Category: রাজশাহী

  • করোনা : রাজশাহী থেকে দূরপাল্লার বাস বন্ধ

    করোনা : রাজশাহী থেকে দূরপাল্লার বাস বন্ধ

    করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়।

    জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, রাজশাহীকে করোনাভাইরাস মুক্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বাস বন্ধ রাখার বিষয়টি বিবেচনায় নেয়ার অনুরোধ করা হয়।

    তাই রাজশাহী থেকে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালীসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। তবে রাজশাহীর আশপাশের জেলাগুলোর সঙ্গে সীমিত সংখ্যায় বাস চলাচল করছে।

    রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, করোনাভাইরাসের প্রভাবে ইতিমধ্যেই মানুষের চলাচল কমে গেছে।

    এতে বাসে যাত্রী কম হচ্ছে। তেলের টাকাও উঠছে না। ভাইরাসের আতঙ্কে বাসের লোকজনও কাজ করতে চাচ্ছে না। যাত্রীদের মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে। এ দুটি বিষয় বিবেচনা করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

    নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। শিরোইল ঢাকা বাস টার্মিনালেও কোনো বাস নেই। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোর সাঁটার নামানো। হঠাৎ করে এভাবে বাস বন্ধ হয়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন যাত্রীরা।

    মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার যে সব বাস এসেছিল সেগুলোও চলে গেছে। এগুলো যেন আর রাজশাহী না আসে সে জন্য বাসের লোকজনকে বলা হয়েছে। কতদিন এভাবে বাস বন্ধ থাকবে সেই সিদ্ধান্ত হবে পরিস্থিতি বিবেচনা করে।

  • পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ কনের মরদেহ উদ্ধার

    পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ কনের মরদেহ উদ্ধার

    রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কনের মরদেহও উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। নিখোঁজ সবাইকে খুঁজে পাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

    নববধূর শোকে কাঁদছেন বর

    শুক্রবার বিকেলে পবা উপজেলার হরিয়ান ইউনিয়ের খানপুর গ্রামে বৌভাতের অনুষ্ঠান শেষে বর-কনেসহ ইঞ্জিনচালিত দু’টি নৌকায় করে ডাঙ্গারহাটে ফিরছিলেন কনেপক্ষের ৪০ জন। সন্ধ্যায় উত্তাল ঢেউয়ে নৌকা দু’টি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন সাঁতরে তীরে ওঠেন।

  • সুযোগ সন্ধানীদের আ’লীগে দরকার নেই : কাদের

    সুযোগ সন্ধানীদের আ’লীগে দরকার নেই : কাদের

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

    ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের রাজশাহী মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগে সুযোগ সন্ধানীদের দরকার নেই’।

    তিনি বলেন, দলের সব শাখা এবং সহযোগী সংগঠন কেবলমাত্র নিবেদিতপ্রাণ কর্মীদের নিয়েই পুনর্গঠন করা হবে। পকেটের-লোকজন নিয়ে কমিটি গঠন করা হলে আওয়ামী লীগ সুযোগ সন্ধানীদের হাতে চলে যাবে। সুতরাং, কোনও পকেট কমিটি গঠন করা হবে না।

    আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য দলকে শক্তিশালী করতে সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

    ওবায়দুল কাদের বলেন, নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের স্বার্থ রক্ষা করতে হবে, কারণ তারাই দলের জীবন রক্ষাকারী। ‘আমরা আওয়ামী লীগে কোন সুযোগসন্ধানী, চাঁদাবাজ, জমি দখলকারী ও মাদক ব্যবসায়ীকে আশ্রয় দিচ্ছি না।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের জন্য নেতা হওয়ার চেয়েও কর্মী হওয়া বেশি জরুরি।

    সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা আর তারেক রহমানের স্কাইপে।

    তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশ সকল উন্নয়ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিস্ময়করভাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।’

    তিনি বলেন, জনগণের কাঙ্খিত পর্যায়ে নিয়ে দেশকে নিয়ে যাওয়ার লক্ষ্যে ক্ষমতার ধারাবাহিকতা একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে। অনেক দেশ দীর্ঘকাল ধরে একক দল দ্বারা পরিচালিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা জনসমর্থন ব্যতীত একদিনের জন্যও ক্ষমতায় থাকতে চাই না।’

    হাছান মাহমুদ বলেন, বিরোধী বিএনপির চেয়েও দলীয় নেতা-কর্মীদের বিরূপ ও অবমাননাকর আচরণ আওয়ামী লীগের জন্য বেশি ক্ষতিকর হবে। তাই এ বিষয়ে দলীয় সব নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।

    আওয়ামী লীগ মহানগর শাখার সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, ড. নুরুল ইসলাম ঠান্ডু ও আক্তার জাহান।

    অন্যান্যের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আবদুল খালেক ও অধ্যাপক সাইদুর রহমান খান, এনামুল হক এমপি, আয়েন উদ্দিন এমপি, অধ্যাপক মনসুর রহমান এমপি, ড. সামিল উদ্দিন আহমেদ এমপি, অ্যাডভোকেট আদিবা আনজুম এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

    এর আগে তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

  • গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা,নিহত ৬

    গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা,নিহত ৬

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা খেয়ে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার সাহাব্দিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, দুপুর ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর এলাকায় আসার পর একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেয়ার পর তিনজন মারা যান।

    বেলা একটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করেছেন। লাশগুলো থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

    একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, দুর্ঘটনার পর হাসপাতালে এক নারী ও এক শিশুর লাশ এসেছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। পরে আরও একজন মারা যান।

    গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, হাসপাতালের লাশের খবর তাদের জানা নেই। তবে তাদের কাছে তিনজনের লাশ আছে। তাৎক্ষণিকভাবে আহত-নিহত কারও পরিচয় জানা যায়নি। তবে প্রাইভেটকারের যাত্রীরা সবাই রাজশাহী শহর থেকে গোদাগাড়ী সদরের দিকে যাচ্ছিলেন।

  • রাজশাহী বারে বিএনপিপন্থী প্যানেলের জয়

    রাজশাহী বারে বিএনপিপন্থী প্যানেলের জয়

    রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপিপন্থী) মনোনীত প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয়লাভ করেছে। আর সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামীপন্থী) ভরাডুবি ঘটেছে।

    সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক-২। তাঁর প্রাপ্ত ভোট ২৭৬। তার প্রতিদ্বন্ধী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আবু বাকার পেয়েছেন ২৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ তৌফিক জাহেদী। তার ভোট ৩০৯। তার প্রতিদ্বন্দ্বী বজলে তৌহিদ আল হাসান বাবলা পেয়েছেন ২৩১ ভোট।

    নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে একেএম মিজানুর রহমান, মাহাবুবুল ইসলাম ও অসিত কুমার স্যানাল, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) পদে আতিকুর রহমান ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) পদে শাজেমান আলী, হিসাব সম্পাদক সেলিম রেজা মাসুম, লাইব্রেরি সম্পাদক রিয়াজ উদ্দিন, সম্পাদক অডিট অজিমুশসান উজ্জ্বল, সম্পাদক প্রেস এন্ড ইফরমেশন হাসিবুল ইসলাম কচি ও সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার রজব আলী।

    নির্বাচিত সদস্যরা হলেন- এরশাদ আলী ঈশা, আফতাবুর রহমান, মোজাম্মেল হক-৩, রাকিবুল ইসলাম রাকিব, সিফাত জেরিন তুলি, সেকেন্দার আলী, আব্দুল বারী, আহসান হাবিব রঞ্জু ও সুমা খাতুন।

    এদের মধ্যে পাঁচজন অসিত কুমার স্যানাল, শাজেমান আলী, হাসিবুল ইসলাম, সুমা খাতুন ও আহসান হাবিব রঞ্জু ছিলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী। বাকিরা সবাই জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী।

    বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাজশাহীর এক নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাত ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬০২ জন। এর মধ্যে ৫৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

  • বোমায় কব্জি হারানো মকবুল  আরএমপির শ্রেষ্ঠ এসআই

    বোমায় কব্জি হারানো মকবুল আরএমপির শ্রেষ্ঠ এসআই

    ২০১৩ সালে রাজশাহী রানিবাজার এলাকায় শিবিরের মিছিল থেকে ছোড়া বোমা ধরে দুই কব্জি হারানো সেই এসআই মকবুল আরএমপি’র শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহী আরএমপি ২০২০ সালে জানুয়ারি মাসের মাসিক অপরাধ সভা ও পুলিশ অফিসারদের পারফরম্যান্স’র উপর ভিত্তি করে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির।

    ৩১ মার্চ ২০১৩ সালে দুই কব্জি উড়ে যাওয়ার পর এসআই মকবুল

    আরএমপি পুলিশ কমিশনার সভার শুরুতেই পারফরম্যান্সের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, শ্রেষ্ঠ উদ্ধারকারী, শ্রেষ্ঠ সিটিএসবি অফিসার, শ্রেষ্ঠ কোর্ট অফিসার এবং বিশেষ পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ করেন।

    এসময় অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, উপ-কমিশনার (সদর) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।

    উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ মার্চ রাজশাহী রানিবাজার এলাকায় শিবিরের বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হাত বোমা ধরে দুই হাতের কব্জি উড়ে যাওয়া সেই পুলিশ অফিসার এসআই মকবুল হোসেন পিপিএম রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২০২০ সালের জানুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কার পেয়েছেন।

    এসআই মকবুল হোসেন পিপিএম বর্তমান কাশিয়াডাঙ্গা থানার সেকেন্ড অফিসার হিসাবে কর্মরত আছেন।

  • শেখ কামাল আইটি সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর

    শেখ কামাল আইটি সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীতে শেখ কামাল আইটি ইনকিউবেটর এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন।

    প্রধানমন্ত্রী সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে নির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেটর এবং প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন।

    দেশের ৬৪টি জেলায় সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্ঞান-ভিত্তিক সমাজ এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করতে এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।

    একই অনুষ্ঠান থেকে শেখ হাসিনা সাতটি জেলা ও ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং ফেনী ১১৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন।

    শতভাগ বিদ্যুতায়নের আওতার সাতটি জেলা হলো- ঢাকা, ফেনী, গোপালগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট এবং মেহেরপুর।

    শতভাগ বিদ্যুতায়নের ২৩টি উপজেলা হলো- বাগেরহাট সদর, ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর, মেহেরপুরের আলমডাঙ্গা, কুমিল্লার দেবীদ্বার এবং মনোহরগঞ্জ, দিনাজপুরের খানসামা, জামালপুরের মাদারগঞ্জ, যশোরের সদর ও মণিরামপুর, খুলনার তেরখাদা, কুষ্টিয়ার মিরপুর, লক্ষ্মীপুরের রায়পুর, মৌলভীবাজারের কমলগঞ্জ ও জুড়ী, নওগাঁর বাদলগাছী ও

    পত্নীতলা, নারায়ণগঞ্জের আড়াইহাজার, নীলফামারীর জলঢাকা, শেরপুরের নকলা ও ঝিনাইগাতী, টাঙ্গাইলের ঘাটাইল, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল এবং সুনামগঞ্জের ছাতক।

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইসিটি বিভাগের সিনিয়র সেক্রেটারি এএনএম জিয়াউল আলম অনুষ্ঠানে শেখ কামাল আইটি ইনকিউবেটর এবং প্রশিক্ষণ কেন্দ্রসহ হাই-টেক পার্কগুলোর উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরেন এবং বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ বিদ্যুৎ খাতের উন্নয়নের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

    রাজশাহী শেখ কামাল আইটি ইনকিউবেটর এবং প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শফিকুল ইসলাম বাসসের রাজশাহী সংবাদদাতাকে জানান, ৭২ হাজার বর্গফুটের এই আইটি ইনকিউবেটর কেন্দ্রে বহুমুখী প্রশিক্ষণ, উচ্চমানের স্টার্ট-আপস, বৃষ্টির পানি সংগ্রহ এবং নবায়নযোগ্য জ্বালানির সুবিধা রয়েছে।

