Tag: বাংলাদেশ

  • বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

    বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

    করোনাভাইরাসের আতঙ্কে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ স্থগিত করা হয়েছে। করাচিতে আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচটি। একই ভেন্যুতে টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ৫ এপ্রিল। টাইগারদের পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল ২৯ মার্চ।

    সারা বিশ্বে এখন করোনাভাইরাস আতঙ্ক। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালের মার্চের কোনো এক সময়ে এই স্থগিত হওয়া দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    এর আগে গত জানুয়ারিতে প্রথম দফায় পাকিস্তান সফর করে টাইগাররা। ওই সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে হেরেছিল। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

    এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আবার পাকিস্তান সফরে যায় বাংলাদেশ দল। দ্বিতীয় দফার সফরে বাংলাদেশ একটি টেস্ট ম্যাচে অংশ নেয়। এই ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল।

    বাংলাদেশে এখন পর্যন্ত ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সতর্কতা হিসেবে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুই সপ্তাহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। অন্যদিকে, ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগারদের ইতিহাস

    জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগারদের ইতিহাস

    মিরপুরে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে এবারই প্রথম প্রতিপক্ষকে সব ম্যাচে হারাল টাইগাররা। এর আগে একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

    ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতেই হিমশিম খায় জিম্বাবুয়ে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১১৯ রান।

    দলের পক্ষে অর্ধ-শতক হাঁকান অভিজ্ঞ ওপেনার ব্রেন্ডন টেলর। ৪৮ বলের মোকাবেলায় ৫৯ রান করে অপরাজিত থাকেন তিনি, হাঁকিয়েছেন ৬টি চার ও ১টি ছক্কা। এছাড়া ৩৩ বলে ২৯ রান করে ক্রেইগ আরভিন।

    বাংলাদেশের পক্ষে দুই পেসার আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পান আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দারুণ শুরু পায় দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে। নাইম শেখকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে লিটন দাস যোগ করেন ৭৭ রান। ১১তম ওভারে নাইম বিদায় নেন ৩৪ বলে ৩৩ রান করে।

    তবে তাতে লিটনের দারুণ ব্যাটিং বাধাগ্রস্ত হয়নি। সৌম্য সরকারকে সঙ্গী করে দেখেশুনে খেলা লিটন পূর্ণ করেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। শেষপর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন, ৯ উইকেট ও ২৫ বল হাতে রেখেই।

    ৮টি চার হাঁকানো লিটন ৬০ রান করে অপরাজিত থাকেন, মোকাবেলা করেছেন ৪৫ বল। তার সঙ্গী সৌম্য ১৬ বলে ২০ রান করে জয়ীর বেশে মাঠ ছাড়েন।

    সংক্ষিপ্ত স্কোর

    টস: বাংলাদেশ

    জিম্বাবুয়ে ১১৯/৭ (২০ ওভার)
    টেলর ৫৯*, আরভিন ২৯, রাজা ১২
    আল-আমিন ২২/২, মুস্তাফিজ ২৫/২

    বাংলাদেশ ১২০/১ (১৫.৫ ওভার)
    লিটন ৬০*, নাইম ৩৩, সৌম্য ২০*
    এমপফু ২৭/১

    ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
    সিরিজ: বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।

  • জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

    জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

    চলতি বছরের জুন মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার সেই বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে।

    সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১১ জুন। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১৯ জুন।

    প্রথম ম্যাচের ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

    সিরিজের প্রথম ম্যাচের আগে চট্টগ্রামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া। ১১ জুন শুরু হওয়া প্রথম টেস্ট শেষে দুই দল ঢাকায় পা রাখবে ১৬ জুন। ১৯ জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট।

    ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অজিদের। তবে সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে। ২০২১ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসে সিরিজটি খেলবে তারা।

    সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল অজিরা। চট্টগ্রাম টেস্টে হেরে গেলেও ঢাকায় সিরিজের প্রথম টেস্টে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের বীরত্বে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয় হয়ে আছে সেই টেস্ট। অস্ট্রেলিয়া জাতীয় দলের এবারের বাংলাদেশ সফরকে ঘিরে তাই কাজ করছে বাড়তি উন্মাদনা।

    একনজরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

    ১ম টেস্ট, ১১-১৫ জুন, চট্টগ্রাম
    ২য় টেস্ট, ১৯-২৩ জুন, ঢাকা

  • টাইগারদের দাপুটে জয়

    টাইগারদের দাপুটে জয়

    একমাত্র টেস্টে জয়ের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ দল। হারিয়েছে ৩-০ ব্যবধানে। এবার মিশন টি-টোয়েন্টি। যেখানে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানের জয় তুলে নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন টাইগাররা।

    এদিন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষ বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। পরে লিটন দাসকে নিয়ে নিজেদের ইনিংস শুরু করতে আসেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল।

    ম্যাচের শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকেন দুজন। পাওয়ার-প্লের ৬ ওভারে তোলেন ৫৯ রান। তবে দুর্দান্ত শুরু করলেও খানিক আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তামিমকে। ৩৩ বলে ৪১ রান করে আউট হন তিনি।

    তামিম না পারলেও অর্ধশতক পূরণ করেন লিটন। ৩১ বলে ব্যক্তিগত পঞ্চাশ রানের কোটা ছোঁয়ার পর ৫৯ রানের সময় সিকান্দার রাজার শিকারে পরিণত হয়ে ফেরেন তিনি। ৫টি চারের সাথে ৩টি ছক্কার মারে নিজের ইনিংসটি সাজান লিটন।

    এরপর মুশফিকুর রহিমও ১৭ রান করে আউট হলে দলের হাল ধরেন সৌম্য সরকার। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ১৪ রানের সাথে শেষদিকে ফিফটি তুলে নেওয়া সৌম্যর ৩৯ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে করা ৫৯ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে সমান ২০০ রানের পুঁজি পায় বাংলাদেশ দল।

    ২০১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। ব্যক্তিগত ১ এবং দলীয় ১১ রানের রানের সময় শফিউল ইসলামের বলে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্রেন্ডন টেলর। এরপর ৮ রানে থাকা ক্রেইগ আরভিন মুস্তাফিজের বলে আউট হলে মাধেভেরে রান আউট হন ৪ রান করে।

    কামুনহুকামুয়ে ও উইলিয়ামস কিছুটা চেষ্টা চালালেও ইনিংসের নবম ওভারে দুই ব্যাটসম্যানকেই ফেরান স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। খানিক পর রাজাও একই পথের সারথি হলে ৮৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।

    শেষদিকে আর কোনো ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে না পারলে ১৫২ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ৪৮ রানে ম্যাচ জিতে ২ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ দল। টাইগারদের সমান ৩টি করে উইকেট নেন লেগস্পিনার বিপ্লব ও পেসার মুস্তাফিজ।

    সংক্ষিপ্ত স্কোর:

    বাংলাদেশ: ২০০/৩ (২০ ওভার)
    সৌম্য ৬২*, লিটন ৫৯, তামিম ৪১; ভাধেভেরে ১/১৫, রাজা ১/৩১।

    জিম্বাবুয়ে: ১৫২/১০ (১৯ ওভার)
    কামুনহুকামুয়ে ২৮, মুম্বা ২৫, উইলিয়ামস ২০; বিপ্লব ৩/৩৪, মুুস্তাফিজ ৩/৩৪।

    ফল: বাংলাদেশ ৪৮ রানে জয়ী।

  • বাংলাদেশে তিন করোনা রোগী শনাক্ত

    বাংলাদেশে তিন করোনা রোগী শনাক্ত

    চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস (কভিড-১৯) ছড়িয়ে পড়ার আড়াই মাস পর বাংলাদেশে প্রথমবারের মতো এই ভাইরাসে তিনজন আক্রান্ত বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

    রবিবার বিকালে সংবাদ সম্মেলনে এসে আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এতথ্য জানিয়ে বলেন, ‘আক্রান্তদের হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

    সেব্রিনা বলেন, ‘আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী একই পরিবারের।’

    আইইডিসিআর পরিচালক জানান, সম্প্রতি দুজন ইতালি প্রবাসী দেশে আসেন। তাদের একজনের মাধ্যমে পরিবারের নারী সদস্য আক্রান্ত হন।

    তিনি বলেন, আক্রান্ত তিনজন রোগীর অবস্থায়ই স্থিতিশীল। তারা ভালো আছেন। তবে আইসোলেশনে থাকবেন।

    তিনি বলেন, ‘এই প্রবাসীরা কোথায় কোথায় গিয়েছেন, কাদের কাদের সঙ্গে মিশেছেন খোঁজ খবর নেয়া হচ্ছে। আক্রান্তদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।’

    প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহানে প্রথম নিউমোনিয়াসদৃশ এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপর একে একে ১০২টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমিত রোগী সন্ধান মিলেছে।

  • হোয়াইটওয়াশ দিয়ে অধিনায়ক মাশরাফি যুগের অবসান

    হোয়াইটওয়াশ দিয়ে অধিনায়ক মাশরাফি যুগের অবসান

    বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ডানওয়ার্থ লুইস পদ্ধতিতে জিম্বাবুয়েকে ১২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত আজকের ম্যাচটি ছিল অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। লিটন-তামিমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ স্মরণীয় ম্যাচে জয় পেয়েছে অনায়াসেই।

    টস হেরে ব্যাট করতে নেমে বৃষ্টির বাগড়ায় পড়ে বাংলাদেশের ইনিংস। তবে তার আগেই দলকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমে ৪৩ ওভারে নেমে আসলে ফের মাঠে নেমে মারকুটে ব্যাটিং শুরু করেন দুই ওপেনার।

    একপর্যায়ে দেশের হয়ে যেকোনো উইকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়ে ফেলেন দুজনে। দলীয় ২৯২ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে। আগের ম্যাচে তামিম ইকবালের গড়া ১৫৮ রানের রেকর্ড ভেঙে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস গড়ে সাজঘরে ফেরেন ১৭৬ রান করা লিটন। ১৪৩ বলের মোকাবেলায় হাঁকিয়েছেন ১৬টি চার ও ৮টি ছক্কা।

    লিটন সাজঘরে ফিরলেও তামিম থাকেন অপরাজিত। ১০৯ বলে ১২৮ রান আসে তার ব্যাট থেকে, যে ইনিংসে ছিল ৭টি চার ও ৬টি ছক্কা। মাহমুদউল্লাহ রিয়াদ ৩ ও অভিষিক্ত আফিফ হোসেন ধ্রুব ৭ রান করে সাজঘরে ফেরেন। আরেক অভিষিক্ত নাইম শেখ ব্যাট হাতে নামারই সুযোগ পাননি।

    জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেটই শিকার করেন কার্ল মুম্বা। নির্ধারিত ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩২২ রান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রান।

    বড় জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই বলের সাথে পাল্লা দিয়ে রান তোলার চেষ্টা করে জিম্বাবুয়ে। এতে দলটি নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে। শন উইলিয়ামস, রেগিস চাকাভা, সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরেরা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও সফল হননি। সতীর্থদের ব্যর্থতায় দল চাপে পড়ে গেলে তাদের প্রচেষ্টা দলের জয়ের কারণ হতে পারেনি। শেষপর্যন্ত ৩৭.৩ ওভার ব্যাট করে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় ২১৮ রানে।

    দলের পক্ষে সর্বোচ্চ স্কোর গড়েন রাজা- ৫০ বলের মোকাবেলায় ৬১ রান। এছাড়া মাধেভেরে ৪২, চাকাভা ৩৪ ও ভারপ্রাপ্ত অধিনায়ক উইলিয়ামস ৩০ রান করেন। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন চারটি, তাইজুল ইসলাম দুটি এবং আফিফ হোসেন ধ্রুব, মুস্তাফিজুর রহমান ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একটি করে উইকেট শিকার করেন।

    সংক্ষিপ্ত স্কোর

    টস: জিম্বাবুয়ে

    বাংলাদেশ ৩২২/৩ (৪৩ ওভার)
    লিটন ১৭৬, তামিম ১২৮*, আফিফ ৭
    মুম্বা ৮-০-৬৯-৩

    জিম্বাবুয়ে ২১৮/১০ (৩৭.৩ ওভার)
    রাজা,৬১ মাধেভেরে ৪২, চাকাভা ৩৪, উইলিয়ামস ৩০
    সাইফউদ্দিন ৪১/৪, তাইজুল ৩৮/২, আফিফ ১২/১, মুস্তাফিজ ৩২/১, মাশরাফি ৪৭/১

    ফল: বাংলাদেশ ১২৩ রানে জয়ী (ডি/এল পদ্ধতিতে)
    সিরিজ: বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয়ী

  • টি-টোয়েন্টি দল ঘোষণা,নতুন মুখ নাসুম

    টি-টোয়েন্টি দল ঘোষণা,নতুন মুখ নাসুম

    জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ঘোষিত দলে নতুন মুখ নাসুম আহমেদ। তাছাড়া লম্বা বিরতির পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া স্বেচ্ছায় পাকিস্তান সিরিজের দল থেকে বাইরে থাকা মুশফিকুর রহিমও ফিরেছেন দলে।

    নাসুম ও সাইফউদ্দিনের জাতীয়ে দলে ডাক পাওয়ার ভীড়ে দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন। সবশেষ বাংলাদেশ দলের পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন তারা।

    জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের দলে ডাক পাওয়া নাসুম বল হারে নজর কেড়েছিলেন বিপিএলে। খুব আহামরি পারফরম্যান্স না করলেও পরিস্থিতি অনুযায়ী বল করার সক্ষমতায় প্রশংসা কুঁড়িয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত বিপিএলে ১৩ ম্যাচ থেকে ৬ উইকেট শিকার করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা এ বাঁ-হাতি অর্থোডক্স বোলার।

    ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে লড়বে উভয় দল। হোম অব ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯ ও ১১ই মার্চ।

    টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাইম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইদলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

  • টাইগারদের সিরিজ জয়

    টাইগারদের সিরিজ জয়

    সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজকের জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এর আগে প্রথম ম্যাচে ১৬৯ রানের বিশাল জয় পেয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বড় স্কোরের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স প্রদর্শন করেছে জিম্বাবুয়ে।

    মঙ্গলবার (৩ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান জড়ো করে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল দুঃসময় পেছনে ফেলে ১৫৮ রানের ঝলমলে ইনিংস উপহার দেন, যার মাধ্যমে গড়েন অনেকগুলো রেকর্ড।

    ১৩৬ বলের মোকাবেলায় তামিম এদিন হাঁকান ২০টি চার ও ৩টি ছক্কা। ক্রিজে ছিলেন ৪৬তম ওভার পর্যন্ত। তামিমের যোগ্য সঙ্গী হয়ে উঠেছিলেন মুশফিকুর রহিম। উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৫৫ রান, ৫০ বলের মোকাবেলায়। মুশফিক হাঁকিয়েছেন ৬টি চার। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৫৭ বল ৪১ ও মোহাম্মদ মিঠুন ১৮ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন।

    জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন ডোনাল্ড টিরিপানো ও কার্ল মুম্বা।

    জয়ের লক্ষ্যে খেলতে নামা জিম্বাবুয়ে শুরুতেই হারিয়ে ফেলে ওপেনার রেগিস চাকাভাকে। সুবিধা করতে পারেননি ব্রেন্ডন টেলর ও অধিনায়ক শন উইলিয়ামসও। তবে ওয়েসলে মাধেভেরেকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে। ৭০ বলে ৫১ রান করে বিদায় নেন কামুনহুকামুয়ে।

    এরপর সিকান্দার রাজাকে নিয়ে লড়াই চালয়ে যান মাধেভেরে। যদিও অর্ধ-শতক তোলার পর সাজঘরে ফেরেন মাধেভেরেও (৫৭ বলে ৫২)। দলীয় রান ২০০ পার হওয়ার পর রিচমন্ড মুতুম্বানিকে হারিয়ে চাপে পড়া জিম্বাবুয়ে অর্ধ-শতক হাঁকানো রাজাকেও (৫৭ বলে ৬৬) হারালে খেই হারায়। শেষদিকে টিনোটেন্ডা মুতমবদজি ও ডোনাল্ড টিরিপানোর প্রচেষ্টা পরাজয়ের ব্যবধান কমালেও দলকে জয় এনে দিতে পারেনি, যদিও বাংলাদেশের মনে ভীতির সঞ্চার করতে পেরেছিলেন সফলভাবেই।

    নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৩১৮ রান। মুতমবদজি ২১ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। ৫টি ছক্কা হাঁকানো টিরিপানো ২৮ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে টিরিপানোর মারকুটে ব্যাটিং জিম্বাবুয়ের জয়ের সম্ভাবনা জাগালেও অল্পের জয় জয়বঞ্চিত থাকে সফরকারীরা। ৫০তম ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান, জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৫ রান।

    বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম তিনটি এবং মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন একটি করে উইকেট শিকার করেন।

    সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় ওয়ানডে)

    টস: বাংলাদেশ

    বাংলাদেশ ৩২২/৮ (৫০ ওভার)
    তামিম ১৫৮, মুশফিক ৫৫, রিয়াদ ৪১, মিঠুন ৩২*
    টিরিপানো ৫৫/২, মুম্বা ৬৪/২

    জিম্বাবুয়ে ৩১৮/৮ (৫০ ওভার)
    রাজা ৬৬, টিরিপানো ৫৫*, মেধেভেরে ৫২, কামুনহুকামুয়ে ৫১
    তাইজুল ৫২/৩, মিরাজ ২৫/১, মাশরাফি ৫২/১, শফিউল ৭৬/১, আল-আমিন ৮৫/১

    ফল: বাংলাদেশ ৪ রানে জয়ী
    সিরিজ: এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।

  • বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য : সনি এমপি

    বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য : সনি এমপি

    নিউজ ডেস্ক : বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি।

    তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করেই। যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের দেওয়া এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

    পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেস্টা জাগির আলম। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক আকতারুল আলম, কার্যকরী সহ সভাপতি ব্যারিস্টার আলী রেজা, যুগ্ম সম্পাদক সাংবাদিক সরওয়ার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল আলম মাসুদ, কার্যকরী সদস্য রেজাউল হাসান, ইঞ্জিনিয়ার ইকবাল মোরশেদ, রাজ্জাকুল হায়দার বাপ্পী, নাহিদ আলম টিংকু, নুরুল আলম, মোহাম্মদ শহীদ, মুনমুন রাসেল প্রমুখ। সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান এবং সহ কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু নসর তালুকদার।

    সংবর্ধনা সভায় চট্টগ্রামের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি আরো বলেন, ফটিকছড়ির সাবেক এমপি আলহাজ্জ রফিকুল আনোয়ারের পথ ধরেই তিনি ফটিকছড়ির উন্নয়নে কাজ করে যাবেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনটি উন্নয়ন বরাদ্দ পেয়েছেন জানিয়ে তিনি বলেন, এসব বরাদ্দ তিনি এলাকার রাস্তাঘাটের উন্নয়নে বিতরণ করেছেন।

