Tag: বাংলাদেশ

  • বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ

    বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ

    কানাডিয়ান অনলাইন প্রকাশনা ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’-এর ‘দ্য টপ হেভি গ্লোবাল ইকোনমি’ শীর্ষক এক প্রতিবেদন অনুসারে বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যানের ভিত্তিতে এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুটি মাত্র দেশ বাংলাদেশ ও ভারত ৫০টি বৃহত্তম অর্থনীতির অংশ হিসেবে বিবেচিত হয়েছে।

    আইএমএফ’র পরিসংখ্যান উদ্ধৃত করে, ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’ ২৯ ডিসেম্বর এই তথ্য জানিয়েছে।

    দেশগুলোকে মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়েছে।

    প্রতিবেদন অনুসারে, ৪৬০.৮ বিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে ২০২২ সালে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৪১তম।

    প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ভারত বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে চলে গেছে। এর আগে এটি ছিল ষষ্ঠ অবস্থানে।

    ২০২২ সালে ভারত ৩.৪৬ ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে যুক্তরাজ্যকে (ইউকে) ছাড়িয়ে পঞ্চম স্থান দখল করেছে।

    তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি। বিশ্বের ১০টি বৃহত্তম অর্থনীতির বাকি পাঁচটি দেশ যথাক্রমে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, রাশিয়া ও ইতালি।

    প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বে দুটি বড় ঘটনা ঘটেছে। প্রথমটি হলো- বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন ছাড়িয়েছে। দ্বিতীয়টি হলো- বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে ১০১.৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

  • সাকিব-তাইজুলে লড়াইয়ে থাকল বাংলাদেশ

    সাকিব-তাইজুলে লড়াইয়ে থাকল বাংলাদেশ

    ভয় ধরানো ব্যাটিং করছিলেন রিশাভ পান্ত। কম গেলেন না শ্রেয়াস আইয়ারও। তবে সময় মতো জ্বলে উঠলেন সাকিব আল হাসান। আর তাইজুল ইসলাম তো সকাল থেকেই ছিলেন ‍দুর্দান্ত। এই দুইয়ের স্পিনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ লড়াইয়ে থাকল ভালোভাবেই।

    মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ভারতের প্রথম ইনিংস থামে ৩১৪ রানে। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২২৭। ফলে ৮৭ রানের লিড পায় ভারত।

    শেষ বিকেলে দ্বিতীয় ইনিংস শুরু করে ৬ ওভারে বিনা উইকেটে ৭ রান তুলেছে বাংলাদেশ। অর্থাৎ ভারত এখনও এগিয়ে ৮০ রানে।

    তবে এখান থেকে বাংলাদেশ ম্যাচে এগিয়ে যেতেই পারে। সে ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। প্রথম ইনিংসে যেমন মুমিনুল হক দারুণ ব্যাটিং করেছেন। কিন্তু অন্যদের ব্যর্থতা আর বড় পুঁজি গড়তে পারেনি দল।

    নাজমুল হোসেন শান্ত ৫ ও জাকির হাসান ২ রান নিয়ে শনিবার নতুন দিনের ব্যাটিং শুরু করবেন।

    দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের। ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান তুলতে পারে ভারত। তিনটি উইকেটই নেন তাইজুল ইসলাম।

    কিন্তু দ্বিতীয় সেশনটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। যদিও শুরুতে বিরাট কোহলিকে (৭৩ বলে ২৪) ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে শুধু কোহলির উইকেট হারিয়ে ২৫ ওভারে ১৪০ রান তুলে ভারত। পান্ত ও আইয়ার ছিলেন যার কারিগর।

    তৃতীয় সেশনে সময় মতোই এই দুজনকে ফেরাতে পারে বাংলাদেশ। সেঞ্চুরির পথে ছুটতে থাকা পান্তকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। ১০৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৯৩ রান করেন পান্ত। পঞ্চম উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ১৫৯ রানের জুটি উপহার দেন তিনি।

