Category: স্বাস্থ্য

  • করোনা আক্রান্ত সিলেটের ডা. মঈন উদ্দিন আর নেই

    করোনা আক্রান্ত সিলেটের ডা. মঈন উদ্দিন আর নেই

    করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

    আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

    ডা. মঈন উদ্দিন ছিলেন সিলেটের প্রথম করোনা রোগী। গত ৫ এপ্রিল তার শরীরে করোনা রোগ ধরা পড়ে। রোগ ধরা পড়ার পর শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিকিৎকদের পরামর্শমতে তিনি বাসায় কোয়ারেন্টিন অবস্থায় চিকিৎসা নিতে থাকেন। কোয়ারেন্টিনের আওতায় নিয়ে আসা হয় তার পরিবারের বাকি সদস্যদের এবং পুরো হাউজিং এস্টেট এলাকা লকডাউন করা হয়।

    এদিকে, তার শরীরের অবস্থা খারাপের দিকে গেলে ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। শারীরিক অবস্থা উন্নতি না হলে ৮ এপ্রিল সেখান থেকে পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানেই ৭দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকাল সাড়ে ৭টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

  • লক্ষ্মীপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পিপিই পেয়ে খুশি

    লক্ষ্মীপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পিপিই পেয়ে খুশি

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর ::: লক্ষ্মীপুরে সরকারী বেসরকারী হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে নোভেল করোনা ভাইরাস বা কভিট-১৯ সংক্রমণরোধে এসব পিপিই বিতরণ করা হয়।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আশুরা জেনারেল হাসপাতালের সামনে এসব সুরক্ষা সরঞ্জাম তুলে দেন স্বাচিপ ও বিএমএ জেলা সভাপতি ডাঃ জাকির হোসেন।

    এসময় উপস্থিত ছিলেন, স্বাচিপ সাধারণ সম্পাদক ডাঃ বাবু রত্ন দ্বীপ পাল, সদর হাসপাতালের কনসালটেন্ট ভবানী প্রসাদ রায়, ডাঃ সৈয়দ সালাহ উদ্দিন, ডাঃ মোরশেদ আলম হিরু, ডাঃ শংকর কুমার বসাক প্রমূখ।

    পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন আশুরা জেনারেল হাসপাতাল ও মেডিকেল হল পরিচালক আবু ফয়সাল আল যুবায়ের। এছাড়া বেসরকারী হাসপাতাল উপশম, নিউ মডেল, মিলেনিয়াম, সিটিসহ বিভিন্ন ক্লিনিকের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

    আশুরা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ইসমাইল হোসেন জিতুর পরিচালনায় শারীরীক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হেড ক্যাপ ও হ্যান্ড গ্লাভস তুলে দেয়া হয়।

    স্বাচিপ ও বিএমএ জেলা সভাপতি ডাঃ জাকির হোসেন বলেন, আমরা লক্ষ্মীপুর জেল স্বাচিপ ও বিএমএ এর পক্ষ থেকে জেলার সকল সরকারী-বেসরকারী চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিয়েছি। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকগণ তাদের জীবন বাজি রেখে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সবাই দিন-রাত কাজ করে যাচ্ছে ও চেষ্টা করছে যাতে আগামী দিনে করোনা ভাইরাস আর না ছড়াতে পারে এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় যেনো প্রতিরোধ করতে পারি।

  • চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ১১

    চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ১১

    চট্টগ্রামে বিগত ২৪ ঘণ্টায় আরও ১১ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালী জেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১১৮টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। এনিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ২৭ গেছে জন।

    চট্টগ্রামে নতুন শনাক্ত ১১ জনের মধ্যে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা হাক্কানি পেট্রোল এলাকার চারজন। তাদের বয়স যথাক্রমে, মহিলা (১৮) বছর, পুরুষ(২১) বছর, পুরুষ(২৪), মহিলা (৪০) বছর, বোয়ালখালী উপজেলার (৭০) বছর, তিনি নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নগরীর পাচঁলাইশ কাতালগঞ্জের পুরুষ ডাক্তার (২৮) বছর। সাতকানিয়া উপজেলার ইছামতি আলীনগর ৫ জন, যথাক্রমে, ৩০ বছর, ২৭ বছর, ২৫ বছর ও ২৭ বছর।

    এছাড়া একজন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পশ্চিম চাদঁপুরের মহিলা বয়স ২৭ বছর।

    নতুন শনাক্ত হওয়া এই ১১ জনসহ চট্টগ্রামে করোনা পজেটিভ রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৭ জনে। এর মধ্যে নগরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ১৫জন। বাকি ১২ জনের ৮ জন সাতকানিয়া, ২ জন সীতাকুণ্ড, ১ জন বোয়ালখালীর ও একজন পটিয়ার। এর বাইরে লক্ষ্মীপুর জেলার ২ ও নোয়াখালীর ১ জনও শনাক্ত হয়েছেন বিআইটিআইডির ল্যাব টেস্টে।

