Tag: পটিয়া

  • পটিয়ায় করোনার সুরক্ষা সামগ্রী মজুদ,ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    পটিয়ায় করোনার সুরক্ষা সামগ্রী মজুদ,ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলা হাসপাতালের আদর্শ মান বহির্ভূত (মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,পিপিই) মিসব্রান্ডেড ঔষধ মজুত ও বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রয়,মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও বিক্রয়ের জন্য মওজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বলাকা ফার্মেসীকে ১৫ হাজার টাকা, দি সেবা ফার্মেসীকে ১৫ হাজার টাকা, নিউ খাজা ফার্মেসীকে ১০ হাজার এবং সেতু ফার্মেসীকে ৬ হাজার টাকা সহ সর্বমোট ৪ টি রুজুকৃত মামলায় ৪৬হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি এনামুল হাসান,সার্বিক সহযোগিতা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম এবং পটিয়া থানা পুলিশ।

    জনস্বার্থে প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে ও থাকবে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/সনজয়

  • করোনাতেও থেমে নেই ইয়াবা কারবার,পটিয়ায় ৪ হাজার ইয়াবাসহ আটক ২

    করোনাতেও থেমে নেই ইয়াবা কারবার,পটিয়ায় ৪ হাজার ইয়াবাসহ আটক ২

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া বাইপাসের পাশে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচুয়াই ইউনিয়নের গিরীশ চৌধুরী বাজার এলাকা থেকে পুলিশ ইয়াবাসহ পাচারকারীদের গ্রেফতার করে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় গিরিশ চৌধুরী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় তারা আলী হোছন (৪২) ও আমিনা খাতুন (৩৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়।

    পরে পুলিশ তাদের কাছ থেকে ৩৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করে । যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৮২ হাজার টাকা।

    পটিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ বোরহান উদ্দিন জানান এ সংক্রান্তে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/সঞ্জয়

  • পটিয়ায় ভেজাল ঘি জব্দ, বেশি দামে আদা বিক্রীর দায়ে ৪ দোকানকে জরিমানা

    পটিয়ায় ভেজাল ঘি জব্দ, বেশি দামে আদা বিক্রীর দায়ে ৪ দোকানকে জরিমানা

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার কামাল বাজার এলাকায় মঙ্গলবার বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

    বাজার মনিটরিং কালে ভেজাল ঘি, অতিরিক্ত দামে আদা বিক্রি ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রি করার অপরাধে আল-মক্কা ট্রের্ডাসের মালিককে ৪০ হাজার টাকা, আল-মদিনা স্টোরের মালিককে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরের মালিককে ১০ হাজার টাকা, মিলন স্টোরের মালিককে ১০ হাজার টাকা ও নিউ আল-মদিনা স্টোরের মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত বিভিন্ন কোম্পানীর ভেজাল ঘি বিনষ্ট করা হয়।

    এছাড়া সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করে দোকান খোলা রাখায় পটিয়া আদালত রোড, সবুর রোড ও স্টেশন রোডের বিভিন্ন দোকান ও মার্কেট সমূহ বন্ধ করার নির্দেশ দেয়া হয় এবং দোকান খোলার রাখার অপরাধে চার দোকানীকে ১৬শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    অভিযান কালে তিনি বলেন, কেউ ভেজাল করলে বা বেশি দামে পণ্য বিক্রী করলে জরিমানা অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর/সঞ্জয়

     

  • পটিয়ায় নতুন করোনা রোগী শনাক্ত : দিনে প্রাইভেট হাসপাতাল,রাতে ১২ বাড়ি লকডাউন

    পটিয়ায় নতুন করোনা রোগী শনাক্ত : দিনে প্রাইভেট হাসপাতাল,রাতে ১২ বাড়ি লকডাউন

    সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ বুধবার দুপুরে এক প্রজ্ঞাপন জারি করে পটিয়ার একমাত্র প্রাইভেট হাসপাতাল পটিয়া সেন্ট্রাল হাসপাতালটি ৭দিন বন্ধ রাখা এবং ডাক্তার ১৪দিন হোম কোয়ারেইন্টিন থাকার নির্দেশ প্রদান করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

    এছাড়া বুধবার দিনগত রাত ১.৩০ ঘটিকায় পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাগজীপাড়া নাইখাইন রোডের ১২ টি ঘর (পরিবার মোট ১৪টি, সদস্য সংখ্যা প্রায় ৫০ জন) লকডাউন করা হয়। আগামী ১৪দিন এই ঘরগুলোর কোন সদস্য এখান থেকে বের হতে বা নতুন কেও এখানে প্রবেশ করতে পারবেন না।

    আক্রান্ত রোগীকে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    এসময় রোড সংলগ্ন এলাকায় লাল পতাকা টাকানো হয় ও আপাতত ২০ কেজি চাল, ও অন্যান্য খাদ্যসামগ্রী দেয়া হয়। এলাকার মসজিদ থেকেও মাইকিং করা হয়।

    আজ বৃহস্পতিবার আরো মানবিক সহায়তা প্রদান করা হবে। এসময় উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ, ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার, ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।

    আক্রান্ত ব্যক্তির এক আত্মীয় দুই মাস আগে বিদেশ থেকে এসেছেন বলে জানা যায়। কিন্তু, সদ্য অন্য কোন বিদেশ ফেরত ব্যক্তির সরাসরি সংস্পর্শে তিনি আসেননি বলে জানা যায়।

    লকডাউনকৃত ব্যক্তিরা ছাড়া আক্রান্ত ব্যক্তির স্বামী/পরিবারের অন্যান্য সদস্যরা গত কয়েকদিনে যাদের সংস্পর্শে এসেছেন তাদের আবশ্যিকভাবে আগামী ১৪দিন হোম কোয়ারেন্টাইন এ থাকতে হবে। আক্রান্ত রোগীর পরিবারের সদস্যদের সাথে যাদের সংস্পর্শ হয়েছিল তাদের তালিকা করা হচ্ছে।

    উল্লেখ্য পটিয়ার হাইদগাঁও ১ নং ওয়ার্ডে ওসমান পাড়া এক ৬ বৎসরের শিশু মারা যায়। পরে ২০০০ পরিবার কে লকডাউন করে দেন।

  • পটিয়ার করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুটি মারা গেছে, চট্টগ্রামে মৃতের সংখ্যা ২

    পটিয়ার করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুটি মারা গেছে, চট্টগ্রামে মৃতের সংখ্যা ২

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি || চট্টগ্রামের পটিয়া উপজেলায় করোনা আক্রান্ত প্রথম রোগী ৬ বছরের প্রতিবন্ধি শিশুটি আর বেঁচে নেই।

    রবিবার দিবাগত রাত আড়াইটান সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

    নিহত আশরাফুল ইসলাম (৬) পটিয়া উপজেলার হাঈদগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ড ওসমান পাড়ার বাসিন্দা খলিলুর রহমান প্রকাশ সজলের ছেলে।

    নিহতের পারিবারিক সুত্র তথ্যটি নিশ্চিত করার পর চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির কাছে জানতে চাইলে তিনিও মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

    শিশুটির মৃত্যুতে চট্টগ্রামে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাড়িয়েছে।

    সিভিল সার্জন বলেন, গতকাল রাত ২টা ১০ মিনিটে তাকে পটিয়া থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। রাত আড়াইটায় তার মৃত্যু হয়েছে। এখন নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা চলছে বলেন বলে জানান তিনি।

    এর আগে রবিবার রাত ১০ টার দিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের ব্রিফিংএ পটিয়া উপজেলায় প্রথম করোনা আক্রান্তের খবরটি জানা যায়। এরপর থেকে পুরো পটিয়াবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎকন্ঠায় থাকে নিজ এলাকাবাসীও।

    রাত সোয়া ১২টার দিকে উপজেলা প্রশাসন ও পটিয়া থানা পুলিশের একটি টিম হাঈদগাঁও ইউনিয়নের আক্রান্ত এলাকার অর্ধশত পরিবারকে লকডাউন ঘোষণা করেন।

    করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুটির বাবা রাতে ২৪ ঘণ্টা ডট নিউজকে জানিয়েছেন, গত ২ মাস আগে ওমান থেকে দেশে ফিরেছেন তার শালারা। কয়েকদিন আগে থেকর তার ছেলের বেশি অসুখ দেখা দিলে গত শনিবার দুপুর বারোটার সময় পটিয়া হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়।

    কর্তব্যরত চিকিৎসক করোনা অনুমান করে শিশুটির থেকে স্যাম্পল সংগ্রহ করে। রোববার সন্ধ্যার পরে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক করোনা পজেটিভ নিশ্চিত করেন এবং রাতে জেলা সিভিল সার্জনও তার নিয়মিত প্রেস ব্রিফে তা নিশ্চিত করে।

    পটিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, পটিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর চট্টগ্রাম থেকে রোববার রাত ১২টার সময় জরুরি ভিত্তিতে ১টি অ্যমবুলেন্স পাঠানো হয়।

    পটিয়া সহকারী কমিশনার ভুমি ইনামুল হক এর উপস্থিতিতে থানান এস আই নুরুল আমিনন, আক্কাস উদ্দিনসহ একদল পুলিশের সহায়তায় আক্রান্ত শিশুটিকে চট্টগ্রামে নিদ্দিষ্ট হাসপাতালে প্রেরন করা হয়।

    চট্টগ্রামে গতকাল ১২ এপ্রিল রবিবার পর্যন্ত মোট ১৪ জন করোনায় আক্রান্ত রোগীর খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক। এরমধ্যে শিশুটিসহ দুজনের মৃত্যু হয়।

    ২৪ঘণ্টা/সঞ্জয় সেন/আর এস পি

  • পটিয়ায় করোনা, আক্রান্ত রোগীটি প্রতিবন্ধি শিশু| লকডাউন অর্ধশত পরিবার

    পটিয়ায় করোনা, আক্রান্ত রোগীটি প্রতিবন্ধি শিশু| লকডাউন অর্ধশত পরিবার

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি || দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর উপজেলা পটিয়াতে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। সনাক্ত হওয়া রোগীটি ৬ বছরের প্রতিবন্দি শিশু বলে জানা গেছে।

    উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড ওসমান পাড়ার এক প্রবাসীর বাড়িতে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে।

    রবিবার রাত ১০ টার দিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের ব্রিফিংএ পটিয়া উপজেলায় প্রথম কোবিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের খবরটি জানার পর থেকে পুরো পটিয়াবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীর নিজ এলাকাবাসীও উৎকন্ঠায় রয়েছেন।

    অবশেষে রাত সোয়া ১২টার দিকে উপজেলা প্রশাসন ও পটিয়া থানা পুলিশের একটি টিম হাঈদগাঁও ইউনিয়নে আক্রান্ত রোগীর বাড়ি ও তার আশে পাশের অর্ধশত পরিবারকে লকডাউন ঘোষণা করেন।পটিয়ায় করোনা

    করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুটির বাবা ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, গত ২ মাস আগে ওমান থেকে দেশে ফিরেছেন তার শালারা। কয়েকদিন আগে থেকর তার ছেলের বেশি অসুখ দেখা দিলে গত শনিবার দুপুর বারোটার সময় পটিয়া হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়।

    কর্তব্যরত চিকিৎসক করোনা অনুমান করে শিশুটির থেকে স্যাম্পল সংগ্রহ করে। রোববার সন্ধ্যার পরে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক করোনা পজেটিভ নিশ্চিত করেন এবং রাতে জেলা সিভিল সার্জনও তার নিয়মিত প্রেস ব্রিফে তা নিশ্চিত করে।

    পটিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, পটিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর চট্টগ্রাম থেকে রোববার রাত ১২টার সময় জরুরি ভিত্তিতে ১টি অ্যমবুলেন্স পাঠানো হয়।পটিয়া হাঈদগাঁও লকডাউন

    পটিয়া সহকারী কমিশনার ভুমি ইনামুল হক এর উপস্থিতিতে থানান এস আই নুরুল আমিনন, আক্কাস উদ্দিনসহ একদল পুলিশের সহায়তায় আক্রান্ত শিশুটিকে চট্টগ্রামে নিদ্দিষ্ট হাসপাতালে প্রেরন করা হয়।

    রোগীর দাদী প্রতিবেদককে জানান রোববার বিকেল থেকে তাদের নাতীর অবস্থা ভালো ছিলো না।

    পটিয়া সহকারী কমিশনার ভুমি ইনামুল হক জানান, থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন উপজেলার হাঈদগাঁও ইউনিয়ন করোনা আক্রান্ত এলাকার অর্ধশত পরিবারকে লকডাউন ঘোষণা করেন।

    এসময় প্রসাশনের পাশাপাশি উপজেলা আ,লীগ নেতা বিএম জসীম এবং উপজেলা যুবলীগ নেতা আবুল হাসনাত ফয়সাল, দঃ জেলা ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম অভি উপস্থিত ছিলেন।

    চট্টগ্রামে গতকাল ১২ এপ্রিল রবিবার পর্যন্ত মোট ১৪ জন করোনায় আক্রান্ত রোগীর খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক। এরমধ্যে একজনের মৃত্যু হয়।

    ২৪ঘণ্টা/সঞ্জয় সেন/আর এস পি

  • সাড়ে সাত হাজার পরিবারকে ত্রাণ দেবে পটিয়া চেয়ারম্যান সমিতি

    সাড়ে সাত হাজার পরিবারকে ত্রাণ দেবে পটিয়া চেয়ারম্যান সমিতি

    ২৪ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার সাড়ে সাত হাজার পরিবারকে ত্রাণ দেবে পটিয়া উপজে লা চেয়ারম্যান সমিতি।

    উপজেলার ১৭টি ইউনিয়নের প্রতিটিতে ৩শ পরিবার করে সর্বমোট সাড়ে ৭ হাজার পরিবারের মধ্য এই ত্রাণ বিতরণ করা হবে।

    আজ ১০ এপ্রিল শুক্রবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমার উপস্থিতিতে এই ত্রাণ কার্যক্রম উদ্ধোধন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন পটিয়া চেয়ারম্যান সমিতির সভাপতি কাশিয়াইশ চেয়ারম্যান আবুল কাসেম, সাধারণ সম্পাদক দঃ ভূর্ষি চেয়ারম্যান মোঃ সেলিম, কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসীম, হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইনুচ মিয়া, আশিয়া ইউপি চেয়ারম্যান এম, কাসেম, ভাটিখাইন চেয়ারম্যান, হাবিলাসদ্বীপ চেয়ারম্যান শফিকুল ইসলাম, ছনহরা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি।

    ২৪ঘন্টা/সঞ্জয় সেন/আর এস পি

  • সকালে চমেকে ভর্তি বিকালে নমুনা সংগ্রহ সন্ধ্যায় পলাতক রাতে খোঁজ মেলে পটিয়া

    সকালে চমেকে ভর্তি বিকালে নমুনা সংগ্রহ সন্ধ্যায় পলাতক রাতে খোঁজ মেলে পটিয়া

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে করোনা আতঙ্কে চমেক হাসপাতালে ভর্তি এক রোগী দিনভর লম্পঝম্প খেলায় মেতেছেন।

    জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে গতকাল রবিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি হয় ৫০ বছর বয়সী এক রোগী।

    কর্তব্যরত চিকিৎসক তাকে অবজারভেশন ওয়ার্ড (সাবেক ক্যাজুয়ালিটি ওয়ার্ড) করোনা সন্দেহে ভর্তি করান। বিকালে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ফৌজদারহাট বিআরটিআইডিতে পাঠানো হয়।

    আতঙ্কিত ও ভয়ে একইদিন সন্ধ্যায় হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ড থেকে পালিয়ে যায় ওই রোগী।

    করোনা সন্দেহে হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ড থেকে রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

    তিনি বলেন, বিকালে ওই রোগীর নমুনা সংগ্রহের পর সন্ধ্যা ৭টার দিকে তিনি অবজারভেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান। তাকে খোঁজা হচ্ছে।

    একই দিন রাতে পলাতক ওই রোগীর খোঁজ মেলে চট্টগ্রামের পটিয়া থানা মুজাফরাবাদ রোগীর নিজ গ্রামে। পটিয়া থানার পুলিশ মোজাফফরাবাদ রেগীর গ্রামের বাড়িতে গিয়ে তাকে শনাক্ত করেছে।

    হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগীর গ্রামের বাড়িতে গিয়ে তাকে শনাক্ত করা হয়েছে বলেন পটিয়া থানার ওসি। রোববার (৫ মার্চ) রাত পৌণে ১২ টার সময় তিনি বলেন,

    শনাক্ত হওয়া রোগীকে প্রাথমিকভাবে রাতে তার নিজ বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে তাকে চিকিৎসকদের সহযোগীতা নিয়ে ফের হাসপাতালে পাঠানো হবে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • পটিয়ায় ১১ শ্রেণীর মানুষকে ত্রাণ দিবে প্রশাসন

    পটিয়ায় ১১ শ্রেণীর মানুষকে ত্রাণ দিবে প্রশাসন

    পটিয়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কর্তৃক তালিকা তৈরি করা হচ্ছে। নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যানগণের কাছে নাম জমা দিতে পারবেন।

    নিম্নোক্ত ক্যাটাগরির এমন কারো বিষয়ে জানা থাকলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ইউপি সদস্যদের সাথে দ্রুত যোগাযোগ করুন অথবা ইনবক্সে অথবা মোবাইল নাম্বারে কল দিয়ে জানান ( নাম, পিতা, ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন, পেশা, মোবাইল নম্বর যদি থাকে), উপযুক্ত হলে এবং এর মধ্যে কোন খাদ্য সহায়তা না পেয়ে থাকলে বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা দেয়া হবে।

    ১) ভিক্ষুক (২) ভবঘুরে (৩) দিনমজুর
    (৪) পাগল (৫) হকার (৬) গরীব রিক্সা বা ভ্যানগাড়ী চালক (৭) পরিবহন শ্রমিক (৮) রেস্টুরেন্ট শ্রমিক
    (৯) ফেরিওয়ালা, গরীব চা-দোকানদার, বাদাম বা ঝালমুরি বিক্রেতা (১০) মুচি, কুলি, গরীব দর্জি, বা দিন আনে দিন খায় (১১) হিজড়া/ তৃতীয় লিঙ্গ এবং বেদে।

    তবে যাদের নাম প্রস্তাব করা যাবে নাঃ-
    ১। যারা ১০ টাকা কেজির চাল পায়।
    ২। যারা ভিজিএফ/ভিজিডি পায়।
    ৩৷ যারা ব্যক্তিগত অন্য উৎস থেকে খাদ্য সহায়তা পেয়েছে।
    ৪। যাদের স্বচ্ছল পরিবার।
    ৫৷ যারা ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে খাদ্য সহযোগিতা পেয়েছে ৷

  • পটিয়ায় জনস্বার্থে সারাদিন মোবাইল কোর্ট, দুই লাখ টাকা জরিমানা আদায়

    পটিয়ায় জনস্বার্থে সারাদিন মোবাইল কোর্ট, দুই লাখ টাকা জরিমানা আদায়

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুল, মুন্সেফ বাজার, বাসস্ট্যান্ড বৈলতলী রোড এলাকায় রোববার (২২ মার্চ) সারাদিন মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

    মোবাইল কোর্ট পরিচালনাকালে পাইকারী ও খুচরা চাউলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অধিক মূল্যে বিক্রয়, চাউলের আরতে বিক্রয় ভাউচারের মূল্যে গড়মিল থাকায় ও মূল্যে তালিকায় অধিক মূল্যে থাকার অপরাধে সোনালী রাইচ মিলের মালিক মোঃ জসীম উদ্দিনকে ১ লক্ষ টাকা, আলম স্টোর এর মালিক দিদারুল আলমকে ৫ হাজার টাকা, খাজা স্টোর এর মালিক ফজল আহমদকে ৭ হাজার টাকা, ইদ্রিস এন্ড সন্স এর মালিক ইদ্রিস সওদাগরকে ৫ হাজার টাকা, মদিনা স্টোরের মালিক মোঃ নাজিম উদ্দিনকে ৭ হাজার টাকা, ইসলাম ট্রেডার্স এর মালিক নুরুল ইসলাম সওদাগরকে ১০ হাজার টাকাসহ লাইসেন্সবিহীন নোংরা পরিবেশ এবং অপরিচ্ছন্ন অবস্থায় খাবার সামগ্রী তৈরি করার অপরাধে গোল্ডেন হোটেলের মালিক নুরুল আলমকে ৫০ হাজার টাকা, সর্বমোট ০৭ টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ৮৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, পটিয়াতে দ্রব্যমূল্যর দাম বেশি নিলে অভিযোগ ফেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • দুই মাসের ব্যবধানে পটিয়ার যুবলীগ নেতা জমীর ফের গ্রেফতার

    দুই মাসের ব্যবধানে পটিয়ার যুবলীগ নেতা জমীর ফের গ্রেফতার

    পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় যুবলীগ নেতা জমির উদ্দিনকে (৪৫) পুলিশ দুই মাসের ব্যবধানে আবারো গ্রেফতার করেছেন। সে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মরহুম এনামুল হকের পুত্র।

    গতকাল বৃহস্পতিবার রাতে থানা পুলিশ পটিয়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। পুলিশের অভিযোগ ওই যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তবে ওইসব মামলায় সে জামিনে রয়েছে বলে পরিবারের দাবি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দিন বিএনপি সরকারের আমলেও নির্যাতনের শিকার। আন্দোলন, সংগ্রাম করতে গিয়ে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয়েছে।

    ২০১৯ সালের ১১ অক্টোবর পটিয়া থানা পুলিশ একটি মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। জেল থেকে বেরিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা শুরু করে।

    পুলিশের অভিযোগ, পটিয়া উপজেলার হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরীফ এলাকা থেকে গাড়ি চালক মোসলেম উদ্দিন (৪৫) অপহরণের সঙ্গে সে সম্পৃক্ত। ইতোমধ্যে জমিরের অনুসারী সাইফুল ইসলাম প্রকাশ বালু সাইফুকে পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে সে কারাগারে রয়েছেন। জমির উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কও ছিলেন।

    সম্প্রতি জেল থেকে বের হলে বিজিএমইএ পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছিরের অনুসারী লোকজন তাকে সংবর্ধনাও দিয়েছেন। যুবলীগ নেতা দুই মাসের ব্যবধানে দুইবার গ্রেফতার হওয়ার বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, যুবলীগের সাবেক নেতা জমির উদ্দিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২০টির অধিক মামলা রয়েছে। সে শীর্ষ সন্ত্রাসী। গাড়ি চালক মোসলেম উদ্দিন অপহরণের সঙ্গে জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

  • পটিয়ায় যুবক খুনের ঘটনায় আটক ২

    পটিয়ায় যুবক খুনের ঘটনায় আটক ২

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় গতকাল মঙ্গলবার দেড়শ টাকার জন্য মোহাম্মদ জসিম (২৪) নামে এক যুবক খুনের ঘটনায় ২জনকে গ্রেফতার করা হয়েছে।

    খুনের ঘটনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড তিতাগাজীর বাড়ির সামনে বিওসি রোডে খুনের ঘটনায় জড়িত থাকায় আজ বুধবারে বিকালে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে জীবন ও ইমনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

    নিহত জসিম মৃত জাগির হোসেন এর ছেলে তার মায়ের নাম নুর বেগম। স্থানীয় সুএে জানাগেছে, জসিম ১৫০ টাকা পাওনা ছিল একই এলাকার মৃত হাসেম এর ছেলে জীবন এর কাছে এ টাকা চাইলে জীবন ক্ষিপ্ত হয়ে তার ছোট ভাই ইমনকে ডেকে আনে। জসিম জীবন টাকা পাওনা নিয়ে তর্ক বির্তক হয়। এক পর্য়ায়ে জসিম স্থানীয় একটি দোকান থেকে বেরিয়ে পাশে তার নিজ বসতঘরে ফেরার পথে জীবন ও তার ভাই ইমন জসিমকে পথরোধ করে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

    এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জসিম কে মৃত ঘোষণা করে। জসিম এর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত জসিমের মায়ের কান্নার আহাজারি এলাকায় লোকজনের চোখের পানি চলে আসে।

    ঘটনার খবর পেয়ে তাৎকনিক পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন, ওসি তদন্ত জাব্বরুল ইসলাম সহ পটিয়া থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে নিহতের ঘটনা আলামত সংগ্রহ করেন। এর আগে জসিমের লাশ উদ্ধার করে চমক হাসপাতালে মর্গে পাঠানো হয়।।

    এছাড়াও জীবন- ইমন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য গত ১৫ দিন আগে কিশোর গ্যাংয়ের লিডার জীবন কে জামিনে বের হয় বলে জানান নিহত জসিমের মা নুর বেগম।

    জীবন ও ইমনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন।

    এদিকে জসিম হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় খুনি জীবন ও ইমনের ফাঁসির দাবিতে বুধবার সন্ধায় জসিম এর এলাকার শত শত নারী পুরুষ মিছিল বের করে।