Category: রংপুর

  • রসিক মেয়র সস্ত্রীক করোনায় আক্রান্ত

    রসিক মেয়র সস্ত্রীক করোনায় আক্রান্ত

    রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও তার স্ত্রী জেলি রহমান করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। গত রবিবার করোনা পরীক্ষার ফলাফলে তাদের পজিটিভ রিপোর্ট আসে।

    বর্তমানে মেয়র ও তার স্ত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। ঈদের আগের দিন ৩১ জুলাই তাদের করোনার নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে পাঠানো হয়।

    ওই দিন মেয়র মোস্তফা জাপা চেয়ারম্যান জিএম কাদের ও দলীয় নেতাকর্মীদের সাথে এইচএম এরশাদের কবর জিয়ারত করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন মহানগর জাতীয় পার্টির (জাপা) সভাপতি মোস্তাফিজার রহমান।

    এ ছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ ও গঙ্গাচড়া আসনের এমপি মসিউর রহমান রাঙ্গার সাথেও সাক্ষাৎ করেন রসিক মেয়র। মেয়র করোনা আক্রান্ত হওয়ায় জাপার র্শীষ নেতাসহ দলীয় নেতাকর্মীদের মাঝে করোনা সংক্রমণের আশঙ্কা করছেন দলীয় নেতাকর্মীরা।

    রংপুর সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ জানান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান ও তার স্ত্রী জেলি রহমানের জ্বর, কাশিসহ করোনার উপসর্গ দেখা দেওয়ায় ঈদের আগের দিন তাদের নমুনা নেওয়া হয় এবং কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেওয়া হয়। ২ আগস্ট নমুনা পরীক্ষার ফলাফলে তারা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। বর্তমানে তিনি ও তার স্ত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং ভালো আছেন।

    তিনি আরও বলেন, রসিক মেয়র করোনার শুরু থেকে ত্রাণ-সামগ্রী বিতরণ, করোনা রোগীদের বাড়িতে ফলমূল পাঠানো, নগর উন্নয়ন কাজের তদারকিসহ জনগণের সাথে মিশে কাজ করেছেন। একারণে তিনি ও তার স্ত্রী করোনা পজিটিভ হয়েছেন।

    দ্রুত সুস্থতার জন্য নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন রসিক মেয়র।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে ঝড়-বৃষ্টির কবলে কনে পক্ষের নৌকা/নিখোঁজ ৪

    বরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে ঝড়-বৃষ্টির কবলে কনে পক্ষের নৌকা/নিখোঁজ ৪

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : বরের বাড়িতে বৌ-ভাতের দাওয়াত খেয়ে কনেপক্ষের ৫০ জন লোক নিয়ে ফেরার পথে ঝড়-বৃষ্টির কবলে পড়ে এক‌টি শ‌্যা‌লো ই‌ঞ্জিন চা‌লিত নৌকা। এক পর্যায়ে নৌকাটি উল্টে গেলে কনের বাবাসহ চারজন নিখোঁজ হয়।

    গতকাল ২৭‌মে বুধবার বিকেলে কুড়িগ্রাম উ‌লিপুর উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউ‌নিয়‌নের বকসীগঞ্জ বাজার থে‌কে পূর্বদি‌কে সাত‌ভিটা নামক স্থা‌নে ধরলা নদীর এক‌টি অং‌শে এ ঘটনা ঘ‌টে।

    নিখোঁজরা হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকার কনের বাবা নুরু ইসলাম (৬০), আমেনা খাতুন (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)।

