Category: স্বাস্থ্য

  • ১ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে বিশ্বে করোনায় মৃত্যু

    ১ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে বিশ্বে করোনায় মৃত্যু

    বৈশ্বিক মহামারি প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ২৮৩ জন।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত ২৬ লাখ ২৬ হাজার ৯২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ মহামারিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৩ হাজার ২৮৩ জনের।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ১০ হাজার ২৮৫ জন।

    করোনা সংক্রমণে শীর্ষ ১০ দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, ইরান ও রাশিয়া।

    এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৮ লাখ ৪০ হাজার ৮৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৬ হাজার ৬৮৮ জন।

    এই ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত স্পেনে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৮ হাজার ৩৮৯ জন এবং মারা গেছেন ২১ হাজার ৭১৭ জন। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৯১৫ জন। তবে মৃতের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্পেনে।

    তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ইতালিতে ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জন এবং মারা গেছেন ২৫ হাজার ৮৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৫৪৩ মানুষ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ ও লক্ষ্মীপুরে ১ জনের করোনা শনাক্ত

    চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ ও লক্ষ্মীপুরে ১ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ::: বিগত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ১৬৫টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে । এছাড়া লক্ষ্মীপুরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    বুধবার (২২ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

    তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১৬৫টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ৪৩ গেছে জন।

    চট্টগ্রামের ৩ জনের মধ্যে নগরীর লালখান বাজার মোরশেদ মঞ্জিলে ১ জন (৪২ বছর), বালুছড়া ঈসা খান মঞ্জিলে ১ জন (৪২ বছর) এবং ফটিকছড়ি উপজেলার নানুপুর সাব-সেন্টার ডাক্তার আব্দুল বাসেত হাসান (২৯) এর করোনা শনাক্ত হয়েছে।

    লক্ষ্মীপুরে সদরে ৩২ বছর বয়সী একজনের করোনা শনাক্ত হয়েছে।

    ২৪ ঘণ্টা /এম আর

  • চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডিস ইনফেকশন অটো চেম্বার হস্তান্তর করলেন চসিক মেয়র

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডিস ইনফেকশন অটো চেম্বার হস্তান্তর করলেন চসিক মেয়র

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসিম কুমার নাথের নিকট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন একটি ডিস ইনফেকশন স্প্রে অটো চেম্বার হস্তান্তর করেছেন।

    আজ সকালে নগরীর টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন কার্যালয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা রোগীদের সেবাদানকারী ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের পিপিই পড়ে প্রবেশ ও বাহির হওয়ার সময় জীবাণুমুক্ত করণের লক্ষ্যে এই চেম্বার হস্তান্তর করা হয়।

    চসিকের আর্থিক সহায়তায় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর কারিগরি সহযোগিতায় চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের এর তত্ত্বাবধানে এই অটো স্প্রে চেম্বার তৈরী করা হয়।

    এই চেম্বারটি বিদ্যুৎ চালিত। একটি সেন্সরের মাধ্যমে এটি কাজ করবে। চেম্বারে প্রবেশের ৪ সেকেন্ডের মধ্যই ক্লোরিন মিশ্রিত দ্রবণের স্প্রে কাজ সম্পন্ন হবে। স্প্রে কাজ সম্পন্ন করে পিপিই পরিহিত ব্যক্তি জীবানুমুক্ত হয়ে প্রবেশ ও বাহির হবেন।

    এই চেম্বার হস্তান্তর কালে মেয়র বলেন, বিশ্বের অনেক দেশেই করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় এই ধরনের ব্যবস্থা চালু হয়েছে। এই মহামারী চলাকালীন সময়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে, বিশেষ করে সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসা ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় এই সেনিটাইজিং পদ্ধত্বি অত্যন্ত কার্য্যকর।

    পর্যায়ক্রমে এই স্প্রে অটো চেম্বার চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, চসিক জেনারেল হাসপাতাল, বিআইটিআইডি বা বক্ষ ব্যধি হাসপাতাল, হলি ক্রিসেন্ট হাসপাতাল সহ করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবাদানকারী বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে তাদের চাহিদানুযাযী প্রদান করা হবে।

    চেম্বার হস্তান্তরকালে মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, চুয়েটের আবু আদনান, মো. রকিব উদ্দিন উপস্থিত ছিলেন।

    নিজেদের তাগিদে ত্রাণ প্রাপ্তির তালিকায় অন্তর্ভূক্তির আহবান সিটি মেয়রের

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সরকারি ত্রাণ বিতরণ ব্যবস্থাপনায় কোন রকম অনিয়ম বা দূর্ণীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিÍ অপেক্ষা করছে। এই কাজে নিয়োজিতদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। ত্রাণ প্রাপ্তিতে অসন্তোষ নিয়ে কেউ কেউ আমাদের কাছে যোগাযোগ করে বলেছেন তারা তালিকায় অন্তর্ভূক্ত হতে পারছেন না। এ ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চূড়ান্ত নির্দেশনা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ত্রাণ উপহার বন্টনের ব্যাপারে যে নির্দেশনা দেয়া হয়েছে তা সঠিকভাবে পালন করতে হবে। এখনও পর্যন্ত যারা তালিকায় অন্তর্ভূক্ত হতে পারেন নি অবশ্যই স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে নিজেদের নাম অন্তর্ভূক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোন ধরনের ঘাটতি নেই। যারাই ত্রাণ পাওয়ার অগ্রাধিকারে আছেন তারা যদি নিজ দায়িত্বে তালিকাভুক্ত না হোন তাহলে এই দায়িত্ব জনপ্রতিনিধিদের উপর বর্তাবে না।

    মেয়র বলেন, গরীব ও অস্বচ্ছল পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌছানো স্থানীয় জনপ্রনিধির দায়িত্ব। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ত্রাণ বিতরণে যাদের দায়িত্ব দেয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেউ সঠিক দায়িত্ব পালন করছেন না। তাদের এহেন কর্মের জন্য আামরা প্রশ্নবিদ্ধ হবো। এই ত্রাণ বন্টনের তালিকায় অগ্রাধিকার পাবে দিনমজুর, খেটে খাওয়া মানুষ, রিকশা চালক, ভ্যানগাড়ী ওয়ালা, চা দোকানদার, অটো রিকশা চালক, দোকানের কর্মচারী, ভবঘুরে, ভিক্ষুক সহ অসমর্থ ব্যক্তিগণ।

    তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে মহা সংকটকাল অতিক্রম করছি আমরা। এই দূর্যোগকালীন সময়ে আমারা কোনভাবেই যেন সংকীর্ণতা পোষণ না করি। মানবিকতাকে প্রাধান্য দিয়ে ধর্ম-বর্ণ,দল-মত নির্বিশেষে সকলের পাশে দাঁড়াতে হবে। প্রায় ৭০ লক্ষাধিক নগরবাসীর মধ্যে এনজিওদের পরিসংখ্যাণে প্রায় ১৪ লক্ষ ৪০ হাজার মানুষ হতদরিদ্রের আওতায় পড়ে, কিন্তু আমাদের পরিসংখ্যানে প্রায় ২০ লাখের মত মানুষ। তবে এতদ পরিসংখ্যানগত অসাম্যঞ্জসতা থাকার পরও ইতোমধ্যে সরকারি, চসিক পরিবার ও ব্যক্তি সহায়তায় প্রায় ৪ লক্ষ পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। এরই মধ্যে যারা বাকি রয়েছেন তারা অবশ্যই ত্রাণ প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন না,এটা আমাদের অঙ্গীকার। দূর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত এই ত্রাণ সহযোগিতা অব্যাহত থাকবে।

    আমি নগরবাসীর কাছে অনুরোধ জানিয়ে বলবো- যারা এই পর্যন্ত তালিকাভুক্ত হননি, অনুগ্রহ করে আপনারা ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে নিজেদের নাম অন্তর্ভূক্ত করুন।

    মেয়র বলেন, যদি কোন কাউন্সিলর তালিকাভুক্তিতে অনিহা প্রকাশ করেন তাহলে সরাসরি আমাকে বা সংশ্লিষ্টদের অবহিত করুন। অন্তর্ভূক্তির পর ত্রাণ সহায়তা পেতে কোন ব্যত্ব্যয় ঘটলে তার দায়িত্ব আমি নিজেই নেব।

