Category: স্বাস্থ্য

  • আরো খারাপ হতে পারে করোনা পরিস্থিতি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    আরো খারাপ হতে পারে করোনা পরিস্থিতি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    করোনা ভাইরাসের (কোভিড-১৯) ছোবলে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। বিভিন্ন দেশে লকডাউন চলছে। সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া বিভিন্ন নিয়মও মেনে চলার চেষ্টা করছে সবাই। তবুও যেন কোনোভাবেই আটকানো যাচ্ছে না এই করোনার তাণ্ডব। ঠিক এই সময়ই একের পর এক দুঃসংবাদ দিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানালেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি আসা এখনও বাকি। পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর প্রধান সম্প্রতি সাবধান করলেন। বেশ কিছু দেশে ইতোমধ্যেই লকডাউন ও বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করেছে। ঠিক তখনই সাবধান করলেন হু ডিরেক্টর জেনারেল টেডরোস আধানোম ঘেবরেসাস।

    জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে। কিন্তু হু প্রধান ঠিক কী কারণে মনে করছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে তা স্পষ্ট করে বলেননি।

    টেডরোস ১৯১৮-র স্প্যানিশ ফ্লু এর প্রসঙ্গ টেনে এনে বলেছেন করোনাভাইরাস এর চেয়েও সাংঘাতিক। তিনি জেনিভার সংবাদমাধ্যমকে বলছেন, করোনা ভাইরাস খুবই সাংঘাতিক। ১৯১৮-র ফ্লুতে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।

    তিনি আরও বলেছেন, এখন আমাদের প্রযুক্তি উন্নত। আমরা এই বিপর্যয়কে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের সেই ক্ষমতা এখন আছে। বিশ্বাস করুন। কিন্তু এখনও পরিস্থিতি আরও খারাপ হবে।

    তিনি সাবধান করে বলছেন, আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি দেখা বাকি আছে। তাই এটা আমাদের আটকাতে হবে। এখনও অনেকে বুঝতে পারছেন না কতটা সাংঘাতিক এই ভাইরাস।
    উল্লেখ্য, ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই মুহূর্তে ১৭২৬৫ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। সুস্থ হয়েছেন ২৫৪৬ জন।

  • চট্টগ্রামে আজ করোনা আক্রান্ত নেই, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ জন

    চট্টগ্রামে আজ করোনা আক্রান্ত নেই, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ জন

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে বিগত ২৪ ঘণ্টায় ১২৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের কারোও দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

    সোমবার (২০ এপ্রিল) রাতে এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, বিআইটিআইডিতে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া রোগী ফেনী জেলার সোনাগাজীর উপজেলার চরচান্দিয়া এলাকার ৩৫ বছর বয়সী একজন পুরুষ। নতুন করে চট্টগ্রামে কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

    তিনি আরো বলেন, আজ দুপুরে দু’জন করোনা আক্রান্ত রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে তাদেরকে বাসায় আরো ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। দুজনই চট্টগ্রাম শহরের বাসিন্দা। একজন ফিরিঙ্গীবাজারের অন্যজন আকবরশাহ গোলপাহাড়ের সবজি বিক্রেতা।

    চট্টগ্রাম বিআইটিআইডিতে এর আগে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৪৫১টি। এর মধ্যে পজিটিভ হয় ৭০ জনের। তারমধ্যে চট্টগ্রামের ৩৯ জন। ফেনীর ১ জন, নোয়াখালীর ৫ জন এবং লক্ষীপুরের ২৫ জন। চট্টগ্রামের ৩৯ জনের মধ্যে মহানগরের ২৪ জন এবং বিভিন্ন উপজেলার ১৪ জন। এরমধ্যে এক শিশু ২ নারী ও ২ পুরুষসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

  • লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত ২০ মাসের সেই শিশুকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে

    লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত ২০ মাসের সেই শিশুকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাশিমনগরে গ্রামের করোনায় আক্রান্ত জান্নাতুল ফেরদাউস নামে ২০ মাসের কন্যা শিশুটিকে বর্তমানে আইইডিসিআর এর পরামর্শে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ গিয়াস উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছে।

    তিনি জানান, করোনা পজেটিভ ২০ মাসের শিশুটিকে আইইডিসিআর নির্দেশনা মোতাবেক রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়নে বাড়ীতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও আরো ২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

    উল্লেখ, রামগঞ্জ উপজেলায় এই পর্যন্ত ১৫ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। এর মধ্যে এক জনকে উন্নত চিকিৎসার জন্য ১ জনকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও বাড়ীতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • এক দিনে দেশে করোনায় আক্রান্ত ৪৯২, মৃত্যু ১০

    এক দিনে দেশে করোনায় আক্রান্ত ৪৯২, মৃত্যু ১০

    ২৪ ঘণ্টা ডট নিউজ : বিগত ২৪ ঘণ্টায় দেশে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আরও ১০ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১০১। এছাড়া নতুন করে আরও ৪৯২ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ২৯৪৮ করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

    সোমবার (২০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৭৭৯টি । নতুন সুস্থ্য ১০,মোট সুস্থ্য ৮৫ জন।

    মৃত্যুবরণ করা ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন মহিলা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • জাপান গার্ডেন লকডাউন

    জাপান গার্ডেন লকডাউন

    রাজধানী মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির এক ভবনেই তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গোটা সিটি লকডাউন করা হয়েছে।

    রোববার (১৯ এপ্রিল) সেখানকার একটি ১৬ তলা ভবনে করোনা রোগী শনাক্ত হয়। এছাড়াও মোহাম্মদপুর এলাকার রাজিয়া সুলতানা রোডের পর নূরজাহান রোডও লকডাউন ঘোষণা করা হয়েছে।

    পুলিশের আদাবর থানা বিষয়টি নিশ্চিত করেছে। তবে লকডাউনের বিষয়টি আইইডিসিআর ও সিটি করপোরেশন কাউন্সিলের নিয়ন্ত্রণে থাকায় এ বিষয়ে কেউ মুখ খোলেননি।

    এক পুলিশ কর্মকর্তা জানান, জাপান গার্ডেন সিটির নিজস্ব নিরাপত্তা কর্মকর্তারাই লকডাউন নিয়ন্ত্রণ করছেন।

    আক্রান্তদের মধ্যে একজন ওই ফ্ল্যাটের ৪৫ বছর বয়সী গৃহকর্ত্রী, তার গৃহকর্মী ও ড্রাইভার।

    লকডাউন হওয়া ভবনের পাশের ভবনের একজন বাসিন্দা জানান, দুপুরে একই পরিবারের তিনজন শনাক্ত হওয়ার পর আইইডিসিআর থেকে অ্যাম্বুলেন্স এসে তাদের নিয়ে যায়। এরপর থেকে জাপান গার্ডেন সিটির মোট ২৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। এখানে আনুমানিক ৮-৯ হাজার মানুষ বসবাস করেন।

    মোহাম্মদপুরে ইতিমধ্যে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় কয়েকটি এলাকায় লকডাউন করা হয়। জনসাধারণের চলাচল সীমিত ছিল, জাপান গার্ডেন সিটি লকডাউনের পর থেকে এই এলাকার জনগণের আতঙ্ক আরও বেড়ে গেছে।

    উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত দুই হাজার ৪৫৬ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৭৫ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা শনাক্ত : চট্টগ্রামে ৪,লক্ষ্মীপুর ৪ ও নোয়াখালী ১

    করোনা শনাক্ত : চট্টগ্রামে ৪,লক্ষ্মীপুর ৪ ও নোয়াখালী ১

    ২৪ ঘণ্টা ডট নিউজ::: বিগত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে আরও ৪ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে ৪ এবং নোয়াখালীতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    রোববার (১৯ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১১৩টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ৩৯ গেছে জন।

    চট্টগ্রামের ৫ জনের মধ্যে সাতকানিয়ার রূপনগরে  ১ জন বয়স ৪৫। সীতাকুণ্ডের ফৌজদারহাটে ১ জন দ্বিতীয়বার টেস্টেও পজিটিভ । মহানগরে ৩ জন, এর মধ্যে দামপাড়ায় ১ পুলিশ সদস্য বয়স ৪৩ এবং উত্তর কাট্টলীতে একই পরিবারে ২৫ বছর বয়সী ১ পুরুষ ও ১ নারীর করোনা শনাক্ত হয়েছে।

    কাট্টলীর আক্রান্ত দুজনই মেরিডিয়ান বাড়িতে ১৩ এপ্রিল শনাক্ত হওয়া কেয়ারটেকারের পরিবারের সদস্য।

