Tag: রাউজান

  • রাউজানে জলিল নগর মাইক্রো-কার সমিতির উদ্যোগে খাজ গরীবে নেওয়াজের ওরশ সম্পন্ন

    রাউজানে জলিল নগর মাইক্রো-কার সমিতির উদ্যোগে খাজ গরীবে নেওয়াজের ওরশ সম্পন্ন

    রাউজান প্রতিনিধিঃ রাউজান সদরের জলিল নগর মাইক্রো-কার সমিতির উদ্যোগে সুলতানুল হিন্দ আতায়ে রাসুল গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রঃ)’র ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২ মার্চ) বাদে এশা জলিল নগরে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন। প্রধান অতিথি ছিলেন কাজীর দেউরি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী। তকরির করেন মাওলানা জামাল উদ্দিন।

    সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল আলমের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সহ সভাপতি জামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক নয়ন দে,আব্দুর রশিদ,শাহেদুল করিম, ইকবাল হোসেন, নুর উদ্দিন,সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন,জাহাঈীর কালু প্রমুখ।

    পরে মিলাদ ক্বিয়াম ও মোনাজাত শেষে জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

  • মুজিববর্ষে রাউজানে ১০০টি বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হবে

    মুজিববর্ষে রাউজানে ১০০টি বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হবে

    রাউজান প্রতিনিধিঃ মুজিববর্ষে রাউজানে ৩৫ হাজার শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার ও দিনব্যাপী বিনামূল্যে বাস সার্ভিস দেয়া হবে।

    ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে।একই দিন বঙ্গবন্ধুর ১০০টি ম্যুরাল উদ্বোধন,বিনামূল্যে চিকিৎসাসেবা ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

    রোববার (১ মার্চ) বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে প্রাক মুজিববর্ষে-প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।

    সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা।

    প্রাক-প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র বশির উদ্দিন খান, প্যানেল মেয়র (২) জমির উদ্দিন পারভেজ, অধ্যক্ষ একেএম আব্দুর রশিদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার প্রমুখ।

  • রাউজানে মুহাম্মদীয়া আদর্শ মাদরাসায় শিক্ষক সংবর্ধনা

    রাউজানে মুহাম্মদীয়া আদর্শ মাদরাসায় শিক্ষক সংবর্ধনা

    রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা মুহাম্মদীয়া আদর্শ মাদরাসায় শিক্ষক সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠান হয়েছে।

    শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে মাদরাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ইমতিয়াজ উদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আরিফ।

    প্রধান আলোচকের বক্তব্য দেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, রাউজান প্রেস ক্লাব সভাপতি তৈয়ব চৌধুরী, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, ইউপি সদস্য অজিত বিশ্বাস, মাদসারা পরিচালনা কমিটির সদস্য শামসুল আলম, এটি এম আবু তাহের, আবুল হাসেম, এম এ রহিম, ফরিদ আহমেদ, মো আবছার, ইমাম হাসান, সুপার মাওলানা আবদুস সবুর, হাসেমুর রশীদ, কাবিল হোসেন, এটিএম সালাহ উদ্দিন, জয়নাল আবেদিন, আবুল বশর, মো জাহাঙ্গীর, মো শহীদ, আবু তাহের, ফরিদ আনসারি, সাফাওযান আজহারি, সানাউল্লাহ ।

    বক্তব্য দেন সংবর্ধিত শিক্ষক ও মাদরাসাটির তত্বাবধায়ক মাওলানা আব্দুস সবুর, শিক্ষক আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ইউছুপ প্রমুখ।

  • রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে আবারো শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার হলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের মেহের আলী তালুকদার বাড়ীতে এই ঘটনা ঘটে।

    স্থানীয় লোকজন বলেন, ২৯ ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক দশটার দিকে এলাকার রাজমিস্ত্রি মোহাম্মদ আলমগীরের ২১ মাস বয়সী শিশুপুত্র আবির খেলার একপর্যায়ে বাড়ির সামনের ছোট একটি পুকুরে পড়ে যায়।

    পরে ভাসমান অবস্থায় শিশু আবিরকে উদ্ধার করে উপজেলার গহিরাস্থ জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আবিরের পরিবারের সদস্যদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