    তিনি বলেন, ‘দেশ-বিদেশের বিনিয়োগকারীদের আকর্ষণে এখানে সব ধরনের ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা হয়েছে।’

  • মেসে বান্ধবীকে ধর্ষণ,রাবি ছাত্র রিমান্ডে

    মেসে বান্ধবীকে ধর্ষণ,রাবি ছাত্র রিমান্ডে

    বান্ধবীকে বেড়ানোর কথা বলে ছাত্রাবাসে নিয়ে গিয়ে ধর্ষণের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    আজ সোমবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিম রেজা দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    রিমান্ড মঞ্জুর হওয়া মাহফুজুর রহমান সারদ (২২) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

    মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ‘গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহফুজুর সারদ তার বান্ধবীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কাজলা সাঁকপাড়া এলাকায় তার মেসে এনে জোরপূর্ববক ধর্ষণ করে।’

    এ সময় পূর্বপরিকল্পিতভাবে সারদ তার বন্ধু ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র প্লাবন সরকার, রাফসান, জয়, জীবন এবং বিশালকে দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করায়। ধর্ষণের পরে ওই ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। তাদের দাবিকৃত টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ারও হুমকি দেয়। পরে গভীর রাতে ওই ছাত্রীকে ছেড়ে দেন তারা।

    এদিকে ভুক্তভোগী ওই ছাত্রী গত ২৭ জানুয়ারি নগরীর মতিহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের পরেই মতিহার থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাহফুজুর রহমান সারদ, প্লাবন তালুকদার এবং রাফসানকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছে থেকে ধর্ষণের ভিডিওসহ মোবাইল উদ্ধার করা হয়।

    এ ছাড়া, গত শুক্রবার রাতে রাবি ছাত্রী ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত সারদের দুই বন্ধু মতিহার কাজলা এলাকার জীবন (২৫) ও জয়কে (২২) গ্রেপ্তার করা হয়। পরে জীবনের কাছ থেকে ধর্ষণের ভিডিও উদ্ধার করে পুলিশ।

    মাহফুজুর সারদের কথায় ধর্ষণের ভিডিও রেকর্ড করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে জীবন।

    ওসি আরো বলেন, সারদকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এ ছাড়া বিশাল নামের একজন পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • বিএনপি’র আচরণ ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’র মতো : তথ্যমন্ত্রী

    বিএনপি’র আচরণ ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’র মতো : তথ্যমন্ত্রী

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র আচরণ এখন ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’র মতো।

    তিনি বলেন, ‘বিএনপি সবসময় প্রযুক্তিকে ভয় পায়, আর যখনই নির্বাচনে হেরে যায় তখন তাদের আচরণ ‘নাচতে না জানলে উঠান বাঁকা’র মতো। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে তাদের অভিযোগও সেরকম ।’

    হাছান মাহমুদ আজ দুপুরে রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

    তথ্যমন্ত্রী বিএনপিকে এধরণের আজগুবি অভিযোগ উপস্থাপন না করে বাস্তবতাকে মেনে নেয়ার আহবান জানিয়ে বলেন, আপনাদের নেতাকর্মীরা কেন আপনাদের কাছ থেকে সরে গেছেন এবং তার কেন ভোটের দিন মাঠে ছিল না সেই বিশ্লেষণ করুন। তাহলে আপনাদের দল উপকৃত হবে।

    তিনি বলেন, ঢাকা সিটি নির্বাচনে শোচনীয় ভাবে পরাজিত হবার পর দেখলাম দুই মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিএনপির মহাসচিব বুধবার সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারা কিছু আজগুবি অভিযোগ উপস্থাপন করেছেন।

    তিনি বলেন, বিএনপির নেতারা বলেছেন ইভিএম মেশিনে নাকি রাত পর্যন্ত ভোট দেওয়া হয়। ইভিএম মেশিনে যদি এমন সুযোগ থাকতো তাহলে ভোট গ্রহণের হার ২৫ শতাংশ থাকতো না, ৬০ শতাংশের উপরে যেত।

