Tag: রাউজান

  • ফজলে করিম চৌধুরীর শান্তির জনপদে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের ঠাই নেই: ওসি কেপায়েত

    ফজলে করিম চৌধুরীর শান্তির জনপদে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের ঠাই নেই: ওসি কেপায়েত

    রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ বলেছেন, গুটিকয়েক অপরাধীদের জন্য শান্তির জনপদ রাউজানে কোনো অপতৎপরতা হতে দেবনা। এ বিষয়ে রাউজান থানা প্রশাসন সব সময় সজাগ দৃষ্টি রেখেছে। এক সময়ের অপরাধের স্বর্গরাজ্য ছিল রাউজান।

    আমাদের এমপি মহোদয় এই অশান্ত জনপদে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছেন। এখন দেশে-বিদেশে রাউজানের পরিচিত একটি মডেল উপজেলা হিসেবে। আমাদের এই সুনামটা ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, যেখানে অন্যায় দেখবেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। আমি তাৎক্ষনিক ব্যবস্থা নেবো।

    তিনি শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃক্ষভানুপুর এলাকায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    হলাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহ জাহানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী। ডা. সৈকত দাশ রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান থানার উপপরিদর্শক সাইমুল ইসলাম ইভান, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনছুর আলম, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রনু ভট্টচার্য্য, রাউজান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ। এসময় বৃক্ষভানুপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ পরিদর্শক রমিজ উদ্দিন, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য শম্বু মজুমদার, ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফিরোজ, মো. আমীর, শওকত, রাশেদ, নুরুল আমীন, আরফাত, মো. মনছুরসহ হলদিয়া ইউনিয়নের বৃক্ষভানুপুর এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

  • রাউজানে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

    রাউজানে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

    রাউজানে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেছেন, দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সবাইকে স্বোচ্চার থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন অনুপ্রবেশকারীরা যেন দলে ভিড়তে পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।

    রবিবার (৩ নভেম্বর) বেলা ৩ টায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন সমুহের ব্যবস্থাপনায় উপজেলা মুন্সির ঘাটাস্থ দলীয় জাতীয় চার নেতার স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, ভূপেষ বড়ুয়া, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

    সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, শাহা আলম, সহ দপ্তর সম্পাদক হাছান রাসেল, মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনা আফরোজ, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহছান হাবীব হাছান, আওয়ামী লীগ নেতা রবিন্দ্র লাল চৌধুরী, রুনু ভট্টাচার্য, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সচিম শওকত হোসেন, উপজেলা যুবলীগ নেতা তপন দে, মহিউদ্দিন ইমন, কায়ছার উদ্দিন আহমেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক খোকন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ প্রমুখ।

    সভাশেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

  • রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাংসদ ফজলে করিম চৌধুরীর মাতার মৃত্যুবার্ষিকী পালিত

    রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাংসদ ফজলে করিম চৌধুরীর মাতার মৃত্যুবার্ষিকী পালিত

    রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির মাতা বেগম সাজেদা কবির চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

    কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, মরহুমার কবর জিয়ারত, মেজবান, দোয়া ও মিলাদ মাহফিল।

    এ সময় উপস্থিত ছিলেন মরহুমার জ্যেষ্ঠ সন্তান এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক, মরহুমার কনিষ্ঠ সন্তান এবিএম ফজলে শহিদ চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়্যব, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাবু, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি কামরুল হোসেন বাহাদুর, কাজী ইকবাল, শাহ আলম চৌধুরী, নুরুল আবসার, স্বপন দাশগুপ্ত, ইরফান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার্দী শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ভূপেষ বড়ুয়া।

    রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, নির্বাহী সদস্য সুমন দে, চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, ডাবুয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, গহিরা ইউপি চেয়া্রম্যান নুরুল আবছার বাঁশি,চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ, বিনাজুরি ইউপি চেয়ারম্যার সুকুমার বড়ুয়া, উরকিরচর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উপধ্যক্ষ সৈয়্যদ আহমেদ।

    উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, দপ্তর সম্পাদক তপন দে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাংগীর আলম সুমন, যুগ্ম আহবায়ক শওকত হোসেন, ইমতিয়াজ উদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি হাসান রাসেল, স্যোশাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের সভাপতি মহিউদ্দিন ইমন,যুগ্ম আহবায়ক দিদারুল আলম, আহমেদ সৈয়্যদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু , পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি সৈয়্যদ মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, আবু বক্কর আরাফাত, মিজানুর রহমান প্রমুখ।

  • রাউজানের চিকদাইরে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ফোরকানিয়া মাদ্রাসার উদ্বোধন

    রাউজানের চিকদাইরে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ফোরকানিয়া মাদ্রাসার উদ্বোধন

    রাউজান চিকদাইরে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ফোরকানিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়।

    গতকাল বিকালে এই মাদ্রাসার উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী।

    এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আলী বেপারী জামে মসজিদের খতিব মাওলানা নুরুচ্ছাপা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর ২ এর সভাপতি রোকন ফারুকী, সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন মানিক, শুক্কুর সওদাগর, হাফেজ দৌলত, জানে আলম, সিদ্দিক, বেলাল হোসেন, তৌফিকুল ফরিদ মাসুম, টিটু, সাজ্জাদ হোসেন, জাহাঈীর আলম, আলমগীর হোসেন খালেক প্রমুখ।

  • রাউজানের পূর্বগুজরায় জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    রাউজানের পূর্বগুজরায় জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    রাউজানের ১০ নং পূর্বগুজরা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, মহিলা আওয়ামীলীগ,ছাত্রলীগ ও অংগ সংগঠনের যৌথ উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ড.রোশাঙির আলমের সভাপতিত্বে ও রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় পূর্বগুজরা ইউনিয়ন আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অথিতি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফজল হোসেন।

    প্রধান বক্তা ছিলেন ডা স্বপন চন্দ্র বড়ুয়া। বক্তব্য রাখেন সহ-সভাপতি জসিম উদ্দিন, স্বপন চৌধুরী,মোহাম্মদ হোসেন মাহমুদ, হাজি জসিম উদ্দিন, সুজিত বড়ুয়া,আবদুল কাইয়ুম,আইন বিষয়ক সম্পাদক জাহেদুল আলম, কোষাধ্যক্ষ শেখ মুজিবুর রহমান, মঈন উদ্দিন, উজ্জল বড়ুয়া, জমির উদ্দিন বাবুল, হাজি জাহাঙ্গীর আলম, রিশু কৃঞ্চ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোঃমামুন, আলাউদ্দীন, মেজবাহ উদ্দিন সেলিম, সাহেদুল ইসলাম,আরমান উদ্দিন, ইরফান ফয়েজ, ইফতেকার মাহমুদ মুন্না, মহিউদ্দিন, মনছুর, জয়নাল প্রমুখ।

  • আমিরহাটে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত

    আমিরহাটে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত

    রাউজান আমিরহাট হযরত এয়াছিনশাহ্ অটোরিকশা (সিএনজি) সমিতির ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল হাজী রহমানিয়া মার্কেটে অনুষ্ঠিত হয়।

    ইহরাম হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তাা খান আল আযহারীর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।

    এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা এস এম বাবর, হলদিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক চৌধুরী সুমন।

    এতে তকরির করেন হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যাপক আল্লামা কাজী মুহাম্মদ শফিউল আজম আল কাদেরী, রাউজান পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার আরবী মুদাররিস মাওলানা ছালামত রেজা কাদেরী।

    এতে নাতে রাসুল পরিবেশন করবেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার শিক্ষার্থী শায়ের মোহাম্মদ মিনহাজ্ব উদ্দীন। এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সৈয়দ কামাল উদ্দিন, মাওলানা ইকবাল হোসেন, হাফেজ ওমর ফারুক, তাজ মুহাম্মদ রেজভী, মাওলানা আবু ছালেহ, মুহাম্মদ কুতুব উদ্দিন, সমিতির পক্ষে সভাপতি মোহাম্মদ মমতাজ ড্রাইভার, মো.জহুর মেম্বার, মো.মান্নান, মো.আবছার, মো. নাজিম উদ্দিন মাইজভান্ডারী, হিসাব রক্ষক মো.জাহেদ, ড্রাইভার মো. কামাল, মো. দুলাল, মো.কামাল মাইজভান্ডারী, লাইনম্যান মো. সরোয়ার সহ সমিতিরি কর্মকর্তাবৃন্দ।