    ২৪ ঘণ্টা/এম আর

  • প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত

    প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত

    দেশে বর্তমানে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত প্রশাসন ক্যাডারের কর্মকর্তার সংখ্যা ৬ জন। তবে এর আগে করোনা আক্রান্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

    রোববার (১৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। আক্রান্ত পাঁচজনই মাঠ প্রশাসনে কর্মরত রয়েছেন। একজন আছেন বিদেশে।

    এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ এপ্রিল কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে মারা যান প্রশাসনের উপসচিব জালাল সাইফুর রহমান। বিসিএসের ২২তম ব্যাচের কর্মকর্তা জালাল সাইফুর দুর্নীতি দমন কমিশনে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

    প্রশাসন ক্যাডারের কতজন কর্মকর্তা বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, সেই তালিকা আছে কি না- জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘বর্তমানে আমাদের ৬ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত। এছাড়া আগেই একজন মারা গেছেন।’

    আক্রান্তরা হলেন:- আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সৌদি আরবের লেবার কাউন্সেলর হিসেবে কর্মরত প্রশাসন ক্যাডারের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

    এর আগে, দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, মহামারি করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৯১ জনে। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪৫৬ জনে।

  • কোভিড-১৯: ১৭ বিশেষজ্ঞকে নিয়ে জাতীয় পরামর্শক কমিটি

    কোভিড-১৯: ১৭ বিশেষজ্ঞকে নিয়ে জাতীয় পরামর্শক কমিটি

    করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ১৭ বিশেষজ্ঞকে নিয়ে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠন করেছে সরকার। কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহকে।

    স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এই কমিটি গঠন করে শনিবার আদেশ জারি করা হয়েছে।

    গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ৪২ দিন পর এই কমিটি করেছে সরকার।

    কমিটিকে কোভিড-১৯ প্রতিরোধ এবং হাসপাতালের সেবার মান বৃদ্ধির বিষয়ে সরকারকে পরামর্শ দিতে বলা হয়েছে।

    এ ছাড়া যে সব চিকিৎসক স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ এবং স্বাস্থ্যসেবা দানকারী চিকিৎসকসহ অন্যদের উৎসাহ দিতে কী কী ব্যবস্থা নেয়া যায় সে বিষয়েও সরকারকে পরামর্শ দিতে বলা হয়েছে।

    কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার বিষয়েও এই কমিটি সরকারকে পরামর্শ দেবে।

    এর বাইরে গত ২৮ মার্চ আটজন জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞকে নিয়ে সরকার যে কমিটি করেছে সেই কমিটি এবং নতুন কমিটি প্রয়োজনবোধে যে কোনো কমিটির এক বা একাধিক সদস্যের সঙ্গে মতবিনিময় করতে পারবে। নতুন কমিটি চাইলে নতুন সদস্য নিতে পারবে।

    এই কমিটির সদস্য সচিব করা হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে।

    কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শায়লা খাতুনকে।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান ও সাবেক উপাচার্য অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সনালও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।

    প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অবসটেট্ররিকেল অ্যান্ড গাইনোকলজিকেল সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি অধ্যাপক রওশন আরা বেগম, আইসিডিডিআর’বি-এর মেটারনাল অ্যান্ড চাইল্ড রিসার্চ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ডা. শামস এল আরেফিন এবং জ্যেষ্ঠ এনেসথিওলজিস্ট অধ্যাপক খলিলুর রহমানও এই কমিটির সদস্য।

    অন্যদের মধ্যে জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়েলজি ও ইমিউনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হুমায়ন সাত্তার, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. গোলাম মোস্তফা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিটিটের সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের অধ্যাপক মো. আব্দুল মোহিতকে কমিটির সদস্য করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩১২, মৃত্যু ৭

    দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩১২, মৃত্যু ৭

    ২৪ ঘণ্টা ডট নিউজ : দেশে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিগত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৯১। এছাড়া নতুন করে আরও ৩১২ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ২৪৫৬ করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

    রবিবার (১৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৬৩৪টি । নতুন সুস্থ্য ৯,মোট সুস্থ্য ৭৫ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মাইজদী প্রাইম হসপিটালের লকডাউন বাতিল