    মেয়র নগরবাসীকে নিজ নিজ ঘরে অবস্থান সহ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞদের প্রদত্ত নিয়ম মেনে চলার আহবান জানান।

    দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকা’র সম্পাদক সৈয়দ উমর ফারুকের ছোট ভাই
    সৈয়দ আহসান হাবীবের মৃত্যুতে সিটি মেয়রের শোক
    দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার’র সম্পাদক সৈয়দ উমর ফারুকের ছোট ভাই সৈয়দ আহসান হাবীব এর মৃত্যুতে গভির শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। আজ এক শোক বার্তায় সিটি মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

  • এক দিনে দেশে করোনায় মৃত্যু ১০, আক্রান্ত ৩৯০

    এক দিনে দেশে করোনায় মৃত্যু ১০, আক্রান্ত ৩৯০

    ২৪ ঘণ্টা ডট নিউজ : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) এক দিনে দেশে আরও ১০ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০ জন।

    এছাড়া নতুন করে আরও ৩৯০ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩৩৭২ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

    বুধবার (২২ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০৯৬টি । নতুন সুস্থ্য ৫,মোট সুস্থ্য ৯২ জন।

    মৃত্যুবরণ করা ১০ জনের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন মহিলা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • যুক্তরাষ্ট্রে একদিনে ৫ বাংলাদেশিসহ ২৮০৪ জনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রে একদিনে ৫ বাংলাদেশিসহ ২৮০৪ জনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫ বাংলাদেশিসহ একদিনেই ২ হাজার ৮০৪ মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৪৫ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। একদিনে ২৭ হাজার নতুন করে আক্রান্ত হওয়ার পর এখন সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ২০ হাজার।

    একদিকে করোনা পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে লকডাউন খুলে দেয়ার পরিকল্পনা অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাসন স্থগিতের ঘোষণা। সব মিলিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আর মিশ্র প্রতক্রিয়া এখ দেশজুড়ে।

    একজন বলেন, সমস্যার দিকে না তাকিয়ে সমাধানের দিকে তাকাতে হবে। এতে পজেটিভ বিষয়টি উঠে আসে। আর পজেটিভ চিন্তাই মানুষকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে।

    এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে অভিভাসন সংক্রান্ত তার পরিকল্পনার কথা জানান।
    আর করোনা ভাইরাস আগামী শীতে মহাকারি আকারে দ্বিতীয়বারের মতো ফিরে আসতে পারে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল সিডিসির পরিচালক।

    মঙ্গলবারও যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। আকান্ত হয়েছেন অসংখ্য মানুষ। এরমধ্যে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশ সংক্রান্ত যে ঘোষণা দিয়েছেন তাতে উদ্বেগ-উৎকণ্ঠায় যুক্তরাষ্ট্রের অভিবাসীরা।

  • ১ লাখ ৭৭ হাজার ছাড়াল বিশ্বব্যাপী করোনায় মৃত্যু

    ১ লাখ ৭৭ হাজার ছাড়াল বিশ্বব্যাপী করোনায় মৃত্যু

    বৈশ্বিক মহামারি প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সারাবিশ্বে ২৫ লাখ ৬৩ হাজার ৩৮৪ জন করোনাআক্রান্ত হয়েছেন। আর এ মহামারিতে মৃত্যু হয়েছে এক লাখ ৭৭ হাজার ৪১৫ জনের।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৮১ হাজার ৪৭৭ জন মানুষ।

    করোনা সংক্রমণে শীর্ষ ১০ দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, ইরান ও রাশিয়া।

    এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। বুধবার পর্যন্ত দেশটিতে ৮ লাখ ২৪ হাজার ৪৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৭৫ হাজার ২৮৯ জন।

    এই ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত স্পেনে ২ লাখ ৪ হাজার ১৭৮ জন এবং মারা গেছেন ২১ হাজার ২৮২ জন। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৫১৪ জন। তবে মৃতের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্পেনে।

    তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ইতালিতে ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন এবং মারা গেছেন ২৪ হাজার ৬৪৮ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৫১ হাজার ৬০০ মানুষ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নীলফামারীতে আরো এক যুবক করোনায় আক্রান্ত

    নীলফামারীতে আরো এক যুবক করোনায় আক্রান্ত

    নীলফামারী প্রতিনিধি॥নীলফামারীতে আরো এক যুবক(১৯) করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়েছে।

    মঙ্গলবার (২১এপ্রিল) বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতাল থেকে পাওয়া রিপোর্টে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন।

    এ নিয়ে পুরো জেলায় এক চিকিৎসক ও এক কিশোরী সহ করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ জন।

    জানা যায়,নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের যুবক(১৯) গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় নির্মান শ্রমিকের কাজ করত। গত ১৫ এপ্রিল জ্বর, সর্দি ও কাঁশি নিয়ে নিজ বাড়ি আসে সে।

    জেলা স্বাস্থ্য বিভাগ গত ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে মঙ্গলবার (২১এপ্রিল) বিকেলে পরিক্ষার ফলাফলে ওই যুবকের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

    সন্ধ্যায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

    মঙ্গলবার পর্যন্ত এ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে ২৭৮ জনকে রাখা হয়েছে। বর্তমানে ৫ হাজার ৫৯৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৬ জনের।

    উল্লেখ্যঃ-এ নিয়ে জেলায় ১০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা থেকে নিজবাড়িতে ফিরে এসে করোনায় আক্রান্ত হন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • চন্দনাইশে দশ মাসের শিশু ও বান্দরবানে ৩ জনের করোনা শনাক্ত

    চন্দনাইশে দশ মাসের শিশু ও বান্দরবানে ৩ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ::: বিগত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে দশ মাস বয়সী শিশুর করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বান্দরবানের থানচিতে ২ এবং লামায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১৪০টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ৪০ গেছে জন।

    বান্দরবানের লামার মীরা কোলায় ৩২ বছর বয়সী ১ মহিলা এবং থানছির বড়মদকে ৩৫ বছর বয়সী ১ পুরুষ  ও থানছিতে ৩৫ বছর বয়সী ১ পুরুষের করোনা শনাক্ত হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪৩৪, মৃত্যু ৯

    ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪৩৪, মৃত্যু ৯

    ২৪ ঘণ্টা ডট নিউজ :  বাংলাদেশে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিগত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১১০।

    এছাড়া নতুন করে আরও ৪৩৪ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ হাজার ৩৮২ করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

    মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৯৭৪টি । নতুন সুস্থ্য ২,মোট সুস্থ্য ৮৭ জন।

    মৃত্যুবরণ করা ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন মহিলা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ভারতে রাষ্ট্রপতি ভবনে করোনার হানা, কোয়ারেন্টাইনে শতাধিক ব্যক্তি

    ভারতে রাষ্ট্রপতি ভবনে করোনার হানা, কোয়ারেন্টাইনে শতাধিক ব্যক্তি

    ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।

    রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতা কর্মীর করোনা শনাক্তের পর শতাধিক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

    রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সচিব পর্যায়ের কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিজেদের বাড়িতেই কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তবে সেখানকার সাধারণ কর্মীদের দিল্লির একটি কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    তবে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ওই পরিচ্ছন্নতা কর্মী ছাড়া বাকিদের শরীরের নমুনা পরীক্ষার ফলাফল করোনা-নেগেটিভ এসেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

    চীনের উহান থেকে জন্ম নেয়া করোনা এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। চীনে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসলেও এখন ইউরোপজুড়ে সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী ভাইরাসটি।

    ইতোমধ্যে অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ লাখ।

    ভারতে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৫৯২ জন। করোনা বিস্তার রোধে ভারতজুড়ে লকডাউন চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে মাত্র ২৩ দিনের প্রস্তুতিতে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল আজ থেকে চালু

    সীতাকুণ্ডে মাত্র ২৩ দিনের প্রস্তুতিতে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল আজ থেকে চালু

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি :::সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় উদ্যেগের মাত্র ২৩ দিনের মধ্যে প্রতিষ্ঠা হয়েছে মহামারি করোনাভাইস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের প্রথম একটি অস্থায়ী ৬০ শয্যার ফিল্ড হাসপাতাল।

    আজ (২১ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০ টা থেকে এই হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

    সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, দেশের শিল্প প্রতিষ্ঠান নাভানা গ্রুপের দেওয়া একটি দ্বিতল ভবনের ৬ হাজার ৫০০ বর্গফুট জায়গা নিয়ে গড়ে উঠেছে এই হাসপাতালটি। এর জন্য ইতোমধ্যে ১০ টি আইসিইউ বেড ও চারটি ভেন্টিলেটর সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    এ ছাড়া, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবক মিলিয়ে মোট ৩৫ জনের একটি দল গঠন করা হয়েছে।

    চট্টগ্রামের কৃতি সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার বড় ভাই আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. বিদ্যুৎ বড়ুয়া এ হাসপাতালে উদ্যোক্তা।

    তিনি একমাস আগে ফেসবুকে এ হাসপাতালে নির্মাণের কথা জানিয়ে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

    সেখানে তিনি বলেন, মাত্র এক লাখ লোক ১০০ টাকা করে দিলেই এক কোটি টাকার ফান্ড হবে আর এ টাকায় হাসপাতাল তৈরী সম্ভব। এরপর ব্যাপক সাড়া পড়ে। কোন শিল্পপতির কাছে অনুদান চাওয়া হয়নি বলে জানান ডা. বিদ্যুৎ বড়ুয়া। একলাখ মানুষের টাকা দিয়ে এ হাসপাতাল তৈরী হয়েছে।

    তবে ভবন ও জায়গা দিয়ে এর সাথে শরিক হয়েছেন নাভানা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাজেদুল ইসলাম। তিনি এ হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোগতা। নব নির্মিত এ ফিল্ড হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে প্রায় ২৮৭ জন তরুণ আবেদন করলেও ২৫ জনকে নির্বাচিত করেছে কর্তৃপক্ষ। তাদেরকে করোনা রোগীর যত্ন বিষয়ক প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

    এ ব্যাপারে ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘এমন সময়ে আমরা এ হাসপাতালটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চালু করতে যাচ্ছি, যখন সারা দেশে করোনা রোগীরা চিকিৎসা নিয়ে নানা ধরনের দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। আমরা প্রমাণ করতে চাই করোনা রোগীরা অবহেলার পাত্র নয়। নিজেরা নিরাপদে থেকে তাদের সেবা দেওয়া যায়।

    তিনি বলেন-আমরা ৩৭টি বেড স্থাপন করছি। এছাড়াও থাকছে ৫টি ভেন্টিলেটর। একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস আছে রোগী ও চিকিৎসক পরিবহনে। ধীরে ধীরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা আছে। ইতোমধ্যেই আমরা চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করেছি।

  • ১ লাখ ৭০ হাজার ছাড়াল বিশ্বব্যাপী করোনায় মুত্যু

    ১ লাখ ৭০ হাজার ছাড়াল বিশ্বব্যাপী করোনায় মুত্যু

    বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর মিছিল যেন থামছেই না। বরং প্রতি মুহূর্তে বাড়ছে এ সংখ্যা।

    মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। আর এ মহামারীতে মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজার ৪৩৬ জনের।

    করোনাভাইরাস বিষয়ে সর্বশেষ আপডেট জানানো প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে। এতে জানানো হয়, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৬৪ হাজার ৮৫৪ জন।

    মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ হাজার ৫১৪ জন। আর দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। স্পেনে ২০ হাজার ৮৫২ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১০। আর ইতালিতে মারা গেছে ২৪ হাজার ১১৪ জন। আর সেখানে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার ২২৮ জন। আর ফ্রান্সে ২০ হাজার ২৬৫ জনের মৃত্যু এবং এক লাখ ৫৫ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

    বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনার রোগী শনাক্ত হয়। এরপর থেকে সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন; মৃত্যু হয়েছে ১০১ জনার।

    গত ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।