Category: খেলা

  • ১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি

    ১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি

    বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। কমিউনিটি ট্রান্সমিশনের কারণে ভাইরাসের গতিরোধ করা অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে আক্রান্তদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজন বড় অঙ্কের অর্থ সহায়তা।

    সেই ভাবনা থেকেই নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম। জাতীয় দলের অধিনায়ক থাকাকালে ২০১৩ সালে দেশের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক। গল টেস্টের সেই ইনিংসে মুশফিক যে ব্যাট দিয়ে কিনেছিলেন, তা তোলা হয়েছিল নিলামে। সেই ব্যাট কিনে নিয়েছে পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির গড়া শহীদ আফ্রিদি ফাউন্ডেশন।

    ভুয়া বিডিংয়ের কারণে কিছুটা ঝক্কি-ঝামেলা পোহাতে হলেও ব্যাটটির নিলাম সম্পন্ন হয়েছে। প্রায় ১৭ লাখ (১৬ লাখ ৮০ হাজার) টাকায় ব্যাটটি বিক্রি হয়েছে নিলামে, যার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৬ লাখ টাকা। গত ১০ মে রাতে মুশফিকের ব্যাটের নিলাম শুরু হয়। ব্যাট বিক্রির পুরো অর্থই করোনাভাইরাস মোকাবেলায় কাজে খরচ করা হবে।

    ২০১৩ সালে গল টেস্টে ঐতিহাসিক এক কীর্তি করে বসেছিলেন মুশফিকুর রহিম। দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর তিনি হাঁকিয়েছেন আরও একটি ডাবল সেঞ্চুরি। কিন্তু গলের সেই ২০০ রানের ইনিংস স্বভাবতই বিশেষ কিছু হয়ে আছে। বিশেষ কিছু হয়ে আছে সেই ব্যাটটিও, যে ব্যাট দিয়ে ২০০ রানের ইনিংসটি সাজিয়েছিলেন মুশফিক। প্রিয় ও ঐতিহাসিক সেই ব্যাটটিই তিনি তোলেন নিলামে।

    যদিও ভুয়া বিডিংয়ে নিলাম একপর্যায়ে স্থগিত করা হয়। নিলাম শুরুর পরপরই চড়া মূল্য হাঁকাচ্ছিলেন বেনামী ভুয়া বিডাররা। সংশোধিত তথ্য হালনাগাদের পর আবারো বেনামী ও নীল সিনেমার তারকাদের নামধারী বিডাররা দর হাঁকাতে থাকেন। এতে ব্যাটের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কর্তৃপক্ষ বাধ্য হয়ে ব্যাটের নিলাম স্থগিত করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মসজিদে নামাজ পড়া অবস্থায় সোমালিয়ার সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

    মসজিদে নামাজ পড়া অবস্থায় সোমালিয়ার সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

    করোনাভাইরাসের এই সংকটের মুহূর্তে দুঃসংবাদ সোমালিয়ার ক্রীড়াঙ্গনে। দেশটির জাতীয় দলের সাবেক গোলরক্ষক আব্দিওয়ালি ওলাদ কনইয়ারেকে মসজিদের ভেতর গুলি করে হত্যা করা হয়েছে।

    দেশটির ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী মোগাদিসু থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে আফগুয়ে শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ঘটনার সময় আব্দিওয়ালি মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন।

    আব্দিওয়ালি ওলাদ ২০১৫ সালে ফুটবল থেকে অবসর নেন। তারপর শুরু করেন কোচিং ক্যারিয়ার। ৩৯ বছর বয়সী আব্দিওয়ালি বর্তমানে সোমালিয়া যুব দলের গোলকিপার কোচ হিসেবে কাজ করছিলেন। তিনি সিএএফ ‘বি’ কোচিংয়ের লাইসেন্সও পেয়েছিলেন।

    ২৪ ঘন্টা/এম আর

  • সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যুর পরেও ফুটবল প্রেমিদের সুখবর শোনালেন জার্মানি

    সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যুর পরেও ফুটবল প্রেমিদের সুখবর শোনালেন জার্মানি

    ২৪ ঘণ্টা খেলাধুলা ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যুর পরেও ফুটবল প্রেমিদের জন্য সুখবর শোনালেন জার্মানি। দেড় লক্ষেরও বেশি আক্রান্ত হওয়ার পরেও দেশে ফুটবল ফেরাতে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিল হিটলারের দেশ।

