Category: খেলা

  • করোনায় মারা গেলেন সোমালিয়ার বিখ্যাত খেলোয়াড় মুহাম্মদ ফারাহ’র

    করোনায় মারা গেলেন সোমালিয়ার বিখ্যাত খেলোয়াড় মুহাম্মদ ফারাহ’র

    প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সোমালিয়ার সাবেক লিজেন্ড ফুটবলার মুহাম্মদ ফারাহ।

    মঙ্গলবার লন্ডনের হাসপাতালে ৫৯ বছর বয়সী এই লিজেন্ড মারা গেছেন। খবর ঘানাম্যানস্পোটর্স’র।

    খবরে বলা হয়, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় করোনা ধরা পড়ে তার শরীরে।

    এরপর না ফেরার দেশে চলে যান তিনি। তার মৃত্যুতে কনফেডারেশন অব ফুটবল এবং সোমালিয়া ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে। এর আগে গত সপ্তাহে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

    জানা গেছে, সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

  • করোনা মোকাবিলায় ক্রিকেটারদের ৩০ লাখ টাকার তহবিল

    করোনা মোকাবিলায় ক্রিকেটারদের ৩০ লাখ টাকার তহবিল

    করোনা মোকাবিলায় এগিয়ে এলেন দেশের প্রথম সারির ক্রিকেটাররা। বেতন ভাতার ৫০ শতাংশ দিয়ে তহবিল গঠন করেছেন তারা। এখন পর্যন্ত তহবিলে জমা হয়েছে ৩০ লাখ ১৫ হাজার টাকা।

    নিজেদের এ উদ্যোগের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ক্রিকেটাররা। সেখানে একটা তালিকাও দেয়া হয়। বিভিন্ন সময় জাতীয় দলে খেলা ২৭ জন তাদের বেতন ভাতার অর্ধেক তহবিলে জমা দিয়েছেন।

    এর মধ্যে আছেন, মাশরাফী, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ সব তারকা ক্রিকেটার। ফেসবুক অ্যাকাউন্টে মুশফিকুর রহিম লিখেছেন, করোনার বিরুদ্ধে জিততে তাদের এ উদ্যোগ মোটেও যথেষ্ট নয়।

    তারপরও সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যদি তাদের সামর্থ্য অনুযায়ি এগিয়ে আসে তাহলে এ লড়াইয়ে যেতা সম্ভব। ২৭ জন ক্রিকেটারের পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার অনুরোধ করেন মুশফিক।

  • করোনা আতঙ্কে ১ বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক

    করোনা আতঙ্কে ১ বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক

    করোনাভাইরাস নিয়ে আতঙ্কের আবহে একবছরের জন্য অলিম্পিক পিছিয়ে দেওয়ার আবেদন করল জাপান। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার (International Olympic Committe) কাছে আবেদন করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। সাড়া দিয়েছে IOC। ২০২১ সালে টোকিওতে অনুষ্ঠিত হবে অলিম্পিক।

    চলতিবছর জুলাইয়ে জাপানের টোকিও শহরে অলিম্পিক হওয়ার কথা ছিল। কিন্তু করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে অলিম্পিক নিয়ে দেখা গিয়েছিল আশঙ্কার মেঘ। এহেন পরিস্থিতিতে অলিম্পিক কমিটির প্রধান থমাস বেকের সঙ্গে বৈঠকে বসেন শিনজো আবে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, অলিম্পিক ১ বছর পিছিয়ে দেওয়ার আবেদন করেন জাপানের প্রধানমন্ত্রী।

  • করোনায় রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট সাঞ্জার মৃত্যু

    করোনায় রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট সাঞ্জার মৃত্যু

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

    শনিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পুত্র ফার্নান্দো সাঞ্জ। ফার্নান্দো বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে টুইটারে বলেন, ‘আমার বাবা মারা গেছেন। তার এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আমার দেখা অন্যতম দয়ালু, সাহসী ও কঠোর পরিশ্রম করা মানুষটি চলে গেলেন। পরিবার এবং রিয়াল মাদ্রিদ ছিল তার ভালোবাসা।’

