Category: খেলা

  • বিশ্বকাপ জয়ী যুবাদের ৮ মার্চ গণভবনে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

    বিশ্বকাপ জয়ী যুবাদের ৮ মার্চ গণভবনে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে আসা আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল প্রশংসা আর সংবর্ধনায় ভাসছে বেশ ভালোভাবে। দেশে ফিরে বিসিবির উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর যুবদলের অংশ হওয়া ৯ ক্রিকেটার আলাদা করে সংবর্ধিত হলেন বিকেএসপিতে। বিকেএসপির ৯ ছাত্রকে সংবর্ধনা অনুষ্ঠানেই এলো আরও বড় খবর। আগামী ৮ মার্চ গণভবনে সংবর্ধিত হবে বিশ্বজয়ী যুবারা।

    বিশ্বকাপ জয়ের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে ঘোষণা ছিল বেশ জাঁকজমকপূর্ণভাবে যুবদলকে দেওয়া হবে সংবর্ধনা। তবে সময় ও অন্যান্য দিক বিবেচনা করে কবে নাগাদ হতে পারে তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না।

    সাভারের বিকেএসপিতে আকবর, শামীম, মুরাদদের সংবর্ধনা অনুষ্ঠানে তারিখ নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, ‘তোমরা বড় হও। তোমাদেরকে এই দেশ এবং জাতি সম্মানিত করবে। যেখানেই যাচ্ছো তোমরা কিন্তু সম্মানিত হচ্ছো। তোমাদেরকে আরেকটি ভালো সংবাদ জানিয়ে রাখছি। আগামী ৮ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে আমাদের সেই আকবরবাহিনীকে সংবর্ধনা দেবেন নিজে উপস্থিত থেকে।’

    যুব দলের অধিনায়ক আকবর আলী ছাড়াও বিকেএসপিতে সংবর্ধিত হয়েছেন ৮ জন ক্রিকেটার। তারা হলেন হাসান মুরাদ, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম এবং আশরাফুল ইসলাম সিয়াম (স্ট্যান্ড বাই)।

    অনুষ্ঠানে আকবরদের প্রত্যেকের হাতে বিকেএসপির পক্ষ থেকে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও বিশেষ ব্লেজার তুলে দেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

  • ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ

    ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ

    জিম্বাবুয়েকে মিরপুর টেস্টে একেবারেই সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। প্রায় দেড় দিন হাতে রেখে ইনিংস ও ১০৬ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

    শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে ২৬৫ রানে বেঁধে ফেলে টাইগাররা। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সতীর্থরা যেখানে ব্যর্থ হয়ে ফিরেছেন, সেখানে রীতিমত একা লড়াই চালিয়ে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন দলটির অধিনায়ক ক্রেইগ আরভিন। বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহী এবং নাঈম হাসান নেন সমান ৪টি করে উইকেট।

    প্রতিপক্ষকে অলআউট করে ব্যাট করতে নামে স্বাগতিকরা। যেখানে প্রথম এবং একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি স্বাদ পান মুশফিকুর রহিম। একই সাথে তামিম ইকবালকে টপকে বাংলাদেশের হয়ে এ ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক বনে যান ডানহাতি এ ব্যাটসম্যান।

    পাশাপাশি ব্যক্তিগত নবম সেঞ্চুরি এবং অধিনায়ক হিসেবে মুমিনুল হকের প্রথম শতকের সাথে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের ফিফটি ছাড়ানো ইনিংসের উপর ভর করে ৫৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল।

    ম্যাচের তৃতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশ থেকে ২৯৫ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। তবে সুবিধা করতে পারেনি এবারও। সফরকারী শিবিরে শুরুতেই আঘাত হানেন নাঈম। শূন্য রানে ফেরান মাসভাউরে এবং টিরিপানোকে। এবারও প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন আরভিন, কিন্তু ৪৩ রানের মাথায় মুমিনুলের দুর্দান্ত এক থ্রোতে রান আউট হয়ে ফিরতে হয় তাকে।

    এরপর সিকান্দার রাজা ৩৭ ও মারুমা ৪১ রান করে আউট হলে দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে দুই ইনিংস মিলিয়েও এক ইনিংসে বাংলাদেশের তোলা ৫৬০ রান টপকাতে ব্যর্থ হওয়ায় ইনিংস এবং ১০৬ রানে ম্যাচ হারতে হয় জিম্বাবুয়েকে। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া নাঈম দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন।

