Tag: রাউজান

  • রাউজানে বাস উল্টে নিহত ২

    রাউজানে বাস উল্টে নিহত ২

    চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীতে একটি যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত এবং ২৫, জন আহত হয়েছেন।

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়তলী বাজারের পাশে পিংক সিটি ২ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে চন্দ্রঘোনার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল।

    নিহতরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক এলাকার মালেকের স্ত্রী জাহানারা (৫৫) ও রাঙ্গুনিয়ার বাসিন্দা ইমাম (৪৫)।

    আহতরা রাউজান এবং হাটহাজারির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এছাড়া উক্ত সড়ক দুর্ঘটনায় চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক ও পেট্রোলিয়াম এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাদিয়া মেহজাবিন আহত হয়েছেন।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্ল্যাহ দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • মুনিরীয়া ইস্যুতে ফের উত্তাল রাউজান

    মুনিরীয়া ইস্যুতে ফের উত্তাল রাউজান

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মুনিরীয়া ইস্যুতে ফের উত্তাল হয়ে উঠেছে রাউজান। সংগঠনটি নিষিদ্ধ এবং কাগতিয়ার পীর মুনিরউল্লাহ ও তার অনুসারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে গত ১৯ জানুয়ারী চট্টগ্রাম-রাঙ্গামাটি মহা সড়কের রাউজান মুন্সিরঘাটা চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরুদ্ধ করে রাখার পর পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সড়কের অবরোধ তুলে নিলেও সেদিনের ঘোষিত কর্মসূচির আলোকে ২০ জানুয়ারী রাউজানের তিনটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রাখে আন্দোলনরত হাজার হাজার মানুুষ।

    সোমবার চট্টগ্রাম-রাঙ্গামাটি মহা সড়কের গহিরা চৌমুহনীতে বিশাল প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

    এ সময় বিক্ষুদ্ধ লোকজন সড়কের উপর অবস্থান নিয়ে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় গহিরা চৌমুহনীর উভয় পাশ্বে শত শত যানবাহন আটকে থাকে।

    সকাল ১০টা থেকে হাজার হাজার জনতা, আলেম ওলাম, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা গহিরা চৌমুহনী চত্বরে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের উপরে বসে গণজাগরণ মঞ্চ গড়ে তুলে মুনিরীয়ার বিরুদ্ধে স্লোগানে দিতে থাকে।

    এ সময় প্রতিবাদ সমাবেশে রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, মুনিরীয়া বিরোধী আন্দোলনের মুখপাত্র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আওয়ামীলীগ নেতা জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, নজরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাছের,যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, মহিলা কাউন্সিলার জান্নাতুল ফেরদৌস ডলি, যুবলীগ নেতা তপন দে, হাসান মোহাম্মাদ রাসের, জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু,তানভীর চৌধুরী, নাছির উদ্দিন,অনুপ চক্রবর্তী, মো. আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ প্রমুখ।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাউজানে ত্বরিকতের নাম দিয়ে মুনিরীয়ার উগ্র সমর্থক কর্তৃক আলেম-ওলামা, মুক্তিযোদ্ধাসহ নিরীহ মানুষকে নির্যাতন, হত্যা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বসতঘরে অগ্নি সংযোগের বিরুদ্ধে রাউজানের সর্বস্থরের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে।

    কাগতিয়ার পীর মুনিরুল্লাহ সহ তার সহযোগী নানা মামলার ৬০ আসামীকে গ্রেফতার করা না হলে আগামীতে পরিবহন ধর্মঘটসহ আরো কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে।

    মুনিরীয়া বিরোধী আন্দোলনের সময় প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ রাখার পর রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামনুন ইসলাম অনিক আন্দোলনকারীদের দাবীর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় যান চলাচল আবার স্বাভাবিক হলে যাত্রীদের মাঝে স্বস্তি নেমে আসে। একই দিন চট্টগ্রাম-কাপ্তাই সড়কেও বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা।

  • রাজা মিয়া স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও স্মরণ সভা অনুষ্ঠিত

    রাজা মিয়া স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও স্মরণ সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মফিজুর রহমান সওদাগর এর স্মরণ সভা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ,ডায়েরী,আই ডি কার্ড ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয়ের দাতা সদস্য ও হালিশহর মুন্সী পাড়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুছ , বিশেষ অতিথি ছিলেন থানচি (বান্দরবান) উপজেলা শিক্ষা অফিসার শেখ আহম্মদ,রাউজান ইউ আর সি ইন্সট্রাকটর সফিক উদ্দিন খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিষু দে, সহকারী শিক্ষা অফিসার আবদুল মোমেন চৌধুরী, সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মাসউদ উল হক, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের আহবায়ক মহিউদ্দীন ইমন, দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী, দৈনিক আমাদের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত উল্লাহ, বায়তুল উলুম সি. মাদ্রাসার অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী, হাজেরা তজু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন।

    বিদ্যালয়ের সি. শিক্ষক চন্দন খাস্তগীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মরিয়ম বেগম, বিদ্যালয় প্রতিষ্ঠাতার সুযোগ্য পুত্র লিয়াকত আলী, শওকত নোমান, এনায়েত আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নেজাম উদ্দিন রানা, পেয়ার মোহাম্মদ, খায়ের উল্লাহ, হারুন উর রশিদ,বিদ্যালয়ের শিক্ষক শিব নারায়ন চৌধুরী, হাসনে আরা বেগম, অপর্ণা বড়ুয়া, বিদ্যালয় প্রতিষ্ঠাতার নাতনি জান্নাতুল মাওয়া তুহিন, সামিয়া প্রমুখ।

    বক্তারা বলেন, এলাকার শিক্ষা বিস্তারে স্বাধীনতা পরবর্তী সময়ে বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে যে দ্বীপশিখা প্রজ্বলন করেছিলেন আলহাজ্ব মফিজুর রহমান সওদাগর আজ তার স্বপ্নের বিদ্যাপীঠ এলাকাকে সু শিক্ষার আলোয় আলোকিত করেছে। তিনি আজীবন সমাজ তথা দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। যার ফলশ্রুতিতে মানুষ তাকে স্মরণের আবরণে আবদ্ধ করে রেখেছে। তিনি আজীবন মানুষের মাঝে তার আদর্শের মাঝে চির জাগরুক থাকবেন।

    আলোচনা সভা শেষে বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, শ্রেষ্ট অভিভাবক সম্মাননা ও খেলাধুলার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

  • মুনিরীয়া নিষিদ্ধের দাবীতে রাউজানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    মুনিরীয়া নিষিদ্ধের দাবীতে রাউজানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: মুনিরিয়া যুব তবলীগ কমিটি নিষিদ্ধের দাবীতে রাউজানে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৯ জানুয়ারি) উপজেলার মুন্সিরঘাটা চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হাজার হাজার জনতা, আলেম ওলামা, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতা কর্মীরা অংশ নেন।

    আন্দোলনের মুখপাত্র ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আসাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইমলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, পৌর কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, রাউজান সদর ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউপি চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী, পূর্বগুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ, পৌর কাউন্সিলর শওকত হাসান, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, নুরুল আমিন, শ্রমিক নেতা ইউনুছ, মাওলানা খোরশেদুল আলম, মুছা আলম খাঁন চৌধুরী, এস এম মহিবুল্লাহ্, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মাদ রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ্ আল্ মাসুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমাদ মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, তানভীর চৌধুরী, সাবের, নাছির উদ্দিন, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।

    প্রতিবাদ সমাবেশে আন্দোলনের মুখপাত্র জমির উদ্দিন পারভেজ বলেন, এই আন্দোলন রাউজানের কোনো জনগণের বিরুদ্ধে নয়। যারাই ত্বরিকতের নামে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল, যারাই নঈম উদ্দিন হত্যায় জড়িত ছিল, যারাই মোসাহেব উদ্দিন বখতিয়ারের বিরুদ্ধে হামলা করেছে তাদের বিরুদ্ধে এই আন্দোলন। তিনি বলেন, তারা আধ্যত্নিকতার কথা বলে মানুষের সাথে প্রতারণা করেছে, এখন তারা রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে। কোনো শক্তিই আন্দোলনের মাঠ থেকে আমাদের সরাতে পারবেনা।

    জমির উদ্দিন পারভেজ রাউজানের সর্বস্থরের জনগণকে আন্দোলনে শরীক হওয়ার অনুরোধ জানা।

    আন্দোলন থেকে ২০ জানুয়ারী সোমবার রাউজানের গহিরা, নোয়াপাড়া ও মদুনাঘাটে বিক্ষোভ সমাবেশের ডাক দেন তিনি। পরে মুনিরিয়া বিরোধী আন্দোলনের মুখপাত্র জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের মুন্সিরঘাটা হয়ে জলিল নগর বাস স্টেশনে গিয়ে শেষ হয়।

  • কাল শেখ আনছার আলী শাহ (রহ.)’র ওরশ

    কাল শেখ আনছার আলী শাহ (রহ.)’র ওরশ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : আধ্যাত্মিক সাধক, কুতুবুল আকতাব পীরে কামেল হযরত মৌলানা শেখ আনছার আলী শাহ (রহ.)’র ৭৭তম বার্ষিক ওরশ মোবারক আগামিকাল রবিবার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়াস্থ দরবারে আনসারিয়ায় নানা কমূসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে।

    এসব কর্মসূচির মধ্য রয়েছে খতমে কোরান, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, দরুদে হাজারী শরীফ, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।

    উক্ত ওরশ মোবারকে সকলের উপস্থিতি কামনা করেছেন দরবারে আনসারিয়ার সাজ্জাদানশীল শাহাজাদা এডভোকেট এম.আনোয়ার চৌধুরী।

    এ উপলক্ষে এক প্রস্তুতি সভা সাজ্জাদানশীল এম. আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে ও ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন মাওলানা তাজুল ইসলাম, জাহেদুল আলম, ব্যবসায়ি মোহাম্মদ রফিক, মোহাম্মদ হারুনুর রশিদ, ব্যবসায়ি মাহাবুবুল আলম, ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ, আবু তাহের, নুরুল আমিন, ইমাম শরীফ, জমির ইসলাম, মোহাম্মদ খালেদ, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম, আজগর আলী, মাওলানা সৈয়দ কামাল, আবদুল কাদের, শওতক হোসেন, এমদাদ হোসেন, ইমাম শরীফ, এমদাদ হোসেনসহ অনেকে।

  • প্রধানমন্ত্রী দেশকে ঠিক যেভাবে দেখতে চান তারই বাস্তব চিত্র দৃশ্যমান রাউজানে : তাজুল ইসলাম

    প্রধানমন্ত্রী দেশকে ঠিক যেভাবে দেখতে চান তারই বাস্তব চিত্র দৃশ্যমান রাউজানে : তাজুল ইসলাম

    নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে ঈসাখাঁ দিঘীর পাড়ে দৃষ্টিনন্দন নবনির্মিত ইউপি ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

    শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় তিনি প্রথমে নোয়াজিষপুর নতুন হাট বাজারে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে আধুনিক মার্কেট নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করে নোয়াজিষপুরে নবনির্মিত ইউপি ভবন উদ্বোধন করা করেন।

    সেখান থেকে তিনি অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত শুভ উদ্বোধন মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন।

    প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অনুষ্ঠানে আসার পথে রাউজানের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। দেশকে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক যেভাবে দেখতে চান তারই বাস্তব চিত্র দৃশ্যমান রাউজানে। এজন্য রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে আমি ধন্যবাদ জানাই।
    মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর মাধ্যমে এ দেশের হত দরিদ্র মানুষ স্বপ্ন দেখেছিল এশটি উন্নত বাংলাদেশের। বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন। তার নেতৃত্বে এই দেশের স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধু বাংলাদেশের সার্বিক উন্নয়নের আন্তরিকভাবে কাজ করে দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সে সময় বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জাতি দিশেহারা হয়ে পড়েছিল। সেই দিশেহারা জাতিকে একটি অভিষ্ট্য লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা হাল ধরেছিলেন। বঙ্গবন্ধু দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে এ দেশের সব শ্রেণী-পেশার মানুষকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি উন্নয়নের মহা পরিকল্পনা গ্রহণ করেন।

    ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসেন তখন দেশের দারিদ্র্যের হার ছিল ৬২ পার্সেন্ট। দেশে বিদ্যুৎ উৎপাদন হতো এগারশ মেগাওয়াট, আমাদের খাদ্যে ঘাটতি ছিল এগার লক্ষ টন, আমাদের যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত নিন্ম, আমাদের কর্মসংস্থানের সুযোগ ছিল অত্যন্ত সীমিত, শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত দূর্বল, স্বাস্থ্য সেবা থেকে মানুষ বঞ্চিত ছিল।

    বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নতি শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, বয়স্কভাতা, বিধবা ভাতাসহ গ্রামীণ অবকাটামোগত উন্নয়নের জন্য অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করার কারণে দেশ আজ উন্নয়নের মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে।

    প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    নোয়াজিষপুর ইউপি ভবন

    নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন ও মোহাম্মাদ মোক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য,স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপরিচালক ইয়াছমিন পারভিন তিরবীজি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,বিশিষ্ট ব্যাংকার জাহাঙ্গীর আলম খাঁন,এ এস এম হোসাইন, আলহাজ্ব ফরিদ আলম চৌধুরী প্রমুখ।

  • রাউজানে মাস্টার দা সূর্য সেনের ৮৭তম ফাঁসি দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

    রাউজানে মাস্টার দা সূর্য সেনের ৮৭তম ফাঁসি দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, বিপ্লবী মাস্টার দা সূর্য সেনের ৮৭তম ফাঁসি দিবসে রাউজানে মাস্টার দা সূর্যসেনের আবক্ষ মূর্তি ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান উপজেলা আওয়ামীলীগ, অঙ্গসংগঠনসমূহসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দরা।

    রবিবার (১২ জানুয়ারি) রোববার সকালে রাউজান সদরে অবস্থিত সূর্য সেন কমপ্লেক্স চত্বরে মাস্টার দা সূর্যসেনের আবক্ষ মুর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সাংসদ, রেলপথমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

    বিভিন্ন সংগঠনের মধ্যে মাস্টার দা’সূর্য সেন পাঠাগার, রাউজান উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ, রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, বাংলার মুখ রাউজান কলেজ শাখা, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ, রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক/ শিক্ষিকার নেতৃত্বে শতাধিক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সমাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

    মাস্টার দা’সূর্য সেন পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি শ্যামল পালিত এর সভাপতিত্বে সূর্য সেন কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাস্টার দা’র বিপ্লবী জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,কামরুল ইসলাম বাহাদুর, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র -২ জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, আওয়ামীলীগ নেত্রী সৈয়দা রেহানা আফরোজ, হাসান মোহাম্মাদ রাসেল, তছলিম উদ্দিন, আব্দুল লতিফ, তপন দে, এস এম মমহিবুল্লাহ্, যুবলীগ নেতা মনছুর আলম, আবু ছালেক, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, মোহাম্মাদ আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ প্রমুখ।

    এদিকে মাস্টারদার ফাঁসি দিবসে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের সূর্যসেন পল্লীতে মাস্টার দা সূর্যসেনের শৈশব স্মৃতি বিজড়িত বাস্তভিটায় স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, মাস্টার দা সূর্যসেন কিন্ডার গার্টেন, সূর্যসেন স্মৃতি সংঘ, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

    নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া মেম্বারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, আ.লীগ নেতা তফসির আহমেদ বাবুল, জাহাঙ্গীর সিরাজ, সুশীল কুমার, সেকান্দর হোসেন, হাফিজ উদ্দিন, মো: ইফসুফ, নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দ.রাউজান পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকাশ শীল, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, রুবেল বৈদ্যসহ সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে রাউজান সাতিহ্য পরিষদ আলোচনা সভার আয়োজন করেন।

  • মাস্টারদা সূর্যসেন এর আবক্ষ ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মাস্টারদা সূর্যসেন এর আবক্ষ ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টারদা সূর্যসেনের ৮৭তম ফাঁসি দিবস উপলক্ষে আজ সকালে সূর্য সেন এর জম্মস্থান চট্টগ্রামের রাউজানে রাউজান বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ সংলগ্ন মাস্টারদা সূর্যসেন এর আবক্ষ ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র পক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

    শ্রদ্ধা নিবেদন করেন মাষ্টারদা সূর্য সেন মেমোরিয়াল পাঠাগার, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা জন্মাষ্টমী পরিষদ, বাংলার মুখ, শিল্পকলা একাডেমী, রাউজান কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, রাউজান ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা পুস্পস্তবক অর্পন করেন।

    পরে সূর্যসেন চত্বরে রাউজান মাস্টারদা সূর্য সেন মেমোরিয়াল পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি কামরুল হোসেন বাহাদুর, প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, জমির উদ্দিন পারভেজ, রাউজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সাইফুল ইসলাম চৌধুরী রানা, হাসান মো: রাসেল, রেহেনা আফরোজ, শোয়াইব খাঁন, আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সাধন পালিত, মুহাম্মদ মনছুর আলম, তপন দে, মো: মাসুদুল আলম, আবু ছালেক, এনামুল হক এনাম, জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, মো: আসিফ প্রমূখ।

    এসময় ইমরান হোসেন ইমু, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, ওয়াহেদ বাবলু, ইমরাম হোসেন জীবন, সাবের হোসেন, মো: তানভীর চৌধুরী, রাজু দে, প্রদীপ শীল, শফিউল আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন- ১৯৩৪ সালের ১২ই জানুয়ারী প্রহসনমূলক বিচারে তৎকালীন ব্রিটিশ সরকার মাস্টারদা সূর্য সেনকে চট্টগ্রাম কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করলেও মাষ্টারদার রেখে যাওয়া স্বাধীন স্বদেশের স্বপ্নকে হত্যা করতে পারেনি। মাষ্টারদা সূর্য সেন বাঙ্গালির মানসপঠে চির জাগরুখ বিপ্লবী চেতনার উৎস। চট্টগ্রামের যুব বিদ্রোহের মহানায়ক মাষ্টারদা সূর্যসেন ভারতের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়েছে।

  • আবুধাবির রাষ্ট্রপতির নামে রাউজানে এক প্রবাসীর মেজবান

    আবুধাবির রাষ্ট্রপতির নামে রাউজানে এক প্রবাসীর মেজবান

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে কয়েক বছর আগে দেশে ফিরে আসা রাউজানের এক প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন সেদেশের মরহুম রাষ্ট্রপতি জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে নিজ এলাকায় বিশাল মেজবান দিয়েছেন।

    স্থানীয়রা জানিয়েছে ওই প্রবাসী দেশে ফিরে আসার পর থেকে প্রতি বছর ছোট পরিসরে সুলতান আল নাহিয়ানের নামে মেজবান দিয়ে আসছেন।

    এবার তিনি ৪টি বড় মহিষ জবাই করে এলাকাবাসীর জন্য মেজবানের আয়োজন করেছেন। জানা যায় প্রবাসী জসিম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একটি কোম্পানীতে অন্তত ২০ বছর চাকুরী করে নিজ পরিবারের সমৃদ্ধি এনেছেন। সেই কৃতজ্ঞতাবোধ থেকে প্রতিবছর মুনিবের নামে এই মেজবান আয়োজন করে আসছেন।

    গত বৃহস্পতিবার দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে এই মেজবানটি অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষ মেজবানে অংশ নিয়েছেন। অনেকেই বলেছেন এই খবরটি সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত পৌঁছলে সেদেশের শাষকরা বাংলাদেশি প্রবাসীদের উদারতা মূল্যায়ন করবেন।

  • পাঁচ শতাধিক শীতার্থের মাঝে কম্বল বিতরণ করে রাউজান সেন্ট্রাল বয়েজ

    পাঁচ শতাধিক শীতার্থের মাঝে কম্বল বিতরণ করে রাউজান সেন্ট্রাল বয়েজ

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের আলোকিত সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে পাঁচ শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    ২৯ ডিসেম্বর রাতে উপজেলার রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই পরিষদের চেয়ারম্যান, জনপ্রিয় চিত্র তারকা ইলিয়াছ কাঞ্চন।

    বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ এ কে এম এহ্ছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, স্লোগান সম্পাদক মোঃ জহির উদ্দিন, ঘাতক দালাল নির্মুল কমিটি কেন্দ্রীয় সহ সম্পাদক ও চট্টগ্রাম সমন্বয়ক লেখক, সাংবাদিক শওকত বাঙালি, বিশ্ব ব্যাংকের সাবেক পরামর্শক শাহ্ আলম চৌধুরী, নিরাপদ সড়ক চাই পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

    এ সময় সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতি, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের সভাপতি মহিউদ্দিন ইমন, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, আহমেদ সৈয়্যদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রাউজান ডাবুয়া সমিতির কমিটি গঠন : সভাপতি চন্দন, সম্পাদক জসিম

    রাউজান ডাবুয়া সমিতির কমিটি গঠন : সভাপতি চন্দন, সম্পাদক জসিম

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজান ডাবুয়া সমিতির বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবার সংগঠনের সভাপতি চন্দ্রন মল্লিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোরশেদুর আলমের সঞ্চালনায় সংগঠন কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া কলেজের অধ্যাপক আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন ডা. সুকান্ত চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ শাহ্জাহান, মোঃ আলী, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, শিতল মেম্বার, সুজিত বাবু, মোঃ জসিম উদ্দিন, মাষ্টার বিজয়, রফিক মোহন দে প্রমুখ।

    দ্বিতীয় অধিবেশনে সকলের সর্ব সম্মতিক্রমে পুনারায় চন্দ্রন মল্লিকে সভাপতি, মো. জসিম উদ্দিনকে সাধারন সম্পাদক, ডা. সুকান্ত চৌধুরীকে অর্থ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এক শক্তিশালী ডাবুয়া সমিতির কমিটি গঠন করা হয়।

  • রাউজানের কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শ’ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

    রাউজানের কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শ’ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : কেউবা এসেছিল লাঠিতে ভর দিয়ে, কেউবা পরিবার-পরিজন নিয়ে। দীর্ঘদিন পর একই সামিয়ানার নিচে পুরনো দিনের বন্ধুকে কাছে পেয়ে খুশির পালে যেন লেগেছিল উঞ্চ হাওয়া। শীতের কুয়াশাময় সকালটা যেন উৎসবের আনন্দে রঙিন করে তুলেছিল রাউজানের কউটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ কয়েক শতাধিক শিক্ষার্থী।

    বয়সের পার্থক্য ভুলে হাসি-আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল নবীণ-প্রবীণ সকলে। মঞ্চের ব্যানারে বড় হরফে লেখা, আয়, আরেকটি বার আয়রে সখা প্রাণের মাঝে আয়…কথাটিই যেন এই বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের প্রাণে সৃষ্টি করেছিল ভালোলাগার শিররণ।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, ২০০ বছর আগে কেউটিয়া স্কুল প্রতিষ্ঠিত হয়েছে জেনে নিজেকে গৌরবান্বিত মনে হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কৃতি শিক্ষার্থী আজ স্ব স্ব কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। তখনকার সমাজ হিতৈসীরা শিক্ষার জন্য চিন্তা করেছিল। আজ তারা নেই কিন্তু তারা অমর। আমি সসবসময় স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ও শৃঙ্খল জীবনের কথা চিন্তা করি। সেলক্ষ্য আমি কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য দৈনিক ১৯ ঘন্টা কাজ করে। তার যোগ্য নেতৃত্বে এই দেশ উন্নত বিশ্বে আজ রোল মডেল। রাজনীতিবিদরা প্রধানমন্ত্রীর মত নিষ্টার সাথে করলে এই দেশ সোনার বাংলায় পরিনত হবে।

    অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ের সহ সভাপতি বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী।

    প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উদযাপন পরিষদের ২০১৯ এর সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউশনের সভাপতি আলহাজ্ব শাহ আলম চৌধুরী।

    পুনর্মিলনী উদযাপন পরিষদের সচিব সনজীব দত্তের সঞ্চালনায় অলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপ সচিব শিবির বিচিত্র বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনিক, ডেপুটি অ্যাটর্নী জেনারেল এডভোকেট অপূর্ব ভট্টচার্য্য, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল কুদ্দুস, স্থানীয় ইউপি চেয়ারম্যান বি.এম. জসিম উদ্দিন হিরু, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিপ্লাস টিভির চীফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম হেলালী, ইউপি সদস্য প্রভাত পাল কালু, সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন, উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী পার্থ প্রতিম ভট্টাচার্য্য, সিনিয়র সহ সভাপতি শিক্ষক সমীর কান্তি ভট্টাচার্য্য, এসএম লিটন প্রমুখ।

    শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজসহ নানা কর্মসূচির মাধ্যমে প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী ও ঐতিহ্যের দুইশত বছর পুর্তি উদযাপন করেছে নবীন প্রবীন সমন্বয়ে। জাতীয় সংগীত পরিবেশন সহকারে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।