    তিনি ১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা ১০ বছর ক্লাবের পরিচালক ছিলেন।

  • দেশে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ ঘোষণা

    দেশে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ ঘোষণা

    প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সবধরণের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন।

    বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা। বিশ্বের এক তৃতীয়াংশ দেশের গণ্ডি পেরিয়ে তা আছড়ে পড়েছে বাংলাদেশেও। স্বভাবতই আতঙ্কিত দেশের মানুষ। এর কালো ছায়া পড়েছে ক্রীড়াঙ্গনেও।

    পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) খেলা বন্ধ করে বিসিবি। এরই ধারাবাহিকতায় এবার সবধরণের ক্রিকেট বন্ধের ঘোষণা দিলেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান।

    তিনি বলেন, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মাঠে ক্রিকেট ফেরার সম্ভাবনা নেই। তাই অনির্দিষ্টকালের জন্য সবধরনের ক্রিকেট বন্ধ থাকছে।

    করোনা রুদ্রমূর্তি ধারণ করায় স্থগিত করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফরও। শুধু তাই নয়, আগামী মে মাসে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজও স্থগিত করার চিন্তা-ভাবনা করছে বিসিবি।

    ওই সময় ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে সফরে যাওয়ার কথা টাইগারদের। সেখানে ওডিআই সিরিজ শেষে ইংল্যান্ডের মাটিতে ৪টি টি-টোয়েন্টি খেলার কথা দুদলের। কিন্তু করোনার কারণে ইংল্যান্ডের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেটি না হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

  • না ফেরার দেশে ক্রিকেটার শফিউলের বাবা

    না ফেরার দেশে ক্রিকেটার শফিউলের বাবা

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার শফিউল ইসলামের বাবা জাহিদুর রহমান লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন অবস্থায়ই হঠাৎ করে শফিউলের বাবা জাহিদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। এরপর টানা দুই সপ্তাহ যাবত ভর্তি ছিলেন হাসপাতালে। বাবার অসুস্থতার কথা জেনে সিলেট থেকে সিরিজের মাঝপথেই ঢাকায় চলে আসেন শফিউল।

    বিগত ক’দিন যাবত ধরেই শফিউলের বাবা জাহিদুর ছিলেন লাইফ সাপোর্টে । আইসিইউতে থাকা অবস্থায়ই সোমবার (১৬ মার্চ) হার্ট এটাক করেন। এরপর অবস্থার আরো অবনতি হলে আজ (১৭ মার্চ) বিকেল তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    শফিউলের বাবার মৃত্যতে জাতীয় দলের ক্রিকেটাররা শোক প্রকাশ করেছেন। টাইগার পেসার রুবেল হোসেন নিজ ফেসবুকে শফিউলের বাবার মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেন। তিনি ছাড়াও প্রিমিয়ার লিগে খেলা অনেক ক্রিকেটারই শফিউলের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

  • ৩১ মার্চ পর্যন্ত ঘরোয়া, ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সব খেলা স্থগিত

    ৩১ মার্চ পর্যন্ত ঘরোয়া, ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সব খেলা স্থগিত

    আগামী ৩১ মার্চ পর্যন্ত ঘরোয়া ও ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সব খেলা স্থগিত বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। করোনাভাইরাস আতঙ্কের কারণে সোমবারদেশের সব খেলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

    সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করছে করোনাভাইরাস। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ছোঁয়াছে এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে।

    করোনাভাইরাসের কারণেই স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের অনেক খেলা ইতিমধ্যে স্থগিত হয়েছে। বন্ধ হয়েছে বেশকিছু টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজও।

    ছোঁয়াছে এই ভাইরাসে বিশ্বে প্রায় ৬হাজার মানুষেরমৃত্যুর খবর পাওয়া গেছে।আক্রান্ত হয়েছেন অসংখ্য মানুষ। যে কারণে বাড়তি সতর্ককতা হিসেবে অনেকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন।

    করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশ দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচ স্থগিত করা হলেও প্রিমিয়ার ফুটবল লিগ চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিলবাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

    অন্যদিকে করোনা আতঙ্কের মধ্যেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

    ১৫ মার্চ রোববারশুরু হয় ঢাকা প্রিমিয়ার লিগ। খেলা শুরুর দ্বিতীয় দিনেই ঘোষণাআসে করোনাভাইরাসের কারণে ঘরোয়া সব খেলা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত। ঢাকা প্রিমিয়ারলিগে অংশগ্রহনকারী দলগুলো একটি করে ম্যাচ খেলার পরই লিগ স্থগিত হয়ে যায়।

  • বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

    বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

    করোনাভাইরাসের আতঙ্কে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ স্থগিত করা হয়েছে। করাচিতে আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচটি। একই ভেন্যুতে টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ৫ এপ্রিল। টাইগারদের পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল ২৯ মার্চ।

    সারা বিশ্বে এখন করোনাভাইরাস আতঙ্ক। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালের মার্চের কোনো এক সময়ে এই স্থগিত হওয়া দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    এর আগে গত জানুয়ারিতে প্রথম দফায় পাকিস্তান সফর করে টাইগাররা। ওই সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে হেরেছিল। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

    এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আবার পাকিস্তান সফরে যায় বাংলাদেশ দল। দ্বিতীয় দফার সফরে বাংলাদেশ একটি টেস্ট ম্যাচে অংশ নেয়। এই ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল।

    বাংলাদেশে এখন পর্যন্ত ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সতর্কতা হিসেবে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুই সপ্তাহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। অন্যদিকে, ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

  • ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’ স্থগিত

    ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’ স্থগিত

    দেশে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর থেকেই পাল্টে গেছে দৃশ্যপট। থমকে যাচ্ছে অনেক কিছুই। একদিন আগেই স্থগিত হয়েছে মুজিব বর্ষের বিশেষ ক্রিকেট উৎসব। এবার স্থগিতের তালিকায় যোগ হলো ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষের’ এই আয়োজন আগামী ১ থেকে ১০ এপ্রিল ৩১ ডিসিপ্লিন নিয়ে হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল গেমস স্থগিতের ঘোষণা দিয়েছেন।

    গণমাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- অনেক খেলাই স্থগিত করতে হচ্ছে। বাংলাদেশ গেমসেও অনেক লোকসমাগম হবে। তাই এ সময়ে না করে পরে করলেই ভালো হবে। বিওএ এখন বসে সিদ্ধান্ত নেবে, ফের কবে গেমস করা যায়।’

    বাংলাদেশে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পরই গেমসের নবম আসর নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপরই গেমস নিয়ে এই নির্দেশনা দিলেন তিনি।

    ১ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গেমস উদ্বোধন করার কথা ছিল। প্রস্তুতির কাজ শুরু হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার গেমস স্থগিতের খবর এসেছে।

    বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা জরুরি সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই স্থগিত করা হয়েছে বাংলাদেশ গেমস। গোটা বিশ্বের মতোই করোনাভাইরাসের প্রভাব পড়ল দেশের ক্রীড়াঙ্গনে। আন্তর্জাতিক ইভেন্ট বাতিলের হিড়িক পড়েছে। এরইমধ্যে বাংলাদেশ গেমসও স্থগিত করতে বাধ্য হলেন আয়োজকরা।

    বিশ্বের অন্তত ১১৬টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ পর্যন্ত বিশ্বের এক লাখ ২৫ হাজার ৯৭২জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন চার হাজার ৬৩১ জন।

  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগারদের ইতিহাস

    জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগারদের ইতিহাস

    মিরপুরে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে এবারই প্রথম প্রতিপক্ষকে সব ম্যাচে হারাল টাইগাররা। এর আগে একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

    ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতেই হিমশিম খায় জিম্বাবুয়ে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১১৯ রান।

    দলের পক্ষে অর্ধ-শতক হাঁকান অভিজ্ঞ ওপেনার ব্রেন্ডন টেলর। ৪৮ বলের মোকাবেলায় ৫৯ রান করে অপরাজিত থাকেন তিনি, হাঁকিয়েছেন ৬টি চার ও ১টি ছক্কা। এছাড়া ৩৩ বলে ২৯ রান করে ক্রেইগ আরভিন।

    বাংলাদেশের পক্ষে দুই পেসার আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পান আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দারুণ শুরু পায় দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে। নাইম শেখকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে লিটন দাস যোগ করেন ৭৭ রান। ১১তম ওভারে নাইম বিদায় নেন ৩৪ বলে ৩৩ রান করে।

    তবে তাতে লিটনের দারুণ ব্যাটিং বাধাগ্রস্ত হয়নি। সৌম্য সরকারকে সঙ্গী করে দেখেশুনে খেলা লিটন পূর্ণ করেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। শেষপর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন, ৯ উইকেট ও ২৫ বল হাতে রেখেই।

    ৮টি চার হাঁকানো লিটন ৬০ রান করে অপরাজিত থাকেন, মোকাবেলা করেছেন ৪৫ বল। তার সঙ্গী সৌম্য ১৬ বলে ২০ রান করে জয়ীর বেশে মাঠ ছাড়েন।

    সংক্ষিপ্ত স্কোর

    টস: বাংলাদেশ

    জিম্বাবুয়ে ১১৯/৭ (২০ ওভার)
    টেলর ৫৯*, আরভিন ২৯, রাজা ১২
    আল-আমিন ২২/২, মুস্তাফিজ ২৫/২

    বাংলাদেশ ১২০/১ (১৫.৫ ওভার)
    লিটন ৬০*, নাইম ৩৩, সৌম্য ২০*
    এমপফু ২৭/১

    ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
    সিরিজ: বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।

  • করোনা:এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের খেলা স্থগিত

    করোনা:এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের খেলা স্থগিত

    করোনা ভাইরাস (কভিড-১৯) আতঙ্কের কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২১ ও ২২ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বুধবার (১১ মার্চ) মিরপুরে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

    করোনা ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ছে। ছোঁয়াছে এ ভাইরাসের কারণে পূর্ব নির্ধারিত খেলাগুলো স্থগিত হয়ে যাচ্ছে। ফুটবলসহ অন্যান্য অনেক ইভেন্টের বেশকিছু খেলা ইতিমধ্যেই স্থগিত হয়েছে।

    চলতি মাসেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপক্ষে বিশ্ব একাদশ ও অলস্টার এশিয়া একাদশের মধ্যে দুটি প্রীতি ম্যাচ ঢাকার মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কের কারণে এই ম্যাচ দুটি স্থগিত করল বিসিবি।

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২১ ও ২২ মার্চের প্রীতি ম্যাচই নয়,ম্যাচ উপলক্ষে অনুষ্ঠিতব্য ১৮ মার্চের কনসার্টও স্থগিত করা হয়েছে। যে কনসার্টে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমানের উপস্থিত হওয়ার কথা ছিল।

    প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৯টি দেশের মানুষ। ছোঁয়াছে এই ভাইরাসে আক্রান্ত তিনজন বাংলাদেশি রোগীর সন্ধান পাওয়া গেছে।

  • জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

    জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

    চলতি বছরের জুন মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার সেই বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে।

    সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১১ জুন। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১৯ জুন।

    প্রথম ম্যাচের ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

    সিরিজের প্রথম ম্যাচের আগে চট্টগ্রামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া। ১১ জুন শুরু হওয়া প্রথম টেস্ট শেষে দুই দল ঢাকায় পা রাখবে ১৬ জুন। ১৯ জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট।

    ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অজিদের। তবে সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে। ২০২১ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসে সিরিজটি খেলবে তারা।

    সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল অজিরা। চট্টগ্রাম টেস্টে হেরে গেলেও ঢাকায় সিরিজের প্রথম টেস্টে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের বীরত্বে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয় হয়ে আছে সেই টেস্ট। অস্ট্রেলিয়া জাতীয় দলের এবারের বাংলাদেশ সফরকে ঘিরে তাই কাজ করছে বাড়তি উন্মাদনা।

    একনজরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

    ১ম টেস্ট, ১১-১৫ জুন, চট্টগ্রাম
    ২য় টেস্ট, ১৯-২৩ জুন, ঢাকা