Category: গণমাধ্যম

  • ৯৫ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার প্রতিবেদন

    ৯৫ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার প্রতিবেদন

    সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৯৫ বারের মতো পিছিয়েছে। এবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ মার্চ দিন ঠিক করেছেন আদালত।

    আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ঠিক করেন।

    ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

    প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

    দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে দেওয়া হয়।

  • বর্ণাঢ্য আয়োজনে রাউজান প্রেসক্লাবের অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

    বর্ণাঢ্য আয়োজনে রাউজান প্রেসক্লাবের অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, ‘বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজকে ধ্বংস করে, সমাজকে কলঙ্কিত করে এমন সংবাদ পরিবেশন না করা ভালো।

    তিনি আরও বলেন, দেশ একটি, উপজেলা একটি, প্রেসক্লাবও থাকবে একটি। প্রকৃত সাংবাদিকদেও সংগঠনের বাইরে যাতে কোনো ভূইফুর প্রেসক্লাব বা তথাকথিত সাংবাদিক না থাকে সেজন্য প্রকৃত সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

    মঙ্গলবার রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক, বার্ষিক বনভোজন উপলক্ষে নব-নির্বাচিত কার্যকরি কমিটির শপথগ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রদীপ শীল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও আবদুস সামাদ সিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, এসিল্যান্ড রিদোয়ানুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি কাজী মো. ইকবাল, ইরফান আহমেদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সাংবাদিক মহসিন কাজী, প্রণব বড়ুয়া অর্ণব, ড. বড়ুস আচার্য্য বলাই।

    বৈধপথে রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতি স্বরূপ সিআইপি নির্বাচিত হওয়ায় ইয়াছিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ, রাউজান থানার সেকেন্ড অফিসার অজয়দ দেব শীল, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সরোয়ার্দী সিকদার, লায়ন সাহাবুদ্দিন আরিফ,সৈয়দ আবদুল জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, বাবুল মিয়া, ভুপেষ বড়ুয়া, রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, রবীন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, আ.লীগ নেতা শফিউল আলম, সংগঠক মহিউদ্দিন ইমন, অরুন মহাজান, আলমগীর কবির, মাহাবুবুল আলম, সাংবাদিক শিবলী আল সাদিক, আকাশ আহমেদ, রফিকুল ইসলাম তালুকদার, আবদুল লতিফ, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মামুন, আক্কাস উদ্দিন মানিক, সাদিকুজ্জামান শফি, মোরশেদ আলম।

    সাংস্কৃতিক অনুষ্ঠানে রাউজান প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক যীশু সেনের পরিচালনায় বর্ণাঢ্য মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ সবচেয়ে রিয়েলিটি শো আরটিভি টফি স্টার সার্চের চ্যাম্পিয়ন জনপ্রিয় কণ্ঠশিল্পী মহিমা দেব ত্রয়ী। বাংলাদেশ টিভি ও বেতার শিল্পী মহৎ দেব আপন। অনুষ্ঠানে আলাচনা সভা, সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে সারাদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রাউজান প্রেসক্লাবের শুভ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

    চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

    চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

    মঙ্গলবার (০৩ জানুয়ারি) নতুন ও বিদায়ী কমিটির যৌথ সভায় নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

    বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন মো. রেজা, বিদায়ী সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

    এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহসভাপতি ও বিদায়ী কার্যকরী সদস্য মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক ও বিদায়ী কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, বিদায়ী যুগ্ম সম্পাদকনজরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহেল, বিদায়ী ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, বিদায়ী গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, বিদায়ী সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক এবং নবনির্বাচিত কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক ও মনজুরুল আলম মনজু।

    সভায় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের পাশাপাশি প্রেস ক্লাবের বিদায়ী ও নতুন নেতারা ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

  • চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সভাপতি রেজা, সম্পাদক দেবদুলাল

    চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সভাপতি রেজা, সম্পাদক দেবদুলাল

    চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন মো. রেজা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক।

    শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। রাতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং প্রেস ক্লাবের নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

    নেতৃত্বে যারা এলেন—
    সভাপতি পদে ৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার। তিনি পেয়েছেন ৯৩ ভোট।

    এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৩৬ ভোট এবং প্রতিদিনের সংবাদের ডেপুটি এডিটর ও ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর পেয়েছেন ৩০ ভোট।

    সিনিয়র-সহ সভাপতি পদে ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন চ্যানেল আইয়ের বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজাদীর খোরশেদ আলম পেয়েছেন ৭৫ ভোট।

    সহ-সভাপতি পদে ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন এটিএন বাংলার ডেপুটি ব্যুরো প্রধান মনজুর কাদের মনজু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সুপ্রভাতের স ম ইব্রাহীম পেয়েছেন ৬৮ ভোট। এছাড়া দৈনিক সংবাদের নিরুপম দাশগুপ্ত পেয়েছেন ৪৩ ভোট।

    সাধারণ সম্পাদক পদে ৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সহ-সম্পাদক দেবদুলাল ভৌমিক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির ব্যুরো প্রধান মহসীন চৌধুরী পেয়েছেন ৭১ ভোট। এছাড়া দৈনিক আজাদীর নজরুল ইসলাম পেয়েছে ৬৩ ভোট এবং মহসীন কাজী পেয়েছেন ৪২ ভোট।

    যুগ্ম সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিডিনিউজের ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী পেয়েছেন ১০০ ভোট।

    অর্থ সম্পাদক পদে ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বদেশ২৪.কমের যুগ্ম সম্পাদক রাশেদ মাহমুদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুম বাংলার ফারুক তাহের পেয়েছেন ৯৪ ভোট। এছাড়া তাপস বড়ুয়া রুমু পেয়েছেন ৩৩ ভোট।

    সাংস্কৃতিক সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র সহ সম্পাদক নাসির উদ্দিন হায়দার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম চক্রবর্তী পেয়েছেন ১০২ ভোট।

    ক্রীড়া সম্পাদক পদে ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র আলোকচিত্রী সোহেল সরওয়ার। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারুক ৫৯ ভোট পেয়েছেন।

    গ্রন্থাগার সম্পাদক পদে ৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদিনের সংবাদের মো. শহীদুল ইসলাম পেয়েছেন ৭১ ভোট। এছাড়া দৈনিক আজাদীর মোরশেদ তালুকদার ৬১ ভোট এবং পূর্বকোণের শওকত ওসমান পেয়েছেন ৩২ ভোট।

    সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র রিপোর্টার আল রাহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্বদেশের স্টাফ রিপোর্টার রাহুল দাশ নয়ন পেয়েছেন ৬৩ ভোট।

    প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক দিনের খবরের বিশেষ প্রতিনিধি খোরশেদুল আলম শামীম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমাদের নতুন সময়ের আলীউর রহমান পেয়েছেন ৬১ ভোট।

    এছাড়া কার্যকরী সদস্য পদের ৪টি পদের বিপরীতে লড়েছেন ৭ জন। তাঁদের মধ্যে জসীম চৌধুরী সবুজ ১৭২ ভোট, মোয়াজ্জেমুল হক ১৫২ ভোট, আইয়ুব আলী ১২৫ ভোট এবং মনজুরুল আলম মঞ্জু ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    আবসার মাহফুজ ১০৬ ভোট, রতন কান্তি দেবাশীষ ৭৩ ভোট, স্বপন মল্লিক ৬৬ ভোট পেয়েছেন।

    প্রথম আলোর ওমর কায়সারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন মো. নিযাম উদ্দিন, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, জাকির হোসেন লুলু ও শেখর ত্রিপাটি।

  • মিরসরাইয়ের সাংবাদিক আশরাফকে সংঘবদ্ধ অপরাধ চক্রের হত্যার হুমকি

    মিরসরাইয়ের সাংবাদিক আশরাফকে সংঘবদ্ধ অপরাধ চক্রের হত্যার হুমকি

    মিরসরাই প্রতিনিধি: মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ উদ্দিনকে মিরসরাইয়ের সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্যরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপার সাংবাদিক আশরাফ বাদি হয়ে মিরসরাই থানায় ৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৮ জনকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন।

    শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে মিরসরাই থানায় নিরাপত্তা চেয়ে ১৩৮০ নং জিডি নথি ভুক্ত করা হয়।

    সাধারণ ডায়েরীর বর্ণণায় জানা যায়, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ উদ্দিন দীর্ঘ এক যুগ ধরে বিভিন্ন প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে একজন সৎ, নির্ভীক,নির্লোভ সাংবাদিক হিসেবে অত্যান্ত সততা ও নিষ্ঠার সাথে জনসার্থে, সুস্থ সামাজিকতার স্বার্থে, মাদক কারবারী, চুরি, ছিনতাই, ডাকাতি, দূর্ণীতি ও অপরাধ মুক্ত দেশ গঠনে সরকারের সহযোগীতার লক্ষে অত্যান্ত সাহসীকতার সাথে সংবাদ প্রকাশ করে আসছেন। এতে স্থানিয় সন্ত্রাসী, মাদক কারবারী, মোটরসাইকেল চোর মেহেরাজ চৌধুরী অনি সহ তার আন্তজেলা অপরাধ চক্রের অপরাধ প্রবণতা মারাত্মক ভাবে বাধা সৃষ্টি হয়েছে ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারীতে রয়েছে। যার ফলে মেহেরাজ অনি জামিনে এসে ক্ষিপ্ত হয়ে গত ১৭ ডিসেম্বর রাত ৯টার সময় মিরসরাই সদর জাহেদ ফার্মীসির সামনে সাংবাদিক আশরাফকে একা পেয়ে মেহেরাজ চৌধুরী অনি ও তার চক্রের রিয়াজ, সোহেল, মেহরাজ সহ ৮ জন চড়াও হয়ে মার মুখি আচরণ করে ও বিভিন্ন ভাবে হুমকিদেয়।

    এসময় সন্ত্রাসীরা বলে সাংবাদিক আশরাফ বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে তারা সবাই জোট বদ্ধ হয়েছে। সকল অপরাধীরা একে অপরারে সাথে যোগাযোগ করে তাকে উচিৎ শিক্ষা দিবে। এছাড়া গত ৩০ ডিসেম্বর পর্যন্ত ভিবিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, বানোয়াট, বিভ্রতকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে সামাজিক ভাবে সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে।

    সন্ত্রাসীরা সাংবাদিক আশরাফকে সতর্ক করে বলে সময় থাকতে যেন সাবধান হয়ে যায় এবং আর কোন অপরাধের বিরুদ্ধে যেন সংবাদ প্রকাশ না করে। এর পরও সন্ত্রাসী মেহেরাজ অনী বা অন্য কারো বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করলে তাদের মাথায় রক্ত উঠে গেলে যে কোন অঘটন ঘটিয়ে ফেলতে পারে এমনকি জানে মেরে ফেলার ভয়ও দেখায়। এসময় জাহেদ ফার্মীসির দুই কর্মচারী কৌতুহলী হয়ে এগিয়ে আসতে চাইলে তাদেরওে ধমক দিয়ে সরিয়ে দেয়।

    এমতাবস্থায় সাংবাদিক আশরাফ বলেন “আমি রাস্তায় চলাচল করার সময় চোরা গুপ্তা হামলার আশঙ্কা করছি। তাই নিরাপত্তার তাগিদে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী করে তদন্ত পূর্বক উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি। ” এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তকর ও মিথ্যা মানহানিকর তথ্য ছড়িয়ে সম্মান ক্ষুন্ন কারার চেষ্টায়ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি।

    এব্যাপারে মিরসরাই প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা প্রকাশ করে অরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা গ্রহনে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, মেহেরাজ অনি একজন চিহ্নীত মোটরসাইকেল চোর এছাড়া সে মাদক ব্যাবসায়, মহাড়সকে চুরি,ছিনতাই সহ ভিবিন্ন অপকর্ম করে আসছে। সাংবাদিক আশরাফ কে হুমকি ও হেনস্থায় ঘটনায় সাধারন ডায়েরী নথি ভুক্ত করা হয়েছে। সন্ত্রাসী মেহেরাজ চৌধুরী অনী সহ তার চক্রের সদস্যদের গ্রেপ্তাররের চেষ্টা চলমান আছে।

  • রাজধানীতে নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

    রাজধানীতে নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

    রাজধানীর মগবাজারে একটি বাসা থেকে শবনম শারমিন (২৮) নামে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। শবনম শারমিন অনলাইন গণমাধ্যম দ্য রিপোর্ট লাইভে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর জেলায়।

    হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আহমেদ বলেন, আমরা বিকেল সাড়ে ৫টায় খবর পেয়ে বড় মগবাজারের ৩০৮ নম্বর বাসার পাঁচতলার একটি রুম থেকে দরজা ভেঙে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচদিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আশপাশের লোকজন দুর্গন্ধ পেলে পুলিশকে খবর দেয়। মরদেহটি পচে গেছে।

    তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে ওই বাসা ভাড়া নেন শারমিন। এ ঘটনায় স্বামী সাইদুল পলাতক রয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • সাংবাদিক আজাদের উপর হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম সিইউজের

    সাংবাদিক আজাদের উপর হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম সিইউজের

    রাঙ্গুনিয়ায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর সাংবাদিক আবু আজাদের ওপর হামলার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ থেকে প্রধান আসামি ইসলামপুর ইউনিয়ন পরিষদ সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ জড়িত অন্যদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা। মধ্যে আসামীরা গ্রেফতার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দেন তাঁরা।

    সিইউজে’র যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে’র সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজে’র নির্বাহী সদস্য আজহার মাহমুদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ব্যুরো প্রধান শামসুদ্দীন ইলিয়াস।

    সমাবেশে উপস্থিত ছিলেন সিইউজে’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সাবেক যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক মো. মহরম হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের ও এসএম ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব ও ইফতেখার ফয়সাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সুপ্রভাত ইউনিট প্রধান স ম ইব্রাহিম, প্রতিনিধি ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সোহেল সরওয়ার।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিউর রহমান, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মহসীন চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক তাপস বড়ুয়া রুমু, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ, সিইউজে’র সদস্য কুতুব উদ্দিন চৌধুরী সহিদুল ইসলাম সহিদ, আল রাহমান, সুবল বড়ৃয়া, রাহল কান্তি দাশ, ওমর ফারুক, হুমায়ুন মাসুদ, অনুপম শীল, চম্পক চক্রবর্তী, কাঁকন দাশ, নয়ন চক্রবর্তী, ইফতেখার মারুফ, ইকবাল হোসেন, সনজীব দে বাবু, মিজানুর রহমান ইউসুফ, নুর মোহাম্মদ রুবেল, সুজন আচার্য্য, কমল দাশ, বাচ্চু বড়ুয়া, এমএ হান্নান কাজল, এমরাউল কায়েস মিঠু ।

    রোববার সকালে রাঙ্গুনিয়ায় অবৈধ ইট ভাটার ছবি তোলায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ ৫-৬ জন পিস্তল ঠেকিয়ে সাংবাদিক আবু আজাদকে মারধর করে। অস্ত্রের মুখে মোহন ওই সাংবাদিককে গাড়িতে তুলে স্থানীয় মঘাছড়ি বাজারে নিয়েও কয়েক দফা পেটায়। এরপর তার কার্যালয়ে বেঁধে রেখে নির্যাতন করে। তার মোবাইল ফোন ভেঙে ফেলে এবং মানিব্যাগ ও আইডি কার্ড- সব কেড়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। মারধরের এক পর্যায়ে মোহনের মোবাইল ফোন দিয়ে আবু আজাদের সঙ্গে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী সঙ্গে ফোনে কথাও বলে। এরপর ওই সাংবাদিকের পকেটে মোহন নিজের ভিজিটিং কার্ড ঢুকিয়ে দিয়ে ক্ষমতা থাকলে কিছু করতে বলে হুমকিও দেয়।

    সোমবার সন্ধ্যায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন, চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, ইট ভাটার ম্যানেজার কামরান, মোহনের সহযোগী কাঞ্চন তুড়ির নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক আবু আজাদ।

  • দৈনিক সময়ের কাগজের প্রীতি সম্মেলন সম্পন্ন

    দৈনিক সময়ের কাগজের প্রীতি সম্মেলন সম্পন্ন

    দৈনিক সময়ের কাগজের প্রতিষ্ঠার গৌরবময় ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আজ শনিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের এশিয়ান এস আর হোটেলের ব্যঙ্কুইট হলে দুই পর্বের জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দুই পর্বেই সভাপতিত্ব করেন করেন পত্রিকাটির চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশেষ প্রতিনিধি মাকসুদ আহম্মদ।

    অনুষ্ঠানের প্রথম পর্বে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দৈনিক সময়ের কাগজের সম্পাদক আবু বকর সিদ্দীক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু, উপদেষ্টা সম্পাদক আসাদুজ্জামান মিল্টন, উপদেষ্টা সম্পাদক সৈনিক আহমেদ, উপদেষ্টা সম্পাদক আহসান হাবিব।

    সকাল ১১টায় কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, চট্টগ্রাম অফিসের একাউন্টস অফিসার শেখ আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার এম জাবেদুর রহমান, স্টাফ রিপোর্টার মঞ্জুর মোর্শেদ রনি সহ চট্টগ্রাম বিভাগীয় অফিসের সকল প্রতিনিধিগণ।

    এছাড়া বক্তব্য রাখেন রাজবাড়ী স্থানীয় সম্পাদক শহীদুল ইসলাম, সিনিয়র সহ-সম্পাদক খন্দকার সোহেল টানু সহ প্রমুখ।

    এরপর সময়ের কাগজের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিদের শুভেচ্ছা ক্রেস্ট, সেরা প্রতিনিধি ক্রেস্ট ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    দুপুর ২টায় মধ্যাহ্ন বিরতীর পর বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান গণমাধ্যমের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় উদ্বোধক ছিলেন দৈনিক দেশ রূপান্তর এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবাল, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, প্রধান আলোচক ছিলেন সময়ের কাগজের সম্পাদক আবু বকর সিদ্দীক, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দৈনিক সংবাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান নিরুপম দাশগুপ্ত, দৈনিক সংবাদ সারাবেলা চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ রুবেল খান ও রেনেস্কো সুয়েটার লিমিটেডের পরিচালক মোহাম্মদ মুছা।

    এরপর দৈনিক সময়ের কাগজের লোগো খচিত বিশেষ কেক কেটে ১৬ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান ফেরদৌস, পাঠক নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, দৈনিক নয়া দিগন্তের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক, ২৪ ঘণ্টা ডট নিউজের নির্বাহী সম্পাদক রাজীব সেন প্রিন্স, দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টু, দৈনিক নয়া শতাব্দীর চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, গণকণ্ঠের সম্পাদক আবু হেনা খোকন, রঙধনু ঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ ইকবাল, আইটি বিশেষজ্ঞ নুরুল ইসলাম টিটু, গণকণ্ঠের স্টাফ রিপোর্টার শেখ মুন্না সহ চট্টগ্রামের বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

    ২৪ঘণ্টা/জেআর

  • উৎসবমুখর পরিবেশে রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

    উৎসবমুখর পরিবেশে রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

    রাউজান প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাউজান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

    মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের সদস্যরা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন প্রেস ক্লাবে বসে উপভোগ করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন রাউজান থানা পুলিশ।

    এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শফিউল আলম (সমকাল)। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রদীপ শীল ও সদস্য সচিব কামরুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, সাংবাদিক এম কামাল উদ্দিন, দৈনিক আজাদী ফটিকছড়ি প্রতিনিধি সোলাইমান আকাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাউজান থানার উপপরিদর্শক হুমায়ন কবির, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, যুবলীগ নেতা তপন দে, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ, ইমরান হোসেন পিন্টু, নাছির উদ্দিন, ব্যবসায়ী মো. আজাদ চৌধুরী।

    এই নির্বাচনে কলম মার্কা নিয়ে সিনিয়র সহ-সভাপতি পদে ভোটে নির্বাচিত হয়েছেন নেজাম উদ্দিন রানা (সময়ের কাগজ/গ্লোবাল টেলিভিশন), সাধারণ সম্পাদক পদে টিয়াপাখি মার্কা নিয়ে ভোটে নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান (আমাদের সময়), সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহেদুর রহমান মোরশেদ (সময়ের আলো), এম রমজান আলী (ভোরের কাগজ), জিয়াউর রহমান (প্রিয়কাগজ) যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন (আমাদের কণ্ঠ), দপ্তর সম্পাদক আমির হামজা (সকালের সময়) অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (আমাদের নতুন সময়), মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়ুয়া (বাংলাদেশ সমাচার), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ (দৈনিক অধিকার), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন (ইনফো বাংলা)।

    এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রায়হান, রতন বড়ুয়া, সোহেল।

  • সাংবাদিক নজরুল ইসলামের মায়ের ইন্তেকাল

    সাংবাদিক নজরুল ইসলামের মায়ের ইন্তেকাল

    দ্য নিউ নেশান পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান নজরুল ইসলামের মাতা সুফিয়া বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    শনিবার (৩ ডিসেম্বর) বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    মৃত্যুকালে তিনি তিন পুএ ও তিন কন্যা সন্তানসত অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    সাংবাদিক নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ২৪ঘণ্টা ডট নিউজ পরিবার।

    তারা মরহুমার আত্মার মাফফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

     