    স্থানীয় ইউপি সদস্য সরোয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য একই এলাকায় গত ২২ ফেব্রুয়ারি হাবিব উল্লাহ নামের চার বছর বয়সী শিশুপুত্র পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

  • প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের শামীমা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের শামীমা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ তে সর্বোচ্চ ফলাফলের জন্য ২০১৮ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেছেন চট্টগ্রামের রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী শামীমা আকতার।

    সে এলাকার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতিশিক্ষার্থী।

    স্বর্ণপদক প্রাপ্তিতে শামীমার গ্রামের বাড়ি ফতেনগর গ্রামের চাঁন গাজী বাড়ীর লোকজন খুব খুশি।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার শামীমা আকতারের এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন।

    উল্লেখ্য বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পদক প্রদান করেন।

    এ সময় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল উপস্থিত ছিলেন।

  • ‘স্কোয়াশ’ চাষেই লাখপতি রাউজানের জুয়েল

    ‘স্কোয়াশ’ চাষেই লাখপতি রাউজানের জুয়েল

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
    পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিতে যোগ দেন রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ৩ নং খানপাড়া ওয়ার্ডের মোঃ আমিনের পুত্র মোঃ জুয়েল। বেতনও ছিল বেশ ভালো।

    তবে চাকুরির চার দেওয়ালের জীবনটা বেশীদিন ভালো লাগেনি জুয়েলের। চাকুরিরত অবস্থায় ইন্টারনেট ঘেঁটে নিজ উদ্যোগে কিছু একটা করার উপায় খুঁজতে খুঁজতে এক সময় স্কোয়াশ চাষের বিষয়টি মাথায় ঢুকে তার। বেশ কিছুদিন স্কোয়াশ ফলনের উপর ইন্টারনেটে সময় কাটিয়ে সিন্ধান্ত নেন চাকুরি থেকে ইস্তফা দিয়ে নিজেই কিছু একটা করবেন।

    চাকুরি ছাড়ার পর খোঁজখবর নিয়ে রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোরে গিয়ে স্কোয়াশ চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়ে এসে নিজেই নেমে পড়লেন স্কোয়াশ চাষে। ভালো একটি চাকুরি ছেড়ে দিয়ে একজন শিক্ষিত যুবকের এই প্রচেষ্টাকে খুব ভালোচোখে দেখেনি বন্ধু-বান্ধব থেকে শুরু করে স্বজন ও প্রতিবেশীরা। বছর দুয়েকের মাথায় এসে এখন জুয়েলের ভাগ্য পরিবর্তন দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন স্কোয়াশ চাষে।

    তার এই কাজে শুরু থেকেই আব্দুস শফি, মাকসুদ, ফরিদ, মাহফুজ, আকতার হোসেন ও মামুন স্কোয়াশ চাষে অনুপ্রেরণা যুগিয়েছেন।

    সম্প্রতি রাউজানের পাহাড়তলী চৌমুহনী এলাকার সন্নিকটে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পিংক সিটি-২ এর নিকটবর্তী কৃষি জমিতে ১ হেক্টর আয়তনের জমিতে জুয়েলের স্কোয়াশ চাষ পরিদর্শনে যান রাউজান উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সনজীব কুমার সুশীল ও উপ সহকারি কৃষি কর্মকর্তা (পাহাড়তলী) মোঃ এমদাদুল ইসলাম।

    সেখানেই এই প্রতিবেদকের সাথে আলাপচারিতায় জুয়েল জানান, খোঁজ নিয়ে উন্নত মানের বীজ সংগ্রহ করে পরিচর্যার মধ্য দিয়ে সেগুলো চারায় রূপান্তর করে জমি চাষাবাদের উপযোগী করে সেখানে চারাগুলো রোপন করেন। বর্তমানে তার চারাগাছ গুলোতে ভালো ফলন এসেছে। ১ হেক্টর জমিতে স্কোয়াশ চাষাবাদ করতে উন্নতজাতের মানচিং পেপার প্রক্রিয়ায় মাধ্যমে তার ৯০ হাজার টাকা খরচ হয়। যা সাধারণ প্রক্রিয়ায় করলে ৬০ হাজার টাকা খরচ হতো। তিনমাস মেয়াদী এই স্কোয়াশ ফলনে সবকিছু ঠিক থাকলে ৮ থেকে নয় লক্ষ টাকার মতো স্কোয়াশ বিক্রি করা সম্ভব। পাশাপাশি কদলপুর ইউনিয়নেও ২ কানি জমিতে স্কোয়াশ চাষ করেছেন জুয়েল।

    জুয়েল জানান, তার জমিতে বর্তমানে ৭ হাজার চারা আছে। প্রতিটি চারায় ১০টির মতো স্কোয়াশ ফলন আসে। তার জমি থেকে মৌসুমে ৩০ টনের মতো ফলন আসবে। প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা হিসেবে তিনি স্কোয়াশগুলো রাজধানীর কারওয়ান বাজার, চট্টগ্রামের কাজির দেউরি, চকবাজার,বহদ্দারহাট ও অক্সিজেন এলাকার পাইকারি ক্রেতাদের কাছে বিক্রী করেন। যেগুলো নগরীর বিভিন্ন বাজারে ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রী হয়।

    স্কোয়াশ চাষাবাদ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জুয়েল বলেন, আমি সমাজ থেকে বেকারত্ব দূরীকরণে কাজ করতে চাই। সে লক্ষ্যে স্কোয়াশ চাষে আগ্রহী যুবকদের আমি পরামর্শ আর সহযোগিতা করতে চাই। পাশাপাশি আমার চাষাবাদ সম্প্রসারণের মধ্য দিয়ে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের লক্ষ্যে নিয়ে আমি এগিয়ে যেতে চাই।

    সরকারি ঋণ সুবিধা পেলে তিনি আরো বড় পরিসরে স্কোয়াশ চাষাবাদ করতে চান। আমি চাই যুবকরা চাকুরি নামক সোনার হরিণের পেছনে না ছুটে নিজেই উদ্যোগ নিয়ে কিছু একটা করে দেখাবে।

    উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা (পাহাড়তলী) মোঃ এমদাদুল ইসলাম বলেন, শুরু থেকেই তিনি জুয়েলের আগ্রহ দেখে তাকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করে আসছেন। বর্তমানে জুয়েলের জমিতে মানচিং পেপার প্রক্রিয়ার মাধ্যমে স্কোয়াশ চাষাবাদ হচ্ছে। পাশাপাশি সেক্স ফেরোমন ও ইয়েলো স্টিকি টেপ পদ্ধতি ব্যবহারের ফলে চারাগাছে পোকামাকড়ের প্রাদুর্ভাব তেমন একটা নেই। ফলে সবুজে সয়লাব হয়ে আছে স্কোয়াশ ক্ষেত।

    রাউজান উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সনজীব কুমার সুশীল বলেন, বর্তমানে দেশে বারি-১ ও বারি-২ জাতের স্কোয়াশ চাষাবাদ হচ্ছে। দেশের বাইরে এই ফলের প্রচুর চাহিদা আছে। উপজেলার ডাবুয়া, হলদিয়া, কদলপুর, ও পাহাড়তলীতে স্কোয়াশ চাষাবাদ হচ্ছে।

    তিনি আরো বলেন, ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর স্কোয়াশ চারা রোপনের উপযুক্ত সময়। রোপনের চল্লিশ দিনের মধ্যে এই চারাগাছগুলিতে ফলন আসে। বিশেষ উর্বর জমি আর ঝরঝরে মাঠি স্কোয়াশ চাষের জন্য উপযোগী। ছত্রাকনাশক স্প্রে, আর জমিতে পরিমানমতো জৈব সার ব্যবহার করে এই চাষাবাদে ভালো ফলন পাওয়া সম্ভব।

    শিক্ষিত, উদ্যোমী যুবক জুয়েল লোভনীয় চাকুরি ছেড়ে দিয়ে সেভাবে স্বল্প পুঁজিতে অধিক লাভজনক স্কোয়াশ চাষাবাদে এগিয়ে এসেছেন সেটি অনুরকণ করলে সমাজ থেকে বেকারত্ব ঘুচে যাবে।

