Category: খেলা

  • চলে যাচ্ছেন টাইগারদের ফিজিও মারিও

    চলে যাচ্ছেন টাইগারদের ফিজিও মারিও

    পূর্ণ মেয়াদে দলের সাথে রাখতে চাওয়া ফিজিও মারিও ভিল্লাভারায়নকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাজ প্রস্তাব পেয়ে সেখানে কাজ করার আগ্রহ প্রকাশ করায় পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে অব্যহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ২০১৪ সাল থেকে বাংলাদেশে আছেন মারিও। এই দীর্ঘসময় তামিম-মুশফিকদের সাথে কাজ করেছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার প্রস্তাব পেয়ে এই সম্পর্ক ছিন্ন করে ফেলছেন এই লঙ্কান। তার চলে যাওয়ার বিষয়টি নিয়ে আগেই গুঞ্জন উঠেছিল। এবার তিনি নিজে এবং বিসিবির প্রধান নির্বাহিও খরবটি নিশ্চিত করেছেন।

    বাংলাদেশ দলের সাথে আগামী জিম্বাবুয়ে সফর পর্যন্ত কাজ করবেন মারিও। তারপরই চলে যাবে আইপিএলে। গত বুধবার (২৯ জানুয়ারি) পদত্যাগ পত্রও জমা দিয়েছেন তিনি। জিম্বাবুয়ে সফর শেষে সানরাইজার্স  হায়দরাবাদের শিবিরে যোগ দেবেন মারিও।

    এই ব্যাপারে ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে মারিও জানান, ‘হ্যা, আমি পদত্যাগ পত্র দিয়েছি। সানরাইজার্স হায়দরাবাদের সাথে কাজ করার প্রস্তাব পেয়েছি এবং তাদেরকে না বলতে পারিনি। অবশ্যই আমি বাংলাদেশকে মিস করব। ওখানে ছয় বছর কাটিয়েছি, দারুণ সময় ছিল।’

    অপরদিকে বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, মারিও সাথে বাংলাদেশের চুক্তি ছিল তাকে পূর্ণকালীনই টাইগারদের সাথে কাজ করতে হবে। কিন্তু মারিও আইপিএলেও কাজ করতে আগ্রহ প্রকাশ করায় আর বিসিবি তাকে রাখতেও চায় না। দুই পক্ষের বোঝাপড়ার মাধ্যমে দীর্ঘ সময়ের সম্পর্কের ইতি টানা হয়েছে।

    ‘মারিও-এর সাথে আমাদের তিন বছরে চুক্তিতে ছিল তাকে বাংলাদেশ জাতীয় দলের সাথে পূর্ণ মেয়াদে কাজ করতে হবে। তিনি এখন আইপিএলেও কাজ করতে আগ্রহী কিন্তু আমরা চাই না আমাদের কোনো পূর্ণ মেয়াদের কোচিং স্টাফ আইপিএলে কাজ করুক। হতে পারে তখন আমাদেরও সিরিজ বা ক্যাম্প থাকতে পারে। তাই আমরা পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে ব্যাপারটার নিষ্পতি করেছি।’

  • শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত,পাকিস্তানের সিরিজ জয়

    শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত,পাকিস্তানের সিরিজ জয়

    লাহোরে বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

    সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হয়নি।

    শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ২-০ তে সিরিজ জিতে নিল স্বাগতিক পাকিস্তান। সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারেননি। টি-টোয়েন্টি ম্যাচ হলেও ব্যাটসম্যানদের খেলা দেখে বোঝার উপায় ছিল না যে তারা ওয়ানডে নাকি টি-টোয়েন্টি খেলছেন।

    দুই ম্যাচেই ব্যাটসম্যানরা ডট বল বেশি উপহার দিয়েছেন। আক্রমণাত্মক ব্যাটিং টাইগারদের কাছ থেকে দেখা যায়নি। ফলস্বরূপ প্রথম ম্যাচে ৫ এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

    তিন ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ধাপে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। আপাতত বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরে আসবেন। পরবর্তীতে টেস্ট দল আবার পাকিস্তান সফরে যাবে।

    এপ্রিলে একমাত্র ওয়ানডে এবং দ্বিতীয় টেস্ট খেলতে ফের পাকিস্তান যাবে বাংলাদেশ। করাচিতে ওয়ানডে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে ম্যাচ এবং পরে ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