    ফটিকছড়িবাসীর দীর্ঘদিনের দাবী নাজিরহাট পুরানো সেতু নির্মাণের জন্য তিনি সংসদে দাবী জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে সেতু নির্মানের জন্য মাটি পরীক্ষা করা হয়েছে এবং অচিরেই অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।

    সাবেক এমপি রফিকুল আনোয়ারের তনয়া নবীন সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি আরো বলেন, রামগড়ে স্থল বন্দর নির্মাণ করা হচ্ছে। এ বন্দরের সর্বোচ্চ ব্যবহারের জন্য নাজিরহাট হতে রেলপথ ফটিকছড়ি পৌরসভা হয়ে রামগড় পর্যন্ত সম্প্রসারণের জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছেন বলে জানান।

    ফটিকছড়িতে রাস্তাঘাটের উন্নয়নে অনিয়ম হচ্ছে বলে সংগঠনের কার্যকরী সদস্য রেজাউল হাসানের একটি অভিযোগের বিষয়ে খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেন, ইতিমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনিয়মের ব্যপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সভায় ফটিকছড়িতে কারিগরী কলেজ স্থাপনের দাবী জানান কার্যকরী সভাপতি ব্যারিস্টার আলী রেজা। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এমপি খাদিজাতুল আনোয়ার সনি। এছাড়া সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার ব্যাপারে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

    উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনারে অংশ নিতে সরকারী প্রতিনিধি দলের সদস্য হিসেবে যুক্তরাজ্য সফর করছেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

  • জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

    জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

    সিলেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬৯ রানের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ অপরাজিত ১২৫ রান করেন লিটন এবং বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন ।

    আগে ব্যাট করে জিম্বাবুয়েকে ৩২২ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। সেটির লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় এক রানে সাইফউদ্দিনের বলে বোল্ড হন জিম্বাবুয়ে দলের ওপেনার। দ্বিতীয় উইকেট জুটিও বেশি বড় হয়নি। মাত্র দলীয় ২৩ রানে ফের বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন সাইফউদ্দিন। চাকাভাকে এলবিডব্লুতে পরাস্ত করেন সাইফ।

    দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরে নিজের প্রথম উইকেট করেন জিম্বাবুয়ের অধিনায়ক চিবাবার উইকেট নিয়ে। দলের বিপদ বাড়ে দলীয় ৪৪ রানে ব্রেন্ডন টেইলর আউট হলে। তাইজুলের বলে বোল্ড হন তিনি। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন মাধেভেরে ও সিকান্দার রাজা। দুইজন মিলে বেশ দায়িত্ব নিয়েই ব্যাটিং করেন। তবে রাজার ধৈর্যর বাঁধ ভাঙে দলীয় ৭৯ রানে। মুস্তাফিজের বলে ব্যক্তিগত ১৮ রান করে ক্যাচ তুলে দেন রাজা।

    নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি মাধেভেরেও। মিরাজের বলে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন তিনি। আউট হওয়ার আগে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। অবশ্য ম্যাচের অর্ধেকের বেশি ততক্ষণে বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে এসেছিল। ব্যক্তিগত ১৭ রান করে শান্তর দারুণ থ্রোতে রান আউটের শিকার হন মুতুম্বাবি। দলীয় ১০৯ রানে ৮ম উইকেটের পতন হয় জিম্বাবুয়ের। শেষ পর্যন্ত রানেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

    এর আগে টস জিতে আগে ব্যাট নিয়ে স্কোরবোর্ডে ৩২১ রান তুলে বাংলাদেশ। তিনশ করার পেছনে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন লিটন। ব্যাট হাতে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। যদিও ক্রিজে থাকতে পারলে ব্যক্তিগত রান আরও হলেও হতে পারত লিটনের। পায়ের মাংশ পেশিতে টান লাগায় সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন লিটন।