    এ জয়ের ফলে টানা ৬ ম্যাচ পর সাদা পোশাকের ক্রিকেটে জয়ের দেখা পেল বাংলাদেশ দল। পাঁচ দিনের ক্রিকেটে টাইগারদের পরবর্তী মিশন পাকিস্তান।

    সংক্ষিপ্ত স্কোর:

    জিম্বাবুয়ে: প্রথম ইনিংস- ২৬৫/১০
    আরভিন ১০৭, মাসভাউর ৬৪, চাকাভা ৩০; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১, তাইজুল ২/৯০।

    দ্বিতীয় ইনিংস- ১৮৯/১০
    আরভিন ৪৩, রাজা ৩৭, মারুমা ৪১; নাঈম ৫/৮২, তাইজুল ৪/৭৮।

    বাংলাদেশ: প্রথম ইনিংস ৫৬০/৬ ডিক্লেয়ার
    মুশফিক ২০৩*, মুমিনুল ১৩২, শান্ত ৭১; লোভু ২/১৭০, তাসুমা ১/৮৫।

  • হরিণের চামড়ার উপর সৌম্যের আশীর্বাদ, পড়বেন শাস্তির মুখে!

    হরিণের চামড়ার উপর সৌম্যের আশীর্বাদ, পড়বেন শাস্তির মুখে!

    বিয়ের আশীর্বাদে হরিণের চামড়ার আসন বানিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। এবার পড়তে পারেন আইনি ঝামেলায়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানিয়েছে, অপরাধ প্রমাণিত হলে সৌম্যর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) কুমারী প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে সাতপাকের বন্ধনে জড়াবেন সৌম্য। তার আগে গত ২১ ফেব্রুয়ারি তার আশীর্বাদ সম্পন্ন হয়। আশীর্বাদ অনুষ্ঠানে তাকে এবং তার পরিবারের সদস্যদের একটি হরিণের চামড়ার ওপর বসে এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকটি ছবি প্রকাশ হয়।

    এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এদিকে সাতক্ষীরায় বেশ কয়েকজন সংবাদমাধ্যমকর্মী জানিয়েছেন, তারা সৌম্য সরকারের বাড়ির দেয়ালে হরিণের একটি মাথাও ঝুলন্ত অবস্থায় দেখেছেন।

    বিষয়গুলো সামনে আসার পর সৌম্য সরকারকে নিয়ে ফেসবুকে রিরূপ মন্তব্য করেন তার ভক্তরা। কেউ কেউ এটাকে বাড়াবাড়ি বলেও উল্লেখ করছেন।

    কেননা, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা ৬ অনুযায়ী, লাইসেন্স ও পারমিট প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কারো কাছে কোনো বন্যপ্রাণী, বন্যপ্রাণীর অংশ পাওয়া যায় অথবা তা থেকে উৎপন্ন দ্রব্য ক্রয়, বিক্রয়, আমদানি-রপ্তানি করেন আর যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ এক বছরের সাজা অথবা ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে তিন বছরের সাজা অথবা সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা।

    সে হিসেবে অনেকে সৌম্য সরকারের অপরাধ যদি সত্যি হয়; তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে অনেক মন্তব্য করেছেন। তারা উদাহরণ হিসেবে ভারতে সালমান খান, আর্জেন্টিনায় ম্যারাডোনাকে সামনে নিয়ে আসছেন। তারা এ ধরনের অপরাধে জেল খেটেছেন।

    এ বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি ওই চামড়া পূর্বপুরুষদের হাত বদল হয়ে তাদের কাছে এসেছে। বিয়ের আশীর্বাদে এভাবে চামড়ার ব্যবহার তাদের পারিবারিক ঐতিহ্য। এই চামড়াটাও অনেক পুরনো। তারপরেও জাতীয় পর্যায়ের একজন খেলোয়াড় হিসেবে এটা করা তাদের উচিৎ হয়নি।

    তবে হরিণের চামড়া ইস্যুতে শক্ত অবস্থানে বন বিভাগ। তারা এ বিষয়ে কোনরকম ছাড় দিতে নারাজ।

