Category: আন্তর্জাতিক

  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৯

    যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৯

    যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। টেক্সাসের ডালাসের উত্তরাঞ্চলের একটি শপিংমলে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির ইমার্জেন্সি সার্ভিস। খবর বিবিসির।

    অ্যালেন শহরে ওই হামলার পরপরই শপিংমল থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, এক বন্দুকধারী শপিংমলের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

    এদিকে ওই হামলার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ বলছে, একজন ব্যক্তিই বন্দুক নিয়ে হামলা চালিয়েছে।

    ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ওই হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

    টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্দুক হামলাকে ‌‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

    ফনটাইন পেটন নামের এক প্রত্যক্ষদর্শী এপি নিউজকে জানান, শপিংমলে তার কানে হেডফোন থাকার পরেও তিনি গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।

    তিনি বলেন, লোকজন যখন শপিংমল থেকে বের হয়ে যাচ্ছিল তখন তারা বাইরে বেশ কয়েকজনের মরদেহ দেখতে পান। তিনি বলেন, আমি প্রার্থনা করছিলাম যেন এর মধ্যে কোনো শিশু না থাকে। কিন্তু বেশ কয়েকজন শিশুও নিহত হয়েছে বলে মনে হচ্ছে।

    গান ভায়োলেন্স আর্কাইভ বলছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৯৮টি গোলাগুলির ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহের শুরুতে টেক্সাস পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি নয় বছর বয়সী এক শিশুসহ তার পাঁচ প্রতিবেশীকে গুলি করে হত্যা করে।

  • অলিভার ডাউডেন যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী

    অলিভার ডাউডেন যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী

    নিপীড়নের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের মুখে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবের পদত্যাগের পর তার জায়গায় অলিভার ডাউডেনের নাম ঘোষণা করেছে সরকার।

    প্রধানমন্ত্রী ঋষি সুনাক সরকারে বর্তমানে কেবিনেট অফিস মিনিস্টার হিসাবে আছেন ডাউডেন। সুনাকের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র তিনি।

    সুনাকের কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানও ছিলেন তিনি। তবে গত জুনে দুটি উপনির্বাচনে দলের ভরাডুবির পর ডাউডেন এই পদে ইস্তফা দিয়েছিলেন।

    এর আগে ২০১৫ সাল থেকে ডাউডেন ছিলেন হার্টফোর্ডশায়ার থেকে নির্বাচিত এমপি। সরকারের কয়েকটি ঊর্ধ্বতন পদে তিনি কাজ করেছেন।

    নিপীড়নের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের মুখে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবের পদত্যাগের পর তার জায়গায় অলিভার ডাউডেনের নাম ঘোষণা করেছে সরকার।

    নতুন উপপ্রধানমন্ত্রী পদে ডাউডেনের নাম ঘোষণার পাশাপাশি নতুন বিচারমন্ত্রী হিসাবে আইনপ্রণেতা অ্যালেক্স চকেরও নাম ঘোষণা করা হয়েছে।

    এর আগে ডমিনিক রাব উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি বিচার মন্ত্রীও ছিলেন। তার আচরণ নিয়ে পূর্ণ তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে অপমানজনকভাবে আচরণ করতেন এবং ভয়ভীতি দেখাতেন।

    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রেক্সিটমন্ত্রী থাকার সময়ও তিনি স্টাফ সদস্যদের সঙ্গে রূঢ় আচরণ করতেন। তার আচরণ নিয়ে এমন ৮টি আনুষ্ঠানিক অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের হাতে আসার একদিন পর শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।

  • চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ শুক্রবার

    চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ শুক্রবার

    সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২১ এপ্রিল)। দিনভর নানা জল্পনা-কল্পনার পরে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি। খবর আরব নিউজের।

    সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ঈদুল ফিতরের ছুটি ২১ এপ্রিল থেকে শুরু হবে। ছুটি থাকবে চারদিন। আগামী ২৫ এপ্রিল থেকে নিয়মিত সময়ে কাজ শুরু হবে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় মুসলিমদের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছিল সৌদির চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ২৯ রোজায় শেষ হলো পবিত্র রমজান মাস। শুক্রবারই ঈদের খুশিতে মেতে উঠবেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী মুসলিমরা।

    তবে বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার ঈদ উযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্তত আটটি দেশ। এদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন।

    শনিবার ঈদ উদযাপনের বিষয়ে মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ বলেছেন, ইয়াং ডিপারতুয়ান আগাং (প্যারামাউন্ট রুলার প্রধান) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ মালয়েশীয় শাসকদের সঙ্গে আলোচনার পরে ঈদের তারিখ ঘোষণায় সম্মতি দিয়েছেন।

    মালয়েশিয়ার মতো চাঁদ দেখা যায়নি প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। তারাও ঈদুল ফিতর উদযাপন করবে আগামী শনিবার। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কমপাস।

    এশিয়ার আরেক দেশ ব্রুনেইও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

    এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই, এমন কথা জানিয়েছিলেন ১৩টি আরব দেশের ২৫ জন জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ।

    সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) এক বিবৃতিতে জানায়, এই বিবৃতি ঈদুল ফিতরের সঠিক তারিখ নির্ধারণের উদ্দেশ্যে নয়। কারণ এটি আইনগত ও বৈজ্ঞানিক বিবেচনাসহ বিভিন্ন কারণে দিয়ে প্রভাবিত। এ বিবৃতিটির উদ্দেশ্য হলো, চাঁদ দেখার বিষয়ে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা।

    বিবৃতিতে বলা হয়, সূর্যাস্তের পর ক্ষণিকের জন্য আকাশে অর্ধচন্দ্রের উপস্থিতি এর দৃশ্যমানতার জন্য নির্ভরযোগ্য সূচক নয়। অর্থাৎ, সূর্যাস্তের পর সামান্য সময়ের জন্য আকাশে চাঁদ উঠলেও তা দেখা যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই।

    আইএসি বলেছিল, পুরোনো এবং নতুন সব মানদণ্ড বলছে, আরব বিশ্ব থেকে বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়। এই প্রত্যাশা কোনো ব্যক্তি বা দলের মতামত নয়, বরং বিশেষজ্ঞদের ঐকমত্য। সব বৈজ্ঞানিক মানদণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা বলতে করতে চাই, বৃহস্পতিবার আরব বা ইসলামিক বিশ্বে খালি চোখে অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়, এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও সম্ভব নয়।

    আমিরাতভিত্তিক সংস্থাটি জানায়, যেসব দেশে খালি চোখেই চাঁদ দেখা যায় বা এশিয়ার দেশগুলো, যারা টেলিস্কোপ দিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করে; ধারণা করা হচ্ছে, সেসব জায়গায় রমজান মাস ৩০ দিন হবে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২২ এপ্রিল)।

    কিন্তু শেষপর্যন্ত আইএসি’র ধারণা ভুল প্রমাণ করে বৃহস্পতিবারই সৌদির আকাশে উদয় হলো ঈদের চাঁদ।

     

  • ইয়েমেনে অনুদান নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৭৮

    ইয়েমেনে অনুদান নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৭৮

    ইয়েমেনের রাজধানী সানার এক স্কুলে রমজান উপলক্ষে একটি দাতব্য প্রতিষ্ঠানের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে অন্তত ৭৮ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে সানার বাব-আল-ইয়েমেন এলাকার বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। মুসলিমদের পবিত্র মাস রমজান প্রায় শেষ। সামনে তাদের ঈদ। এই উৎসবের খরচ মেটাতে অনেকে অনুদান নিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

    বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, স্কুলটিতে জনপ্রতি মাত্র ৯৫৪ টাকা (৯ মার্কিন ডলার) অনুদান নিতে শত শত মানুষ ভিড় জমায়। পরে পদদলিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

    ২০১৫ সালে সরকার উৎখাতের পর থেকে সানা শহরটি হুতি বিদ্রোহীদের দখলে আছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনুদান বিতরণে দায়ী ব্যক্তিদের আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।

    ২০১৫ সালে ক্রমবর্ধমান সংঘাতে ইয়েমেন বিধ্বস্ত হয়। ওই সময় হুতি বিদ্রোহীরা দেশের পশ্চিমাঞ্চলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এতে তৎকালীন প্রেসিডেন্ট আবদরাব্বুহ মনসুর হাদি বিদেশে পালিয়ে যান এবং সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর একটি জোট তার শাসন পুনরুদ্ধারে চেষ্টা চালায়। এ নিয়ে কয়েক বছর ধরে দেশটিতে সামরিক অচলাবস্থা চলছে।

    হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি সামরিক জোটের এই সংঘাতে দেড় লাখের বেশি মানুষের প্রাণহানি হয়। এ ছাড়া দেশটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ, অর্থাৎ ২ কোটি ৩০ লাখের বেশি মানুষ সাহায্যের মুখাপেক্ষী হয়ে পড়ে।

  • বৃহস্পতিবার ঘটবে ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ

    বৃহস্পতিবার ঘটবে ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ

    আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) সূর্যগ্রহণের সময় পৃথিবী এক বিরল ধরণের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে বলে জানিয়েছে নাসা। এই সূর্যগ্রহণের নাম ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ। এটি হলো একটি বিরল ধরণের গ্রহন যা চাঁদের ছায়া পৃথিবীর পৃষ্ঠে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এর চেহারা পরিবর্তন করে। খবর ডেইলি মেইল।

    এর বিশেষত্ব হল এখানে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া হয় ছোট। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যায় চারপাশ থেকে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে লাগে খানিকটা সোনার আংটির মতো। এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা।

    এর আগে এমন গ্রহণ দেখা গিয়েছিল ২০১৩ সালে। তবে দুটি হাইব্রিড সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০ বছরের অন্তর থাকে বলে জানিয়েছেন মহাকাশবিদরা। তাই এই বিরল ঘটনার সাক্ষী থাকতে উৎসাহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। নাসা যদিও জানিয়েছে এই হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে একটিমাত্র শহর থেকেই। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে এ ঘটনার সাক্ষী হওয়া যাবে। এ ছাড়া অস্ট্রেলিয়ার আরো বেশ কিছু এলাকা, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

    বাংলাদেশের আকাশে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও সরাসরি সম্প্রচারে হাইব্রিড সূর্যগ্রহণ দেখতে পাবেন যেকোনো দেশের মানুষ। ২০ এপ্রিল বাংলাদেশের সময় ভোররাত ৪টা ৪ মিনিট থেকে সকাল ৭টা ২ মিনিট পর্যন্ত দেখা যাবে এই গ্রহণ।

    নাসা জানিয়েছে, এটিই ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ। এ বছরের শেষ সূর্যগ্রহণটি হবে ১৪ অক্টোবর।

  • সুদানে সেনা-মিলিশিয়ার সংঘাতে নিহত প্রায় ২০০

    সুদানে সেনা-মিলিশিয়ার সংঘাতে নিহত প্রায় ২০০

    সুদানে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত এখনও চলছেই। দুপক্ষের লড়াইয়ে এখন পর্যন্ত প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও ১৮০০ জন। তিনদিন ধরে চলা এই লড়াইয়ের কারণে সোমবার হাসপাতালগুলোতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। এতে করে মেডিক্যাল সরবরাহ ও খাদ্যের সংকট দেখা দিয়েছে।

    রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে দুই বাহিনীর মধ্যে শনিবার লড়াই শুরু হয়। সংঘাতের কেন্দ্রে রয়েছে শীর্ষ দুই জেনারেল এবং সবশেষ এই সংঘর্ষের জন্য তাদের নেতৃত্বাধীন দুই বাহিনী পরস্পরকে দায়ী করছে।

    সেনাবাহিনী ও আরএসএফ বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষের কারণে রাজধানী খার্তুমসহ সারা দেশের মানুষের মধ্যে আবারও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    ২০২১ সালের অক্টোবরে এক সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানের ক্ষমতা মূলত সামরিক জেনারেলদের হাতে। এর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তার প্রতি অনুগত সামরিক ইউনিটগুলোর সঙ্গে লড়াই চলছে আরএসএফের, যার নেতৃত্বে রয়েছেন সুদানের উপ-নেতা মোহাম্মদ হামদান দাগালো। তিনি হেমেডটি নামেও পরিচিত।

    দাগালো বলেছেন, তার সৈন্যরা সব সেনা ঘাঁটি দখল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। অপরদিকে সুদানের সশস্ত্র বাহিনীগুলোও আধা-সামরিক বাহিনী আরএসএফ-কে ধ্বংস না করা পর্যন্ত কোনো ধরনের আপোস-আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে।

    অল্প কিছুদিন আগেও এই দুই সামরিক নেতার মধ্যে বন্ধুত্ব ছিল। সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ২০১৯ সালে ক্ষমতা থেকে সরাতে তারা দুজন একসাথে কাজ করেছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    কিন্তু এক পর্যায়ে আগামীতে দেশটি কিভাবে পরিচালিত হবে তা নিয়েই এই দুই নেতার মধ্যে বিরোধ তৈরি হয়। বিশেষ করে সুদানের ভবিষ্যৎ এবং দেশটির বেসামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাবনা নিয়ে তারা ভিন্ন অবস্থান গ্রহণ করেন।

    এর আগে দেশটিতে বেসামরিক সরকার পুন-প্রতিষ্ঠার জন্য বিভিন্ন গ্রুপ ও সেনাবাহিনীর মধ্যে আলাপ-আলোচনা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই সংলাপও ব্যর্থ হয়।

    পর্যবেক্ষকরা বলছেন, এই দুই জেনারেলের মধ্যে যে বিষয়টি বিরোধের একেবারে কেন্দ্রে রয়েছে তা হচ্ছে এক লাখ সদস্যের র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা এবং তারপর নতুন এই বাহিনীর নেতৃত্বে কে থাকবে সে বিষয়টি।

    এর আগে বেশ কিছু সময় ধরেই উত্তেজনা চলছিল। পরিস্থিতি সামাল দিতে দেশের বিভিন্ন স্থানে আরএসএফ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি সুদানি সেনাবাহিনী। তারা এটিকে তাদের জন্য হুমকি হিসেবে মনে করে।

    উত্তেজনা নিরসনে আলাপ আলোচনাও শুরু হয়েছিল। আশা করা হচ্ছিল যে সংলাপের মধ্য দিয়ে এই উত্তেজনা প্রশমিত হবে এবং বিরোধের অবসান ঘটবে।

    কিন্তু আলোচনায় কোনো সমাধান আসেনি। এর জের ধরেই শনিবার সকালে লড়াই শুরু হয়। তবে কোন পক্ষ প্রথম আক্রমণ করেছে তা স্পষ্ট নয়। দুপক্ষের মধ্যে বিমান হামলা, আর্টিলারি এবং ভারী অস্ত্র দিয়ে গোলাগুলি হচ্ছে। দেশটির বাসিন্দারা একদিকে খাবার এবং পেট্রোলের সংকটে রয়েছে। অন্যদিকে নতুন করে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যাও।

  • জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ হামলা

    জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ হামলা

    জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। তবে হামলার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের তৎপরতার ফলে অক্ষত আছেন কিশিদা।

    স্থানীয় সময় শনিবার জাপানের ওয়াকাইয়ামা শহরে ঘটেছে এই হামলা। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।

    শনিবার ওয়াকাইয়ামা শহরের সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় সেই বোমাটি।

    আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বোমাটি প্রাণঘাতী ছিল না । জাপানের বার্তাসংস্থা কিওডো নিউজ এজেন্সিসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া সেই বস্তুটি ‘স্মোম বোম্ব’ জাতীয় বোমা ছিল বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ধরনের বোমায় ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি হয় না।

    শনিবারের বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা বোমাটি বিস্ফোরণের পরপরই এক তরুণকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে যারা জড়ো হয়েছিলেন, বিস্ফোরণের পর তারাও ছড়িয়ে ছিটিয়ে পড়েন।

    গ্রেপ্তার ওই তরুণের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

  • গ্রেপ্তারের পর মুক্তি পেলেন ট্রাম্প

    গ্রেপ্তারের পর মুক্তি পেলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুক্তি পেয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটান আদালতে যাওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয়।

    মঙ্গলবার প্রায় এক ঘণ্টা পর আদালত ত্যাগ করেন তিনি। এর আগে, আদালতে শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ প্রাথমিকভাব প্রমাণ হয়নি। সবগুলো অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প।

    মামলার পরবর্তী শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত।

    ফ্লোরিডার মার-এ-লাগোয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ট্রাম্প বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

    ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন। ৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট আদালতে হাজির হয়ে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ২০১৬ সালের নির্বাচনের আগে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগের বিষয়ে কথা বলবেন।

    স্টরমির সাথে যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠলেও ট্রাম্প তা অস্বীকার করেছেন। ক্ষমতায় থাকাকালীন দু’বার অভিশংসিত হওয়া সাবেক এই প্রেসিডেন্ট ‘রাজনৈতিক নিপীড়নের’ শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।

    অন্যদিকে, এই মামলাকে নিজের শক্তিশালী সমর্থন বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তিনি। ইতোমধ্যে এই মামলায় লড়াইয়ের জন্য সমর্থকদের কাছ থেকে লাখ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছেন আগামী বছর হোয়াইট হাউসে ফেরার ঘোষণা দেওয়া ট্রাম্প।

    আদালতে হাজিরা দেওয়ার জন্য সোমবার রাতেই ফ্লোরিডায় নিজের বাসস্থান থেকে নিউ ইয়র্কে পৌঁছন ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম আমেরিকার কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক ধারায় মামলা দায়ের হলো। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান ট্রাম্পের ব্যাপারে তার কিছু বলার নেই। ইতোমধ্যেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন ট্রাম্প।

     

  • ইরান সীমান্তে জঙ্গি হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত

    ইরান সীমান্তে জঙ্গি হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত

    পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে আসা জঙ্গি সংগঠনের সদস্যরা সীমান্ত রক্ষী বাহিনীর ৪ সদস্যকে হত্যা করেছে।

    গতকাল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    শনিবার প্রকাশিত পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতি মতে, হামলার সময় মৃত সেনাসদস্যরা বেলুচিস্তান প্রদেশের কেচ জেলার জালগাই সেক্টরে ইরান-পাকিস্তান সীমান্তে নিয়মিত টহলে অংশ নিচ্ছিলেন।

    তবে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান-ইরান সীমান্তে নিয়মিত টহলে নিয়োজিত পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ইরান থেকে আসা ১টি জঙ্গি দল হামলা চালায়’।

    বিবৃতিতে আরও বলা হয়, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ইরান থেকে আসা জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইরান পক্ষের সঙ্গে যথাযথ যোগাযোগ স্থাপন করা হচ্ছে’।

    মৃত সেনা সদস্যরা হলেন শের আহমেদ, মুহাম্মদ আসগর, মুহাম্মদ ইরফান ও আব্দুর রশিদ।

    পাকিস্তান ও ইরানের মাঝে প্রায় ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। অতীতে এই সীমান্ত জুড়ে একাধিক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

    এ অঞ্চলে (সীমান্তের উভয় পাশে) বেলুচ জাতীয়তাবাদী বিদ্রোহী সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদের দাবী, তারা তাদের প্রাপ্য আঞ্চলিক খনিজ ও অন্যান্য সম্পদের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার জন্য সংগ্রাম করছে।

    জানুয়ারিতে অপর এক ঘটনায় বেলুচিস্তান সীমান্তে ৪ নিরাপত্তা কর্মকর্তার হত্যার ঘটনার নিন্দা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সে সময় তিনি বলেন, ‘আমরা আশা করি ইরান নিশ্চিত করবে যে তাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে কেউ আন্তঃসীমান্ত হামলা চালাবে না’।

    জানুয়ারিতে বেলুচিস্তান প্রদেশের বোলান জেলায় ১টি যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছিলেন।

  • সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯

    সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯

    সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ২৯ জন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো একে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে।

    গাল্ফ নিউজের প্রতিবেদনে জানা গেছে, সোমবার (২৭ মার্চ) ওমরাহ যাত্রী বহনকারী বাসটি একটি সেতুতে দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে বাসটি উল্টে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসির প্রদেশ ও আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

    খবর পাওয়া মাত্রই সৌদি বেসামরিক প্রতিরক্ষা ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের দল দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকাটি ঘিরে ফেলে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

    নিহত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। কোনও বিদেশি নাগরিক ছিলেন কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

     

  • প্রতিরক্ষামন্ত্রী বরখাস্তের পর ইসরায়েলে গণবিক্ষোভ

    প্রতিরক্ষামন্ত্রী বরখাস্তের পর ইসরায়েলে গণবিক্ষোভ

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভা থেকে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের পর দশ হাজারেরও বেশি প্রতিবাদকারী বিক্ষোভ প্রদর্শন করেছে। ইয়োআভ গালান্ত সম্প্রতি দেশটির বিচার ব্যবস্থা ঢেলে সাজানোর বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে তার বক্তব্য তুলে ধরেছিলেন।

    জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভকারীদের দমনে পুলিশ ও সৈন্যরা এ সময় জলকামান ব্যবহার করে। নতুন আইনের প্রতিবাদে ইতোমধ্যে সপ্তাহব্যাপী বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

    ইসরায়েল সরকারের বিচার বিভাগ সংস্কারের এই পরিকল্পনায় সরকারকে বিচারক নিয়োগকারী কমিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করবে।

    এছাড়া এই আইন প্রধানমন্ত্রীর পদে অনুপযুক্ত কোনো নেতাকে সরিয়ে দিতে আদালতের ক্ষমতাকেও কঠিন করে তুলবে। আর এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই কেননা ধারণা করা হচ্ছে দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রক্ষা করতেই আইনটি করা হচ্ছে।

    প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে প্রতিবাদ জানানোর পর বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা উড়িয়ে ও হাতে থালাবাসনের শব্দ করে পুলিশের বাধা এড়িয়ে দেশটির পার্লামেন্ট নেসেটের দিকে যেতে থাকে। এসময় একজন বিক্ষোভকারী গণমাধ্যম বিবিসিকে বলেন, ‘নেতানিয়াহু গণতান্ত্রিক দেশের সব সীমা অতিক্রম করেছেন।’

    সাবেক প্রতিরক্ষামন্ত্রী গালান্ত ছিলেন একজন সাবেক সেনাসদস্য এবং প্রস্তাবিত আইন পরিবর্তনের বিষয়ে যিনি ছিলেন বিরোধী অবস্থানে। শনিবার তিনি আইনটির বিরুদ্ধে কথা বলেন ও জানান যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নতুন আইনের বিষয়ে ক্ষুব্ধ ও হতাশ।

    টেলিভিশনে সম্প্রচারিত এই বক্তব্যের সময় নেতানিয়াহু দেশের বাইরে ছিলেন এবং এই ঘটনার পর তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গালান্তের ওপর আস্থা রাখতে পারেননি। নেতানিয়াহু চান এই সপ্তাহের শেষ নাগাদ পার্লামেন্টের মাধ্যমে আইনপ্রণয়ন হোক।

    গালান্ত এবং নেতানিয়াহু দুজনই লিকুদ পার্টির সদস্য। আর বরখাস্ত হওয়ার পর গালান্ত তার টুইটারে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার জীবনের লক্ষ্যই হলো ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা।’

    এদিকে দেশটির বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ গালান্তের বরখাস্তের সিদ্ধান্তকে সরকারের এক ধরনের ‘পতন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু গালান্তকে বরখাস্ত করতে পারেন, তবে তিনি বাস্তবতাকে এড়াতে পারেন না, তিনি পারেন না কোয়ালিশন সরকারের পাগলামিকে ঠেকাতে এগিয়ে আসা জনতাকে থামিয়ে দিতে।’

  • মোদিকে ‘চোর’ বলায় সংসদ সদস্য পদ হারালেন রাহুল গান্ধী

    মোদিকে ‘চোর’ বলায় সংসদ সদস্য পদ হারালেন রাহুল গান্ধী

    ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ২০১৯ সালের ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দুই বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সংসদ সদস্যের পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

    শুক্রবার (২৪ মার্চ) লোকসভা সচিবালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেরালার ওয়েনাড সংসদীয় নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী শ্রী রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হওয়ায় আর্টিকেল ১০২(১)(ই) এর বিধান অনুসারে লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তা কার্যকর হবে ২০২৩ সালের ২৩ মার্চ থেকে।’

    এদিকে এই সিদ্ধান্তটির মধ্যে ভুল দেখছেন প্রবীণ কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, লোকসভা সচিবালয় কোনো সংসদ সদস্যকে অযোগ্য ঘোষণা করতে পারে না। রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে এটি করতে হবে।

    কংগ্রেসের আরেক সিনিয়র সংসদ সদস্য শশী থারুর বলেছেন, এটা গণতন্ত্রের জন্য ভালো কিছু না। এক টুইটবার্তায় তিনি বলেন, আদালতের রায়ের ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপটি দেখে আমি হতবাক। এটি আমাদের গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

    এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদি সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলোকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে কংগ্রেস। শুক্রবার দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি(ইউ), ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও (আপ)। এরপর সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তারা।

    ২০১৯ সালে কর্নাটকে ভোটের প্রচারে গিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, ‘দেখা যাচ্ছে যারাই দুর্নীতি করছেন তাদেরই পদবি মোদি। আইপিএলে লুট করেছিলেন ললিত মোদি। নীরব মোদি টাকা লুট করে পালিয়ে গেছেন। আর যিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনিও একজন মোদি। দুজনেই একই রাজ্যের।’

    এরপরেই গুজরাতের বিজেপির এক সংসদ সদস্য সুরাতের আদালতে মামলা করেন। তারও পদবি মোদি। তিনি আদালতে বলেন, মোদি পদবিকে রাহুল গান্ধী অপমান করেছেন।

    যদিও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেছেন, তার দল যখন জনগণের টাকা নিয়ে কে পালিয়েছে তাদের খুঁজছে, তখন বিজেপি মূল ইস্যু থেকে মনোযোগ সরানোর চেষ্টায় এসব করছে।