    পান্ত ফেরার পর আইয়ারও দ্রুত ফেরেন। ব্যক্তিগত ৮৭ রান করে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হন তিনি। এর আগে অক্ষর প্যাটেলকেও (৪) ফেরান সাকিব।

    রবিচন্দ্রন অশ্বিনকে (১২) নিজের তৃতীয় শিকার বানন সাকিব। পরে মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে গুটিয়ে দেন ভারতের ইনিংস। এই দুজনের মাঝে উমেশ যাদবের উইকেটটি পান তাইজুল ইসলাম।

    সর্বাধিক ৪টি করে উইকেট নিয়েছেন সাকিব ও তাইজুল। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন ও মিরাজ। সাকিব তার চারটি উইকেটই নিয়েছেন তৃতীয় সেশনে। বলা এই সেশনটা ছিল তার। প্রথম সেশনটা তাইজুলের। আর মাঝের সেশন পান্ত ও আইয়ারের।

  • মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানে হেরে যাওয়ার পর ঢাকায় ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের। এই মিশনকে সামনে রেখেই গত কয়েকদিন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে স্লো এবং লো উইকেটের চেয়ে ব্যাটিং উইকেট করা হলে বাংলাদেশের জন্যই ভালো।

    হয়তো বা তেমন উইকেট দেখেই টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

    চট্টগ্রাম টেস্টের ভুল শুধরে এই ম্যাচে ভালো করতে বদ্ধপরিকর বাংলাদেশ। টসের সময় অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা যদি প্রথম দুই ঘণ্টা টিকে থাকতে পারি, তাহলো হয়তো ভালো কিছুর আশা করতে পারবো। মিরপুরের উইকেটে প্রথমে ব্যাট করাই ভালো। শেষের দিকে যা স্পিনারদের সুবিধা দেবে।’

    টস জিতলে ভারতও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতো। লোকেশ রাহুল বলেন, ‘টস জিতলে আমারও ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। মিরপুরের উইকেট কিছুটা রহস্যময়। অনেক ঘাস আছে। আমি হতাশ নই। কারণ, আমার জানা নেই এই উইকেট থেকে আসলে কী আসবে। এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। যেন কোচিং স্টাফ এবং সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে।’

    বাংলাদেশ দলে আনা হয়েছে দুই পরিবর্তন। ইয়াসির আলি এবং এবাদত হোসেনের পরিবর্তে দলে নেয়া হয়েছে মুমিনুল হক এবং তাসকিন আহমেদকে। ভারতীয় দলেও একটি পরিবর্তন। কুলদিপ যাদবের পরিবর্তে নেয়া হয়েছে জয়দেব উনাদকাটকে।

    বাংলাদেশ একাদশ

    নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।

    ভারতীয় একাদশ

    লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

  • চট্টগ্রাম টেস্টে বড় ব্যবধানে হার বাংলাদেশের

    চট্টগ্রাম টেস্টে বড় ব্যবধানে হার বাংলাদেশের

    বাংলাদেশের লক্ষ্য ছিল ৫১৩ রানের। যেটি টপকাতে ইতিহাসই গড়তে হতো সাকিব-মুশফিকদের। কারণ টেস্ট ইতিহাসেই ৪১৮ রানের বেশি তাড়া করার রেকর্ড নেই। তবে বাংলাদেশকে আশা দেখিয়েছি দ্বিতীয় ইনিংসের ওপেনিং জুটি। ভারতের বিপক্ষে রেকর্ড জুটি গড়েও শেষ পর্যন্ত পেরে উঠলো না বাংলাদেশ। এত বড় লক্ষ্যে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ৩২৪ রানে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ২২ ডিসেম্বর ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

    দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে অধিনায়ক সাকিবের সঙ্গে ছিল ফর্মে থাকা মিরাজ। সাকিব একপ্রান্ত থেকে খেললেও দিনের তৃতীয় ওভারে মিরাজকে হারাল বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের বলে যাদবকে ক্যাচ দেন মিরাজ। তার বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি, মিরাজ করেন ১৩ রান।