  • হেলিকপ্টার ক্র্যাশে কন্যাসহ নিহত হলেন কিংবদন্তী বাস্কেটবল তারকা ব্রায়ান্ট

    হেলিকপ্টার ক্র্যাশে কন্যাসহ নিহত হলেন কিংবদন্তী বাস্কেটবল তারকা ব্রায়ান্ট

    হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পরলোকগমন করলেন বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট এবং তার কন্যা জিয়ানা।

    রবিবার স্থানীয় সময় সকালে দুর্ঘটনাটি ঘটে। ৪১ বছর বয়সী ব্রায়ান্টের ব্যক্তিগত হেলিকপ্টার ছিল এটি এবং বিধ্বস্ত হয়ে নিচে পড়ার সময় এতে আগুন জ্বলছিল।

    লস অ্যাঞ্জেলস শহরের কাউন্টি শেরিফ জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা মোট নয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন। পথিমধ্যে লস এঞ্জেলেস থেকে ৪০ মাইল উত্তর পশ্চিমে বিধ্বস্ত হয় তাকে বহনকারী হেলিকপ্টারটি।

    বাস্কেটবলের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে ধরা হয়ে থাকে এই ব্রায়ান্টকে। মার্কিন বাস্কেটবল লীগ এনবিএ’র পাঁচ বারের চ্যাম্পিয়ন ছিলেন ব্রায়ান্ট।

  • ব্যাটসম্যানরা ভীত, রান করার ইচ্ছে এবং ক্ষুধা নেই:ম্যাকেঞ্জি

    ব্যাটসম্যানরা ভীত, রান করার ইচ্ছে এবং ক্ষুধা নেই:ম্যাকেঞ্জি

    পাকিস্তান সফরে লাহোরে অনুষ্ঠিত পরপর দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং এপ্রোচ নিয়ে সমালোচনার কম হয়নি। এবার তার সাথে যোগ দিলেন পাকিস্তান সফরে না যাওয়া টাইগার দলের আফ্রিকান ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তার মতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ভীত অবস্হা কাজ করছে। আর তাদের মধ্যে রানের ইচ্ছা কিংবা ক্ষুধা কোনটাই দেখছেন না তিনি।

    আজ মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে ম্যাকেঞ্জি এ নিয়ে বলেন, ‘এই মুহূর্তে দলে অভিজ্ঞতার অভাব নেই। প্রথম দিনের ব্যাটিংই হতাশ করতে শুরু করেছে। ক্রিকেটারদের ভালো করার ইচ্ছার অভাব খুব হতাশ করেছে। ক’বছর ধরে ক্রিকেটারদের স্ট্রাইক রোটেড করে খেলা, বোলারের ওপর চাপ প্রয়োগ করা ইত্যদি বিষয় নিয়ে কাজ করেছি। কিন্তু টি-২০ তে ক্রিকেটারদের সেটা প্রয়োগের কোন চেষ্টা চোখে পড়ছে না।’

    দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যানের মতে, ‘ইচ্ছার সঙ্গে ব্যাটসম্যানদের ভালো করার ক্ষুধা আছে বলেও মনে হচ্ছেনা। ডমিঙ্গোসহ অন্য সবাই ক্রিকেটারদের ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বলছেন। দলের অনেকে নতুন, কারো জন্য দলে ফেরার লড়াই। আমরা বুঝি তাদের মধ্যে চাপ আছে। কিন্তু কোচ-নির্বাচকরা তাদের অভয় দিচ্ছেন। মাঠে গিয়ে ঠিকমতো প্রয়োগ করার কথা বলছেন। সেটাই তারা পারছে না।’

    পাকিস্তান সফরে দলের ব্যাটিং অর্ডার নিয়েও কথা বলেন ম্যাকেঞ্জি, ‘নতুন কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো বিভিন্ন কম্বিনেশনে দল সাজিয়ে পরীক্ষা করছেন। দলে এখন এক, দুই কিংবা তিনে ব্যাট করার ব্যাটসম্যান বেশি। কিন্তু চার কিংবা পাঁচ-ছয়ে ব্যাট করতে আলাদা কোয়ালিটির ক্রিকেটার দরকার। কারণ তাদের মাউন্ড সেট ভিন্ন হতে হয়। উইকেটে গিয়েই রান তুলতে হয়।’

    ম্যাকেঞ্জি দলের ক্রিকেটারদের প্রতিভা নিয়ে জানান, প্রতিভার অভাব নেই এই দলে। তাদের দলের জন্য স্বার্থপর হতে বললেন এই দক্ষিণ আফ্রিকান। দলকে ম্যাচ জেতাতে স্বার্থপরতা করতে বললেন।

    তার মতে, ‘ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিক হওয়ার ক্ষুধা নেই। তারা সবসময় পরের ম্যাচ খেলার চিন্তা করে। সেজন্য ৪০-৬০ রান করার মানসিকতা নিয়ে মাঠে নামে। কিন্তু এটা তো ভুল মানসিকতা। আমি তাদের বিশ্বমানের ব্যাটসম্যান বানাতে চাই। বাংলাদেশের সেরা করতে চাই। আমি সেভাবেই উন্নতির চেষ্টা করছি। কিন্তু তাদের পারফরম্যান্স হতাশাজনক।’

    তামিমের ব্যাটিং নিয়ে নীল ম্যাকেঞ্জি তার মতামতে বলেন, ‘আমারও মনে হয় তামিম ধীরে খেলেছে। কিন্তু সে ক’টা ইনজুরি থেকে এসেছে। আরও কিছু সমস্যার মধ্যে ছিল সে। তামিম বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। সবাই জানে সে কি করতে পারে। আমার কাছে মনে হয়, দুই ম্যাচে রান পাওয়াটাই তার জন্য গুরুত্বপূর্ণ। তামিম এখন আত্মবিশ্বাস পেয়েছে। এখন তাকে ৫৫ বলে ষাটের ঘরের রানটা আশির কোটায় নিয়ে যেতে হবে।

  • ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সফরে আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

    ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সফরে আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

    ফেব্রুয়ারি মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

    রবিবার (২৬ জানুয়ারী) জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সফরে এবার একটি টেস্ট, তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।

    আইসিসির এফটিপি অনুযায়ী জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল মার্চ মাসে। তবে বিসিবি আগেই জানিয়েছিল এগিয়ে আসছে সিরিজটি। শেষ পর্যন্ত তাই হলো। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে।

    বাংলাদেশের মাটিতে পা রেখে শুরুতেই একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। একমাত্র টেস্টের আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। দু’দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ২২-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

    টেস্টের পর চট্টগ্রামে পাড়ি জমাবে উভয় দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডেতে লড়বে দুই দল। দিবারাত্রির সবকয়টি ওয়ানডেই অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

    বন্দরনগরীতে ওয়ানডে সিরিজ শেষে করে আবারও ঢাকায় ফিরে আসবে দু’দল। এরপর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে লড়বে উভয় দল। হোম অব ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯ ও ১১ই মার্চ।

    প্রায় মাসব্যাপী সফর শেষে ১২ই মার্চ নিজ দেশে ফিরে যাবে সফরকারীরা।

    জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের সূচি-

    ১৮-১৯ ফেব্রুয়ারি- দুই দিনের প্রস্তুতি ম্যাচ।
    ২২-২৬ ফেব্রুয়ারি- একমাত্র টেস্ট; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

    ১ মার্চ- প্রথম ওয়ানডে; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
    ৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
    ৬ মার্চ- তৃতীয় ওয়ানডে; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

    ৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
    ১১ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

  • প্রধানমন্ত্রীর রান্না করা খাবার সাকিবের বাসায়

    প্রধানমন্ত্রীর রান্না করা খাবার সাকিবের বাসায়

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে রান্না করা খাবার পাঠালেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের বাসায়। এই মুহূর্তে আইসিসির জারিকৃত নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাকিব। কিন্তু দেশের ক্রিকেটপ্রেমীদের মন থেকে হারিয়ে যাননি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে মনে রেখেছেন। এর আগে সাকিবকন্যা আলাইনার সঙ্গে খেলতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে, এবার নিজ হাতে রান্না করে সাকিবদের বাসায় পাঠিয়ে দিলেন তিনি!

    আজ রোববার দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন স্বয়ং সাকিব আল হাসান।

    প্রধানমন্ত্রীর বাসভবনে সাকিবের স্ত্রী,কন্যাসহ প্রধানমন্ত্রী

    বাসায় খাবার পাঠানোকে ‘জীবনের সেরা উপহার’ উল্লেখ করে সাকিব লিখেছেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে বাকরুদ্ধ হয়ে গেছি। সকালবেলায় সুস্বাদু সব খাবার রান্না করে তিনি আমার বাসায় পাঠিয়ে দিয়েছেন!

    খাবারগুলো আমার স্ত্রীর জন্য ছিল, কারণ গতকাল ওনার সঙ্গে দেখা হওয়ার সময় আমার স্ত্রী বলেছিল, এই খাবারগুলো তার পছন্দ। জীবনের সেরা এই উপহার পেয়ে আমার হৃদয় ভরে গেছে। সত্যি নিজেকে ধন্য মনে করছি!’

    https://www.facebook.com/89058995393/posts/10162909396655394/

  • সহজ জয়ে সিরিজ জয় পাকিস্তানের

    সহজ জয়ে সিরিজ জয় পাকিস্তানের

    লাহোরে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান। আগামী সোমবার তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় জিততে না পারলে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

    পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে গতকাল মাত্র ১৪১ রান করতে পেরেছিল বাংলাদেশ। এরপর আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছিল টাইগাররা। টসে জিতে একইভাবে আগে ব্যাটিং করে আরো করুণ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন টাইগার বাহিনী। চরম দুর্ভোগের দিনে আজকে পাকিস্তানকে মাত্র ১৩৭ রান টার্গেট দিতে পেরেছে বাংলাদেশ। একইসঙ্গে পরপর দুইদিন টানা লজ্জার রেকর্ড গড়েছেন তামিমরা।

    পাকিস্তানে এমনিতেই সহজে কেউ খেলতে যেতে চায় না। তাই দেশটির ঘরের মাঠে খুব কম ম্যাচ আয়োজিত হয়। তারপরও কখনো এতো কম রান স্কোর করেনি কোনো দল। আজকে বাংলাদেশের করা ১৩৬ রানই হচ্ছে লাহোরের স্টেডিয়ামে করা সর্বনিম্ন দলীয় স্কোর। গতকাল পর্যন্ত সর্বনিম্ন স্কোর ছিল ১৪১ রান। আর সেই লজ্জার রেকর্ডেরও মালিক বাংলাদেশ।

    দুইম্যাচেই তামিমদের মন্থর গতির ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন তাঁরা ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন। পাকিস্তান এমনিতেই ভালোভাবে ফিল্ড সেটআপ করে রেখেছিল। আর বাংলাদেশিরাও প্রচুর ডট বল দিয়ে নিজেরাই নিজেদের ওপর চাপ সৃষ্টি করে নিয়েছিলেন। ফলশ্রুতিতে অহেতুক উইকেটও পড়েছে। এছাড়াও অলস্যতার কারণে রানআউট হওয়ার প্রবণতাও দেখা গিয়েছে। আর খুব কমই সাহসী শট খেলতে পেরেছেন বাংলাদেশিরা। যে কারণে আজো ভালো অবস্থানে নেই টাইগাররা।

    এদিন বাবর ও হাফিজের হার না মানা ইনিংসে ৯ উইকেটে জিতল পাকিস্তান। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৪ বল মোকাবেলায় বাবর ৬৬ ও ৪৯ বল মোকাবেলায় ৬৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হাফিজ।

    সংক্ষিপ্ত স্কোর

    বাংলাদেশ: ২০ ওভারে ১৩৬/৬ (তামিম ৬৫, আফিফ ২১, মাহমুদউল্লাহ ১২, মেহেদী ৯, আমিনুল ৮*, লিটন ৮, সৌম্য ৫*, হাসনাইন ২/২০)।

    পাকিস্তান: ১৬.৪ ওভারে ১৩৭/১ (হাফিজ ৬৭*, বাবর ৬৬*)।

    ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী।

  • মালিকের ব্যাটে পাকিস্তানের সহজ জয়

    মালিকের ব্যাটে পাকিস্তানের সহজ জয়

    লাহোরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। ব্যাট হাতে অপরাজিত ৫৮ রান করেন শোয়েব মালিক।

    আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের দেওয়া সে লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। শুরুতেই দলের অধিনায়ক বাবর আজমকে হারায় পাকিস্তান। বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন শফিউল। বাংলাদেশের মতো ধীরগতিতে শুরু করেন পাকিস্তানের ব্যাটসম্যানরাও। দলীয় ৩৫ রানে মুস্তাফিজের কাটারে সাজঘরে ফিরে যান মোহাম্মদ হাফিজ (১৭)।

    অবশ্য তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। শোয়েব মালিক ও আহসান আলীর দায়িত্বশীল ব্যাটিং পাকিস্তানকে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। উইকেট থেকে তেমন সুবিধা পাচ্ছিলেন না ব্যাটসম্যানরা। সিঙ্গেল-ডাবল নিয়ে দলীয় রানের চাকা সচল রাখেন দুই ব্যাটসম্যান। তবে দলীয় ৮১ রানে আমিনুলের বলে আহসান আউট হলে ম্যাচ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বাংলাদেশ।

    তবে সেখান থেকে আর ম্যাচ বের করে আনতে পারেননি বাংলাদেশের বোলাররা। উইকেট পড়তে ততক্ষণে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় পাকিস্তান। শেষদিকে আরও দুই উইকেটের পতন ঘটে পাকিস্তানের তবে ততক্ষণে ম্যাচ পুরোপুরি পাকিস্তানের হাতেই ছিল। ফিফটি হাঁকান মালিক। শেষ ওভারে পাঁচ রানের প্রয়োজন হলে তিন বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

    এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিং নিয়ে শুরুটা ভালোই করেন দুই ওপেনার নাঈম শেখ ও তামিম ইকবাল। তবে শুরুতে কিছুটা ধীরগতিতে ব্যাট করেন তামিম। তার সঙ্গে ধীরগতির ব্যাট করেন নাঈমও। পাওয়ার-প্লে’তে যথেষ্ট রান তুলতে ব্যর্থ হন এই দুই ওপেনার। দুই জনের স্লো ইনিংসের কারণে ভুগতে হয়েছে বাংলাদেশকে।

    দুই ব্যাটসম্যান মিলে ৬৬ বলে ৭১ রানের জুটি গড়েন। দুই জনের জুটি ভাঙে রান আউটের মাধ্যমে। তবে এ দুই ব্যাটসম্যানের স্লো ব্যাটিংয়ের কারণে ততক্ষণে চাপে পড়ে বাংলাদেশ। তামিমের বিদায়ের পর কিছুটা আগ্রাসী ব্যাটিং করেন নাঈম। দ্বিতীয় উইকেটটিও আসে রান আউটে। সাদাব খানের অসাধারণ থ্রোতে রান আউটের শিকার হন লিটন।

    লিটনের বিদায়ের পর আউট হন নাঈমও। ব্যক্তিগত ৪১ বলে ৪৩ রান করে সাদাবের বলে আউট হন তিনি। তারপর থেকে কেউই ঠিকমত ক্রিজে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর অপরাজিত ১৯ রানে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

    সংক্ষিপ্ত স্কোরঃ

    বাংলাদেশ ১৪১-৫ (ওভার ২০)

    নাঈম ৪১, তামিম ৩৯: আফ্রিদি ১-২৩

    পাকিস্তান ১৪২-৫ (ওভার ১৯.৩)

    মালিক ৫৮*, আহসান ৩৬: আল-আমিন ১-১৮

  • লাহোরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    লাহোরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের দলনেতা।

    বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে দুই পাকিস্তানি ক্রিকেটারের। তারা হলেন- হ্যারিস রউফ ও আহসান আলি।

    পাকিস্তান একাদশ: আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হ্যারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।

    বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

  • নিরাপদে পাকিস্তান পৌঁছেছে টাইগাররা

    নিরাপদে পাকিস্তান পৌঁছেছে টাইগাররা

    প্রায় সাড়ে তিন ঘন্টা বিমানে ভ্রমণ শেষে নিরাপদে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল টুইটার পেজে এক টুইটের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে।

    এর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা, উদ্বেগ আর আলোচনা-সমালোচনার মধ্যে বিশেষ বিমানে চড়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে রওয়ানা হয় বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (২২ জানুয়ারি) রাত আটটায় বাংলাদেশ দলকে নিয়ে লাহোরের পথে যাত্রা করে বিমান বাংলাদেশের চার্টার্ড ফ্লাইট। যাওয়ার আগে বিমানবন্দরে কোন দুর্ভাবনা না থাকার কথা জানিয়ে গেছেন ক্রিকেটাররা।

