Category: ময়মনসিংহ

  • ময়মনসিংহে বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৪

    ময়মনসিংহে বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৪

    ময়মনসিংহ নগরীতে বিলবোর্ডে বাসের ধাক্কায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

    সোমবার (৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

    শাহ কামাল আকন্দ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহের দিকে আসছিল। পথে শিকারিকান্দা এলাকায় আসতেই একটি ট্রাককে সাইড দিতে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিলবোর্ডে ধাক্কা দিলে বিলবোর্ড ভেঙে বাসের ওপরে পড়ে। এতে ওই বাসের চালকসহ চারজন মারা গেছেন।

    এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, এই পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন। বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

  • দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল ৫ গার্মেন্টস কর্মীর

    দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল ৫ গার্মেন্টস কর্মীর

    ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

    বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়।

    ত্রিশাল থানার এসআই মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

    নিহতরা হলেন- চুরখাই জামতলীর সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেঁতুলিয়া পাড়ার আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০), নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (২৮)। এ ছাড়া আরও একজন মৃত ব্যক্তির তথ্য পাওয়া জায়নি এবং অপর আরেকজন হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

    ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই কর্মস্থলে যাচ্ছিলেন।

    ত্রিশাল থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

     

  • মাইক্রোবাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

    মাইক্রোবাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাইক্রোবাস উল্টে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও পাঁচজন।

    রোববার (১২ মার্চ) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মাইক্রোবাস ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাঙামাটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে গাড়িতে আগুন ধরে চারজন মারা যান। আহত হন আরও পাঁচজন।

    ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

  • ময়মনসিংহ আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ : ওবায়দুল কাদের

    ময়মনসিংহ আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ : ওবায়দুল কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, আজকে কী দেখলাম? লোকে বলে ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ। এই ভরা রৌদে বঙ্গবন্ধু কন্যাকে একজনর দেখার জন্য অগণিত মানুষ এখানে ছুটে এসেছেন।

    শনিবার (১১ মার্চ) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের ময়মনসিংহের বিভাগীয় জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে বিভাগীয় জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

    ওবায়দুল কাদের বলেন, আজকে আবারও প্রমাণিত হলো, এই ময়মনসিংহ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি। ময়মনসিংহের গ্রামগুলো শহর হয়ে গেছে। ঘরে ঘরে বিদ্যুৎ। একসঙ্গে ৭৩টি প্রকল্পের উদ্বোধন, শুনেছেন কখনও? আপনারা ভোট দিয়েছেন বলেই এত উন্নয়ন হচ্ছে।

    এ সময় জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, মির্জা আজম, সদস্য মারুফা আখতার পপি, সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তসহ অন্য নেতারা।

  • চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

    চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

    ময়মনসিংহের বলাশপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    রোববার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

    ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক মেহেদী হাসান সময় সংবাদকে জানান, ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর এবং ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

    তিনি আরও জানান, এরই মধ্যে লোকোশেডের উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করেছে। তবে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

  • ৪ মাস নিখোঁজ থাকা শিশু উদ্ধার

    ৪ মাস নিখোঁজ থাকা শিশু উদ্ধার

    প্রতিবেদক :
    গত ৩০ তারিখ আনুমানিক সকাল ৬ টার সময় নিজ বাড়ি হইতে মাদ্রাসা যাওয়ার কথা বলে নিখোঁজ হয়ে যায়।শিশুটির নাম আব্দুর রহমান। বয়স ১৪(চৌদ্দ) বছর। তার পিতার নাম মোঃ আব্দুর কাদির, মাতার নাম নুরেজা খাতুন। বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার খরিশাউর ইউনিয়নের বহেরাকান্দা গ্রামে।
    সে পূর্বধলা থানাধীন ইচুলিয়া হাফেজী মাদ্রাসায় পড়াশুনা করিত। তাহার সন্ধানের জন্য তাহার পরিবার অনেক খোঁজাখোঁজীসহ গ্রামের কবিরাজী ও তথাকথিত বিভিন্ন ঝার-ফোঁক করিয়া ব্যর্থ হয়। পরে গত ২৭ তারিখ তাহার বাবা মোঃ আব্দুর কাদির পূর্বধলা থানায় হাজির হইয়া একটি নিখোঁজ ডায়েরী করেন। পরবর্তীতে উক্ত বিষয় সংক্রান্তে জনাব মোঃ আকবর আলী মুন্সী, পুলিশ সুপার, নেত্রকোনা জেলা এর সার্বিক তত্ত্বাবধানে, জনাবা মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর নির্দেশনায় ও জনাব মুহাম্মদ শিবিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, পূর্বধলা থানা এর সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা টিম ডিএমপির পল্টন মডেল থানার সহযোগীতায় উক্ত নিখোঁজ শিশুকে ঢাকা ফকিরাপুল এলাকা হইতে উদ্ধার করে। পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পড়াশুনা করতে ভাল লাগে না বলে সে সেচ্ছায় বাড়ি ছেড়ে ঢাকা চলে যায়।
    ২৪ঘণ্টা /রাসেল
  • বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী আইসিইউ’তে ; দোয়া চাইলেন সন্তান নাসের খান চৌধুরী

    বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী আইসিইউ’তে ; দোয়া চাইলেন সন্তান নাসের খান চৌধুরী

    ডেস্ক নিউজ :

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক, নান্দাইল উপজেলা বিএনপি’র সভাপতি, ময়মনসিংহ- ৮ (ঈশ্বরগঞ্জ) ও ময়মনসিংহ – ৯ (নান্দাইল) থেকে ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী গত ৮ ই জুলাই থেকে হৃদরোগ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    নান্দাইল উপজেলা বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে খুররম খান চৌধুরীর একমাত্র ছেলে নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাসের খান চৌধুরী বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার রোগমুক্তি কামনায় দেশবাসী তথা নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

    ২৪ঘণ্টা/রানা

  • বাইডেন প্রশাসনে নান্দাইলের জাইন, গ্রামে আনন্দের বন্যা

    বাইডেন প্রশাসনে নান্দাইলের জাইন, গ্রামে আনন্দের বন্যা

    যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস প্রশাসনের ডেপুটি চিফ অব স্টাফ কার্যালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি যুবক নান্দাইলের জাইন সিদ্দিকী।

    বাংলাদেশ-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রে মার্কিন প্রশাসনের উচ্চস্থ পদে এর আগে আর কোনো বাংলাদেশি নিয়োগ পাননি।

    জাইন সিদ্দিকীর পৈতৃক বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে।

    এদিকে যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে ৩০ বছর বয়সী জাইন সিদ্দিকী নিয়োগ পাওয়ায় তার নিজ গ্রামের বাড়িতে আনন্দের বন্যা বইছে।

    বিষয়টি জানাজানি হওয়ার পর দূর-দূরান্ত থেকে আত্মীয়স্বজন ছুটে আসছেন জাইনের গ্রামের বাড়িতে।

    জানা যায়, গত বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে কয়েকজনের নাম ঘোষণা করেন; এ কারণে তার নিজ গ্রামের বাড়িতে আনন্দের বন্যা বইছে। তার জন্য শুভ কামনা জানিয়ে গ্রামের মসজিদ, মাদ্রাসায় দোয়া মাহফিলসহ মিষ্টি বিতরণ করা হয়েছে।

    সবাই বলছেন, জাইন সিদ্দিকী শুধু নান্দাইলের নন, ময়মনসিংহের গর্ব, দেশের গর্ব তথা বাংলাদেশের গর্ব।

    জাইন সিদ্দিকীর বাবার নাম মোস্তাক আহম্মেদ সিদ্দিকী ওরফে মামুন ও মাতা হেলেনা সিদ্দিকী তারা দুজনই চিকিৎসক দম্পতি। ওই দম্পতির একমাত্র ছেলে জাইন সিদ্দিকী।

    প্রায় ৩৩ বছর আগে তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই নাগরিকত্ব পেয়ে বসবাস করছেন তারা। সেখানেই জন্ম হয় জাইনের। তার দাদা আবু বক্কর সিদ্দিকী মারা যাওয়ায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন তার দাদি মাজেদা আক্তারও।