    পরবর্তীতে আর মাঠে নামেননি। লিটন বাদে ফিফটি করেছেন মিঠুন। ৫০ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও শেষদিকে ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সাইফউদ্দিন।

    সংক্ষিপ্ত স্কোরঃ

    বাংলাদেশ ৩২১-৬ (ওভার ৫০)

    লিটন ১২৬*, মিঠুন ৫০: এমপোফু ২-৬৮

    জিম্বাবুয়ে ১৫২ (ওভার ৩৯.১)

    মাধেভেরে ৩৫, রাজা ১৮: সাইফউদ্দিন ৩-২২

    ফলাফলঃ ১৬৯ রানে জয়ী বাংলাদেশ।

  • ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ

    ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ

    জিম্বাবুয়েকে মিরপুর টেস্টে একেবারেই সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। প্রায় দেড় দিন হাতে রেখে ইনিংস ও ১০৬ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

    শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে ২৬৫ রানে বেঁধে ফেলে টাইগাররা। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সতীর্থরা যেখানে ব্যর্থ হয়ে ফিরেছেন, সেখানে রীতিমত একা লড়াই চালিয়ে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন দলটির অধিনায়ক ক্রেইগ আরভিন। বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহী এবং নাঈম হাসান নেন সমান ৪টি করে উইকেট।

    প্রতিপক্ষকে অলআউট করে ব্যাট করতে নামে স্বাগতিকরা। যেখানে প্রথম এবং একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি স্বাদ পান মুশফিকুর রহিম। একই সাথে তামিম ইকবালকে টপকে বাংলাদেশের হয়ে এ ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক বনে যান ডানহাতি এ ব্যাটসম্যান।

    পাশাপাশি ব্যক্তিগত নবম সেঞ্চুরি এবং অধিনায়ক হিসেবে মুমিনুল হকের প্রথম শতকের সাথে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের ফিফটি ছাড়ানো ইনিংসের উপর ভর করে ৫৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল।

    ম্যাচের তৃতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশ থেকে ২৯৫ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। তবে সুবিধা করতে পারেনি এবারও। সফরকারী শিবিরে শুরুতেই আঘাত হানেন নাঈম। শূন্য রানে ফেরান মাসভাউরে এবং টিরিপানোকে। এবারও প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন আরভিন, কিন্তু ৪৩ রানের মাথায় মুমিনুলের দুর্দান্ত এক থ্রোতে রান আউট হয়ে ফিরতে হয় তাকে।

    এরপর সিকান্দার রাজা ৩৭ ও মারুমা ৪১ রান করে আউট হলে দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে দুই ইনিংস মিলিয়েও এক ইনিংসে বাংলাদেশের তোলা ৫৬০ রান টপকাতে ব্যর্থ হওয়ায় ইনিংস এবং ১০৬ রানে ম্যাচ হারতে হয় জিম্বাবুয়েকে। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া নাঈম দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন।

    এ জয়ের ফলে টানা ৬ ম্যাচ পর সাদা পোশাকের ক্রিকেটে জয়ের দেখা পেল বাংলাদেশ দল। পাঁচ দিনের ক্রিকেটে টাইগারদের পরবর্তী মিশন পাকিস্তান।

    সংক্ষিপ্ত স্কোর:

    জিম্বাবুয়ে: প্রথম ইনিংস- ২৬৫/১০
    আরভিন ১০৭, মাসভাউর ৬৪, চাকাভা ৩০; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১, তাইজুল ২/৯০।

    দ্বিতীয় ইনিংস- ১৮৯/১০
    আরভিন ৪৩, রাজা ৩৭, মারুমা ৪১; নাঈম ৫/৮২, তাইজুল ৪/৭৮।

    বাংলাদেশ: প্রথম ইনিংস ৫৬০/৬ ডিক্লেয়ার
    মুশফিক ২০৩*, মুমিনুল ১৩২, শান্ত ৭১; লোভু ২/১৭০, তাসুমা ১/৮৫।