    মিরাজের বিদায়ের পর আগ্রাসী হয়ে উঠেন সাকিব। তবে সাকিব এভাবে অনেকক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৮৪ রানের মাথায় কুলদ্বীপ যাদবের বলে লাইন মিস করে সরাসরি বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। তারপর বাকিরা আর দাঁড়াতেই পারেননি। ৪ রানের মধ্যে ভারত তুলে নিয়েছে বাকি দুই উইকেট। তাইজুল ইসলাম ৪ আর এবাদত আউট হন শূন্য রানে। অক্ষর প্যাটেল ৭৭ রান খরচায় নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার প্রথম ইনিংসে ফাইফার নেওয়া কুলদ্বীপ যাদবের।

    গতকাল বাংলাদেশের হয়ে অভিষিক্ত জাকির হাসান ঠিক ১০০ রান করেছিলেন। ভারতের হয়ে ৪ উইকেট পেয়েছেন অক্ষার প্যাটেল। ৩ উইকেট নিয়েছেন কুলদ্বীপ যাদব।

    চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪০৪ রান তুলেছিল ভারত। পরে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৫০ রানেই। ভারত ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১২ রানের। সাকিব আল হাসানের দল শেষ পর্যন্ত গুটিয়ে গেল ৩২৪ রানে।

    জেএন/এমআর

  • চট্টগ্রাম টেস্টে ২৪১ রানে পিছিয়ে বাংলাদেশ

    চট্টগ্রাম টেস্টে ২৪১ রানে পিছিয়ে বাংলাদেশ

    আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসানের পর টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হলেন জাকির হাসান। তবে অভিষেক ম্যাচে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি তিনি।

    ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেকেই সেঞ্চুরি করেছেন তরুণ ওপেনার জাকির হাসান। ২২৪ বলে ১৩টি চার আর একটি ছক্কার সাহায্যে ১০০ রান করে ফেরেন এ ওপেনার।

    জাকির হাসানের সেঞ্চুরির দিনে অর্ধশতক পূর্ণ করে ফেরেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। তিনি ১৫৬ বলে ৭টি চারের সাহায্যে ৬৭ রান করে ফেরেন। এই দুই ওপেনার উদ্বোধনী জুটিতে গড়েন ১২৪ রানের জুটি।

    দ্বিতীয় ইনিংসে এমন দারুণ শুরুর পরও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ইয়াসির আলী। তিনি ফেরেন ১২ বলে ৫ রান করে। এর আগে প্রথম ইনিংসে ফেরেন ১৭ বলে ৪ রানে।

    এরপর ব্যাটিংয়ে নেমে ৫৯ বলে মাত্র ১৯ রানে ফেরেন লিটন দাস। প্রথম ইনিংসে তিনি ওয়ানডের স্টাইলে ব্যাটিং করে ৩০ বলে ২৪ রানে ফেরেন।

    আকসার প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে ৫০ বলে ২৩ রান করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে তিনি ফেরেন ৫৮ বলে ২৮ রানে।

    আকসারের তৃতীয় শিকার হন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তিনি ফেরেন ৩ বলে ৩ রান করে। প্রথম ইনিংসে করেন ২২ বলে ১৬ রান।

    চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান। হার এড়াতে হলে রোববার শেষ দিনে পুরো তিন সেশন দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেনদের।

    শেষ দিনে সাকিব-মিরাজরা যদি ব্যাটিংয়ে দৃঢ়তা দেখাতে পারেন তাহলে পরাজয়ের দুশ্চিন্তা কাটিয়ে ২৪১ রান তুলে জয়ও পেতে পারে বাংলাদেশ।

    তবে সবকিছু নির্ভর করছে সাকিব-মিরাজের ওপর। তারা যদি শেষ দিনে নিজেদের পাটর্নারশিপটা দীর্ঘ করতে পারেন তাহলে পরাজয় এড়ানো সম্ভব।

    চতুর্থ দিনের খেলা শেষে ৬৯ বলে ৪০ আর ৪০ বলে মাত্র ৮ রানে অপরাজিত সাকিব-মিরাজ।

  • চট্টগ্রাম টেস্ট জিততে বাংলাদেশের দরকার ৪৭১ রান

    চট্টগ্রাম টেস্ট জিততে বাংলাদেশের দরকার ৪৭১ রান

    শুক্রবার টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। সব মিলিয়ে লিড হয় ৫১২ রানের। রেকর্ড রান তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে তুলেছে ৪২ রান। জয়ের জন্য টাইগারদের আরও চাই ৪৭১ রান, হাতে রয়েছে ১০ উইকেট।

    চট্টগ্রামে কঠিন চ্যালেঞ্জের মুখে স্বাগতিকরা। এই টেস্ট জিততে বাংলাদেশকে ভাঙতে হবে অতীতের সব রেকর্ড। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২১৭ রান তাড়া করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ দল। সন্দেহ নেই এগিয়ে থেকেই শুক্রবার টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করল ভারতীয় দল।

    বাংলাদেশের হয়ে শনিবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে নামবেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ২৫ রানে শান্ত, ১৭ রানে নামবেন জাকির।

    এর আগে তৃতীয় দিনের শেষ সেশনে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ফিরেছেন শুভমান গিল। মেহেদী মিরাজের বলে ১১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান এই ওপেনার। এরপর অবশ্য বিধ্বংসী হয়ে উঠেন চেতেশ্বর পূজারা। ব্যাট হাতে রীতিমত মিরাজ-তাইজুলদের নাভিশ্বাস ছুটাতে থাকেন ভারতীয় এই ব্যাটার।

    এরপর অবশ্য ১৩০ বলে ক্যারিয়ারের দ্রুততম টেস্ট সেঞ্চুরি তুলে নেন পূজারা। টপ অর্ডার এই ব্যাটারের ১৯তম টেস্ট সেঞ্চুরি এটি। সেঞ্চুরি শটে পূজারার রান দাঁড়ায় ১০২*, এরপরই ইনিংস ঘোষণা করে ভারতীয় দল। অন্যপ্রান্তে ১৯ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ১ম ইনিংসে ভারত থামে ৪০৪ রানে। জবাব দিতে নেমে আগের দিনই পথ হারায় সাকিব আল হাসানের দল। এরপর শুক্রবার সকালে বাংলাদেশ দল ১ম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়। ফলোঅনে পড়ে টাইগাররা। কিন্তু ভারত ফলোঅন না করিয়ে নিজেরাই নামে ব্যাটিংয়ে।

    ভারতের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট সংগ্রহ করেছেন খালেদ আহমেদ এবং তাইজুল ইসলাম। পিঠের ব্যথায় দ্বিতীয় দিনেও বল করেননি সাকিব আল হাসান। এবাদত হোসেনও ঠিক একই কারণে করেননি তৃতীয় দিনে বল করেননি।

  • ১৫০ রানে অলআউট বাংলাদেশ, ফলোঅন করালো না ভারত

    ১৫০ রানে অলআউট বাংলাদেশ, ফলোঅন করালো না ভারত

    আগেরদিন শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ এবং এবাদত হোসেনের দৃঢ়তায় অলআউট হওয়া থেকে বেঁচেছিলো বাংলাদেশ। তবে, সেটা ঘটতে যে বেশি সময় লাগবে না, তা নিশ্চিত ছিল। দেখার ছিলো, কতটা দ্রুত অলআউট হয় টাইগাররা।

    ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করার পর আর মাত্র ১৭ রান যোগ করতে পারলো বাংলাদেশ। ১৫০ রানে গিয়ে অলআউট হলো টাইগাররা। যার ফলে ২৫৪ রানের বিশাল লিড পেয়ে যায় সফরকারী ভারত।

    ভারতের সুযোগ ছিলো বাংলাদেশকে ফলোঅন করানোর। কিন্তু তা তারা করালো না। দ্বিতীয় ইনিংসে ব্যাট করারই সিদ্ধান্ত নিলো ভারত। যে কারণে আপাতত ইনিংস পরাজয় থেকে রক্ষা পেয়েছে সাকিব আল হাসানরা।

    আগের দিনের ১৩ রান নিয়ে আজ ব্যাট করতে নেমেছিলেন এবাদত হোসেন। আজ সকালে শুধুমাত্র ৪টি রান যোগ করতে পেরেছিলেন তিনি। দলীয় ১৪৪ রানের মাথায় কুলদিপ যাদবের বলে উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতে ক্যাচ দেন তিনি।

    এরপর খালেদ আহমেদকে নিয়ে আর মাত্র ৫ রান যোগ করতে পেরেছিলেন মিরাজ। শেষ পর্যন্ত ইনিংসের ৫৬তম ওভারে গিয়ে অক্ষর প্যাটেলের বলে উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতে ক্যাচ দিয়ে আউট হন মিরাজ। এ সময় তার নামের পাশে শোভা পাচ্ছিলো ৮২ বলে ২৫ রান।

    ইনিংস শেষে ৫ উইকেট দখল করলেন কুলদিপ যাদব। ১৬ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। মোহাম্মদ সিরাজ নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন উমেষ যাদব এবং অক্ষর প্যাটেল।

    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৮.৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৯। ১০ রান নিয়ে লোকেশ রাহুল এবং ৮ রান নিয়ে ব্যাট করছেন শুভমান গিল। সব মিলিয়ে ২৭৩ রান এগিয়ে ভারত।

  • ভারতীয় বোলারদের সামনে দিশেহারা বাংলাদেশ

    ভারতীয় বোলারদের সামনে দিশেহারা বাংলাদেশ

    চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি কোনো ব্যাটার। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান। ফলো অন এড়াতে এখনো বাংলাদেশের প্রয়োজন ৭১ রান। ভারত প্রথম ইনিংসে করেছিল ৪০৪ রান।

    বাংলাদেশ ইনিংসের শুরুতে এদিন প্রথম বলেই ফিরেছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপরই বিদায় নেন ইয়াসির রাব্বি। দুই উইকেট হারানোর পর অবশ্য ওপেনার জাকির হাসানকে নিয়ে ধাক্কা সামলে নেওয়ার আভাস দিচ্ছিলেন লিটন দাস। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন তারকা এই ব্যাটার। ৩০ বলে ২৪ রান করার পর দলীয় ৩৯ রানে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান লিটন।

    এরপর দলীয় ৫৬ রানে আবারো সিরাজের আঘাত টাইগার শিবিরে। ২০ রানে ফেরান অভিষিক্ত ওপেনার জাকিরকে। টপ অর্ডারের ব্যর্থতার দিনে ব্যাট হাতে অধিনায়ক সাকিব আল হাসানও করেছেন হতাশ। দলীয় ৭৫ রানে কুলদীপ যাদবের বলে ব্যক্তিগত ৩ রান করে ফেরেন এই অলরাউন্ডার। এরপর মুশফিকের সাথে ব্যাট হাতে লড়াই চালিয়ে গেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন নুরুল হাসান সোহান। কুলদীপের বলে আউট হওয়ার আগে করেন ১৬ রান।

    এক প্রান্ত রেখে ভারতীয় বোলারদের বিপক্ষে লড়ে যাচ্ছিলেন মুশফিক। তবে লেগ বিফোরের ফাঁদে পড়ে শেষ বিকেলে এই ব্যাটার ফিরে যান ২৮ রান করে। এরপর স্পিনার তাইজুল ইসলাম ফিরে যান কোনো রান ছাড়াই। ১০২ রানে ৮ উইকেট হারানোর পর শেষ বিকেলে অলআউটের শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত মেহেদী মিরাজ এবং এবাদত হোসেন দিন পার করেছেন অপরাজিত থেকে।

    তৃতীয় দিনে এবাদত ১৩ রানে এবং মিরাজ ১৬ রানে ব্যাটিং শুরু করবেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন স্পিনার কুলদীপ যাদব। এছাড়া ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ।

  • টস জিতে ব্যাট করছে ভারত, জাকিরের অভিষেক

    টস জিতে ব্যাট করছে ভারত, জাকিরের অভিষেক

    চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ভারত। এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরে প্রথমবারের মতো টস জিতে সফরকারিরা। এরপর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।

    অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে একটা সংশয় থাকলেও ম্যাচের দিন সকালে সুস্থ হয়ে ওঠেন তিনি। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের পর টেস্টেও খেলা হচ্ছে না তামিম ইকবালের। তার পরির্বতে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে অভিষেক হলো তার।

    এদিকে টেস্ট একাদশে ফিরেছেন ইয়াসির আলী। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবশেষ সিরিজে ছিলেন না তিনি। চট্টগ্রামে তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে দুদল।

    বাংলাদেশ দলে অধিনায়ক সাকিব ছাড়াও একাদশে আছেন তাইজুল ইসলাম ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে খেলছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।

    দুই দলের একাদশ
    বাংলাদেশ একাদশ
    সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

    ভারতীয় একাদশ
    লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

  • সিরিজ জয়ের পর রেকর্ড হার বাংলাদেশের

    সিরিজ জয়ের পর রেকর্ড হার বাংলাদেশের

    মিরপুরে বড় প্রাপ্তি ছিলেন অলরাউন্ডার মেহেদি মিরাজ। বল হাতে এবাদত-মুস্তাফিজও দৃঢ়তা দেখেয়েছিলেন। ধীর উইকেটে ভারতের বিপক্ষে দুই ম্যাচেই জয় তুলে নিয়েছিল টাইগাররা। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং বান্ধব উইকেট পেয়ে মরণ কামড় দিয়েছে মেন ইন ব্লুজরা। ইশান কিষাণের ডাবল সেঞ্চুরিতে ভারত ৪০৯ রান তোলে। এরপর লিটনের দলকে ১৮২ রানে আলআউট করে ২২৭ রানের রেকর্ড জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে ভারত।

    পূর্বে বাংলাদেশের বিপক্ষে কোন দল ওয়ানডে ফরম্যাটে চারশ’ রানের বৃত্ত ভাঙতে পারেনি। ইশান কিষাণের দুর্দান্ত ব্যাটিংয়ে তিক্ত ওই স্বাদ পান সাকিব-তাসকিনরা। এরপর রান চাপায় পড়ে নিয়মিত উইকেট হারাতে থাকে তামিমের ইনজুরিতে নেতৃত্ব পাওয়া লিটনের দল। ৩৪ ওভারে অলআউট হয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ হারের স্বাদ পেয়েছে। এর আগে পাকিস্তানের বিপক্ষে ২০০০ সালে ঘরের মাঠে ২৩৩ রানে হেরেছিল বাংলাদেশ।

    টস জিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি লিটন দাস। দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাবে ব্যাটিং করা সহজ হবে ভেবে ভারতকে প্রথমে ব্যাটিং পাঠান তিনি। মেহেদি মিরাজ পঞ্চম ওভারে প্রথম ব্রেক থ্রু দেন। ওপেনার শিখর ধাওয়ানকে ৩ রানে সাজঘরে পাঠান। এরপর কিশাণ ও বিরাট কোহলি দ্বিতীয় উইকেটে ২৯০ রানের জুটি গড়েন। রোহিত শর্মার জায়গায় একাদশে ঢোকা তরুণ বাঁ-হাতি ওপেনার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি থামান ২১০ রানে। তার ব্যাট থেকে ২৪টি চার ও ১০টি ছক্কার শট দেখা যায়।

    তিনে নামা বিরাট কোহলি আউট হওয়ার আগে ৯১ বলে ১১৩ রানের ইনিংস খেলেন। ডানহাতি এই ব্যাটার ১১ চার ও দুই ছক্কায় ক্যারিয়ারের ৭২তম সেঞ্চুরির দেখা পান। শ্রেয়াস আয়ার (৩) এবং কেএল রাহুল (৮) ব্যর্থ হন। তবে ওয়াশিংটন সুন্দর ২৭ বলে ৩৭ ও অক্ষর প্যাটেল ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেন।

    জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। তামিমের জায়গায় ওপেনিং করা এনামুল হক এক ছক্কায় ৮ রান করে ফিরে যান। আশা দেওয়া লিটন দাস ২৬ বলে ২৯ রান করেন। ব্যর্থ হন মুশফিকুর রহিমও (৮)। নাজমুল শান্ত বাদ পড়ায় সাকিব তিনে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন। বিপদে ভরসা দিতে পারেননি সেট হওয়া ইয়াসির রাব্বি ও মাহমুদুল্লাহ। তারা যথাক্রমে ২৫ ও ২০ রান করেন। এরপর আফিফ(৮) ও মিরাজ (৩) ফিরলে বড় হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। তাসকিন আহমেদ ১৭ ও মুস্তাফিজুর রহমান ১৩ রান করে কেবল হারের ব্যবধান ছোট করেছেন।

    বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন শার্দুল ঠাকুর ও অক্ষর প্যাটেল। স্পিনার অক্ষর ফেরান এনামুল ও মুশফিককে। শার্দুল দলের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন। এছাড়া গতিময় পেসার উমরান মালিক তুলে নেন দুই উইকেট। মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন। বাংলাদেশের হয়ে পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন দুটি করে উইকেট নেন। দু’জনই ছিলেন খরুচে। সাকিব আল হাসান নেন দুই উইকেট। এছাড়া মেহেদি মিরাজ ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট তুলে নেন।

  • চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও ভারত

    চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও ভারত

    বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে। আগামী ১০ ডিসেম্বর সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ম্যাচটি। এ জন্য বন্দরনগরীতে পৌঁছেছে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল।

    আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট দলকে বহনকারী বিমান। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। দুই ম্যাচের ধকল আর ভ্রমণ ক্লান্তির কারণে এ দিন অনুশীলন করেনি দুদল।

    আগামীকাল শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে। এদিকে সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার শেষ ওয়ানডের পর ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে দুদলের টেস্ট সিরিজ।

    ওয়ানডে ও টেস্টের টিকিট প্রাপ্তি স্থান
    বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর বিটাক মোড় এবং এম এ আজিজ স্টেডিয়ামে। আসন ফাঁকা থাকলে ম্যাচের দিন শনিবারও পাওয়া যাবে টিকিট।

  • মিরাজের অবিশ্বাস্য ব্যাটিং, অবিস্মরণীয় জয় বাংলাদেশের

    মিরাজের অবিশ্বাস্য ব্যাটিং, অবিস্মরণীয় জয় বাংলাদেশের

    ১৩৬ রানের মাথায় পড়েছে ৯ম উইকেট। তখনও প্রয়োজন ৫১ রান। উইকেটে মেহেদী হাসান মিরাজ। সঙ্গে মোস্তাফিজুর রহমান। এমন ম্যাচও বাংলাদেশ হেরে যাবে ভারতের কাছে? কিন্তু চিত্রনাট্যের তখনও পাঞ্চলাইন বাকি। বিস্ময়কেও যা হার মানিয়ে যাওয়ার মতো।

    মেহেদী হাসান মিরাজ যে বিস্ময়কর ব্যাটিং করলেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মোস্তাফিজুর রহমানকে নন-স্ট্রাইক প্রান্তে রেখে সিঙ্গেল না নিয়ে তিনি বাংলাদেশকে জয়ী করে মাঠ ছাড়ার মরণপণ সংগ্রামে অবতীর্ণ হন এবং একজন খেলোয়াড় যখন নিজেকে উজাড় করে এভাবে খেলতে পারে, তখন ভারতের মতো দলেরও কিছু করার থাকে না।

    এর মধ্যে লোকেশ রাহুল ফেলে দিয়েছিলেন মিরাজের একটি ক্যাচ। ম্যাচের মোড়ও ঘুরে গিয়েছিল তখন বলা যায়। এরপর মিরাজ খেললেন অতিমানবীয় ইনিংস এবং যোগ্য সঙ্গ দিলেন মোস্তাফিজুর রহমান।

    সেই সঙ্গে ইতিহাসের সেরা একটি ম্যাচ জয় করে নিলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১ উইকেটের এই জয়টি লেখা হয়ে যাবে ইতিহাসের পাতায়।