  • ৯ ডাক্তার-নার্সে করোনা আক্রান্ত, ইনসাফ হাসপাতাল লকডাউন

    ৯ ডাক্তার-নার্সে করোনা আক্রান্ত, ইনসাফ হাসপাতাল লকডাউন

    রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মোট নয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ঘটনার পর পুরো হাসপাতালটি লকডাউন করে দিয়েছে পুলিশ। এছাড়া হাসপাতালটির সাড়ে তিনশ স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ গোলাম আজম ও হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।

    হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘আমাদের দুজন চিকিৎসক, ছয়জন নার্স ও একজন রিসিপশনিস্ট আক্রান্ত হয়েছেন। গতকাল এবং আজ পরীক্ষার ফলাফলে তারা জানতে পারেন করোনা পজিটিভ। এই ঘটনার পর আমাদের সাড়ে তিনশ স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’

    এর আগে হাসপাতালে একজন রোগীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গিয়েছিল। পরবর্তী সময়ে একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মধ্যে সংক্রমণ পাওয়া যায়।

    হাসপাতালে রোগী আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভেতরে কোনো রোগী নেই। গতকালই আমরা সবাইকে রিলিজ দিয়েছি।’

    এদিকে ওসি বলেন, সকালে বিষয়টি জানতে পেরে আমরা হাসপাতালের ভবনটি লকডাউন করে দিয়েছি। সেখান থেকে কেউ বাইরে যেতে পারবে না, বাইরে থেকে সেখানে কেউ ভেতরে যেতে পারবে না।

    মঙ্গলবার আইইডিসিআরের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ৪৬ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে অচেনা ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ২০৯ জন। তাদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১২ জনে।

    গত মাসের ৮ তারিখে দেশে প্রথমবারের মতো কারও দেহে সংক্রমণ ধরা পড়ার পর একদিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা। এছাড়া মৃত্যুর সংখ্যাতেও এটা একদিনে সর্বোচ্চ।

  • একদিনে দেশে করোনায় আক্রান্ত ২০৯, মৃত্যু ৭

    একদিনে দেশে করোনায় আক্রান্ত ২০৯, মৃত্যু ৭

    ২৪ ঘণ্টা ডট নিউজ : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে বিগত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৬। এছাড়া নতুন করে আরও ২০৯ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১ হাজার ১২ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা আক্তার।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৯০৫টি টেস্ট হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৮০৪টি। এখন পর্যন্ত মোট সুস্থ ৪২ জন।

  • চট্টগ্রামে বৃদ্ধের পর শিশু এরপর নারীর প্রাণ কেড়ে নিলো মহামারী করোনা

    চট্টগ্রামে বৃদ্ধের পর শিশু এরপর নারীর প্রাণ কেড়ে নিলো মহামারী করোনা

    চট্টগ্রামে বিগত ২৪ ঘণ্টায় ১০৪ জনের নমুনা পরীক্ষা করে আরও ২ জন করোনাভাইরাস(কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন মহিলা আজ দুপুরেই আইসোলেসনে থাকা অবস্থায় মারা গেছে।

    সোমবার (১৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির।

    আক্রান্তদের মধ্যে একজন পুরুষ উত্তর কাট্টলীর,  অপরজন মহিলা সরাইপাড়ার। এদের মধ্যে সরাইপাড়ার মহিলা আজ মারা গেছেন।

    এর আগে চট্টগ্রামে একজন বৃদ্ধ ও একজন প্রতিবন্ধী শিশু করোনায় মারা গেছে।

     

  • করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, আক্রান্ত ১৮২

    করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, আক্রান্ত ১৮২

    ২৪ ঘণ্টা ডট নিউজ : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে বিগত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯। এছাড়া নতুন করে আরও ১৮২ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮০৩ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

    সোমবার (১৩ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭০টি টেস্ট হয়েছে। ৩ জন সুস্থ হয়েছেন, এখন মোট সুস্থ ৪২ জন।

    তিনি বলেন, লকডাউন জোরালো করতে হবে। লকডাউন মানুষ পুরোপুরি মেনে চলছে না। বাইরে বাজারে মানুষ ঘোরাফেরা করছে। আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। এখন কেউ নিয়ম না মানলে বেশি সংক্রমিত হবে।

    দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

    করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকালের চেয়ে আজ বেড়েছে। মৃত্যুও বেড়েছে। গতকাল রোববার (১২ এপ্রিল) করোনা শনাক্ত হয়েছিল ১৩৯ জন, মৃত্যু ছিল ৫ জন।