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ ক্রিকেটারদের নিয়ে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় স্থানীয় সময় রাত সাড়ে দশটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়)। পাকিস্তানে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় বিশেষ ব্যবস্থাপনায় বিমান ভাড়া করে দলকে পাকিস্তানে খেলতে পাঠায় বিসিবি।

    টি-টোয়েন্টি স্কোয়াডের ১৫ ক্রিকেটারের সঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ পাঁচ কোচিং স্টাফ, ম্যানেজার, মিডিয়া ম্যানেজার এবং একজন সাপোর্ট স্টাফ রয়েছেন।

  • শিরোপা জিতলো নারী ক্রিকেট দল

    শিরোপা জিতলো নারী ক্রিকেট দল

    ভারতে অনুষ্ঠিত চার দল অংশগ্রহণ করা টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাটনায় ফাইনাল ম্যাচে ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারায় সালমা খাতুনের দল।

    প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান জড়ো করে বাংলাদেশ।

    দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে আসে ওপেনার মুর্শিদা খাতুন ও ওয়ান ডাউনে নামা সানজিদা ইসলামের ব্যাট থেকে। এছাড়া নিগার সুলতানা ১৮ ও শামিমা সুলতানা ১৩ রান করেন।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেন ভারতের নারীরা। ফলে ১৪ রানের সহজ জয় পায় বাংলাদেশ।

    ভারত ‘বি’ দলের পক্ষে টিএস হাসানবিস ৩৪ ও তানুজা ২১ রান করেন। বাংলাদেশের নারীদের পক্ষে জাহানারা ইসলাম ও সালমা খাতুন দুটি করে উইকেট শিকার করেন।

    চার দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটির আয়োজন করে বিসিসিআই। ভারতীয় নারীদের ‘এ’ ও ‘বি’ দলের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ ও থাইল্যান্ড। ভারত ‘এ’ দল ও থাইল্যান্ড ফাইনালে উঠতে ব্যর্থ হলেও বাংলাদেশ ও ভারত ‘বি’ দল ফাইনালের মঞ্চে উঠতে সক্ষম হয়।

    সংক্ষিপ্ত স্কোর

    বাংলাদেশ নারী দল ১১৭/৭ (২০ ওভার)
    সানজিদা ৩৪, মুর্শিদা ৩৪, নিগার সুলতানা ১৮
    তানুজা ৩/১৪)

    ভারত ‘বি’ নারী দল ১০৩/৮ (২০ ওভার)
    টিএস হাসাবনিস ৩৪, তানুজা ২১
    জাহানারা ২/১৭, সালমা ২/১৮

    ফল: বাংলাদেশ ১৪ রানে জয়ী।

  • ব্রাজিলের সাবেক তারকা গোলরক্ষক সিজার ঢাকায়

    ব্রাজিলের সাবেক তারকা গোলরক্ষক সিজার ঢাকায়

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আমন্ত্রণে প্রথম অতিথি হিসেবে ঢাকায় প্রথমবারেরমতো পা রাখলেন ব্রাজিলেরর সাবেক তারকা গোলরক্ষকে জুলিও সিজার।

    আজ (২২ জানুয়ারি) বাংলাদেশে সময় বিকেল ৫ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি।

    প্রথমবারের মতো বাংলাদেশে এসে নিজের অনুভুতি প্রকাশ করে গণমাধ্যমে জুলিও সিজার বলেন, “এই প্রথম বাংলাদেশে এলাম। এখানকার ফুটবল সম্পর্কে আমি বেশি কিছু জানি না। তবে এখানে এসেছি…এখানকার ফুটবল সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এখানে আসতে পেরে আমি আসলেই খুশি। ফিফা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য।”

    নিজের দেশের ফুটবল সম্পর্কে তিনি বলেন, “ব্রাজিল ফুটবলের অন্যতম পরাশক্তি। আমাদের অনেক আইডল আছে, যেমন, রোনালদিনিয়ো, নেইমার, কাকা….বিশ্বের অনেক মানুষ যে আমাদের সমর্থন করবে এটা স্বাভাবিক।”

    উল্লেখ্য, আগামীকাল সাড়ে ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন সিজার। এরপর দুপুরে বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সঙ্গে এবং বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে ফটোসেশন করবেন। বিকেল সাড়ে ৩ টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ-বুরুন্ডির সেমি-ফাইনালও দেখবেন বলে বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।