুষদের সহযোগিতা করে থাকেন।

  • বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠে মা-মেয়েসহ ৬ জনের লাশ

    বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠে মা-মেয়েসহ ৬ জনের লাশ

    সারাদেশ ডেস্ক : নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠেছে মা-মেয়েসহ ছয়জনের মরদেহ। ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়ার ৫ দিনের মাথায় দুর্ঘটনাস্থলের কাছ থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়।

    এর আগে গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটের কাছে ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় যাত্রীবোঝাই খেয়া পারাপারের ট্রলার ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ থাকে ১০ জন।

    মৃত ছয়জন হলেন- ফতুল্লার চরমধ্যনগর এলাকার সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তার বড় মেয়ে তাসমিন আক্তার (২০), ফতুল্লার চর বক্তাবলীর রাজু সরদারের কলেজপড়ুয়া ছেলে সাব্বির আহমেদ (১৮), বক্তাবলীর হাজীপাড়ার আব্দুল জলিলের মেয়ে জোসনা বেগম (৩৩), ফতুল্লার উত্তর গোপাল নগরের রেকমত আলীর ছেলে আব্দুল মোতালেব (৪২), চর বক্তাবলীর মৃত আক্কাস আলীর ছেলে আওলাদ হোসেন (৩০)।

    বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের পরিদর্শক মো. মোর্শেদ। তিনি বলেন, ট্রলারডুবির ঘটনাস্থলের কিছুটা দূরে দুটি মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয় স্থানীয়রা।

    পরে সেখানে গিয়ে মা জেসমিন ও মেয়ে তাসনিমের মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে বক্তাবলী এলাকা থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৬টি মরদেহ উদ্ধার করে সদর উপজেলা প্রশাসন তাদের পরিবারের কাছে হন্তান্তর করেছে।

    এদিকে এ ঘটনায় লঞ্চের চালক, মাস্টার ও সুকানিসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • গাজীপুরে ভাওয়াল মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে র‌্যাবের অভিযান, মালিক ফিরোজা নাজনীন বাঁধনসহ আটক ৫

    গাজীপুরে ভাওয়াল মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে র‌্যাবের অভিযান, মালিক ফিরোজা নাজনীন বাঁধনসহ আটক ৫

    মাদকাসক্ত নিরাময় কেন্দ্র পরিচালকরাই মাদকাসক্ত। নিরাময় কেন্দ্র থেকে পাওয়া গেছে ৪২০পিস ইয়াবা- এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন র‌্যাব লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর কালাসিকদারের ঘাট এলাকায় অবস্থিত ‘‘ভাওয়াল মাদকাসক্ত নিরাময় ও পূর্নবাসন’’ কেন্দ্রে র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান শেষে তিনি এমন তথ্য জানান। খন্দকার আল মঈন বলেন, ব্যাপক অনিয়ম ও সঠিক চিকিৎসা না দিয়ে চলছে ভাওয়াল মাদকাসক্ত নিরাময় ও পূর্ণবাসন নামে এ কেন্দ্রটি। এখানে ২০ জনকে চিকিৎসা দেয়ার অনুমতি থাকলেও ২৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। পর্যাপ্ত বেড-বাসস্থানও নেই এ মাদক নিরাময় কেন্দ্রে। এছাড়াও পাওয়া গেছে যৌন হয়রানির অভিযোগও। ২০০৯ সাল থেকে ছলছাতুরীর আশ্রয় নিয়ে কেন্দ্রটি চালিয়ে আসছে। এমনও রোগী রয়েছে যারা প্রায় ৩ বছর যাবৎ চিকিৎসা নিচ্ছে, যাদেরকে চিকিৎসার নামে শোষণ করা হচ্ছে।

    অভিযানে কেন্দ্রটির মালিক ফিরোজা নাজনীন বাঁধনসহ মোট ৫জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক শামীম হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, আমরা এর আগেও পরিদর্শন করেছি। আমাদের পরিদর্শনের খবর পেয়ে ডাক্তার এনে তারা সেভাবে সেটআপ দিয়ে রাখতো। কিন্তু তথ্যের ভিত্তিতে কৌশলে মালিক ও সেবাগ্রহীতা আলাদা করে আমরা জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। প্রতিষ্ঠানটি তালাবন্ধ করা হয়েছে এবং এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধের দাবিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি বরাবর আবেদন করেছি।

  • মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি ঢাকা পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস সম্পন্ন

    মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি ঢাকা পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস সম্পন্ন

    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ঢাকা মহানগর এলাকাধীন সকল শাখা কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে জশনে জুলুস এবং জুলুস পরবর্তী আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুবকদের সংগঠন “তাজকিয়া” এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল মাইজভাণ্ডারী (কঃ)’র দৌহিত্র  মোহাম্মদ আবু নাসের নূর অন্তু।

    প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইলিয়াছুর রহমান বাবুল  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ১৪, ১৫ এবং ১৮ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর জনাবা শিরিন গাফ্ফার,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ এর সহ সভাপতি  লুৎফর ইসলাম কবির ,আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আহমদ রেজা ফারুকী , পেশ ইমাম হাইকোর্ট মাজার মসজিদ, হযরত মাওলানা মুফতী গোলাম মাওলা, খতিব গাউসিয়া আহমদিয়া জামে মসজিদ, হাটপুকুরিয়া বরুড়া কুমিল্লা ,শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব ফিরোজ আহমদ,  সাইফুদ্দিন আহমেদ বাবুল সমাপনী বক্তব্য প্রদান করেন  কাজী মুজিবুল ইসলাম মাহফিল উপস্থাপনা ও মিলাদ কিয়াম পরিচালনা করেন মোহাম্মদ রাসেল হোসেন ।

  • আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আগ্রহী নেপালের বিদায়ী রাষ্ট্রদূত

    আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আগ্রহী নেপালের বিদায়ী রাষ্ট্রদূত

    দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বিদায়ী সাক্ষাত করতে আসেন ঢাকাস্থ নেপালের রাষ্ট্রদূত ডা: বংশীধর মিশ্র। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কূটনৈতিক হিসেবে কর্মরত অবস্থায় এ দেশের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি ও সম্প্রদায়িক সম্প্রীতির ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পেলে বিদেশী পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করব এবং নেপালের আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ হতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পর্যবেক্ষকের আমন্ত্রণ জানানো হবে।

    এ সময় উপস্থিতি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, ডা: মাসুদ হাশমী, কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, ঢাকা মহানগর আহ্বায়ক মুহিবুল হোসাইন, সদস্য সচিব মোশারেফ হোসেন, আজীবন সদস্য ইকবাল বাহার, মুফতি মাসউদ রিজভী, মিডিয়া উইংসের সদস্য ইশতিয়াক মু. আল-আমিন।

  • সাবেক যুগ্ম-সচিব আশরাফুন্নেছার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

    সাবেক যুগ্ম-সচিব আশরাফুন্নেছার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

    ভুয়া ভাউচার তৈরি করে এক কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্ম-সচিব ও সাবেক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১০ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন। দুদকের জনসংযোগ দপ্তর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।জানা গেছে, ড. আশরাফুন্নেছা ২০১৮ সালের মে থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক পদে ছিলেন। সেই সময় ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত বাজারদরের চেয়ে অধিক দামে জিনিসপত্র ক্রয় করেন এবং ভুয়া বিলের মাধ্যমে টাকা উত্তোলন করেন।

    এ কারণে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ (ক) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।কর্মশালা আয়োজন ও জিনিসপত্র কেনাকাটায় দুর্নীতির অভিযোগে চলতি বছরের শুরুতে ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সেসময় দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সালাহউদ্দিন ড. আশরাফুন্নেছাকে জিজ্ঞাসাবাদও করেন।
    চলতি বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আশরাফুন্নেছার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে বিএফআইইউ এরই মধ্যে দুদকে তাদের তদন্ত প্রতিবেদন পাঠায় বিএফআইইউ-এর প্রতিবেদন আমলে নিয়ে পরিকল্পনা অধিদপ্তরের সাবেক ওই পরিচালকের ব্যাংক হিসাব চেয়ে দেশি-বিদেশি সব তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছে দুদক।

