Tag: পটিয়া

  • পটিয়ায় হানিফ বাসের ধাক্কায় মিনি বাসের ২ যাত্রী নিহত

    পটিয়ায় হানিফ বাসের ধাক্কায় মিনি বাসের ২ যাত্রী নিহত

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ সময় মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে।

    রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর পুত্র মোঃ ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০) দুর্ঘটনাস্থলেই নিহত হয়। এতে বাসের অপর চার যাত্রী আহত হয়।

    নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

    এ ঘটনায় গাড়ি চালককে আটক করা হয়েছে জানিয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, এ দুর্ঘটনায় আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • খেলায় ঝগড়া, ছুরিকাঘাতে নারী নিহত

    খেলায় ঝগড়া, ছুরিকাঘাতে নারী নিহত

    চট্টগ্রামের পটিয়ায় ব্যাটমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে এক মহিলা নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

    নিহত শিউলী বেগম (৪২) খোলোয়াড় শামীমের মা এবং জঙ্গলখাইন গ্রামের সিরাজ গাজী বাড়ির মুহাম্মদ মুছার স্ত্রী। অভিযুক্ত আলভি (১৮) একই এলাকার বাচা মিয়ার ছেলে। শনিবার নিহতের মরদেহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডে রাখা ছিল।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি জমিতে কয়েকজন তরুণ ব্যাটমিন্টন খেলতে যায়। সেখানে খেলা নিয়ে দুই পক্ষে তর্ক হয়। এক পর্যায়ে আলভির ছোট ভাই খেলোয়াড় শামীমের মাথা ফাটিয়ে দেয়। বিষয়টি শামীমের মা আলভির মাকে জানায়। শামীমকে নিয়ে বাড়ির লোকজন হাসপাতালে যায়। আলভি ১০-১২ জন কিশোরকে নিয়ে শামীমের বাড়িতে গিয়ে হামলা চালায়। আগে থেকে শামীমের পরিবারের সঙ্গে রান্না ঘরের চিমনী নিয়ে বিরোধ ছিল। এ সুযোগে চিমনীও ভেঙে দেয়। পরে বিকেল ৫টায় চিকিৎসা শেষে শামীম ও তার মা ঘরে এলে আলভিসহ ১০-১২ জন শামীমের মায়ের সঙ্গে ঝগড়া করে। এক পর্যায়ে আলভি শামীমের মাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহতাবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    নিহতের স্বামী মুহাম্মদ মুছা জানান, মূলত রান্নার চুলার বিরোধ নিয়ে আগে থেকে আমাদের পরিবারের ওপর আলভির পরিবারের আক্রোশ ছিল। এর জেরে খেলাকে কেন্দ্র করে ঝগড়া হওয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে আলভি।

  • পটিয়ায় ভাতিজাকে ছুরিকাঘাতে খুন করেছে আপন চাচা

    পটিয়ায় ভাতিজাকে ছুরিকাঘাতে খুন করেছে আপন চাচা

    চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে মো. রাশেদ (২৩) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছেন তার আপন চাচা।

    শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। তিনি পোশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।

    এ দিকে এ ঘটনার পর চাচা জালাল উদ্দিন (৪৫) পলাতক রয়েছেন। তিনি একই এলাকার রাজা মিয়ার ছেলে।

    স্বজনরা জানান, ছোট বেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালন-পালন করে বড় করেন। তার বড় ভাই জালাল উদ্দিন চট্টগ্রাম ভাড়া বাসায় থাকেন। রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান তার একটি তোশক ভাতিজা ব্যবহার করছেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা জালাল ধারাল ছুরি দিয়ে রাসেলের গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে পটিয়া হাসপাতালে নিলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

    পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

    ঘটনার পর পালিয়ে যাওয়া জালালকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি।

    পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লিটন চৌধুরী জানান, রাত ১১টার পর গলাকাটা অবস্থায় রাসেল নামে এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

  • পটিয়ায় স্বর্ণের দোকান সহ ৪ দোকানে ডাকাতি: মালামাল লুট, আহত -১

    পটিয়ায় স্বর্ণের দোকান সহ ৪ দোকানে ডাকাতি: মালামাল লুট, আহত -১

    চট্টগ্রামের পটিয়ায় স্বর্ণের দোকানসহ ৪টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় মার্কেটের দারোয়ান মোহাম্মদ নাছির (৬৫) ও মো: হাসান (৩০) আহত হয়েছেন। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রশস্ত্রে হয়ে ডাকাতি করে মালামাল লুট করে নিয়ে যায়।

    জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মত দোকানদাররা বাড়ি ফিরে যান। গভীর রাতে ডাকাতদল ২টি মিনি ট্রাক নিয়ে ডাকাতি করে মালামাল লুট করে নিয়ে যায়। খরনা রেলস্টেশন এলাকার মহামায়া জুয়েলার্স, মোরশেদ স্টোর, নিউ শাহ জাহান টেলিকম, নুর আলমের চায়ের দোকানের তালা ভেঙ্গে এ ডাকাতি করা হয়।  এসময় নগদ টাকা, স্বর্ণ ও স্বর্ণের সিন্ধুকসহ বিভিন্ন মালামাল লুট করে করে নিয়ে যায়।

    স্বর্ণ ব্যবসায়ী সুমন সরকার জানিয়েছেন, গভীর রাতে ডাকাতদল হানা দিয়ে তাদের দোকানের তালা ভেঙে স্বর্ণের সিন্ধুক নিয়ে গেছে। তাদের দোকান থেকে ৬ ভরি ও নগদ ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়৷ রাতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ করেন। তবে শুক্রবার সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন, তদন্তের কাজ চলমান।

  • পটিয়ায় মোতাহের-কাশেমসহ ৩’শ জনের বিরুদ্ধে মামলা

    পটিয়ায় মোতাহের-কাশেমসহ ৩’শ জনের বিরুদ্ধে মামলা

    বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে এলোপাতাড়ি গুলির ঘটনায় সাবেক সাবেক এমপি মোতাহেরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৯ জন নেতাকর্মী ও অজ্ঞাত ২৫০-৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

    রবিবার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন। সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাছেমুল উলুম মাদ্রাসার ছাত্র নুরুল হাসান বাদী হয়ে পটিয়া থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় চেয়ারম্যান আবুল কাশেমকে আদালত জেলে প্রেরন করেছে। আবুল কাসেম (১৮ আগস্ট) তার ইউনিয়ন পরিষদে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে রাখলে সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে, পটিয়া থানায় হস্তান্তর করেন, পরে ঐ মামলা থাকে আটক করে আদালতে প্রেরণ করলে,আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

    মামলার এজাহার সূত্রে অন্যন্যার আসামীরা হলেন- সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান দিদারুল আলম, কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফৌজুল কবির কুমার, হাঈদগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক, কোলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম, জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু সহ ৭৯ জন।

    কলেজের সাধারন শিক্ষার্থীদের সমন্বয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেক সমর্থন জানিয়ে সহস্রাধিক শিক্ষার্থী একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সদরের ডাকবাংলো মোড় থেকে প্রদক্ষিন করে মুন্সেফবাজার এলাকায় পৌছলে সাবেক এমপি মোতাহেরুল ইসলামম চৌধুরীর নির্দেশে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এসময় তারা দেশী-বিদেশী আগ্নেয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদের লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষন করে। এতে অর্ধশতাধিক ছাত্র জনতাগুলিবিদ্ধ হয়। গুরুতর আহত ছাত্রদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শান্তিরহাট পৌছলে আওয়ামীলীগের সন্ত্রাসীরা সেখানে আহত ছাত্রদের বহনকারী এম্বুলেন্সে হামলা চালায়। এদিকে, কশিয়াইশ ইউনিয়নের নুর আয়েশা বেগম নামের এক মহিলার জায়গা দখলের চেষ্ঠায় মারধরের ঘটনায় কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে প্রধান আসামী করে এজাহারনামীয় ৭জনসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করে পটিয়া থানা পুলিশ। এ মামলায় চেয়ারম্যান কাশেমকে গ্রেফতার করে পটিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়।

    পরে তার পক্ষে জামিন শুনানী করা বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করা হলেও ছাত্র হামলার মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে বলে জানান পটিয়া আদারতের দায়িত্বপ্রাপ্ত জিআরও মুহাম্মদ ফোরকান।

    পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানান, সাবেক এমপিসহ ৩শত জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। সেনাবাহিনীর হাতে আটক ইউপি চেয়ারম্যান কাশেমকে দুইটি মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

  • পটিয়ায় হুইপের গাড়িবহরে হামলা : আ.লীগ নেতাসহ গ্রেফতার ৫

    পটিয়ায় হুইপের গাড়িবহরে হামলা : আ.লীগ নেতাসহ গ্রেফতার ৫

    পটিয়ায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ রবিবার ভোররাতে উপজেলার কুসুমপুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পটিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করে কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম হোসাইন রানা বলেন, হুইপ বিভিন্ন সময় নিজেরা ঘটনা ঘটিয়ে নৌকার কর্মী সমর্থকদের উপর দোষ চাপাচ্ছেন। নৌকার কর্মী সমর্থকরা কুসুমপুরায় সাধারণত জনতার রোষানল থেকে তাদের উল্টো উদ্ধার করেছে।

    আর এখন নৌকার কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য লিটন বড়ুয়া (৫২), যুবলীগ নেতা মইন উদ্দিন মনির (৪৮), মাহমুদুল হাসান মিছবাহ (২৫), নাফিস ইকবাল (২২) ও সাদমান বিন আসাদ (১৮)।

    এর আগে গতকাল শনিবার কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলা করে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলামের অনুসারীরা।

    ওই ঘটনায় হুইপের গাড়িসহ ৬-৭টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ঈগল প্রতীকের ২ সমর্থক গুলিবিদ্ধ হয়। আহত হন হুইপের আপন ছোট ভাই-বোনসহ ২৫ জন কর্মী-সমর্থক। ওই দিন দুই দফায় হামলার ঘটনায় পটিয়া থানায় হুইপ সামশুল হকের দুই ভাই বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

    এ বিষয়ে জানতে পটিয়া থানার পরিদর্শক ( তদন্ত) মো. সোলাইমানের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • খুলশী ও পটিয়ায় নতুন ওসি পদায়ন

    খুলশী ও পটিয়ায় নতুন ওসি পদায়ন

    চট্টগ্রামের দুই থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা ও জেলা পুলিশের পটিয়ায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক আদেশে তাদের পদায়ন করা হয়।

    আদেশে সিএমপির ডিবি দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক মিজানুর রহমানকে খুলশী থানায় এবং চট্টগ্রাম জেলা ডিবির পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে পটিয়া থানায় পদায়ন করা হয়েছে।

    একই আদেশে চট্টগ্রামের এ দুই থানা ছাড়াও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা ও গাইবান্ধার সাঘাটা থানায় নতুন ওসি পদায়ন করা হয়। এর মধ্যে নড়াইল জেলা লাইন ওআর শাখার পুলিশ পরিদর্শক শেখ গনি মিয়াকে আলমডাঙ্গা থানায় এবং রংপুর জেলা ডিবির মো. মমতাজুল হককে সাঘাটা থানায় পদায়ন করা হয়েছে।

    এর আগে, গত ১২ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের খুলশী ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার ওসি বদলির সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

    ওই বিজ্ঞপ্তিতে বদলির সুপারিশপ্রাপ্ত চট্টগ্রামের দুই ওসি হলেন খুলশী থানার ওসি রুবেল হাওলাদার ও পটিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। তবে বিজ্ঞপ্তিতে ওই দুই ওসির নতুন কর্মস্থল কোথায় তা উল্লেখ ছিল না।

    বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নবর্ণিত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মেট্রোপলিটন এলাকা ও জেলা বাইরে বদলি করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’

  • পটিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম, সম্পাদক কাউছার

    পটিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম, সম্পাদক কাউছার

    পটিয়া রিপোর্টার্স ইউনিটির (পিআরইউ) আত্মপ্রকাশ হয়েছে। পটিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সংগঠন যাত্রা শুরু করেছে।

    এ উপলক্ষ্যে ২৭ অক্টোবর (শুক্রবার) রাতে পটিয়া পৌরসদরস্থ সংগঠনের কার্যালয়ে এক সভা শেষে সর্ব সম্মতিক্রমে দেশ রুপান্তরের পটিয়া প্রতিনিধি আ ন ম সেলিম উদ্দিন চৌধুরীকে সভাপতি, সকালের সময়ের নয়ন শর্মাকে সহ-সভাপতি, কালের কন্ঠের পটিয়া প্রতিনিধি কাউছার আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    যুগ্ম সম্পাদক করা হয়েছে দেশ বার্তার অরুন নাথকে, ক্লিক নিউজের মো. রিদওয়ানকে অর্থ সম্পাদক, আজকের দর্পনের শাহেদ খান হৃদয়কে প্রচার সম্পাদক, দেশ বর্তমানের আকবর উদ্দিন খানকে দপ্তর সম্পাদক, দৈনিক কাগজের জাফর আলম আশিককে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।

    এছাড়াও নগর নিউজের আকরাম খান ও রিদুয়ান মো. ইরফানকে নির্বাহী সদস্য করা হয়েছে।

    কমিটি গঠন প্রক্রিয়া পূর্ব এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক, নজরুল ইসলাম, সুরঞ্জিত শীল, রাজীব সেন প্রিন্স।

  • পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    পটিয়া উপজেলায় হানিফ ও নাবিল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ (৩২) ও শাহীদা (২৮) নামে দুজন নিহত হয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

    শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— আসিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকামনি (৩) ও আবুল কালাম (৫২)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি পটিয়ার শান্তিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, পটিয়ায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় মোট আটজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি ৬ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা রয়েছে।

  • পটিয়ায় স্কুল ছাত্রী নিখোঁজ থানায় জিডি

    পটিয়ায় স্কুল ছাত্রী নিখোঁজ থানায় জিডি

    চট্টগ্রামের পটিয়ায় সুলতানা ইসলাম মিম (১৩) নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছেন। সে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামের প্রবাসী মো: আইয়ুব খানের ১ম সন্তান। সে স্থানীয় কুসুমপুরা স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

    গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারী ) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার রোডের পটিয়ার শান্তির হাট থেকে পটিয়া সদরের মুন্সেফ বাজার এলাকায় খালার বাসায় রওয়ানা দেয়। কিন্তু সে খালার বাসায় না পৌঁছায়, অভিভাবকরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করে মেয়েটির কোন সন্ধান পাননি।

    অনেক স্থানে খোঁজাখুজি করে স্কুল ছাত্রী মিমের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজের মা কামরুন্নাহার বাদী হয়ে পটিয়া থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছে।

    এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার জানান, সুলতানা ইসলাম মিম নামে একজন ছাত্রী নিখোঁজ হয়েছে মর্মে জিডি এন্ট্রি করা হয়েছে।

    জিডি পেয়ে পুলিশ নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

    ২৪ঘণ্টা/জেআর

  • সাংবাদিক বাবু চৌধুরী’র শ্বশুর ইন্তেকাল করেছেন

    সাংবাদিক বাবু চৌধুরী’র শ্বশুর ইন্তেকাল করেছেন

    চট্টগ্রাম দক্ষিণ পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের জাফর কাজীর বাড়ি (এস আলম বাড়ি)’র মোহাম্মদ আবু তাহের (কর্নেল তাহের) নিজ বাড়িতে বুধবার রাত ৯:৩০ মিনিটে সময়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি বহুদিন ধরে কিডনি জটিলতা সমস্যায় ভুগছিলেন।মৃত্যুকালে তাহার বয়স ছিল ষাট বছর। তিনি তিন ছেলে ও ১ মেয়ে এবং এক নাতনি রেখে গেছেন।

    তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটির কার্যনিবার্হী সদস্য সাংবাদিক মোহাম্মদ বাবু চৌধুরী’র শ্বশুর।

  • পটিয়ায় কালারপুল সেতুর উদ্বোধন

    পটিয়ায় কালারপুল সেতুর উদ্বোধন

    চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুল সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ সেতুর উদ্বোধন করেন। এসময় যান চলাচলের জন্য দেশের আরও ৯৯টি সড়ক সেতু উদ্বোধন করা হয়।

    চট্টগ্রাম প্রান্তে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন প্রমুখ।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শত সেতু উদ্বোধন করা একটা ঐতিহাসিক ব্যাপার। এ রকম ঘটনা কিন্তু হয়নি। সেতুর রক্ষণাবেক্ষণ, সুন্দরভাবে ব্যবহার করা, এটার নিরাপত্তা দেয়া আপনাদের নিজ নিজ দায়িত্ব। আমি মনে করি এই সেতু নির্মাণের ফলে প্রতিটি অঞ্চলে আর্থ-সামাজিক উন্নতি আরও ঘটবে।

    প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বিতীয়বার সরকারে আসার পর বিভিন্ন সড়কে প্রায় ১ লাখ ১৩ হাজার ৩০৩ মিটার সেতু পুনর্নির্মাণ, ২১ হাজার ২৬৭ মিটার কালভার্ট নির্মাণ করেছি। বহু সড়ক আজকে আমরা মহাসড়কে রূপান্তর করেছি, যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়। চার লেন বা ছয় লেন করেও সেতু করেছি। কারণ আমরা চাই যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হোক।

    সেতুগুলো নির্মাণের ফলে কেবল যোগাযোগ ব্যবস্থায় নয়, অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। ’

    ১০০ সেতু উদ্বোধনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি। ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সেতুগুলো নির্মাণ করা হয়।

    প্রসঙ্গত, ১৫ বছর আগে পটিয়ার কালারপুল সেতু বার্জের (নৌযান) ধাক্কায় বিধ্বস্ত হয়েছিল। এরপর ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় গার্ডার সেতু।

    সেতুটি চালু হওয়ার মধ্য দিয়ে শিকলবাহা খালের পূর্ব তীরসহ এই জনপদের প্রায় অর্ধশত ভারী শিল্প কারখানার স্থবিরতা কেটে যাবে। ২০০৭ সালে বেইলি সেতু বিধ্বস্ত হওয়ার সাত বছর পর ২০১৪ এখানে আরও একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। ওই সময় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সেতুটি উদ্বোধন করেন। কিন্তু নির্মাণকাজে অনিয়মের কারণে বছর না ঘুরতেই ভেঙে পড়ে সেতুর একাংশ। পরে সেতুটি আবারও নির্মাণ করা হয়।
    ২৪ঘণ্টা/এনআর