    শিথিলতা জারি হওয়ায় লকডাউনের ধাক্কা সামলে সেদেশের সরকার জানিয়েছিল খুব শীঘ্রই দেশে ফিরতে চলেছে ফুটবল। দেশের ফুটবল সংস্থাকে মে’র মাঝামাঝি প্রিমিয়র ডিভিশন লিগ শুরুর অনুমতি দেওয়া হয়। সেই অনুমতি মোতাবেক বুন্দেসলিগা পুনরায় চালুর নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করল জার্মান ফুটবল লিগ।

    আগামী ১৫ মে শুক্রবার থেকে ফের শুরু হতে যাচ্ছে জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগা। খেলা শুরু করার জন্য দেশটির শীর্ষ লিগ বুন্দেসলিগা ও দ্বিতীয় লিগ বুন্দেসলিগা ২ এর ৩৬ ক্লাবকে নির্দেশনা দিয়েছে দ্য জার্মান ফুটবল লিগ (ডিএফএল)। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    গত সপ্তাহ থেকে খেলোয়াড়রাও অনুশীলন করছেন নিয়মিত। অপেক্ষা ছিল সরকারী সিদ্ধান্তের। অবশেষে তাও মিলেছে।

    রয়টার্স জানিয়েছে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল টেলিকনফারেন্সে রাজ্য নেতাদের সঙ্গে আলোচনার পর ১৫ মে থেকে লিগ শুরুর অনুমতি দিয়েছেন। তবে খেলা হতে হবে বন্ধ দরজায় দর্শকশূন্য মাঠে। আর সব ম্যাচ এবং লিগ শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়-স্টাফের করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক।

    কিন্তু এরমধ্যেই দুই বিভাগের ৩৬ ক্লাবের ১ হাজার ৭২৪ জনের পরীক্ষার পর ১০ জনের কভিড-১৯ পজিটিভ ফলাফল এসেছে। তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

    দুই প্রতিবেশী দেশ নেদারল্যান্ড এবং ফ্রান্স যখন ঝুঁকি এড়িয়ে মাঝপথেই লিগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, তখন ১৫মে থেকে ফের শুরু হচ্ছে বুন্দেসলিগা। তবে ম্যাচগুলি অবশ্যই ক্লোজ-ডোর অনুষ্ঠিত হবে।

    বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড সহ বুন্দেসলিগার অন্যান্য ক্লাবগুলি দলের ফুটবলারদের কার্যত নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা এবং পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। তাই ফুটবলারদের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই বলেই জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

    এদিকে কোভিড ধাক্কা জার্মানি যেভাবে সামলেছে, তুরস্কও তাদের সমকক্ষ। তাইতো জার্মানদের সিদ্ধান্ত থেকে অনুপ্রেরণা পাচ্ছে দেশটি। নিজেদের ফুটবল লিগের স্থগিতাদেশ তুলে নিতে পারে যেকোনো দিন। শুধু তাই নয়, ইউরোপিয়ান ফুটবল পিপাসুদের অন্যতম আগ্রহের আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের ব্যাপারেও ইতিবাচক তুরস্ক।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • আমি করোনা মুক্ত, ঘোষণা ইতালির তারকা ফুটবলার দিবালা’র

    আমি করোনা মুক্ত, ঘোষণা ইতালির তারকা ফুটবলার দিবালা’র

    ২৪ ঘণ্টা খেলাধুলা ডেস্ক : ইতালির তারকা ফুটবলার পাওলো দিবালা ইনস্টাগ্রামে একটি আনন্দদায়ক ছবি পোস্ট করে লেখেন, ‘আমার মুখটি সব কিছুই বলে দিচ্ছে, আমি শেষ পর্যন্ত প্রাণঘাতী কোভিড-১৯ থেকে মুক্ত হতে পেরেছি।

    তিনি আরও বলেন, কখনই ভাবেননি যে তিনি খেলাটি এতটা মিস করবেন এবং তাঁর বাড়ির সীমানার বাইরে প্রশিক্ষণের জন্য আগ্রহী, যা এখন তা করার সুযোগ পাবেন।

    বুধবার নিজেই এ কথা জানিয়েছেন জুভেন্তাস স্ট্রাইকার। ছয় সপ্তাহেরও বেশি অপেক্ষা করার পরে আর কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই বলে জানা গেছে।

    এদিকে দিবালা যখন করোনা মুক্ত ঠিক তার আগে থেকেই অনুশীলন শুরু করেছে জুভেন্টাস। করোনা আতঙ্ক কাটিয়ে মঙ্গলবার থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে জুভেন্টাস৷ সামাজিক দুরত্ব মেনেই আলাদা আলাদাভাবে অনুশীলন করছেন ক্লাবটির ফুটবলাররা।

    ক্লাবের ক্লাবের অফিসিয়াল টুইটারে এ খবর দেওয়া হয়েছে। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালি পৌঁছালেও তাকে রাখা হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। এরপরই অনুশীলনে নামবেন সিআর সেভেন।

    রোনাল্ডো প্র্যাকটিসে না-থাকলেও প্রথম দিন থেকেই অনুশীলনে নেমে পড়লেন অধিনায়ক জর্জিও চিলেনি ও লিওনার্দো বুনুচ্চি। সকলেই ফেস মাস্ক পরেই ক্লাবে পৌঁছন। এই দু’জন ছাড়াও অনুশীলনে যোগ দেন অ্যারন রামসে, জুয়ান কুয়াদ্রাদো, মাতিয়া ডি সিগ্লিও, ফেডারিকো বার্নার্ডেসি এবং ড্যানিয়েল রুগানি৷

    কিছুদিনের মধ্যেই জুভেন্তাসের দুই তারকা ফুটবলার মাঠে নামবেন৷

    গত মার্চ থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে চারবার পজিটিভ রিপোর্ট আসে পাওলো দিবালার। তবে দেড় মাস পর বুধবার করোনা নেগেটিভ এসেছে আর্জেন্টিনার তারকা এ ফরোয়ার্ডের। ব্যাপারটি নিজেই জানিয়েছেন তিনি।

    এদিকে জুভেন্টাস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন আর দিবালাকে কোয়ারেন্টিনে থাকাতে হবে না। এখন তিনি পুরোপুরি করোনা মুক্ত। প্রটোকল অনুসারে, পাওলো দিবালা কোভিড-১৯ এর জন্য ডায়াগনস্টিক টেস্টের ডাবল চেক হয়েছে। দু’বারই নেগেটিভ এসেছে। সুতরাং দিবালা সুস্থ হয়ে উঠেছে এবং আর তাকে হোম আইসোলেশনে থাকবে হবে না।’

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য ২০ লাখ টাকায় সাকিবের ব্যাট বিক্রি

    করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য ২০ লাখ টাকায় সাকিবের ব্যাট বিক্রি

    ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দুই সেঞ্চুরি এবং পাঁচ হাফ সেঞ্চুরিসহ তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান। আরও অনেক স্মরণীয় স্মৃতি যে ব্যাটকে ঘিরে, সেটি মহৎ এক উদ্দেশ্যে নিলামে তুলে দেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার।

    বুধবার (২২ এপ্রিল) ভিত্তিমূল্য ৫ লাখ টাকা দিয়ে শুরু হওয়া নিলাম শেষ পর্যন্ত ঠেকেছে ২০ লাখ টাকায়। সবচেয়ে বেশি বিড করে ব্যাটটি কিনে নিয়েছেন রাজ নামের একজন প্রবাসী। তিনিও যুক্তরাষ্ট্রেই থাকেন।

    সাড়ে আট ঘন্টার নিলামে সর্বোচ্চ ২০ লাখ টাকা দাম হাঁকিয়েছেন এই প্রবাসী, তাতে হয়ে গেছেন সাকিবের মহামূল্যবান এই ব্যাটের মালিক। ব্যাট বিক্রির এই টাকা পুরোটাই জমা হবে সাকিব আল হাসানের ফাউন্ডেশনে। সেখান থেকে করোনায় ক্ষতিগ্রস্থ বাংলাদেশের অসহায় দরিদ্রদের জন্য ব্যয় করা হবে।

    এই ব্যাটের বিশেষত্ব হলো, ২০১৯ সালের পুরো বিশ্বকাপটা এই ব্যাট দিয়েই খেলেছেন সাকিব। যেখানে ৮ ম্যাচে ২ সেঞ্চুরিসহ বাংলাদেশের হয়ে রেকর্ড ৬০৬ রান করেন তিনি। এছাড়া আগে-পরে সবমিলিয়ে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব।

    সাকিবের ব্যাটের নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অকশনের সঙ্গে আজ রাতে লাইভে এসে সাকিব আল হাসান জানালেন, এই ব্যাটটা তার অন্যতম নয়, সবচেয়ে প্রিয় ব্যাট। তার সবচেয়ে প্রিয় ব্যাটটিকেই করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য নিলামে দিলেন, যাতে সেটা বিক্রি করে অসহায় মানুষকে সাহায্য করতে পারেন।

    সে সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন, বাংলাদেশের মানুষ করোনার কারণে এখন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। করোনার এই ভয়াবহ পরিস্থিতি যত দ্রুত কাটিয়ে সাধারণ মানুষ হাসতে পারবে, সে হাসিটাই হবে তার সবচেয়ে প্রিয়। নিজের প্রিয় ব্যাটটা বিক্রি করে তিনি সাধারণ মানুষের হাসিটাই দেখতে চান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ইমরুলের পিতা সড়ক দূর্ঘটনায় নিহত

    ইমরুলের পিতা সড়ক দূর্ঘটনায় নিহত

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬০ বছর।

    বানি আমিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার (১৯ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরুলের মামাতো ভাই রনি। জানা যায়, আজ রাতেই তাকে নিজ বাড়ি মেহেরপুর সদর উপজেলার উজুলপুরে নিয়ে যাওয়া হবে। আর দাফন সম্পন্ন হবে সোমবার।

    উল্লেখ্য, এর আগে গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে আলমসাধুর (ইঞ্জিনচালিত যানবাহন) ধাক্কায় বানি আমিন বিশ্বাস গুরুতর আহত হন। পরে তাকে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা’য় অসহায়দের সেবায় নিজের প্রিয় দ্বিশতক ব্যাট নিলামে তুললেন মুশফিক

    করোনা’য় অসহায়দের সেবায় নিজের প্রিয় দ্বিশতক ব্যাট নিলামে তুললেন মুশফিক

    ২৪ ঘণ্টা ক্রীড়া ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাসে লকডাউনে ঘরবন্দি দেশের অসহায় মানুষের পাশে এবার বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

    করোনা পরিস্থিতিতে কাজ না থাকায় অসহায় হয়ে পড়া খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাড়িয়েছেন বাংলাদেশের উইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

    এবার নিজের প্রিয় ও ঐতিহাসিক দ্বিশতক হাঁকানো সেই ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন তিনি। নিলাম থেকে পাওয়া অর্থ তিনি অসহায়-দুস্থদের সহায়তায় ব্যয় করবেন।

    ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলামে ভালো সাড়া পেলে, দুস্থদের সহায়তায় আরো কিছু স্মারক নিলামে তুলবেন মুশফিকুর রহিম।

    বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটসম্যান ধরা হয় এ মুশফিকুর রহিমকে। দেশের টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিও এসেছিল তার ব্যাট থেকে। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তিনি লিখেছিলেন সেই ইতিহাস।

    এরপর আরো দুটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। কিন্তু প্রথম দ্বিশতক হাকানো ব্যাটটি বরাবরই তাঁর প্রিয়। অসহায়দের জন্য কিছু করার প্রত্যয়ে এবার তার সে প্রিয় ব্যাটটি নিলামে তুলনেন।

    এর আগেও জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজের বেতনের অর্ধেকটা অনুদান তহবিলে জমা দিয়েছিলেন মুশফিক। এছাড়া বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ২০০ পিপিই, ২০০ গ্লাভস ও ২০০ মাস্কও পাঠান তিনি।

    মুশফিক ছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় অসহায়দের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

    মানবতার জয়গান তুলে সেবায় নিয়োজিত রয়েছেন ড্যাশিং ওপেনার দলনায়ক তামিম ইকবা।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • দ্বিতীয়বার বাবা হচ্ছেন সাকিব

    দ্বিতীয়বার বাবা হচ্ছেন সাকিব

    সুখবর দিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘরে আসছে নতুন অতিথি।

    জনপ্রিয় এই অলরাউন্ডার ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজের মাধ্যমে দিয়েছেন এই খবর। যদিও দ্বিতীয় সন্তান সাকিব-শিশিরের কোলে চলে এসেছে নাকি এখনো অনাগত অতিথি, সেই ধোঁয়াশা অবশ্য পরিস্কার করেননি সাকিব!

    একটু বৈচিত্র্য রেখেই সাকিব জানিয়েছেন দ্বিতীয়বার বাবা হওয়ার খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আপলোড করেছেন কন্যা আলাইনা হাসান অব্রির উচ্ছ্বাসভরা চেহারার একটি ছবি, যেখানে আলাইনার হাতে একটি ছোট শিশুর জামা যাতে লেখা রয়েছে- ‘বাড়িতে স্বাগতম’।

    সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন- ‘বিগ সিস্টারহুড’ (আলাইনার বড় বোন হওয়া নির্দেশ করে)।

    ২০১২ সালের বিয়ে করে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালে নিজেদের প্রথম সন্তান জন্ম দেন। বর্তমানে স্ত্রী-সন্তানের সাথে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় করোনাভাইরাসের শঙ্কা এড়াতে নিয়ম অনুযায়ী তাকে থাকতে হয়েছিল ১৪ দিনের কোয়ারেন্টিনে।

    কোয়ারেন্টিন শেষ করে সম্প্রতি সাকিব পরিবারের সাথে যুক্ত হন। এর পরপরই দিলেন দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর।

  • ফের ছেলে সন্তানের বাবা হলেন জাতীয় তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ

    ফের ছেলে সন্তানের বাবা হলেন জাতীয় তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। খেলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও তারকা খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদের ঘরে এসেছে নতুন অতিথি।

    মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে নিজের ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করে বলা হয় আবারো ছেলে সন্তানের বাবা হয়েছেন তিনি।

    তবে পোস্টে তিনি নবজাতক কিংবা মায়ের ছবি তেয়নি। হাসপাতালের রেজিস্ট্রির একটি ছবির পোস্ট করে তাতে তিনি জানিয়েছেন, গত রাতে তাদের দ্বিতীয় ছেলে সন্তান জন্ম নিয়েছে। নতুন অতিথির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহমুদুল্লাহ।

    পোস্টে সন্তান জন্মের খবর দেয়ার পাশাপাশি আরবি ও ইংরেজিতে অর্থসহ একটি দোয়া লিখে দিয়েছেন। দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা ইন্না নাজ’আলুকা ফি নুহুরিহিম, ওয়া না’উজু বিকা মিন শুরুরিহিম।’

    Alhamdulillah, last night we are blessed with our second baby boy. Please keep him in your your prayers.

    اَللّٰهُمَّ إنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

    ২০১১ সালের ২৫ জুন জান্নাতুল কাওসার মিষ্টিকে বিয়ে করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০১২ সালের ৩ জুন তাদের ঘর আলো করে প্রথম পুত্র সন্তান মোহাম্মদ মাহরুজ উল্লাহ রাঈদের জন্ম হয়।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনায় বাতিল হল উইম্বলডন

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনায় বাতিল হল উইম্বলডন

    প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে এবার বাতিল হয়ে গেল টেনিসের সবচেয়ে মর্যাদাসম্পন্ন প্রতিযোগিতা ‘উইম্বলডন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের এমন ঘটনা ঘটলো টেনিসে।

    আগামী ২৯ জুন যুক্তরাজ্যে শুরু হওয়ার কথা ছিল এবারের উইম্বলডন। কিন্তু হাতে সময় থাকার পরও করোনার প্রকোপে আগেভাগেই বাতিল করে দেয়া হলো দুই সপ্তাহের এই টুর্নামেন্টটি।

    এর আগে যুক্তরাজ্যের তৃণমূল পর্যায়ের সব টেনিসও বাতিল করা হয়। বাতিল হয়েছে কুইন্স, ইস্টবোর্ন, নটিংহ্যাম, বার্মিংহামের সব টুর্নামেন্ট।

    আগামী ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে কোনো ধরনের পেশাদার টেনিস প্রতিযোগিতা হবে না বলে ঘোষণা দেয়া হয়েছে। করোনার প্রকোপ না কমলে এই সময়টা আরও বাড়তে পারে।

    এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৭৪ জনে। মারা গেছেন ২ হাজার ৩ ৫২ জনে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫ জন।। সারা বিশ্বের আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জন। মারা গেছেন ৪৭ হাজার ২৪১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন।

  • অসহায়দের পাশে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’

    অসহায়দের পাশে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’

    সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বরাবরই হৃদয় কাঁদে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। নিজের ব্যাট, জার্সি বিক্রি করে তা অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছেন আগেই। এবার নিজেই একটি ফাউন্ডেশন গঠন করলেন সাকিব আল হাসান। যার নাম তিনি দিয়েছেন ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’

