Category: অর্থনীতি

  • দেশকে এগিয়ে নিতে হলে ভ্যাট প্রদানের বিকল্প নেই-আ জ ম নাছির

    দেশকে এগিয়ে নিতে হলে ভ্যাট প্রদানের বিকল্প নেই-আ জ ম নাছির

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে ভ্যাট প্রদানের বিকল্প নেই। আমরা সবাই ভ্যাট দিতে আগ্রহী। আমাদের মানসিকতা পরিবর্তন নিয়ে আসা উচিত। এক্ষেত্রে রাষ্ট্র ব্যবসা করে না । ব্যবসা করে রাষ্ট্রের জনগন। তাই রাষ্ট্রের স্ব নির্ভরতা অর্জনে আমাদের সকলকে ভ্যাট,ট্যাক্স দিতে এগিয়ে আসতে হবে।

    আজ মঙ্গলবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল, ঢাকা এর সম্মানিত প্রেসিডেন্ট মারগুব আহমেদ,কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, আবুল কালাম কায়কোবাদ, মো. ইকবাল হোসেন, মুক্তাসিম বিল্লাহ ফারুক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক অঞ্জন শেখর দাশ, চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সহ-সভাপতি মাহবুবুর চৌধুরী, ওমেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আবিদা মোস্তফা ,বন্ড কমিশনার মাহবুব জামান প্রমুখ বক্তব্য রাখেন।

    সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট, চট্টগ্রাম এর সম্মানিত কমিশনার হোসাইন আহমেদ এবং কি-নোট পেপার উপস্থাপন করেন কাস্টম কমিশনার ফখরুল আলম।

    সিটি মেয়র বলেন, জনগন সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে বলেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু,কর্ণফুলী ট্যানেল,পায়রা বন্দরসহ বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। প্রথম থেকে দশম শ্রেনী পর্যন্ত ছেলে-মেয়েদের বিনামুল্যে ৩৫ কোটি পাঠ্য বই বিতরণ করছে সরকার । সামাজিক সুরক্ষার অধীনে বিভিন্ন ভাতার বৃদ্ধি পাচ্ছে।

    এই প্রসঙ্গে তিনি বলেন স্বাধীনতার প্রথম বার্জেট ছিল ৭”শ ৮৬ কোটি টাকা। স্ইে বার্জেট বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। জনগন ভ্যাট ট্যাক্স দিয়েছেন বলেন বার্জেটের আকার বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন আমাদের মধ্যে বিভ্রান্তি আছে,অপ-প্রচার আছে।

    এসব অপপ্রচার,গুজব বুঝে শুনে ছড়ানো হয়। যারা দেশের অস্তিত্বকে বিশ্বাস করে না তারাই গুজব ও অপপ্রচার করার সুযোগের অপেক্ষায় থাকে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই গুজব থেকে দেশ,জাতিকে রক্ষা করতে হবে।

    তিনি বলেন, আমাদের মধ্যে অনেকে বিদেশ গেছেন। ১০ বছর আগে যখন গেছেন তখন আর এখনকার ইমিগ্রেশনে পার্থক্য উপলব্ধি করছেন। এখন ইমেগ্রেশনে হেনস্থা করা হয় না। আমাদের অর্থনৈতিক উন্নয়নের কারণে মর্যাদা বেড়েছে। আমাদের ওপর নির্ভর করবে কত দ্রুত দেশ এগিয়ে যাবে।

    উন্নত বিশ্বে আইনের প্রয়োগ আছে, সবাই আইন মেনে চলে। আমাদেরও আইন মানতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। সংকীর্ণতা পরিহার করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

    সিটি মেয়র আরো বলেন অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে সরকার দেশের উন্নয়নে নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দারিদ্রমুক্ত, সমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রুপকল্প ২০২১ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করার রুপকল্প ২০৪১ স্বপ্ন বাস্তাবায়ন করা সম্ভব হবে।

    অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান কক্সাজারের ওশান প্যারাডাইস, খাগড়াছড়ির ফোর স্টার এন্টারপ্রাইজ ও অরণ্য বিলাস, পটিয়ার বনফুল এন্ড কোম্পানি, ষোলশহরের ব্র্যাক আড়ং, সীতাকু-ের চৌধুরী টি ওয়্যার হাউস ও বান্দরবান সদরের হোটেল হিলভিউ রেসিডেন্সিয়াল এবং স্থানীয় পর্যায়ে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড, কর্ণফুলীর সুপার পেট্রো কেমিক্যাল লিমিটেড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এন এন্ড এন টি ওয়্যার হাউস, এমএম ইস্পাহানি লিমিটেড ও উত্তরা মোটরস লিমিটেডকে পুরস্কৃত করা হয়। বিশেষ সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে।

    অনুষ্টানে সিটি মেয়রসহ অন্যান্য অতিথিরা জাতীয় পর্যায়ে সর্বোচ্চ এবং স্থানীয় পর্যায়ে ভ্যাট প্রদানকারী প্রতিষ্টান এর প্রতিনিধির হাতে সম্মানা স্মারক তুলে দেন। এই সময় সম্মানাপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অনুভুতি ব্যক্ত করেন।

    অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন ও বন্ড কমিশনারেটের ডেপুটি কমিশনার তাহমিনা আক্তার পলি।ভ্যাট দিবস উদ্বোধন করেন মেয়র

    সকালে বেলুন উড়িয়ে ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন। আগ্রাবাদের সিজিও ভবন থেকে বণাঢ্য শোভাযাত্রাটি শেখ মুজিব সড়কসহ বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষে পুনঃরায় সিজিও বিল্ডিং -এ এসে শেষ হয়।

    উদ্বোধনকালে সিটি মেয়র বলেন দেশের সুনাগরিক হিসেবে প্রত্যেকে নিজ দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিতে হবে। প্রত্যেক নাগরিক ইতিবাচক মনোভাব ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে দেশের উন্নয়নে শরীক হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতার সত্বে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।

    সিটি মেয়র ছাড়াও কর কমিশনার মোহাম্মদ এনামুল হকসহ অন্যান্য কর কমিশনারগন শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

  • ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’

    ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’

    আজ জাতীয় ভ্যাট দিবস। এবারের ভ্যাট দিবসের শ্লোগান হচ্ছে ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’। ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে নান কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

    বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যবসায়ী, ভোক্তাসাধারণ ও ভ্যাট আহরণ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে তারা অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে ভ্যাট কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

    বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে ভ‌্যাট দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সর্বশেষ চলতি অর্থবছরে নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার পর থেকে দিবসটির গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে।

    ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনবিআর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘ভ্যাট আদায়ে ছাড় দেয়া হয়েছে। ভ্যাট আদায়ে প্রাথমিক পর্যায়ে অনুরোধ করা হবে, পরে আইন প্রয়োগ করা হবে। তবে সে সময় ভ্যাট আদায়ের ক্ষেত্রে কোনো দিক থেকে যেন হয়রানির কথা না ওঠে। অনলাইনে ভ্যাট নিবন্ধন ১ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। রিটার্ন জমা পড়েছে ১ লাখ পাঁচ হাজার। রেজিস্ট্রেশন প্রতিনিয়ত বাড়ছে।

    ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ভ্যাটের হার নির্ধারণ করা হয়েছে। রড, স্টিলসহ কয়েকটি পণ্যের ক্ষেত্রে মানুষের কথা চিন্তা করে এবং ভ্যাটের বিষয়ে ভীতি যেন তৈরি না হয়, সেজন্য ভ্যাটের হার ফিক্সড করে দেয়া হয়েছে। এত কিছুর পরও যদি ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি না হয় তাহলে তা হবে খুবই দুঃখজনক। ব্যবসায়ীদের যথেষ্ট সুযোগ দেয়া হয়েছে। ভ্যাট আদায়ে জুলাই-আগস্টে নেগেটিভ প্রবৃদ্ধি থাকলেও সেপ্টেম্বর-অক্টোবরে তা ঘুরে দাঁড়িয়েছে।

    সকালে সেগুনবাগিচা রাজস্ব ভবন থেকে ভ্যাট দিবসের শোভাযাত্রা বের হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শোভাযাত্রার নেতৃত্ব দেবেন। এসময় এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত থাকবেন। এছাড়া সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করবেন।

    বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা দেয়া হবে। সেখানে প্রধান অতিথি অর্থমন্ত্রী ছাড়াও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

    এদিকে, ভ্যাট সপ্তাহ উদযাপনের জন্য আজ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহকে সামনে রেখে গণসচেতনতা বৃদ্ধিতে পোস্টার, উৎসাহব্যঞ্জক স্লোগান সম্বলিত স্টিকার, বিলবোর্ড, বেলুন, বর্ণিল ফেস্টুন ও ব্যানার থাকবে। রেডিও, টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইনভিত্তিক মিডিয়ায় তথ্যভিত্তিক ডকুমেন্টরিসহ বিভিন্ন বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন সালমান এফ রহমান

    মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন সালমান এফ রহমান

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরী পরিদর্শন করেছেন।

    বুধবার (৪ ডিসেম্বর) সকালে তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আগামী চার বছরের মধ্যে এই শিল্পনগরীতে দশ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন।

    সালমান এফ রহমান আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে দ্রুতগতিতে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। সরকার বিদেশি বিনিয়োগ আনতে ব্যাপকভাবে কাজ করছে। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো দেশভিত্তিক আলাদাভাবে বরাদ্দ করায় বিনিয়োগকারী দেশগুলো আগ্রহী হয়ে উঠছে।

    তিনি বলেন, দেশে বিনিয়োগের জন্য জ্বালানি সংকট নেই। রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল থাকায় অনেকেই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে মনে করছেন উপদেষ্টা।মিরসরাই অর্থনৈতিক অঞ্চল

    শিল্পনগরীতে বিভিন্ন নির্মানাধীন কারখানা ঘুরে দেখেন সালমান এফ রহমান। এ সময় তিনি সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ নেন।

    এসময় বেজা চেয়ারম্যান পবন চৌধুরী, বেজার প্রজেক্ট ডিরেক্টর ফারুক হোসেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন, মিরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

  • বাংলাদেশ হতে যাচ্ছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার

    বাংলাদেশ হতে যাচ্ছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : দি চেবু চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) ম্যায়নার্দো এলবি.মন্টিলেগ্রি বিগত বছরগুলোতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করে বলেন-বাংলাদেশ হতে যাচ্ছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার। তিনি এদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রার ঈর্ষান্বিত সাফল্য ফিলিপাইন্স উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করছে বলে জানান।

    মঙ্গলবার ৩ ডিসেম্বর ঢাকা পররাষ্ট্র মন্ত্রাণালয়ের কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) ও দি চেবু চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই), ফিলিপাইন্স মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বেসরকারী খাতের উন্নয়নে সমঝোতা স্বারক চুক্তি সম্পাদন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    ম্যায়নার্দো বন্দর নগরী চেবু ও চট্টগ্রামের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের উপর গুরুত্বারোপ করে বেসরকারী খাতের কল্যাণে ব্যবসায়ীদের যোগাযোগ বৃদ্ধিতে চিটাগাং চেম্বারের সহযোগিতা কামনা করেন।

    চুক্তিতে চিটাগাং চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম ও চেবু চেম্বারের পক্ষে ফিলিপাইন্স এশিয়া ও প্যাসিফিক এ্যাফেয়ার্স এর ইনচার্জ ও সাবেক রাষ্ট্রদূত ম্যায়নার্দো এলবি.মন্টিলেগ্রি স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের সেক্রেটারী মাসুদ বিন মোমেন, ম্যানিলাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামসহ উভয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চেম্বারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    স্বাক্ষর অনুষ্ঠানে চিটাগাং চেম্বার সভাপতি বলেন- ফিলিপাইন্সের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্যিক সম্ভাবনা থাকা সত্ত্বেও ব্যবসা এবং বিনিয়োগ কাঙ্খিত পরিমানে বৃদ্ধি পায়নি। তিনি এ সমঝোতা স্বারক চুক্তির মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ী সমাজ তথা বেসরকারী খাত লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    চেম্বার সভাপতি বিদেশী বিনিয়োগ আকর্ষণে বর্তমান ব্যবসা ও বিনিয়োগবান্ধব সরকারের গৃহীত নীতিমালা এবং প্রণোদনামূলক সুযোগ-সুবিধা অবহিত করতঃ বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কসহ চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফিলিপাইন্স বিনিয়োগ কামনা করেন।

    মাহবুবুল আলম বাংলাদেশের উন্নত মানের চাল, আলু, ফলমূল, ঔষধ, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী যাতে সহজে ফিলিপাইন্স বাজারে প্রবেশ করতে পারে এ ব্যাপারে প্রতিনিধিদলের সহায়তা কামনা করেন।

  • ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর, মূল জেটি স্বাভাবিক দাবি কর্তৃপক্ষের

    ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর, মূল জেটি স্বাভাবিক দাবি কর্তৃপক্ষের

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর। ঘাট থেকে খালাসের জন্য সাগরে যায়নি কোন লাইটার জাহাজ। বন্ধ রয়েছে নৌপথের পরিবহণও। 

    ফলে বহির্নোঙ্গরে অলস বসে আছে বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে আসা ৭৮টি মাদার ভ্যাসেল। এছাড়া কর্ণফুলী নদীতে অলস বসে আছে এক হাজারেরও বেশি লাইটারেজ জাহাজ। এতে ক্ষতির মুখে পড়ছে আমদানিকারক ও ব্যবসায়ীরা।

    শনিবার ভোর ৬ টা থেকে নৌযান চলাচল বন্ধ রেখে কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিকরা। সকালে চট্টগ্রামের কর্ণফুলীর নৌঘাটে কোনো লাইটারেজ জাহাজে পণ্য উঠানামা করেনি। সারিবদ্ধভাবে লাইটারেজ জাহাজগুলো নদী বয়াতে বাধা রয়েছে।

    তবে বন্দরের মূল জেটিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

    জানা যায়,  দেশের ৭৫ শতাংশ পণ্য পরিবহন হয় নৌ পথে। মাদার ভ্যাসেল থেকে পণ্য নিয়ে লাইটারেজ জাহাজগুলো ঘাটে এবং নদী বন্দরে পৌঁছে দিয়ে আসে।

    চাকরির নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকরা। এ লক্ষ্যে শ্রমিকরা ১১ দফা দাবীতে ধর্মঘটের পাশাপাশি মিছিল সমাবেশ করছে চট্টগ্রামের ঘাটগুলোতে। ফলে সকাল থেকে চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী ১৬টি ঘাটে অলস বসে আছে শত শত লাইটারেজ জাহাজ এবং অয়েল ট্যাংকার। অথচ এসব জাহাজের ব্যস্ত থাকার কথা ছিল বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাসের কাজে।

    চট্টগ্রাম ডব্লিউটিসি’র কো-কনভেনার শফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, নৌযান শ্রমিকদের কর্মরিতির ফলে আমদানিকারকদের ড্যামারেজ দিতে হচ্ছে। এক এক মাদারশিপে ১০ থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ড্যামারেজ আছে। এই মাল আনলোড বন্ধ থাকলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হবে।

    তবে বন্দরের ট্রাফিক বিভাগের তথ্যমতে কর্মবিরতি চলাকালেও সচল রয়েছে বন্দর। বহির্নোঙরে অবস্থানরত ৫২টি জাহাজের মধ্যে ৪৭টি জাহাজ থেকে পণ্যবোঝাই চলছে। এসব পণ্যের মধ্যে পাথর, কয়লা, সিমেন্টের ক্লিংকার ও বিভিন্ন খাদ্যদ্রব্যও রয়েছে।

    বন্দরের ভেতরে জেটিতে স্বাভাবিক কার্যক্রম চলছে জানিয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, জাহাজে কনটেইনার ওঠানামা স্বাভাবিক রয়েছে। তাছাড়া ইয়ার্ড থেকেও কনটেইনার নিয়মিত খালাস হচ্ছে।

    নৌযান শ্রমিকদের আটটি সংগঠনের জোট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন শুক্রবার মধ্যরাতে এ ধর্মঘটের ডাক দেয়। এ নিয়ে গত এক বছরে তিনবার ধর্মঘটের ডাক দিল ফেডারেশন। নেতাদের দাবি, নৌযান মালিক ও সরকার বারবার ওয়াদা ভঙ্গ করায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন। এবার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট প্রত্যাহার করবেন না।

    তারা বলছেন, ফেডারেশনের পক্ষ থেকে ১১ দফা উপস্থাপন করা হলেও তাদের মূল দাবি ২০১৬ সালে প্রকাশিত গেজেট অনুযায়ী সর্বস্তরের শ্রমিকদের বেতন দিতে হবে। অন্য দাবিগুলো হলো নৌপথে চাঁদাবাজি বন্ধ, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, মালিক কর্তৃক খাদ্য ভাতা প্রদান, নৌযান শ্রমিকদের সমুদ্র ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ।

  • শস্যদানার বদলে ঘোষণাবর্হিভূত পানীয় আমদানি : স্টার অ্যালায়েন্স’র রাজস্ব ফাঁকি!

    শস্যদানার বদলে ঘোষণাবর্হিভূত পানীয় আমদানি : স্টার অ্যালায়েন্স’র রাজস্ব ফাঁকি!

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : ঢাকার গুলশানের উত্তর বাড্ডা এলাকার স্টার অ্যালায়েন্স নামে একটি প্রতিষ্ঠান ভুট্টা ও মটরশুটি আমদানির ঘোষণা দিয়ে ঘোষণাবর্হিভূত ভাবে কোটি টাকার পানীয় আমদানি করে বড় অংকের রাজস্ব ফাঁকি দিয়েছে।

    প্রায় এক বছর আগে ২২ মেট্রিকটন পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা কনটেইনারটি বুধবার (২৭ নভেম্বর) খুলে কায়িক পরীক্ষা করলে কাস্টমসের এআরআই শাখার কর্মকর্তাদের হাতে ধরা পড়ে রাজস্ব ফাঁকি দিয়ে ঘোষণা বর্হিভূত পণ্য আনার বিষয়টি।

    চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুরউদ্দিন মিলন বলেন, চীনের আনাস পি ট্রেডিং পিটিই লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৩ মেট্রিকটন সুইটকর্ণ (মিষ্টি ভুট্টার দানা) এবং ৯ মেট্রিকটন কিডনি বিন (মটরশুটি দানা) আমদানির ঘোষণা দিয়ে ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলেছিল ঢাকার এ প্রতিষ্ঠানটি।

    দুই ধরনের শস্যদানা আমদানির ঘোষণা দিলেও গত ২০১৮ সালের ২৩ ডিসেম্বর বিভিন্ন ধরনের সফট ও হার্ড ড্রিংকস, এনার্জি ড্রিংকস, চকোলেট ও ওয়েফার মিলিয়ে ২২ টন পণ্য নিয়ে কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে।

    তিনি বলেন, গত ১৭ জানুয়ারি আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে চট্টগ্রাম নগরীর শেখ মুজিব রোডের এলিট এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান পণ্য খালাসের জন্য চট্টগ্রাম কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করলে প্রতিষ্ঠানটি পণ্য খালাসের দায়িত্ব পায়।

    এদিকে আমাদানিকৃত কন্টেইনারের উপর কাস্টমসের গোয়েন্দা নজরদারি থাকায় সিএন্ডএফ প্রতিষ্ঠানটি দীর্ঘ ১০ মাসেও কন্টেইনারটি খালাস না করে বন্দরের ইয়ার্ডে ফেলে রাখে। বাধ্য হয়ে বুধবার নিজ উদ্দ্যেগে কনটেইনারটির কায়িক পরীক্ষার উদ্যোগ নেন কাস্টমস কর্মকর্তারা।

    এতে ৭ লাখ টাকার দুটি শস্যপণ্য আমদানির ঘোষণা দিলেও ঘোষণাবর্হিভূত কোটি টাকার পানীয় পণ্য আমদানির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের কাছে ধরা পড়ে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুরউদ্দিন মিলন।

  • একনেকে ৭ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে ৬ প্রকল্প অনুমোদন

    একনেকে ৭ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে ৬ প্রকল্প অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩১২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ২ হাজার ৭৭৮ কোটি ৫৬ লাখ। সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৩২১ কোটি ৬৯ লাখ এবং বিদেশি ঋণ ৪ হাজার ২১২ কোটি ৩০ লাখ টাকা।

    মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

    অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চারটি প্রকল্প যথাক্রমে ১৩১ কোটি ১৭ লাখ ব্যয়ে ‘পালবাড়ী-দড়াটানা-মনিহার-মুড়ালী জাতীয় মহাসড়কের (এন-৭০৭) মনিহার থেকে মুড়ালী পর্যন্ত ৪-লেনে উন্নীতকরণ’, ২৪০ কোটি ৯৭ লাখ ব্যয়ে ‘বগুড়া-সারিয়াকান্দি জেলা মহাসড়ক (জেড-৫০৩২) উন্নয়ন এবং বাঙালী নদীর ওপর আড়িয়াঘাট সেতু নির্মাণ’, ৭২৩ কোটি ৯৭ লাখ ব্যয়ে ‘মাগুরা-নড়াইল (আর-৭২০) আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ এবং ৫৯ কোটি ৮৫ লাখ খরচে ‘ফেনী (মাস্টারপাড়া)-আলোকদিয়া-ছাগলনাইয়া (শান্তিরহাট) জেলা মহাসড়কটি যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০৬ কোটি ৬৪ লাখ খরচে ‘নাটোর রোড (রুয়েট) থেকে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ’ এবং বিদ্যুৎ বিভাগের ৫ হাজার ৯৪৯ কোটি ৯৫ লাখ খরচে ‘ঢাকা এবং পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ’ প্রকল্প।

    এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান উপস্থিত ছিলেন।

  • বিমানে পেঁয়াজের প্রথম চালান এলো পাকিস্তান থেকে

    বিমানে পেঁয়াজের প্রথম চালান এলো পাকিস্তান থেকে

    বিমানে পাকিস্তান থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে পেঁয়াজের প্রথম চালান। করাচি থেকে ৮২ টনের চালানটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বেসরকারি সিল্ক সংস্থার একটিপণ্য পরিবহনকারী উড়োজাহাজে এসে পৌঁছায়।

    আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজের চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে। পেঁয়াজবাহী উড়োজাহাজটি অবতরণের পর চালানটি খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

    ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেনন, সিল্কওয়ে উড়োজাহাজের ‘সেভেনএল ৩০৮৬’ ফ্লাইটে পেঁয়াজের প্রথম চালানটি এসেছে। এখন দ্রুত শুল্কায়নের প্রক্রিয়া চলছে।

    এ পর্যন্ত আকাশপথে চারটি উড়োজাহাজে পেঁয়াজের চালান আনার সময়সূচি ঠিক হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও চট্টগ্রামের এস আলম গ্রুপের প্রথম চালান আসবে আজ বুধবার দিবাগত রাত একটায়। সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে প্রথম চালানটি এসে পৌঁছাবে।

    আগামীকাল বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসবে। আগামী শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে।

    এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, আমদানি করা পেঁয়াজ বিমানে আনা প্রথম চালান আজ বুধবার পৌঁছবে। এটি মঙ্গলবার আসার কথা ছিল। পেঁয়াজ লোডিংয়ে সমস্যা হওয়ায় ২৪ ঘণ্টা পিছিয়েছে। বিমানে আনা পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে।

    এদিকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আকাশপথ ব্যবহারে প্রযোজ্য চার্জ মওকুফের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

    বুধবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে এই চার্জ মওকুফ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য জনগণের স্বার্থে যতদিন এভাবে আকাশপথে পেঁয়াজ আমদানি করা হবে ততদিন পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এই চার্জ মওকুফের ব্যবস্থা কার্যকর থাকবে। আকাশপথে পেঁয়াজ আমদানির সঙ্গে সম্পৃক্ত সব ব্যবসায়ীকে এ ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা প্রদান করা হবে।

    আকাশপথে যেকোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ প্রদান করতে হয়। নতুন এ সিদ্ধান্তের ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এ চার্জ প্রযোজ্য হবে না।

  • আজ পদ্মা সেতুর ১৬তম স্প্যান বসছে

    আজ পদ্মা সেতুর ১৬তম স্প্যান বসছে

    আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর ১৬ ও ১৭ নং পিলারের ওপর বসানো হবে ১৬তম স্প্যান। এর মধ্য দিয়ে প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান হবে পদ্মা সেতু।

    এর পূর্বে ১৫টি স্প্যান বসানোর মাধ্যমে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যর সেতুটির ২২৫০ মিটার বা ২ কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়েছে। এখন দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পদ্মা সেতুও দীর্ঘায়িত দৃশ্যমান হবে বলে পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবীর জানান।

    হুমায়ুন কবীর বলেন, মঙ্গলবার সকল নয়টার দিকে ভাসমান ক্রেন তিনাই-ই-তে করে স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হবে। কনস্টাকশন ইয়ার্ড থেকে ১৬ ও ১৭ নং পিলারের দূরত্ব কম হওয়ায় এটি নিয়ে যেতে ভাসমান ক্রেনের তেমন সময় লাগবেনা। আশা করা যাচ্ছে আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকলে দুপুরের মধ্যেই স্প্যানটি পিলারের উপর বসানো সম্ভব হবে।

    ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় ১৫টি স্প্যান।

    প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।

    ২০০৭ সালে বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পটির যাত্রা শুরু হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকার ওই বছরের ২৮ আগস্ট ১০ হাজার ১৬১ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছিল। পরে আওয়ামী লীগ সরকার এসে রেলপথ সংযুক্ত করে ২০১১ সালের ১১ জানুয়ারি প্রথম দফায় সেতুর ব্যয় সংশোধন করে। বর্তমান ব্যয় ৩০ হাজার কোটি টাকার বেশি।

    মূল সেতু নির্মাণে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি। আর নদীশাসনের কাজ করছে চীনের আরেক প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন। দুই প্রান্তে টোল প্লাজা, সংযোগ সড়ক, অবকাঠামো নির্মাণ করছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

  • কৃষকের মুখে হাসি : বোয়ালখালীতে আমন ধান কাটার ধুম

    কৃষকের মুখে হাসি : বোয়ালখালীতে আমন ধান কাটার ধুম

    পূজন সেন, বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আমন ধান কাটার ধুম পড়েছে। সোনালী ধানের ডগায় জমা শিশির বিন্দু জানান দিচ্ছে শীত আসন্ন। সন্ধ্যা হতেই চারদিকে জমাট হয়ে নামছে কুয়াশা। সারারাত ঝরা কুয়াশায় সিক্ত পাকা ধান।

    ভোরের আলো ফুটতে না ফুটতে দল বেঁধে কৃষকেরা কাচি নিয়ে নামছে ধান ক্ষেতে। কৃষকের পরিশ্রম আর অনুকূল আবহাওয়ায় আমনের ফলনের সম্ভাবনাকে করেছে উজ্জ্বল। কৃষকের মুখে ফুটেছে হাসি। ঘরের গোলাভরা নতুন ধানে হবে নানান পিঠাপুলি।

    বাতাসে এখন শীতের আমেজ। গত ক’দিন ধরে বইছে উত্তুরে হাওয়া। শীতের এই ছোঁয়া কৃষকের মন-প্রাণেও দিয়েছে খুশির জোয়ার। শীতের কুয়াশা জমা শিশির বিন্দু ধানকে হৃষ্টপুষ্ট হতে সহায়তা করছে। রোপা আমনের যেসব ধান একটু বিলম্বে আসে শীতের এই কুয়াশায় ধানেও প্রাণ এনে দিয়েছে।