    ইভিএম মেশিন নিজেই সব দলের জন্য পোলিং এজেন্টের কাজ করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কারো যদি আঙ্গুলের ছাপ না মিলে তবে তার কোনভাবেই ভোট দেয়ার সুযোগ নেই। এমনকি সিইসিকেও তা না মেলায় ভোট দিতে বিড়ম্বনা পোহাতে হয়েছে।’

    আওয়ামী লীগের প্রার্থীরা দ্বিগুণ ভোট পেয়ে যখন জয়ী হয়েছে তখনতো বিএনপিকে নানা ধরণের অভিযোগ উপস্থাপন করতে হবে। সেটাই তারা করছে বলেন তিনি।

    ঢাকা দক্ষিণের চুড়ান্ত ফলাফল ঘোষণা করতে চারটা পর্যন্ত সময় কেন লাগলো বিএনপির এমন অভিযোগের ব্যাপারে হাছান মাহমুদ বলেন, আমরা তো বিএনপির মতো গোঁজামিল দিয়ে নির্বাচন শেষ হবার দু’ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করিনি।

    সঠিক ফলাফল ঘোষণার জন্যেই নির্বাচন কমিশন সময় নিয়েছে। বিএনপির এসব অভিযোগ জনগণের কাছে নিজেদের হাস্যস্পদ করেছে।

    দেশের ইতিহাসে ঢাকা দুই সিটির নির্বাচন অন্যতম একটি ভালো নির্বাচন হয়েছে।

    বিএনপি সবসময় প্রযুক্তিকে ভয় পায় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশে যখন প্রথম টেলিভিশন আসে তখন অনেকে বলেছে টেলিভিশন দেখলে ঈমান চলে যাবে। আবার যখন দেশে প্রথম মোবাইল ফোন ব্যবহার শুরু হয় তখনও গ্রামে গঞ্জে অনেকে প্রচারণা করেছে এটি ব্যবহার করা যাবে না। এখন কিন্তু পবিত্র হজ্বের অনুষ্ঠান এবং বিশ্ব ইজতেমার মোনাজাতও টেলিভিশনে লাইভ দেখানো হয়। বিএনপির অবস্থাও হয়েছে সেরকম।

    ইভিএম মেশিনেও ভোট দেয়া যাবে না বলে বিএনপি প্রচারণা চালাচ্ছে।

    ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল সংযোগ দেয়ার জন্য প্রস্তাব করা হলে তখন তিনি বলেছিলেন এই সাবমেরিন ক্যাবলের সাথে বাংলাদেশ যুক্ত হলে দেশের সব গোপন তথ্য চলে যাবে। আর সেই সাবমেরিন ক্যাবলের সাথে আমরা পরে সংযুক্ত হয়েছি রাষ্ট্রীয় কোষাগারের হাজার হাজার কোটি টাকা খরচ করে।

    তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রথম থেকে বলে আসছে ঢাকা সিটির নির্বাচন হচ্ছে তাদের আন্দোলনের অংশ। তাদের আন্দোলন সম্পর্কে মানুষ জানে। ২০১৪ সালে তারা নির্বাচন বানচাল করার জন্য পাঁচ’শ ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল।

    ভোটার ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারসহ অনেককে হত্যা করেছে। সুতরাং, তারা যখন ঘোষণা দেয় এই নির্বাচন আন্দোলনের অংশ তখন মানুষ সেই হাঙ্গামার আশঙ্কা করে। সেই কারণেই অনেকে ভোট কেন্দ্রে যায়নি। এছাড়াও, বিএনপি প্রথম থেকে ইভিএমের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা না চালালে এই উপস্থিতি আরো ৮ থেকে ১০ শতাংশ বেশি হতো বলে জানান তিনি।

    তিনি বলেন, ঢাকা দুই সিটির নির্বাচনে কোন কেন্দ্র দখল, বড় কোন হাঙ্গামা হয়নি, সিল মারার কোন ঘটনা ঘটেনি। অতীতে দেখেছি আমাদের দেশে স্থানীয় সরকারের নির্বাচনে অনেক হাঙ্গামা, কেন্দ্র দখল ও মানুষ মারা যায়। ঢাকা সিটি করপোরেশনে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণের ফলে এধরণের কোন ঘটনা ঘটেনি।

