Tag: বিপিএল

  • পেছাতে পারে বিপিএল!

    পেছাতে পারে বিপিএল!

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি ইতোমধ্যে ঘোষণা করা হলেও এবারের আসর পেছাতে পারে- এমনটিই বলছেন বিপিএল ও বোর্ড কর্তারা।

    বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্পন্সরশীপ চাওয়া চারটি প্রতিষ্ঠানের সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আসর খানিক পেছানোর ইঙ্গিত দেওয়া হয়।

    বোর্ড পরিচালক মাহাবুব আনাম ও গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, বিপিএল আয়োজনের জন্য যথেষ্ট সময় তাদের হাতে আছে এবং যথেষ্ট সময় নিয়েই আসর মাঠে গড়ানো হবে। তবুও ‘সংকটময় পরিস্থিতি’ এলে এক সপ্তাহ বা দশ দিন পেছানো হতে পারে শুরুর সূচি।

    মাহাবুব আনাম আরও বলেন, ‘জাতীয় দলের একটি আন্তর্জাতিক সিরিজ আছে (পাকিস্তান সফর)। ঐ সিরিজটার সাথে সামঞ্জস্য রেখে আমরা বিপিএল খেলব। সুতরাং বিপিএল খেলার জন্য আমাদের যেটুকু সময় লাগে সেটুকু সময় পুরোপুরিই নেওয়া হবে। আরও দুইটা স্পন্সরশীপ চাওয়া প্রতিষ্ঠানের সাথে সভা শেষ করার পরই গভর্নিং কাউন্সিল দ্রুত সভা করবে।’

    বিপিএল নিয়ে কাজের অগ্রগতি থেমে নেই জানিয়ে বলা হয়, ‘কাউন্সিল প্রতিদিনই কাজ করছে।’

    স্পন্সরশীপ চাওয়া আরও দুটি প্রতিষ্ঠানের সাথে সভা শেষে কাউন্সিল আলোচনায় বসে বিপিএলের প্লেয়ার ড্রাফট ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে জানানো হয়।

    বিপিএলের সপ্তম আসর তথা ‘বঙ্গবন্ধু বিপিএল’ স্পন্সর হিসেবে কাজ করতে চাওয়া ছয়টি প্রতিষ্ঠান হল- আক্তার গ্রুপের মালিকানাধীন ডেল্টা স্পোর্টস লিমিটেড, লেভেল থ্রি ক্যারিয়ার লিমিটেড, টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড, সাগর ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, মাইন্ড ট্রি ও জিন্স ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড। এর মধ্যে বৃহস্পতিবার চারটি প্রতিষ্ঠানের সাথে সভা করে বিপিএল গভর্নিং কাউন্সিল।