    উ‌লিপুর থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) মোয়া‌জ্জেম হো‌সেন এবং বুড়াবু‌ড়ি ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান আবু তা‌লেব এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউ‌নিয়‌নের কলাকাটারচর নামক স্থা‌নে বৌভাত অনুষ্ঠান থে‌কে এক‌টি শ‌্যা‌লো ই‌ঞ্জিন চা‌লিত নৌকায় ক‌নে প‌ক্ষের প্রায় ৫০ জন যাত্রী বকসীগঞ্জ ঘা‌টে ফির‌ছি‌লেন। সাত‌ভিটা নামক স্থা‌নে নৌকাটি পৌছালে ঝড়বৃ‌ষ্টির কব‌লে প‌ড়ে ডু‌বে যায়। এসময় অ‌নে‌কে সাঁত‌রে তী‌রে উঠ‌তে সক্ষম হ‌লেও কনের পিতা ও আ‌মেনা বেগম না‌মে এক নারীসহ চারজন নি‌খোঁজ হন।

    খবর পে‌য়ে উ‌লিপুর ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছা‌লেও ডুবু‌রি না থাকায় তারা নি‌খোঁজ‌দের উদ্ধার কর‌তে পা‌রেন‌নি। ত‌বে বৃহস্প‌তিবার সকা‌লে রংপুর থে‌কে ডুবু‌রি দল এ‌সে পুণরায় উদ্ধার কাজ শুরু কর‌বে ব‌লে জানান চেয়ারম‌্যান।

    উ‌লিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, স্থানীয়ভা‌বে উদ্ধার অ‌ভিযান চালা‌লেও বুধবার রাত পর্যন্ত চারজন নি‌খোঁজ র‌য়ে‌ছেন। ডুবু‌রি দল‌কে খবর দেয়া হ‌য়ে‌ছে। আগামীকাল (বৃহস্প‌তিবার) সকা‌লে তারা উদ্ধার অ‌ভিযা‌নে অংশ নে‌বেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ঈদের দিন কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কালীগঞ্জ/ দেশের আরো ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস!

    ঈদের দিন কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কালীগঞ্জ/ দেশের আরো ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর আজ। নতুন বসন ভূষণে সজ্জিত হয়ে আনন্দে মেতে উঠে মুসলিম সম্প্রদায়। তবে অন্যান্য বছরের ন্যায় ঈদের কোলাকুলি আর আনন্দে মাতোয়ারা ও কোলাহলে ভরে উঠেনি এবারের ঈদ।

    এরমাঝেই ঈদের দিন সকাল থেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হচ্ছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার অর্ধ শতাধিক পরিবার।

    সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের ১০টি গ্রামে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করে আকাশে ঘন মেঘ দেখা দেয়ার পরপরই ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ো বাতাসে মুহূর্তেই অর্ধশত বসতবাড়ি, গাছপালা, বিদ্যুৎতের খুঁটি, সবজি ক্ষেত, ধান ক্ষেত লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে উড়ে যায় ঘরের টিন।

    ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মাবনবেতর জীবন কাটাচ্ছে। ঝড়ে শিশু শিক্ষার্থীদের বই-খাতাসহ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এ সময় ঝড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

    খবর পেয়ে চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি পরিদর্শন করে তালিকা তৈরি করে এসব ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে জানালেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ।

    এদিকে উৎসবের এই দিনে দেশের ৫টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রংপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    আজ সোমবার (২৫ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    এদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • রংপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

    রংপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

    রংপুরে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ রোববার (২৬ এপ্রিল) সকালে রংপুরের পাগলাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- মর্জিনা বেগম (২৪) ও রিপন চন্দ্র (২৫)।

    আহতরা হলেন- দীপ্তি রানী রায়, বিনা রানী, মিথি রানী, মিন্টু রায় ও বালাশি রানী। হতাহতরা কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

    রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশায় কয়েকজন রংপুর নগরীর হাজিরহাঁট যাচ্ছিল। অটোরিকশাগুলো পাগলাপীর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাকের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনজন। গুরুতর আহত অবস্থায় আরও ১০ জনকে রংপুর মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।

    তিনি আরও বলেন, উদ্ধার কাজ চলছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও উদ্ধার কাজে অংশ নিয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তার সর্দি-জ্বর ও কাশি, নমুনা পরীক্ষায় ৬ জন করোনা পজেটিভ

    সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তার সর্দি-জ্বর ও কাশি, নমুনা পরীক্ষায় ৬ জন করোনা পজেটিভ

    ২৪ ঘণ্টা জেলা সংবাদ : সোনালী ব্যাংক রংপুর বাজার শাখায় কর্মরত ৬ কর্মকর্তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এ ঘটনায় ব্যাংকের ওই শাখাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

    গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সোনালী ব্যাংক রংপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম আবদুল বারেক চৌধুরী।

    তিনি জানিয়েছেন গত সপ্তাহে সোনালী ব্যাংক রংপুর বাজার শাখায় কর্মরত মোট সাতজন কর্মকর্তা-কর্মচারীর সর্দি-জ্বর ও কাশির উপসর্গ দেখা দেয়। এরপর তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য প্রত্যেকের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। সেই সাথে ব্যাংকের ওই শাখাটি বন্ধ রাখা হয়।

    এরপর গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে একজনের শরীরে করোনা শনাক্ত হয়। শুক্রবার করোনা পজেটিভ ফলাফল আসে দুজনের। এবং সর্বশেষ গতকাল রাতে সেই ৭ জনের মধ্যে আরো তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। মোট ছয়জনেরই কোভিড-১৯ পজিটিভ এসেছে।

    এর আগে গত ২০ এপ্রিল ঢাকার মতিঝিলের দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের করপোরেট শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

    একজন কর্মকর্তা করোনায় সংক্রমিত হওয়ায় শাখাটি বন্ধ করা হয় যা এখনো বন্ধ রয়েছে তবে বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হচ্ছে বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • এবার খাটের নিচে মিলল টিসিবি’র ১ হাজার ২৩৮ লিটার তেল

    এবার খাটের নিচে মিলল টিসিবি’র ১ হাজার ২৩৮ লিটার তেল

    রংপুরে এক ব্যবসায়ীর বাড়ির বক্স খাটের সানির নিচ থেকে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ ভোজ্যতেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় লাল মিয়া ও হানিফ নামে দুই জনকে আটক করা হয়েছে।

    বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে এগারোটার দিকে নগরীর মধ্য পার্বতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়ি থেকে টিসিবির ন্যায্যমূল্যের ১ হাজার ২৩৮ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।

    তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৭নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। ওই বাসার ভিতরে অভিনব কায়দায় বক্স খাটের ভিতরে রাখা টিসিবির ২ লিটার তেলের ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১২৩৮ লিটার সয়াবিন তেলের অনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা। এসময় বাসার মালিক হানিফ মিয়াকে (৫৮) ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে (৫২) আটক করে পুলিশ।

    আটক ব্যক্তিরা অবৈধ লাভের জন্য বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে ক্রয় করে মজুদ করে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উত্তম প্রসাদ পাঠক।

    এদিকে সরকারি পণ্য কালোবাজারে বিক্রির সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা অনুসন্ধান করতে আটকদের সাথে নিয়ে রাতে আরও অভিযান চালানো হবে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ।

    সসম্প্রতি প্রাণঘাতী করোনার প্রভাবে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার টিসিবির ন্যায্যমূল্যে পণ্য ডিলারদের মাধ্যমে বিক্রয় করছে। কিন্তু রংপুর নগরীর কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ লাভের উদ্দেশ্যে তা মজুদ করে রাখছেন। তাদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছেন।

  • রংপুরে নারী টিআরসি-দের কুচকাওয়াজ অনুষ্ঠিত

    রংপুরে নারী টিআরসি-দের কুচকাওয়াজ অনুষ্ঠিত

    ছয় মাসের প্রশিক্ষণ কোর্স সফলভাবে সমাপ্ত করার পর আজ সোমবার রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র (পিটিসি) মাঠে নারী প্রশিক্ষণার্থী রিক্রুট কনস্টেবল (টিআরসি)- দের ২০ তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

    এ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন সমাপনি কুচকাওয়াজে এক হাজার ৫৭ জন সফল নারী টিআরসি’র অভিবাদন গ্রহণ করেন।

    কমান্ড্যান্ট হিসেবে রংপুর পিটিসি’র পরিদর্শক (সশস্ত্র) মিনহাজ খন্দকার এবং সহকারী কমান্ড্যান্ট হিসাবে উপ-পরিদর্শক (সশস্ত্র) জাহেদুল ইসলাম আটটি কন্ডিজেন্টে বিভক্ত সকল নারী রিক্রুট কনস্টেবলদের অংশগ্রহনে উক্ত প্রশিক্ষণ সমাপনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিচালনা করেন।

    রংপুর পিটিসি’র অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা নারী প্রশিক্ষণার্থী কনস্টেবলদের শপথ গ্রহন অনুষ্ঠান পরিচালনা করেন।

    রংপুর পিটিসির কমান্ড্যান্ট এবং বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কুসুম দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উর্ধ্বতন সরকারী কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষন সমাপনকারী নারী টিআরসি-র স্বজন এবং স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

    রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহমুদ, বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আবু জাহিদ সিদ্দিকী, জেলা প্রশাসক মো. আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর কমান্ডিং অফিসার রেজা আহম্মেদ ফেরদৌস এবং উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পরে প্রধান অতিথি প্রশিক্ষণ কোর্স চলাকালীন তাদের সেরা পারফরম্যান্স এবং শীর্ষস্থান অর্জনের জন্য কনস্টেবল শারমিন আক্তার লাবনী (প্যারেড), পাকিজা খাতুন (একাডেমিক), রুকাইয়া ইয়াসমিন (মাসকেটরি) এবং রানু আক্তার (সকল বিষয়ে চৌকষ) কে পুরষ্কার প্রদান করেন।

    এসময় বক্তৃতাকালে তিনি শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের আত্মবিশ্বাস ও আস্থা অর্জনের লক্ষ্যে সফলভাবে প্রশিক্ষন সমাপনকারী নারী টিআরসিদের প্রতি প্রশিক্ষণলব্ধ দক্ষতাকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে পালনের মাধ্যমে জাতির সেবা করার আহ্বান জানান।

  • আন্তর্জাতিক নৌরুট হবে চিলমারী:নৌ প্রতিমন্ত্রী

    আন্তর্জাতিক নৌরুট হবে চিলমারী:নৌ প্রতিমন্ত্রী

    নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের (বাংলাদেশ) প্রটোকল রয়েছে এবং ভুটানের সঙ্গে একটি প্রটোকলের আলোচনা চলছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলমারী নৌবন্দরে একটি কাস্টমস অফিসের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশনা দিয়েছেন। এই রুটটি একটি আন্তর্জাতিক রুট হিসেবে চালু করা হবে।’

    শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভোলানাথ দে, জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

    নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘চিলমারী নদী বন্দর উন্নয়নের জন্য প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি আগামি ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রায় ৩শ’ কোটি টাকার অনুমোদন হয়ে গেলে, এখানে কার্যক্রম শুরু হয়ে যাবে। এখানে মালামাল উঠানোর জন্য একটি বন্দর এবং যাত্রী উঠানামার জন্য দুটি আলাদা বন্দর হবে।‘

    খালিদ মাহমুদ আশা প্রকাশ করে বলেন, এই রুটটি চালু হয়ে গেলে এই এলাকার অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে।

    প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন গুজব নির্ভর রাজনীতি করছে। এই পরিবারে যারা রাজনীতি করছে তারা বাংলাদেশকে বিপদে ফেলতে চায়। রাজনীতির পথ হারিয়ে তারা কখনো পিঁয়াজ, কখনো লবণ এবং কখনো পরিবহন নিয়ে গুজবের রাজনীতি করছে।’