Category: খেলা

  • ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

    শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৬ মিনিটে সতীর্থের নেয়া লম্বা থ্রোয়ে বল পাওয়া মাত্র মোহাম্মদ তানবির হোসেনের হেডে বল জালে জড়ালে লাল-সবুজের দল প্রথম গোলের দেখা পায়।

    এরপর ২৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে পাল্টা আক্রমণে গিয়ে ভুটানের গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম।
    খেলার ৩২ মিনিটের মাথায় তৃতীয় গোলের দেখা পায় পিটার টার্নারের দল। প্রতিপক্ষের ভুল পাসের সুবাদে বল দখলের পর তা নিয়ে দৌড়ে গিয়ে ডি বক্সের অনেক বাইরে থেকে শট নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে দারুণ এক গোল করেন মোহাম্মদ মারাজ হোসেন।

    এরপর ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটের সময় ডি বক্সের সামান্য বাইরে থেকে বদলি খেলোয়াড় হিসেবে নামা দীপকের বাঁ পায়ের দুরন্ত কিকে বল জালে জোরানো মাত্র আগেই সুনিশ্চিত হওয়া জয়ের আনন্দ বেড়ে যায় টাইগার যুবাদের শিবিরে।

    এদিকে, আজ বাংলাদেশ সময় বেলা সোয়া ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। এই ম্যাচের জয়ী দল আগামী ২৯ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেমিফাইনালে খেলা দুই দল খেলবে।

  • লা লিগায় চালকের আসনে রিয়াল মাদ্রিদ

    লা লিগায় চালকের আসনে রিয়াল মাদ্রিদ

    খেলার ঘন্টা : সান্তিয়াগো বের্নাবেউয়ে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় চালকের আসনে বসে পড়ল জিদানের দল রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো লস ব্ল্যাঙ্কোসরা।

    আগের ম্যাচে সেভিয়াকে হারানো দল থেকে ৮ জন পরিবর্তন করেন কোচ জিদান। নিয়মিত একাদশের অনেকেই ছিলেন না শুরুর একাদশে। গ্যারেথ বেল, করিম বেনজেমা, হামেস রদ্রিরেগেজ, থিবো কর্তোয়া, এদেন আজাররা ছিলেন সাইড বেঞ্চে।

    অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রামের দিনে দ্যুতি ছড়ালেন দুই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।

    ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের ৩৬তম মিনিটে গোল পায় রিয়াল। টনিক্রুসের পাসে জোড়ালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র। ১-০ স্কোরলাইনে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

    বিরতি থেকে ফিরে ম্যাচের ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথমবার রিয়ালের হয়ে মাঠে নামা রদ্রিগো। বাকি সময়ে স্কোরলাইনে আর কোনও পরিবর্তন না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

    এ জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিদানের দল। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে মেসির বার্সেলোনা৷

    ২৪ ঘন্টা/আরএস.

    আরো:: সিপিএল খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিব-লিটন

  • সিপিএল খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিব-লিটন

    সিপিএল খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিব-লিটন

    খেলার ঘন্টা : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গেলেন বাংলাদেশ দলের দুই ক্রিকেটার। বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ছেড়ে গেছে বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

    তবে তারা দু’জন খেলবেন দুই ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে।সিপিএল আসরের বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন সাকিব আল হাসান এবং ৬ষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলে ডাক পাওয়া লিটন দাস খেলবেন জ্যামাইকা তালাওয়াসে।

    এছাড়াও এবার সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টের হয়ে দল পেয়েছিল তরুণ আফিফ হোসেন। কিন্তু বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় সে যেতে পারেননি। এর আগেও সিপিএলে খেলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ। আর দল পেলেও ম্যাচে নামা হয়নি মেহেদী হাসান মিরাজের।

    গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় সিপিএল। লিগ পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। সাকিবের দল বার্বাডোজের ম্যাচ বাকি আছে চারটি। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট তালিকায় আছে পাঁচে।

    বার্বাডোজের শেষ চারে ওঠার ভালো সম্ভাবনা আছে। কিন্তু লিটনের দল জ্যামাইকা তালাওয়াস ৮ ম্যাচ খেলে ৬টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে আছে। ক্রিস গেইল, ডোয়াইন স্মিথদের নিয়ে গড়া এই দলের বাকি আছে আর দুই ম্যাচ।

    ২৪ ঘন্টা/রাজীব..

  • পাকিস্তান পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

    পাকিস্তান পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

    সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল পৌঁছেছে পাকিস্তানে। যদিও ১০ বছর আগে লাহোরে সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেট দলটি। তার পর এই প্রথম পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এলো শ্রীলঙ্কা।

    মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে করাচি বিমানবন্দরে নামে লঙ্কান ক্রিকেটাররা।

    শ্রীলঙ্কার পাকিস্তান সফর ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল এক সময়। নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা দলের প্রথম সারির ১০ জন ক্রিকেটার পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন। এর পর পাকিস্তান সরকার লঙ্কান ক্রিকেটারদের রাষ্ট্রপ্রধানের সমান নিরাপত্তা দেওয়ার আশ্বাসে পাকিস্তানে খেলতে যেতে রাজি হয় শ্রীলঙ্কা ক্রিকেট দল।

    তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হতে যাচ্ছে ২৭ সেপ্টেম্বর। ম্যাচ তিনটিই হবে করাচিতে। এর পর লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা।

    যদিও এই পাকিস্তান সফরে যাননি শ্রীলঙ্কার ওয়ানডে দলের অধিনায়ক দ্বিমুথ করুণারতেœ এবং টি-২০ দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা।