চট্টগ্রাম জেলার রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পরিবারের বসতঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মতি লাল মেম্বারের বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Category: ভিডিও
-
চট্টগ্রাম জিইসি মোড়ে মেরিডিয়ান রেস্টুরেন্টকে জরিমানা ভিডিও
ব্যবসা, চাকরি কিংবা বেড়ানোর জন্য দেশের নানান জায়গা থেকে প্রতিদিন এই নগরে আসেন বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ। চট্টগ্রামে তাঁদের থাকা-খাওয়ার জন্য রয়েছে বিভিন্ন আবাসিক হোটেল ও অতিথিশালা।
নোংরা পরিবেশ এবং খাবারে অনুমোদনহীন রঙ, প্রচুর পরিমাণে তেলাপোকা, কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার রেফ্রিজারেটরে একত্রে রাখা। এমনকি মেয়াদোত্তীর্ণ ঘি, দুর্গন্ধযুক্ত গ্রিল চিকেন পাওয়ার অপরাধে নগরীর দুই হোটেলকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত ১৯-২১শে জানুয়ারি জেলা প্রশাসন চট্টগ্রাম এর সহায়তায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরী মহানগরীর বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে জিইসি মোড়ের “মেরিডিয়ান” রেস্টুরেন্ট এর রান্নাঘরে প্রবেশ করলে ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরী দেখেন অত্যন্ত নোংরা পরিবেশ এবং প্রচুর পরিমাণে তেলাপোকা পাওয়া যায়, কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার রেফ্রিজারেটরে একত্রে খোলা অবস্থায় পাওয়া যায়। এসব অপরাধে “মেরিডিয়ান” রেস্টুরেন্টকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া ও আগ্রাবাদ এলাকায় “ঘরানা রেস্তোরা” এর রান্নাঘরে অত্যন্ত চমৎকার পরিবেশ পাওয়া যায় যা প্রশংসনীয়।
২নম্বরগেট এলাকায় “বারকোড” রেস্টুরেন্ট এর রান্নাঘরে পরিচ্ছন্ন পরিবেশ থাকলেও শুধুমাত্র অর্ধেক প্যাকেট মেয়াদউত্তীর্ণ চিকেন পাওয়া গেলে তাদের সতর্ক করা হয়।
পরে ২নম্বরগেট এলাকায় “আফগান” রেস্টুরেন্ট এর রান্নাঘরে অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায় এবং নিরাপদ খাদ্যবিরোধী কোন কার্যক্রম পরিলক্ষিত হয়নি বলে তথ্যসূত্র জানায়।
-
ঢাকা বাণিজ্যমেলায় একটি কিনে দশটি ফ্রি নামে মিথ্যা প্রতারণা | ২৪ ঘন্টা নিউজ
ঢাকা বাণিজ্যমেলায় একটি কিনে দশটি ফ্রি নামে মিথ্যা প্রতারণা | ২৪ ঘন্টা নিউজ
‘যে কোনো পণ্য কিনলে ১০ থেকে ৩০ শতাংশ ছাড়! আবার একটি পণ্য কিনলে ১০টি, কোথাও ২০টি পণ্য ফ্রি! পণ্য ভেদে দেওয়া হবে ৫ থেকে ৮ বছরের ওয়ারেন্টি, গ্যারান্টি অথবা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ।’
এমন বিভিন্ন লোভনিয় অফার দিয়ে পণ্য বিক্রির জাল পেতেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কিছু প্রতারক চক্র। বিক্রি বাড়াতে অফারের নামে তারা ক্রেতাদের সঙ্গে করছেন প্রতারণা। আর অসচেতন ক্রেতারাও না বুঝে এসব পণ্যের দিকে ঝুকছেন। কেউ কেউ পণ্যগুলো কিনে হচ্ছেন প্রতারিত।
বেশ কয়েকদিন মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, কিছু কিছু স্টল মালিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন। কেউ দিচ্ছেন ইলেকট্রিক ওভেন এর সঙ্গে বিশেষ অফার, কেউ টিভি, ওয়াশিং মেশিন অথবা ইলেকট্রিক চুলার সঙ্গে। তবে প্রতিটি অফারের আড়ালে রয়েছে কৌশলী প্রতারণা।