    এ বিষয়ে জানতে চাইলে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এস এম জহির উদ্দিন আকন জানান, তথ্য পেয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বন বিভাগ। প্রাথমিক কিছু তথ্যও পাওয়া গেছে। দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

  • মুশফিক-মমিনুল-নাঈমে মিরপুর টেস্ট বাংলাদেশের দখলে

    মুশফিক-মমিনুল-নাঈমে মিরপুর টেস্ট বাংলাদেশের দখলে

    মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। ম্যাচের তৃতীয় দিনে মুমিনুল হকের শতকের সাথে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির পর নাঈম হাসানের স্পিন বিষে চালকের আসে স্বাগতিকরা। জিম্বাবুয়ের বিপক্ষে ২৮৬ রানে লিড নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ দল।

    মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে গুঁটিয়ে যায় জিম্বাবুয়ে। পরে ম্যাচের দ্বিতীয় দিন ৩ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে টাইগাররা। তৃতীয় দিনে আজ (সোমবার) মুমিনুল ৭৯ এবং মুশফিক ৩২ রান নিয়ে আবার ব্যাট করতে নামেন।

    দিনের শুরুর দিকেই ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। ১৫৬ বলে ক্যারিয়ারের নবম এবং অধিনায়ক হিসেবে প্রথম শতক পূরণ করা বাঁহাতি এ ব্যাটসম্যান ১২টি চার হাঁকান। ৩৫২ রানে লাঞ্চ বিরতিয় যায় বাংলাদেশ। দুপুরের খাবার সেরে এসে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকও। ১০০ রানের কোটা পূরণ করতে ১৬০টি বল ব্যবহার করেন তিনি।

    এরপর খানিক ছন্দপতন হয় বাংলাদেশ শিবিরে। ১৩২ রানে থাকা মুমিনুল আউট হলে ভাঙে চতুর্থ উইকেটে দুজনের ২২২ রানের পার্টনারশিপ। খানিক পর মিঠুনও ১৭ রান করে ফিরে গেলে মুশফিককে সঙ্গ দেন লিটস দাস। টেস্ট মেজাজে ব্যাটিং করা লিটন নিজের অর্ধশতকের দেখা পেয়েছেন ৯৩ বলে।

    ফিফটির স্বাদ পাওয়া লিটন ৫৩ রানে সাজঘরে ফেরার পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। প্রথম এবং একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসবে টেস্টে তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন মুশফিক। একই সাথে তামিম ইকবালকে টপকে বাংলাদেশের হয়ে এ ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক বনে যান ডানহাতি এ ব্যাটসম্যান।

    মুশফিকের দ্বিশতকের পর ৬ উইকেটে দলীয় ৫৬০ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল। যেখানে মুশফিক ২০৩ এবং তাইজুল অপরাজিত থাকেন ১৩ রান নিয়ে।

    শেষ বিকেলে বাংলাদেশ থেকে ২৯৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নামে জিম্বাবুয়ে। যেখানে ইনিংসের দ্বিতীয় বলেই সফরকারী শিবিরে আঘাত হানেন টাইগার স্পিনার নাঈম হাসান। শূন্য রানে ফেরান ওপেনার মাসভাউরেকে। পরের বলেই নাঈমের শিকার নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা টিরিপানো।

    পরে দলকে আর কোনো বিপদ হতে না দিয়ে ৯ রানে দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে। বাংলাদেশ থেকে ২৮৬ রান পিছিয়ে কাসুজা ৮ এবং টেলর ১ রান নিয়ে আগামীকাল ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

    সংক্ষিপ্ত স্কোর:

    জিম্বাবুয়ে: প্রথম ইনিংস- ২৬৫/১০
    আরভিন ১০৭, মাসভাউর ৬৪, চাকাভা ৩০; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১, তাইজুল ২/৯০।

    দ্বিতীয় ইনিংস- ৯/২
    কাসুজা ৮*, টেলর ১*; নাঈম ৪/২।

    বাংলাদেশ: প্রথম ইনিংস ৫৬০/৬ ডিক্লেয়ার
    মুশফিক ২০৩*, মুমিনুল ১৩২, শান্ত ৭১; লোভু ২/১৭০, তাসুমা ১/৮৫।

  • বড় জয়ে ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

    বড় জয়ে ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

    ওয়েলিংটনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি সফররত ভারত। বিরাট কোহলির দলের ব্যাটিং ব্যর্থতা কাজে লাগিয়ে স্বাগতিক দল পেয়েছে ১০ উইকেটের বিশাল জয়। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন কেন উইলিয়ামসন-রস টেলররা।

    তিন উইকেটে ১৪৪ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামা ভারত গুটিয়ে যায় ১৯১ রানে। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের বোলিং তোপে সফরকারীরা দাঁড়াতেই পারেনি। ৩৯ রানে পিছিয়ে থাকা কোহলিরা তাই লিড পান মাত্র ৮ রানের। ৯ রানের সহজ লক্ষ্য দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে।

    ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি কেউই। মায়াঙ্ক আগারওয়ালের ৫৮ রানই দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। এছাড়া আজিঙ্কা রাহানে ২৯, রিশাভ পান্ট ২৫ ও অধিনায়ক কোহলি ১৯ রান করেন।

    নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট শিকার করেন সাউদি। বোল্ট পান চারটি উইকেট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মাত্র ১০ বল (১.৪ ওভার) খেলেই!

    দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ এর খেতাব পেয়েছেন টিম সাউদি।

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত ১ম ইনিংস- ১৬৫ (৬৮.১ ওভার)
    রাহানে ৪৬, আগারওয়াল ৩৪, শামি ২১
    জেমিসন ৩৯/৪, সাউদি ৪৯/৪

    নিউজিল্যান্ড ১ম ইনিংস- ৩৪৮ (১০০.২ ওভার)
    উইলিয়ামসন ৮৯, টেলর ৪৪, জেমিসন ৪৪
    ইশান্ত ৬৮/৫, অশ্বিন ৯৯/৩

    ভারত ২য় ইনিংস-১৯১ (৮১ ওভার)
    আগারওয়াল ৫৮, রাহানে ২৯
    সাউদি ৬১/৫, বোল্ট ৩৯/৪

    নিউজিল্যান্ড ২য় ইনিংস- ৯/০ (১.৪ ওভার)
    লাথাম ৭*, ব্লানডেল ২*

    ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।

  • ওয়ানডে সিরিজের দল ঘোষণা

    ওয়ানডে সিরিজের দল ঘোষণা

    বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিল গত বছরের ৩১ জুলাই। প্রায় ৭ মাস পর আবারও ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

    জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজে ওয়ানডে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেন। এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। দল থেকে বাদ পড়েছেন পেসার রুবেল্র হোসেন।

    টেস্টের পর সিলেট পাড়ি জমাবে উভয় দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডেতে লড়বে দুই দল। দিবারাত্রির সবকয়টি ওয়ানডেই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

    ওয়ানডে সিরিজ শেষে আবারও ঢাকায় ফিরে আসবে দু’দল। এরপর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে লড়বে উভয় দল। হোম অব ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯ ও ১১ই মার্চ।

    জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ ওয়ানডে দল:

    মাশরাফি মুর্তজা-(অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।

    প্রায় মাসব্যাপী সফর শেষে ১২ই মার্চ নিজ দেশে ফিরে যাবে সফরকারীরা।

    ওয়ানডে ম্যাচের সূচি-

    ১ মার্চ- প্রথম ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
    ৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
    ৬ মার্চ- তৃতীয় ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।

  • শান্ত-মুমিনুলের ব্যাটে দ্বিতীয় দিন বাংলাদেশের

    শান্ত-মুমিনুলের ব্যাটে দ্বিতীয় দিন বাংলাদেশের

    একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। ম্যাচের দ্বিতীয় দিন ৬ উইকেটে ২২৮ রান নিয়ে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে আজ সুবিধা করতে দেয়নি বাংলাদেশি বোলাররা। অলআউট করেছে ২৬৫ রানে। এরপর নাজমুল হোসেন শান্তর ও মুমিনুল হকের ফিফটিতে ২৪০ রানে দিন শেষ করেছে টাইগাররা।

    মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে দলীয় অধিনায়ক ক্রেইগ আরভিনের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২২৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল। যেখানে বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছিলেন স্পিনার নাঈম হাসান।

    আজ (রোববার) ম্যাচের দ্বিতীয় দিনে চাকাভা ৭ এবং টিরিপানো ০ রান নিয়ে ব্যাট করতে নামেন। আগের দিনের সাথে ১৪ রান যোগ করার পর ৮ রানে থাকা টিপানোকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন পেসার আবু জায়েদ রাহী। ৪ রান বাদে অ্যাইন্সলে লোভুকে একই পথের সারথী বানান ডানহাতি এ পেসার।

    শেষদিকে চাকাভা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে চার্ল্টন শুভার পর শেষ ব্যাটসম্যান হিসেবে ৩০ রানে থাকা চাকাভাকে ফিরিয়ে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের রাশ টেনে ধরেন স্পিনার তাইজুল। ফলে ২৬৫ রানে গুঁটিয়ে যায় সফরকারীরা।

    পরে সাইফ হাসানকে নিয়ে নিজেদের ইনিংস শুরু করতে আসেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। তবে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা সাইফ একেবারেই সুবিধা করতে পারেননি, ফিরেছেন ৮ রান করে। এরপর শান্তকে নিয়ে দলের হাল ধরেন তামিম। দ্বিতীয় উইকেটে ৭৮ রান জড়ো করেন দুজন।

    তামিম ৪১ রানে আউট হয়ে গেলেও টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ফিফটি তুলে নেন শান্ত। তৃতীয় উইকেটে মুমিনুলের সাথে ৭৬ রানের পার্টনারশিপের পর শান্ত আউট হন ৭১ রান করে। এরপর মু্শফিকুর রহিমকে নিয়ে দিনের বাকিটা সময় কাটিয়ে দেন মুমিনুল।

    অর্ধশতক হাঁকানো দলীয় অধিনায়ক অপরাজিত আছেন ৭৯ রান নিয়ে। ৩ উইকেট হারিয়ে ২৪০ রানে দিন শেষ করা বাংলাদেশের পক্ষে ৩২ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। আগামীকাল ম্যাচের তৃতীয় দিন ৭ উইকেট হাতে রেখে জিম্বাবুয়ে থেকে ২৫ রানে পিছিয়ে আবার ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা।

    সংক্ষিপ্ত স্কোর:

    জিম্বাবুয়ে: ২৬৫/১০ (১০৬.৩ ওভার)
    আরভিন ১০৭, মাসভাউর ৬৪, চাকাভা ৩০; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১, তাইজুল ২/৯০।

    বাংলাদেশ: ২৪০/৩ (৭১ ওভার)
    মুমিনুল ৭৯, শান্ত ৭১, তামিম ৪১; নিয়াউচি ১/৪১, টিরিপানো ১/৪০।

  • মিরপুরে প্রথমদিন নাঈম ও আরভিনের

    মিরপুরে প্রথমদিন নাঈম ও আরভিনের

    সাদা পোশাক গায়ে হতাশার বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। যেখানে প্রতিপক্ষ হিসেবে তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়েকে পেয়েছে মুমিনুল হকরা। সিরিজের একমাত্র টেস্টের শুরুর দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্রেইগ আরভিন। নাঈম হাসানের শিকার ৪ উইকেট।

    পাঁচদিনের ক্রিকেটে টানা ৬ ম্যাচ জয় বঞ্চিত বাংলাদেশ দল। একটা মাত্র জয়ের খোঁজে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী জিম্ববুয়ের মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার শুরু হওয়া ম্যাচে টস ভাগ্য কথা বলে জিম্বাবুয়ের হয়ে। পিচের ধরণ পড়তে পেরে আগে ব্যাট করতে দু’বার ভাবেননি দলটির অধিনায়ক ক্রেইগ আরভিন।

    তবে জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা সুখকর হতে দেননি বাংলাদেশি পেসার আবু জায়েদ রাহী। দলীয় ৭ রানে ফেরান ওপেনার কেভিন কাসুজাকে। এরপর স্বাগতিক বোলারদের নাস্তানুবাদ করে ছাড়েন দুই ব্যাটসম্যান প্রিন্স মাসভাউর এবং আরভিন। আগমনী চৈত্রের বার্তা দেওয়া তপ্ত রোদে টাইগার বোলারদের শাসন করে নিজের অর্ধশতক তুলে নেন মাসভাউর।

    দ্বিতীয় উইকেটে দুজনের ১১১ রানের পার্টনারশিপের মাথায় বাংলাদেশ দলের ত্রাতা হয়ে আসেন স্পিনার নাঈম হাসান। নিজেই ক্যাচ নিয়ে ফেরান ৬৪ রানে ব্যাট করা মাসভাউরকে। খানিক বাদে নাঈমকে রিভার্স সুইপ করত গিয়ে নিজের উইকেট বিসর্জন দেন টেলর। সাজঘরের পথ ধরেন ১০ রান করে।

    এরপর সিকান্দার রাজাকে নিয়ে লড়ে যান আরভিন। তবে রাজাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি নাঈম। নিজের তৃতীয় শিকারে পরিণত করেছেন ব্যক্তিগত ১৮ রানের মাথায়। নতুন ব্যাটসম্যান টিমিসেন মারুমাকে তুলে নেন রাহী। লেগ বিফোরের ফাদে ফেলেছেন ৭ রানের সময়।

    অন্যপ্রান্তে দেখেশুনে খেলে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন আরভিন। তবে দিন শেষের এক ওভার আগে ১০৭ রান করে নাঈমের চতুর্থ শিকার হয়ে ফিরতে হয় বাঁহাতি এ ব্যাটসম্যানকে। ফলে ৬ উইকেট হারিয়ে ২২৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে। টিরিপানো ০ এবং চাকাভা ৭ রান নিয়ে আগামীকাল (রোববার) দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

    সংক্ষিপ্ত স্কোর

    জিম্বাবুয়ে ২২৮/৬ (৯০ ওভার)
    আরভিন ১০৭, মাসভাউর ৬৪, রাজা ১৮; নাঈম ৪/৬৮, রাহী ২/৫১।

  • ট্রাক চাপায় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানের মৃত্যু

    ট্রাক চাপায় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানের মৃত্যু

    সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সম্ভাবনাময় এক ক্রীড়াবিদের প্রাণ। মাত্র ২১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে গত ডিসেম্বরে নেপালে সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। পাশাপাশি তিনি জাতীয় যুব হ্যান্ডবল দলেও খেলতেন।

    আজ শুক্রবার সকালে সকালে কুষ্টিয়ার হোসেনাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহান। দূরপাল্লার একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক দিয়ে আসা একটি বালুর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

    দুর্ঘটনার পর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় আনার পথেই মৃত্যু হয় সোহানের।
    এই তরুণ ক্রীড়াবিদের মৃত্যুতে বাংলাদেশের হ্যান্ডবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    এই মর্মান্তিক ঘটনায় যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ।

  • জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ওয়ানডে সিরিজ : পাপন

    জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ওয়ানডে সিরিজ : পাপন

    সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আজ জানিয়ে দিলেন- জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন মাশরাফি বিন মর্তুজা এবং অধিনায়ক হিসেবে এটাই তার শেষ সিরিজ।

    সিলেটে পহেলা মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সীমিত ওভারের জন্য নতুন অধিনায়ক খুঁজবে বিসিবি।

    নতুন অধিনায়কের অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য করে নতুনভাবে দল ঘোছাতে চায় বিসিবি।

    পাপন বলেন, ‘পরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আমাদের নতুনভাবে দল ঘোছানো দরকার। এ জন্য আমাদের একজন অধিনায়ক দরকার। বিশ্বকাপে যাবার আগে নতুন অধিনায়কের অধীনে আমরা অন্তত দু’বছর খেলতে চাই। তাই খুব শীঘ্রই আমরা নতুন অধিনায়কের নাম ঘোষনা করবো। পরবর্তী বোর্ড সভায় সিদ্বান্ত নেয়া হতে পারে।’

    পাপন এটিও স্পষ্ট করেছেন, খেলোয়াড় হিসেবে খেলবেন কি-না বা অবসর নিবেন এটি সম্পূর্ণ মাশরাফি সিদ্বান্ত। কিন্তু সে যদি ক্রিকেট চালিয়ে যেতে চায় , তবে অন্য খেলোয়াড়ের মত তাকেও পারফরমেন্স প্রদর্শন করতে হবে।

    পাপন বলেন, ‘যদি সে খেলতে চায়, সে খেলতে পারবে। আসল হলো, তার পারফরমেন্স। এই মূর্হুতে আমরা শুধুমাত্র অধিনায়কত্ব নিয়ে ভাবছি।

    আমরা দেখেছি, জনপ্রিয় খেলোয়াড়রা কোন সিরিজ শুরুর আগে তাদের অবসর ঘোষনা করেন। মাশরাফিকে ভালোভাবে বিদায় দেয়ার ইচ্ছা আমাদেরও ছিলো, কিন্তু সে তা তেমনটি চান না।

    ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পরই অবসর নেয়ার পরিকল্পনা ছিলো মাশরাফির। কিন্তু বিসিবি চেয়েছিলো, দেশের ক্রিকেটে বড় অবদানের জন্য মাশরাফিকে ভালোভাবে বিদায় দিতে।

    ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্র ১ উইকেট শিকার করেন মাশরাফি। এতেই তার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠে। এটি পরিস্কার যে, বিসিবি চেয়েছিলো ওয়ানডে থেকে মাশরাফি অবসর নেন। একমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলে থাকেন ম্যাশ।

    কিন্তু অবসর নিয়ে মাশরাফি চুপ ছিলেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপের পর শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন ম্যাশ।

    শ্রীলংকা সফরের পর আর কোন ওয়ানডে খেলেনি বাংলাদেশ। তবে সম্প্রতি মুখ খুলেন মাশরাফি। গত বিপিএলে তিনি বলেন, এই মূর্হুতে অবসরের কোন চিন্তা তার নেই। জাতীয় দলে খেলার জন্য ফিটনেস প্রমান করতে চান। অবসর নিয়ে বিসিবি যে ফেয়ারওয়েল দিতে চায়, তার প্রতি কোন আগ্রহ নেই মাশরাফির।

    কিছুদিন আগে, মাশরাফি ভবিষ্যত নিয়ে আলোচনায় বসেছিলেন পাপন ও কোচ রাসেল ডোমিঙ্গো।

    আজ বিসিবি অফিসে জাতীয় দলের সিনিয়র তিন খেলোয়াড় তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মোমিনুল হকের সাথে আলোচনায় বসেন পাপন।

    আলোচনা শেষে পাপন জানান, অধিনায়ক হিসেবে শেষ ওয়ানডে সিরিজ খেলবেন মাশরাফি।

    পাপন বলেন, ‘আমরা জানি, ভবিষ্যতের জন্য সিদ্বান্ত নেয়ার সময় এসেছে। আমি মনে করি, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মাশরাফি খেলবেন এবং সে দলে থাকবেন, তবে ফিটনেস সাপেক্ষে। তবে সে যদি ফিট না হন, তবে তা অন্য বিষয়।’

    ‘সে এখনও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এবং অধিনায়ক হিসেবে দলে খেলবেন।’

    পাপন বলেন, এই মূর্হুতে মাশরাফির মত অধিনায়ক পাওয়া অনেক কঠিন। তিনি বলেন, ‘এই মূর্হুতে, মাশরাফির মত নেতৃত্ব দেয়ার মত আমাদের কেউই নেই। এটিই সত্যি এবং আমরা এটিই বারবার বলছি।’

    তবে বিপ টেস্টে মাশরাফির উর্ত্তীন হওয়া নিয়ে শঙ্কিত বিসিবি প্রধান। এটি এমন একটি পরীক্ষা, যা খেলোয়াড়দের ফিটনেস নির্ধারন করে।

    পাপন বলেন, ‘ইতোমধ্যে আমাদের ক্রিকেটে কিছু পরিবর্তন এসেছে। আমরা খেলোয়াড়দের ফিটনেস নির্ধারনের জন্য বিপ টেস্ট চালু করেছি। মাশরাফি বিপ টেস্টে উর্ত্তীন নাও করতে পারেন। একই সাথে, আমাদের দেশের ক্রিকেটের জন্য তার অবদানের কথা মনে রাখতে হবে। তার অধিনায়কত্ব আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য তার বিপ টেস্ট আমরা শিথিল করেছি।’

  • জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্ব দিবেন মাশরাফি

    জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্ব দিবেন মাশরাফি

    জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মর্তুজা।

    আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ তথ্য জানান।

    বিসিবি সভাপতি জানান, মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে থাকছেন। এবং দলের অধিনায়কত্বও করবেন তিনি। তবে একটি সিদ্ধান্ত হয়ে গেছে-অধিনায়ক মাশরাফির এটাই হবে শেষ সিরিজ।

    বাংলাদেশ দলের চেয়ে জিম্বাবুয়ে দল ভালো অবস্থায় আছে দাবি করে পাপন বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না।

    তিনি বলেন, সবচেয়ে খারাপ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারা, ওদের কাছে যদি হারি তাহলে জিম্বাবুয়ের কাছেও হারতে পারি।

    সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর স্বেচ্ছায় ক্রিকেট থেকে নির্বাসনে থাকা মাশরাফি জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন।

    জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ১, ৩ ও ৬ মার্চ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

  • বিসিবি একাদশ-জিম্বাবুয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র

    বিসিবি একাদশ-জিম্বাবুয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র

    বিকেএসপিতে জিম্বাবুয়ে-বিসিবি একাদশ দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। প্রথম ইনিংসে বিসিবি একাদশ ৫ উইকেটে ২৮৮ রান তুলতেই দিনের খেলা ৪১ ওভার বাকি থাকতে ম্যাচ ড্র মেনে নেন দুই অধিনায়ক।

    আগের দিন ৭ উইকেটে ২৯১ রান করা জিম্বাবুয়ে শেষ দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করে বিসিবিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।

    ড্র’য়ের ম্যাচে বাংলাদেশের তৃপ্তি অনেক। গতকাল ম্যাচের প্রথম দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশি বোলিংয়ের আক্রমণাত্মক উপস্থাপনা দেখা গেছে। এক সেশনেই ছয় উইকেট তুলে নেন যুব বিশ্বকাপ জেতা শাহাদাত হোসেন, শরিফুল ইসলামরা।

    আজ ব্যাটিংয়ে মুগ্ধ করলেন আল-আমিন ও অপর বিশ্বজয়ী তরুণ তানজিদ হাসান তামিম। কাল ২৯১ রানে দিন শেষ করা জিম্বাবুয়ে আজ ব্যাটিংয়ে নামেনি। নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশকে ব্যাটিংয়ে পাঠালে শুরুটা বেশ বাজেই হয়েছে স্বাগতিকদের।

    ৬৯ রানের মাথায় পঞ্চম উইকেট হারিয়ে বসে বিসিবি একাদশ। কিন্তু তারপর ষষ্ঠ উইকেট জুটিতে দুই তরুণ তামিম ও আল-আমিন যা করে দেখালেন সেটা মুগ্ধ হবার মতো।

    ক্রিজে নেমেই পাল্টা আক্রমণের পথ বেছে নেন তামিম। জিম্বাবুয়ান পেসারদের শরীর তাক করা বাউন্সারগুলোকে হুক পুল খেলে সীমানা ছাড়া করছিলেন। অপর প্রান্তে আল-আমিন ব্যাটিং করেছেন টেস্টের ব্যাকরণ মেনে। দুজনেই নিজ নিজ পরিকল্পনায় সফল হয়েছেন। দিনের খেলা শেষ হবার সময় দুজনের অবিচ্ছিন্ন জুটি পৌঁছে ২১৯ রানে!

    সেঞ্চুরি পেয়েছেন দুজনই। আক্রমণাত্মক তামিম ৮৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত ছিলেন ১২৫ রানে। ৯৯ বলে ১৪ চার ও ৫ ছয়ে ইনিংসটি সাজান তামিম। আল-আমিনের এক শ রানের ইনিংসটি ছিল ১৪৫ বলে গড়া, চারের মার ১৬টি।

    শেষে দিনের খেলা বাকি থাকতেই ম্যাচ ড্র মেনে নেন দুই অধিনায়ক।

    সংক্ষিপ্ত স্কোর:

    জিম্বাবুয়ে ২৯১/৭, ওভার ৯০ (মাসভাউর ৪৫, কাসুজা ৭০, মুজিঙ্গানিয়ামা ১৭, আরভিন ১০, মারুমা ৩৪, চাকাভা ১৩, মুম্বা ৫৪*, লোভু ২৫*;
    শরিফুল ১/৪৫, আল-আমিন ২/৪০, শাহাদাত ৩/১৬)।
    ৮-২-১৬-৩।

    বিসিবি একাদশ ২৮৮/৫, ওভার ৫৯.৩ (নাঈম ১১, ইমন ৩৪, আল-আমিন ১০০*, তামিম ১২৫*; মুম্বা ১/৩৭, শুমা ১/২৩, লোভু ২/৫১, মুতোম্বোজি ১/৪৫)।

    ফলাফল: ম্যাচ ড্র।