Category: স্বাস্থ্য

  • সবুজবাগে একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত, এলাকা লকডাউন

    সবুজবাগে একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত, এলাকা লকডাউন

    ২৪ ঘণ্টা ডট নিউজ ::: রাজধানীর সবুজবাগ থানার নন্দিপাড়া এলাকায় একই পরিবারের ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তাদের প্রতিবেশী আরেক ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

    রোববার (০৫ এপ্রিল) দুপুর থেকে পুলিশ ও সিটি করপোরেশনের লোকজন ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে লাল কাপড় বেঁধে চিহ্নিত করে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করেছে।

    স্থানীয়রা জানান, সবুজবাগ থানাধীন বাসাবো, কালী মন্দির এলাকা, নন্দিপাড়াসহ কয়েকটি মহল্লায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পুরো মহল্লা লকডাউন করা হয়েছে। চিহ্নিত বাড়িতে বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ কিংবা ভেতর থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। এছাড়া ওই এলাকায় জনসাধারণের চলাচলও নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

    নন্দিপাড়ায় একই পরিবারের ৬ জন আক্রান্তের বিষয়ে পুলিশ জানায়, এক বৃদ্ধ দম্পতি, তাদের দুই মেয়ে ও দুই নাতনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুই নাতনির মধ্যে একজনের বয়স আড়াই বছর ও অপরজনের বয়স ছয় মাস।

    সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারের ছয়জনসহ তাদের আরেক প্রতিবেশীকে করোনা রোগী হিসেবে শনাক্ত করেছে আইইডিসিআর। এর ফলে ওই বাড়িগুলোতে পুলিশ প্রহরায় কারো বের হওয়া এবং প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

     

  • চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত

    চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়া আরও একজন রোগী শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্ত হওয়া রোগী চট্টগ্রামের প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলে।

    রোববার (৫ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ-এ (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় ওই তরুণের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘প্রথমে আক্রান্ত ব্যক্তির সঙ্গে দামপাড়ায় একই বাসায় থাকতেন তার ছেলে। নমুনা পরীক্ষায় তার শরীরেও ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির ছেলেসহ চার স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে শুধু ছেলের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। বাকি তিনটি নমুনা নেগেটিভ।’

    তিনি জানান, রোববার বিআইটিআইডিতে মোট ২৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে একজন পজিটিভ পাওয়া গেছে।

    এর আগে গত শুক্রবার চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর দামপাড়ায় ছয়টি ভবন, নগরীর ডবলুমরিংয়ে একটি ভবন, সাতকানিয়ায় ১২টি ও পটিয়ায় একটি বাড়ি লকডাউন করা হয়। ওই ব্যক্তি নগরীর মেহেদিবাগে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ওই হাসপাতালের তিন ডাক্তারসহ ১৮ জনকে কোয়ারেনটাইনে পাঠানো হয়।

    আক্রান্ত ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানিয়েছেন, তার অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। তিনি সুস্থ হয়ে উঠছেন।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির ছেলেও হোম কোয়ারেনটাইনে আছেন। তিনি নগরীর খুলশী এলাকায় সুপারশপ বাস্কেটে চাকরি করতেন। ওই সুপারশপ ইতোমধ্যে লকডাউন করা হয়েছে।

    চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি মিয়া জানিয়েছিলেন, আক্রান্ত ব্যক্তির মেয়ে ও শ্বাশুড়ি সৌদিআরব থেকে গত ১২ মার্চ ফিরে দামপাড়ায় তাদের বাসায় উঠেছিলেন। তাদের সংস্পর্শে এসে ওই ব্যক্তি করোনায়া আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

    তিনি বলেন,আক্রান্ত যুবক বর্তমানে বাসায় আছে। রাতে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হবে।

  • দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৮ ও ১ জনের মৃত্যু

    দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৮ ও ১ জনের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ ::: দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্তের ঘটনা ঘটেছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে। এছাড়া করেনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৯ জন।

    রোববার (৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্তদের ১১ জনই রাজধানীর টোলারবাগের বাসিন্দা।

    মীরজাদী জানান, গেল ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে।

    তিনি আরও জানান, এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মিরপুরের টোলারবাগ এলাকার ১১ জন, বাসাবো এলাকার ৯ জন এবং নারায়ণগঞ্জের ১১ জন।

    এদিকে বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।

    এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৩৫৭। সেখানে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪৫২ জন।

    আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়স্থানে স্পেন। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৬৮ জন এবং মৃতের সংখ্যা ১১ হাজার ৯৪৭ জন।

    মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। সেখানে মারা গেছেন ১৫ হাজার ৩৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৩২ জন।

    আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে জার্মানি ও ফ্রান্স। আক্রান্তের সংখ্যা হিসাবে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে নেই চীন। এই সংখ্যার হিসাবে তাদের অবস্থান এখন ছ’য়ে।

  • দেশে করোনায় আরও দুজনের মৃত্যু,নতুন আক্রান্ত ৯

    দেশে করোনায় আরও দুজনের মৃত্যু,নতুন আক্রান্ত ৯

    ২৪ ঘণ্টা ডট নিউজ : দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু। এছাড়া ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ করোনা রোগী শনাক্ত হয়েছে।

    শনিবার (৪ এপ্রিল) করোনা বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

    এছাড়া তিনি জানান, বাংলাদেশে আরও ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে।

    তিনি জানান, এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭০ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৮ জন।

    বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৭০ জন। মারা গেছেন ৮ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩০ জন।

    সেব্রিনা বলেন, আক্রান্তদের ৯ জনের পাঁচজনের আক্রান্ত হওয়ার ইতিহাস পাওয়া গেছে। তারা ইতিমধ্যে সংক্রমণ আছে, এমন ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন বা পরিবারের সদস্য। দুজন বিদেশ থেকে এসেছিলেন। আর বাকি দুজনের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

    তাদের বয়সের বিশ্লেষণ করে তিনি বলেন, দুটি শিশু। যাদের বয়স ১০ বছরের নিচে। তিনজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। একজনের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে ও একজনের বয়স ৯০ বছর।

    মারা যাওয়া দুজনের একজন গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, আরেকজন আগেই শনাক্ত হয়েছিলেন। তাদের একজনের বয়স ৯০ বছর, আরেকজনের ৬৮ বছর।

    তিনি বলেন, মারা যাওয়া দুজনের একজন ঢাকার বাইরের, আরেকজন ঢাকার। দুজনের বয়সই ষাটোর্ধ্ব। পাশাপাশি তাদের অন্যান্য অসুখও ছিল। তাদের একজনের হৃদরোগ ছিল, আরেকজনের স্ট্রোকের ইতিহাস ছিল।

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

  • না জেনে-বুঝে পিপিই ব্যবহার বিপদ ডেকে আনে,সতর্ক হউন

    না জেনে-বুঝে পিপিই ব্যবহার বিপদ ডেকে আনে,সতর্ক হউন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাসান ফেরদৌস, অতিথি প্রতিবেদক : কোভিড-১৯’র সংক্রামন থেকে বাঁচতে অনেকে পিপিই PPE গায়ে দিয়ে রাস্তায় বা বাইরে চলাফেরা করছেন। সঠিক ব্যবহার না জেনে PPE ব্যবহার ফ্যাশনে পরিনত হয়েছে।

    কিন্তু এতে কতটুকু নিরাপদ? প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবার পর থেকে আমরা নতুন করে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের (পিপিই) সঙ্গে পরিচিত হচ্ছি।

    শুধুমাত্র করোনা রোগীর অথবা রোগের উপসর্গ যার আছে, তার সংস্পর্শে আসার ঠিক আগ মুহূর্তে এই পিপিইর পুরো সেট (গ্লাভস, গাউন, মাস্ক, গগলস ইত্যাদি) পরতে হবে। ব্যবহারের পরপরই এটি বিশেষ ডিসপোজাল বিনে ফেলে দিতে হবে।

    প্রতিটি সেট পিপিই একবার ব্যবহার করার জন্য।
    একজন রোগীর কাছে যদি দুইবার যান, তবে সেক্ষেত্রে দুই সেট পিপিই ব্যবহার করতে হবে। পিপিই পরে এদিক-সেদিক ঘোরাফেরা করা যাবে না, তাহলে পিপিইর মাধ্যমেই ভাইরাসের বিস্তার ঘটবে নিশ্চিন্তে!

