Tag: পটিয়া

  • বিদ্যুতের খুঁটিতে আহত হয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানল অন্তর

    বিদ্যুতের খুঁটিতে আহত হয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানল অন্তর

    পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পিডিবি’র বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে গুরতর আহত হয়ে মৃত্যুর সাথে ৫ ঘন্টা পাঞ্জা লড়ে মারা গেছেন অন্তর নন্দী (২৪) নামের এক পাইপ ফিটার মিস্ত্রি। সে আনোয়ারা সদর ৪নং ওয়ার্ড এলাকার পুলক নন্দীর পুত্র।

    বুধবার (৪ মার্চ) বিকাল ৪টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়াস্থ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

    জানা যায় বিকাল ৩ টা থেকে পিডিবি’র ৩ জন কর্মী একটি বৈদ্যুতিক খুঁটি অপসারন করার সময় বাইসাইকেল যোগে বাস ষ্টেশন এলাকায় যাওয়া পথে বৈদ্যুতিক খুঁটিতে ভেঙ্গে বাইসাইকেল আরোহীর অন্তর নন্দী গায়ের উপর পড়লে সে গুরতর আহত হয়।

    প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে আহত অন্তর নন্দী’র অবস্থা আশংকা হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

    চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান মৃত্যুর সাথে ৫ ঘন্ট পাঞ্জা লড়ে রাত ৮ দিকে অন্তর নন্দী (২৪) নামের এক পাইপ ফিটার মিস্ত্রির মৃত্যু হয়েছে।

  • পটিয়ায় দেড়শ টাকার জন্য যুবক খুন

    পটিয়ায় দেড়শ টাকার জন্য যুবক খুন

    পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌর সদরের গোবিন্দারখীল এলাকায় দেড়শ টাকার জন্য জসিম উদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছে।

    মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯ টার সময় গোবিন্দারখীল তিতা গাজী পোল এলাকায় এই ঘটনা ঘটে। সে পৌরসদরের ৮নং ওয়ার্ড এলাকার মৃত জাকির হোসেনের পুত্র।

    নিহতের বড় ভাই মোঃ সেলিম জানায়, পৌর সদরের ৯নং ওয়ার্ড এলাকার জীবন নামে একজনের কাছ থেকে ১৫০ টাকা পাওনা ছিল নিহত জসিম উদ্দিন। রাত সাড়ে ৮ টার দিকে নিহত জসিম উদ্দিন তার পাওনাকৃত একশত পঞ্চাশ টাকা খুঁজতে গেলে জীবন ও ইমন এর সাথে ঝগড়া বাধে। ঝগড়া ঝাটির একপর্যায়ে জসিম ছুরিকাঘাতে নিহত হয়।

    পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানায় জসিম উদ্দিনকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানাতে ১৫০ টাকার জন্য জসিম উদ্দিন নামের এক যুবকের সাথে অপর দুই যুবকের সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে জসিম উদ্দিন নিহত হয়েছে। নিহতের লাশ সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হইবে।

  • পটিয়ায় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

    পটিয়ায় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে মেহেরআটি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রাম দা ও কিরিচসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।

    বৃহস্পতিবার রাতে উপজেলার মেহেরআটি চৌধুরী মসজিদে পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সরোয়ার হোসেন (২১) সে কাশিয়াইশ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফজল খলিফার বাড়ী এলাকার মোঃ জাফর আহমদের পুত্র ও মোঃ মোরশেদ আলম (২০) সে কুসুমপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড তনু মিয়ার বাড়ী মোঃ সৈয়দের পুত্র।

    পটিয়া থানা সূত্রে জানা যায়, পটিয়া থানার উপ-পরিদর্শক (তদন্ত) জব্বরুল ইসলামের নেতৃত্বে এস.আই মোবারক ও এস.আই সাখাওয়াত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা কুসুমপুরা ইউনিয়নে মেহেরআটি এলাকায় ডাকাতি করার প্রস্তুতি কালে দুইটি মোবাইল, দুইটি ধারালো কিরিচ, দুইটি রাম দা ও ডাকাতির কাজে ব্যবহারিত,একটি হাইস, চট্টমেট্টো-থ ১৪-৫৬৫৮ একটি সিএনজিসহ মোঃ সরোয়ার হোসেন ও মোঃ মোরশেদ আলমকে গ্রেপ্তার করে।

    পটিয়া থানার উপ-পরিদর্শক (তদন্ত) জব্বরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

    এছাড়া পুলিশের উপস্থিতি খবর পেয়ে আরো ৮-১০ জন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এছাড়া পটিয়া পৌর সদর বাহুলী থেকে আহমদ ছফার পুত্র ২ মাসের সাজা প্রাপ্ত মো: মাহাবুবুল আলম বাদশা গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • পটিয়ায় বিভিন্ন কর্মসূচীতে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব

    পটিয়ায় বিভিন্ন কর্মসূচীতে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব

    পটিয়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর মূখ্য সচিব পটিয়ার কৃতি সন্তান ড. আহমদ কায়কাউস বলেছেন, স্বাধীনতা না আসলে বাংলাদেশ আজকের অবস্থানে আসতে পারতো না। তাই স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারী কর্মকর্তাদের দিনে অন্তত এক ঘন্টা করে বেশী কাজ করতে হবে।

    শুধু তাই নয়, তিনি এ বর্ষকে অর্থবহ করতে সরকারী কর্মকর্তাদেরকে দিনে অন্তত একজন মানুষকে বিশেষভাবে সহযোগিতা প্রদানের মাধ্যমে মানবতার অনুপম দৃষ্টান্ত স্থাপনের আহবান জানান।

    এছাড়াও তিনি পটিয়ার শিক্ষা ডিজিটেলাইজেশন, জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন, মাদক নির্মূল ও অনাবাদী কৃষি জমি গুলোকে আবাদযোগ্য করা এবং সরকারী কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদীহিতার মাধ্যমে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।

    তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পটিয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে এ আহবান জানান।

    চট্টগ্রাম জেলা প্রশাসক মো: ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফারহানা জাহান উপমা, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, থানার অফিসার ইনচার্জ মো: বোরহান উদ্দিন সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা গন এতে বক্তব্য রাখেন।

    এর পূর্বে তিনি সকাল ১০ টা থেকে পটিয়ার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

    এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অপরিকল্পিত অবকাঠামো ও সরকারী বালক উচ্চ বিদ্যালয় না থাকায় বিস্ময় প্রকাশ করে বলেন, পটিয়া একটি সাবেক মহকুমা সদর, এ এলাকাটি অনেক জ্ঞানী-গুণির জন্মস্থান হিসেবে হাজার বছর ধরে শিক্ষা এবং সংস্কৃতিতে নানাভাবে অবদান রেখেছে। যার গৌরবকে সমৃদ্ধ করতে হলে শিক্ষার সুষ্ঠ পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

    তিনি মূখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহনের পর চট্টগ্রাম জেলা প্রশাসক মো: ইলিয়াছ হোসেন সহ বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে প্রথমবারেরমতো  শুক্রবার নিজ এলাকায় আসলে তাকে পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাংগীর ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা গণ পটিয়ায় স্বাগত জানান।

    তিনি পটিয়ার এয়াকুবদন্ডী স্কুল, পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়, মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহ আমির উচ্চ বিদ্যালয়, সুচক্রদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আল্লাই ওখাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

    এর মধ্যে তিনি শাহ আমির উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় বিদ্যালয়টির নানান বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় এ বিদ্যালয়টির প্রাইমারী সেকশনটি ৩৮ বছরেও সরকারীকরণ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

    এ সময় বিদ্যালয়ের সভাপতি আ ম ম টিপু সোলতান চৌধুরী ও প্রধান শিক্ষক এসএমএকে জাহাঙ্গীর চট্টগ্রাম ১২ আসনের এমপি সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর সহযোগিতায় ৪ তলা বিশিষ্ট একটি ভবনের কাজ এগিয়ে চলার তথ্য তুলে ধরেন। পাশাপাশি তারা বিদ্যালয়টির উন্নয়নের জন্য তার সহযোগিতা কামনা করে একটি প্রোফাইল এবং পটিয়ার ইতিহাস ঐতিহ্য গ্রন্থ সহ একসেট বই ও একটি সম্মাননা স্মারক তার কাছে হস্তান্তর করেন।

    এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক মো: ইলিয়াছ হোসেন, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফারহানা জাহান উপমা, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, সরকারী চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল আলিম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল হক তালুকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

  • পটিয়ায় ১৪ হাজার ইয়াবাসহ আটক ২

    পটিয়ায় ১৪ হাজার ইয়াবাসহ আটক ২

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

    আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার ইমাম উদ্দিনের পুত্র এসএম ইব্রাহিম হোসেন ও গাড়ি চালক রুহুল আমিন। তাদের কাছ থেকেই ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এই ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটে। এসময় প্রাইভেট কারে থাকা একজন ব্যক্তি প্রশাসনের লোক পরিচয় দেন বলে স্থানীয়রা জানান। ঘটনাস্থলে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিনও উপস্থিত ছিলেন।

    গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. সেলিম জানিয়েছেন, কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামূখী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৩-৩১৩৭) পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় পৌঁছলে তারা সিগনেল দেন। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। ইয়াবা পাচারের সঙ্গে কারা জড়িত ছিল তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

