Tag: জেলা প্রশাসক

  • একাত্তরে পাকিস্তানীদের হাতে নির্যাতিত পানছড়ির ছেইংসা মারমার পাশে জেলা প্রশাসক

    একাত্তরে পাকিস্তানীদের হাতে নির্যাতিত পানছড়ির ছেইংসা মারমার পাশে জেলা প্রশাসক

    খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার পানছড়ি উপজেলা সদরের যৌথখামার এলাকার বাসিন্দা একাত্তরে পাকিস্তানী সৈনিকদের হাতে নির্যাতিত ছেইংসামা মারমা’র পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

    গত ১২ ডিসেম্বর তাঁকে নিয়ে এই পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে জেলা প্রশাসক বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ছেইংসামা মারমাকে পানছড়ির ইউএনও’র মাধ্যমে নিজ কার্যালয়ে ডেকে পাঠান।

    এসময় জেলা প্রশাসক ছেইংসামা মারমা’র প্রতি সম্মান প্রদর্শন করে তাঁকে নগদ পঞাশ হাজার টাকা সহায়তা প্রদানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নির্দেশনা অনুযাী একটি দুইকক্ষ বিশিষ্ঠ পাকা বাড়ি নির্মার্ণেও ঘোষণা দেন।

    এসময় জেলা প্রশাসনক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ছেইংসামা মারমা’র ওপর একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন আটকাবস্থায় সংঘটিত নির্যাতনের তথ্য প্রমাণ সংগ্রহের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে।

    ছেইংসামা মারমাকে সহায়তা প্রদানকালে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পানছড়ির ইউএনও তৌহিদুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সা: সম্পাদক কানন আচার্য্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • কাট্টলীতে অগ্নিকাণ্ডে দগ্ধ এক নারীর মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শণে জেলা প্রশাসক

    কাট্টলীতে অগ্নিকাণ্ডে দগ্ধ এক নারীর মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শণে জেলা প্রশাসক

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর মুরাদ চৌধুরী বাড়ির মরিয়ম ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে।  

    সোমবার বেলা ১২টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শ্বাসনালীসহ শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়া ৬৫ বছর বয়সী নারী পেয়ারা বেগম।

    তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক রফিক উদ্দিন আহমেদ।

    তিনি বলেন, গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে আরো ৬ জনের শ্বাসনালি পোড়া গেছে। তাঁদের অবস্থাও সংকটাপন্ন। হাসপাতাল থেকে তাদের চিকিৎসার জন্য সব ধরনের সাহায্য করা হচ্ছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানোর প্রস্তুতিও রয়েছে বলে তিনি জানান।জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন

    এদিকে উত্তরকাট্টলীর যে বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার সকালে সেখানকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন

    তাছাড়া ঘটনায় অগ্নিদগ্ধ রোগীদের অবস্থা সরেজমিনে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ছুটে যান চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

    এসময় তিনি জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে সঠিক কারন খুঁজে বরে করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ জন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    এর আগে রবিবার (৮ নভেম্বর) রাতে উত্তর কাট্টলী এলাকায় মুরাদ চৌধুরীর মালিকানাধীন ‘মরিয়ম ভিলা’ নামে ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের সাতজনসহ মোট ৯ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে সোমবার বেলা ১২টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম ভবনের ওই বাসায় ভাড়া থাকতেন শিপিং করপোরেশনে চাকরিজীবী মিজানুর রহমান। রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি, তার স্ত্রী, ৭ বছর বয়সী ও দেড় বছর বয়সী দুই শিশু, মা, ভাই এবং বোন দগ্ধ হয়। একই ঘটনায় তাদের বাসায় সাবলেট থাকা দুজনও দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

    দগ্ধ ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৯), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৭), পেয়ারা বেগম (৬০), রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)।

    আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা ওই বাসার লাইট-ফ্যানসহ বিদ্যুৎ সংযোগের প্রতিটি পয়েন্ট পোড়া দেখেছি।

    এতে আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। কারণ গ্যাসের পাইপলাইন এবং রান্নাঘরের চুলা আমরা অক্ষত দেখেছি। বাসায় কোনো গ্যাস সিলিন্ডারও ছিল না।

    এদিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে স্থানীয়রা। দগ্ধ ব্যক্তিদের মধ্যে দুজন শিশু রয়েছে।

    চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া বলেন, রবিবার রাত ১১ টার পর থেকে দগ্ধ রোগীদের হাসপাতালে নেওয়া শুরু হয়। মোট ৯ জন হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

    আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, আগুনে এক পরিবারের সাতজনসহ মোট নয়জন দগ্ধ হয়েছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে তারা ধারণা করছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রামের জেলা প্রশাসক সস্ত্রীক করোনায় আক্রান্ত

    চট্টগ্রামের জেলা প্রশাসক সস্ত্রীক করোনায় আক্রান্ত

    চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরে অল্প জ্বর ও কাশি রয়েছে।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের এনডিসি মোঃ মাসুদ রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফৌজদারহাট বিআইটিআইডি থেকে পরীক্ষা করা হলে তার করোনা শনাক্ত হয়।

    এর আগে গত রবিবার চট্টগ্রাম মেডিক্যাল এর টেস্ট রিপোর্টে জেলা প্রশাসকের সহধর্মিণী ফারহানা নাহার করোনায় আক্রান্ত হন। তার হাল্কা স্বর্দি ও কাশি রয়েছে।

    এনডিসি মোঃ মাসুদ রানা বলেন, আজ রাত ৯ টায় ফোজদারহাট বিআইটিআইডি থেকে করোনা ভাইরাস আক্রান্ত রিপোর্টটি নিশ্চিত করা হয়। এখন স্যারের অল্প জ্বর ও কাশি রয়েছে। এর আগে গত রবিবার চট্টগ্রাম মেডিক্যাল এর টেস্ট রিপোর্টে জেলা প্রশাসক সহধর্মিণী ফারহানা নাহার করোনায় আক্রান্ত হন।

    বর্তমানে জেলা প্রশাসক ইলিয়াস হোসেন সহধর্মীনিসহ ডিসি হিলের সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার কারণে যারা পুরস্কৃত হয়েছে তারাই শুদ্ধাচারী:ডিসি

    কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার কারণে যারা পুরস্কৃত হয়েছে তারাই শুদ্ধাচারী:ডিসি

    কর্মক্ষেত্রে পেশাগত জ্ঞান, দক্ষতা, সততা, শৃংখলাবোধ, কর্তব্যনিষ্ঠা, ভালো আচরণ, তথ্য প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, উদ্ভাবন চর্চা, সামাজিক গণমাধ্যম ব্যবহার, ই-ফাইল ব্যবহারে আগ্রহ, অভিযোগ প্রতিকারে সহযোগিতা ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহসহ সরকারের বিভিন্ন উন্নয়ন সূচকে নিষ্টার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে সরকারিভাবে তিনজনকে জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

    আজ বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে শুদ্ধাচার পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

    চট্টগ্রাম জেলা প্রশাসনের দুই কর্মকর্তা ও এক কর্মচারীর জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন চট্টগ্রাম জেলা প্রশাসনের দুই কর্মকর্তা ও এক কর্মচারী জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন।

    এরা হচ্ছেন- হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মাসুদ রানা ও জেলা নাজির মোহাম্মদ জামাল উদ্দীন।

    চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) ইয়াছমিন পারভীন তিবরীজি (উপ-সচিব)।

    জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাজীব হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত অনুষ্টানে পুরস্কার প্রাপ্তরা তাদের অনুভূতি প্রকাশ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ আবু হাসান সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.জেড.এম শরীফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো. বদিউল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘জনসেবায় জনপ্রশাসন’ এ বিষয়টি বিবেচনায় রেখে কর্মকর্তা-কর্মচারীরা টিমওয়ার্কের মাধ্যমে কোন ধরনের ভোগান্তি ছাড়াই সরকারী সেবা জনগণের দৌরগোড়ায় অতি সহজে পৌছে দিচ্ছেন বলেই সরকারের সুনাম বৃদ্ধি পেয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীরা করোনাকালীন সময়েও জাতির কল্যাণে অত্যন্ত ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছে। ফলে আইন-শৃংখলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার কারণে যারা পুরস্কৃত হয়েছে তারা অবশ্যই শুদ্ধাচারী। এ স্বীকৃতি অবশ্যই ধরে রাখতে হবে। যারা শুদ্ধাচার পুরস্কার পায়নি, কিন্তু প্রতিযোগিতায় ছিল তারাও অনেক ভালো করেছে। আগামীতে তাদের মধ্যে থেকে শুদ্ধাচারী কর্মকর্তা-কর্মচারী বেরিয়ে আসবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ঢাকাসহ ৯ জেলায় নতুন ডিসি

    ঢাকাসহ ৯ জেলায় নতুন ডিসি

    ঢাকাসহ দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) বদলি ও পদায়ন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

    ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এছাড়া মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজারের ডিসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যাশোরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম খান নোয়াখালীর জেলা প্রশাসক হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহীতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়ায়, বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক ড. রহিমা খাতুনকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসনমন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বান্দরবানের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

    বান্দরবানের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

    বান্দরবানের জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।

    বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

    তিনি জানান, কক্সবাজার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার বান্দরবানের ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

    এরা হলেন- জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম এবং হিলভিউ বেসরকারি হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মো: কামরুল।

    এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

    অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমনের প্রথম থেকেই জনগনের সেবায় মাঠে ছিলেন জেলা প্রশাসক।

    সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কষ্ট করেছেন। মাঠে কাজ করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • খাগড়াছড়িতে জেলা প্রশাসনের ত্রাণ পেল লক্ষাধিক পরিবার

    খাগড়াছড়িতে জেলা প্রশাসনের ত্রাণ পেল লক্ষাধিক পরিবার

    খাগড়াছড়ি প্রতিনিধি::খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ ৮ হাজার ৬শ ৮৬ পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

    নয় উপজেলা ও ৩টি পৌরসভায় এসব ত্রাণ বিতরণ অব্যাহত আছে।

    এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগকে এগিয়ে নিয়েছে বিতরণ করা হচ্ছে নগদ অর্থ। এর মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ১ হাজার ৪শ ৬৪ মেট্রিক টনের মধ্যে বিতরণ হয়েছে ১ হাজার ৮৭ মেট্রিক টনের বেশি চাল । বিতরণের প্রক্রিয়ায় রয়েছে আরো ৩’শ ৭৭ মেট্রিক টন চাল। চাল ছাড়াও তেল, লবণ, আলু, ডালও বিতরণ করা হচ্ছে।

    ওএমএস এর বরাদ্দকৃত ৪৮ মেট্রিক টনের মধ্যে ৪৫ মেট্রিক টন বিতরণ করা হয়েছে।

    এছাড়া খাদ্য বান্ধব কর্মসূচির ৪শ ৬৩ মেট্রিক টনের মধ্যে বিতরণ করা হয়েছে ৩’শ ৮৯ মেট্রিক টন। বিতরণের প্রক্রিয়ায় রয়েছে ৭৩ মেট্রিক টন।

    খাগড়াছড়ি জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

    ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’-খাগড়াছড়ি কমিটির সভাপতি ও খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান বলেন, জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রমে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করা হয়েছে। বিভিন্ন সংগঠনকে ত্রাণ বিতরণের জন্য অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। ত্রাণ বিতরণে বিভিন্ন সংগঠনকে যুক্ত করা একটি ইতিবাচক উদ্যোগ।

    এছাড়া বিভিন্ন করোনা বেকার হয়ে পড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

    জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, বিতরণ করা হচ্ছে ১৫ লক্ষ টাকার শিশু খাদ্যও।

    মহালছড়ি উপজেরা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত জানান,‘ আমরা উপজেলার অন্তত ৭শ ৫০ পরিবারের মধ্যে শিশু খাদ্য পৌঁছে দিয়েছি। শিশুদের জন্য গুড়ো দুধ, প্রাটিন সমৃদ্ধ বিস্কুট, সুজি ও চিনি বিতরণ করা হয়।

    পর্যায়ক্রমে প্রায় ৬ হাজার পরিবারকে শিশু খাদ্য বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক ।

    খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান,‘ প্রশাসন ও স্থানীয় জনগণের সহায়তায় খাগড়াছড়ি এখনো করোনামুক্ত। এই দুর্যোগ মোকাবেলায় সামাজিক দুরত্ব মেনে চলার জন্য জনগণকে সচেতন করেছি। একই সাথে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে স্বচ্ছতার সাথে ত্রাণ সহায়তা পৌছে দেয়া হচ্ছে। তারপরও যদি কেউ ত্রাণ সহায়তায় বাইরে থাকে সংশ্লিষ্ট ইউএনওদের অবগত করলে ত্রাণ পৌছানোর ব্যবস্থা করা হবে। এছাড়া ত্রাণ কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠনকে নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।’

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • কর্মহীন মানুষদের জন্য সহায়তা চেয়ে নীলফামারী জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি

    কর্মহীন মানুষদের জন্য সহায়তা চেয়ে নীলফামারী জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি

    নীলফামারী প্রতিনিধি॥করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে অতি দরিদ্র,দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য খাদ্য সহায়তা চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নীলফামারী জেলা প্রশাসক।

    বৃহস্পতিবার(৩ এপ্রিল) জেলা প্রশাসন নীলফামারী এর ফেসবুক পেইজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    এতে বলা হয় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬মার্চ থেকে হাসপাতাল, কাঁচাবাজার, খাবার এবং ঔষুধের দোকান ছাড়া সকল দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন অতি দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর মানুষ। এদের মধ্যে রয়েছেন রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহণ শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, বাদাম বিক্রেতা, হকার, ফেরিওয়ালা, কুলি, মুচি, গরীব চায়ের দোকানদার।

    জলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, সরকার সব সময় পাশে রয়েছে মানুষের। সব রকম সাহায্য সহযোগীতাও করছেন। এর মাঝেও মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে। বিত্তবানরা যাদের সামর্থ্য রয়েছে তারা এ সময়ে এগিয়ে আসলে আরো বেশি সহায়তা পাবেন কর্মহীন এসব মানুষেরা। এদিকে দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে সরকারী ভাবে জেলায় ১২লাখ টাকা এবং তিনশত মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।

    এসবের মধ্যে ২৫৮মেট্রিক টন চাল ও ১১লাখ টাকা উপ-বরাদ্দ দেয়া হয়েছে ছয় উপজেলা এবং চারটি পৌরসভায়। উত্তোলনের পর দ্রুত বিতরণ শুরু করবে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলো।

  • ডিসি সুলতানা প্রত্যাহার, মামলার সিদ্ধান্ত

    ডিসি সুলতানা প্রত্যাহার, মামলার সিদ্ধান্ত

    গভীর রাতে বাসায় গিয়ে সাংবাদিককে আটকের পর ডিসি অফিসে মোবাইল কোর্ট বসিয়ে কারাদণ্ড দেওয়ার ঘটনায় জেলা প্রশাসক সুলতানা পারভীনকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করা হয়েছে।

    একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার দুপুরে এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

    এর আগে কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে জামিন দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুজাউদ্দৌলা। কারাগার থেকে বের হওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

    আরিফুল ইসলামের পক্ষের আইনজীবী অ্যাড. শাখাওয়াত হোসেন বলেন, ২৫ হাজার টাকা জামানতে আরিফকে জামিন দেওয়া হয়েছে। তবে মামলাটির আপিল চলমান রয়েছে।

    আরিফুল ইসলামের স্ত্রী মোস্তারিমা সরদার বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে আমাদের বাড়ির গেটে ধাক্কাধাক্কির শব্দ শুরু হয়। আমরা জানতে চাই কারা ধাক্কাচ্ছে। এ সময় বলা হয়, দরজা খুলুন, না হয় ভেঙে ফেলা হবে। পরে তারা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। ঢুকেই মারতে শুরু করে আরিফকে। কেন মারছেন জিজ্ঞাসা করতেই তারা আরিফকে বলে, ‘তুই অনেক জ্বালাচ্ছিস।’ মারতে মারতে তাকে নিয়ে যায়।’

    তিনি অভিযোগ করে বলেন, ‘কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনের বিরুদ্ধে অনিয়মের সংবাদ পরিবেশন এবং ফেসবুকে দুর্নীতি সংক্রান্ত পোস্ট দেওয়ার কারণে উনি ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। ’

    তবে এই অভিযোগ অস্বীকার করে ডিসি সুলতানা পারভীন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যদি ঐ ঘটনাই হতো, সেটা তো এক বছর আগের কথা। ঐটা যদি কোনো বিষয় হতো, তাহলে তো তখনই আমরা কোনো অ্যাকশনে যেতাম।’ তিনি বলেন, টাস্কফোর্সের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

    এদিকে গভীর রাতে সাংবাদিকের বাসায় টাস্কফোর্সের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

    অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম গণমাধ্যমকে বলেন, ‘বাসা থেকে জোর করে তুলে নিয়ে মোবাইল কোর্ট সাজা দিতে পারে না। গাঁজা-মদ যদি ঘরে থেকেও থাকে, তবে তা নজরদারিতে রাখবে। এরপর যখন সময় হবে তখন তাকে মাদকসহ আটক করবে। আর এসব মাদকদ্রব্য যদি কেউ লুকিয়ে রাখে, তাহলে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার নিজস্ব আইনবলে পদক্ষেপ নেবে।’

    উল্লেখ্য, শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে আরিফুল ইসলামকে মাদকবিরোধী অভিযানের কথা বলে আটক এবং পরে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

    অভিযানের সময় মাদকসহ আরিফুল ইসলাম রিগানকে আটক করা হয় বলে দাবি করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।

  • মুজিবশতবর্ষ উদযাপনে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের প্রস্তুতি সভা

    মুজিবশতবর্ষ উদযাপনে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের প্রস্তুতি সভা

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে মুজিবশতবর্ষ উদযাপনে আলোচনা সবা অনুষ্ঠিত হয়েছে।

    ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অয়োজনে বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, সম্বিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ।

    সভায় আগামী ১৭ মার্চ ভোরে ২১ বার তোপধ্বনির মাধ্যমে মুজিবশতবর্ষ উদযাপনের কর্মসূচী শুরু ,জেলা পরিষদ ডাক বাংলোয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন সহ অন্যান্য কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • কথা রেখেছেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, ত্রিপুরা পল্লীর দুর্গম গ্রাম হচ্ছে শহর!

    কথা রেখেছেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, ত্রিপুরা পল্লীর দুর্গম গ্রাম হচ্ছে শহর!

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারী উপজেলার দুর্গম এলাকা মনাই ত্রিপুরা পল্লীতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সার্বিক জীবন মান উন্নয়নের জন্য অঙ্গীকার করেছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

    চলতি বছরের আগস্ট মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সহযোগীতায় প্রথমবারের মতো দুর্গম এ পাহাড়ি এলাকায় গিয়েছিলেন তিনি। তখন এলাকার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে প্রাথমিক শিক্ষা বৃত্তি প্রদান করেছিলেন। কথা দিয়েছিলেন পাহাড়ি দুর্গম এলাকার সকল সমস্যা নিরসনে তিনি সার্বিক সহযোগীতা করে যাবেন।

    তিনি কথা রেখেছেন। আজ মঙ্গলবার মনাই ত্রিপুরা পাড়ায় বিদ্যালয়ের প্রায় ১৩০ জন শিশুদের হাতে তিনি তুলে দিয়েছেন স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ, খাতা, কলম, পানির বোতল, রেইনকোট, হ্যান্ডওয়াশ এবং বিভিন্ন ক্রীড়া উপকরণ (ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন)।

    দুপুরে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া মনাই ত্রিপুরা পাড়ায় এসব ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।

    এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ‘আমার গ্রাম-আমার শহর’ উদ্যোগ বাস্তবায়নে দৃঢ প্রতিজ্ঞ জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। এ লক্ষ্যে ত্রিপুরা পল্লীর দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন মান উন্নয়নে এ এলাকায় দ্রুতই প্রশস্ত সড়ক নির্মাণ, গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ নানান উদ্দ্যেগ গ্রহণ করেছেন তিনি।

    ত্রিপুরা পাড়ার জনসাধারণ প্রত্যন্ত এলাকায় থেকেও যাতে শহরের সকল সুবিধা ভোগ করতে পারে এজন্য মঙ্গলবার দুপুরে দ্বিতীয় বারের মতো দুর্গম এলাকায় উপস্থিত হয়ে এলাকায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেন জেলা প্রশাসক।

    আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইসতেহারে বলেছিলেন গ্রাম হবে শহর। তাই প্রত্যেক গ্রামকে শহরের আদলে সাজাতে সরকার আন্তরিক ভাবে কাজ করছেন। সরকারের উন্নত দেশ গড়ার ভিশন বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

    সরকারের এ চ্যালেন্সকে সামনে রেখে ফরহাবাদ ইউনিয়নের উদালিয়ার অবহেলিত ত্রিপুরা পল্লীর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রশাসন কাজ করে যাচ্ছে। যে ত্রিপুরা পল্লীতে কোন স্বাস্থ্য, শিক্ষা,স্যানিটেশন,যোগাযোগ, বিনোদন, বিদ্যুৎ,ধর্মীয় উপাসনালয় ছিল না। বর্তমানে এ পল্লীবাসী এসব বিষয়ে অগ্রগতি হয়েছে। এসব সমস্যার বেশীর ভাগই সমাধান হয়েছে। বাকী সমস্যা গুলো সমাধানের জন্য প্রশাসন কাজ করছে।

    শুস্ক মৌসুমে ৭৮ লক্ষ টাকা ব্যয়ে এইচবিবি সড়ক নির্মাণ কাজ শুরু হবে। অবহেলিত এ পল্লীর অধিবাসীদের দূর্যোগ সহনীয় বাসস্থান নির্মাণের উদ্যেগ গ্রহন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উন্নয়ন কাজ পরিচালনা করে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির এ পল্লীকে মডেল হিসাব গড়ে তুলে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে গ্রামকে শহরের পরিণত করার অঙ্গিকার বাস্তবায়ন করা হবে।

    ত্রিপুরা পল্লী চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, ১নং ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান মো, ইদ্রিস মিয়া তালুকদার।

    উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম এমরান ও ত্রিপুরা পল্লীর অধিবাসীদের পক্ষে সচিন ত্রিপুরা। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস, ক্রীড়া সামগ্রীসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেন।

    সভাপতির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন, শুধু স্বপ্ন দেখলে হবে না। স্বপ্নকে বাস্তবে রুপ দিতে আন্তরিক ভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসকের স্টাফ অফিসার তানভীর ফরহাদ শামীম, ইউপির প্যানেল চেয়ারম্যান আলী আকবরসহ ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • পাথরঘাটা বিস্ফোরণ : নিহতের পরিবার পাচ্ছে ২০ হাজার টাকা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

    পাথরঘাটা বিস্ফোরণ : নিহতের পরিবার পাচ্ছে ২০ হাজার টাকা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পাথরঘাটা ব্রিক ফিল্ড রোড বড়ুয়া ভবনে গ্যাস লাইন লিকেজ হয়ে বিষ্ফোরণের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। তিনি আজ রবিবার বেলা পৌণে ১২টার সময় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন।

    তিনি সাংবাদিকদের জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন, সিডিএ, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্টেটকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

    এছাড়া জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭ জনের দাফন কাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হবে এবং জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে আহতদের চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছেন।

    এর আগে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সিএমপির উদ্ধতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

    এদিকে বিস্ফোরণের ঘটনার পর সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের নির্দেশে সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলামসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শণ করে প্রাথমিক তদন্তে বলেছেন দুর্ঘটনা কবলিত ভবনটি নিডিএর বিধি অনুযায়ী হয়নি।

    সড়কের জায়গা দখল করে তৈরি করা হয়েছে সেপটিক ট্যাংক তার পাশে কিচেন এবং গ্যাসের রাইজার রাখা ছিলো। ফলে সেপটি ট্যাংকের জমে থাকা গ্যাস ও গ্যাস লাইনের লিকেজ একসাথে হয়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে সিডিএর এ পরিকল্পনাবিদ।