    সাধারণভাবে ফুল পিপিই গায়ে জড়িয়ে অফিসে যাওয়া-আসা করা মেডিকেল পিপিইর উদ্দেশ্য নয়। একটি মাস্ক বা গ্লাভস দুইবার ব্যবহার করাও বারণ। সাধারণ গার্মেন্টসের কাপড় দিয়ে বানানো পিপিইও যথার্থ পিপিই নয়।

    পিপিইর কোনো অংশ কখন পরতে হবে, তার জন্য প্রশিক্ষণও দরকার। না জেনে-বুঝে পিপিইর ব্যবহার বিপদ ডেকে আনে। শনাক্ত রোগী বা উপসর্গ আছে- এমন কেউ আশেপাশে না থাকলে হাত ধোয়া ও দূরত্ব বজায় রাখাই যথেষ্ট।

    পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ব্যবহারের সঠিক পদ্ধতি :

    # পিপিই কখনোই হাসপাতালের বাইরে নেয়া যাবে না।

    # পিপিই দিয়ে শরীরের সব অংশ ঢেকে রাখতে হবে।

    # একজন ডাক্তার ডিউটি করার সময় অন্যদের নজর রাখা উচিত যেন অসতর্কতায় কোনো লিকেজ তৈরি না হয়।

    # দুইজন একত্রে পিপিই পরবেন। এক্ষেত্রে একজন অপরজনের উপর নজর রাখতে পারবেন।

    # করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ডাক্তারকে খুবই সতর্কভাবে সাধারণ রোগীর কাছে যেতে হবে নয়তো সংক্রমিত হওয়ার ভয় থাকে।

    # পিপিই খোলার সময় খুব সাবধানে খুলে সেটি ঢাকনা দেয়া নির্দিষ্ট বিনে রাখুন।

    # পিপিই খোলার সঙ্গে সঙ্গে গোসল করে নতুন কাপড় পরুন।

    # চিকিৎসকরা জানিয়েছেন PPE গায়ে লাগিয়ে কিছু খাওয়াও নিরাপদ নয়। একবার পরার পর এগুলি ডিসপোজাল করতে হবে। আমাদের অধিকাংশ হাসপাতালে এসির ব্যবস্থা নেই। ফলে প্রচন্ড গরমে এই PPE কতক্ষণ গায়ে রাখা যাবে?

    এখন দেখা যায়, এই পিপিই গায়ে দিয়ে অনেকে রাস্তায় বের হচ্ছেন, হাঁটছেন, অফিস করছেন, টেলিভিশনে লাইভ করছেন। তারা হয়ত ভাবছেন, কোভিড সংক্রামন মুক্ত থাকছেন, আসলে এতে আরো বিপদ বাড়তে পারে!

    PPE শুধু চিকিৎসকের জন্য, যারা কোভিড-১৯ এ সংক্রামিতদের চিকিৎসা করছেন। স্বাস্থ্য দফতর এবং WHOর নির্দেশনা মেনে চললেই সংক্রামন এড়ানো সম্ভব। তাই PPE ব্যবহারে সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন।

    ২৪ঘণ্টা/আর এস পি

  • লক্ষ্মীপুরে আইসোলেশনে থাকা দু’জনই করোনামুক্ত

    লক্ষ্মীপুরে আইসোলেশনে থাকা দু’জনই করোনামুক্ত

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:করোনাভাইরাস সন্দেহে লক্ষ্মীপুরে আইসোলেশনে থাকা দুই জনই করোনামুক্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের ম্যধ্যে একজনকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে। বাকী জন আরও কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নেবেন।

    বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ড. আবদুল গাফ্ফার।

    তিনি জানান, সম্প্রতি করোনভাইরাস সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ প্রেরণ করা হয়। নমুনা পরীক্ষার পর তাদের ফলাফল নেগেটিভ আসে। তারা দুইজনই করোনাভাইরাস মুক্ত। এর মধ্যে একজনের বয়স ৮০, অন্যজনের ৩২ বছর। ৮০ বছরের ওই বৃদ্ধ হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

    এর আগে আরও ৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও তাদের শরীরে করোনার ভাইরাস পাওয়া যায়নি।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত ৫

    গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত ৫

    দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শণাক্ত করা হয়েছে।

    শুক্রবার (৩ এপ্রিল) করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।

    গত ২০ ঘণ্টায় মোট ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। তবে করোনায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটে নি। মোট ৬১ জন আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত মোট ২৬ জন্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন, যাদের মধ্যে ২২ জন হাসপাতালে ও ৭ জন বাড়িতে রয়েছেন।

    এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ১৯০ জন এবং আক্রান্তদের ২ লাখ ১২ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন।

    এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৬ হাজার ৭৫ জন।

    মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯১৫ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৪২ জন।

  • দেশে আরও দুজন করোনা রোগী শনাক্ত

    দেশে আরও দুজন করোনা রোগী শনাক্ত

    দেশে নতুন করে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও দুজন রোগী শনাক্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।

    বৃহস্পতিবার (০২ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে এমআইএস,স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী।

    ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় আরও ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। নতুন কারও মৃত্যু হয়নি।

    বুধবার আইইডিসিআর জানায়, দেশে করোনাভাইরাসে ৬ জন মারা গেছেন, ২৬ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।

    মহামারি করোনাভাইরাসের বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জন। এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ হাজার ২৪৫ জন।

  • দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু,নতুন আক্রান্ত ৩

    দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু,নতুন আক্রান্ত ৩

    দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬জনে। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৩ ব্যক্তি। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

    বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।

    বাংলাদেশে এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

    এ পর্যন্ত মোট ২৯৫ জনকে আইসোলেশনেও আওতায় আনা হয়েছে।

  • দেশে আরও একজনের শরীরে করোনা শনাক্ত,মোট আক্রান্ত ৪৯

    দেশে আরও একজনের শরীরে করোনা শনাক্ত,মোট আক্রান্ত ৪৯

    বাংলাদেশে আরও একজনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

    সোমবার (৩০ মার্চ) করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

    তিনি জানান, এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৯ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন।

    ব্রিফিংয়ে ফ্লোরা বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ১৫৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের পরীক্ষা শেষে একজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ভাইরাস শনাক্ত হলো ৪৯ জনের শরীরে। তবে এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও চারজন। এদের মধ্যে তিনজনই ষাটোর্ধ্ব।

    তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমরা যাদের বাড়িতে থাকতে বলছি তারা অবশ্যই বাড়িতে থাকেন। যদি বের হতেই তবে মাস্ক পরে বের হন।

    তিনি আরও বলেন, নমুনা সংগ্রহের প্রক্রিয়া সহজতর করার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ দেখা গেলে আইইডিসিআরের হটলাইন কিংবা জেলা পর্যায়ের হট লাইনেও যোগাযোগ করার সুযোগ রয়েছে। সুতরাং আপনারা সরাসরি হাসপাতালে না গিয়ে হট লাইনে যোগাযোগ করুন। আমরা আবারও অনুরোধ করছি, আমাদের দেয়া পরামর্শগুলো মেনে চলার জন্য।

    এর মধ্যেই ৯২ হাজার টেস্ট কিট সংগ্রহ করা হয়েছে বলে এসময় জানায় সংস্থাটি। এছাড়া দেশের প্রায় সকল মেডিকেল টেকনোলজিস্টদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহের প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও জানায় সংস্থাটি।

    এদিকে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৯৬৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৯৫৬ জনের শরীরে।

    আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩১২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৩৬ হাজার ৬৭৮ জন। এদের মধ্যে ৫ লাখ ৯ হাজার ৮৮৯ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৬ হাজার ৭৮৯ জনের অবস্থা গুরুতর।

    এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৭ জনের শরীরে। সেখানে মারা গেছেন ২ হাজার ৪৮৪ জন।

    আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ জন। সেখানে মারা গেছেন ১০ হাজার ৭৭৯ জন।

    ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৩৯ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩০০ জন।

  • দেশে নতুন করোনা আক্রান্ত নেই

    দেশে নতুন করোনা আক্রান্ত নেই

    বাংলাদেশে নতুন করে কারো দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

    রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার কিছুক্ষণ পরে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

    সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো দেহে করোনা শনাক্ত হয়নি। যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২৮ জন।

    এর আগে শনিবার (২৮ মার্চ) আইইডিসিআর জানায়, দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।

    অন্যদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৩০ হাজার ৮৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ১৮৩ জন।

    বর্তমানে ৪ লাখ ৯০ হাজার ৬৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪ লাখ ৬৫ হাজার ৪১৭ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৫ হাজার ২০৭ জনের অবস্থা শঙ্কটাপন্ন।