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেড়ে ওঠেন জাইন সিদ্দিকী। প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ল স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা জাইন বর্তমানে বাইডেন-কমলা ট্রানজিশন টিমে অভ্যন্তরীণ ও অর্থনৈতিক টিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছর কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেনশিয়াল বিতর্কের প্রস্তুতি টিমের সদস্য ছিলেন।

    এর আগে তিনি বেটো ও’রোরকের প্রেসিডেন্সিয়াল প্রচার দলের ডেপুটি পলিসি ডিরেক্টর ছিলেন। তিনি সিনেট ক্যাম্পেইন টিমের সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবেও কাজ করেছেন।

    মার্কিন সুপ্রিমকোর্টের বিচারপতি এলেনা কাগান, ডিসি সার্কিটির আপিল আদালতের বিচারক ডেভিড ট্যাটেল ও ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার বিচারক ডিন প্রেগের সনের অধীনে ল ক্লার্ক হিসেবেও কাজ করেছেন জাইন।

    চার বছর আগে ২০১৬ সালের এপ্রিলে বাবাকে নিয়ে বাংলাদেশের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন জাইন সিদ্দিকী। বর্তমানে গ্রামের বাড়িতে তার পরিবারের কেউ থাকেন না। বাড়িতে থাকেন তার চাচাতো ভাই ও বংশের অন্যরা। তাদের একজন রতন সিদ্দিকী।

    তিনি জানান, জাইনের বাবা টেলিফোন করে ছেলের জো বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার খবর জানিয়েছেন। পদটি কী, তা না বুঝলেও তারা এটা বুঝতে পেরেছেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্টের প্রশাসনে দায়িত্ব পাওয়া অনেক বড় গর্বের, অনেক সম্মানের।

    জাইন সিদ্দিকীর আরেক চাচা বাক্কী মিয়া জানান, চার বছর আগে জাইনকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন মোস্তাক আহম্মেদ সিদ্দিকী। তারা বাড়িতে একদিন ছিলেন। পুরো গ্রাম ঘুরে বেড়িয়েছেন।

    জাইনের তিন চাচি বিমলা, লুৎফুন্নাহার ও হেলেনা খাতুন জানান, শেষবার বাবার সঙ্গে জাইন যখন বাড়িতে আসেন, আধাপাকা টিনশেড ঘরে রাত যাপন করেছেন সাদাসিধাভাবে। খেয়েছেন নিজেদের হাতে রান্না করা বাংলাদেশি খাবার। সেই সঙ্গে বাড়ির পাশের নরসুন্দা নদীতে চড়েছেন নৌকায়।

    জাইনের বাবা মোস্তাক আহম্মেদ সিদ্দিকীকে টেলিফোন করলে তিনি বলেন, হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে জাইন নিয়োগ পেয়েছে তার নিজের যোগ্যতায়। এত বড় একটি পদে তার নিয়োগ পাওয়াটা একজন বাংলাদেশি হিসেবে আমাদের যেমন গর্বের, তেমনি নান্দাইল, ময়মনসিংহ তথা দেশের সব মানুষেরই গর্বের। সবাই তার জন্য দোয়া করবেন, যেন সে তার দায়িত্ব ঠিকমতো পালন করে দেশের সম্মান আরও বাড়াতে পারে।’

    তার এই সাফল্যে নান্দাইল উপজেলার সুশীল সমাজের ব্যক্তিমহল, রাজনৈতিক, নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের পেশাজীবী, সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

  • ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

    ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

    ময়মনসিংহের মুক্তাগাছায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ ৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    শনিবার বিকাল চারটার দিকে মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ – জামালপুর সড়কে মানকোন নামক স্থানে এ ঘটনা ঘটে।

    ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তাগাছার মানকোন নামক স্থানে বিকাল চারটার দিকে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৭ জনের মৃত্যু হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তারা মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। বাসটি জামালপুরের দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসছিল।

    এ ঘটনায় ঘাতক বাসচালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর