Tag: রাউজান

  • রাউজানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ফজলে করিম চৌধুরী

    রাউজানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ফজলে করিম চৌধুরী

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামী লীগ  প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম ট্রাক প্রতীকে পেয়েছে ৩ হাজার ১১৯ ভোট।

    এছাড়া জাতীয় পার্টির প্রার্থী শফিক উল আলম চৌধুরী নাঙল প্রতীক নিয়ে ২ হাজার ৬৫৪ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী ইয়াহিয়া জিয়া চৌধুরী সোনালি আঁশ প্রতীকে ১ হাজার ১৪৯ ভোট, ইসলামিক ফ্রন্টের প্রার্থী স ম জাফর উল্ল্যাহ চেয়ার প্রতীকে ১ হাজার ৯৩৭ ভোট পেয়েছে।

    ফলাফল ঘোষনার পর রাউজান উপজেলা সদরের মুন্সিরঘাটা চত্বরে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাউজান আসনে নৌকার মাঝি ফজলে করিম চৌধুরীকে।

    এ সময় তিনি রাউজানের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অতীতের ন্যায় কাজ করে রাউজানের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরো সমুজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন।

    নির্বাচনে চট্টগ্রামের রাউজানের প্রতিটি এলাকায় উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি রবিবার সকাল ৮ ঘটিকায় রাউজানের গহিরা কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী। এ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় তাকে। অন্যান্য প্রার্থীগণ নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেন। নির্বাচনে কনকনে শীত উপেক্ষা করে ভোটগ্রহণ শুরুর নির্ধারিত সময়ের পূর্বে প্রতিটি কেন্দ্রে নারী-পুরুষের ভীড় চোখে পড়ে।

    নির্বাচনে রাউজানের ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ৯৫টি ভোটকেন্দ্রে ছিল নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিভিন্ন এলাকায় প্রতিবন্ধীরাও হুইল চেয়ারে করে ভোট দিতে আসেন। ভোট দিতে পেরে খুশি নতুন ভোটাররা।
    স্থানীয় ভোটাররা ভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ছিল। নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করেছেন। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৯২০জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার ২১৮জন। মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৭০২ জন।

  • রাউজানে সংসদ নির্বাচনে পাঁচ প্রার্থী এক ফ্রেমে

    রাউজানে সংসদ নির্বাচনে পাঁচ প্রার্থী এক ফ্রেমে

    রাউজান প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-৬ রাউজান আসনে প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পাঁচ প্রার্থী। হেভিওয়েট প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রচার প্রচারনা তুঙ্গে। তবে বাকী চার প্রার্থী ইসলামিক ফ্রন্টের স.ম জাফর উল্ল্যাহ, তৃণমূল বিএনপির ইয়াহিয়া জিয়া খান চৌধুরী ও জাতীয় পার্টির মোঃ শফিক উল আলম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম সরব রয়েছেন নির্বাচনী মাঠে।

    গণসংযোগ, পথসভা নিয়ে নির্বাচনী মাঠে সরব থাকা পাঁচ প্রার্থী ৩ জানুয়ারি বুধবার গণসংযোগকালে একসাথে ফ্রেমবন্দী হয়েছেন। এ সময় এক কাতারে দাড়িয়ে হাত তুলে ভোটারদের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান তারা।

    বুধবার বিকেলে উপজেলার মুন্সিরঘাটের এই দৃশ্যকে সাধুবাদ জানাচ্ছে রাউজানের ভোটাররা। তাদের মতে, নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়, একসাথে সকল প্রার্থীর এভাবে কুশল বিনিময় অবশ্যই ভালো একটি দিক।

  • মানবিক ছেলের বদৌলতে ‘অপ্রতিদ্বন্দ্বী’ ফজলে করিম

    মানবিক ছেলের বদৌলতে ‘অপ্রতিদ্বন্দ্বী’ ফজলে করিম

    চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে চারবারের এমপি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী তিনি। তাঁর সঙ্গে ট্রাক প্রতীকে স্বতন্ত্র হয়ে লড়ছেন অ্যাডভোকেট শফিউল আজম। প্রার্থী আছে জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামিক ফ্রন্টেরও। তবে ভোটারদের সব হিসাব-নিকাশ ‘অপ্রতিদ্বন্দ্বী’ ফজলে করিম চৌধুরীকে ঘিরেই।

    ভোটাররা বলছেন, নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরীর উন্নয়ন কর্মকাণ্ড, রাজনৈতিক শালীনতা ভোটের মাঠে তাঁকে এগিয়ে রেখেছে। ‘মানবিক ছেলে’ ফারাজ করিম চৌধুরীর বদৌলতে তরুণ ভোটাররাও ফজলে করিমের পক্ষে। স্বতন্ত্রসহ আরও চার প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধানে থাকবে বিস্তর ফারাক। যদিও ভোটারদের কাছে সুযোগ চান অন্য প্রার্থীরাও।

    সরেজমিন দেখা যায়, রাউজানে ভোটের মাঠে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী। তিনি নিজে এবং তার বড়ছেলে ফারাজ করিম চৌধুরী নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন দুটি তিনটি পথসভা করছেন তারা। গেল ২০ ডিসেম্বর বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন ফজলে করিম। গত শনিবার রাউজান উপজেলা ডাবুয়া ও হলদিয়া ইউনিয়নে একাধিক পথসভা করেন। গণসংযোগে ও পথসভায় সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট ও সমর্থন কামনা করছেন আওয়ামী লীগের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, ‘রাউজানে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা করি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবে জনগণ।’

    রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব বলেন, ‘রাউজানে সুপরিকল্পিত উন্নয়নের জন্য ভোটারদের আস্থার প্রতীক ফজলে করিম চৌধুরী। ১৯৯৬ সাল থেকে এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ব্যাপক উন্নয়নকাজ করে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এবারও বিপুল ভোটে নির্বাচিত হবেন তিনি।’

    অন্যদিকে খুব একটা অবস্থান গড়তে না পারলেও প্রচার-প্রচারণায় সরগরম রয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শফিউল আজম। গণসংযোগ, পথসভায় সমর্থকদের নিয়ে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। ভোটারদের দ্বারে দ্বারেও যাচ্ছেন। জানতে চাইলে অ্যাডভোকেট শফিউর আজম বলেন, ‘আমি নতুন প্রার্থী। জনগণ আমাকে একবার সুযোগ দিলে আমি জয়লাভ করতে পারব। তবে নির্বাচনের ফলাফল যাই হোক আমি মেনে নিবো।’

    এ ছাড়া ভোটের মাঠে আছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী (লাঙল) সফিউল আলম চৌধুরী, তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী (চেয়ার) শ.ম জাফর উল্লাহ।

  • গুজরা আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

    গুজরা আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

    চট্টগ্রামের রাউজান উপজেলার স্বনামধন্য গুজরা আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৭ ডিসেম্বর) স্কুল হল রুমে সম্পন্ন হয়।

    রাউজান কিন্ডারগার্টেন ফোরাম রাকিফো’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক ও গুজরা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ সামশুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ও রাউজান কিন্ডারগার্টেন ফোরাম রাকিফো’র প্রতিষ্ঠাতা মহাসচিব কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিসেস তানজিলা আরমান।

    প্রধান অতিথি কাজী সরোয়ার খান মনজু বলেন, আনন্দময় শিক্ষা ও প্রতিযোগীতার মাধ্যমে মেধা বিকাশে কিন্ডারগার্টেন স্কুলগুলো সমাজকে আলোকিত করছেন। গুজরা আইডিয়াল স্কুল বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগীতা মুখি করতে কাজ করছেন। কোমলমতি শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার মাধ্যমে বাস্তবমুখী শিক্ষায় কিন্ডারগার্টেন স্কুলসমুহ প্রাথমিক শিক্ষায় অগ্রণী ভুমিকা রাখছেন।

    অভিভাবক ও শিক্ষার্থীদের উৎসবের আমেজে প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিগত শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিমা বড়ুয়া, শিপা বড়ুয়া, অনুপম বড়ুয়া, সাজিয়া নাছরিন কলি, আশালতা বড়ুয়া, হিরা বড়ুয়া, জিসান আকতার প্রমুখ।

  • নির্বাচনী প্রচারনায় সরগরম রাউজান

    নির্বাচনী প্রচারনায় সরগরম রাউজান

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম ৬ রাউজান আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় পথসভা কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে এলাকার সাধারণ ভোটারদের আগামী ৭ ডিসেম্বর ভোটকেন্দ্রে গিয়ে স্বতস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন।

    এ সময় তিনি বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

    এ সময় রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজসহ ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

    নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও প্রচার-প্রচারনায় আওয়ামী লীগের প্রার্থী ফজলে করিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম ট্রাক প্রতিক নিয়ে প্রচারনা চালাচ্ছেন। বাকী তিন প্রার্থীর প্রচারনা এখনো চোখে পড়েনি।

    গত বুধবার সকালে নির্বাচনী প্রচারনায় রাউজান আসলে উপজেলার প্রবেশদ্বার সর্তাব্রীজ এলাকায় নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরীকে নৌকা সদৃশ্য ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতা-কর্মীরা। এরপর গহিরাস্থ পিতা-মাতার কবর জিয়ারত শেষে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পথসভায় অংশ নেন। বিকেলে উপজেলার পাহাড়তলী ইউনিয়নে পথসভায় বক্তব্য রাখেন। বৃহস্পতিবার উপজেলার বিনাজুরী ও গহিরা ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় অংশ নেন নৌকা প্রতীকের প্রার্থী ফজলে করিম চৌধুরী।

    বিনাজুরী ইউনিয়নের তিনটি পথসভায় অংশ নেন তিনি। দুপুরে বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে পথসভায় বক্তব্যে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা উপহার দেওয়ার আহবান জানান।

    এ সময় স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। প্রচারনার সময় বিনাজুরী কাগতিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির, নবগ্রহ মন্দির পরিদর্শন করেন এ বি এম ফজলে করিম চৌধুরী।

  • রাউজানে নিখোঁজের ২৬ ঘণ্টা পর পাহাড়ের চূড়া থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

    রাউজানে নিখোঁজের ২৬ ঘণ্টা পর পাহাড়ের চূড়া থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ২৬ ঘন্টা পর মোহাম্মদ হাসান চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের  রাবার বাগানের একশিয়ার ব্লক মুক্তির আলো প্রজেক্টের পূর্ব পাশ থেকে পাহাড়ের চূড়ায় গহীন অরণ্যে রাবার গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

    হাসান রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলম বাড়ির প্রয়াত আবুল খায়ের চৌধুরীর ছেলে। তিনি বিবাহিত জীবনে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এর আগে গত ১১ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় ব্যাংকের উদ্দেশ্যে ঘর থেকে বের হন । দুপুরের পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় ধরে ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকাল ১১টার দিকে হৃদয় ওরফে রাজা নামে রাবার বাগানের এক শ্রমিক সকালে রাবার রাবারে কস সংগ্রহ করতে গিয়ে দেখতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখে বিষয়টি বাগানের সুপারভাইজারকে জানান। পরে সুপারভাইজার থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে ঝুলন্ত লাশ পাওয়ার পাওয়ার নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি হাসান চৌধুরীর বলে শনাক্ত করেন।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

  • নান্দনিক রাউজানের নন্দিত জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী

    নান্দনিক রাউজানের নন্দিত জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী

    মহিউদ্দিন ইমনঃ এ বি এম ফজলে করিম চৌধুরী রাউজানের মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসার ঠিকানা। যিনি দুই যুগেরও বেশি সময় ধরে এ অঞ্চলের জনগনের সেবা করে যাচ্ছেন।

    শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড সহ
    ফুলে ফলে সুসজ্জিত বাগান তৈরী করে একটি উন্নত, আধুনিক, শান্তিময় উপজেলা হিসেবে সমাদৃত করেছেন নান্দনিক রাউজানের নন্দিত জননেতা এ বি এম ফজলে করিম চৌধুরী। যার তুলনা তিনি নিজেই।

    জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে যিনি আরামের ঘুমকে হারাম করে দিনরাত পরিশ্রম করে সুন্দর, সমৃদ্ধ রাউজান তৈরি করেছেন। মেধা ও মননে, শয়নে স্বপনে, একাকি নির্জনে ধ্যানে জ্ঞানে, চিন্তায় চেতনে যিনি প্রতিনিয়ত রাউজান কে ধারণ করেন তিনিই ফজলে করিম চৌধুরী।

    যিনি স্বপ্ন দেখেন আবার সে স্বপ্নের বাস্তবায়নও করেন। যিনি হাসলে হাসে রাউজান, যিনি এগিয়ে গেলে রাউজান এগিয়ে যায়, যিনি জাগ্রত থাকলে রাউজানের মানুষ নিরাপদে থাকে। একজন ফজলে করিম চৌধুরি শুধু একজন এমপি নই, পুরো একটি অন্ধকার জনপদকে আলোয় আলোয় সাজিয়ে দেওয়ার সপ্নদ্রষ্টা…

    যারঁ ছোঁয়ায় আজ রাউজান সুভাসিত, শৃঙ্খলিত।
    সাতাশ বছর ধরে যে মানুষটি রোদ-বৃষ্টি, ঝড় -ঝঞ্চা উপেক্ষা করে, আপন সংসার-সন্তানদের মায়া ত্যাগ করে, সুখে-দুঃখে, আপদে-বিপদে, আনন্দে-বিষাদে,দৈব-দুর্বিপাকে ছাঁয়ার মত রাউজানের মানুষের পাশে ছিলেন।

    সন্ত্রাস কবলিত, অনুন্নত, অনগ্রসর একটি জনপদকে যিনি আপন মনের মাধুরী মিশিয়ে সবুজে, সুন্দরে, শান্তিতে নিরাপত্তায় একটি অনন্য জনপদে পরিণত করেছেন। নিজ এলাকার বাইরে গিয়েও যিনি মানব কল্যাণে পিছপা হননি কোনোদিন। হাজার হাজার কর্মহীন যুবকের বেকারত্ব ঘুচিয়েছেন যিনি, রাউজানের মানুষের কল্যাণই যাঁর ভাবনার কেন্দ্র বিন্দু, তিনিই রাউজানের গণমানুষের প্রিয় নেতা এ বি এম ফজলে করিম চৌধুরী।

    ১৯৯৬ সাল থেকে যাঁর হাত ধরে পরিবর্তিত হয়েছে অজস্র পরিবারের ভাগ্য, যে মানুষটা জীবনের অধিক সময় রাউজানের প্রতিটা মানুষের জন্য উৎসর্গ করেছেন, যিনি নিজেকে কাজের মাধ্যমে রাউজানের মানুষের মনে জায়গা করে নিয়েছেন, যার দক্ষ নেতৃত্বে রাউজানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন সমূহ ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত সকল সভা, সমাবেশ ও কর্মসূচি পালন করেছেন, ঝড়, বৃষ্টি, রৌদ্র উপেক্ষা করে যে মানুষটা সবার আগে রাউজানে উপস্থিত হয়ে থাকেন।

    যিনি রাউজানে উপজেলায় প্রতিটা ইউনিয়ন, পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়স্থল, আওয়ামী লীগের নিজস্ব স্থায়ী কার্যালয় গড়ে তুলেছেন, যিনি রাউজানকে হরতালমুক্ত ঘোষণা করছেন। দুষ্টের দমন শিষ্টের লালন করেছেন। সাম্প্রদায়িক ও স্বাধীনতার বিপক্ষের ঘাঁটি খ্যাত রাউজানকে তিনি স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের ঘাঁটিতে রূপান্তরিত করেছেন, রক্তাক্ত রাউজানকে যিনি শান্তির রাউজানে পরিণত করেছেন।

    বঙ্গবন্ধুরর আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে ইস্পাত কঠিন দৃঢ়তায় ৯৬ সাল হতে দায়িত্ব পালন করে আসছেন। যিনি ২০০১, ২০০৭ সালে রাজনীতিতে চরম দুঃসময়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন, নেতাকর্মীরা বিপদে আপদে পাশে পেয়েছেন তাঁকে,তৃনমুলের কর্মীদের সাথে সবসময় যোগাযোগ রয়েছে তাঁর।

    তিনি বিগত সময়ে বিএনপি-জামাত জোটের যুদ্ধাপরাধের বিচার ও জাতীয় নির্বাচন ২০০৯ বানচাল করার ষড়যন্ত্র, ত্বরিকতের নামে নৈরাজ্য , হেফাজতের তান্ডব, জালাও পোড়াও পেট্রোল সন্ত্রাস ও মানুষ হত্যা রাজনীতির বিপরীতে তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রতিরোধ করেছেন । এই অবস্থানে আসার পথ মসৃণ ছিল না। অনেক ত্যাগ ও মাসূল দিয়ে এরকমভাবে উঠে আসা রাজনীতির মাঠে বিরল।

    তিনি গ্রীন, ক্লিন, পিংক রাউজানে রূপান্তরিত করার পাশাপাশি রাউজানের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে চার লেইন উপহার, রাউজানে পিংক সিটি-১, পিংক সিটি-২ গড়ে তুলেছেন, রাউজানের মানুষের চিকিৎসা সেবার জন্য অত্যাধুনিক ট্রমা সেন্টার, সায়মা ওয়াজেদ পুতুল অটিজম সেন্টার, ফজিলাতুন্নেছা মুজিব বৃদ্ধাশ্রম গড়ে তুলছেন রাউজানের মানুষের কর্মসংস্থান এর কথা বিবেচনা করে শিল্পনগর গড়ে তুলেছেন।

    যিনি নিজে পায়ে হেঁটে হেঁটে পুরা রাউজানের মানুষের কথা শুনেছেন, দেখেছেন এবং সেটা তাৎক্ষণিক সমাধান করেছেন। রাউজানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ, এমপিওভুক্তকরণ ও নতুন নতুন ভবন উপহার দিয়েছেন। রাউজানকে পরিষ্কার-পরিচ্ছন্ন গোলাপি রাউজান হিসেবে পরিচিতি দিয়েছেন।

    করোনাকালীন সময়ে রাউজানের মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা করেছেন,জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি ইউনিয়নে নিজে উপস্থিত থেকে প্রতিনিয়ত অসহায় মানুষের মাঝে খাদ্য,স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গুলো সুষ্টভাবে বিতরন করেছেন। তাঁরই সার্বক্ষণিক তদারকিতে হেল্পডেক্স টিমের মাধ্যমে করোনায় মৃত ব্যাক্তিদের দাফন কাফন,সৎকার এর ব্যবস্থা করছেন।

    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাউজান উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ভূমি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্রের মধ্যে ডিজিটাল সেবা কার্যক্রম বাস্তবায়ন করেছেন।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গৃহহীন মানুষের জন্য জায়গাসহ ঘর উপহার দিয়েছেন। রাউজানের কৃষকদের জন্য প্রতিনিয়ত বিনামূল্যে বীজ, সার উপহার দিয়ে যাচ্ছেন। সরকার কর্তৃক প্রদত্ত সকল ভাতা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।

    রাউজানকে অসাম্প্রদায়িক রাউজান হিসেবে গড়ে তুলেছেন। রাউজানের মানুষ আজ নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করে যাচ্ছেন। তরুণদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে খেলা মাঠ তৈরি ও উন্নতমানের দর্শক গ্যালারী উপহার দিয়েছেন। রাউজানে যুবকদের জন্য ডিজিটাল কম্পিউটার সেন্টার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উপহার দিয়েছেন। রাউজানের মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, শেখ কামাল কমপ্লেক্স, মার্স্টার দা সূর্যসেন কমপ্লেক্স গড়ে তুলছেন। রাউজানে অসংখ্য অসংখ্য নতুন নতুন রাস্তাঘাট, ব্রিজ গড়ে তুলছেন এবং সংস্কার করেছেন।

    এ বি এম ফজলে করিম চৌধুরীর বুদ্ধিমত্তা, ধের্য্যর সাথে এগিয়ে চলা, সিদ্ধান্তে অবিচলতা, প্রতিকূলতা মোকাবেলা করার অতুলনীয় শক্তি ও সাহস,কর্মীর সঠিক মূল্যায়নের ক্ষমতা, অসীম সাহসীকতা, মানবিকতা, ও আত্মপ্রত্যয়ের মাধ্যমে দায়িত্ব৬ পালন। যিনি কর্মে, শ্রমে,অবস্থানে, দক্ষতায়, নৈপুণ্যে সব দিক থেকে এগিয়ে অসম্ভব কে সম্ভব করেছেন তিনি।

    স্মার্ট রাউজানের রূপকার এ বি এম
    ফজলে করিম চৌধুরীর রাজনীতিতে একজন পরিক্ষিত, ত্যাগী, কর্মপরায়ণ, ব্যাক্তিগত জীবনের একজন সাহসী মানুষ হিসেবে পরিচিত ও সকলের কাছে সমাদৃত হয়েছেন।

    মানুষের প্রাপ্য সম্মান থেকে তাঁকে কোন ভাবেই উচিত নয়। বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্টনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র, শোষণ মুক্ত স্বনির্ভর সোনার বাংলা বিনার্মাণে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ সারথি হিসেবে একজন কর্মোদ্যম, সৎ,যোগ্য,করিৎকর্মা জননেতা জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে শিক্ষা বান্ধব শান্তি সমৃদ্ধি আধুনিক রাউজানের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এটাই কামনা করছি।

  • রাউজানে হচ্ছারঘাট সর্ত্তা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

    রাউজানে হচ্ছারঘাট সর্ত্তা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

    রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান-ফটিকছড়ির সংযোগস্থলে সর্তা খালের উপর হচ্ছারঘাট সর্ত্তা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় আসন্ন সংসদ নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

    হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম ও রুনু ভট্টাচার্য এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, স্থানীর সরকার প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজীআব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল পালিত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, কাজী ইকবাল, স্বপন পালিত, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন শাহাবুদ্দীন আরিফ, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এস এম বাবর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন,উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রমুখ।

    এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ এলাকার হাজার-হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।

    রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান, হচ্ছারঘাট সেতুর নির্মাণে ব্যয় হবে ২৪ কোটি ৬৬ লাখ টাকা। সেতুর দৈর্ঘ্য ও অ্যাপ্রোজ সড়কসহ ২ হাজার ফিট, প্রশস্ত ২৪ ফুট।

  • রাউজানে শয়নকক্ষ থেকে গৃহবধূর লাশ উদ্ধার, শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পরিবারের

    রাউজানে শয়নকক্ষ থেকে গৃহবধূর লাশ উদ্ধার, শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পরিবারের

    রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে নিজ শয়নকক্ষ থেকে নুর জাহান আকতার মনি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জানিপাথর এলাকায় এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় রাউজান থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী মো. এনাম (২২) ও তার ভাইয়ের স্ত্রী।

    জানা গেছে, গত ৪ বছর  আগে ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের হাসান আলীর কন্যা নুর জাহান আকতার মনির সাথে প্রেমঘটিত সম্পর্কের সূত্র ধরে রাউজান উপজেলার হলদিয়ার জানিপাথর এলাকায় এনামের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে গৃহবধূ মনিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করছে তার পরিবার।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, গৃহবধূ বিষপান করে আত্নহত্যা করেছে মর্মে আমাকে তার শ্বশুরবাড়ি থেকে খবর দেওয়া হয়।এরপর আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি ওই গৃহবধুর শরীরের বিভিন্নস্থানে দাগ রয়েছে। তার কক্ষের বালিশ ও বেড এলেমেলো অবস্থায় ছিল। আমার ধারণা মারধর করার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, স্ত্রীকে তার স্বামী হত্যা করেছে মর্মে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূ নুর জাহান আকতার মনির ৯বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।

  • রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

    রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

    রাউজানে আত্নীয়ের বিয়ের বাজার করতে শহরে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার সাভিসের এক কর্মীসহ দুইজন প্রাণ হারিয়েছেন।

    বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার রাউজানের উরকিরচর বৈজ্জাখালী গেটে কাপ্তাই সড়কের এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী দলই বাড়ির মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৮) ও রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দোলন তালুকদারের ছেলে অন্তু তালুকদার (২৮)। তারা সম্পর্কে খালাতো ভাই।

    চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মোটরসাইকেল আরোহী দুজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

    তাদের মধ্যে জয় চৌধুরী কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী। বর্তমানে মরদেহ দুটি মর্গে রাখা রয়েছে বলে জানান তিনি।

  • পরিবার পরিকল্পনা সেবায় সেরা রাউজান উপজেলা

    পরিবার পরিকল্পনা সেবায় সেরা রাউজান উপজেলা

    পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদের পুরস্কার পেয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদ।

    গতকাল ১১ জুলাই মঙ্গলবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছ থেকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।

    অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা সেবায় বিশেষ অবদানের জন্য আরও ৯ ক্যাটাগরিতে ৯ প্রতিষ্ঠান ও কর্মীকে শ্রেষ্ট হিসেবে পুরস্কৃত করা হয়। এরা হচ্ছে-বাশঁখালীর কাথারিয়ার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মিসকাতুল জান্নাত, রাউজানের গহিরার পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ইফতেখার উদ্দিন, চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা শাহানা ফেরদৌসী, সন্ধীপের মগধরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সমর কান্তি সাহা, মিরসরাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা পিংকী রানী দাশ, রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, পূর্ব বাকলিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রতিমা রানী ত্রিপুরা, অসরকারী সংস্থা এফপিএবি’র জেলা কর্মকর্তা কামরুজ্জামান উজ্জ্বল ও অসরকারী ক্লিনিক মমতা’র উপ-পরিচালক স্বপ্না তালুকদার।

    দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-‘জেন্ডার সমতাই শক্তি : নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’।

    পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।

    স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. ছেহেলী নার্গিস। মাল্টি মিডিয়ার মাধ্যমে চট্টগ্রাম জেলায় পরিবার পরিকল্পনার সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান।

  • রাউজানে নানা আয়োজনে ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

    রাউজানে নানা আয়োজনে ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে। ৫৩ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।

    রবিবার ২৬ মার্চ সকালে রাউজান উপজেলা সদর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা।

    পরে রাউজান সরকারী কলেজ মাঠে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রাউজানের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও গার্লস গাইড সদস্যদের দেওয়া কুচকাওয়াজের সালাম গ্রহন করেন এমপি ফজলে করিম চৌধুরী।

    অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম. বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খান, সাধন পালিত, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরীসহ মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ছাত্রলীগসহ বিভিন্ন সমাজিক সংগঠন রাউজান উপজেলা সদর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।