  • করোনা : গৃহবন্দিদের ঘরেই চিকিৎসা দিবে উত্তর জেলা ছাত্রলীগের মেডিকেল টিম

    করোনা : গৃহবন্দিদের ঘরেই চিকিৎসা দিবে উত্তর জেলা ছাত্রলীগের মেডিকেল টিম

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব প্রিন্স : প্রাণঘাতী করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনায় মানুষ আজ গৃহবন্দি। জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন হলে মিলছে না কোন চিকিৎসক। রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যও সচল নেই গণপরিবহণ।

    জাতির এমন ক্রান্তি লগ্নে গৃহবন্দি মানুষদের ঘরে ঘরে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার উদ্দ্যেশে গঠিত হয়েছে কুইক রেসপন্স মেডিকেল টিম নামে চিকিৎসকদের একটি সংগঠন। এ সংগঠনের লক্ষ্য সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ও মোবাইল ফোনের সাহায্যে রোগীকে জরুরি মুহুর্তে নিজ ঘরেই চিকিৎসা সেবা পৌছে দেওয়া।

    জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে বর্তমানে দেশের বিভিন্ন জেলা উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসারত চট্টগ্রামের ৩৪ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত হয় এ চিকিৎসক টিম।করোনা কুইক রেসপন্স মেডিকেল টিম

    এ সংগঠনের চিকিৎসক ডা. এস এম তৌফিক হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বিশ্বের ক্রান্তিলগ্নে সামাজিক দায়বদ্ধতা থেকেই সাধারণ গৃহবন্দি মানুষকে চিকিৎসা সেবা ঘরে পৌছে দেওয়ায় এ সংগঠনের মূল লক্ষ্য। তিনি বলেন, আমরা শতভাগ প্রস্তুত আছি দেশের সংকট মুহুর্তেও দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য।

    তিনি বলেন, এ সংগঠনে ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেলসহ জেলা উপজেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত ৩৪ জন চিকিৎসক রয়েছে। ভবিষ্যতে চিকিৎসকের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে।

    সংগঠনটির ৩৪ জন চিকিৎসকের রোগীদের বিনামূল্যে সেবা প্রদানে যাবতীয় সব খরচ উত্তর জেলা ছাত্রলীগ বহন করবে বলে জানিয়েছেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় দেশের মানুষের চরম বিপর্যয়ের সময় সাহায্য সহযোগীতা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    ইতিমধ্যে করোনা মোকাবেলায় উত্তর জেলা ছাত্রলীগের উদ্দ্যেগে দুঃস্থ অসহায় খেটে খাওয়া মানুষদের হাতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্ল্যাপ্স ও বিভিন্ন প্রকার ওষুধ এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    এর পরে সংগঠনের সিনিয়র নেতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ডিজিটাল সেবা হিসেবে দেশের বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত চট্টগ্রামের একঝাঁক চিকিৎসকদের একত্রিত করে কুইক রেসপন্স মেডিকেল টিম নামে একটি সেবামূলক সংগঠন হিসেবে তৈরি করা হয়।করোনা কুইক রেসপন্স মেডিকেল টিম

    চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আবহাওয়া পরিবর্তনের জন্যও অনেক সময় জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগ হয়ে থাকে। এতে করোনা ভাইরাস আতঙ্কে আতংকিত না হয়ে তাদের অনলাইন চিকিৎসা সেবার মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিরাপদ ও নিশ্চিন্তে মানুষকে ঘরে রাখাটাই হবে ছাত্রলীগের প্রাপ্তি।

    উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ২৪ ঘন্টা ডট নিউজকে জানায়, এ সংগঠনের লক্ষ্য হলো করোনা মোকাবেলায় গৃহবন্দি মানুষরা যাতে ঘরে বসেই তাদের জরুরি মুহুর্ত্বে প্রাথমিক চিকিৎসা সেবা পাই।

    তিনি জানান জরুরি কোন অপারেশন কিংবা পেশাগত দায়িত্ব পালনে যদি কোন চিকিৎসক মোবাইল রিসিভ করতে না পারে সেক্ষেত্রে ম্যাসেজ করেও তার সমস্যার কথা জানিয়ে দিলে যথাসাধ্য চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন এ টিমের চিকিৎসকরা।

    ২৪ ঘন্টা/আর এস পি