    মাইজদী প্রাইম হসপিটালের লকডাউন বাতিল

    নোয়াখালী জেলা সদরের মাইজদীতে অবস্থিত প্রাইম হসপিটালকে লকডাউন ঘোষণার ৭ দিন পর লকডাউন বাতিল করা হয়েছে।

    শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে লকডাউন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান বলেন, লকডাউন ঘোষণার ৭দিন পর পরিচালক আইইডিসিআর’র পরামর্শ অনুযায়ী রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে শুধু ৫০৪ নম্বর কক্ষসহ হসপিটালটির ৫ম তলা লকডাউন রেখে অবশিষ্ট কক্ষগুলোর লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

    এর আগে গত (১৩ এপ্রিল) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর পূর্বে প্রাইম হসপিটালে চিকিৎসা নেওয়ার তথ্য গোপন করার অভিযোগে প্রাইম হসপিটালকে লকডাউন ঘোষণা করা হয়।

    জানা যায়, ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫) গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালের ৫০৪ নং কক্ষে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ঢাকা নেওয়ার পথে ওই প্রবাসীর মৃত্যু হয়। মৃতের শরীরের নমুনা সংগ্রহ করার পরে করোনা পজেটিভ আসে। কর্তৃপক্ষ রোগীর নমুনা সংগ্রহ করার জন্য সিভিল সার্জন অফিসে না জানিয়ে তথ্য গোপন করায় গত ১৩ এপ্রিল রাত থেকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল হসপিটালটি।

  • স্বাস্থ্যমন্ত্রীর ছেলে রাহাতের ব্যাপারে তদন্ত করছে দুদক

    স্বাস্থ্যমন্ত্রীর ছেলে রাহাতের ব্যাপারে তদন্ত করছে দুদক

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের ছেলে রাহাত মালেক শুভ্রের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন(দুদক) তদন্ত শুরু করেছে।

    সাম্প্রতিককালে এন-৯৫ মাস্ক, ভেন্টিলেটরসহ করোনা মোকাবেলার জন্য বিভিন্ন সরঞ্জাম কেনাকাটা নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর পুত্র রাহাত মালেক শুভ্রের নাম।

    এই প্রেক্ষাপটে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে।

    জানা গেছে যে, এন-৯৫ মাস্ক নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, জিএমআই নামে যে কোম্পানিটি এই মাস্ক সরবরাহ করেছিল, সেই কোম্পানি বিনা টেন্ডারে ভুয়া এন-৯৫ মাস্ক সরবরাহ করেছিল। এই কোম্পানিটির সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পুত্রের যোগসাজশের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

    অবশ্য দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা বলেছেন যে, সাম্প্রতিক করোনা মোকাবেলার ক্ষেত্রে কেনাকাটা নয়, বরং আগে থেকেই স্বাস্থ্যমন্ত্রীর ছেলেকে নিয়ে তারা তদন্ত করছিলেন।

    এই তদন্তের অংশ হিসেবেই স্বাস্থ্যমন্ত্রীর সাবেক এপিএস ড. আরিফুর রহমান শেখকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছিল গত জানুয়ারি মাসের শেষ দিকে। সে সময় স্বাস্থ্যমন্ত্রীর পুত্রের ব্যাপারে তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান ড. জাহিদ মালেক। এরপর থেকেই তার পুত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কেনাকাটার বিষয়ে হস্তক্ষেপ শুরু করেন বলে দুর্নীতি দমন কমিশনের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন। সেই প্রেক্ষিতেই তারা অনুসন্ধান শুরু করে।

    অবশ্য যখন দুদক স্বাস্থ্যমন্ত্রীর সাবেক এপিএসকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন, তখন মন্ত্রী তার তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। এরপর থেকেই দুদক নিজস্ব উদ্যোগে তদন্ত করছে। খুব শিগগিরই তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।সূত্র:বাংলা ইনসাইডার

  • পিপিই পাননি ২৫ শতাংশ চিকিৎসক ও ৬০ শতাংশ নার্স

    পিপিই পাননি ২৫ শতাংশ চিকিৎসক ও ৬০ শতাংশ নার্স

    প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগিদের চিকিৎসায় নিয়োজিত ২৫ শতাংশ চিকিৎসক ও ৬০ শতাংশ নার্স এখনও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পাননি। আবার যেসব স্বাস্থ্যকর্মী এসব সুরক্ষা সরঞ্জাম পেয়েছেন তারাও সেগুলোর কার্যকারিতা নিয়ে ‘সন্দিহান’।