    শুধুমাত্র দেশের বিচারে নয় উপমহাদেশীয় মানদন্ডেও ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ছিল অত্যন্ত ভালো একটি নির্বাচন।

    তথ্যমন্ত্রী বলেন, আজকে যে সরকার সেটা আওয়ামী লীগের সরকার, সরকারের আওয়ামী লীগ নয়। আমাদের মূল ঠিকানা দল। আমরা যারা নির্বাচিত এমপি, মন্ত্রী থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান পর্যন্ত সবার মূল ঠিকানা হচ্ছে দল। সুতরাং দায়িত্ব পালন করার সময় দলকে গুরুত্ব দিতে হবে।

    হাছান মাহমুদ বলেন, ৭৫-এর পরে আমরা অনেক বছর ক্ষমতায় ছিলাম না। বুকে পাথর বেঁধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। দল কিন্তু অনেক শক্তিশালী ছিল। দলের শক্তি বর্তমানের চেয়ে আমরা যখন

  • সিআইডি’র রাজশাহী বিভাগীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধন

    সিআইডি’র রাজশাহী বিভাগীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধন

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ পুলিশ সদস্যদের গণকবর ও স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন এবং সিআইডি’র রাজশাহী বিভাগীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধন করেছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

    সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সে তিনি এ উদ্বোধন করেন।

    উদ্বোধন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ পুলিশ সদস্য, ৭১-এ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং রাজশাহীবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

    এরপর আরএমপি পুলিশ লাইন্স মাঠে রাজশাহী’র সকল পুলিশ ইউনিটের সমন্বয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার ফোর্সদের বিভিন্ন আবেদন নিবেদন শোনেন এবং দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করে।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি’র প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও রাজশাহী রেঞ্জ ডিআইজি এ কে এম হাফিজ আক্তারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।

  • আইপিএল বাজি খেলতে ব্যাংকের সাড়ে তিন কোটি টাকা চুরি

    আইপিএল বাজি খেলতে ব্যাংকের সাড়ে তিন কোটি টাকা চুরি

    ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) খেলায় বাজি ধরে প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার ক্যাশ ইনচার্জ হিসেবে ভল্ট সামলানোর দায়িত্বে থেকে তিন কোটি ৪৫ লাখ টাকা সরিয়ে নিয়েছেন কর্মকর্তা শামসুল ইসলাম ফয়সাল।

    তিনদিনের রিমান্ড শেষে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে তাকে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এ তোলে পুলিশ। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফয়সাল। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

    ফয়সাল নগরীর সাগরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। প্রিমিয়ার ব্যাংকের ক্যাশ ইনচার্জ পদে দায়িত্বে ছিলেন তিনি। গত ২৪ জানুয়ারি রাতে ফয়সালের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা করেন প্রিমিয়ার ব্যাংকের জোনাল ম্যানেজার সেলিম রেজা খান। ওই মামলায় সোমবার তাকে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ।

    রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, প্রথমদিকে ফয়সাল দাবি করেছিলেন আত্মসাৎকৃত তিন কোটি ৪৫ লাখ টাকার মধ্যে দুই কোটি ৪৫ লাখ টাকা দুই বন্ধুকে ধার দিয়েছেন। বাকি এক কোটি টাকা আবাসন প্রকল্পে জমি কিনতে দিয়েছেন।

    কিন্তু রিমান্ডে থাকাকালীন তিনি স্বীকার করেছেন সব টাকা দিয়ে আইপিএল খেলায় অনলাইনে বাজি ধরেছেন। অনলাইন জুয়ার একটি ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে এসব অর্থ দিয়ে বাজি ধরেন ফয়সাল। সেই সঙ্গে টাকাগুলো বাজিতে হেরেছেন তিনি। ব্যাংকের ভল্টের পেছনের সারি থেকে দুই বছর ধরে এসব টাকা সরিয়ে নেন ফয়সাল।

    অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস আরও বলেন, বাংলাদেশ থেকে সরাসরি অনলাইনে জুয়া খেলা যায় না। সেক্ষেত্রে যেকোনো প্রক্রিয়ায় এসব টাকা হুন্ডি করে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি আমরা।

    এদিকে টাকা আত্মসাতের ঘটনা তদন্তে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলমের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি তদন্ত টিম রাজশাহী পৌঁছেছে। তারা তদন্ত কাজ শুরু করেছেন।

    তদন্ত কমিটির প্রধান শাহ্ আলম বলেন, এই টাকা আত্মসাতের ঘটনায় ফয়সাল একাই নাকি ব্যাংকের আরও কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ভল্টে টাকা সংরক্ষণ প্রক্রিয়ায় অন্তত দুইজন কর্মকর্তার স্বাক্ষর থাকে। এক্ষেত্রে কী হয়েছে, তাও দেখা হচ্ছে।

  • অধ্যক্ষকে পুকুরে নিক্ষেপ: ছাত্রলীগের ৪ জন স্থায়ী বহিষ্কার

    অধ্যক্ষকে পুকুরে নিক্ষেপ: ছাত্রলীগের ৪ জন স্থায়ী বহিষ্কার

    রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে লাঞ্ছিত এবং পুকুরের ফেলে দেয়ার ঘটনায় চার শিক্ষার্থীকে ছাত্রত্ব বাতিলসহ ১৬ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ইনস্টিটিউটের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দোষী ১৬ জনই ইনস্টিটিউট শাখার ছাত্রলীগের নেতাকর্মী।

    ইতোমধ্যে চার শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, পাঁচ শিক্ষার্থীর মূল সনদপত্র আগামী তিন বছর আটকে রাখা এবং সাত শিক্ষার্থীকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দিয়ে অন্য ইনস্টিটিউটে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

    ছাত্রত্ব বাতিল ৪ শিক্ষার্থীরা হলেন- মূল হোতা ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক কম্পিউটার বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থী কামাল হোসেন ওরফে সৌরভ, একই সেশনের ইলেকট্রো মেডিকেল বিভাগের ৭ম পর্বের শিক্ষার্থী রায়হানুল ইসলাম, ইলেকট্রনিক্স বিভাগের ৫ম পর্বের ছাত্র মুরাদ হোসেন ও মেকানিক্যাল বিভাগের ৩য় পর্বের শিক্ষার্থী সাজিব হোসেন।

    ৩ বছরের জন্য স্থগিত শিক্ষার্থীরা হলেন- ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র কৌশিক জামান ওরফে বনি, ইলেকট্রো-মেডিকেল বিভাগের সালমান রহমান ওরফে টনি, পাওয়ার বিভাগের সাব্বির অহম্মেদ, মেকাট্রনিক্স বিভাগের হাসিবুল হাসান ও কম্পিউটার বিভাগের মারুফ হোসেন।

    বদলি ৭ শিক্ষার্থীরা হলেন- ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের ৬ষ্ঠ পর্বের (অকৃতকার্য) নাঈম ইসলাম, ইলেক্ট্রনিক্স বিভাগের ৭ম পর্বের প্লাবন কুমার কুন্ডু, মেকাট্রনিক্স ৭ম পর্বের মেহেদী মাহমুদ, মেকানিক্যাল বিভাগের ৭ম পর্বের মেহেদি হাসান, ইলেকট্রনিক্স বিভাগের ৫ম পর্বের ওমর আজিজ, ৩য় পর্বের কম্পিউটার বিভাগের মাহবুবুর রহমান ও পাওয়ার ৩য় পর্বের মাসুদ রানা মীম।

    অধ্যক্ষ বলেন, ইনস্টিটিউটের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওই সভায় দোষীসাব্যস্ত হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এদিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষের দায়ের করা মামলাটি প্রথমে চন্দ্রিমা থানা পুলিশ তদন্ত করছিল। পরে ঘটনার গুরুত্ব বিবেচনায় মামলাটি মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ডিবি পুলিশ মামলাটির তদন্ত করছে।

    শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া হবে বলেও জানান রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।