  • মানহানির মামলা থেকে খালাস পেলেন পাঠক নিউজ সম্পাদকসহ ৪ জন

    মানহানির মামলা থেকে খালাস পেলেন পাঠক নিউজ সম্পাদকসহ ৪ জন

    মানহানীর একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজ সম্পাদক ও সংবাদ সংস্থা ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পীসহ ৪ জন।

    শশুর বাড়ীতে নির্যাতনের শিকার এক গৃহবধুর পক্ষে পাঠক ডট নিউজসহ অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের জেরে সীতাকুণ্ডের নূরুল আলমের দায়েরকৃত মানহানির মামলাটি (সিআর-৪৯৪/২০২০) আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে খারিজ করে দিয়ে মামলা থেকে ৪ জনকে আব্যাহতি দেন চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ১ম এর বিচারক বেগম জিহান সানজিদা।

    সাংবাদিকদের পক্ষে মামলা পরিচালনাকারী মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, মামলাটি মূলত সাংবাদিকদের হয়রানী করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল। যে অভিযোগে মামলা করা হয়েছে সে সোতাবেক আইনের ধারা অনুসরণ করা হয়নি। আমরা বিজ্ঞ আদালতেবে তা বুঝাতে সক্ষম হয়েছি। আদালত আমাদের আবেদন আমলে নিয়ে মামলাটি খালাস করে দেন। তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বা আইনী ব্যবস্থা নেয়ার জন্য সরকারে প্রেস কাউন্সিল রয়েছে। মানুষ প্রেস কাউন্সিলে অভিযোগ না করে শুধুমাত্র হয়রানী করার জন্য সিভিল আদালতে মামলা করে। এটি একটি খারাপ নজির।

    খালাস পাওয়া অন্যরা হলেন- ‘উইমেন ভয়েস বিডি ডট কম এর সম্পাদক সৈয়দা সাজিয়া আরফিন ও সাংবাদিক সৈয়দা ফাতেমাতুজ জোহরা ও নির্যাতিতা গৃহবধূ ফারজানা আক্তার।

    মামলার বিবরণে জানা যায়, সীতাকুণ্ড সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাটের পূর্ব বাঁকখালীর নূরুল আলমের পুত্রবধূ প্রবাসী আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার (৩০) এর উপর তার শশুর নূরুল আলম ও দুই দেবর নূরুল আকবর ও মো. দিদারুল আলমর নির্যাতনের ঘটনা নিয়ে ২০২০ সালের ১৭ ডিসেম্বর পাঠক ডট নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রবাসী আনোয়ার কর্তৃক তার স্ত্রীর উপর পিতা ও ভাইদের নির্যাতনের বর্ণনা দিয়ে বাংলাদেশ দূতাবাস ও পুলিশ প্রশাসন দেয়া অভিযোগের ভিক্তিতে উক্ত প্রতিবেদন প্রকাশিত হয়।

    এ প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পীসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগ করেন নির্যাতনের শিকার ফারজানার শশুর মো. নূরুল আলম।পরে আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন। গত ১৭ জুলাই-২০২১ ইং পিবিআইর তদন্ত কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

    সাংবাদিকদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন, এডভোকেট এ, এম জিয়া হাবীব আহসান, এডভোকেট এ এই এম জসিম উদ্দিন, এডভোকেট এম হাসান আলী, এডভোকেট মো. বদরুল হাসান, এডভোকেট জিয়া উদ্দিন আরমানসহ অসংখ্য আইনজীবি।

  • সাংবাদিক মাহাবুব রশীদ এর মায়ের ইন্তেকাল

    সাংবাদিক মাহাবুব রশীদ এর মায়ের ইন্তেকাল

    দৈনিক দিনকাল চট্টগ্রাম অফিসের সাবেক ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক মাহবুব রশীদ এর আম্মা শামসুন্নাহার ইন্তেকাল করেছেন।

    আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সোয়া তিনটায় রাজধানীর পান্থ পথের নিজ বাসায় তিনি মারা যান।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন নাতী নাতনী ও শুভানুধায়ী রেখে যান।

    সাংবাদিক মাহবুব রশীদ তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ও বার্থক্যজনিত কারণে আমার মা ইন্তেকাল করেছেন।

    আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাঠালী গ্রামে এবাদুল্লাহ মুন্সির বাড়িতে নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিনিয়র সদস্য সাংবাদিক মাহবুব রশীদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমইউজের সভাপতি মোঃ শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান।

    এক বিবৃতিতে নেতৃবৃন্দ মোসাম্মদ শামসুন্নাহার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।