  • রাউজানে আল্লামা ক্বারী সৈয়দ আব্দুর রহিম (রহ.)’র ওরশ সম্পন্ন

    রাউজানে আল্লামা ক্বারী সৈয়দ আব্দুর রহিম (রহ.)’র ওরশ সম্পন্ন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের পূর্বগুজরা ইউনিয়নের মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওস্তাদুল ওলামা আল্লামা ক্বারী সৈয়দ আব্দুর রহিম (রহ.) বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে।

    বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার পহাড়তলী ইউনিয়নের রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ-মাহফিল সহ নানান শরীয়ত কর্মসূচীর মাধ্যমে এই ওরশ সম্পন্ন হয়।

    ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী।

    পূর্বগুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবু মোস্তাক আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন আল্লমা হাফেজ শাহ্ আলম নঈমী (ম.জি.আ.)।

    মাওলানা আব্দুস ছবুর কাদেরী ও মাওলানা মাহবুবুল আলম আল কাদেরীর যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফজল হোসেন, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আ.জ.ম. রাশেদ।

    আলোচক ছিলেন আল্লামা ক্বারী মুহাম্মদ ইলয়াছ, আল্লামা হারুনুর রশিদ আশরাফী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা সালামত রেজা কাদেরী, মাওলানা হাবিবুর রহমান কাদেরী, মাওলানা রেজাউল কবির কাদেরী প্রমুখ। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • রাউজানে গুজরা ভূমি অফিসে চুরি, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও

    রাউজানে গুজরা ভূমি অফিসে চুরি, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের গুজরা ভূমি অফিসে চুরি সংগঠিত হয়েছে। গতকাল গভীর রাতে চোরের দল ভূমি অফিসের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমিরায় সংরক্ষিত অফিসের ল্যাপটপ নিয়ে যায়।

    গুজরা ভূমি অফিসের তহশিলদার মন্টু চাকমা চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    এদিকে ভূমি অফিসে চুরির ঘটনার সংবাদ শুনে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

    এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, সমবায় কর্মকর্তা মুজিব উর রহমান, উপজেলা কৃষি অফিসের সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন) সনজীব কুমার সুশীল, পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহসিন রেজা।

    ঘটনাস্থল পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ল্যাপটপ উদ্ধার করার জন্য পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহসিন রেজাকে তাৎক্ষনিক নির্দেশ প্রদান করেন।

  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে ফরহাদাবাদ খেলোয়াড় সমিতি

    বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে ফরহাদাবাদ খেলোয়াড় সমিতি

    রাউজান প্রতিনিধি: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনালে উঠেছে হাটহাজারী ফরহাদাবাদ খেলোয়াড় সমিতি। রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় হাটহাজারী ফরহাদাবাদ খেলোয়াড় সমিতি ট্রাইবেকারে ৬-৫ গোলে আনোয়ারা বখতেয়ার সোসাইটি খেলোয়াড় সমিতিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।

    টুর্ণামেন্ট পরিচালনা পরিষদ এর সদস্য সচিব আহসান হাবীব চৌধুরী হাসান এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তপন দে এর সঞ্চালনায় উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন রাউজান হাইওয়ে থানার ওসি ছালে আহামেদ, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগ’র সহ সভাপতি সারজু মোঃ নাছের , রাউজান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত হোসেন, পল্লী বিদ্যূৎ সমিতি ২ এর সভাপতি তছলিম উদ্দিন, রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানা, আওয়ামীলীগ নেতা মুছা আলম খান, আকতার হোসেন, সেলিম উদ্দিন মুক্তিযোদ্ধা ইউচুপ খাঁন, যুবলীগ নেতা আবু ছালেক, সেকান্দর হোসেন, সাবের হোসেন, ওয়াহেদ বাবলু, শফিকুল ইসলাম সুমন, ইমরান হোসেন ইমু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, আরমান সিকদার, সাজ্জাদ হোসেন, মোঃ রাশেদ হোসেন ইমরান হোসেন জীবন, বখতেয়ার উদ্দিন, আরমান শান্ত, রাজু দে, মোবারক হোসেন রাব্বি, শরীফুল হক মুন্না, ইয়াছিন চৌধুরী ইমন।

    বিজয়ী দলের গোলরক্ষক সালমী সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে ৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।

    আগামী ২৬ ফেব্রুয়ারি রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ১ম সেমিফাইনালে কিষোয়ান এফ সি বনাম হাটহাজারী গড়দুয়ারা আলোকন সংঘ প্রতিদ্বন্ধিতা করবে।

  • রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে গড়দুয়ারা আলোকন সংঘ

    রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে গড়দুয়ারা আলোকন সংঘ

    রাউজান প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় রাউন্ডের খেলায় হাটহাজারী গড়দুয়ারা আলোকন সংঘ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে নোয়াজিশপুর খেলোয়াড় সমিতিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।

    বিজয়ী দলের শফিক ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে পাঁচ হাজার টাকার প্রাইজমানি লাভ করেন।

    ২১ ফেব্রুয়ারী রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলায় দেশ বিদেশের খেলোয়ারের অংশ গ্রহন করেন।

    খেলা শেষে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আহসান হাবীব চৌধুরী হাসানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক সুমন দে-তপন দে এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

    এসময় উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্ল্যাহ, আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম, ইরফান আহামেদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, টূর্ণামেন্টের আহবায়ক পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, জসিম উদ্দিন চৌধুরী, জানে আলম জনি, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়ুয়া, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, জসিম উদ্দিন, যুবলীগ নেতা মফজ্জল হোসেন, সারজু মোঃ নাছের, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, মুছা আলম খান, সেকান্দর হোসেন, দিদারুল আলম, আরিফুল হক চৌধুরী, আবু ছালেক, ইমরান হোসেন ইমু, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী, মোঃ আসিফ, ওয়াহেদ বাবলু, ইমরান হোসেন জীবন, মোঃ রাশেদ হোসেন, রাজু দে, মোবারক হোসেন রাব্বি, বেলাল হোসেন সিফাত প্রমুখ।

    আগামী ২৩ তারিখ আনোয়ারা খেলোয়াড় সমিতি বনাম ফরহাদাবাদ খেলোয়াড় সমিতি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

  • রাউজানে একুশে বই মেলা উদ্বোধন করলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    রাউজানে একুশে বই মেলা উদ্বোধন করলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    রাউজান প্রতিনিধি : রাউজানে দুই দিনব্যাপী একুশে বই মেলা ও বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাউজান সদরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ সংলগ্নস্থলে এ বই মেলাও চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করেন রাউজান উদ্দীপ্ত তরুণ।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌর দ্বিতীয় প্যানেল মেয়র ও রাউজান উদ্দীপ্ত তরুণ সংগঠনের প্রধান উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দ চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, সহকারী ভুমি কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্।

    রাউজান উদ্দীপ্ত তরুণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রবিন ও সম্পাদক মোহাম্মাদ তাসিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল পালিত,কামরুল হাসানা, বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌর আওয়ামী লীগের সি.সহ জসিম উদ্দিন,সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান,আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মাদ নাছের, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার সোহেল, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, তপন দে, আবু ছালেক,সংগঠনের উপদেষ্টা দিলীপ দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুন, নাছির উদ্দিন, তানভীর চৌধুরী, রাউজান পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।

    পরে প্রধান অতিথি এবি এম ফজেল করিম চৌধুরী বই মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।

  • রাউজানে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা শুরু

    রাউজানে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা শুরু

    রাউজান প্রতিনিধি : উপজেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা শুরু হয়েছে রাউজানে।

    রবিবার (১৬ ফেব্রুয়ারী) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা হল রুমে। উপজেলা প্রশাসন আয়োজিত শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

    এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মামনুন আহম্মেদ অনিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, রাউজান কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই- জাহান, সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান প্রমূখ।

    প্রতিযোগিতায় উপজেলার ১২টি কলেজের ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির বলেন ভাষার মাসে শুদ্ধ সুরে বাংলায় জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা আমাদের গৌরবের। শুধু জাতীয় সঙ্গীতে শুদ্ধ সুরে এটা সরকারের প্রথম দাপ। আমরা চাই সবক্ষেত্রে শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে।

    বাঙ্গালী জাতির প্রাণের ভাষা এখন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সারা বিশ্বে এখন ছড়িয়ে দিতে হবে শুদ্ধ উচ্চারণে মায়ের ভাষাকে।