এরশাদুল ইসলাম অপু। থাকেন মোহাম্মদপুরে। মেলার ১৫তম দিনে বাসার প্রয়োজনীয় কিছু কোকারিজ পণ্য কিনতে স্ত্রীসহ বাণিজ্য মেলায় এসেছিলেন। দুজনই অনেকক্ষণ বিভিন্ন দোকানে দাম দর যাচাই করেন। সব শেষে তারা একটি কোকারিজ পণ্যের স্টলে যান। বিক্রেতারা তাদেরকে বিভিন্ন কোকারিজ পণ্য দেখান। পরবর্তীতে একটা ওভেন দেখেন, যেটার মূল্য দেওয়া আছে ৩৬ হাজার ৫০০ টাকা। মিয়াকো কোম্পানির লোগ লাগানো এই ওভেনটি কিনলে আরও ১০টা পণ্য এর সঙ্গে ফ্রি দেওয়া হবে। অথবা ১০টি পণ্যের মধ্যে যেকোনো দুইটি পণ্যের পরিবর্তে একটি এলইডি টেলিভশন দেওয়া হবে।
মিয়াকোর মতো ইন্টারন্যাশলনাল কোম্পানির এতগুলো জিনিস ফ্রি দেওয়ার অফার দেখে এরশাদুল অপুর স্ত্রী বিচলিত হয়ে ওঠেন। এটা কি করে সম্ভব! বিক্রেতারা তাদের আশ্বস্ত করেন এটা মিয়াকোরই পণ্য।
তারা আরও জানায়, টেলিভিশনে বা অন্যান্য জায়গায় প্রচার করলে বিজ্ঞাপনের জন্য অনেক অর্থ খরচ হতো। ক্রেতারা যদি পণ্যটি সরাসরি স্টেল থেকে কিনে নেন তবে প্রচারের টাকাটাই তারা ফ্রি দেন। মজার বিষয় হচ্ছে- এসব পণ্যের সঙ্গে এক থেকে ৮ বছরের ওয়ারেন্টিও দেওয়া হবে বলে জানানো হচ্ছে। কোনো সমস্যা হলে প্রতিষ্ঠানটি রিপ্লেসমেন্টের সুবিধাও দেওয়ার অফার দেয়। একপর্যায়ে ওই দম্পত্তি একটি অফার নিয়ে নেন। পণ্যের সঙ্গে ওয়ারেন্টি কার্ড ও হোম ডেলিভারীও দেন প্রতিষ্ঠানটি।
কিন্তু পণ্যগুলো বুঝে পাবার পর তাদের মনে পণ্যের মান নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। এরপরের দিন তারা মেলার বাইরে বিভিন্ন মার্কেটে গিয়ে পণ্যগুলোর দাম ও মান নিয়ে যাচাই শুরু করেন। ঠিক সে সময়ই জানতে পারেন যে, তাদের সঙ্গে প্রতারণরা করা হয়েছে।
-
বাংলাদেশি ডিজাইনে হুন্দাই ও মার্সিডিজ বেঞ্জ গাড়ির নকশা | ভিডিও
হুন্দাই ও মার্সিডিজ বেঞ্জের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের গাড়ির থ্রি-ডি নকশা প্রস্তুত করছেন অনলাইন মার্কেট প্লেসের বাংলাদেশি ফ্রিল্যান্সাররা। প্রায় সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার বিনাপুঁজিতে বছরে আয় করছেন প্রায় এক হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, এখনো দক্ষ কর্মী আর উচ্চগতির ইন্টারনেটের অভাবে বড় বড় কার্যাদেশ বাতিল করতে হচ্ছে।
বিস্তারিত ভিডিওতে:
-
চট্টগ্রামে পতেঙ্গা সীবিচ এলাকায় চলছে মাইকিং| ভিডিও | ঘূর্ণিঝড় “বুলবুল”
চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকায় চলছে মাইকিং। ঝুঁকির মধ্যে থাকা উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্যই এ মাইকিং করা হচ্ছে।
বিপদ সংকেত ৯ এ ওঠার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে সকলকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হচ্ছে
-
Exclusive : রাজধানীর রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুর মৃত্যু | সিলিন্ডার বিস্ফোরণ ভিডিও
বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু মারা গেছে। এই ঘটনায় আরো সাত শিশুসহ ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩–৪ জনের অবস্থা গুরুতর।
ভিডিও টি দেখতে ক্লিক করুন : https://www.youtube.com/watch?v=KbPN3DfNGGY
বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিস্তারিত : http://www.24ghonta.news/3870