বিপিএলের চলতি আসরে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার আশা চূর্ণ হয়েছে ঢাকা প্লাটুনের। সেই সাথে আরও একটি দুঃসংবাদ পেয়েছে ঢাকা বিভাগের প্রতিনিধিত্বকারী দলটি। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পড়েছেন চোটে।
মাশরাফির ইঞ্জুরিটি বেশ গুরুতরই। খুলনা টাইগার্সের ইনিংসে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন বাঁ হাতের আঙুলে। চোট পাওয়া সেই হাতে লেগেছে ১৪টি সেলাই!
খুলনার ইনিংসের ১১তম ওভারে মেহেদী হাসানের বলে সজোরে হাঁকান রাইলি রুশো। এক্সটা কভারে ছুটে যাওয়া বলটি তালুবন্দি করতে গিয়ে বাঁ হাতের আঙুলে আঘাত পান মাশরাফি।
সেই আঘাতের পর আর মাঠেই থাকতে পারেননি। তীব্র ব্যথায় কাতর হয়ে মাঠ ছেড়ে যান ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত ক্রিকেটার। প্রাথমিক চিকিৎসার পর সাজঘরে ফেরে চোটাক্রান্ত স্থানে লেগেছে ১৪টি সেলাই।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঢাকা প্লাটুনের প্রতিনিধি এনামুল হক বিজয় বলেন-
‘মাশরাফি ভাইয়ের হাতে সেলাই পড়েছে দশটার বেশি। বাঁ হাতের অনেকখানি কেটে গেছে। বড় সেলাই পড়েছে যেহেতু উনার জন্য পরের ম্যাচগুলো খেলা একটু কঠিনই হয়ে যায়। এখনো নিশ্চিত না। পরের ম্যাচ খেলা তার জন্য অবশ্যই কঠিন হবে।’
এই চোটের কারণে মাশরাফির বঙ্গবন্ধু বিপিএলের বাকি অংশে অংশগ্রহণ একপ্রকার অনিশ্চিতই হয়ে পড়েছে। ১২ ম্যাচে ৭ জয় নিয়ে চতুর্থ স্থানে থেকে রাউন্ড রবিন লিগ শেষ করেছে ঢাকা প্লাটুন। এলিমিনেটর ম্যাচ জিতলেও ফাইনালে উঠতে হলে দলটিকে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে।
মাশরাফির এই চোটের কারণে বেশ বেকায়দায় পড়বে ঢাকা। তিনি পরের ম্যাচে না থাকলে ‘নকআউট’ হয়ে ওঠা খেলায় দলের নেতৃত্বেও আসবে পরিবর্তন। চোট পাওয়ার দিনে ৩ ওভার বল করে ২৬ রান খরচ করেন মাশরাফি, পাননি কোনো উইকেট। ইঞ্জুরিতে মাঠ ছাড়ায় চার ওভারের কোটাও পূর্ণ করতে পারেননি।