     

  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

    আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

    বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ একযোগে তার প্রচার করা হবে।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

    দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস রোধে এ বছর সব ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরইমধ্যে দেশের বিভিন্ন জেলার এলাকা লকডাইন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে গণপরিবহন, মার্কেট, শপিংমলসহ সবকিছু।

    করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা ৩৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ জন। গতকাল রোববারের তথ্য এটি।

  • পিপিই প্রদানসহ বিভিন্ন দাবীতে বিআইটিআইডিতে কর্মচারীদের আন্দোলন

    পিপিই প্রদানসহ বিভিন্ন দাবীতে বিআইটিআইডিতে কর্মচারীদের আন্দোলন

    কামরুল ইসলাম দুলু ::: সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাবাজারে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের কর্মচারীরা বেতন বাড়ানোসহ বেশ কয়েকটি দাবীতে আন্দোলনে নেমেছেন। সকাল ৮ টা থেকে তারা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামে।

    তারা বলেন, এই হাসপাতালে চট্টগ্রাম বিভাগের সন্দেহভাজন রোগীদের করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। আমরা প্রতি মূহুর্তে এখানে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে কাজ করতে হচ্ছে। হাসপাতালে যেকোন রোগী আসলে আগে আমাদের কাছে আসে। কোনটা করোনা ভাইরাসের কোনটা সাধারণ রোগী তা বুঝা যায়না। অথচ করোনা ভাইরাস সংক্রামন থেকে নিজেকে সর্তকতায় রাখতে আমাদেরকে কর্তৃপক্ষ থেকে পিপিই দেওয়া হয়নি। এছাড়া দীর্ঘদিন পর্যন্ত আমাদের বেতন বাড়ছে না। সরকার তাঁদের জন্য ঠিকাদারকে প্রতি মাসে ১৬ হাজার ৫০ টাকা বেতন দেয়। কিন্তু তাঁরা পান ৯ হাজার ৫০০ টাকা। এতে তাঁদের জীবন চলে না। এখন তাঁদের দায়িত্ব ও ঝুঁকি দুটোই বেড়েছে। কিন্তু বাড়েনি তাঁদের বেতনসহ সুযোগ সুবিধা।

    রোববার সকালে কর্মচারীরা সকালে হাসপাতালের পরিচালক এম এ হাসান চৌধুরীর সঙ্গে দেখা করেন। পরে তিনি তাঁদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলন ছেড়ে কাজে যোগ দেন কর্মচারীরা।

    উল্লেখ্য যে, বিআইডিআইটি হাসপাতালে মোট ৫০ জন ওয়ার্ডবয়, ক্লিনার ও অফিস সহায়ক হিসেবে কাজ করেন। তাঁদের সবাই এসএস সিকিউরিটি সার্ভিস নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ পাওয়া।

    এব্যাপারে অধ্যাপক এম এ হাসান চৌধুরী বলেন, কর্মচারীরা তাদের সমস্যার কথা কখনো আমাকে জানাননি। আজ সকালে কর্মচারীরা তাঁর কাছে আসার পর বেতনের বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

    কর্মচারীদের অন্যান্য দাবির বিষয়ে তিনি বলেন, হাসপাতালের একটি আলাদা ইউনিটে করোনা রোগীদের চিকিৎসা করা হয়। সেখানে যাঁরা কাজ করছেন, তাঁদের পিপিই রয়েছে। কিন্তু সাধারণ রোগীদের ইউনিটের সবাই পিপিইর দাবি করছেন। ঝুঁকি বুঝে পিপিই দেওয়ার আশ্বাস দেন তিনি। এ ছাড়া যাঁরা করোনা ইউনিটে কাজ করছেন, তাঁরা সাত দিন কাজের পর হোম কোয়ারেন্টিনে থাকার ছুটি পাবেন। এখানে যেহেতু করোনা সংক্রামন শনাক্ত করতে রোগীরা আসেন সেহেতু কর্মচারীরাও ঝুকি মুক্ত নয়। তাদের ঝুঁকির কথা চিন্তা করে পিপিই দেওয়া প্রয়োজন।

  • দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১৩৯,মৃত্যু ৪

    দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১৩৯,মৃত্যু ৪

    ২৪ ঘণ্টা ডট নিউজ : দেশে বিগত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪। এছাড়া নতুন করে আরও ১৩৯ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৬২১ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

    রোববার (১২ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

    তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৩৯ জন নারী। ঢাকা শহরে নতুন করে ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত চার জনের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ৬০ বছর বয়সী একজন এবং ৭০ বছরের উপরে একজন। তিনজন পুরুষ ও একজন মহিলা।

    আইইডিসিআর পরিচালক বলেন, আক্রান্ত ৬২১ জনের শতাংশ হিসেবে ঢাকা সিটিতে ৫০ শতাংশ, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩৫ শতাংশ। চট্টগ্রামে ৬ শতাংশ। বাকি অন্যান্য জেলা। নতুন করে তিনটি জেলায় লক্ষীপুর, লালমনিরহাট ও ঝালকাঠিতে করোনার রোগী পাওয়া গেছে।

    অনলাইন ব্রিফিংয়ে পরিচালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ঢাকায় ৬৬১ জনের , ঢাকার বাইরে ৪৯০ জনের। একদিনে নমুনা সংগ্রহ বেড়েছে ৩৮৬ জনের। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ২০ হাজার ৫২৫ জন।

    দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

    করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকালের চেয়ে আজ বেড়েছে। মৃত্যুও বেড়েছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) করোনা শনাক্ত হয়েছিল ৫৮ জন, মৃত্যু ছিল ৩ জন।

  • চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু, আক্রান্ত আরও ২ জন

    চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু, আক্রান্ত আরও ২ জন

    চট্টগ্রাম ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (বিআইটিআইডি) ল্যাবে করোনাভাইরাস সন্দেহে নমুনা পরীক্ষায় নতুন আরো তিন জন শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন পাহাড়তলী এলাকার, একজন সাতকানিয়ার এবং অপরজন লক্ষীপুর জেলার। আক্রান্তদের মধ্যে সাতকানিয়ার ওই বাসিন্দা গত বৃহস্পতিবার মারা যান। এটি চট্টগ্রামে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি।

    তার নমুনা পরীক্ষা করে করোনা নিশ্চিত হয়।
    শনিবার বিআইটিআইডি ল্যাবে নতুন ৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের করোনা পজেটিভ পাওয়া যায়।

    সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের পজেটিভ পাওয়া যায়। একজন পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকার ৫০ বছর বয়সী বাসিন্দা, একজন সাতকানিয়া উপজেলার আলী নগরের ইছামতি এলাকার ৬৯ বছর বয়সী বাসিন্দা এবং একজন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার দানপাড়া কোদাল বাড়ির ৩২ বছর বয়সী বাসিন্দা।

    চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামে নতুন করে আরো তিনজন করোনায় আক্রন্ত হয়েছেন।

    এর মধ্যে দুইজন চট্টগ্রামের বাসিন্দা ও একজন লক্ষীপুর জেলার। তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং বাড়ি লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’

    সাতকানিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম বলেন, ‘নতুন যে তিনজন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন তাদের একজন মারা গেছেন। তিনি সাতকানিয়ার বাসিন্দা। ’

    করোনা মোকাবিলায় গঠিত স্বাচিপের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘নতুন আক্রান্ত তিন জনের মধ্যে সাতকানিয়ার ইছামতি এলাকার বাসিন্দা গত বৃহষ্পতিবার করোনা সংক্রমণ নিয়ে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি মারা গেলেও তার সংস্পর্শে আসাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ’

    জানা যায়, চট্টগ্রামে গত ৩ ও ৫এপ্রিল একজন করে দুইজন, ৮ এপ্রিল তিনজন এবং গত ১০ এপ্রিল দুইজন আক্রান্ত হয়। নতুন তিনজনসহ বর্তমানে চট্টগ্রামে মোট ১০ জন আক্রান্ত হয়। আক্রান্তদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

     

  • করোনা:নারায়ণগঞ্জের সিভিল সার্জনসহ ৩ স্বাস্থ্য কর্মকর্তা আক্রান্ত

    করোনা:নারায়ণগঞ্জের সিভিল সার্জনসহ ৩ স্বাস্থ্য কর্মকর্তা আক্রান্ত

    নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন সরকারি জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান।

    তিনি জানান, শুক্রবার (১০ এপ্রিল) বিকালে সিভিল সার্জনের কোভিড-১৯ ফলাফল পজিটিভ এসেছে। তিনি এতদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন, করোনা পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে আছেন’।

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, একই দিন করোনা ফলাফল পজিটিভ এসেছে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মুহাম্মদ আব্দুল কাদেরের। তিনিও বর্তমানে আসোলেশনে আছেন।

    এর আগে করোনা ফলাফল পজিটিভ এসেছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ও জেলা করোনা ফোকাল পারসন ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনিও বর্তমানে আইসোলেশনে আছেন।

    মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তারা করোনায় আক্রান্ত হন। তাদের সাথে মাঠ পর্যায়ে কাজ করা জেলা প্রশাসক মো. জসিমউদ্দিনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

    প্রসঙ্গত, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৭ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়।