    সাকিবের মিশন ‘মিশন সেইভ বাংলাদেশ’। করোনাভাইরাসের ভয়াবহতায় গোটা বাংলাদেশ রয়েছে অঘোষিত লকডাউনে। বাইরে বের হতে পারছেন না কেউই। এতে করে বড় বিপদে পড়েছেন নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষেরা।

    বাংলাদেশের জাতীয় দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দাঁড়িয়েছেন এই সুবিধাবঞ্চিত মানুষদের পাশে। ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নামে প্রতিষ্ঠিত এই সগঠনটির যাত্রা হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে।

    এ নিয়ে সাকিব আল হাসান তার ফেসবুক ফ্যান পেজে লিখেছেন, ‘সারাদেশ আজ লড়ছে একটি মহামারীকে রুখতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

    এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবার জন্য। এর ধারা অনুযায়ী ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’র সর্বপ্রথম সহায়তা যাচ্ছে ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামক একটি উদ্যোগে।

    ‘মিশন সেইভ বাংলাদেশ’ করোনাভাইরাসের প্রভাবকে মোকাবিলা করতে দ্য ডেইলি স্টার, Sheba.xyz এবং সমকালের একটি যৌথ উদ্যোগ। এই প্রোজেক্টটির উদ্দেশ্য হলো করোনাভাইরাসের কারণে প্রভাবিত নিম্নআয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষদের জীবিকার যোগান দেওয়া। এ পর্যন্ত ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে এই প্রকল্পটি এবং এই সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে। আসুন, সবাই মিলে একসাথে লড়ি, একসাথে বাঁচি। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।

  • সরকার চাইলে মিরপুর স্টেডিয়াম কোয়ারেন্টাইনের জন্য দিবে বিসিবি

    সরকার চাইলে মিরপুর স্টেডিয়াম কোয়ারেন্টাইনের জন্য দিবে বিসিবি

    করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ হয়েছে কি না, তা জানার জন্য সন্দেহভাজনকে প্রথমে রাখা হয় কোয়ারেন্টাইনে। সন্দেহের মাত্রা কম হলে হোম কোয়ারেন্টাইনের কথা বলা হলেও যাদের দেহে করোনাভাইরাসের উপস্থিতি থাকার সম্ভাবনা প্রবল, নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষণ-উপসর্গ দেখা দেওয়ার আগপর্যন্ত তাদের রাখা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

    করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তাই কোয়ারেন্টাইনের বেশ গুরুত্ব রয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রয়োজন যথেষ্ট পরিমাণ আবাসস্থল, সংক্রমণের পরিমাণ বাড়লে যার ঘাটতি দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বিসিবি জানিয়েছে, কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার করা যেতে পারে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর একাডেমি। সরকার চাইলে এই দুই ভবনের সুবিধাদি কোয়ারেন্টাইনের জন্য উন্মুক্ত করে দিতে কোনো আপত্তি নেই দেশের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া সংস্থার।

    করোনাভাইরাসের কারণে বর্তমানে দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ। আইসিসি আগামী জুন পর্যন্ত তাদের সব ইভেন্ট স্থগিত করেছে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগও। যার ফলে মিরপুর স্টেডিয়ামে চিরায়ত ব্যস্ততা নেই। খেলোয়াড়-কোচ, কর্মকর্তা, গণমাধ্যমকর্মীদের আনাগোনা নেই। ফাঁকা পড়ে আছে ক্রিকেটপাড়া।

    আর তাই মিরপুর স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহারের মাধ্যমে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসার ব্যাপারে ভাবছেন বিসিবির নীতিনির্ধারকরা। আনুষ্ঠানিকভাবে মিরপুর স্টেডিয়াম ও একাডেমিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্র ঘোষণার জন্য বিসিবি এখন সরকারের প্রয়োজন ও চাহিদার দিকে নজর রাখছে।

    পার্শ্ববর্তী দেশ ভারতে ইডেন গার্ডেনসসহ চারটি স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এবার সেই পথে হাঁটল বিসিবিও। ইতিপূর্বে রাজশাহী বিভাগের তিনটি স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত রাখা হয়েছে, যদিও রাজশাহীতে এখনো করোনাভাইরাসের প্রাদুর্ভাব দৃশ্যমান হয়নি।