  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ রাশিয়া সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে-সুজন

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ রাশিয়া সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে-সুজন

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ রাশিয়ার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে মত প্রকাশ করেছেন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

    সুজনের নেতৃত্বে নাগরিক উদ্যোগের একটি প্রতিনিধি দল গতকাল ২৩শে ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪টায় জামালখান প্রেসক্লাবস্থ রাশিয়ান অনারারি কনসাল এর দফতরে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাটভ এর সাথে শুভেচ্ছা বিনিময় কালে উপরোক্ত মন্তব্য করেন।

    এ সময় সুজন বলেন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী যখন যুক্তরাষ্ট্রের সহায়তায় বিনা উস্কানিতে রাতের আঁধারে মানুষ হত্যা করতে শুরু করে ঠিক তখনই বাংলাদেশের জনগনের পক্ষে জাতিসংঘে অবস্থান নেন রাশিয়া।

    বাংলাদেশের পক্ষে রাশিয়া ছিল বলেই পাকিস্তানের পক্ষে বঙ্গোপসাগরে সপ্তম নৌ-বহর পাঠানোর সাহস পায়নি যুক্তরাষ্ট্র।বাংলাদেশের বিজয় অনিবার্য দেখে পাকিস্তানের মিত্র যুক্তরাষ্ট্র ও চীন যুদ্ধবিরতির প্রস্তাব তুললে রাশিয়া সেই প্রস্তাবে ভেটো দেয়।তাছাড়া যুদ্ধের পর চট্টগ্রাম বন্দর থেকে মাইন ও ধ্বংসাবশেষ অপসারণে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা ব্যাপক অবদান রাখে।

    কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাশিয়ার সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষা করেনি বঙ্গবন্ধু পরবর্তী সরকার প্রধানরা। এতে করে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সঙ্গে খারাপ আচরণও করা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নততর বাংলাদেশ বিনির্মাণে একের পর এক মেগা প্রকল্পসমূহের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে রাশিয়া।

    সুজন কৃতজ্ঞচিত্তে রাশিয়ার ঐতিহাসিক অবদানের কথা স্বীকার করে অতীতের মতো ভবিষ্যতেও রাশিয়াকে বাংলাদেশের পাশে থাকার উদাত্ত আহবান জানান।

    রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাটভ সুজনকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন বাংলাদেশ রাশিয়া সম্পর্ক অনেক দিনের। দুদেশের এ সম্পর্ক রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখছে। রাশিয়া সরকার বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে বড় ধরনের বিনিয়োগ করছে এবং এটা অব্যাহত থাকবে।

    বর্তমানে দুদেশের মধ্যে অনেক সমঝোতাও চুক্তি হয়েছে। শিল্প বাণিজ্যের প্রসারেও বিনিয়োগ করছে রাশিয়া। ভবিষ্যতে রাশিয়া আইসিটি, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ শিল্প এবং সামরিক খাতে বিনিয়োগে আগ্রহী। দুদেশের সুসম্পর্কের মাধ্যমে এসব বিনিয়োগ কার্যক্রমকে এগিয়ে নেয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাটভ আরও বলেন রাশিয়া সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। এ দেশের অনেক শিক্ষার্থী রাশিয়ায় গিয়ে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন। তারা পরমাণু বিদ্যাসহ বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে গড়ে উঠছেন। ভবিষ্যতে রাশিয়া সরকার এ সুযোগ আরও বাড়াবে।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিয়ান অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান, হাজী মোঃ ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মোঃ হোসেন, সাইদুর রহমান, নিজাম উদ্দিন, এ.এস.এম জাহিদ হোসেন, রকিবুল আলম সাজ্জী, আশিকুননবী চৌধুরী, এম ইমরান আমেদ ইমু প্রমূখ।