Tag: চট্টগ্রাম

  • চট্টগ্রাম বিমান বন্দরে তিন দফায় ১১শ কার্টন সিগারেট উদ্ধার

    চট্টগ্রাম বিমান বন্দরে তিন দফায় ১১শ কার্টন সিগারেট উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানাত আন্তর্জাতিক বিমান বন্দরে একই দিনে তিন দফায় বিভিন্ন ব্র্যান্ডের ১১শ ১২ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটা থেকে ১০টার মধ্যে দেড় ঘন্টা সময়ের ব্যবধানে পৃথক পৃথকভাবে সিগারেটগুলো পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য ২২ লক্ষ দুই হাজার টাকা।

    এর মধ্যে আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা ফটিকছড়ির হাফিজ মোহাম্মদ হাসানের ব্যাগেজে ১৭৪ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায় রাত সাড়ে ৮টার সময়।

    আধা ঘন্টা পর ৯টা ৫মিনিটে ইজি লাইট ব্র্যান্ডের ১৩৬ কার্টন সিগারেট উদ্ধার হয় আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকায়। তবে এসময় সিগারেটগুলোর কোন বাহককে পাওয়া যায়নি।

    এছাড়া রাত ১০টা বাজের কিছু আগে আরো ৮০২ কার্টন সিগারেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এগুলো উদ্ধার হয়েছে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকা থেকে। সিগারেট জব্দ চট্টগ্রাম বিমান

    কাস্টম হাউসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা পৃথক দুইটি ফ্লাইটে করে ১১১২ কার্টন সিগারেট আনা হয়েছে।

    প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের সিগারেটগুলো জব্দ করে সেগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ সিগারেটের বিষয়ে কাস্টমস আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

  • ভোট আইলে ত বোত রম কথা উনা যা, পরে খবর ন থা

    ভোট আইলে ত বোত রম কথা উনা যা, পরে খবর ন থা

    ২৪ ঘন্টা ডট নিউজ।পূজন সেন, বোয়ালখালী : ‘বোয়ালখালীর কোঁয়াল আঁরা বছরই খালি। নির্বাচন আইয়ের যার, আঁরার কথা কনে উনের। ভোট আইলে ত বোত রম কথা উনা যা, পরে খবর ন থা’ (বোয়ালখালীর কপাল সারা বছরই খালি। নির্বাচন আসে যায়। আমাদের কথা কে শোনে। নির্বাচন আসলে অনেক রকম কথা শোনা যায়, পরে খবর থাকে না । কথা গুলো চাটগাঁর আঞ্চলিক ভাষায় বলছিলেন বোয়ালখালী উপজেলার একটি চায়ের দোকানে বসা ষাটোর্দ্ধ আবু হাশেম।

    তিনি বলেন, ‘বাদল ভালা মানুষ আঁ-ছিল। যেঁ-তে এ্যাঁ-তে কথা কইত পাইরতাম। এ-রইম্যা মানুষ ত ন দেই-র। আঁ-র বাড়ির সবুরইজ্যার পোঁয়াও নেতা অই গিয়ে। কথা ন উনে, কাজ কামও ন গরে। বই বই খাঁ।’(প্রয়াত সাংসদ বাদল ভালো মানুষ ছিলেন। যখন তখন কথা বলতে পারতাম। তার মতো মানুষ দেখছি না। আমাদের বাড়ির সবুরের ছেলেও নেতা হয়ে গেছে। কথা শুনে না, কাজ করে না। বসে বসে খায়।)

    চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে ভোট কাকে দিবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আঁরার খবর যি-বা লইবু, যার কাছে আঁরা যাইত পাইরযুম, কথা কইত পাইরযুম তারে ভোট দিউম। উন্নি দি, অন ত বলে ভোট দ-ন ন পরে। তারপরও যাইয়ুম চাই।’ (আমাদের খবর যে নিবে, তার কাছে আমরা যেতে পারবো, কথা বলতে পারবো তাকে ভোট দেবো। শুনেছি, এখন তো বলে ভোট দিতে হয় না। তারপরও যাবো দেখি।)

    নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে যিনি পারবেন এমন ব্যক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করার কথা জানালেন চট্টগ্রাম সিটি করপোরেশন ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম।

    ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল। এ নিয়ে তিনি এ আসনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এ আসন শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তাঁর মৃত্যুর পরপরই এলাকার নতুন সংসদ সদস্য কে হবেন তা নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়।

    তাঁর মতো গণমানুষের কাছের মানুষ জনপ্রতিনিধি হবেন এমন প্রত্যাশায় বুক বাঁধে এলাকাবাসী। শোকের মাঝেও ছিলো বাদলের আসনের উত্তসূরী কে হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা। শেষতক এ আসনে উপ-নির্বাচনের সময় বেঁধে দিয়ে ঘোষণা হয় উপ নির্বাচনের তফশীল।

    নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন আগামী ১৩ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৮ প্রার্থী অংশ নিলেও গত ১৫ ডিসেম্বর দুই প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ঋণ খেলাপির অভিযোগে বাতিল করে দেয় নির্বাচন কমিশন। ওইদিন ৬ প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

    মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন গণফ্রণ্টের উত্তম চৌধুরী ও জাপার প্রার্থী জিয়া উদ্দিন বাবলু। তবে মনোনয়ন ফিরে পেতে আপিল করে আপিল শুনানিতে ফের বৈধতা ফিরে পাই জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু।

    ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন ১৯জন প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন চান ৩প্রার্থী। এরমধ্যে নৌকার প্রার্থী কে হচ্ছেন তাও নিয়ে বিরাজ করে টানটান উত্তেজনা।

    গত ১০ডিসেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগের এক সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদকে মনোনীত করেন আওয়ামী লীগ। মোছলেম উদ্দিন দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। নগর, জেলা, উপজেলার আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দরা সক্রিয় হয়ে ওঠেন মোছলেম উদ্দিনের পক্ষে।

    অন্যদিকে বিএনপি’র মনোনয়নে প্রার্থী হন দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান। তবে বিএনপি থেকে সরে আসা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান মোরশেদ খান স্বতন্ত্রপ্রার্থী হওয়ার বাসনায় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষতক তা জমা দেননি।

    এদিকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনি মাঠে হাওয়া গরম করে দেন জিয়া উদ্দিন বাবলু। তবে তাতে ভাটা পড়ে যায় গত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশনের মনোনয়ন যাছাই-বাচাইয়ের দিন। তবে ঋণ খেলাপির আপত্তিতে বাতিল হয়ে যাওয়া মনোনয়ন পত্র ফিরে পেতে এবং নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় ফিরে আসতে তিনি আপিল করেন।

    আজ বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি শেষে বাতিল হওয়া মনোনয়ন পত্রের ফের বৈধতা ফিরে পান বাবলু। আরো খবর : আপিল শুনানিতে বৈধ হল বাবলুর মনোনয়ন

    এছাড়া নির্বাচনি মাঠে রয়েছেন বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রণ্টের(বিএনএফ) প্রার্থী আবুল কালাম আদাজ, ইসলামিক ফ্রণ্টের প্রার্থী ফরিদুল আলম, ন্যাপের প্রার্থী বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্রপ্রার্থী এমদাদুল হক।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৩ জানুয়ারি সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৮৯টি কেন্দ্রে ইল্কেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-৮ আসনে ভোটার রয়েছেন ৪লক্ষ ৭৫হাজার ৯৯৬ জন।

    এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৪১হাজার ৯২২জন। মহিলা ভোটার ২লক্ষ ৩৪ হাজার ৭৪জন। তৎমধ্যে নগরের ৫টি (৩-৭) ওয়ার্ডে ভোটার রয়েছেন ৩ লক্ষ ১১হাজার ৯৯৬জন। বোয়ালখালী (শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ব্যতীত) উপজেলায় ১ লক্ষ ৬৪হাজার ভোটার।

  • জনপ্রিয়তা স্বর্ত্তেও জাতীয় রাজনীতিতে আগ্রহ ছিলোনা বাবার, চিন্তা চেতনায় শুধু চট্টগ্রাম-নওফেল

    জনপ্রিয়তা স্বর্ত্তেও জাতীয় রাজনীতিতে আগ্রহ ছিলোনা বাবার, চিন্তা চেতনায় শুধু চট্টগ্রাম-নওফেল

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব,চট্টগ্রাম ডেস্ক : চট্টলবীর, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, চট্টগ্রাম সিটির সাবেক তিনবারের সফল মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী তার জীবদ্দশাই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক ধারাবাহিতা এবং দলের ভবিষ্যত নিয়ে আজীবন রাজনীতি করেছেন।

    বঙ্গবন্ধুর একনিষ্ট কর্মী হিসেবে এবং তার সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর সম্পূর্ণ আনুগত্য রেখে তিনি সবসময় দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। দলের জন্য নিবেদিন প্রাণ হয়ে তিনি জননেতা প্রতিষ্ঠিত হয়েছে।

    তৃণমুল কর্মী হিসেবে সারাদেশে জাতীয় নেতার পরিচিতি পেয়েছেন। তবে জাতীয় নেতৃত্বে মহিউদ্দিন চৌধুরী কখনো আগ্রহ প্রকাশ করেননি। কারণ তার চিন্তা চেতনায় ছিলো বৃহত্তর চট্টগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করার এবং বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের জন্য আজীবন তিনি সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন।

    প্রয়াত এ নেতার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে মহিউদ্দিনপুত্র, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

    আজ ১৫ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় কাজীর দেউড়ী ইন্টারন্যাশনাল কনভেনশনাল সেন্টারে প্রয়াত নেতার স্মরণ সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

    নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠজন সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু।

    নওফেল বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আয়োতিক এ স্মরণ সভার মাধ্যমে আমার প্রয়াত পিতার স্মতিচারণ যেমন সম্ভব হয়েছে তেমনি আগামী নতুন প্রজন্মের জন্য অনেক শিক্ষনীয় বিষয় আমার পিতৃতুল্য আওয়ামী লীগের অভিভাবক নেতৃবৃদ্ধের আলোচনায় উঠে এসেছে।

    আমার বাবার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করবার দৃষ্টতা আমার নেই। তাছাড়া সে অভিজ্ঞতাও আমার হয়নি বলে মনে করছি। আজকের অনুষ্ঠানে আলোচক বৃন্দরে আলোচনাই মূখ্য। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন নওফেল।

    চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন পরবর্তী ভোটাভুটির মাধ্যমে যে নেতৃত্ব ঘোষণা হয়েছে তা সারা বাংলাদেশে সমাদৃক প্রশংসীত হয়েছে উল্লেখ করে নওফেল বলেন, দলীয় নেতৃত্বে প্রতিযোগীতার চমৎকার সমাপ্তির একটি উদাহরণ হয়ে থাকবে উত্তর জেলা আওয়ামীলীগের এ ভোটাভুটির নেতৃত্ব।

    তিনি বলেন, দলীয় নেতৃত্বের প্রতিযোগীতা সবসময় থাকবে সে দলীয় নেতৃত্বে প্রতিযোগীতার সমাপ্তিটাও যেন সুষ্ঠ সুশৃঙ্খলভাবে হয় সে বিষয়টা যেন সকলেই সকল পর্যায়ের নেতৃবৃন্দরা ধারণ করে। কারণ আমরা আমাদের পূর্বসুরিদের জীবনের দিকে যদি তাকাই তাদের জীবনেও দলীয় নেতৃত্বের প্রতিযোগীতা ছিলো কিন্তু দলীয় সাংগঠনিক শক্তির প্রশ্নে দলের প্রয়োজনে তারা কখনো এমন কোন কিছু করেনি যেখানে দলের সাংগঠনিক শক্তি ক্ষতিগ্রস্থ হয়েছে।

    নওফেল বলেন, যেকোন মূল্যে শেখ হাসিনার নেতৃত্বে এ বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রাখতে সকল পর্যায়ে সকল নির্বাচনে আমাদের সর্ব শক্তি দিয়ে সাংগঠনিক ঐক্য ধরে রাখবার চেষ্টা না করি তবে আজকে আমি আপনি আমাদের প্রতিযোগীতায় ভবিষ্যত প্রজন্ম ক্ষতিগ্রস্থ হতে পারে।

    বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচনী ক্ষমতায় ঐক্যের প্রমাণ দিয়ে বিজয় না আনতে পারে, যদি প্রমাণ করতে না পারে রাজনৈতিক ঐক্যের তবে অস্তিত্ব বিপন্ন হবে। আগামী যে কঠিন সময়গুলো আসছে, বাংলাদেশের অপরাজনৈতিক শক্তি গোপনে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের রাজনীতিকে, শেখ হাসিনার রাজনীতিকে, শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ব্যাঘাত ঘটাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

    তাই সকলের কাছে আহবান জানিয়ে নওফেল বলেন, আমাদের নিজেদের প্রতিযোগীতার কারণে এ অপরাজনৈতিক শক্তি যাতে কোন ভাবেই সুযোগ নিতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ না হয়ে রাজনীতির প্রতিযোগীতায় মেতে থাকি তবে আওয়ামীলীগের রাজনীতি টেকশই হবে না।

    স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম।

    নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় মঞ্চে উপস্তিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অ্যাডভোকেট সুনীল সরকার, সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, অ্যডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

    এছাড়াও চট্টগ্রাম নগর,উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা স্মরণ সভায় অংশগ্রহণ করেন।

  • মহসীন কলেজের এক শিক্ষার্থীর সাহসিকতায় ধরা পড়লো ২ ছিনতাইকারী

    মহসীন কলেজের এক শিক্ষার্থীর সাহসিকতায় ধরা পড়লো ২ ছিনতাইকারী

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের শিক্ষার্থী খালিদ মাহমুদ রিহামের সাহসিকতা ও স্থানীয় জনতার সহযোগীতায় পুলিশের হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী।

    বুধবার সন্ধ্যা পৌণে সাতটার সময় নগরীর রহমতগঞ্জস্থ কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং রাতে দিদার মার্কেট এলাকা থেকে এ দুই কৌশলী ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতার দুই ছিনতাকারী হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি মারুকা এলাকার আবদুর রউফের ছেলে খালিদ উদ্দিন ইমন (১৮) ও ভোলা জেলার লালমোহন গাইমারা এলাকার মো. আল ইসলাম প্রকাশ খাইরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম বাবু (১৮)। তারা দুজনই বাকলিয়ার বগারবিল এলাকায় বসবাস করে বিভিন্ন এলাকায় ছিনতাই কাজে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে রিহাম বুধবার সন্ধ্যার সময় লালখান বাজারের বাসা থেকে বের হয়ে রহমতগঞ্জস্থ ক্রিয়েটিভ কোচিং সেন্টারে যাচ্ছিলেন। কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে ইমন ও বাবুসহ তিন যুবক রিহামকে ডেকে তার সাথে কথা বলার চেষ্টা করেন। একপর্যায়ে তিনজন মিলে রিহামকে অহেতুক কোন কারণ ছাড়াই ভয়ভীতি ও উচ্ছৃংখল আচরণ করতে থাকে।

    এসময় রিহাম সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা রিহামের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। রিহাম ছিনতাকারী বলে চিৎকার শুরু করলে আসে পাশের স্থানীয় লোকজন একজনকে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয়রা টহল পুলিশকে ডেকে ঈমনকে তাদের কাছে হস্তান্তর করে।

    জিজ্ঞাসাবাদে ঈমন ছিনতাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার সময় পালিয়ে যাওয়া তার অপর সহযোগীদের তথ্য দেন। তার দেওয়া তথ্য মতে রাতে নগরীর দিদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই গ্রুপটির অপর সদস্য সাকিবুলকেও গ্রেফতার করে পুলিশ।

    কোতোয়ালি থানার ওসি মো.মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আটক দুজনই ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রহমতগঞ্জ, বাংলা কলেজ, গুডস হিল, গণি বেকারী এলাকায় পাহাড়ের নির্জন, অন্ধকারাচ্ছন্ন স্থানে ছিনতাইয়ের কাজ করে থাকে। বুধবার মহসীন কলেজের শিক্ষার্থী রিহামের সাহসিকতায় এ দুজনকে গ্রেফতার করা হয়।

    ওসি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এ গ্রুপের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশের চেষ্টা থাকবে। তাছাড়া বুধবার গ্রেফতার দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি মো. মহসীন।

  • শস্যদানার বদলে ঘোষণাবর্হিভূত পানীয় আমদানি : স্টার অ্যালায়েন্স’র রাজস্ব ফাঁকি!

    শস্যদানার বদলে ঘোষণাবর্হিভূত পানীয় আমদানি : স্টার অ্যালায়েন্স’র রাজস্ব ফাঁকি!

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : ঢাকার গুলশানের উত্তর বাড্ডা এলাকার স্টার অ্যালায়েন্স নামে একটি প্রতিষ্ঠান ভুট্টা ও মটরশুটি আমদানির ঘোষণা দিয়ে ঘোষণাবর্হিভূত ভাবে কোটি টাকার পানীয় আমদানি করে বড় অংকের রাজস্ব ফাঁকি দিয়েছে।

    প্রায় এক বছর আগে ২২ মেট্রিকটন পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা কনটেইনারটি বুধবার (২৭ নভেম্বর) খুলে কায়িক পরীক্ষা করলে কাস্টমসের এআরআই শাখার কর্মকর্তাদের হাতে ধরা পড়ে রাজস্ব ফাঁকি দিয়ে ঘোষণা বর্হিভূত পণ্য আনার বিষয়টি।

    চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুরউদ্দিন মিলন বলেন, চীনের আনাস পি ট্রেডিং পিটিই লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৩ মেট্রিকটন সুইটকর্ণ (মিষ্টি ভুট্টার দানা) এবং ৯ মেট্রিকটন কিডনি বিন (মটরশুটি দানা) আমদানির ঘোষণা দিয়ে ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলেছিল ঢাকার এ প্রতিষ্ঠানটি।

    দুই ধরনের শস্যদানা আমদানির ঘোষণা দিলেও গত ২০১৮ সালের ২৩ ডিসেম্বর বিভিন্ন ধরনের সফট ও হার্ড ড্রিংকস, এনার্জি ড্রিংকস, চকোলেট ও ওয়েফার মিলিয়ে ২২ টন পণ্য নিয়ে কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে।

    তিনি বলেন, গত ১৭ জানুয়ারি আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে চট্টগ্রাম নগরীর শেখ মুজিব রোডের এলিট এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান পণ্য খালাসের জন্য চট্টগ্রাম কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করলে প্রতিষ্ঠানটি পণ্য খালাসের দায়িত্ব পায়।

    এদিকে আমাদানিকৃত কন্টেইনারের উপর কাস্টমসের গোয়েন্দা নজরদারি থাকায় সিএন্ডএফ প্রতিষ্ঠানটি দীর্ঘ ১০ মাসেও কন্টেইনারটি খালাস না করে বন্দরের ইয়ার্ডে ফেলে রাখে। বাধ্য হয়ে বুধবার নিজ উদ্দ্যেগে কনটেইনারটির কায়িক পরীক্ষার উদ্যোগ নেন কাস্টমস কর্মকর্তারা।

    এতে ৭ লাখ টাকার দুটি শস্যপণ্য আমদানির ঘোষণা দিলেও ঘোষণাবর্হিভূত কোটি টাকার পানীয় পণ্য আমদানির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের কাছে ধরা পড়ে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুরউদ্দিন মিলন।

  • জানুয়ারিতে চট্টগ্রামে নামছে ২০০ এসি বাস

    জানুয়ারিতে চট্টগ্রামে নামছে ২০০ এসি বাস

    চট্টগ্রাম নগরের তিনটি রুটে আগামী জানুয়ারিতে ২০০টি এসি বাস চালু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    বুধবার (২০ নভেম্বর) নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সিটি করপোরেশনের ৫২তম সাধারণ সভার বক্তব্যে এ তথ্য জানান তিনি। এ ছাড়া সভায় এ বছর মহান বিজয় দিবসে ১৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

    মেয়র বলেন, নগরে সুষ্ঠু ট্রাফিক ম্যানেজমেন্ট না থাকায় নগরবাসীর ভোগান্তি দিন দিন বাড়ছে। এই ভোগান্তি থেকে উত্তরণে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা অপরিহার্য।

    সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে ১০০ এসি বাস রাস্তায় নামানো হবে। এরপর পর্যায়ক্রমে তা ২০০-তে উন্নীত করা হবে। ইতোমধ্যে এই বাসগুলোর জন্য নগরের মেরিনার্স রোডের পাশে টার্মিনাল নির্মাণ করা হয়েছে।

    নগরীর কালুরঘাট থেকে পতেঙ্গা, ভাটিয়ারী থেকে লালদিঘী এবং নিউ মার্কেট থেকে ফতেয়াবাদ, এই তিন রুটে পরীক্ষামূলকভাবে পরিচালিত হবে। আউটসোর্সিং এর মাধ্যমে এগুলো চালানো হবে।”

    একেকটি রুটের বাসের একেক রং হবে জানিয়ে তিনি বলেন, “এতে বিশৃঙ্খলা দূর হবে। নগরীর সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি পাবে।”

    এই প্রকল্পের আওতায় ২০০ বাস চালুর পরিকল্পনা জানিয়ে মেয়র বলেন, চলতি বছর ডিসেম্বরের মধ্যে বাসগুলো দেশে চলে আসবে।

    সিটি করপোরেশনের সচিব আবু সাহেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ূয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরীসহ চসিকের প্যানেল মেয়র, কাউন্সিলর, বিভাগীয় ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

  • আজিজুরের বদলি, ফজলে রাব্বি চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

    আজিজুরের বদলি, ফজলে রাব্বি চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীকে স্বাস্থ্য অধিদপ্তদের উপ-সহকারী (হোমিও ও ট্রাডিশনাল মেডিসিন) হিসেবে বদলি করা হয়েছে। 

    চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন মুন্সিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

    বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারি সচিব(পার-২) শারমিন আক্তার জাহান সাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে নতুন কর্মস্থলে যোগ দেয়ার কথা বলা হয়েছে।

  • বিদেশ ফেরত বিমান যাত্রীর লাগেজে মিলল ৭০ স্বর্ণবার

    বিদেশ ফেরত বিমান যাত্রীর লাগেজে মিলল ৭০ স্বর্ণবার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক বিমান যাত্রীর ল্যাগেজে মিলল ৭০ পিস স্বর্ণের বার।

    আজ ১১ নভেম্বর সোমবার সকাল দুপুরে আবুধাবী থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটে আসা যাত্রী মো. আখতারুজ্জামানের লাগেজ তল্লাশী করে স্বর্ণ বার গুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দার টিম। এসব স্বর্ণ বারের ওজন ৮ কেজি ২০০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৪ কোটি টাকা।

    এসময় বিমান যাত্রীকে আটক করার কথা জানিয়েছেন শুল্ক গোয়েন্দা টিম। আটক যাত্রী মো. আখতারুজ্জামান খান চট্টগ্রামের পটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

    বিমানন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কাছে আগে থেকেই গোপন তথ্য ছিলো বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বর্ণ আনছে যাত্রী। এর মধ্যে সকাল ১১টার সময় আবুধাবী থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমান বন্দরে পৌছে।

    ওই বিমানে আসা যাত্রী আখতারুজ্জামানের ল্যাগেজ তল্লাশী করা হলে লাগেজে থাকা ৪টি চার্জার লাইটের ব্যাটারি রাখার খোপের ভেতরে সুকৌশলে রাখা ৭০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

    এ ঘটনায় বিমান যাত্রী আখতারুজ্জামনকে আটক করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মো. রিয়াদুল ইসলাম।

    এর আগেও ১৮ অক্টোবর চার্জার লাইটের ভেতরে কৌশলে আনা ১৩০ পিস স্বর্ণবারের বড় চালান উদ্ধার করেছিলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার বাজারমূল্য ছিল সাড়ে ৭ কোটি টাকা।

  • চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে আয়কর মেলা-২০১৯ শুরু

    চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে আয়কর মেলা-২০১৯ শুরু

    চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৯। নগরের জিইসি কনভেনশন সেন্টারে ২০ নভেম্বর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এ মেলা।

    দুপুরে নগরীর আগ্রাবাদের সিজিএস বিল্ডিংয়ের সাম্পান সম্মেলন কক্ষে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম কর বিভাগ। এতে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান আয়কর মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও কর অঞ্চল-২ এর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।

    এসময়, অয়কর বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সেবা প্রদানই এ মেলার লক্ষ্যে বলে জানান চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. ইকবাল হোসেন।

    মেলায় ২০১৯-২০ অর্থবছরের আয়কর রিটার্ন জমা, ইটিআইএন রেজিস্ট্রেশন বুথ, নারী, সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী, সশস্ত্র বাহিনীর করদাতা, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের জন্য কাউন্টার থাকবে। এছাড়া এ বছরের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের মেলায় সম্মাননা প্রদান করা হবে বলেও জানানো হয়।

    সংবাদ সম্মেলনে কর কমিশনার মো. ইকবাল হোসেন, মাহবুবুর রহমান, ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী, মফিজ উল্লাহ, অতিরিক্ত কর কমিশনার সফিনা জাহান, মাহমুদুর রহমানসহ কর বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ও যশোরে বিমান চলাচল বন্ধ

    চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ও যশোরে বিমান চলাচল বন্ধ

    ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আজ শনিবার বিকেল চারটা থেকে রবিবার ভোর ছয়টা পর্যন্ত কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল ও যশোর বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

    বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অপারেশন) এয়ার কমোডর খালিদ হাসান বলেন, আমরা আবহাওয়া পর্যবেক্ষণ করছি, আবহাওয়া দেখে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। যেহেতু চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ থাকবে সেজন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত সিলেট বিমানবন্দর ২৪ ঘণ্টা খোলা থাকে না।

    এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

    ওইসব এলাকার সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

    শনিবার (৯ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আয়শা খানম সংবাদ বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

  • চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

    চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

    চট্টগ্রাম নগরীর রুবি গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বায়েজিদ স্টিল মিলের এক শ্রমিক।

    বৃহস্পতিবার ভোরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম রিপন (২০) সে রংপুর জেলার পীরগাছা উপজেলার কাতিপাড়ার মোব্বাশের হোসেনের ছেলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে নগরীর রুবি গেইটে এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় বায়েজিদ স্টিল মিলের শ্রমিক রিপন।

    পরে আহত অবস্থায় রিপনকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • চট্টগ্রামে উবার চালককে নির্যাতনের পর সর্বস্ব হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ চক্র

    চট্টগ্রামে উবার চালককে নির্যাতনের পর সর্বস্ব হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ চক্র

    চট্টগ্রামে যাত্রীবেশে উবার চালককে আটকে রেখে নির্যাতনের পর সর্বস্ব হাতিয়ে নিয়েছে সঘবদ্ধ একটি চক্র।

    মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে নগরীর রৌফাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় বায়েজিদ থানা পুলিশ হাসান নামে একজনকে আটক করেছে বলে জানান বায়েজিদ থানার ওসি খন্দকার আতাউর রহমান।

    ঘটনার শিকার উবার চালক খোরশেদ আলম চৌধুরী জানান, মঙ্গলবার বিকালে তিনি তার প্রাইভেট গাড়ী (উবার) নিয়ে প্যাসেঞ্জারের আশায় নগরীর জিইসি মোড়ে অপেক্ষা করছিলেন। এমন সময় এক নারী প্যাসেন্জার হিসাবে নগরীর বায়েজিদ রৌফাবাদ যাওয়ার জন্য ১০০ টাকা ভাড়ায় তার উবারে উঠে। রৌফাবাদে পৌঁছার পর ঐ নারী গাড়ী থেকে নেমে কয়েকজন যুবকের সাথে কথা বলে। এক পর্যায়ে সেখানে আগে থেকে অবস্থান করা ৭/৮ জনের একদল যুবক উবার চালক খোরশেদে সামনে আসে। এসময় তারা খোরশেদকে বলে তুমি এই মহিলাকে খারাপ উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছ। এ কথা বলেই কোন কিছু বুঝে উঠার আগেই সবাই মিলে আমাকে মারতে শুরু করে। এক পর্যায়ে সবাই টেনে হিঁচড়ে  একটি ঘরে নিয়ে মারতে থাকে। এসময় তারা জোর করে পরনের কাপড় চোপড় খুলে ভিডিও করতে থাকে । এসময় তারা ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে গাড়ী ক্রয়ের জন্য থাকা নগদ চার লাখ টাকা,ব্যাংকের এটিএম কার্ড,মোবাইল সেট হাতিয়ে নেয়।

    খোরশেদ জানান,এটিএম কার্ড নিয়ে ঐ চক্রের কয়েকজন সদস্য এটিএম বুথে গিয়ে টাকা তোলার চেষ্টা করে। কিন্তু পিনকোড ভুল হওয়ায় কার্ড আটকে যায়। পরে তারা তাকে আবারো মারধর করতে থাকে। এর পর খোরশেদের আত্মীয় স্বজনকে ফোন করে টাকা দাবী করে। সর্বশেষ রাত সাড়ে ১০ টার দিকে খোরশেদের ব্যবহৃত মোবাইল রেখে দিয়ে তাকে ছেড়ে দেয়। এবং বলে ৫০ হাজার টাকা ঐ মোবাইলের বিকাশে পাঠাতে।
    ছাড়া পাওয়ার পর খোরশেদ বায়েজিদ থানায় এসে বিষয়টি ওসিকে জানানোর পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে হাসান নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

    স্থানীয় সুত্র জানায়, রৌফাবাদ এলাকায় বড় ভাই সাগরের ছত্র ছায়ায় থেকে এ চক্রটি ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড করে থাকে। এর আগে রৌফাবাদ সরকারী শিশু পরিবারে মেয়েদের উত্যক্ত করার অভিযোগে সাগরসহ কয়েকজন নামের থানায় জিডি করে শিশু পরিবার কর্তৃপক্ষ।

    এদিকে এ ঘটনায় বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভিকটিম খোরশেদ।

    বায়েজিদ থানার ওসি খন্দকার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হাসান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। বাকী অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।