Tag: যুক্তরাষ্ট্র

  • যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ব্যবহারের অনুমোদন

    যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ব্যবহারের অনুমোদন

    বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের চিকিৎসায় হিমশিম খাচ্ছে সারা বিশ্বের বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা। ঠিক সেই সময়ে জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

    দেশটিতে এর আগে ওষুধটি পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফল পাওয়া গেছে বলেও তথ্য আছে।

    শুক্রবার (১ মে) দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও’ডেকে সঙ্গে নিয়ে এ ঘোষণা দেন।

    এর আগে মার্কিন বিজ্ঞানীরা রেমডেসিভির কার্যকারিতার বিষয়ে হোয়াইট হাউসকে জানিয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে এই ওষুধের কার্যকারিতার প্রমাণের পর একেবারে আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহৃত হচ্ছিল। তবে এফডিএ–এর অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে চিকিসকরা এখন থেকে এই ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন।

    রেমডেসিভির অনুমোদন দেয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে এই ওষুধ ব্যবহারের বিষয়ে কথা বলেছেন।

    টাস্কফোর্সের সদস্য অ্যান্থনি ফউসি ও দেবোরাহ ব্রিক্স ছাড়াও এফডিওর প্রধান স্টিফেন হাহন ওষুধ অনুমোদনের বিষয়ে সম্মতি দিয়েছেন।

    করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র সবার শীর্ষে।

    জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩১ হাজার ৪৫২ জন। এছাড়া মারা গেছেন ৬৫ হাজার ৭৭৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫৬৩ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লাশের সারি দেখতে দেখতে ক্লান্ত, যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসকের আত্মহত্যা

    লাশের সারি দেখতে দেখতে ক্লান্ত, যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসকের আত্মহত্যা

    প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দেশটিতে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত (মঙ্গলবার দুপুর পৌনে ২টা) দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ১০ হাজার ৫০৭ জন। এর মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৮০৩ জনের।

    পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ১৪ হাজার ১৮৬ জন।

    লাশের সারি দেখতে দেখতে ক্লান্ত হয়ে দেশটিতে করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা এক শীর্ষ চিকিৎসক আত্মহত্যা করেছেন। তার নাম ডা. লরনা ব্রিন।

    তিনি করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে নিজেও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর সুস্থ হয়ে আবার নেমে পড়েছিলেন করোনা মোকাবিলায়।

    বিবিসি জানায়, নিউইয়র্ক সিটির বাসিন্দা ডা. লরনা ম্যানহাটানের নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান অ্যালেন হাসপাতালে জরুরি বিভাগের ডিরেক্টর ছিলেন।

    ৪৯ বছর বয়সী এই চিকিৎসক রবিবার নিজের শরীরে আঘাত করে আত্মহত্যা করেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। সে সময় তিনি ভার্জিনিয়ায় নিজের পরিবারের সঙ্গেই ছিলেন।

    ডা. লরনার বাবা ফিলিপ ব্রিন নিজেও একজন চিকিৎসক। তিনি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘সে তার কাজটি করে যাচ্ছিল এবং এটিই তাকে হত্যা করেছে। ’

    তিনি জানান, তার মেয়ের কোনও ধরনের মানসিক অসুস্থতার ইতিহাস ছিল না।

    ফিলিপ ব্রিন জানান, হাসপাতালে কাজ করতে করতে তার মেয়েও করোনায় আক্রান্ত হয়ে পড়েছিল। পরে সুস্থ হয়ে দেড় সপ্তাহ পর আবার কাজে ফিরে গিয়েছিল। তবে পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল।

    সর্বশেষ যখন কথা বলছিলেন মেয়েকে ‘বিচ্ছিন্ন’ মনে হয়েছিল ফিলিপের। সে সময় লরনা তাকে বলছিলেন, হাসপাতালে কীভাবে মানুষ অ্যাম্বুলেন্সে তোলার আগেই করোনায় মারা যাচ্ছিল। ম্যানহাটনের ২০০ শয্যার হাসপাতালটিতে বহু সংখ্যক মানুষ মারা গেছে করোনায়।

    ফিলিপ ব্রিন বলেন, ‘সত্যিকার অর্থে একেবারে খাদের সামনে গিয়ে লড়ছিল সে। আমি নিশ্চিত হয়েছি যে, সে একজন বীর হিসেবে প্রশংসিত হয়েছে।’

    হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন এই লড়াকু চিকিৎসকের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানায় সেই সঙ্গে করোনা মোকাবেলায় একজন ‘মহান বীর’ বলে আখ্যা দেয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • যুক্তরাষ্ট্রে একদিনে ৫ বাংলাদেশিসহ ২৮০৪ জনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রে একদিনে ৫ বাংলাদেশিসহ ২৮০৪ জনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫ বাংলাদেশিসহ একদিনেই ২ হাজার ৮০৪ মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৪৫ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। একদিনে ২৭ হাজার নতুন করে আক্রান্ত হওয়ার পর এখন সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ২০ হাজার।

    একদিকে করোনা পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে লকডাউন খুলে দেয়ার পরিকল্পনা অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাসন স্থগিতের ঘোষণা। সব মিলিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আর মিশ্র প্রতক্রিয়া এখ দেশজুড়ে।

    একজন বলেন, সমস্যার দিকে না তাকিয়ে সমাধানের দিকে তাকাতে হবে। এতে পজেটিভ বিষয়টি উঠে আসে। আর পজেটিভ চিন্তাই মানুষকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে।

    এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে অভিভাসন সংক্রান্ত তার পরিকল্পনার কথা জানান।
    আর করোনা ভাইরাস আগামী শীতে মহাকারি আকারে দ্বিতীয়বারের মতো ফিরে আসতে পারে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল সিডিসির পরিচালক।

    মঙ্গলবারও যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। আকান্ত হয়েছেন অসংখ্য মানুষ। এরমধ্যে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশ সংক্রান্ত যে ঘোষণা দিয়েছেন তাতে উদ্বেগ-উৎকণ্ঠায় যুক্তরাষ্ট্রের অভিবাসীরা।

  • যুক্তরাষ্ট্রে করোনায় আনোয়ারার সুলতান আহমদের মৃত্যু

    যুক্তরাষ্ট্রে করোনায় আনোয়ারার সুলতান আহমদের মৃত্যু

    আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান আহমদ (৬৫) নামে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী বখতিয়ার পাড়া গ্রামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল রাতে ওই প্রবাসীর মৃত্যু হয়।

    গত ১ এপ্রিল সুলতান আহমদের শরীরে করোনা ভাইরাস শনাত্ত হলে তিনি আমেরিকার হাসপাতালের আইসোলেশনে চলে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ব-পরিবারে আমেরিকায় বসবাস করছিলেন। আনোয়ারার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সুলতান আহমদ জড়িত ছিলেন।

  • করোনায় সবচেয়ে বেশী মৃত্যু যুক্তরাষ্ট্রে,বিশ হাজার অতিক্রম

    করোনায় সবচেয়ে বেশী মৃত্যু যুক্তরাষ্ট্রে,বিশ হাজার অতিক্রম

    করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যায় ইতালিকেও ছাড়িয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আমেরিকায় এখন পর্যন্ত ২০ হাজার ৫৭৭ জন। আর আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জন।

    বিবিসির খবরে বলা হয়েছে, প্রথম দেশ হিসেবে একদিনে ২ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্র মৃতের সংখ্যায় শীর্ষে উঠে যায়।

    শনিবার পর্যন্ত ইতালিতে মারা গেছেন ১৯ হাজার ৪৬৮ জন। সেখানে আমেরিকায় ২০ হাজার ৫৭৭ জন।

    আমেরিকা, ইতালির মতো মৃতের সংখ্যায় পাল্লা দিচ্ছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে মোট আক্রান্ত ১ লাখ ৬৩ হাজার ২৭ জন।

    ফ্রান্সেও প্রায় একই অবস্থা। ১৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে সেখানে।

    গত ডিসেম্বরে যে চীন থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। সেখানে মারা গেছেন ৩ হাজার ৩৩৯ জন। আক্রান্ত হয়েছিল ৮২ হাজার ৫২ জন। সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৫৭৫ জন।

    যুক্তরাজ্যে মারা গেছেন ৯ হাজার ৮৭৫ জন। সেখানে মোট আক্রান্ত ৭৮ হাজার ৯৯১ জন। সুস্থ হয়েছেন মাত্র ৩৪৪ জন।

    ইরানে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৩৫৭ জন। আক্রান্ত ৭০ হাজার ২৯ জন। সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৪৭ জন।

  • করোনা : মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছে এক নারীসহ আরও ৮ বাংলাদেশি

    করোনা : মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছে এক নারীসহ আরও ৮ বাংলাদেশি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের পর করোনার মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৫৫ জন মারা গেছেন।

    এর মধ্যে এক নারীসহ ৮ জন বাংলাদেশি প্রাণ হারায়েছেন। দেশটিতে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে।

    জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও বিশ্বখ্যাত ওয়ার্ল্ডোওমিটার জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৩৩১ জন।

    এর মধ্যে করোনার সবচেয়ে ভয়াবহ রূপ দেখছে নিউ ইয়র্ক। যদিও শহরটিতে গত দুই দিনের তুলনায় গত একদিনে সেখানে কম সংখ্যা ব্যক্তির মৃত্যু হয়েছে। তারপরও নতুন ৩৫০ জনসহ প্রাণহানি বেড়ে হয়েছে ৪ হাজার ৭৫৮ জনে।

    সোমবার ৮ বাংলাদেশির মধ্যে নিউইয়র্কে সাত পুরুষ ও মিশিগানে একজন নারী মারা গেছেন।প্রাণঘাতী করোনায় এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ৮৬ বাংলাদেশি প্রাণ হারালেন। তাদের মধ্যে নিউইয়র্কে ৮১ জন, নিউজার্সিতে চার ও মিশিগানে একজন।

    জানা গেছে, নর্থ ব্রঙ্কস সেন্টাল হাসপাতালে সোমবার সকালে মারা যান ব্রঙ্কসের বাসিন্দা মুক্তিযোদ্ধা ডা. ইফতেখার উদ্দিন কাঞ্চন। ৬৭ বছরের এই চিকিৎসক ছিলেন নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের মহামারী রোগ বিশেষজ্ঞ।

    এদিকে এই মহামারীর সঙ্গে লড়াই করে এদিন ভোরে এলমহাস্ট্র হাসপাতালে মারা যান বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজাদ বাকের।

    জেএফকে টার্মিনাল ৫-এর এয়ারওয়ে কর্মরত জ্যামাইকার বাসিন্দা মোহাম্মদ আজাদুর রহমান মারা গেছেন জ্যামাইকা হাসপাতালে। আজাদুরের বড় ভাই ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে আইসিইউতে রয়েছেন।

    দুপুরে মারা যান ব্রঙ্কসের বাসিন্দা কুষ্টিয়া জেলা সমিতির উপদেষ্টা আফতাব উদ্দিন (৭১)। ভোরে ওজন পার্কে মারা যান ৭৭ বছর বয়সী বাবুল মিয়া।

    ব্রুকলিনে মারা যান বেগমগঞ্জ ওয়েল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। ষাটোর্ধ্ব আবুল ফাররাহও মারা গেছেন ব্রুকলিনে।

    এদিন দুপুরে মিশিগানের হ্যামট্রামিক সিটিতে করোনায় আক্রান্ত এক প্রবীণ বাংলাদেশি নারী (৭৩) মারা যান।

    নিউইয়র্কে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন বাংলাদেশি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসকও রয়েছেন।

    প্রসঙ্গত করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র প্রথমে পাত্তা না দিলেও এখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত শুধু নিউইয়র্কে মারা গেছে ৪ হাজার ৭৫৮ জন।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা : মৃতের সংখ্যা বিশ্বে ৪৫ হাজার,ইউরোপে ৩০ হাজার ছাড়িয়েছে

    করোনা : মৃতের সংখ্যা বিশ্বে ৪৫ হাজার,ইউরোপে ৩০ হাজার ছাড়িয়েছে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে পুরো বিশ্বজুড়ে। এর মধ্যে শুধুমাত্র ইউরোপেই ৩০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। 

    মঙ্গলবার রাত পর্যন্ত মোট আক্রান্তের খবর পাওয়া গেছে ৯ লাখ ৩ হাজার ৫৬০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ২৪১ জন। আর মারা গেছেন ৩ হাজার ১৮ জন। এপ্রিলের প্রথম দিন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪৫ হাজার ২৪৫ জনের।

    শুধুমাত্র স্পেন ও ইটালিতেই মারা গেছে মোট ২২ হাজারের বেশি মানুষ।

    চীন ও ইরানের পর করোনাভাইরাস মূল আঘাতটি হানে ইতালিতে। ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৭২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে। তবে নতুন আক্রান্তের হার কিছুটা কমেছে।

    অন্যদিকে করোনা ভাইরাসের কেন্দ্র এখন ইতালি থেকে সরে ক্রমশ স্পেনের দিকে যাচ্ছে। স্পেন এখন বিশ্বের তৃতীয় দেশ যেখানে এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

    জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস আপডেট বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃতের সংখ্যা বেড়েই চলছে। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯ হাজার ৫৩ জন। আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ১৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরছেন ২২ হাজার ৬৪৭ জন।

    এদিকে করোনা রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট ২ লাখ ২৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে যোগ হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১ জন।

    ইউরোপের দেশ যুক্তরাজ্যেও ব্যাপকহারে বাড়ছে করোনায় মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৬৩ জন। সব মিলয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫২ জনের। ব্রিটেনে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৪৭৪ জন।

    তবে করোনার প্রথম শনাক্ত হওয়া দেশ চীনে মৃতের সংখ্যা একেবারেই কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭ জন। সব মিলিয়ে ৩ হাজার ৩১২ জন।

    ২৪ ঘণ্টা/আরএসপি

  • চিত্রনায়ক কাজী মারুফ স্ত্রীসহ করোনায় আক্রান্ত

    চিত্রনায়ক কাজী মারুফ স্ত্রীসহ করোনায় আক্রান্ত

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। মারুফের বাবা প্রখ্যাত পরিচালক কাজী হায়াত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গতকাল মারুফ ও তার স্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন রোগের অবস্থা প্রাথমিক অবস্থায় রয়েছে। মারুফ ও তার স্ত্রী এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে।

    কাজী হায়াৎ আরও জানান, মারুফ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তাদের ট্রিটমেন্ট চলছে।

  • করোনা ভাইরাস আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র, বিশ্বে ২৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

    করোনা ভাইরাস আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র, বিশ্বে ২৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

    ২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা পুরো বিশ্বকেই এখন গ্রাস করে নিচ্ছে। দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

    মরণঘাতী এ ভাইরাসে আক্রান্তের দিক থেকে উতপত্তিস্থল চীন ও মৃতের সংখ্যায় শীর্ষে থাকা ইতালিকেও ছাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উঠে এসেছে এখন শীর্ষে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১৫ হাজার ৪৬১ জন।

    এ নিয়ে দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ১১৩ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ। হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ১৮২ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ জন।

    দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৮০ হাজারের বেশি। এদের মধ্যে অন্তত ২ হাজার ১১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকই নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটি প্রায় ৪০ হাজার মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে।

    আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন। করোনার উৎস দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের খবর পাওয়া যায়নি। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২৮৫ জনই রয়েছে, আর মৃতের সংখ্যা ৩ হাজার ২৮৭ জন।

    করোনা মহামারিতে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জনে। একদিনে নতুন আক্রান্ত ৬ হাজার ১৫৩ জন, মোট ভুক্তভোগী ৮০ হাজার ৫৮৯ জন।

    পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসটি। ইতোমধ্যে করোনা কেড়ে নিয়েছে ২৪ হাজারেরও বেশি মানুষের প্রাণ। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখেরও বেশি।

    শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, সারাবিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৩ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ১৫০ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৪ হাজার ৩২৬ জন।

    এ মুহূর্তে সারাবিশ্বে আক্রান্ত অবস্থায় আছেন ৩ লাখ ৮৩ হাজার ৭৪১ জন, যাদের মধ্যে ১৯ হাজার ৩৫৭ জনের অবস্থা গুরুতর। বাকি ৩ লাখ ৬৪ হাজার ৩৮৪ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত করোনায় ১৬ শতাংশ মানুষের মৃত্যু ঘটেছে, সুস্থ হয়েছেন ৮৪ শতাংশ মানুষ।

    ২৪ ঘন্টা/ রাজীব প্রিন্স

  • করোনা : যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা হাজার ছাড়াল,আক্রান্ত ৬৯ হাজার

    করোনা : যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা হাজার ছাড়াল,আক্রান্ত ৬৯ হাজার

    বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৬২ জনের শরীরে করেনার অস্তিত্ব পাওয়া গেছে। আর মারা গেছেন ৯ জন। সব মিলিয়ে ১ হাজার ৩৬ জন মারা গেলেন যুক্তরাষ্ট্রে।

    এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬৮ হাজার ৫৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২৮ জন। ১ হাজার ৪৫৫ জন গুরুতর অবস্থায় আছেন।

    এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৪৪৪ জন। আর মারা গেছেন ২১ হাজার ৫২৪ জন। এরমধ্যে ১ লাখ ১৫ হাজার ৬৬৮ জন সুস্থ হয়ে ফিরেছেন।

    এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চীনে। দেশটিতে ৮১ হাজার ২৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ৩ হাজার ২৮৭ জন। তবে মৃত্যুর দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে ৭ হাজার ৫০৩ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৮৬ জন।

    মৃত্যুর দিক দিয়ে চীনকে ছাড়িয়ে দ্বিতীয় দেশ এখন স্পেন। দেশটিতে ৩ হাজার ৬৪৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫১৫ জন।

    এদিকে বৃহস্পতিবার আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে এখন পর্যন্ত ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫ জন।

  • করোনা:যুক্তরাষ্ট্রে ২১১ পুলিশ আইসোলেশনে

    করোনা:যুক্তরাষ্ট্রে ২১১ পুলিশ আইসোলেশনে

    যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ২১১ সদস্য প্রাণঘাতী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে নেয়া হয়েছে।

    পুলিশ ইতোমধ্যেই নিউ ইয়র্ক সিটির পার্কগুলোতে টহল শুরু করেছে। জনসাধারণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় পুলিশ অধিদফতর এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে।

    পুলিশের এক কর্মকর্তা জানান, এনওয়াইপিডির সদস্যদের মধ্যে ১৭৭ জন ইউনিফর্ম অফিসার, বাকিরা সাদা পোশাকের। এনওয়াইপিডি পার্ক এবং রাস্তায় টহল শুরু করেছে যেন বাসিন্দারা উপযুক্ত সামাজিক দূরত্ব বজায় রাখেন।

    এছাড়া দেশটিতে গাড়ি সাইট পার্কিং ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। ফেডারেল সরকার ৪০০ সেট পূর্ণাঙ্গ চিকিৎসা সামগ্রী (ভেন্টিলেটর) সরবরাহ করেছে, যা নিউ ইয়র্ক সিটির হাসপাতালগুলোতে বিতরণ করা হবে বলে জানা গেছে।

    যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১৩৬ জন। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৮৭ জন, মৃত্যু হয়েছে ৬৮৯ জনের।

    এছাড়া, সেখানে এখনও ৫২ হাজারের বেশি মানুষ চিকিৎসাধীন। এদের মধ্যে অন্তত ১ হাজার ১৭৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে এ পর্যন্ত ৩৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

  • যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক লকডাউন

    যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক লকডাউন

    যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যকে ‘লকডাউন’ করা হয়েছে। মানুষের জীবনের জন্য পরিহার্য এমন ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ থাকবে। শুক্রবার সকালে নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর এন্ড্রু কুমো ‘লকডাউন’ এর নির্দেশ ঘোষণা দেন। এ নির্দেশনা স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের জরিমানা গুনতে হবে।

    রাজ্য গভর্নর তার ঘোষণায় বলেন, ‘ আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করছি। একটা জীবনও যদি বাঁচাতে পারি, তাহলে খুশি হব। পুরো রাজ্যজুড়ে গ্রোসারি স্টোর , ফার্মেসির মতো জরুরি ব্যবসা-বাণিজ্য খোলা থাকবে। সব ধরনের আউটডোর কার্যক্রম, স্পোর্টস বন্ধ থাকবে।

    এন্ড্রু কুমো আরও বলেন, সরকারি, বেসরকারি কর্মচারীদের মধ্যে যারা জরুরি কাজে নিয়োজিত নয়—তাদের ঘর থেকে কাজ চালিয়ে যেতে হবে। লন্ড্রি, রেস্টুরেন্টে শুধু ডেলিভারি, পেট্রল পাম্প এবং সীমিত গণপরিবহন চালু থকবে।

    গভর্নর কুমো আশপাশের রাজ্যেও এমন ঘোষণা প্রত্যাশা করছেন। তিনি বলেন, আমি সব দায়িত্ব নিজে গ্রহণ করছি। কেউ আমাকে দোষারোপ করলে করুক। আমরা নাজুক পরিস্থিতির আশঙ্কা করছি, তবে প্রত্যাশা করছি ভালো কিছুর। এসব উদ্যোগ কেবলই জীবন রক্ষার জন্য বলে উল্লেখ করেন উদ্বিগ্ন রাজ্য গভর্নর।