    ধানের ভেতরের চাল শক্ত হতে সাহায্য করছে আর পোকামাকড়ের শঙ্কাও কেটে গেছে বলে জানায় কৃষকরা। তবে গেলবার আমনের ভালো দাম না পাওয়ায় এবারও কৃষকরা কিছুটা শংকিত ন্যায মূল্য নিয়ে।

    উপজেলার কয়েকটি বিল ঘুরে দেখা গেছে, পুরোদমে কৃষকরা আমন ধান কাটায় লেগেছেন। কষ্টের ফসল ঘরে তোলার আনন্দে মাতোয়ারা। ইতিমধ্যে প্রায় ৩০-৩৫ শতাংশ আমন ঘরে তুলেছে কৃষকরা। ডিসেম্বর মাসের মধ্যে আমন পুরোপুরি ঘরে উঠবে বলে ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরী।

    তিনি বলেন, আমন চাষে কৃষকদের সব ধরণের পরামর্শ সহোযোগিতা দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। ফলে আমরা আশা অনুরূপ ফসল ঘরে তুলতে পারছি।

    শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কফিল উদ্দীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমন চাষে কৃষকের আগ্রহ থাকলেও ধান বিক্রিতে ন্যায্য মূল্য না পাওয়ায় অনেকে চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা পেতে কৃষকদের উদ্বুদ্ধ করি যাতে কৃষকরা চাষাবাদে আগ্রহ না হারান।

    আইপিএম সভাপতি মো. সেকান্দর ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, এবার প্রায় ৫ একর জমিতে আমন চাষ করেছেন। ফলন ভালো হয়েছে। তবে চাষাবাদে খরচের সাথে ফলনের সমন্বয় হচ্ছে না। সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না। একই কথা জানিয়েছেন আইপিএম সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ বিকম, কৃষক রায়হান, আবদুল কাদের ও মো. শামসুল আলম।

    বোয়ালখালী উপজেলায় এবার আমনের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৫শত হেক্টর। আবাদ হয়েছে ৪ হাজার ৪শত ৮০হেক্টর। প্রাকৃতিক কোনো দূর্যোগ না হওয়ায় এবারের আমন ধান ভালো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, অতিবৃষ্টি, খরা, রোগ-বালাই তেমন একটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি কৃষকের সামনে, প্রাকৃতিক দূর্যোগ তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। এ বছর আমন চাষে ভালো ফলন হয়েছে।

  • পেঁয়াজের কেজি ২০০

    পেঁয়াজের কেজি ২০০

    পেঁয়াজের বাজার কোনওভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কাজে আসেনি কোনও পদক্ষেপ। দেশি পেঁয়াজের দাম বেড়ে এখন কেজি প্রতি ১৯০ থেকে ২০০ টাকা।

    বুধবার (১৪ নভেম্বর) রাজধানীতে মিশর থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৭০ থেকে ১৮০ আর দেশি পেঁয়াজের দাম ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে।

    পেঁয়াজের এমন লাগামহীন দামে ক্ষোভ ক্রেতাদের মাঝে। পেঁয়াজের বাজার কারা নিয়ন্ত্রণ করছেন সে প্রশ্ন সাধারণ মানুষের। মিয়ানমার থেকে ৪২ টাকা দরে পেঁয়াজ কেনার পরেও দেশে কোনও অজুহাতে এত দাম সে প্রশ্নও ক্রেতাদের।
    বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহবান তাদের।

    বিক্রেতাদের দাবি তাদের বেশি দামে কিনতে হয় বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
    চট্টগ্রামে খাতুনগঞ্জ পাইকারি বাজারে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। গতকালের চেয়ে যা ২০ টাকা বেশি।

    এদিকে ক্রেতাদের অভিযোগ, ইচ্ছেমতো দাম রাখছেন বিক্রিতারা। তারা বলছেন, দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস তাদের।

  • পটিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ আমন ধান ও সবজী ক্ষেত, কৃষকের মাথায় হাত

    পটিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ আমন ধান ও সবজী ক্ষেত, কৃষকের মাথায় হাত

    সনজয় সেন.পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টি হওয়ায় উপজেলার আমন এবং শীতকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। যদিও পটিয়া কৃষি সম্পাচারণ বিভাগ দাবী করছেন পটিয়ায় ঘূর্নিঝড় বুলবুল তেমন কোন ক্ষতি করতে পারেনি।

    পটিয়া উপজেলায় এই বছর রোপা আমন ধানের চাষ হয়েছে ১৩ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে। এর মধ্যে কিছু জমির ধান কাটা শুরু হয়েছে আবার কিছু জমির ধানের ফুল আসতে শুরু হয়েছে। আবার কিছু জমির ধান গাছে দানা এখনো কাচাঁ থাকলেও তা বৃষ্টি এবং বাতাসে মাটিতে নুয়ে গেছে।

    গত তিনদিনের বৃষ্টি এবং দমকা বাতাসে পটিয়া উপজেলার ২২টি ইউনিয়নের কৃষকদের বেশ কিছু জমির পাকা ধান বাতাসে নুয়ে পড়ে পানি এবং মাটির সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে নষ্ট হচ্ছে গরুর খড় অন্যদিকে কৃষকের সারা বৎসরের পেটের খাবার।

    পটিয়া কৃষি সম্পাচারন বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. আলী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পটিয়ায় এইবার ১৬টি জাতের আমন ধানের চাষ করা হয়েছে। যে পরিমান চাষাবাদ হয়েছে তার মধ্যে এই ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট টানা কদিনের বৃষ্টিতে কিছু সংখ্যক রোপা আমান মাটিতে নুয়ে পড়ে ক্ষতি হয়েছে এবং কিছু সংখ্যক কৃষকের সবজি ক্ষেত নষ্ট হয়েছে।

    তবে এখনও ক্ষতিগ্রস্থ ধানী জমি গুলো থেকে পানি বের করে দিতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলে মতপ্রকাশ করেন এ কর্মকর্তা। তাছাড়া সবজির ক্ষেত ছত্রাকে আক্রমণ হতে পরে। সঠিকভাবে পরিচর্যা করলে এসব সবজি ক্ষেত থেকেও ভাল ফসল পাওয়া যেতে পারে বলে মনে করছেন তিনি।

    সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, এবার উপজেলার সবচেয়ে বেশি সবজি উৎপাদিত হয়েছে  শ্রীমাই চরে। এ চরে কৃষকরা মুলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বরবটি, শসা, ঢেরশ, ধনিয়া পাতা ছাড়াও নানা রকমের শাক সবজির চাষ করেছে। তবে গত তিনদিনের বৃষ্টি এবং বাতাসে কিছু কিছু ক্ষেত পানিতে ঢুবে আছে আবার কিছু ক্ষেত বাতাসে মাটিতে নুয়ে পড়েছে।

    কৃষক রতন দাশ এবং মো. শফিউলের সাথে কথা হলে তারা ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, এই চরে সবজি উৎপাদনের জন্য প্রয়োজনীয় পানি শ্রীমাই খালে থাকায় এখানে প্রায় ২শত কৃষক বিভিন্ন রকমের শীতকালীন আগাম সবজি চাষ করেছেন। এমনকি ইতিমধ্যে অনেক ক্ষেতে ভালো ফলনও আসা শুরু করেছে।

    কয়েকজন চাষী কিছু কিছু সবজি উত্তোলন করে বিক্রিও করেছেন। বৃষ্টি এবং বাতাস অনুকুলে থাকলে ভালো লাভ হতো। কিন্তু কয়েকদিনের দমকা বাতাস এবং বৃষ্টিতে কৃষকদের স্বপ্ন ধুলিসাৎ করে দিয়েছে। অনেক ফসল এখন মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। ফলে দুঃস্বপ্ন নিয়ে শ্রীমাই চরের অনেক কৃষক ক্ষতিগ্রস্থ জমির দিকেই তাকিয়ে আছে।

    জানা যায়, পটিয়ার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা প্রতি বছর নভেম্বর-ডিসেম্ভর মাসে বিভিন্ন রকমের শীতকালীন সবজি চাষ করে নতুন সবজি বাজারে নিয়ে ভালো দাম পায়। উপজেলার খরনা, কচুয়াই, শ্রীমাই, কেলিশহর, হাইদগাঁও, ধলঘাট এলাকা থেকে প্রতি বছর নভেম্বর মাসে বাজারে নতুন নতুন সবজি নিয়ে বাজার ভরপুর করে এবং ক্রেতাদের নতুন সবজী দিয়ে মন কাড়ে। এই ইউনিয়নের উৎপাদিত সবজিতে পটিয়ার বাজার গুলোতে ভরপুর হয়ে থাকে।

    কিন্তু এবার আগাম শীতকালীন সবজি ক্ষেত করে এই বৃষ্টিতে তাদের বীজতলা এবং আগাম সবজি চারা নষ্ট হয়ে মাথায় হাত ওঠে। ভালো দাম পাওয়ার আশায় চাষাবাদ করলে এই বৃষ্টি বাতাসে নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের মুখের হাসি ফোটা বন্ধ হয়ে গেছে।

    কৃষকদের অভিযোগ শ্রীমাই খাল থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন এবং খালের পাড় থেকে অবৈধ ভাবে মাটি নিয়ে যাওয়ায় তারা প্রতি বৎসর বরাবরই ক্ষতিসাধিত হয়। যদি অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন না করে তারা সুন্দর ভাবে চাষা বাদ করে সবজি উৎপাদিত করে তবে ক্রেতাদের চাহিদা মেঠানোর পাশাপাশি তারা স্বচ্ছল থাকবে।