Category: আন্তর্জাতিক

  • হামের মহামারিতে সামোয়ায় মৃতের সংখ্যা ৭০

    হামের মহামারিতে সামোয়ায় মৃতের সংখ্যা ৭০

    প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র সামোয়ায় মহামারি আকারে হাম ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০।এই মহামারি প্রতিরোধে জাতিসংঘ ২৬ লাখ মার্কিন ডলার জরুরি সহায়তা দিয়েছে।

    গত সপ্তাহে ব্যাপক টিকাদান কার্যক্রম সত্ত্বেও সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় সরকারী হিসেবে আরো ১১২ জন এতে আক্রান্ত হয়েছে।এ ঘটনায় দেশটি গত দুইদিন থেকে অচল হয়ে রয়েছে।

    নিউইয়র্কে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডারসেক্রেটারি জেনারেল এবং জরুরি ত্রাণ সহায়তার সমন্বয়ক মার্ক লুকক বলেন, এই জরুরি সহায়তা দেয়া হয়েছে।

    লুকক এক বিবৃতিতে বলেন, ‘সামোরার জনগণ এককভাবে এই মহামারির সঙ্গে লড়াই করতে পারবে না। আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই মহামারির প্রাদুর্ভাব প্রতিরোধে দ্রত পদক্ষেপ নিতে হবে।’

    সামোরা সরকার বলেছে,দেশটির ২লাখ জনসংখ্যার ৯০ শতাংশকে হামের টিকা দেয়া হয়েছে।মধ্য অক্টোবরে যখন হাম ছড়ানো শুরু করে তখন টিকা গ্রহনকারী ছিল ৩০ শতাংশ ।টিকা গ্রহনের পরে এর কার্যকারিতা শুরু হতে সময় লাগে ১০ থেকে ১৪ দিন।

    মোট হাম আক্রান্ত লোকের সংখ্যা ৪,৬৯৩ জন, তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১৬ শিশুসহ ২২৯ জন বর্তমানে হাসপাতালে রয়েছে।এদের মধ্যে ১৬ শিশু গুরুতর আহত।

  • চিলির সামরিক বিমান ৩৮ আরোহী নিয়ে নিখোঁজ

    চিলির সামরিক বিমান ৩৮ আরোহী নিয়ে নিখোঁজ

    চিলির একটি সামরিক বিমান অ্যান্টার্কটিকা যাওয়ার পথে ৩৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

    স্থানীয় সময় বিকেল চারটা ৫৫ মিনিটে পুনটা এরিনাস থেকে উড্ডয়ন করে সি-১৩০ হারকিউলিস নামের পরিবহন বিমানটি। এর বেশ কিছুক্ষণ পরে অর্থাৎ সন্ধ্যা ৬ টার দিকে বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    নিখোঁজ আরোহীদের মধ্যে ১১ জন ক্রু এবং ২১ জন যাত্রী রয়েছেন। এই যাত্রীরা অবকাঠামোগত কিছু সহায়তা দেয়ার জন্য যাচ্ছিলেন।

    চিলির বিমানবাহিনী জানিয়েছে, নিখোঁজ বিমানটি এবং আরোহীদের খুঁজে বের করতে একটি তল্লাসি অভিযান চলছে।

    সংবাদ সংস্থা ইএফই তাদের প্রতিবেদনে বলেছে, আরোহীদের মধ্যে তিন জন বেসামরিক নাগরিক ছিলেন।

    বিমান বাহিনীর কর্মকর্তা জেনারেল এদুয়ার্দো মসকুয়েরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, অ্যান্টার্কটিকার কিং জর্জ আইল্যান্ডে প্রেসিডেন্ট এদুয়ার্দো ফ্রেই মনটালভা ঘাঁটিতে যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমানটি কোন ধরণের বিপদ সংকেত দেয়নি।

    তিনি বলেন, বিমানটির পাইলটের অত্যন্ত অভিজ্ঞ। তিনি হয়তো জ্বালানি সংকটের কারণে কোথাও জরুরী অবতরণ করতে বাধ্য হয়েছেন।

    এক বিবৃতিতে বিমানবাহিনী জানায়, বিমানটি ৭৭০ মাইল যাত্রাপথের মধ্যে নিখোঁজ হওয়ার আগে ৪৫০ মাইল অতিক্রম করে। সে হিসেবে এটি তখন ড্রেক প্যাসেজ এলাকায় ছিল।

    ড্রেক প্যাসেজ সাগরের এমন একটি এলাকা যেখানে দক্ষিণ আটলান্টিক এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে। অদ্ভুত আবহাওয়ার জন্য পরিচিত এই এলাকা। কিন্তু চিলির বিমান বাহিনীর মতে, বিমানটি নিখোঁজ হওয়ার সময় স্থানীয় আবহাওয়া পরিস্থিতি ভাল ছিল।

    এক টুইটে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা বলেছেন, এ ঘটনায় তিনি আতঙ্কিত বোধ করছেন এবং রাজধানী সান্টিয়াগো থেকে তিনি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

    অ্যান্টার্কটিকা এলাকার ১২ লাখ বর্গকিলোমিটার এলাকায় চিলির নিয়ন্ত্রণে রয়েছে। যা যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার সীমান্ত এবং উভয় দেশের দাবি করা এলাকা সংলগ্ন। চিলি এই এলাকায় মোট ৯টি ঘাঁটি পরিচালনা করে যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি।

  • রাশিয়া আন্তর্জাতিক খেলাধুলায় ৪ বছরের জন্য নিষিদ্ধ

    রাশিয়া আন্তর্জাতিক খেলাধুলায় ৪ বছরের জন্য নিষিদ্ধ

    বিশ্বের সব বড় বড় আন্তর্জাতিক খেলাধুলার আসরে রাশিয়াকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি।

    এর মানে হচ্ছে ২০২০ সালের টোকিও অলিম্পিকস এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলে রাশিয়ার জাতীয় পতাকা দেখা যাবে না কিংবা রাশিয়ার জাতীয় সঙ্গীত বাজবে না।

    যেসব রুশ অ্যাথলিট প্রমাণ করতে পারবেন যে তারা বলবর্ধক মাদক ব্যবহার কেলেংকারির সঙ্গে জড়িত নন, তারা অবশ্য ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক খেলাধুলায় অংশ নিতে পারবেন। তবে রুশ পতাকার পরিবর্তে একটি নিরপেক্ষ পতাকা নিয়ে তাদের প্রতিযোগিতায় অংশ নিতে হবে।

    সুইটজারল্যান্ডে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) নির্বাহী কমিটির এক বৈঠকে রাশিয়াকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি নেয়া হয়।

    এর আগে রাশিয়ার অ্যান্টি ডোপিং এজেন্সির (রুসাডা) বিরুদ্ধে অভিযোগ করা হয় যে এই কেলেংকারির তদন্তে তারা সহযোগিতা করছে না।

    ২০১৯ সালের জানুয়ারিতে তারা ল্যাবরেটরি পরীক্ষার যেসব তথ্য হস্তান্তর করেছিল, তাতে কারসাজি করা হয় বলে অভিযোগ করছে ওয়াডা।

    রাশিয়ায় সরকারি মদতে খেলাধুলায় ব্যাপকভাবে বলবর্ধক মাদক ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত চলছে কয়েক বছর ধরে। এর আগেও তিন বছরের জন্য রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। পরে অবশ্য সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল, যদিও সিদ্ধান্তটি ছিল বেশ বিতর্কিত।

    এবারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার জন্য রাশিয়াকে ২১ দিন সময় দেয়া হয়েছে।

    ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকসে রাশিয়ার ১৬৮ জন প্রতিযোগী অংশ নিলেও তাদের রুশ পতাকার পরিবর্তে নিরপেক্ষ পতাকা বহন করতে হয়েছিল নিষেধাজ্ঞার কারণে।

    ২০১৪ সালে রাশিয়ার সোচিতে যে শীতকালীন অলিম্পিক গেমস হয়েছিল, তখন রাশিয়ার বিরুদ্ধে ডোপিং কেলেংকারির অভিযোগ ওঠে। রাশিয়া সেবার ১৩টি স্বর্ণপদক সহ মোট ৩৩টি পদক জিতেছিল।

    রাশিয়া একটি দেশ হিসেবে যে কোন ধরণের আন্তর্জাতিক অ্যাথলেটিক প্রতিযোগিতায় ২০১৫ সাল থেকে নিষিদ্ধ।

    তবে এবারের এই নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘ইউরো ২০২০’ ফুটবল টুর্নামেন্টে রাশিয়া অংশ নিতে পারবে। কারণ ইউরোপীয় ফুটবল সংস্থা ‘ইউয়েফা’র বেলায় অ্যান্টি ডোপিং সংস্থার নিয়ম-কানুন প্রযোজ্য নয়।

    ‘ইউরো ২০২০’ টুর্নামেন্টের স্বাগতিক নগরী হচ্ছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ।

    যেভাবে রাশিয়া এই কেলেংকারিতে জড়ালো
    রাশিয়ার বিরুদ্ধে ব্যাপকভাবে ডোপিং এর অভিযোগ ওঠে ২০১৫ সালে। সেবছরের নভেম্বরে রাশিয়ার অ্যান্টি ডোপিং সংস্থা ‘রুসাডা’ মাদক বন্ধে সহযোগিতা করছে না বলে ঘোষণা করে ওয়াডা। সংস্থার এক রিপোর্টে তখন বলা হয়েছিল, রাশিয়ায় সরকারি মদতেই ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে ব্যাপকভাবে মাদক ব্যবহৃত হচ্ছে।

    এরপর ২০১৬ সালে প্রকাশিত রিপোর্টে বলা হয়, রাশিয়ায় সরকারি পৃষ্ঠপোষকতায় চার বছর ধরে ডোপিং কর্মসূচি চলেছে যাতে করে তাদের প্রতিযোগীরা গ্রীষ্মকালীন এবং শীতকালীন অলিম্পিকসে অংশগ্রহণ করতে পারে।

  • বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা ম্যারিন

    বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা ম্যারিন

    বিশ্বের সবচেয়ে কমবয়সী নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ফিনল্যান্ডের সানা ম্যারিন। ৩৪ বছর বয়সী এই নারী এখন উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের তৃতীয় নারী হিসেবে সরকার প্রধানের দায়িত্ব পেয়েছেন।

    রোববার (৮ ডিসেম্বর) ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা। এর আগে দেশটির পরিবহন মন্ত্রী ছিলেন সানা।

    গত ৩ ডিসেম্বর এক আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা অ্যান্তি রিনে। মাত্র ছয় মাস আগেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন রিনে। কিন্তু সম্প্রতি ডাকবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট মোকাবিলায় ব্যর্থ হয়ে দলের আস্থা হারিয়ে ফেলেন তিনি। এরপর রোববার দলীয় নেতাদের মধ্যে ভোটাভুটিতে নির্বাচিত হন ম্যারিন।

    নির্বাচিত হওয়ার পর ম্যারিন বলেন, ‘নতুন করে আস্থা তৈরি করতে অনেক কাজ করতে হবে আমাদের।’

    মাত্র ২৭ বছর বয়সে ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে নিজ শহর ত্যামপেরের কাউন্সিল প্রধান হিসেবে নির্বাচিত হন ম্যারিন। এরপর দেশটির রাজনৈতিক অঙ্গনে দ্রুত উন্নতি করতে থাকেন তিনি। ইতোমধ্যে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে ইতিহাস গড়েছেন।

     

  • দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩৫

    দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩৫

    ভারতের দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    রোববার (৮ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে।

    স্থানীয় সময় ভোর ৫টার দিকে রানি ঝাঁসি রোডের আনাজ মান্দি এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। কারখানার শ্রমিকের তখন ঘুমিয়ে ছিল।

    ফায়ার সার্ভিস কর্মীর এক মুখপাত্র জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কারখানায় ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট গিয়ে পৌঁছায়। তাদের নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোরে আগুন লাগার সময় কারখানার শ্রমিকরা ভেতরে ঘুমাচ্ছিলেন। তাই হতাহতের সংখ্যা অনেক। এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৫০ জনকে উদ্ধার করেছি আমরা। তবে ভেতরে আরও অনেকেই আটকা পড়েছেন বলে ধারণা করছি।

    উদ্ধার তৎপরতা চলমান জানিয়ে এনডিটিভিকে ওই ফায়ার কর্মী জানান, হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে।

  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

    যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ৯ জন নিহত হয়েছে।

    স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে ওই দুর্ঘটনায় বিমানের পাইলটও মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছে আরও তিনজন।

    এনবিসি নিউজ ও সিএনএন জানিয়েছে, পিলাটাস পিসি-১২ নামের বিমানটি চেম্বারলেইন বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প পরেই বিধ্বস্ত হয়।

    ১২ যাত্রী নিয়ে এক ইঞ্জিনের ছোট বিমানটি আইডাহো যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনায় পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    এক বিবৃতিতে ফেডারেল অ্যাভিয়েশন জানিয়েছে, চেম্বারলেইন বিমানবন্দর থেকে উড্ডয়নের পরে প্রায় এক মাইল দূরে ব্রুল কাউন্টিতে বিধ্বস্ত হয় বিমানটি।

    রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই সময় আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ ছিল। সাউথ ডাকোটার ওই এলাকায় তখন তুষার ঝড় ছিল।

  • খাবার দিতে দেরি হওয়ায় মাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেফতার

    খাবার দিতে দেরি হওয়ায় মাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেফতার

    ২৪ ঘন্টা ডেস্ক : রাতের খাবার দিতে একটু দেরি হওয়ায় আপন মাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে। এমনকি মাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছে তার আপন বোন। 

    শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বাঘোলিতে। এ ঘটনায় অভিযুক্ত গণেশ(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

    রাজ্য পুলিশ সূ্ত্রে জানা যায়, মহারাষ্ট্রের বাঘোলিতে গণেশনগর এলাকায় একটি ফ্ল্যাটে মা লীলাবাঈ শ্যামরাও চহ্বাণ এবং বছর ছাব্বিশের বোন প্রিয়ার সঙ্গে থাকতেন গণেশ। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি ফিরে রাতের খাবার তখনও তৈরি হয়নি দেখে মায়ের সঙ্গে ঝগড়া হয়।

    কথাকাটাকাটির এক পর্যায়ে রান্না ঘর থেকে ছুরি এনে সে মাকে ছুরিকাঘাত করেন। এ সময় বোন প্রিয়া বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাত করেন গনেশ। বোনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় লীলাবাঈ এবং প্রিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লীলাবাঈকে মৃত বলে ঘোষণা করেন।

    গুরুতর আহত অবস্থা হাসপাতালের নিবির পরিচর্য কেন্দে (আইসিইউ) ভর্তি রয়েছেন প্রিয়া।

  • আফগানিস্তানে মাইন বিস্ফোরণে নিহত ১৫

    আফগানিস্তানে মাইন বিস্ফোরণে নিহত ১৫

    আফগানিস্তানের উত্তরাঞ্চলে কুন্দুস প্রদেশে বুধবার একটি গাড়ী স্থল মাইনে আঘাত করায় ৮ শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। এক সরকারী কর্মকর্তা এ কথা জানান।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমী বলেন,সন্ধ্যা ৫টার দিকে তালিবান সন্ত্রাসীদের পুতে রাখা মাইনের সঙ্গে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি গাড়ীর ধাক্কা লেগে ১৫ জন নিহত হয়েছে এবং অপর ২ জন আহত হয়েছে।

    তাজিকিস্তান সীমান্তের কাছে এই মাইন বিষ্ফোরণে নিহতদের মধ্যে ৮ জন শিশু, ৬ নারী ও ১ জন পুরুষ রয়েছে।

    তবে কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।এই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই হামলা হয়েছে কী-না তা নিশ্চিত নয়।

    এই এলাকায় প্রায়ই তালেবান ও মার্কিন সমর্থিত আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

  • পেরুতে বাস খাদে পড়ে নিহত ১০

    পেরুতে বাস খাদে পড়ে নিহত ১০

    পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২০ জন। রবিবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, জুনিনের হুয়ানকায়ো দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি উকেয়ালি পাকালপা যাওয়ার পথে ‘কার্পিশ টানেল’ থেকে ছিটকে পড়ে যায়।

    স্থানীয় এক টিভি চ্যানেলের বরাত দিয়ে সিনহুয়া বলছে, স্থানীয় সময় রাত ১ টা নাগাদ বাসটি ২০০ মিটার খাদে পড়ে যায়। এসময় বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল।

    প্রাথমিক এক তদন্তে বলা হয়েছে, ঘন কুয়াশা, গতি ও বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

  • কেনিয়ায় ভূমিধসে ৩৭ জন নিহত

    কেনিয়ায় ভূমিধসে ৩৭ জন নিহত

    কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েস্ট পোকোট জেলায় শুক্রবার রাতে প্রবল বৃষ্টিপাতের পরে ভূমিধসে ৩৭ জন প্রাণ হারিয়েছে। শনিবার কেনিয়া কর্তৃপক্ষ একথা জানায়।

    কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এক শোক বার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিখোঁজ সকল লোক খুঁজে বের করার এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন ।

    কেনিয়ার ইনটেরিয়র এন্ড কোঅর্ডিনেশন বিষয়ক কেবিনেট সেক্রেটারি ফ্রিড ম্যাটেঙ্গি বলেছেন,ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত গ্রামটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

    তিনি জানান, উদ্ধার কার্যক্রম জোরদারে ঘটনাস্থলে সেনা সদস্য এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে।

  • বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ মমতার

    বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ মমতার

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পারস্পরিক স্বার্থে বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।

    তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বাইসাইকেলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গে সাইকেল রফতানির এ সুযোগটি কাজে লাগাতে পারে।’

    আজ কলকাতার তাজবেঙ্গল হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যকার বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

    বৈঠকে মমতা এ বিষয়ে দু’টি প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা যৌথভাবে পশ্চিমবঙ্গে বাই সাইকেলের কারখানা স্থাপন করতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর সরকার এ ব্যাপারে জমি বরাদ্দ দেবে।

    মমতা বলেন, দ্বিতীয়ত বাংলাদেশের বিনিয়োগকারীরা এ ধরনের কারখানা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে স্থাপন করতে পারে। এতে পরিবহন খরচ অনেকটাই কমে যাবে।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পকারখানার ওপর সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

    মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সমাজকল্যাণমূলক কর্মসূচির সম্পকে অবহিত করেন। তিনি উল্লেখ করেন, ভারতের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ সর্বোচ্চ ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা ব্যানার্জিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিষয়ে অবহিত করেন। তিনি দেশে শিক্ষা খাতের উন্নয়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

    মোমেন বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখার জন্য কলকাতা সফরে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং ঢাকায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এ সময় উপস্থিত ছিলেন।

  • প্রেসিডেন্ট হয়ে ছোট ভাই প্রধানমন্ত্রী করলেন বড় ভাইকে

    প্রেসিডেন্ট হয়ে ছোট ভাই প্রধানমন্ত্রী করলেন বড় ভাইকে

    শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। সদ্য নির্বাচিত দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বুধবার প্রধানমন্ত্রী হিসেবে বড় ভাই মাহিন্দা রাজাপাকসের নাম ঘোষণা করেন।

    সরকারের মুখপাত্র বিজয়ানন্দ হেরাত জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন মাহিন্দা রাজাপাকসে।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী এপ্রিলে পার্লামেন্ট নির্বাচন হতে পারে শ্রীলঙ্কায়। এর আগ পর্যন্ত সরকার পরিচালনার জন্য অন্তর্বর্তী মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট গোতাবায়া। আর সেই মন্ত্রিসভার প্রধান হবেন তার ভাই মাহিন্দা।

    উল্লেখ্য, গত শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক প্রেসিডেন্ট রানা সিংহ প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমাদাসাকে বিপুল ভোটে পরাজিত করেন গোতাবায়া।

    এক দশক আগে তামিলদের সঙ্গে গৃহযুদ্ধ অবসানের কৃতিত্ব দেওয়া হয় দুই ভাই মাহিন্দা-গোতাবায়াকে। ওই সময় প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা আর প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ছোট ভাই গোতাবায়া।