Category: খেলা

  • এবার মাশরাফির স্ত্রী সুমি করোনায় আক্রান্ত

    এবার মাশরাফির স্ত্রী সুমি করোনায় আক্রান্ত

    এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমিও করোনায় আক্রান্ত হয়েছেন।

    গতকাল রাতে গণমাধ্যমকে মাশরাফির পারিবার জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভাল।

    মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিনপর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনা আক্রান্ত হন।

    চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আবারও করোনা পজিটিভ মাশরাফি

    আবারও করোনা পজিটিভ মাশরাফি

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাস পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছে। ১৪ দিন আগে তার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এত দিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন।

    শনিবার (০৪ জুলাই) দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও করোনা পজিটিভ এসেছে বলে জানা গেছে।

    গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ২৩ জুন তাঁর ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার করোনা পজিটিভ ধরা পড়ে।

    করোনাকালে বড় ভাই মাশরাফির সঙ্গে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন মোরসালিন। অনেক সহযোগিতা করেছেন তাঁকে। এর আগে মাশরাফির শাশুড়িও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

    উল্লেখ্য, ম্যাশের চিকিৎসার দেখভাল করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ। মাশরাফির সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বিসিবির মেডিক্যাল বিভাগ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সব সময় তাঁর খোঁজ নিচ্ছেন। তিনিই মাশরাফিকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহর সঙ্গে কথা বলে প্রেসক্রিপশনের ব্যবস্থা করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • স্ত্রী-২ কন্যাসহ করোনামুক্ত হলেন আফ্রিদি

    স্ত্রী-২ কন্যাসহ করোনামুক্ত হলেন আফ্রিদি

    সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার শহিদ আফ্রিদি গত ১৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দিয়েছিলেন দুঃসংবাদটা। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার জানিয়েছিলেন, করোনা পজিটিভ হয়েছেন তিনি। তার সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন স্ত্রী ও দুই কন্যাও।

    এমন খবর শোনার পর থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছিল আফ্রিদির ভক্ত-সমর্থকদের। অবশেষে ওই সামাজিক যোগাযোগমাধ্যমেই সুখবর দিলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার। জানালেন, স্ত্রী ও দুই কন্যাসহ করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন।

    টুইটারে আফ্রিদি তার ছোট মেয়েকে আদরের চুমু এঁকে দেয়া এক ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী এবং কন্যারা, আকসা ও আনশা পজিটিভ হওয়ার পর এখন পুণরায় টেস্ট করিয়েছি। আর কোনো সমস্যা নেই। এই সময়টায় অবিরাম শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনাদের যেন আল্লাহ ভালো রাখেন। এখন পরিবারের কাছে ফেরার সময়, আমি তাকে আঁকড়ে ধরা মিস করেছি।

    Alhamdulillah, my wife & daughters, Aqsa & Ansha have re-tested after our previously positive results for #COVIDー19, & are now clear. Thanking u all for your continuous well wishes, & may the Almighty bless you and yours. Now back to family time; I’ve missed holding this one pic.twitter.com/J5mDv7DnBD

    — Shahid Afridi (@SAfridiOfficial) July 2, 2020
    পাকিস্তানে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। খেলোয়াড়রাও আক্রান্ত হচ্ছেন। দুজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়ে মারাও গেছেন। সাবেক ওপেনার তৌফিক ওমর অবশ্য সুস্থ হয়ে হয়েছেন।

    এর মধ্যে ইংল্যান্ড সফরের স্কোয়াডে ১০ জন পাকিস্তানি ক্রিকেটার করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন। তবে তাদের মধ্যে ছয়জন দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। দলের সঙ্গে যোগও দিচ্ছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দামুড়হুদায় লকডাউন ভেঙ্গে মেসির জন্মদিন পালন, ১৫ ভক্তের জরিমানা

    দামুড়হুদায় লকডাউন ভেঙ্গে মেসির জন্মদিন পালন, ১৫ ভক্তের জরিমানা

    আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি বার্সেলোনায় তার ৩৩তম জন্মদিনটা ঘটা করে হয়তো পালন করা হয়নি।

    করোনাভাইরাসের এই সময়ে হই-হুল্লোড় আর করবেনই বা কীভাবে!
    তবে বার্সেলোনা থেকে কয়েক হাজার মাইল দূরের বাংলাদেশের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ঠিকই ধুমধাম করে হলো মেসির জন্মদিনের উৎসব। আর্জেন্টাইন তারকার বেশ কজন ভক্ত কেক কেটে, কফি পান করে তাঁর জন্মদিন পালন করেছেন এক ক্যাফেতে। সবই লকডাউনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে। আর যায় কোথায়! জরিমানা গুনতে হয়েছে সবাইকে।

    বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, ১৭ থেকে ৩২ বছরের মধ্যে ১৫ জন মেসিভক্ত কাল দামুড়হুদার এক ক্যাফেতে মেসির জন্মদিন পালন করেছেন। কিন্তু ধরা পড়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে।

    লকডাউনের নিয়ম না মেনে, সামাজিক দূরত্বের বালাই না করে এভাবে উৎসব করায় সবার জরিমানা হয়েছে। জরিমানা হয়েছে ওই ক্যাফেরও।

    মেসিভক্তদের জরিমানার অঙ্কটা অবশ্য খুব বেশি নয় – প্রত্যেকের জরিমানা ১০০ টাকা করে। আর ওই ক্যাফে মালিকের জরিমানা হয়েছে ৬ হাজার টাকা! ‘তাঁরা সামাজিক দূরত্বের নিয়ম না মেনে সন্ধ্যায় বের হয়েছেন। লকডাউনের নির্দেশনা অমান্য করেছেন’ – বলেছেন ম্যাজিস্ট্রেট ফিরাজ হোসেন।

    তবে যে ক্যাফেতে জন্মদিনের উৎসব হয়েছে, সেই ক্যাফে মালিক জাহিদুল আলম এত জরিমানা দেওয়ার পরও ওই মেসিভক্তদের পাশেই দাঁড়াচ্ছেন। এএফপিকে আলম বলেছেন, ‘ওদের বাড়ি পাঠিয়ে দিতে ইচ্ছে হচ্ছিল না। ওরা মেসির জন্মদিন নিয়ে অনেক রোমাঞ্চিত ছিল।’

    ২৪ ঘণ্টা/এম আর

  • দীর্ঘ ৩০ বছরের খরা কাটিয়ে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

    দীর্ঘ ৩০ বছরের খরা কাটিয়ে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

    সেই ১৯৮৯-৯০ মৌসুম। এরপর একে একে কেটে গেল ৩০টি বছর। এর মাঝে একবারও ইংলিশ প্রিমিয়ার লিগের(ইপিএল) শিরোপা ছুঁয়ে দেখা হয়নি লিভারপুলের। অবশেষে দীর্ঘ অপেক্ষা শেষ হলো। তিন দশক পর ইংলিশ লিগের চাম্পিয়ন হলো লিভারপুল।

    অবশ্য কাগজে-কলমে এবারের মৌসুমে লিভারপুলের শিরোপা জেতার সম্ভাবনা জাগে আগেই। জয়ের ছন্দে উড়তে থাকা দলটি নিজেদের অনেকটা এগিয়ে রেখেছিল। অপেক্ষা ছিল সময়ের। অবশেষে সেই সময় এলো। সাত ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো ইয়ুর্গেন ক্লপের দল।

    আগের দিন দারুণ জয়ে শিরোপার মঞ্চ ঠিক করে রেখেছিল লিভারপুল। চেলসি ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি অপেক্ষা বাড়ায়। ম্যাচটিতে চেলসির কাছে ম্যানচেস্টার সিটি হারলেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ইয়ুর্গেন ক্লপের দল। এমন সমীকরণ নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে মাঠে নামে দুই দল। গতকাল বৃহস্পতিবার রাতে সেটাই হলো। সিটিকে ২-১ গোলে হারাল চেলসি। ফলে শিরোপা উল্লাস করল লিভারপুল।

    লিগে চ্যাম্পিয়ন লিভারপুল ৩১ ম্যাচে ২৮ জয় ও দুই ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে। ২০ জয় ও তিন ড্রয়ে দ্বিতীয়তে থাকা ম্যান সিটির পয়েন্ট ৬৩।

    ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি। দারুণ এই জয়ে লেস্টার সিটির সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নিয়ে এলো চেলসি। সমান ৩১ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থতে আছে দলটি। ৩১ ম্যাচে ১৩ জয় ও ১০ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সুলশারের ম্যানচেস্টার ইউনাইটেড।

    গতকাল দিনের আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে জয়ের পথে ফিরেছে আর্সেনাল। ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মাশরাফির ছোট ভাই মোরসালিনও করোনা আক্রান্ত

    মাশরাফির ছোট ভাই মোরসালিনও করোনা আক্রান্ত

    বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার আক্রান্ত হলেন তার ছোট ভাই মোরসালিন।

    মাশরাফির মামা নাহিদুর রহমান মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, মাশরাফির ছোট ভাই মোরসালিনও করোনাভাইরাসে আক্রান্ত। করোনা টেস্টে তারও পজিটিভ এসেছে। তবে পরিবারের বাকি সবাই ভালো আছে।

    নাহিদুর রহমান আরও বলেন, মাশরাফির অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তার পরিবারের সবাই সুস্থ আছে। মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার তার ছেলে সাহেল ও মেয়ে হুমায়রাকে আমার বাসায় রাখা হয়েছে। তারা সুস্থ আছে।

    এর আগে সন্ধ্যায় গণমাধ্যমকে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে মাশরাফির ছোট ভাই মোরাসালিন বলেন, কিছুক্ষণ আগে রেজাল্ট পেলাম, আমি করোনা পজিটিভ। তবে আমার এখনও কোনো উপসর্গ দেখা দেয়নি। আপাতত ভালো আছি আমি।

    মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির করোনা টেস্টের রেজাল্ট এখনও আসেনি। তার রেজাল্ট বুধবার পাওয়া যেতে পারে।

    শনিবার সন্ধ্যায় করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে মাশরাফি নিজের অফিসিয়াল ফেসবুকে লেখেন, আজকে আমার করোনা রেজাল্ট পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনায় আক্রান্ত বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ

    করোনায় আক্রান্ত বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ

    করোনায় আক্রান্ত বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ।

    এক বিবৃতিতে সার্বিয়ান টেনিস তারকা নিজেই জানিয়েছেন তা। জোকাভিচের স্ত্রী এলেনা রিস্টিচও করোনায় আক্রান্ত। কিন্তু তাঁদের সন্তানরা এই রোগে আক্রান্ত নয় বলে জানা গেছে।

    নিজের দেশ সার্বিয়ার বেলগ্রেডে নোভাক জোকোভিচের আয়োজিত প্রদর্শনী টুর্নামেন্ট নিয়ে তোলপার টেনিস বিশ্ব।

    কারণ, সেখানে খেলতে আসা খেলোয়াড় এবং কোচিং সদস্যরা একের পরে এক করোনায় আক্রান্ত হচ্ছেন। তা নিয়ে রীতিমতো কাঠগড়ায় বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা জোকোভিচ। তিনি নেজও করোনায় আক্রান্ত কিনা তা নিয়ে আশঙ্কা ছিল।

    জোকোভিচ নিজেই জানিয়ে দিলেন, তিনি করোনায় আক্রান্ত। ১৪ দিন তিনি নিভৃতবাসে থাকবেন। দিন পাঁচেক পরে আবার পরীক্ষা করবেন।

    জকোভিচসহ বিশ্বের শীর্ষ ২০ খেলোয়াড়ের অনেকেই যে খেলেছেন সার্বিয়া ও ক্রোয়েশিয়ার ওই দুই টুর্নামেন্টে। যেখানে আবার সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না। জোকোভিচ, দিমিত্রভ, কোরিচ, শাসা জভেরভ, মারিন চিলিচদের একসঙ্গ ফুটবল, বাস্কেটবল খেলার সঙ্গে নাচতেও দেখা গেছে।

    মহৎ উদ্দেশ্য নিয়েই এই টেনিস সিরিজ আয়োজন করেছিলেন জকোভিচরা। খেলোয়াড়েরা অনেকদিন টেনিসে নেই, তাদের জড়তা কাটাতেই এই আয়োজন। শেষে তা উল্টো বিপদ বয়ে আনল।

    বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রভ গত শনিবার করোনায় আক্রান্তের খবর জানান। পরের দিন (গতকাল) আক্রান্ত হন ক্রোয়েশিয়ার টেনিস তারকা কোরিচ। এরপর থেকেই জকোভিচের সমালোচনায় মুখর ছিল বিশ্ব টেনিস অঙ্গন। তিনিও স্ত্রীসহ আক্রান্ত হওয়ার পর আতঙ্ক আরো বেড়েছে অংশ নেয়া খেলোয়াড়দের। টুর্নামেন্টটিতে দর্শকদের আগ্রহও ছিল ব্যাপক। সার্বিয়া পর্বের ফাইনালে উপস্থিত ছিল ৫ হাজারেরও বেশি দর্শক। গ্রিগর দিমিত্রভ আক্রান্তের পর বাতিল হয়ে যায় ক্রোয়েশিয়া পর্বের ফাইনাল। যেখানে নোভাক জকোভিচের মুখোমুখি হওয়ার কথা ছিল রাশিয়ার আন্দ্রে রুবলেভের।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পাকিস্তানের তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত

    পাকিস্তানের তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত

    পাকিস্তান ক্রিকেটে আবারও করোনার হানা। তিন পাকিস্তানি ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

    সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, হায়দার আলী, হারিস রউফ ও শাদাব খানের করোনার টেস্ট পজিটিভ ধরা পড়েছে। তিনজনেরই আসন্ন ইংল‌্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে।

    রোববার পর্যন্ত এ তিন ক্রিকেটারের করোনা উপসর্গ ছিল না। ইংল‌্যান্ড সফরের জন‌্য তাদের রাওয়ালপিন্ডিতে করোনা টেস্ট করানো হয়েছিল। সোমবার তাদের করোনার রিপোর্ট হাতে পায় পিসিবি। পিসিবির মেডিকেল টিম এরই মধ‌্যে তিন ক্রিকেটারকে সেল্ফ আইসোলেশনে পাঠিয়েছে।

    এছাড়া ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাদের টেস্টের ফল নেগেটিভ এসেছে। আগামী ২৪ জুন তারা লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন।

    ইংল‌্যান্ড সফরের আগে ২৯ জন ক্রিকেটারসহ মোট ৪৩ জনের দুই দফা করোনা টেস্ট করানোর পরিকল্পনা পিসিবির। প্রথম দফাতেই তিন ক্রিকেটার আক্রান্ত হলেন। সোমবার অলরাউন্ডার শোয়েব মালিক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুসের লাহোর ও পেশওয়ারের করোনা টেস্ট করানো হয়েছে। মঙ্গলবার তাদের ফল জানাবে পিসিবি। আগামীকালও চলবে ক্রিকেটারদের করোনা টেস্ট।

    ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ জুন উড়াল দেবে পাকিস্তান ক্রিকেট দল। করোনাভাইরাসের কথা মাথায় রেখে চার্টার্ড বিমানে যাবে পাকিস্তানের ৪৩ সদস্যের সেই বহর।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনার যুদ্ধে জয়লাভ করতে হবে : মাশরাফি

    করোনার যুদ্ধে জয়লাভ করতে হবে : মাশরাফি

    দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই মহামারির বিরুদ্ধে লড়ছেন মাশরাফি বিন মুর্তজা। সংসদ সদস্য হিসেবে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন নানাভাবে।

    তবে করোনার বিরুদ্ধে মাশরাফির যুদ্ধের ধরণ এখন বদলে গেছে। করোনা পজিটিভ হয়ে এখন তিনি প্রত্যক্ষভাবেই করোনার বিরুদ্ধে লড়ছেন।

    মাশরাফির চিকিৎসা আপাতত বাসাতেই চলছে। তবে চিকিৎসকদের কাছে পুরোনো শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি নিজেই। মাশরাফির পরিবারও চাইছে কিছু পরীক্ষা করাতে। সে জন্য যেকোনো সময়ে তাঁকে হাসপাতালেও যেতে হতে পারে। তবে এ নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আজ এক ফেসবুক স্ট্যাটাসে মাশরাফি স্পষ্ট করেছেন তাঁর অবস্থান-

    ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। …কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের সংবাদে আপনারা বিচলিত হবেন না।’

    মাঠের লড়াকু মাশরাফির এবারের যুদ্ধটা করোনাভাইরাসের বিরুদ্ধে। যে যুদ্ধ আসলে করছে গোটা বিশ্বের মানুষই। বাংলাদেশের সাবেক অধিনায়কের কন্ঠে সেই যুদ্ধ জয়ের ডাক-

    ‘সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে।’

    আল্লাহ সবার সহায় হোন।

    এদিকে বিসিবির মেডিকেল বিভাগ মাশরাফির নিয়মিত খোঁজখবর রাখলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানেই মাশরাফির চিকিৎসা চলছে।
    এ তথ্য দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

    এদিকে গুঞ্জন চলছে, চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে পারেন মাশরাফি।

    এ বিষয়ে গণমাধ্যমে দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, মাশরাফির চিকিৎসার ব্যাপারে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর আব্দুল্লাহ স্যার মাশরাফিকে দেখভাল করছেন।

    কিন্তু মাশরাফিকে হাসপাতালে নেয়া হবে এমন খবর জানা নেই বলে জানান দেবাশিষ চৌধুরী।

    তবে মাশরাফিকে নিয়ে বেশ চিন্তিত বিসিবির প্রধান চিকিৎসক।

    তিনি জানান, মাশরাফি অ্যাজমার রোগী। আর করোনা আক্রান্ত অ্যাজমা রোগীদেরই সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ আগে থেকে এসব রোগীর ফুসফুস দুর্বল হয়ে আছে। ওর বেলায় বিশেষ চিকিৎসা দরকার। তাই ওর চিকিৎসা ব্যবস্থা আব্দুল্লাহ স্যার দেখছেন।

    গতকাল রাত পর্যন্ত মাশরাফি ভালো ছিলেন জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মাশরাফির চিকিৎসায় প্রেসক্রিপশন পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর চিকিৎসক আব্দুল্লাহ স্যার। যেহেতু মাশরাফি একজন সংসদ সদস্য তাই তার বিষয়টি সেভাবেই দেখা হচ্ছে।

    মাশরাফির চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বলেছেন, হ্যাঁ, তার অ্যাজমার সমস্যা রয়েছে। এখনই ঘাবড়াবার কিছু নেই। তবে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া লাগতে পারে। এখন তিনি ভালো আছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মাশরাফির স্বাস্থ্যের অবনতি, নেয়া হচ্ছে হাসপাতালে

    মাশরাফির স্বাস্থ্যের অবনতি, নেয়া হচ্ছে হাসপাতালে

    বাংলাদেশের ক্রিকেটের সফলতম অধিনায় মাশরাফি বিন মর্তুজা এমপি করোনা পজিটিভ হয়েছেন গত শনিবার। গেলো দুই দিন শরীরে জ্বর বাড়েনি। কিন্তু আজ সোমবার (২২ জুন) সকাল থেকেই হঠাৎ করে বেড়েছে বুকে ব্যথা। ব্যথা বাড়ায় মাশরাফীকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

    প্রাথমিক অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেয়া কথা থাকলেও, সেখানে সিট খালি না থাকায় অন্য কোন প্রাইভেট হাসপাতালে নেয়া হবে সিদ্ধান্ত হয়েছে। এমনটাই জানিয়েছে অধিনায়কের বন্ধু সৌমেন চন্দ্র বসু। মাশরাফীর এজমার সমস্যা পুরানো। যে কারণে বুকে ব্যথা বেড়েছে। তাই চিকিৎসক পরামর্শ দিয়েছেন টেস্ট করাতে। এই খবর লেখা পর্যন্ত মাশরাফী রাজধানীর হাসপাতালে ভর্তি প্রক্রিয়া চলছে।

    এর আগে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর শুক্রবার (২০ জুন) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফী।

    সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে এ দোয়া চেয়েছিলেন।

    সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দেয়া পোস্টে তিনি লেখেন, “আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

    আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।

    আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি।

    করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”

    এর আগে মাশরাফির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেন মাশরাফীর বন্ধু বাবুল। শুক্রবার বিকেল তিনটায় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মাশরাফীর করোনা পজিটিভ নিশ্চিত করা হয়।

    এদিকে মাশরাফীর অসুস্থ্যতায় শুভকামনা জানিয়েছেন, বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পাকিস্তানের ধারা ভাষ্যকার রমিজ রাজা, তাঁর সতীর্থ খেলোয়াড় মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

    রোববার (২১ জুন) ক্রীড়া প্রতিমন্ত্রী সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে লিখেছেন, ‘মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসো আমাদের সকলের প্রিয় মাশরাফী। দোয়া করি আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে ভালো রাখুন। আমিন।’

    পাকিস্তানের ধারা ভাষ্যকর রমিজ রাজা টুইটারে লিখেছেন, করোনা থেকে মুক্তির জন্য মাশরাফীর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

    শনিবার (২০ জুন) সন্ধ্যায় সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মুশফিক ও তাসকিন এ শুভকামনা জানান।
    মুশফিক তার পেজে লিখেছেন, তুমি সবসময় চ্যাম্পিয়ন। এবং আল্লাহ চাইলে তুমি এই প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠবেন। কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে। দেশের জন্য তোমাকে প্রয়োজন জনাব এমআর১৫।

    তাসকিন তার পেজে লিখেছেন, তুমি সকল যুদ্ধে জিতেছ। এই যুদ্ধেও জিতবে। শক্ত থাকো ভাই।

    ২৪ ঘণ্টা/এম আর

  • এক দিনে তিন ক্রিকেটার করোনা আক্রান্ত

    এক দিনে তিন ক্রিকেটার করোনা আক্রান্ত

    মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) থাবা দিন দিন বিস্তৃত হচ্ছে। এতে আক্রান্ত হচ্ছে নানা শ্রেণি-পেশার মানুষ। এবার ক্রিকেটাঙ্গনে থাবা বসিয়েছে প্রাণঘাতী ভাইরাসটি। একদিনেই আক্রান্ত হয়েছেন জাতীয় দলের বর্তমান-সাবেক তিন ক্রিকেটার।

    শনিবার সকালে খবর আসে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত। দুপুরে খবর পাওয়া গেল নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দেহেও মিলেছে করোনা ভাইরাস। আর সন্ধ্যায় খবর এলো জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত। এর আগে ক্রিকেটার আশিকুর রহমান ও সজিব দাস আক্রান্ত হয়েছেন বলে খবর এসেছে।

    বাংলাদেশে বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রথম উপস্থিতি শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যায় যোগ হচ্ছে নতুন মাত্রা। সারা বিশ্বের পাশাপাশি প্রতিদিন বাংলাদেশেও মারা যাওয়া এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে।

    মাশরাফির করোনা ফলাফল পজিটিভ আসে শুক্রবার। তবে বিষয়টি গণমাধ্যমে প্রচারে আসে শনিবার। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি সুস্থ আছেন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

    সূত্র জানায়, গত কয়েকদিন তার শরীরে জ্বর ছিল। তাই গত ১৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। পরে শুক্রবার ফলাফলে করোনা পজিটিভ শনাক্ত হয়।

    এর আগে গত ১৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে মাশরাফির শাশুড়ি হোসনেয়ারা সিরাজের শরীরে করোনা শনাক্ত হয়।

    নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হলেও শারীরিকভাবে এখনো সুস্থ রয়েছেন। তিনি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই। তামিম ইকবাল করোনা মহামারির শুরু থেকেই দুস্থদের জন্য কাজ করে যাচ্ছেন। তার বড় ভাই নাফিস ইকবালও মানুষের পাশে দাঁড়িয়েছেন।

    জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর শরীরে গত সপ্তাহে করোনার উপসর্গ দেখা দেয়। গত বুধবার করোনা পরীক্ষা করিয়ে আজ দুপুরে তার করোনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হয়। এখন তিনি নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তার বাবা-মাও করোনা পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ‘আমার জন্য দোয়া করবেন,যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি’

    ‘আমার জন্য দোয়া করবেন,যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি’

    মহামারী করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সফলতম অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

    শনিবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুকে মাশরাফি লেখেন- আজকে আমার করোনা রেজাল্ট পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

    আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরও সতর্ক হতে হবে। সবাই ঘরে থাকুন, বিনা প্রয়োজনে বের না হই।
    আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি এবং প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলছি।

    করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

    শনিবার বিকালে মাশরাফির করোনা আক্রান্তের খবর নিশ্চিত করে তার মামা নাহিদুর রহমান বলেছেন, প্রথম নমুনা পরীক্ষায় এমপি মাশরাফির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। মাশারাফি এখন তার ঢাকার বাসায় রয়েছে।

    মাশরাফির করোনা আক্রান্তের খবর শুনে নিজের অফিসিয়াল ফেসবুকে জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন লেখেন- মাশরাফি ভাই কোভিড-১৯ আক্রান্ত। প্রত্যেকেই ওনার সুস্থতার জন্য দোয়া করুন।

    সাব্বির রহমান ছাড়াও মাশরাফির জন্য দোয়া চেয়ে টুইট করেছেন, জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন ও ইমরুল কায়েস।

    করোনার বিরুদ্ধে শুরু থেকেই যুদ্ধ করছিলেন মাশরাফি। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রবল চিত্তে। সংসাদ হওয়ার কারণে এমনিতেই অনেক দায়িত্ব তার কাঁধে। ব‌্যক্তিগত সাহায্যের পাশাপাশি চিকিৎসা খাতে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ। এজন‌্য দুই দফায় গিয়েছিলেন নড়াইলে। পাশাপাশি নিজের পছন্দের ব্রেসলেট নিলামে তুলে সেখান থেকে পাওয়া ৪২ লাখ টাকা মানুষের জন‌্য ব্যয় করেছেন। নিজের প্রতিষ্ঠিত নড়াইল ফাউন্ডেশনের কার্যক্রম চলছে করোনার শুরু থেকেই।

    ২৪ ঘণ্টা/এম আর