  • চোর সন্দেহে দুই নারীকে গণপিটুনি, নিহত ১

    চোর সন্দেহে দুই নারীকে গণপিটুনি, নিহত ১

    ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে রুনা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় পপি (২০) নামের অপর নারীকে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর সেতুর ঢালে হযরত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

    আহত পপি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডহর মণ্ডল গ্রামের মহরম আলীর মেয়ে ও নিজামুদ্দিনের স্ত্রী। নিহত রুনা একই উপজেলার বাসিন্দা।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে হয়রত আলী ও তার স্ত্রী জহুরা বেগম করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৃথক দুই লাইনে দাঁড়িয়েছিলেন। এসময় মহিলাদের লাইনে দাঁড়িয়ে থাকা জহুরার উপরে এসে পরে যায় পেছনে থাকা ওই দুই নারী। এর কিছুক্ষণ পর জহুরা বুঝতে পারে তার গলায় স্বর্ণের চেইন নেই।

    সঙ্গে সঙ্গে বিষয়টি সে তার স্বামীকে জানান। পরে তার স্বামী ওই দুই নারীকে ধরে বাড়িতে নিয়ে গিয়ে স্বর্ণের চেইন ফেরত চায় এবং তাদের গাছের সঙ্গে বেঁধে বেধম মারপিট করে। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তারাও ওই দুই নারীকে মারধর করে।

    গণপিটুনির এক পর্যায়ে এক নারী ঘটনাস্থলে মারা যায়। অন্যজনের অবস্থা খারাপ হলে তাকে দ্রুত নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ ও থানার অন্যান্য কর্মকর্তারা।

    নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মৃত্যুঞ্জয় কির্তনীয়া জানান, সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ও আহত নারী একই এলাকার বাসিন্দা। নিহতের নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।

    এদিকে, থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ জানান, নিহত ও আহত ওই দুই নারী আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রধান আসামি হয়রত আলী পলাতক রয়েছেন। তবে আরেক আসামি জহুরা বেগমকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    এছাড়া তারাসহ আর যারা এ মারপিটের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

    এন-কে

  • জামালপুরে ট্রেনের ছাদে ডাকাতদল, দুই যাত্রীর মরদেহ উদ্ধার

    জামালপুরে ট্রেনের ছাদে ডাকাতদল, দুই যাত্রীর মরদেহ উদ্ধার

    ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে দুজনের মরদেহ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে লাশ দুটিসহ আহত ব্যক্তিকে উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

    নিহত দুজনের মধ্যে এক জনের নাম নাহিদ (৪০)। অপর জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে, আহত ব্যক্তির নাম রুবেল। তাঁকে উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে ১৫ থেকে ২০ জন যাত্রী ভ্রমণ করছিল। ট্রেনটি গফরগাঁও স্টেশন পার হলে চার থেকে পাঁচ সদস্যের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ট্রেনের ছাদে অবস্থানরত যাত্রীদের ওপর হামলা চালায় এবং তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় নাহিদ, রুবেলসহ আরও তিন জন ডাকাতদের সঙ্গে কথা বলতে যান। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ময়মনসিংহ স্টেশনের আগে কেওয়াটখালী এলাকার ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুজন ট্রেন থেকে ছিটকে পড়ে যান এবং নাহিদ, রুবেলসহ আরেক জন ট্রেনের ছাদেই পড়ে থাকেন।

    জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া জানান, কমিউটার ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ছাড়ার পর স্টেশন মাস্টার জানান ট্রেনের ছাদে অজ্ঞাত তিন জন লোক আহত অবস্থায় পড়ে আছেন। পরে ট্রেনটি পিয়ারপুর স্টেশনে এলে ট্রেনের ছাদে আহত ব্যক্তিদের খোঁজা হয় এবং জামালপুর স্টেশনে ট্রেনের যাত্রাবিরতিকালে তিন জনকেই উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

    এন-কে

  • কোটি টাকা আত্মসাৎ: সাজাপ্রাপ্ত পলাতক ব্যবসায়ী ঢাকা থেকে গ্রেফতার

    কোটি টাকা আত্মসাৎ: সাজাপ্রাপ্ত পলাতক ব্যবসায়ী ঢাকা থেকে গ্রেফতার

    বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করার দায়ে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক ব্যবসায়ী হোসাইন হায়দার আলীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।গতকাল ১৭সেপ্টেম্বর শুক্রবার কোতোয়ালী পুলিশের একটি টিম রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আ/এ এলাকা হতে পলাতক এ ব্যবসায়ীকে গ্রেফতার করলেও আজ শনিবার রাতে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, আসামী হোসাইন হায়দার আলী মেসার্স জুবলী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিক ছিল। তিনি বিগত ২০১২ইং সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করে নিজেকে আত্মগোপন করে। বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সিআর মামলা দায়ের করলে উক্ত মামলা সমূহের বিচার কার্যশেষে বিজ্ঞ আদালত বিভিন্ন মামলায় প্রায় ১০০ কোটি টাকার অর্থদন্ড প্রদান করে এবং আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। আসামীর বাড়ি এবং প্রতিষ্ঠান কোতোয়ালী থানাধীন হওয়ায় উক্ত গ্রেফতারি পরোয়ানাসমূহ কোতোয়ালী থানায় আসে। আসামী সাজা ভোগ না করার জন্য নিজেকে আত্মগোপনে চলে যায়।গোপন খবরের ভিক্তিতে কোতোয়ালী থানার এএসআই সাইফুল আলম, এএসআই রণেশ বড়ুয়া, এসআই মোঃ জুবায়ের মৃধার নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল ঢাকায় গিয়ে তাকে গ্রেফতার করে।

    ওসি বলেন, আত্মসাৎ করে ঢাকায় গিয়ে দীর্ঘ ১০ বছর যাবৎ বসবাস শুরু করে। সে সাজা ভোগ না করার জন্য বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকে। বিভিন্ন ব্যাংক থেকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করে সে উক্ত টাকা দিয়ে ঢাকায় একটি অভিজাত বাড়ি বানায়। সে বাড়িতে তার পরিবার সহ বসবাস করে এবং বিলাসবহুল জীবনযাপন করে।গ্রেফতারকৃত আসামী হোসাইন হায়দার আলী, পিতা-মরহুম হায়দার আলী জিওয়ানী, মালিক মেসার্স জুবলী ট্রেডার্স, ১৮৮ জুবলী রোড, এনায়েতবাজার, বাসা-সিফাত-ই-হায়দার মঞ্জিল, আবেদীন কলোনী, লাভলেইন, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাস।

  • তৃতীয় বর্ষে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’; চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা

    তৃতীয় বর্ষে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’; চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা

    এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আজ ৫ সেপ্টেম্বর ধানমন্ডির একটি মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা ও কোভিড ১৯ দুর্যোগকালীন সময়ে মানবতার কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৪০ জন চিকিৎসক ও ৮০ জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা প্রদান করা হয়।

    এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার।

    সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দিচ্ছেন নিশাত মজুমদার এবং বক্তব্য দিচ্ছেন গ্রুপ ক্রিয়েটর এবং আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র চেয়ারম্যান নাজমুল হোসেন।

    উল্লেখ্য যে, কোভিড ১৯ দূর্যোগকালীন সময়ে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের প্রত্যক্ষ তত্বাবধানে টেলি চিকিৎসা, রক্তদান কর্মসূচী, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান, অক্সিজেন সরবরাহ ও অসহায় ছিন্নমূল মানুষদেরকে খাবার সহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

    সার্টিফিকেট হাতে ডাক্তার এবং স্বেচ্ছাসেবীবৃন্দ।

    “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে ফাউন্ডেশন এর চলমান খাবার বিতরণ কার্যক্রমে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ও বিভিন্ন জেলা শহরে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে প্রায় তিন থেকে ছয় শতাধিক প্যাকেট রান্না খাবার বিতরণ করা হলেও চাহিদা বৃদ্ধির কারনে ধারাবাহিকভাবে এটি বাড়ানোর পরিকল্পনা চলছে।

    চলমান প্রোগ্রাম গুলো এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের সদস্য বন্ধু সহ এর সাথে সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের আর্থিক অনুদানে পরিচালিত হচ্ছে।

    পুরষ্কার হাতে কয়েকজন স্বেচ্ছাসেবী।

    “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

    এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪২ হাজার।

  • প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি বাবলু, সম্পাদক জসীম

    প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি বাবলু, সম্পাদক জসীম

    প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ ঢাকা জেলা কমিটি (আংশিক) দুই বছরের জন্য গঠন করা হয়েছে। গত ২৮ আগষ্ট রাজধানীর কাকরাইলস্থ হোটেল মেরিনায় সংগঠনের এক সভায় এ কমিটি করা হয়।

    নতুন কমিটিতে প্রকৌশলী রবিউল হোসেন বাবলুকে সভাপতি, প্রকৌশলী মোঃ জসীম উদ্দীনকে সাধারণ সম্পাদক, প্রকৌশলী আশফাকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দীনকে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
    উক্ত কমিটি গঠনকল্পে উপস্থিত ছিলেন প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম. মাহফুজুর রহমান, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রকৌশলী রবিউল হোসেন, নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহিদ হাসান, খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নোবেল চাকমা ও নোয়াখালী জেলা কমিটির প্রচার সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম সিফাত।
    সভায় উদ্দ্যোক্তা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পারস্পারিক সহযোগিতার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জীবনমান বৃদ্ধি ও মান উন্নয়নে একে অপরকে সহযোগিতা করার জন্য অঙ্গীকার ব্যক্ত করা হয়।

  • বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে ১ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা

    বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে ১ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা

    সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের কর্মস্থলে পাঠাতে বিমানবন্দরে পিসিআর টেস্টের জন্য ল্যাব বসানোর বিষয়ে ১ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। রবিবার (২৯ আগস্ট) এক সাক্ষাৎকারে প্রবাস বার্তাকে এ তথ্য জানিয়েছেন তিনি।

    সচিব জানান, আগামী ১ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

    সচিব বলেন, যেসব প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পিসিআর টেস্ট করছে তাদের কিভাবে বিমানবন্দরের কাছাকাছি রেখে এটা করা যায় সেই বিষয় নিয়ে এরইমধ্যে আলোচনা চলছে। এছাড়া নতুন কোন প্রস্তাবনা থাকলেও সেই বিষয়ে আলোচনা করা হবে।

    তিনি বলেন, আমাদের চিন্তা করতে হবে সেসব প্রতিষ্ঠান প্রথমত কিভাবে একজন বিদেশগামী কিংবা প্রবাসীকে সার্ভিসটা কম সময়ের মধ্যে দিবে। এছাড়া পিসিআর টেস্টের জন্য খরচ কমানোন বিষয়টিও মাথায় রাখতে হবে। যাতে করে একজন বিদেশগামী কর্মী সহজেই পিসিআর টেস্ট করতে পারে।

    প্রবাসীদের কল্যানে সব সময় মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে সচিব বলেন, প্রবাসীদের যেকোন সমস্যা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে পিসিআর ল্যাব বসানোর কাজ সম্পন্ন করতে।

    সম্প্রতি ভারত, পাকিস্তান সহ ছয় দেশের ওপর থেকে প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত সরকার। তবে দেশটিতে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরে ফ্লাইটের ছয় ঘণ্টা আগে যাত্রীদের র‍্যাপিড পিসিআর টেস্ট শর্ত দেয়া হয়েছে।

    নিষেধাজ্ঞা তুলে নেয়া ছয় দেশের তালিকায় বাংলাদেশ না থাকলেও আগাম প্রস্তুতি হিসেবে দেশের তিনটি বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানোর দাবি জানান আমিরাত প্রবাসীরা। এজন্য ১৬ আগস্ট ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন দেশে ছুটিতে থাকা আমিরাত প্রবাসীরা।