সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৬ মিনিটে সতীর্থের নেয়া লম্বা থ্রোয়ে বল পাওয়া মাত্র মোহাম্মদ তানবির হোসেনের হেডে বল জালে জড়ালে লাল-সবুজের দল প্রথম গোলের দেখা পায়।
এরপর ২৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে পাল্টা আক্রমণে গিয়ে ভুটানের গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম।
খেলার ৩২ মিনিটের মাথায় তৃতীয় গোলের দেখা পায় পিটার টার্নারের দল। প্রতিপক্ষের ভুল পাসের সুবাদে বল দখলের পর তা নিয়ে দৌড়ে গিয়ে ডি বক্সের অনেক বাইরে থেকে শট নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে দারুণ এক গোল করেন মোহাম্মদ মারাজ হোসেন।
এরপর ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটের সময় ডি বক্সের সামান্য বাইরে থেকে বদলি খেলোয়াড় হিসেবে নামা দীপকের বাঁ পায়ের দুরন্ত কিকে বল জালে জোরানো মাত্র আগেই সুনিশ্চিত হওয়া জয়ের আনন্দ বেড়ে যায় টাইগার যুবাদের শিবিরে।
এদিকে, আজ বাংলাদেশ সময় বেলা সোয়া ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। এই ম্যাচের জয়ী দল আগামী ২৯ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেমিফাইনালে খেলা দুই দল খেলবে।