    করোনা প্রাদুর্ভাবের মধ্যে করা এক গবেষণা জরিপে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ব্র্যাক। শনিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ও বাংলাদেশ হেলথ ওয়াচ জরিপ গবেষণার ফলাফল প্রকাশ করে।

    অতি সংক্রামক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতে রোগী থেকে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে পিপিই অত্যন্ত জরুরি ও আবশ্যক। রোগী, চিকিৎসক স্বাস্থ্যকর্মী- কার কোন ধরনের পিপিই প্রয়োজন সেই বিষয়ে নির্দেশনাও রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

    গত ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল টেলিফোনে করা জরিপে দেশের ১৪টি জেলার ৪৩টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের ৬০ জন চিকিৎসক ও নার্স অংশ নেন। পিপিই পরিধান, ব্যবহার ও ব্যবস্থাপনা নিয়ে চিকিৎসকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন নিজ উদ্যোগে জেনে নিলেও নার্সদের অধিকাংশই এই সংক্রান্ত প্রশিক্ষণ পাননি বলে গবেষণায় উঠে এসছে।

    সংবাদ সম্মেলনে ব্র্যাকের গবেষক বুশরা জেরিন ইসলাম পিপিই নিয়ে স্বাস্থ্যকর্মীদের মনোভাব ও চিকিৎসা নিয়ে তাদের পরিস্থিতি তুলে ধরেন।

    তিনি বলেন, ‘হাসপাতালগুলোর সামনের সারিতে থাকা ৭৫ ভাগ চিকিৎসক এবং ৪০ শতাংশ নার্স পিপিই পেয়েছেন। কিন্তু রেইনকোটের মতো যে পিপিই দেওয়া হয়েছে সেসব আদৌ কাজ করে কি-না তা নিয়ে তারা সন্দিহান।’

    ‘এই ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ হচ্ছে- পিপিই একবার ব্যবহার করে ধ্বংস করতে হবে। কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মীদের পুনরায় ব্যবহার করার কথা বলা হচ্ছে। আর এটিই স্বাস্থ্যকর্মীদের মধ্যে বড় রকমের মানসিক চাপ তৈরি করছে।’

    এদিকে নভেল করোনাভাইরাস নিয়ে সাধারণ মানুষ কতোটুকু সচেতন তা নিয়ে আরেকটি জরিপ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ। ওই জরিপ চালানো হয় অংশ নেন এক হাজার ৩০৯ জনের ওপর।

    জরিপটির ফলাফল তুলে ধরে গবেষক অতনু রাব্বানী বলেন, ‘মাত্র ৩৮ শতাংশ ব্যক্তি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তিন ফুট দূরত্ব বজায় রাখার কথা জানে। আর মাত্র ১৬ শতাংশ বলেছেন তারা হাঁচি-কাশি দিলে কনুই দিয়ে মুখ ঢাকেন। তবে বহু মানুষ এখনও জানে না রোগটি কীভাবে ছড়ায়।’

    ‘জরিপে ৩৭ ভাগ গৃহস্থালিতে কেবল ভাত, ডাল ও আলু খেয়ে জীবনধারণ করার তথ্য উঠে এসেছে। এসব মানুষজন মূলত বাধ্য হয়ে এই রকম পুষ্টিগত দিক বিচারে বৈচিত্র্যহীন খাবার খেয়ে বেঁচে আছে। আর তাদের মধ্যে অধিক মানসিক চাপ লক্ষ্য করা গেছে।’

    বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক মুস্তাক চৌধুরী বলেন, ‘আমাদের কার্যক্রম এখন পর্যন্ত সবকিছু প্রধানমন্ত্রীকেন্দ্রিক। একজনের পক্ষে আর কতটা করা সম্ভব? আমরা করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুতির জন্য অনেক সময় পেলেও তা নিতে পারিনি। সময় নষ্ট করেছি। যেমন মসজিদ বন্ধে কয়েক সপ্তাহ সময় নেওয়া এবং গার্মেন্ট শ্রমিকদের নিয়ে বাজে অবস্থা থেকে তা বোঝা যায়।’

    এসময় অন্যদের মধ্যে জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন অধ্যাপক সাবিনা ফয়েজ রশীদ বক্তব্য দেন।