    পরে মিলাদ মোনাজাত ও তাবরুক বিতরন করা হয়।

  • গাউসিয়া কমিটির রাউজান উত্তর’র স্বাগত র‌্যালীতে হাজারো নবী প্রেমিকের ঢল

    গাউসিয়া কমিটির রাউজান উত্তর’র স্বাগত র‌্যালীতে হাজারো নবী প্রেমিকের ঢল

    পবিত্র ঈদ-এ মীলাদুন্নবী (দ.)’র আগমন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা (উত্তর) শাখার আয়োজনে আজ শুক্রবার সকাল ৮টায় বিশাল স্বাগত র‌্যালী অনুষ্ঠিত হয়।

    হাজার হাজার নবীপ্রেমিকের পদচারনায় র‌্যালীটি গহিরা মাদ্রাসা হতে আরম্ভ হয়ে রাউজান রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে রাউজান জলিল নগরস্থ খানকায়ে কাদেরীয়া তৈয়্যবীয়া তাহেরীয়ায় এসে মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

    র‌্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার সভাপতি অধ্যক্ষ জনাব ইলিয়াস নুরী, র‌্যালী বাস্তবায়ন পরিষদের সচিব মাওলানা এম.এ মতিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজান উপজেলা (উত্তর)’র সভাপতি অধ্যক্ষ মাওলানা হাফেজ আবু জাফর সিদ্দিকী, গাউসিয়া কমিটি রাউজান উত্তর’র সাধারণ সম্পাদক ইয়াসিন হোসাইন হায়দরী, গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, র‌্যালী বাস্তবায়ন পরিষদরে আহবায়ক উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন জামাল, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দীকী,উত্তর জেলার সমাজ সেবা সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন সওদাগর, কে.এম.ওমর ফারুক, আ.স.ম রফিকুল ইসলাম রেজভী, মাওলানা গাজী মুহাম্মদ ফোরকান, মাষ্টার জানে আলম শরীফ, মুহাম্মদ আবু তাহের।

    বক্তারা বলেন প্রিয় নবী করিম (দ.) দুনিয়ায় আগমনে করে ঈমানী আহবানে যেভাবে বিশ্বের সকল জাতিকে সকল ধরনের হানাহানি থেকে মুক্ত করে শান্তির পরশ দিয়েছিলেন ঠিক ঐ শিক্ষাকে গ্রহনে করে আমাদেরকে দ্বীনি খেদমতে এগিয়ে যেতে হবে।

    এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সুলতানপুর দক্ষিণ শাখার সভাপতি আলহাজ্ব নুরুল আমিন সওদাগর, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মুহাম্মদ সৈয়্যদ মিয়া,আলহাজ্ব এম.এ মালেক সিদ্দিকী, গহিরা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, হাফেজ আবু তাহের, উপজেলা উত্তর’র প্রচার সম্পাদক মোহাম্মদ মোরশেদ, সুলতানপুর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শওকত হোসাইন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব নাহিম উদ্দিন খোকন, মুহাম্মদ মঈনু উদ্দীন, এম,এ রায়হান,গাজী মাসুদ রানা, রাউজান কলেজ শাখার সভাপতি মুহাম্মদ সাঈদুল ইসলাম, মোঃ মাশুকুল ইসলাম, মাকসুদুল আলম সুমন, নিয়াজুর রহমান সাবিক, মনির উদ্দিন প্রমুখ।

  • রাউজানে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

    রাউজানে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

    জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত বর্ণাঢ্য যুব শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হতে যুব শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

    শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা।

    বক্তব্য রাখেন, রাউজানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ।

    প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, যুবকরাই দেশের মূল চালিকাশক্তি। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    তিনি আরো বলেন, সরকার যুবকদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, রাউজানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ নানান কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। চাকুরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহবান জানান তিনি।

    আলোচনা সভা শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

  • রাউজানের বিশিষ্ট সমাজ সেবক আহমদ হোসেন আর নেই

    রাউজানের বিশিষ্ট সমাজ সেবক আহমদ হোসেন আর নেই

    রাউজানের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আহমদ হোসেন আর নেই। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

    মরহুম আহমদ হোসেন রাউজানের হলুদিয়া ইউনিয়নের উত্তর সর্তা লস্কর উজির বাড়ির সমাজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি,গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখার সাবেক সভাপতি এবং লস্কর উজির বাড়ি শাহী জামে মসজিদের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

    আজ বাদে আছর লস্কর উজীর বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

    মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • রাউজানে ক্ষুদে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

    রাউজানে ক্ষুদে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

    রাউজানে ক্ষুদে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান রাউজান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

    আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস।

    চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেনের নির্দেশনায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে আয়োজিত এই প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্টে উপজেলার ১৮৩ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ইভেন্টগুলো হচ্ছে সংগীত, চিত্রাংকন, আবৃত্তি, নৃত্য ও উপস্থিত বক্তৃতা। পাঁচটি ইভেন্টে প্রথম. দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীসহ মোট ৭৫ জন শিক্ষার্থীকে পুরষ্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

    প্রধান অতিথি এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসকের এই উদ্যোগে নিঃসন্দেহে কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখবে। আজকে ক্ষুদে শিক্ষার্থীরাই একদিন জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করে দেশের মুখ উজ্জল করবে।

    সভাপতির বক্তব্যে ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, আমাদের সন্তানেরা যাতে নিজেদের মেধা সঠিকভাবে মেলে ধরতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই পারদর্শীতার প্রমাণ দিয়েছে। আগামীতে এরা দেশের সম্পদে পরিণত হতে পারে।

  • রাউজানের উত্তরসর্তা জিলানী চাইল্ড কেয়ার স্কুলে জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

    রাউজানের উত্তরসর্তা জিলানী চাইল্ড কেয়ার স্কুলে জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

    রাউজানের উত্তরসর্তা জিলানী চাইল্ড কেয়ার স্কুলের ২০১৯ সালের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

    অধ্যাপক মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুল কুদ্দুছের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার। প্রধান আলোচক ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন।

    শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবরিনা তালেব তানহা, নাবিলা জামান নৈশি, তানবিনা নাসরীন উম্মি, সাবেক শিক্ষক তৌফিকুল হোসাইন,

    এছাড়া,দরগাহ বাজার সমিতির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারী মোঃ জামাল উদ্দিন বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য খোরশেদুল আলম মুন্না, মোঃ রফিক, মোঃ হানিফ, মোতালেব সওদাগর, হাছান তালুকদার, মোঃ রফিক, শামসুল হুদা, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

    বক্তারা বলেন সন্তানদের থেকে দীর্ঘমেয়াদী ভালো ফল পেতে হলে তাদের ছোট বেলায় পরিচর্যা করুন, সময় দিন, অসুস্থ প্রতিযোগিতায় নামবেন না, জিপিএ ৫ এর চেয়েও জরুরী বাচ্চারা কি শিখল, কতটুকু জ্ঞান অর্জন করেছে তা খেয়াল রাখা। সভা শেষে ৫ম ও ৮ম শ্রেণীর পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়।

  • রাউজানে আধুনিক মানের রেস্টুরেন্ট ‘তাকওয়া’র যাত্রা শুরু

    রাউজানে আধুনিক মানের রেস্টুরেন্ট ‘তাকওয়া’র যাত্রা শুরু

    রাউজানে আধুনিকমানের সকল সুবিধা নিয়ে যাত্রা শুরু করলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত তাকওয়া রেস্টুরেস্ট।

    ২৮ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটস্থ ভারতশ্বরী প্লাজার দ্বিতীয় তলায় আধুনিকমানের এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ।

    এ সময় তিনি রেস্টুরেন্ট পরিচালকদের উদ্দেশ্যে বলেন, মফস্বলে এত ভালো মানের একটি রেস্টুরেন্ট চালুর উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়। গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে গেলে খাবারের মান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গ্রামের মানুষ যাতে সহনশীল দামে ভালো মানের খাবারের স্বাদ গ্রহণ করতে পারে সে দিকটাই সবাইকে লক্ষ্য রাখতে হবে।

    এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়–য়া, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উপ-অধ্যক্ষ ছৈয়্যদ আহমদ, সাংবাদিক মীর আসলাম, জাহেদুল আলম, এস.এম ইউসুফ উদ্দিন, নেজাম উদ্দিন রানা, রমজান আলী, গাজী জয়নাল আবেদীন, কামাল উদ্দিন, এস,আই মহসিন রেজা, আওয়ামীলীগ নেতা তফসির আহমেদ বাবুল, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সেকান্দর হোসেন, যুবলীগ নেতা নুরুল ইসলাম, প্রতিষ্ঠানের কর্ণধার বাগোয়ান ইউপি প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ব্যবসায়ী বখতেয়ার হোসেন রাজু, মাহাবু আলম, তপন মল্লিকসহ অন্যান্য অতিথিবৃন্দ ।