Category: ধর্ম

  • মধ্যপ্রাচ্যে ঈদ ৩১ জুলাই

    মধ্যপ্রাচ্যে ঈদ ৩১ জুলাই

    সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আজ দেশটিতে ছিল ২৯ জিলকদ। চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ৩০ জিলকদ।

    অর্থ্যাৎ বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে মধ্যপ্রাচ্যে। সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত এবং ১০ জিলহজ অর্থ্যাৎ ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যে।

    বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের আকাশ থেকেও মঙ্গলবার (২১ জুলাই) জিলহজ মাসের নতুন চাঁদ স্পষ্ট দেখা যাবে। ফলে এ বছর বিশ্বব্যাপী একই দিনে ঈদ অনুষ্ঠিত হবে— এমনটাই বলছেন জোতির্বিজ্ঞান নিয়ে গবেষণাকারীরা। মুসলমানদের পবিত্র দুটি উৎসব ঈদুর ফিতর ও ঈদুল আজহা চাঁদ দেখার উপর নির্ভর করে।

    আর বিশ্বব্যাপী যদি মঙ্গলবার চাঁদ দেখা যায়, তাহলে ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা। নাসা থেকে তথ্য নিয়ে প্রকাশিত চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট মুন সাইটিং ডটকম বলছে, জুলাইয়ের ২০ তারিখ বিশ্বের কোনো জায়গা থেকেই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে না। তবে ২১ জুলাই বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই তা স্পষ্ট দেখা যাবে।

    তারা আরও জানাচ্ছে, বাংলাদেশ থেকে পশ্চিম দিকের দেশগুলো চাঁদ দেখবে খালি চোখেই। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশসহ আশপাশের দেশ থেকেও স্পষ্ট চাঁদ দেখা যাবে।

    সাইটটির তথ্য বিশ্লেষণ করে পরমাণু ও জোতির্বিজ্ঞানিরা বলছেন, ২১ জুলাই বাংলাদেশে যখন ২৮০ ডিগ্রি এঙ্গেলে সূর্য অস্ত যাবে, ঠিক একই সময় তার ১৩ ডিগ্রি উত্তরে অর্থাৎ ২৯৩ ডিগ্রি এঙ্গেলে পশ্চিম আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। নতুন চাঁদটি বাংলাদেশের আকাশে ৩৫ মিনিট স্থায়ী হবে বলেও জানাচ্ছেন তারা।

    হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদের তথ্যানুযায়ী, বিশ্বের ১৯৫টির মধ্যে ১৮৯টি দেশই এ বছর একই তারিখে রোজা শুরু ও ঈদুল ফিতর পালন করেছে। একইভাবে ওআইসির সদস্যভুক্ত ৫৭টির মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া বাকি ৫৬ দেশই একই দিন রোজা ও ঈদ পালন করেছে।

    তবে ধর্ম মন্ত্রণালয় বলছে, বৃহৎ জনগোষ্ঠীর আবেগ অনুভূতির বিষয়টি মাথায় রেখেই তারা সিদ্ধান্ত নেবেন। ধর্ম সচিব বলছেন, ওআইসির সিদ্ধান্ত সম্পর্কে তারা অবগত নন। এছাড়া মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষেই তারিখের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

    ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম বলেন, ২১ জুলাই মঙ্গলবার চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেদিন চাঁদ দেখা যাবে, এরকম বার্তা আমাদের কাছে নেই। যদি চাঁদ দেখা যায় তাহলে সেভাবে নির্দেশনা দেওয়া হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ঈদুল আজহার নামাজও মসজিদে

    ঈদুল আজহার নামাজও মসজিদে

    করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদুল আজহার দিন ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করতে হবে। একই সঙ্গে ঈদের নামাজ শেষে কোলাকুলি করা যাবে না।

    ঈদুল আজহা উদযাপন নিয়ে রোববার (১২ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনলাইন আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে ঈদুল আজহার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের বাসা থেকে জায়নামাজ নিয়ে যেতে হবে। নামাজ শেষে কোলাকুলি ও হ্যান্ডশেক (করমর্দন) করা যাবে না।’

    ঈদুল ফিতরের নামাজের সময় যেসব নির্দেশনা ছিল সেগুলো ঈদুল আজহার ক্ষেত্রেও তা বলবৎ থাকবে এবং এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান আনোয়ার হোসাইন। পরে আন্তমন্ত্রণালয় সভার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিও দেয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

    এতে বলা হয়, এ বছর করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

    সভায় সিদ্ধান্ত হয়, সারাদেশের বিভাগ/জেলা/উপজেলা/সিটি করপোরেশন/পৌরসভাসশস্ত্র বাহিনী বিভাগ/বেসরকরি সংস্থাগুলোর প্রধানরা জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করে ঈদুল আজহা উদযাপন করবে। ঈদুল আজহা উদযাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল/কারাগার/সরকারি শিশুসদন/বৃদ্ধনিবাস/মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    কোরবানির পর পশুর রক্ত/বর্জ্য পদার্থের মাধ্যমে যাতে পরিবেশ নষ্ট না হয়, সে বিষয়ে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদুল আজহার আগের জুমার খুতবায় এ বিষয়ে মুসল্লিদের সচেতন করা হবে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও বিজ্ঞাপন প্রচার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর-সংস্থার প্রতিনিধিরা এ ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন।

    সভায় ওলামায়ে কেরামের পক্ষে ফরিদ উদ্দিন মাসউদ, মুফতি রুহুল আমিন, মাওলানা আনাস মাদানী, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলা নুরুল আমিন, হাফেজ মাওলানা আব্দুল আলিম রিজভী, মুফতি মাওলানা সাজিদুর রহমান, মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহী, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মোসাদ্দিক বিল্লাহ আল মাদানী প্রমুখ দেশের বিভিন্ন স্থান থেকে এ ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করে তাদের মতামত দেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • এবার হজে পবিত্র কাবা শরীফ স্পর্শ করা যাবে না

    এবার হজে পবিত্র কাবা শরীফ স্পর্শ করা যাবে না

    করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে বিশ্বের আধুনিক চিকিৎসা ব্যবস্থা।

    অন্যান্য দেশের মতো সৌদি আরবেও হানা দিয়েছে এই ভাইরাস। এর বিষাক্ত ছোবলে ইতোমধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯ হাজার ৫ শতাধিক মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৬ জনের।

    করোনার এই পরিস্থিতিতে এবারের হজ বাতিলের শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত হজ হচ্ছে, তবে সৌদি আরবের বাইরের কেউ হজ করতে পারবেন না। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পর হজের জন্য কিছু স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সৌদি সরকার।

    সোমবার (৬ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, এবারের হজ পালনের সময় কাবা শরীফ স্পর্শ করতে পারবেন না হাজীরা। এছাড়া সব ধরনের সমাবেশ ও সভা নিষিদ্ধ করা হয়েছে।

    ইসলামের পবিত্র নির্দশন কাবা স্পর্শ করা যাবে না এবারের হজে। নামাজের সময় তো বটেই, কাবা শরীফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজীদের মধ্যে। রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

    সীমিত সংখ্যক হাজী মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন। ১৯ জুলাই থেকে শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে এবারের হজ, এই সময়ে হাজী ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

    এবারের হজে হাজীরা কী করতে পারবেন আর পারবেন না

    সৌদি আরবের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই বছরের সীমিত আকারের হজে কিছু নতুন বিধিনিষেধ আরোপ করেছে। কাবা ঘর ও হজরে আসওয়াদ ছুঁতে পারবেন না যারা হজ করবেন।

    পাথর নিক্ষেপের যে রীতি আছে সেখানে বিশেষ ধরনের পাথর ব্যবহার করতে হবে। হজের বিশেষ অনুমতি ছাড়া ১৯শে জুলাই থেকে হজের পঞ্চম দিনের আনুষ্ঠানিকতা পর্যন্ত কেউই মিনা, মুজদালিফাহ ও আরাফাতে যেতে পারবেন না।

    যদি কারো মধ্যে উপসর্গ দেখা যায় তবে তার হজের বাকি আনুষ্ঠানিকতা নির্ভর করবে চিকিৎসকের পর্যবেক্ষণের ওপর। হাজিদের জন্য আলাদা ভবন, পরিবহন ব্যবস্থা রাখা হবে। উপসর্গ যদি বেশি হয় তাহলে হজে অংশ নিতে দেয়া হবে না।

    সকল হাজিদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। মক্কার এই সুবিশাল মসজিদের সকল ফ্রিজ সরিয়ে নেয়া হবে, যার যার ব্যক্তিগত পানির পাত্রে পানি নিয়ে পান করতে হবে।

    আলাদা খাবারের ব্যবস্তা থাকবে। যে তাবুর নিচে হাজিরা অবস্থান করেন সেখানে প্রতি ৫০ বর্গমিটারে ১০ জনের বেশি থাকা যাবে না।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাতে ১ জুলাই থেকে খুলতে যাচ্ছে মসজিদ

    আমিরাতে ১ জুলাই থেকে খুলতে যাচ্ছে মসজিদ

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১ জুলাই) থেকে খুলতে যাচ্ছে মসজিদ। মসজিদ চালু হলেও মানতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির নিয়ম। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত জুমার নামাজের স্থগিতাদেশ বহাল থাকবে।

    সােমবার (২৯ জুন) এক প্রতিবেদনে বলা হয় দেশটিতে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে মসজিদ চালু করা হচ্ছে।

    মসজিদ চালুর আগে ইমাম , মুয়াজ্জিন ও মসজিদের সকল কর্মকর্তাদের কোভিড -১৯ টেস্ট করা হয়েছে।

    বৈশ্বিক মহামারী করােনাভাইরাসের কারণে ১৬ মার্চ ‘ দ্য জেনারেল অথরিট অব ইসলামিক এ্যাফেয়ার্স এ্যান্ড এনডাওমেন্টস ‘ এর ঘােষণা মুতাবেক বন্ধ রাখা হয় দেশটির সকল মসজিদ। মসজিদ চালুর ক্ষেত্রে নতুন নিয়ম সকল মুসল্লিকে মেনে চলতে হবে।

    নিমােক্ত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।

    প্রতি দুই সারির মধ্যে একটি ফাঁকা সারি রাখতে হবে। প্রতি দুই ব্যক্তির মধ্যে ১.৫ মিটার ফাঁক রাখতে হবে। মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। নামাজের জন্য জায়নামাজ বা নামাজের চাদর বাসা থেকে নিয়ে আসতে হবে। সামজিক দূরত্ব বজায় রেখে সালাম দিতে হবে , হাত মেলানাে যাবে না। নামাযের আগে বা পরে জটলা এড়িয়ে চলতে হবে। এক জামাত শেষ হয়ে গেলে দ্বিতীয় জামাত করা যাবে না। ফরজ নামাজ শেষ হওয়া মাত্র মসজিদ ত্যাগ করতে হবে। অসুস্থ ব্যক্তি বা করােনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন এমন কেউ মসজিদে প্রবেশ নিষেধ। ১২ বছরের নিচে ও ৬০ বছরের বেশি বয়সের লােকদের মসজিদে প্রবেশ নিষেধ। মসজি ভিত্তিক যেসকল স্বাস্থ্যবিধি নির্ধারণ করা হয়েছে। আজানের সময় থেকে ২০ মিনিট পর্যন্ত মসজিদ চালু রাখা যাবে। এরমধ্যে জামাত শেষ করার নির্দেশ থাকবে। আজানের পরপরই জামাত চালু করতে হবে। কোন ধরনের খাবার বা কিছু বিতরণ নিষিদ্ধ। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মহিলা ও বাচ্ছাদের জন্য বন্ধ থাকবে। ওয়াশরুম অজুখানা বন্ধ থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মদিনাকে করোনামুক্ত ঘোষণা

    মদিনাকে করোনামুক্ত ঘোষণা

    সৌদি আরবের পবিত্র নগরী মদিনা মুনাওয়ারা শহরকে করোনামুক্ত বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

    প্রতিবেদনে বলা হয়, বুধবার করোনামুক্ত ঘোষণা করার আগে মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন কভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ হয়েছেন। নবীর শহর মদিনায় প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করেন।

    সৌদি সরকার হারামাইন ওয়াশ শরিফাইন খ্যাত পবিত্র দুই নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববির নিরাপত্তায় শুরু থেকেই ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। নিরাপত্তার লক্ষ্যে এ দুই পবিত্র শহরে ওমরাহ ও জেয়ারত পুরোপুরি নিষিদ্ধ করে দেয়া হয়।

    তবে এখনো ব্যতিক্রম পবিত্র নগরী মক্কা ও মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ। এ নগরীতে এখনো চলছে কারফিউ। মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুকি কমাতে এখনো সেখানে কারফিউ বলবৎ রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বিখ্যাত আলেম আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকাল

    বিখ্যাত আলেম আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকাল

    সিলেটের বিখ্যাত আলেম, শায়খুল হাদিস আব্দুস শহীদ গলমুকাপনী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

    বুধবার (২৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

    সাধারণ মানুষের কাছে তিনি শেখ সাব হুজুর এবং আলেমদের মাঝে শায়খে গলমুকাপনী হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০।

    ৪ ছেলে ও ৬ মেয়ের জনক শায়খে গলমুকাপনী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন। মাওলানা ফখরুদ্দীন (রহ.)-এর ইন্তেকালের পর তিনি মুহতামিমের দায়িত্ব লাভ করেন।

    শায়খে গলমুকাপনী ১৯৪১ সালে সিলেটের বালাগঞ্জ উপজেলার গলমুকাপন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে গলমুকাপন মাদরাসায় ভর্তি হন। পরে জামেয়া হোসাইনিয়া গহরপুর থেকে দাওরায়ে হাদিস পাশ করে মাওলানা সনদ লাভ করেন।

    জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। জমিয়তের প্রতীক খেজুর গাছ নিয়ে ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে নির্বাচন করেছিলেন।

    অত্যন্ত সহজ-সরল ও দুনিয়াবিমুখ মানুষ হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে। জীবনভর সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে উঠে দ্বীনি খেদমত করেছেন।

    আল্লামা নুর উদ্দীন গহরপুরী (রহ.)-এর স্নেহভাজন ছিলেন তিনি। এ ছাড়া শায়খে ধরমন্ডলী (রহ.), শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.), শায়খে কৌড়িয়া (রহ.) ও শায়খ তাফাজ্জুল হক হবিগঞ্জী (রহ.), -এর সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তিনি শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.)-এর খলিফা।

    গলমুকাপন মাদরাসা মাঠে বৃহস্পতিবার (২৫ জুন) বেলা আড়াইটায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

    আত্মীয়তার হক রক্ষা, সামান্য পরিচিত হলেও তার জানাজায় অংশগ্রহণ ও গ্রামাঞ্চলের মাহফিলে গুরুত্বের সঙ্গে অংশগ্রহণ ছিল তার অন্যতম গুণ। আল্লাহতায়ালা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করুন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীমিত পরিসরে হজ;কোনো দেশ থেকেই হজে যেতে পারবেন না কেউ

    সীমিত পরিসরে হজ;কোনো দেশ থেকেই হজে যেতে পারবেন না কেউ

    বিশ্বজুড়ে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির মধ্যে ‘সীমিত পরিসরে’ হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার।

    ঘোষণা অনুযায়ী, সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে সীমিতসংখ্যক ব্যক্তি এবার হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ এবার কোনো দেশ থেকেই ধর্মপ্রাণ মুসলিমরা হজে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

    এ ঘোষণা অনুযায়ী, এবার হজে যাওয়ার জন্য বাংলাদেশে থেকে যারা নিবন্ধন করেছিলেন, তারাও কেউ হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন না।

    একইভাবে অন্য কোনো মুসলিম দেশের কোনো নাগরিকও হজ পালনের জন্য যেতে পারবেন না।

    সোমবার (২২ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

    বিশ্বের বিভিন্ন দেশের যেসব নাগরিক বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, কেবল তাদের মধ্য থেকেই কেউ কেউ এবার হজ পালনের সুযোগ পাবেন। ঘোষণায় আরও বলা হয়েছে, করোনাভাইরাস মহামারি চলতে থাকায় এবং বিশাল জনসমাগমের মধ্যে করোনার বিস্তার ঘটার ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এ বছর হজ পালনে সৌদি আরব যেতে বাংলাদেশের ৬৫ হাজার ৫১২ জন মুসল্লি নিবন্ধন শেষ করেছিলেন। সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকেও হজ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য জানানো হয়নি। সৌদি আরব সরকারের চূড়ান্ত ঘোষণার ওপরই নির্ভর করেই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে— এমনটিই ধারণা দিয়েছিলেন সংশ্লিষ্টরা।

    সৌদি সরকারের আজকের ঘোষণা অনুযায়ী এটা নিশ্চিত হয়ে গেল, অন্য দেশগুলোর মতো বাংলাদেশ থেকে হজ করতে আগ্রহীরাও এ বছর হজ পালনের সুযোগ পাবেন না।

    বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও করোনাভাইরাস ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যাও হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেন বাড়তে না পারে, সেজন্য মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব আয়োজন বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করে দেওয়া হয়। এত উদ্যোগের পরেও সংক্রমণ বেড়েই চলেছে।

    সোমবার দিবাগত রাতের তথ্য বলছে, দেশটিতে এক লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক হাজার ৩০৭ জন।

    করোনাভাইরাসের অব্যাহত সংক্রমণের মুখে হজ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় শুরু থেকেই। এ পরিস্থিতিতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এবার তাদের নাগরিকদের প্রতি হজ পালনে নিষেধাজ্ঞা দেয়। অন্য মুসলিম দেশগুলো নিষেধাজ্ঞা না দিলেও এবার সৌদি আরবই জানাচ্ছে, তারা কাউকে হজ পালনের জন্য সৌদি আরব আসতে অনুমোদন দেবে না।

    জানা যায়, প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মুসলমান সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মক্কা নগরীর প্রায় দেড়হাজার মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার

    মক্কা নগরীর প্রায় দেড়হাজার মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে ধারাবাহিক দীর্ঘ ৯০ দিনের বেশি সময় বন্ধ থাকার পর মক্কা নগরীর প্রায় দেড়হাজার মসজিদ আবারও খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

    বরিবার ফজরের নামাজ এর সময় থেকে খুলে দেওয়া হবে মক্কা নগরীর ১৫শ ৬০টি মসজিদ। তবে সৌদি আরব কর্তপক্ষের বরাত দিয়ে সৌদি গণমাধ্যম জানায়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের শর্তে এসব মসজিদ খুলে দেয়া হচ্ছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসব মসজিদ জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে।

    সেই সঙ্গে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

    সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, মক্কার সব মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হচ্ছে তবে করোনা প্র’তিরোধে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

    বাড়ি থেকে অজু করে জায়েনামাজ নিয়ে আসতে হবে। দুই কাতারের মাঝে এক কাতার জায়গা ফাকা রাখতে হবে। সঙ্গে সঙ্গে মসজিদ পরিস্কার পরিছন্নতার প্রতি জো’র দেওয়া হযেছে।

    এর আগে দুই মাস মসজিদ বন্ধ থাকার পর মক্কা বাদে দেশের সব মসজিদ মুসল্লিদের উন্মুক্ত করে দেয় সৌদি আরব। বর্তমান সময়ে করোনা রোগী বেড়ে চললেও মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নিলো দেশটি।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • কালোজিরা ব্যবহারে করোনার সফল চিকিৎসা আবিষ্কারের দাবি মদিনার গবেষকদের

    কালোজিরা ব্যবহারে করোনার সফল চিকিৎসা আবিষ্কারের দাবি মদিনার গবেষকদের

    হাদিস অনুসারে কালোজিরা ব্যবহার করে করোনাভাইরাস আক্রান্তদের সম্পূর্ণ সুস্থ করে তোলার দাবি করেছেন মদিনার তাইবাহ ইউনিভার্সিটির একদল গবেষক। যা হযরত মুহাম্মদ (সা.) এর দেখানো চিকিৎসা পদ্ধতি।

    ওই গবেষকদলের গবেষণাপত্র ছাপা হয়েছে মার্কিন জার্নাল ‘পাবলিক হেলথ রিসার্চ’-এ। আর সেটা যে কেউ চাইলেই দেখতে পারবে।

    মুসলিম ইঙ্ক এক প্রতিবেদনে জানিয়েছে- হযরত আয়েশা সিদ্দিকা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কালোজিরা হলো সর্বরোগ থেকে পরিত্রাণ পাওয়ার ওষুধ। তবে বিষ ছাড়া। আয়েশা (রা.) জিজ্ঞেস করেছেন, বিষ কী? রাসূল (সা.) বলেছেন, মৃত্যু। (সহীহ বুখারি-৫৩৬৩)

    করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে সারিয়ে তোলার জন্য গবেষকরা পরামর্শ দিয়েছেন-

    দুই গ্রাম কালোজিরা, এক গ্রাম চামেলি ফুল, এক চামচ মধু একত্রে ভালোভাবে মিশিয়ে খেতে হবে। এসব খাওয়ার পর জুস কিংবা একটি কমলা খাওয়া যেতে পারে। লেবু খেতে পারলে ভালো হয়। এভাবে প্রতিদিন একবার করে খেতে হবে। করোনামুক্ত না হওয়া পর্যন্ত এভাবে খেতে হবে।

    গবেষকরা আরো বলছেন, রোগী আক্রান্ত হিসেবে শনাক্ত হলে প্রথম সপ্তাহে দিনে পাঁচবার এভাবে খেতে হবে। আর পরবর্তী সময়ে মহামারি শেষ না হওয়া পর্যন্ত দিনে একবার করে খেতে হবে।

    রোগীর যদি কাশি বেশি হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে কালোজিরা এবং লবঙ্গ মেশানো পানি গরম করে ধোঁয়া নাক দিয়ে টেনে নিতে পারেন। কিংবা কালোজিরা ও চামেলি পানিতে গরম করেও বাষ্প টেনে নিতে পারেন।

    গবেষকরা বলছেন, যদি অক্সিজেনের অভাব হয়, তাহলে এক চামচ কালোজিরা, এক চামচ চামেলি এবং এক কাপ পানি একটি পাত্রে নিয়ে হালকা গরম করতে হবে। এভাবে দিনে পাঁচ থেকে ছয়বার পানি গরম করে বাষ্প নাক দিয়ে টেনে নিতে হবে।

    জানা গেছে, সৌদি আরবের তাবিয়াহ ইউনিভার্সিটির মেডিসিন অনুষদের ক্লিনিক্যাল বায়োক্যামিস্ট্রি অ্যান্ড মলিকুলার মেডিসন বিভাগের গবেষকরা এ নিয়ে গবেষণা করেছেন।

    গবেষকদের একজন ডা. সালেহ মুহাম্মদ বলেন, কালোজিরা এবং চামেলি করোনা সংক্রমণ বন্ধ করে দিতে সক্ষম। আল্লাহর রহমতে, যেসব করোনা রোগীদের তাবিয়াহ ইউনিভার্সিটির চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের সবাই সেরে উঠছে, তারা নিজেদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। এই পদ্ধতিতে রোগীদের সেরে উঠতে এক সপ্তাহের বেশি সময় লাগছে না।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রেড জোনে নিজ ঘরে ইবাদত-উপাসনার নির্দেশ

    রেড জোনে নিজ ঘরে ইবাদত-উপাসনার নির্দেশ

    করোনার কারণে রেড জোন হিসেবে চিহ্নিত এলাকার জনসাধারণকে ইবাদত-উপাসনা নিজ নিজ ঘরে পালনের জন্য নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

    আজ শনিবার (১৩ জুন) ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

    ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সর্বোচ্চ পর্যায়ের সকলের সঙ্গে পরামর্শক্রমে রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে সাধারণ জনসাধারণের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপসনালয়ে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে ইবাদত/উপাসনার নির্দেশ প্রদান করা হলো।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ মোহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করেছেন

    নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ মোহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করেছেন

    চট্টগ্রামের ফটিকছড়িস্থ দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক শায়খুল হাদীস আল্লামা শাহ মোহাম্মদ ইদ্রিস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বুধবার (২৭ মে) দিন গত রাত ১২টা ৩৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    ২০০৪ সাল থেকে ১ যুগেরও বেশি সময় ধরে আল্লামা শাহ মুহম্মদ ইদ্রিস অত্র মাদ্রাসার মুহাতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন।

    তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্টান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

    আজ (বৃহস্পতিবার) সকাল ৭ টার সময় উক্ত মাদ্রাসা ময়দানে মরহুমের জানাযার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ভিন্ন ঈদ/ ঢাকা বায়তুল মুকাররম ও চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ মসজিদে ঈদ জামায়াত অনুষ্ঠিত

    ভিন্ন ঈদ/ ঢাকা বায়তুল মুকাররম ও চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ মসজিদে ঈদ জামায়াত অনুষ্ঠিত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : একমাস সিয়াম সাধনার পর পশ্চিম আকাশে এক ফালি চাঁদের হাসি এনে দেয় খুশির জোয়ার। প্রতি বছর রমজানের শেষে খুশির বার্তা নিয়ে আসে শাওয়ালের চাঁদ। এবারও খুশির বার্তা নিয়ে উঠেছে সেই চাঁদ।

    পবিত্র ঈদুল ফিতর আজ। আজ নতুন বসন ভূষণে সজ্জিত হয়ে আনন্দে মেতে উঠে মুসলিম সম্প্রদায়। তবে অন্যান্য বছরের ন্যায় কোলাকুলি আর আনন্দে মাতোয়ারা ও কোলাহলে ভরে উঠেনি ঈদ জামায়াত স্থল। করোনা মহামারির সময় ভিন্ন এক প্রেক্ষাপটে এলো এবারের ঈদ। তাই আনন্দের বদলে বিষাদ, মানুষের মাঝে।

    শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে, যেভাবে যতটুকু পরিসরে ঈদ আনন্দ করা যায়, এবারের ঈদের আনন্দ ঠিক ততটুকুই, যেন নিক্তিতে মাপা, একচুল এদিক-ওদিক হবার নয়।

    নিরাপদ শারিরীক দূরত্ব এবং করোনা ভাইরাস পরিস্থিতর জন্য অন্যান্য নির্দেশনা মেনেই রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ৭টা ও ৮টায় প্রথম ও ‍দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

    প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন হাফেয কারী কাজী মাসুদুর রহমান।

    বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে আরো ৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সবশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

    এদিকে সোমবার (২৫ মে) সকাল ৮টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ্ মসজিদে। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব ক্বারী সাইয়েদ মাওলানা আবু তালেব মো. আলাউদ্দীন।

    জামাত শেষে খুতবা পেশ করা হয়। এর পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়েছে। এছাড়া মোনাজাতে সব উম্মতে মোহাম্মদির গুনাহ মাফ চাওয়া হয়। সব মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়। যে কোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়েছে।

    তাছাড়া জমিয়তুল ফালাহ্ মসজিদে এবারের ঈদের মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আহমেদুল হক। মুসল্লি বেশি থাকলে সকাল সাড়ে ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের মোয়াজ্জেম হাফেজ আহমেদ রেজা।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স