    বিষয়টি পটিয়ার থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল খালেদ নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, সম্প্রতি পটিয়া থানা পুলিশ উপজেলার মুজাফরাবাদ এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এর আগে থানা থেকে পালিয়ে গেছে মোছাম্মৎ লাইজু নামের এক নারী ইয়াবা পাচারকারী।

  • মুক্তিযোদ্ধা মৃণাল বড়ুয়ার মৃত্যু

    মুক্তিযোদ্ধা মৃণাল বড়ুয়ার মৃত্যু

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রাক্তন শ্রম বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়া আর নেই।

    আজ শুক্রবার সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর ম্যাক্স হসপিটালে চিসিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেছেন।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

    রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃতি অনুষ্ঠান পালন করা হবে। পুত্র ও কন্যা ফ্রান্সের রাজধানীতে বসবাস করার কারণে অনুষ্ঠানের সময় ঠিক হয়নি।

    মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি বড়ুয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও মানুষের কল্যাণের জন্য সব সময় কাজ করে গেছেন।

    তাঁর গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করলগ্রামে। এই গ্রামে রয়েছে ‘মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়ার নামে একটি সড়ক। এটি সরকারিভাবে সংস্কার না করায় তিনি গ্রাম ছেড়ে সম্প্রতি পটিয়া সদরে ভাড়া বাসায় চলে যান।

    মুক্তিযোদ্ধার বড় ছেলে মুক্তি বড়ুয়া ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা দেশে ফিরলে শেষকৃত্য অনুষ্ঠান করবেন।

    প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সাধারণ সম্পাদক সাংবাদিক শিবু কান্তি দাশ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

     

  • পটিয়ার নতুন ইউএনও ফারহানা জাহান উপমা

    পটিয়ার নতুন ইউএনও ফারহানা জাহান উপমা

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগ দিচ্ছেন ৩১তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া ফারহানা জাহান উপমা।

    রবিবার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক আদেশে তাকে পদায়ন করা হয়। শীঘ্রই তিনি পটিয়ার ইউএনও হিসাবে যোগদান করবেন।

    পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসানকে কুমিল্লার মেঘনা উপজেলায় বদলি করা হয়েছে।

    ঢাকার মেধাবী সন্তান ফারহানা পটিয়ায় পদায়নের আগে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

    তিনি ২০১২ সালে প্রথমবারের মতো ৩১তম বিসিএস পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতিত্বের সহিত প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।

    তিনি ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে মাধ্যমিক এবং এসওএস হারমান মেইনার কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ শেষ করে প্রথম কর্ম জীবন শুরু করেন এইচএসবিসি ব্যাংকে।

    এসময় তিনি ৩১তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারী চাকরিতে প্রবেশ করেন।

    এর আগে তিনি কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন।

  • পটিয়া শান্তিরহাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : ২ জন নিহত

    পটিয়া শান্তিরহাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : ২ জন নিহত

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন হতাহতের খবর পাওয়া গেছে।

    পটিয়া শান্তিরহাট এলাকায় দুই বাসের সংঘর্ষ হতাহত 2

    আজ ১৭ জানুয়ারি শুক্রবার সকালে শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে পটিয়া রুটের একটি লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

    দুর্ঘটনায় ২ জন নিহত ও আরো অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতরা হলেন, কক্সবাজরে জেলার বাসিন্দা জাহিদ হোসেন (৩৮) এবং নোয়াখালী জেলার বাসিন্দা মো. ওমর ফারুক (৪০)।

    প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে ছেড়ে আসা পটিয়া রুটের বিসমিল্লাহ নামে লোকাল বাস ও কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানিয়েছে, খবর পেয়ে পটিয়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে।

    আরো অন্তত ১৮ জনের মতো বাস যাত্রী কম বেশি আহত হয়েছে জানিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন তাদের কারো অবস্থা গুরুতর না হওয়ায় তারা যার যার মতো করেই দুর্ঘটনাস্থল ত্যাগ করেছে।

    পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র ভৌমিক ২ জন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছে।

    গুরুতর আহত হয়েছে ৪ থেকে ৫ জন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাস দু’টিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পর পর বাস চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

    পটিয়া ফায়ার সার্ভিসের লিডার দীপক দাশ জানান, দুর্ঘটনাস্থল থেকে নিকা সুলতানা (২৮), মো. আরিফ(২৬), বাপ্পি, মুক্তা(৩০) ও মিনু আখতার (৩৫) নামে ৫ বাস যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • পটিয়ায় ৫ ফার্মেসিকে জরিমানা

    পটিয়ায় ৫ ফার্মেসিকে জরিমানা

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার অলির হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও ফার্মেসীর লাইসেন্স না থাকার অপরাধে পাঁচ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (৭ জানুয়ারী) পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।

    জরিমানা করা পাঁচ ফার্মেসি হলো- মেসার্স আলী ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা, মেসার্স লাকী ফার্মেসীর মালিককে ২ হাজার টাকা, লক্ষী ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকা, কাশেম ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা এবং মাওয়া ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ সময় ইউএনও বলেন, সকল ফার্মেসি মালিককে বাৎসরিক ড্রাগ লাইসেন্স নবায়ন এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করলে জরিমানা করা হবে।

  • পটিয়ার হাবিলাসদ্বীপে আগুনে পুড়ল ৫ বসতঘর

    পটিয়ার হাবিলাসদ্বীপে আগুনে পুড়ল ৫ বসতঘর

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরখানা এলাকার কাজী রশিদ আহমেদের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে দুটি কাঁচা ও ৩টি সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    সোমবার (৭ জানুয়ারি) মধ্যরাত ৩টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    তথ্যটি নিশ্চিত করেন পটিয়া ফায়ার স্টেশন অফিসার সুমেন বড়ুয়া। তিনি বলেন, সোমবার মধ্যরাতে হাবিলাসদ্বীপে আগুন লাগার খবর পেয়ে পটিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৩টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তিনি এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বললেন। তবে স্থানীয়রা জানিয়েছে আগুনে মো. ফারুক, মো. শাহজাহান মিয়া, জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও মো. হোসেনের ৩টি সেমিপাকা ও ২টি দ্বীতল কাঁচা বসতঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

    এদিকে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিনে পরিদর্শন করে ও ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা করে অর্থ ও ৩ টি করে কম্বল বিতরণ করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান।

  • পটিয়ায় নতুন বছরের প্রথম প্রহরের আগুনে দুই বসত ঘুর পুড়ে ছাই

    পটিয়ায় নতুন বছরের প্রথম প্রহরের আগুনে দুই বসত ঘুর পুড়ে ছাই

    সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ের মনসা ৮ নং ওয়ার্ডে মঙ্গলবার দিবা গত রাত ১টার সময় আগুনে বসতঘর পুড়ে হয়ে গেছে।

    স্থানাীয় মোঃ শহীদ জানান রাতে তাদের বাড়ির পাশে আগুন দেখে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। সাথে সাথে পটিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানাীয়রা সহ প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুনে নেভাতে সক্ষম হয়।
    ইতিমধ্যে মোঃ নাসির,মোঃ খোরশেদ আলম খাঁন,মোঃ মহিউদ্দিন, মাসুদ খাঁন ২টি পাকা ঘর পুড়ে যায়।

    ক্ষতিগ্রস্থদের কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

    পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া ২৪ ঘন্টা নিউজকে বলেন আমরা খবর পেয়ে ১৫ মিনেটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি তবে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন ধারনা করা হচ্ছে ক্ষতি গ্রস্থদের পিতা মনে হয় সিগারেট খেয়ে খোসা ফেললে সেই থেকে আগুন লাগে। তবে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

    আগুনের খবর পেয়ে আজ বুধবার (১লা জানুয়ারি) সকালে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের কম্বল বিতরন করেন এবং অনুদান প্রদানের আশ্বাস দেন।

  • পটিয়ায় ইউএনও’র মহৎ উদ্যোগ রাত জেগে বাইপাসে অভিযান

    পটিয়ায় ইউএনও’র মহৎ উদ্যোগ রাত জেগে বাইপাসে অভিযান

    সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার ইউএনওর মহৎ উদ্যেগে পটিয়া বাইপাসে দূর্ঘটনা রোধে রাত জেগে অভিযান পরিচালনা।

    শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১ টায় পটিয়া বাইপাস রোডের বৈলতলি রোডের মাথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোড়ে রং সাইডে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে এস আই এন্টারপ্রাইজ বাসের ড্রাইভার মোঃ রবিউল ইসলামকে ১০,০০০ টাকা ও মাইক্রো বাসের ড্রাইভার মিলন মিয়াকে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।

    তিনি ২৪ ঘন্টা নিউজকে বলেন, দূর্ঘটনা রোধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দূর্ঘটনা রোধে এ অভিযান ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।

    উল্লেখ্য, বাইপাসটি নির্মিত হওয়ার পর থেকে আজ পযর্ন্ত অন্তত ৮ জন নিহত এবং আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী এবং পথচারী। ইতিমধ্যে বিভিন্ন সংঘঠন জনগণ মারা যাওয়ার উৎকন্ঠা বাড়ার কারণে মানববন্ধন করেছে এই বাইপাস নিয়ে।
    পরে প্রসাশনের উদ্যেগে বসানো হয়েছে স্প্রীড বেকার। তবু কিছু গাড়ী প্রতিনিয়ত বেপোরেয়া ভাবে চলার দায়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে।